নকশী
Nearby clothing stores
6205
6000
6100
6230
rajshahi
6000
rajshahi
Bhorompur Bank Colony
Nagar Bhaban
6202
6320
All About Handpaints......
Handpaint one piece 🌻
Fabric ~Halfsilk
For more details inbox us.....
হ্যান্ডপেইন্ট শাড়ী।
ল্যাভেন্ডার রঙের সেমি মসলিন শাড়ীর পারে নীল এবং ডার্ক বেগুনি রঙের ওয়াশের কাজ করা হয়েছে এবং পুরো শাড়ীর আঁচল জুড়ে রয়েছে সাদা ও ডার্ক বেগুনি ফুলের কাজ।
টুকটুকে লাল রঙের কাপড়ে সূর্যমুখী,
সামনের পহেলা বৈশাখের জন্য ওয়ানপিস হিসেবে ড্রেসটির কালার এবং থিম টা জোস না?
ফেবরিক পছন্দমতো কাস্টমাইজড করে নেওয়ার সুযোগ থাকছে । ❤️🌻❤️
Customer's Review MashaAllah..... ❤️
Handpaint muslin saree.....
Handpaint on muslin....
পছন্দের একটা কাজ।
তবে ডিজাইন এবং কালার কম্বিনেশনের আইডিয়া টা আমার একজন সিনিয়র আপুর কাজ থেকে নেওয়া। আপু কাজটা অবশ্য মসলিন শাড়ীতে করেছিলেন, তবে আমি মসলাইন হাফসিল্ক শাড়ীতে পেইন্ট করেছি। 🖤❤️
কাস্টমার ডিমান্ড অনুযায়ী যেকোনো Fabric এ কাজ করে দেওয়া যাবে।
এটা আঁচলের অংশের কাজ।
১৪ হাত মসলাইন হাফসিল্ক শাড়ীর বডি এবং পুরো পার জুড়ে পেইন্ট করা হয়েছে।
শাড়ী মডেলের ছবি First কমেন্ট এ 👇
Rain Lily on pride...... 🌷🌷🌷
কবে নিবেন? 🫣
এই ড্রেস তৈরীর পেছনে একটা গল্প আছে
সেবার রোজার ইদে আমি অর্ডারের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, ইদ ছিলো সম্ভবত জুন মাসে, আর আমার ইদের অর্ডারের কাজ শুরু হয়েছিলো এপ্রিল মাস থেকে।
বলছিলাম ২০২১ সালের কথা। তো হ্যান্ডপেইন্ট, ম্যাটারিয়াল নিয়ে আসা,পার্সেল রেডি করা সময়মতো ডেলিভারি সব মিলিয়ে ইদে নিজের জন্য কেনাকাটা করবার সময় পাইনি সেবার। ইদের আগের দিন নাটোরের কিছু পার্সেল ডেলিভারি দিয়ে সন্ধ্যায় ইফতার শেষে আব্বু, মুহাম্মদ, চাচ্চু আর চাচতো ভাইয়ের পাঞ্জাবী পেইন্ট করতে বসলাম, চারজন একই পাঞ্জাবী নিয়েছে সেম ডিজাইন হবে।
আমি ভেবেছিলাম কালো রঙের পাঞ্জাবীতে সবুজ নীলের কম্বিনেশনে অপরাজিতা ফুলের কাজ করবো। সিগ্রিন আর সবুজের কম্বিনেশন করতেই আব্বু বললো নীল দিও না,,ফুল দেবার প্রয়োজন নাই কাজ টা এভাবেই দারুণ লাগছে। বেশ আব্বুর কথা মতোই পাঞ্জাবী চারটায় কাজ করে রাত ১০ টায় ফুপার সাথে বের হয়েছি নিজের জন্য জুতা কিনতে 😅, ফিরে এসে দেখি দর্জি আমার কালো রঙের কামিজ টা সেলাই করে বাসায় দিয়ে গেছে। বাসায় ফিরে চিন্তা করতে থাকলাম এই এক রাতের মধ্যে কালো কামিজে কি রকম পেইন্ট করা যায়! 🤔 পরে ভাবলাম, এতো চিন্তা করতে পারবো না, আব্বুর পান্জাবীর মতো সেম সেম ডিজাইন করে ফেলি তো, যা হবার হবে।
রাত ১ টা থেকে কাজ শুরু হয়ে শেষ হলো ভোর ৬ টায়। একটা কামিজ এবং একটা ওরনার কাজ সম্পন্ন করলাম। এবং তখনও চিন্তা করিনি এই কম্বিনেশনের এই ডিজাইন এর ড্রেস আমাকে আরও ২৭ পিস তৈরি করতে হতে পারে। 😇 Student E-commerce platform এ এই ড্রেস পরা ছবি আপলোড দিতে না দিতেই অর্ডারের ঝড় শুরু হলো,,,,,
আমার এই ড্রেসটা সেল হলো বাংলাদেশের বিভিন্ন জেলায়। আমার আম্মু, চাচী, ফুপি, কাজিনরাও সেম ড্রেস অর্ডার করলো আমার কাছেই। আমার এক ফ্রেন্ড তার তিন বোনের জন্য অর্ডার করলো সেম ড্রেস,,এভাবেই আরও বহু কাস্টমার অর্ডার করলেন। আমার উদ্যোক্তা জীবনে আমার সিগনেচার যতগুলো ডিজাইন আমি সেল করেছি, তারমধ্যে সর্বোচ্চ সেল হয়েছে এই ড্রেসটা আলহামদুলিল্লাহ।
আব্বুর বুদ্ধিতে করা একটা কাজ এবং আমার ছবিটাও আব্বুই তুলেছিলো,,, যেই ছবি সেপ এ আপলোড দেবার মাধ্যমেই এই ড্রেটার এতো পরিচিতি, সেপ এর সেলারগন এই ড্রেসটিকে ভাইরাল ড্রেস নামে ডাকতেন। 😅
Another One
শীত স্পেশাল কাস্টমাইসড উলের হ্যান্ডপেইন্ট শাল। 🖤🤎
পূজা কে বললাম, আয় আমরা একসাথে একটা ছবি তুলি আমার পেজের জন্য।
ধ্রুব কে বললাম, জুনিয়র ক্যামেরা ধরো।অতঃপর ❤️🖤💚
শীতের জন্য হ্যান্ডপেইন্ট শালের অর্ডার নেওয়া হচ্ছে
শীতে স্টাইলিশ এবং কম্ফোর্টেবল লুক আনার জন্য উলের হ্যান্ডপেইন্ট শালগুলো এখন বেশ জনপ্রিয় । 🖤💚
এই কাজ টা ২০১৭ সালে করেছিলাম, এবং এই কাজের মাধ্যমেই হ্যান্ডপেইন্টিং এ আমার হাতে খড়ি।
আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রথম বর্ষের শিক্ষার্থী। হঠাৎ মাথায় ভূত চেপে বসলো বিজনেস এর। কিন্তু কি নিয়ে বিজনেস করবো এই চিন্তা থেকেই মাথায় আসলো হ্যান্ডপেইন্ট পোশাক ডিজাইনের।
আম্মুর সাথে আলোচনা করলাম, আম্মুর সাপোর্টে প্রাইডের শোরুম থেকে একসাথে পাঁচ টা প্রাইডের থান কিনে নিয়ে আসলাম। তারমধ্যে এই এশকালার থান টা অন্যতম। চিন্তা করলাম, শাড়ী না করে যদি টুপিস( জামা+ওরনা) তে কাজ করা যায় তাহলে হয়তো রেসপন্স আসবে বেশি।
পরবর্তীতে আকিঁবুকিঁ করতে করতে এই ডিজাইন টা করে ফেলি। তখন কালার বানাতে জানতাম না, রঙের সাথে কি মেশালে হালকা গাঢ় করা যায় সেটাও বুঝতাম না। এই কাজ টা করার পর এটা ভালো লেগে যায় আমার ফুপ্পির এবং আমার উদ্যোগের প্রথম ক্রেতা হয় আমার ফুপ্পি।
পরবর্তীতে ইন্সপায়ার্ড হয়ে আমি আরও ৮ টা টুপিসে পেইন্ট করি যেগুলোর ক্রেতা হন আমার রিলেটিভ এবং এলাকার কিছু মানুষ। তখন তো অনলাইন বিজনেস এতোটা জনপ্রিয় ছিলোনা। বড়ো বড়ো অনলাইন বিজনেস প্লার্টফর্ম ও ছিলো না তেমন। সেই থেকেই হ্যান্ডপেইন্ট আমার প্যাশন থেকে প্রফেশনে পরিনত হয়। 💙🖤
এবারের পূজায় করা কিছু কাজ।
যেগুলো ডেলিভারি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।
Another Handpainting on semi muslin....... 💚🌿
Handpaint on halfsilk..... 🦚💙💚💙
Daisy painting on lavender 💜🧡🤍💜
ময়ূর থিমের আরেকটা নতুন কাজ।
কালার কম্বিনেশনে নতুনত্ব আনতে বরাবরই ভালো লাগে, সেই চিন্তাধারা থেকেই এশ রঙের শাড়ীর পুরো পাড়, কুঁচি এবং আঁচল জুড়ে ওয়াশের কাজ করা হয়েছে।
বিস্তারিত আসছে...............
Coming soon........ 🌿💚
পুজোর জন্য কনফার্ম 💙🤍💙🤍💙
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Rajshahi
Rajshahi City
Rajshahi, 6202
Here you will get authentic product and reasonable price. Your satisfaction is our main concern.
Tanor Road
Rajshahi
(•ᴗ•)ㅤ♡My world♡ㅤ(•ᴗ•) 00:00⬤━━━━━━━━━━━━━ 00:59 ⇄ㅤㅤㅤㅤ◁ ❙❙ ▷ㅤㅤㅤㅤ ↻ 🦋__🍁My MoM🦋__🍁 •---✿🥰🥰✿---
Varalipara, Sahmokhdum, Sopura
Rajshahi, 6203
Assalamu alaikum Welcome to my page SadiK Hand Paint Dress. Men, Women and Kids dress making and designing according to everyone's needs.
Rajshahi, 6000
Welcome to অন্যরকম - House. Please order now for some rhetorical handmade accessories as we all love them and many more will come in the future, Inshallah. Stay with us and don't f...
Mundumala Bazar, Tanore
Rajshahi, 6230
You will gate the latest design men's clothing and fashion items which represent you our continenta