Icb securities trading co ltd,Rajshahi br.

done when it is time. to provide quality service as best possible at our end.

11/12/2023

IPO: Best Holdings Limited CEO/MD: Hasan Ahmad, Chairperson: Amin Ahmad
Nature of Business more than 22% for the hospitality sector, a benchmark that encapsulates just how impressive the growth of our hospitality sector has been. Being the owner of Le Meridien Dhaka, a premium 5-star hotel brand, Best Holdings Limited is a leading company in this sector.

Security Trading Code Best Holdings Limited
Subscription Open January 08, 2024
Subscription Close January 14, 2024
Pre-IPO paid-up Capital
IPO size in shares 125,055,829
IPO size in BDT at offer price 79,723,090
Post IPO Paid-up Capital
Offer Price per share BDT 24.00

11/12/2023

Bangladesh Government Treasury Bonds(BGTB)

একটি প্রাথমিক ডিলার (PD) কি?

প্রাথমিক ডিলার হল সে সকল আর্থিক প্রতিষ্ঠান যারা প্রাথমিক নিলামে সরকারি সিকিউরিটিজের আন্ডাররাইটার হিসেবে কাজ করে থাকে। নিলাম কমিটি প্রস্তাবিত বিডগুলোকে অগ্রহনযোগ্য মনে করলে প্রাইমারি ডিলারদের (PDs) উপর সিকিউরিটিজ হস্তান্তর করতে পারে। প্রাইমারি ডিলাররা সফল বিড এবং হস্তান্তরিত টাকার পরিমাণের উপর পর্যায়ক্রমিক আন্ডাররাইটিং কমিশন পায়।

ব্রোকার হাউজের মাধ্যমে G-Sec ট্রেডিং:

▶️ Clean Price- সঞ্চিত সুদ/মুনাফা বাদে সরকারী কুপন বন্ডের বর্তমান বাজার মূল্য। এই মূল্যে বন্ডের জন্য নির্ধারিত কুপন পেমেন্টের মধ্যে অর্জিত কোন সুদ অন্তর্ভুক্ত থাকে না।

▶️ Dirty Price- এটি হল সঞ্চিত সুদ বা অর্জিত মুনাফা যুক্ত বন্ডের মূল্য যাতে কুপন পেমেন্টের মাধ্যমে অর্জিত সুদ ও কমিশন অন্তর্ভুক্ত থাকে। (Executed or Clean Price + Accrued Interest or Profit) X Executed Quantity + Trade commission) = Dirty Price

একাউন্ট খোলা, সিকিউরিটিজ স্থানান্তর ও লেনদেন ইত্যাদিঃ

১/ বিও আইডির মাধ্যমে স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে G-Sec এর ট্রেডিং করার জন্যঃ

স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মের মাধ্যমে G-Sec এর লেনদেন করার জন্য একজন গ্রাহকের BPID এবং BOID উভয়ই প্রয়োজন হবে। এক্ষেত্রে একজন BPID ধারক তার বর্তমান BOID ব্যাবহার করতে পারেন (যদি থাকে) অথবা নতুন BOID খুলে তার অধিভুক্ত G-Sec তার BPID থেকে BOID তে স্থানান্তর করতে পারবে।

একইভাবে, BOID ধারকগণ তাদের অধিভুক্ত G-Sec চাইলে তার বর্তমান BPID তে (যদি থাকে) স্থানান্তর করতে পারবে অথবা নতুন BPID খুলে সেখানে স্থানান্তর করতে পারবেন।

যদি কোন গ্রাহক বা বিনিয়োগকারী স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে কোন G-Sec ক্রয় করতে আগ্রহী হন (উদাহরণ স্বরূপ BOID ধারী) তাহলে তাকে MI Module এ BPID খুলতে হবে। এক্ষেত্রে BPID খোলার জন্য CDBL সেই ক্রেতার BOID এর বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের নিকট প্রেরণ করবে।

এসকল কার্য সম্পন্ন করার জন্য অবশ্যই Mutual Agreement বা পারস্পারিক চুক্তি থাকতে হবে।

২/ G-Sec এর অর্থ লেনদেন ও নিষ্পত্তি ট্রেডিং ডে তেই (T+0) সম্পন্ন করতে হবে (ক্রেতার ক্ষেত্রে মূল্য পরিশোধ ও বিক্রেতার ক্ষেত্রে G-Sec পরিশোধ)। আর G-Sec এর নিষ্পত্তি হবে ট্রেডিং এর তৃতীয় দিন বা T+2 অনুযায়ী (ক্রেতার ক্ষেত্রে G-Sec গ্রহন ও বিক্রেতার ক্ষেত্রে তহবিল স্থানান্তর)।

৩/ কুপন পেমেন্ট ডেটের পূর্বে দুই দিন G-Sec এর ট্রেড সাসপেন্ড থাকবে অর্থাৎ রেকর্ড ডে এবং তার পূর্বের দিন। কুপন পেমেন্ট ডের পূর্বের শেষ ট্রেডিং ডে কে রেকর্ড ডে হিসেবে বিবেচনা করা হবে। G-Sec এর ক্ষেত্রে কোন স্পট ট্রেডিং থাকবে না। কুপন ডেটের সর্বনিন্ম সাত কর্ম দিবস পূর্বে স্টক এক্সচেঞ্জকে রেকর্ড ডেটের তারিখ তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৪/ স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে G-Sec এর ট্রেডিং হবে Clean Price এ এবং নিষ্পত্তি হবে Dirty Price এ।

G-Sec এর ক্রেতা তার সম্পূর্ন ক্রয় মুল্য Dirty Price অনুযায়ী বিক্রেতাকে প্রদান করবে।

ধরা যাক, ২০০০ পরিমাণ G-Sec ১০২.৩৭ টাকা দরে লেনদেন হয়েছে এবং সঞ্চিত সুদ ৩.৪২ টাকা। সেক্ষেত্রে এই ট্রেডের নিষ্পত্তি হবেঃ (১০২.৩৭ + ৩.৪২) X ২০০০ + ৫.০ = ২,১১,৫৮৫.০০ টাকায়।
স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে G-Sec এর লেনদেন নথিভুক্ত করবে CDBL এবং অর্থের লেনদেন তদারকি করবে স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ব্যাংক।

Bangladesh Government Treasury Bonds(BGTB)
Main features:

i. More than One year government securities.
ii. Maturities are available for 2, 5, 10, 15 & 20 years.
iii. Coupon is paid half yearly and the principal is repaid on maturity.
iv. Coupon Rate is determined by auction.
v. Tradable in the secondary market Bid can be submitted for TK. 1,00,000/-
vii. Tax Rebate Facilities are available for Individual Investors.


Method of Investment:
i. Primary Market: From weekly (Tuesday) auctions through Primary Dealers.
ii. Secondary Market: From any bank or financial institution at anytime.

Non-resident individuals/institutions can also purchase Bangladesh Government Treasury Bond (BGTB) from Primary and Secondary market through Primary Dealers and other Banks in Bangladesh using funds deposited in their non Resident Foreign Currency Account (NFCA) or a Non Resident Investors Taka Account (NITA) with a bank in Bangladesh in name of purchaser. Coupon and principal amount can be repatriated freely.

Bangladesh Government Investment Sukuk(BGIS)

Main features
i. Shariah based government security.
ii. Tenor and mode of investment determined on the basis of the project.
iii. Profit can earned after every six months and the principal can be obtained after the end of tenor.
iv. Bid can be submitted for TK. 10,000/- or any amount of its multiple on auction.

06/12/2023
04/10/2023

লালবাগে আইসিবি সিকিউরিটিজের এক্সটেনশন অফিস

25/09/2023

Our honorable CEO

10/06/2023

ট্যাক্স রিবেট পেতে পুঁজিবাজার বিনিয়োগ করুন:

আজকাল অনেকেই স্টক-মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন। আবার অনেকে স্টক-মার্কেটকে একটি ঝুঁকিপূর্ণ খাত হিসেবে বিবেচনা করেন। না বুঝে অর্থ বিনিয়োগ করার কারণে অনেকই পড়তে হচ্ছে বিপদে। পুঁজি-বাজার মূলত একটি লাভজনক বিনিয়োগ খাত, যদি আপনি সঠিক নিয়মে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের স্টক মার্কেটে বিনিয়োগ নিম্নলিখিত টিপস আপনাকে আপনার ঝুঁকি কমাতে এবং সাফল্যের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে:
1. আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করুন
পুঁজি-বাজারে ঝুঁকি কমানোর জন্য বৈচিত্র্য-করণ একটি অপরিহার্য কৌশল। আপনি বিভিন্ন শিল্প এবং সেক্টর জুড়ে একাধিক স্টক বিনিয়োগ করা উচিত; এটি আপনাকে আপনার ঝুঁকি ছড়িয়ে দিতে এবং যে কোনো একটি কোম্পানির শেয়ারের দর-পতন ঘটলে অপর কোম্পানির শেয়ারে লাভ দ্বারা ক্ষতি কিছুটা কমিয়ে দিতে পারবে। আপনি কেমন পরিমাণ বিনিয়োগ এবং কি পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে পারবেন সেটি আগে নির্ধারণ করুন। সে অনুযায়ী কয়টি স্টকে বিনিয়োগ করবেন এবং কোন স্টকে বিনিয়োগ করবেন তা নির্ধারণ করা যাবে।
2. দীর্ঘমেয়াদী জন্য বিনিয়োগ
শেয়ারবাজার স্বল্প মেয়াদে অস্থির হতে পারে। যাইহোক, ইতিহাস দেখায় যে এটি দীর্ঘ মেয়াদে উল্লেখযোগ্য আয় প্রদান করেছে। তাই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করা অপরিহার্য।
3. আপনার যথাযথ অধ্যবসায় করুন
আপনি যে শিল্পে বিনিয়োগ করবেন এবং যে স্টকে বিনিয়োগ করবেন তার সামগ্রিক বাজারের অবস্থার বিশ্লেষণ করা উচিত। যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে, আপনার যথাযথ পরিশ্রম করা অপরিহার্য। আপনার কোম্পানির আর্থিক স্বাস্থ্য, এর প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ এবং এর বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গবেষণা করা উচিত। প্রতিষ্ঠানকে জানুন ঢাকা স্টক এক্সচেঞ্জ কয়েক মাস পর পর কোম্পানির আর্নিং রিপোর্ট প্রদান করে। সেটি নিয়মিত পর্যবেক্ষণ করুন। এছাড়া গত তিন-চার বছরের কোম্পানির শেয়ারে ট্র্যাক রেকর্ড দেখতে পারেন। যে শেয়ারে বিনিয়োগ করতে চান, সেই কোম্পানির অতীত শেয়ারে লভ্যাংশ হার দেখে নিন। এতে আপনি বুঝতে পারবেন তারা বর্তমান শেয়ারে লভ্যাংশ প্রদান করবে কিনা।
4. ছোট শুরু করুন
আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগের জন্য নতুন হন তবে ছোট থেকে শুরু করার পরামর্শ দেওয়া হয়। আপনি কয়েকটি স্টকে বিনিয়োগ করে শুরু করতে পারেন এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনার এক্সপোজার বাড়াতে পারেন। এটি আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে এবং আপনার ঝুঁকি কমাতে সাহায্য করবে। শেয়ারে বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করে নিন। হুট করে না বুঝে বিনিয়োগ করলে ক্ষতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫। বাস্তবসম্মত প্রত্যাশা আছে
স্টক মার্কেটে বিনিয়োগ করা কোনো দ্রুত-ধনী স্কিম নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। আপনি যে রিটার্ন আশা করতে পারেন সে সম্পর্কে আপনার বাস্তবসম্মত প্রত্যাশা থাকা উচিত এবং বাজারের উত্থান-পতনের জন্য প্রস্তুত থাকা উচিত।

10/06/2023

our one of the honorable CEO

09/06/2023

ISTCL participant at 6th National Earth and Space Summit 2023

09/06/2023

পেপার শেয়ারকে ইলেক্ট্রনিক শেয়ারে রূপান্তর করার প্রক্রিয়া:
পেপার শেয়ারকে ইলেকট্রিক শেয়ারে রূপান্তর করার প্রক্রিয়াকেই Dematerialization (DEMAT) বলে। কিছু সহজ ধাপ অনুসরণ করে পেপার শেয়ার গুলিকে DEMAT করতে পারেন। প্রক্রিয়া গুলি নিচে দেয়া হল:

১। আপনার নামে (পেপার শেয়ার যেই নামে আছে) একটি বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
২। আপনাকে আপনার পেপার শেয়ারটি নির্দিষ্ট কোম্পানিতে সশরীরে গিয়ে ভ্যারিফাই করাতে হবে।
৩। নির্ধারিত DEMAT ফর্ম পূরণ করে আমাদের অফিসে জমা দিতে হবে।
৪। আমরা একটি DEMAT Acknowledgment এবং DEMAT ফর্ম আপনাকে প্রদান করব। যা নিয়ে আপনাকে ওই নির্ধারিত কোম্পানিতে জমা দিতে হবে।
৫। আপনার কোম্পানি আপনার শেয়ার CDBL এর মাধ্যমে আপনার সিকিউরিটিজ বিও অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিবে।

যদি কোন মৃত ব্যাক্তির পেপার শেয়ার থাকে সেক্ষেত্রে যা করতে হবে:

১। মৃত ব্যাক্তির ওয়ারিশদের ওয়ারিশ সনদ, ডেড সার্টিফিকেট, কোড থেকে সাক্সেসান লেটার ও ওয়ারিশ গন অথবা ওয়ারিশের NID কার্ডের ফটোকপি সহ পেপার শেয়ার নিয়ে নির্দিষ্ট কোম্পানিতে গেলে তারা সেটা ভ্যারিফাই করে দিবে।
২। একাধিক ওয়ারিশ থাকলে তাদের সকলের নামে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
উপরের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে শেয়ার DEMAT করতে হবে।

যদি কারও শেয়ার ডিমেট করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ......

09/06/2023

21th February

08/06/2023

ট্যাক্স রিবেট পেতে পুঁজিবাজার বিনিয়োগ করুন:
আয়কর রেয়াত পেতে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত খাতে বিনিয়োগ করতে হবে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় খাত হল পুঁজিবাজার। আপনার করযোগ্য আয় এর ২0% বিনিয়োগ যোগ্য হিসাবে বিবেচিত হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে, বিনিয়োগ যোগ্য আয় হতে আপনি সর্বোচ্চ ১৫% কর রেয়াত পাবেন।ধরুন, আপনার বার্ষিক কর যোগ্য আয় ৮ লক্ষ টাকা সুতরাং কর রেয়াত এর জন্য আপনার বিনিয়োগ যোগ্য টাকার পরিমান ৮,০০,০০০* ২0%= ১,৬০,০০০ টাকা। আপনি যদি এই পরিমান টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তবে আপনার কর রেয়াতের পরিমান দাড়াবে ১,৬০,০০০*১৫%=২৪,০০০ টাকা।

Send a message to learn more

08/06/2023

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের বিনিয়োগকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সর্বোচ্চ লেনদেনের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারজয়ী প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি বিনিয়োগকারীদের সাথে আইসিবি-র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

Want your business to be the top-listed Business in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


32 Gonokpara, Bata Mor
Rajshahi
6201

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Other Business Services in Rajshahi (show all)
শরতের ফুল Soroter ful শরতের ফুল Soroter ful
Kansat, Shibganj, Chapainawabganj
Rajshahi, 6341

মানসম্মত সকল ধরনের শাড়ি কাপড় এবং ছেলেদের পোশাক পাওয়া যায়।

Abdul wadud Abdul wadud
Harma
Rajshahi

Pikachu's family Pikachu's family
Rajshahi

Ashik Emon Ashik Emon
Rajshahi, 6000

TR Game Shop TR Game Shop
Bogura
Rajshahi

Rohan Rafin Cake Factory Rohan Rafin Cake Factory
Sharotnagor Bazar Bhangoora, Pabna
Rajshahi

Din'S Distribution Din'S Distribution
Bot-Tola Mor, Sagorpara, Boalia
Rajshahi, 6100

Exclusive Distributor Walton.

MD monir Islam MD monir Islam
Nilphamari, Haroa
Rājshāhi

Punno Chowdhury Punno Chowdhury
Bogura
Rajshahi, 5800

Rajshahi City Treading Rajshahi City Treading
Kalachad Pur Gulshan Dhaka
Rajshahi, 1212

Buffalo meat and offal. Import and Export xport.

Asif Faisal Asif Faisal
Bagmara
Rajshahi

* Digital Marketer * Social Media Optimizer * Search Engine Optimize * Social Media Organic Growth * Professional Freelancer & Virtual Assistant