Decor Queen

Decor Queen

its all about the dream of color�

10/10/2023

🇧🇩

10/10/2023

আজ যদি বাংলাদেশ জিতে যায় আজকের অর্ডারের সব ডেলিভারি ফ্রি করে দিব! 🥺

06/10/2023

বিজনেসে লাভ করার নিঞ্জা টেকনিক 🫢

02/10/2023

ভুমিকম্প হলে যে দোয়া পড়বেন

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

Photos from Decor Queen's post 02/10/2023

আলহামদুলিল্লাহ!! একজন বিজনেস ওনারের কাছে রিভিউ এর চেয়ে প্রিয় জিনিস আর কি হতে পারে🥰🥰

25/09/2023

কোথায় কোথায় বৃষ্টি হচ্চে??
আপনার এলাকার খবর কি?

Photos from Decor Queen's post 31/08/2023

আড়ং কটন থ্রিপিস! খুবই সফট এবং আরামদায়ক 😇
একাধিক কালার & ডিজাইন আছে! কালার গ্যারান্টি!
জামা ২.৫ গজ, পাজামা ২গজ, ২.৫ হাত লম্বা ট্রাসেল করা ওরনা পাচ্ছেন!
কাপড়ের বহর আড়াই!

29/08/2023

খুব উপকার হলো!🤣

26/08/2023

Decor Queen আর ডিস্কাউন্ট দিবে না, কে দিবে জানাচ্ছি 🤭
🎨🎁🎉🎊🎀
💯💝

Photos from Decor Queen's post 22/08/2023

উদ্যোগের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাজে লেগে থাকা!

অনলাইন উদ্যোক্তা হিসেবে একইভাবে অনলাইন বিজনেসে সবচেয়ে মূল্যবান বিষয় হলো আপনার উদ্যোগে আপনি কতটুকু সময় ব্যয় করছেন৷ এছাড়া সঠিক পণ্য বাছাই, পণ্যের মান ধরে রাখার বিষয়গুলো তো আছেই৷ উদ্যোগের শুরু থেকে একই ধারা একই গতি বজায় রাখা অনেক কঠিন কাজ তবে প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে গেলে সব প্রতিবন্ধকতা পিছে ফেলতে হবে৷

তাতের থ্রিপিচ গুলো আবার এসেছে! এই কাক ফাটা গরমে কলেজ ভার্সিটিতে অনায়াসেই রাফ ইউজ করতে পারবেন!

তাতের থিপিস খুবই সফট এবং আরামদায়ক 😇
এই গরমে এমন তাতের থ্রিপিচ সবার কালেকশনে থাকা উচিত!

একাধিক কালার & ডিজাইন আছে! কালার গ্যারান্টি!
জামা ২.৫ গজ, পাজামা ২গজ, ২.৫ হাত লম্বা ট্রাসেল করা ওরনা পাচ্ছেন!
কাপড়ের বহর আড়াই!

ধন্যবাদ🌸

Photos from Decor Queen's post 21/08/2023

শহরের সর্বোচ্চ সুন্দরী মেয়ে পাঞ্জাবী অর্ডার করলে ১০% ডিস্কাউন্ট 🙆‍♀️ (বান্ধবীকে সুন্দরী প্রমান করে অফারটি লুফে নিন এক্ষুনি)

Photos from Decor Queen's post 15/08/2023

কারোর জীবনে প্রথম ভালোবাসা হতে পারাটা বড্ড সৌভাগ্যের ব্যাপার... খুব কম মানুষই এই দিক দিয়ে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী হয়... মানুষ জীবনে বহুবার প্রেমে পড়ে, হয়তো অনেকবার সম্পর্কেও জড়িয়ে যায় কিন্তু প্রথম ভালোবাসা হয় অন্যতম... যেটা মানুষ ভুল করেও ভুলে যেতে পারে না !!
হুমায়ূন আজাদ একটা কথা বলেছিলেন - 'জীবনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রেম বলতে কিছু নাই, মানুষ যখন প্রেমে পড়ে প্রতিটা প্রেমেই প্রথম প্রেম'... তার এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত নই... প্রতিটা প্রেমেই প্রথম প্রেম হতে পারে না... আবেগ সবার জন্য সমান ভাগে মুগ্ধতা ছড়াতে পারে না !!
জীবনে প্রথম কোথাও মিট করা... প্রথমবার চোখে চোখ রাখা.....প্রথম চুমু খাওয়া... প্রথমবারের মতো কাউকে জড়িয়ে ধরা... প্রথমবার রিকশা'য় পাশাপাশি বসা... বৃষ্টিতে ভিজে একসাথে শীতল হওয়া... হাতে হাত রেখে একসাথে চলা... শার্টের কলার খামচি মেরে বুকে মাথা গুঁজে দেওয়া... এসব জীবনে যতবারই আসুক না কেন, প্রথমবারের মত অনুভূতি আর কখনই হবে না !!
কোন একটা গানের লাইনে সেই মানুষটাকে মনে পড়বে... রিকশায় পাশের খালি জায়গাতে তার শূণ্যতা অনুভব হবে... পছন্দের কোন এক জায়গায় তার স্মৃতি জুড়ে এসে মনে নাড়া দিবে... সময় সব বদলে দিতে পারলেও সময় কখনো স্মৃতি বদলে দিতে পারে না... একদম না !!
প্রথম প্রেমে মেয়েরা আবেগী বেশি থাকে... জীবন দিয়ে হলেও মেয়েরা প্রথম ভালোবাসা আগলে রাখতে চেষ্টা করে... প্রেমিকের দেয়া প্রতিটা চিঠি, উপহার, চকলেট যাই কিছু দেক না কেন, সবকিছুই খুব যত্নে রেখে দেয়... প্রথম প্রেমিকের দেয়া প্রথম গোলাপটাও মেয়েরা হারিয়ে ফেলে না, এবং কি গোলাপের প্রতিটা শুকনো পাঁপড়িও বইয়ের পাতায় যত্নে রেখে দেয় !!
মেয়েরা প্রথম প্রেম যতটা টিকিয়ে রাখতে চেষ্টা করে পরবর্তী প্রেমগুলোকে টিকিয়ে রাখতে ততটা চেষ্টা করে না... প্রেমিকের হাতে ছেড়ে দিয়ে বলে রাখলে রাখো, না রাখলে মুক্তি দাও... পুরোটাই তোমার উপর নির্ভর !!
তাই তো কথায় আছে, সেই ছেলেই ভাগ্যবান যে তার প্রেমিকার প্রথম ভালোবাসা... আবার সেই মেয়েই ভাগ্যবতী যে তার প্রেমিকের শেষ ভালোবাসা !!" :)

কিপ প্রাইভেট আন্টিল ইট'স পার্মানেন্ট!! ভালোবাসা যে গোপনেই সুন্দর! Tasnia Farin আপুর দীর্ঘ সময়ের ভালোবাসার পূর্ণতা আরো একবার তা প্রমান করে দিলো! 🫶
সিপ্লিসিটি ইজ ওলোয়েজ বেস্ট!😇

Photos from Decor Queen's post 04/08/2023

আড়ং কটন থ্রিপিস!

Photos from Decor Queen's post 01/08/2023

এই বাঙ্গিফাটা গরমে ফতুয়া গুলোর কোনো বিকল্প নেই!
কম বয়সী থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন!
বেশ আরাম আরাম একটা ভাব আসে পরলেই! কি? গরমের বন্ধুকে সাথে রাখছেন ত ভাইয়ারা?

কালার গ্যারান্টি! একাধিক কালার আছে!
লং -২৮/৩০/৩২
সাইজ - ৪০/৪২/৪৪/৪৬

Photos from Decor Queen's post 31/07/2023

তাতের থিপিস! খুবই সফট এবং আরামদায়ক 😇
এই গরমে এমন তাতের থ্রিপিচ সবার কালেকশনে থাকা উচিত!

একাধিক কালার & ডিজাইন আছে! কালার গ্যারান্টি!
জামা ২.৫ গজ, পাজামা ২গজ, ২.৫ হাত লম্বা ট্রাসেল করা ওরনা পাচ্ছেন!
কাপড়ের বহর আড়াই!

Photos from Decor Queen's post 30/07/2023

ছেলেদের পাঞ্জাবী গিফট করলে মেয়েরা আরো সুন্দরী হয়ে যায় 🤩

অরজিনাল অরগেন্ডি বাটিক পাঞ্জাবী!
সাইজ ৪০, ৪২, ৪৪, ৪৬
কালার গ্যারান্টি 💜

29/07/2023

আমাদের কাছে আপনাদের অভিযোগ গুলো কি কি? তা জানিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন! ধন্যবাদ 💟

19/07/2023

কিছু কিছু মানুষকে আমরা মাফ করে দিতে চাইলেও,
আমাদের রুহ এবং হৃদয়ের দীর্ঘশ্বাস কখনো মাফ করতে চায় না। এরপরও আমরা হয়তো ভুলে যেতে চাই, কোনভাবে সামনে আগাতে চাই। কিন্তু আগের মতো কিছুই আর হয় না। নতুন করে বিশ্বাস এর একটা হৃদয় গড়ানো সম্ভব হয়না!

কেউ যদি আপনাকে ভেঙ্গে চূড়মার করে নিজেকে গুছিয়ে নেয় , তাহলে ভাববেন না সেও কোন না কোন দিন একই ভাবে ভাঙ্গবে। বরং আপনার থেকেও বাজে ভাবে ভাঙ্গবে । এটাই সর্বশক্তিমানের নিয়ম।

কেউ যদি তার দায়িত্বভার ছেড়ে পালিয়ে যায়, আল্লাহ্ র পর যদি সেই মানুষটাই আপনার ভরসার পাত্র হয়ে থাকে , সেই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে পালিয়ে যায়, আর আপনি যদি তাকে সম্মানের সাথে চলে যেতে দেন তাহলে তার ভীত হওয়া উচিত। কারন সৃষ্টিকর্তার সামনে এই পাপের দায়ভার নিয়ে তাকে উপস্থিত হতে হবে।

সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানাতে হয় না , দীর্ঘশ্বাস আর ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলেই তিনি তার বান্দার না বলা কথা বুঝে নেন। সৃষ্টিকর্তা ছাড় দান , তবে ছেড়ে দেন না ।

ছোট বেলায় ভাবসম্প্রসারণ পড়েছিলাম । কর্মই ফল। প্রত্যেক মানুষ এবং জীন জাতিকে তার কর্ম ফল ভোগ করতেই হবে। হয়তো সে করবে না হয় তার সন্তানরা করবে। কোনো না কোনো ভাবে তার কর্ম সে ফেরত পাবেই ।

কোন মানুষ যদি আপনার প্রতি ইর্ফোট দেয় তার ইর্ফোর্টের সম্মান করুন। কেউ যদি বার বার আপনার কাছে ফিরে আসে তাকে সম্মান করুন মূল্যায়ন করুন।
না হয় একদিন এমন আসতে পারে যেদিন আপনি সব হারিয়ে কারো কাছে যাওয়ার মতো অবস্থানে থাকবেন না।

তাই সময় থাকতে নিজের এবং নিজের আপনজনদের আগলিয়ে রাখুন । কোনো মানুষই ভুল ত্রুটি ছাড়া নেই। বাচঁতে হবে এই মানুষ জাতির সাথেই । তাই হারানোর আগেই আগলিয়ে ধরুন । কারো জীবনের ভুল হয়ে বেচেঁ থাকার চাইতে তার জীবনের ফুল হয়ে সুখে থাকুন 🖤
আল্লাহ সকলের আত্নাকে সুখে রাখুক! আমিন!

06/07/2023

কোনডা লাগবে?🤭 আরে পাঞ্জবীর কথা কইছি😒

Photos from Decor Queen's post 25/06/2023

আলহামদুলিল্লাহ!💜
জারুল ফুলেরা এখন একদম রেডি!!🌸
তাহাদের নতুন ঠিকানা এখন নোয়াখালী 🙆‍♀️

23/06/2023

সব গুছিয়ে নিয়েছি! নিজেও সাজু গুজু করা শেষ! এখন ডেলিভারির জন্য বের হবো! ব্যাগে কাপড় ভরতে গিয়ে হুট করে দেখি এই কাজ টুকু ছাড়া পড়ছে! আবার রঙ খুটি বাটি নিয়ে বসে পড়লাম 🙆‍♀️
আলহামদুলিল্লাহ যে আমার চোখের ধরা পড়ছে,কাস্টমার এর কাছে এম্নেই চলে গেলে কি একটা বিদিকিস্তি হইতো বলেন তো? 🤦‍♀️

22/06/2023

এখানে পেইন্টিং এর অর্ডার নেয়া হয়! 🙆‍♀️

Photos from Decor Queen's post 19/06/2023

ক্রেতারা কি জানেন প্রডাক্ট সোর্সিং ছাড়াও উদ্যোক্তাদের আরও কত রকম কস্ট থাকে❓❓

যারা দামাদামি করেন তাদের উদ্দেশ্যেই বলছি...
উদ্যোক্তাগণ কখনোই গ্রাহকের কাছে অতিরিক্ত মূল্য আদায় করেন না৷ অন্তত স্টুডেন্ট যারা আছেন আমার বিশ্বাস তারা করেন না৷ হ্যা কেউ কেউ ব্যতিক্রম থাকতে পারে৷ যেমন কোন কারণ ছাড়াই অতিরিক্ত মূল্য আদায় করতে পারে৷ তাহলে প্রশ্ন উঠে বিক্রেতার ব্যক্তিত্বে মানে আপনি ঠিক কার কাছে অর্ডার টি কনফার্ম করেছেন তার উপর বা তার সম্পর্কে হয়তো ভালোভাবে যাচাই করেন নি আগে ইত্যাদি বিষয়গুলো৷ তবে লাভ বিবেচনা করে আনুষাঙ্গিক খরচ যুক্ত করে মূল্য নির্ধারণ করা ভুল নয়। বরং না করা বোকামি৷ কোন ভাবেই লস করে তো আর ব্যবসা করা যায় না।

আমার খরচ যদি বিবেচনা করি৷ প্রডাক্ট সোর্সিং এ কুরিয়ার চার্জ, কুরিয়ারে যাতায়াত খরচ , আলাদা ব্যাগ তৈরি, বিজনেস কার্ড তৈরি, কার্টুন তৈরি ইত্যাদি আনুষাঙ্গিক অনেক খরচই যুক্ত থাকে যেটা আমর পণ্যের মূল্যের সাথে যুক্ত করি না এই জন্য যে শুধু আপনাদের রিজেনেবল প্রাইসে প্রডাক্ট দিয়ে সন্তুষ্ট রাখার জন্য। একেবারেই সীমিত লাভে প্রডাক্ট দেওয়া যাকে বলে।

যদিও সবাই এক নয় তবুও অনুরোধ দামাদামি করার আগে একটু ভেবে নিবেন। যদিও আমি এমন সিচুয়েশনে পরেছি খুব কম৷ সেপ থেকে আমার নিধারিত মূল্যেই প্রডাক্ট নিয়েছে বেশিরভাগ ক্রেতাই৷ খুব কমই দাম নিয়ে বারগেইন ফেইস করেছি৷ তবে আমি আমার জায়গায় অটল৷ আমি আমার পারিশ্রমিক সঠিকভাবেই নিবো৷ এতে দুএকটা অর্ডার চলে গেলেও আমার আপত্তি নেই৷ দাম কামনো মানে নিজের মান কমানো বলেই আমার মনে হয়৷ যেটা করতে আমার আত্মসম্মানে বাধে।

সাবধানে থাকুন,সুস্থ থাকুন,
Decor Queen এর সাথেই থাকুন!🌸
ধন্যবাদ 💜

Photos from Decor Queen's post 18/06/2023

সুপারি পাতার প্লেট 🌸

03/06/2023

রাজশাহীর মানুষের মেজাজ এখন চাংগে 🤦‍♀️

Photos from Decor Queen's post 29/05/2023

এক টুকরো আকাশ হাতে,হারাবো আমি তোমার সাথে💙

ম্যাটেরিয়াল :কটন সিল্ক! সূর্যমুখী থিমে করা নরম তুলতুলে একটি শাড়ি!
Frame in : Tasnuma





💙

Photos from Decor Queen's post 28/05/2023

বুক মার্ক! নিজের নাম, বা ডিপার্টমেন্ট এর নাম বা সাব্জেক্ট এর নাম লিখে নিতে পারেন! কালার সাইজ ডিজাইন কাস্টমাইজ করা যাবে!

Photos from Decor Queen's post 26/05/2023

সোনালু ফুলের থিমে আকা হ্যান্ড পেইন্ট কুর্তি!

Photos from Decor Queen's post 25/05/2023

সুপারি পাতা প্লেট পেইন্টিং!
ডিজাইন কাস্টমাইজ করা যাবে

Photos from Decor Queen's post 23/05/2023

কুশন কভার!

21/05/2023

Smart Woman, Smart Entrepreneur, Smart Bangladesh 💜
Pray Honest for your 🌸

19/05/2023

"আপু তোমার তো অনেক টাকা" এই বয়ান শুনতে থাকা নিষ্পাপ গরিব আমি 🫤

Photos from Decor Queen's post 18/05/2023

লাল পরি🎀

Photos from Decor Queen's post 10/05/2023

গুলাবু শাড়ি 🤩 ম্যাটেরিয়াল: পিয়র প্রাইড কটন!
বেবি পিংক শাড়ির উপর ডিপ ম্যাজেন্ডা কালারের ব্লক করা আছে! শাড়িটি এখন স্টোকে আছে! কালার কাস্টমাইজড💜
Frame in Fariha 💃

Photos from Decor Queen's post 06/05/2023

কাঠ বেস চাবির রিং! কাস্টমাইজ করা যাবে! 🌀🌀

04/05/2023

Probablly The Document can give me a New achievement!🎀
InShaAllah💜 I'm waiting for A New "Allhamdulillah" 🫣
Keep me in your prayers! 🥺

27/04/2023

আলহামদুলিল্লাহ! বাৎসরিক ট্রেড লাইসেন্স! অর্থ বছর ২২-২৩ 💵
এই যে আমরা বাংলাদেশের নাগরিক! বাংলাদেশের জনগনকে নিয়েই তো আমাদের এই বিজনেস! কিন্তু সরকারি কে আপনি দিচ্ছেন কি? ট্যাক্স দিচ্ছেন তো??? একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিটি বিজনেস ওনারের তার প্রতিষ্ঠানের জন্য একটি লাইসেন্স থাকা উচিত!!💜

Photos from Decor Queen's post 26/04/2023

জানালার পর্দা!
ফুলের থিমে হ্যান্ড পেইন্ট করা হয়েছে এক কালারের পর্দাতে!

23/04/2023

এবার ঈদে কত টাকা সালামি পেলেন??? 💵

22/04/2023

ঈদ মোবারক!!
এবার ঈদে সব ভাই বোন এর হাতে একি ডিজাইন করে দিয়েছি!
জাতীয় ডিজাইন ২০২৩ 😅

Want your public figure to be the top-listed Public Figure in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Rajshahi

Other Artists in Rajshahi (show all)
HASAN IMAM HASAN IMAM
'chompok' Seroil, Motpukur (west Road)
Rajshahi, 6100

I have been working on small paper for quite some time. Perhaps there wasn't much opportunity to work on large canvas. Hence to satisfy my urge I have done these works.

Raju Ahmed Raju Ahmed
Dhanmondi. Dhaka
Rajshahi

Freelancer Model , Actor

Bipul Hossain Bipul Hossain
Rajshahi, 6260

Arts by afia Arts by afia
Rajshahi

hi, welcome to afia's blog.� like and follow. stay connected ��

Shimull's Exposure Shimull's Exposure
Rajshahi, 6000,6100,6203

This page is based on Photography

Johir Johir
Rajshahi

Md Sohan Hossian001 Md Sohan Hossian001
Rajshahi

Sobai... like... follow... korben...

GR TV GR TV
Rajshahi

ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই আ?

Petals of Patterns Petals of Patterns
Rajshahi

Finding healing in art. loose-floral aesthetics x Islam x healing

Afrah Creation's Afrah Creation's
Rajshahi, 6201

Welcome to Afrah Creation's Page. Plays a special role in creating new content on the page.

It's Mizu It's Mizu
Rajshahi

Having you Is the Best part of my life '�'