RS Delivery Service
If you need any products (grocery, food, book, medicine all things) you can contact us . And we
আসসালামু আলাইকুম
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আগামি ০১/০৯/২০২৪ তারিখ হতে আপনাদের নিকট পুনঃরায় ফিরে আসছি।
মাসিক বাজার থেকে শুরু করে যে কোন কিছু হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
এছাড়াও উপভোগ করুন আকর্ষনীয় অফার।😳 বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেইজে অথবা যোগাযোগ করুন আমাদের সাথে।
01746855497
# HomeDeliveryinRajshahi
&deliveryservice
#কাঁচা_বাজার
আসসালামু-আলাইকুম আমের রাজ্যে আপনাদেরকে স্বাগতম
শত অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহীর বিখ্যাত #গোপালভোগ আমের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। রবিবারে & সোমবারে & মঙ্গলবারে( ২২-০৫-২৩ & ২৩/০৫/২৩) ডেলিভারি করা হবে ইন-শা-আল্লাহ।
সারা দেশের যেকোনো জায়গায় ডেলিভারি দেয়া যাবে।
রাজশাহীর সুস্বাদু, মিষ্টি ও নির্ভেজাল আম পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। মেডিসিন মুক্ত, নির্ভেজাল ও প্রিমিয়াম কোয়ালিটির আম আপনাদের কাছে পৌঁছে দিব ইন-শা-আল্লাহ।
যোগাযোগ : 01746-855497,
Whats app : 01746-855497
page : RS Delivery Service
# মেডিসিন মুক্ত, নির্ভেজাল ও প্রিমিয়াম কোয়ালিটির আম
# সর্বনিম্ন রেটে নিজস্ব বাগানের ফ্রেশ আম
# সর্বনিম্ন অর্ডার ১০ কেজি
# বিকাশ,নগদ,রকেট, ব্যাংক এ পেমেন্টের সুবিধা
# আপনার ইচ্ছামত কুরিয়ারে ডেলিভারি সুবিধা
# কাঁচা পন্যের বাজার প্রতিনিয়ত কমা-বাড়ার জন্য দাম কিছুটা কমবেশি হতে পারে
ল্যাগবে নাকি গো!! রাজশাহীর বিখ্যাত সুস্বাদু, মিষ্টি ও নির্ভেজাল আম😁
#আম #রাজশাহীর_আম #চাপাই_এর_আম #চাপাইনবাবগঞ্জ #রাজশাহী #বাঘার_আম #আম্রপলি #ল্যাংড়া #গোপালভোগ #ক্ষীরশাপাত #লক্ষনভোগ #ফজলি #খিরসাপাত #অরুনা #আম্রপালি #মল্লিকা #সুবর্নরেখা #মিশ্রিদানা #নিলাম্বরী #কালীভোগ #কাঁচামিঠা #বারোমাসি #হাড়িভাঙ্গা #লখনা ূপালি #মল্লিকা
আসসালমুআলাইকুম
রমজান মুবারাক ❤️
পবিত্র মাহে রমজানে ইফতার আয়োজনে Deliciosa দিচ্ছে মাত্র ২৫০ টাকার রমাদানের "শাহী ইফতার প্ল্যাটার"।
এ প্ল্যাটারে যা যা থাকছে -
• ১ বাটি হালিম
• চিকেন চপ ১ পিচ
• খেজুর ২ পিচ
• ফ্রাইড রাইস
• মেক্সিকান চিকেন কারি
• থাই ফ্রাইড চিকেন ১ পিচ
• মালটা ১পিস
• জিলাপি ১পিস
• ছোলা
• লেমন জুস
• শসা।
তাই দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এই সুস্বাদু ইফতার প্লাটারটি।
অর্ডার করতে কল করুন 🤳 - ০১৭৪৬-৮৫৫৪৯৭
RS Delivery Service __ We deliver food to your door 😇
★★★নিয়োগ বিজ্ঞপ্তি★★★
পদের নামঃরাইডার
কাজের ধরণঃখন্ডকালীন(শর্ত সাপেক্ষে)/ফুলটাইম(আলোচনা সাপেক্ষে)
কাজের স্থানঃ- রাজশাহী সিটি কর্পোরেশন এর মধ্যে।
কাজের শতাবলীঃ
১. নিজস্ব মোটরসাইকেল/সাইকেল থাকতে হবে।
২. নিজস্ব মোবাইল ফোন থাকতে হবে।
৩. যে কোন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হবে।
কাজের সুবিধাঃ
১. উন্নত মানের কাজের পরিবেশ ।
২. কোম্পানির মালিক,সেবাগ্রহীতা কাষ্টমার এর কাছ থেকে সবোচ্চ মানবিক আচরণ।
৩. চাপমুক্ত পরিবেশে। অর্থাৎ কাজ করলে টাকা পাবে আর কাজ না করলে টাকা পাবে না(খণ্ডকালীন রাইডার এর ক্ষেত্রে প্রযোজ্য ।
যারা কাজ করতে ইচ্ছুক তারা "হৃদয় হোম ডেলিভারি সাভিস" এর অফিসিয়াল পেজের ইনবক্সে অতিসত্ত্ব যোগাযোগ করুন।
মোবাইলঃ 01746-855497 / 01516-129815 /
https://www.facebook.com/rsdeliveryservice
We will be back soon

১০০% অরজিনাল খাঁটি তেল। নিজেদের তৈরি কালোজিরার তেল। অর্ডার করতে ম্যাসেজ করুন অথবা ০১৭৪৬৮৫৫৪৯৭ এই নম্বরে কল করুন
Grand meetup_2022
Food Exibhition workshop & compition
Organized by Rajshahi Homemade Food Society.
Great achievement for Us Hridoy Shop & Delivery Service
ধন্যবাদ Rajshahi Homemade Food Society কে। এতো জোশ একটা মিট আপ আয়োজন করার জন্য।
🔎🔎🔎অফার অফার অফার😲😲😲
লাল ডিম ৪৫ টাকা হালি এবং সাথে থাকছে পুরো রাজশাহী সিটি জুড়ে ফ্রী হোম ডেলিভারি। ( শর্ত প্রযোজ্য)
যোগাযোগঃ 01746855497
মাসিক বাজার থেকে শুরু করে যে কোন কিছু হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
এছাড়াও উপভোগ করুন আকর্ষনীয় অফার।😳 বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেইজে অথবা যোগাযোগ করুন আমাদের সাথে।
01746855497
# HomeDeliveryinRajshahi
&deliveryservice
#কাঁচা_বাজার
আগামীকাল হতে পরীক্ষামূলক ভাবে কেক সহ সকল কিছুর হোম ডেলিভারির অর্ডার নেয়া হবে।
তেলের দাম বৃদ্ধির জন্য আমাদের ডেলিভারি চার্জ কিছুটা বাড়ানো হয়েছে।
যোগাযোগঃ 01746855497
আমাদের কাছে পাবেন
সরিষা ফুলের মধু= ৫৫০ টাকা কেজি।
লিচু ফুলের মধু= ৫৫০ টাকা কেজি।
কালোজিরার মধু= ৬৫০ টাকা কেজি।
চাকের মধু= ৭৮০ টাকা কেজি।
সম্পূর্ণ নিজস্ব ভাবে চাষ করানো। ১০০% খাঁটি মধুর গ্যারেন্টি সহ।
বি.দ্রঃ প্রয়োজন অনুসারে সর্বনিম্ন ২৫০ গ্রাম দেওয়া যাবে। ১কেজি মধু নিলে ডেলিভারি ফ্রি।
যোগাযোগঃ 01746-855497
মধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাঃ
মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ নামক দুই ধরনের সুগার থাকে। অবশ্য সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে আছে। মধু নির্ভেজাল খাদ্য। এর শর্করার ঘনত্ব এত বেশি যে, এর মধ্যে কোনো জীবাণু ১ ঘণ্টার বেশি সময় বাঁচতে পারে না। এতে ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণ বিদ্যমান। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে। যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ), এছাড়াও প্রোটিন আছে। মধুতে কোনো কোলস্টেরল নেই। সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন। সুস্থ মানুষ দিনে দু’চা-চামচ মধু অনায়াসে খেতে পারেন। বেশি খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য ভাত, রুটি, আলু কমিয়ে খেতে হবে। অন্যথা মোটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই। হজমের গোলমাল, হার্টের অসুখ, ডায়াবেটিস প্রভৃতিরোগে আধা চা-চামচ এর বেশি মধু না খাওয়াই ভালো। পোড়া, ক্ষত ও সংক্রমণের জায়গায় মধু লাগালে দ্রুত সেরে যায়।
free Delivery
আসসালামু আলাইকুম
আগামীকাল ১২-০৮-২০২ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইন শাহ্ আল্লাহ। আমার প্রথমত ক্রিম কেক বাদে অন্য সকল কিছু ডেলিভারি চালু থাকবে।
খুব তারাতারি ক্রিম কেক ডেলিভারি নিয়ে হাজির হব ইন শাহ্ আল্লাহ।
হোম ডেলিভারি এর জন্য যোগাযোগ করুনঃ- 01746855497
সুখবর সুখবর সুখবর
আর মাত্র ২ দিন
ঈদুল আজহা উপলক্ষে আমাদের পেজের মাধ্যামে শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচম অর্ডারের বিশেষ সুযোগ। অর্ডার করতে পারবেন ৭ জুলাই ২০২২ পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
[ বি.দ্রঃ হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এছাড়া লোকেশনে এসে নিতে পারবেন।]
মোবাইলঃ 01746-855497
সুখবর সুখবর সুখবর
ঈদুল আজহা উপলক্ষে Authentic Bazar.com এবং Hridoy Shop & Delivery Service পেজের মাধ্যামে শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচম অর্ডারের বিশেষ সুযোগ। অর্ডার করতে পারবেন ৭ জুলাই ২০২২ পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
[ বি.দ্রঃ হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এছাড়া লোকেশনে এসে নিতে পারবেন।]
মোবাইলঃ 01746-855497
#আদি চমচম
#শিবগঞ্জ
#রাজশাহী
#শুকনা বরই
খেতে খুবই সুস্বাদু। সংরক্ষন করে রাখা যায় সারা বছর। আচার ছাড়াও চাটনি করতে পারবেন যখন তখন। আজই অর্ডার করে নিতে পারবেন খুব সহজে। হোম ডেলিভারি পেতে আজই যোগাযোগ করুন Authentic Bazar.com এবং Hridoy Shop & Delivery Service এই পেইজে।
দাম কেজি প্রতি ১০০ টাকা মাত্র।
Authentic Bazar.com Send a message to learn more
আমাদের সেবা গুলো নতুন করে ভালো নিয়ে আসতে সকলের মতামত চাচ্ছি।
১. আমাদের সার্ভিসের সাথে কি কি সংযোজন কারা যেতে পারে।
২. আমাদের সার্ভিস গুলো কি ভাবে উন্নত করলে উদ্দোক্তাদের জন্য ভালো হবে।
আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি। শিবগঞ্জ, চাপাইনবয়াবগঞ্জ হতে ঢাকা ও বরিশাল চলে গেল ১২০ কেজি খেরসাপাত।
এতো অহংকার করে কি হবে??
#আম
#রাজশাহীর আম
বাগানের ফ্রেশ আম পেতে আজই যোগাযোগ করুন।
১০০% ফ্রেশ।
সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
#রাজশাহীর আম
#আম
বাগান হতে সরাসরি বিষ মুক্ত আম পেতে এখনি প্রি-বুকিং করে ফেলুন।
প্রি-বুকিং করতে কল করুন অথবা ম্যাসেজ করুন।
মোবইলঃ- ০১৭৪৬-৮৫৫৪৯৭
https://fb.watch/cRO9uxqWE9/
https://www.facebook.com/authenticbazar22/photos/a.107033305319628/113737764649182/?type=3&app=fbl
# সরিষার খাঁটি তেল
# বাজার
ঐতিহ্যগতভাবে এই তেল আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করে আসছেন। ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। এর ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই তেল। ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য সরিষার তেলের অসাধারণ উপকারিতার কথা জেনে নিই চলুন।
১. ত্বকের তামাটে ভাব দূর করে
সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করতে পারে। এজন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েকফোঁটা লেবুর রস একত্রে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।
২. প্রাকৃতিক সানস্ক্রিন
যেহেতু সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে সেহেতু এই তেল ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা দিতে পারে। তাই স্কিন ক্যান্সার ও প্রতিরোধ করতে পারে। ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে পারে। তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন সরিষার তেল। তবে এই তেল যেহেতু ঘন তাই ত্বকে লাগানোর পর ভালো ভাবে ঘষে নিতে হবে যেনো অতিরিক্ত তেল লেগে না থাকে। অন্যথায় অতিরিক্ত ধুলাবালি জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি।
৩. ঠোঁটের যত্নে
শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল চমৎকার প্রতিকার হিসেবে কাজ করে যেখানে লিপ বাম বা চ্যাপ স্টিক অকার্যকর। ঘুমাতে যাওয়ার আগে আপনার নাভির মধ্যে এক বা দুই ফোঁটা সরিষার তেল দিন। তাহলে আর কখনোই আপনার ঠোঁট শুকাবে না বা ফাটবে না।
৪. চুলের বৃদ্ধিতে সাহায্য করে
সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। সরিষার তেল ভিটামিন ও খনিজে পরিপূর্ণ থাকে। বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে। বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি এসিড ও ম্যাগনেসিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিরাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয়।
৫. ক্ষুধা বৃদ্ধি করে
ক্ষুধার উপর সুস্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে। পাকস্থলীর পাচক রস উদ্দীপিত করার মাধ্যমে ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে সরিষার তেল। যাদের ক্ষুধার সমস্যা আছে তারা রান্নায় সরিষায় তেল ব্যবহার করতে পারেন।
৬. উদ্দীপক হিসেবে কাজ করে
পরিপাক, রক্ত সংবহন ও রেচন তন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে সরিষার তেল। খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে ম্যাসাজ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্ম গ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে।
৭. কার্ডিওভাস্কুলার উপকারিতা
সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এর ফলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে।
৮. ক্যান্সারের ঝুঁকি কমায়
সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে সরিষার তেল। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার থেকে সুরক্ষা প্রদান করে।
এছাড়াও অ্যাজমা ও সাইনুসাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবে সরিষার তেল অত্যন্ত কার্যকরী, ঠান্ডা-কাশি নিরাময়েও চমৎকার কাজ করে সরিষার তেল, ব্যাকটেরিয়ার ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, এতে অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামক অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে বলে ছত্রাকের ইনফেকশন নিরাময়ে কাজ করে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Sultanabad, Ghoramara, Boalia
Rajshahi
6100
2/1, Boro Bongram, BSCIC/2
Rajshahi, SOPURA-6203
Group of Companies located in Rajshahi.
Kansat, Shibganj, Chapainawabganj
Rajshahi, 6341
মানসম্মত সকল ধরনের শাড়ি কাপড় এবং ছেলেদের পোশাক পাওয়া যায়।