AL-Sun Hospital

AL-Sun Hospital

You may also like

Eat Sleep Sport Repeat
Eat Sleep Sport Repeat

আসুন। আমাদের সেবা নিন। আপনার সুস্থতা আমাদের সেবা।

03/07/2023

ডাঃ সুলতানা নাজনীন রিতা
MBBS,DGO-- গাইনি রোগ বিশেষজ্ঞ
রোগী দেখেন ও অপারেশন করেন
>> গর্ভবতী নারী (pregnant woman)
>> জরায়ু সমস্যা ( uterine problem)
>> অনিয়মিত মাসিক ( irregular period)
>> রক্তচাপ ( abnormal uterine bledding)
>> জরায়ু ও ডিম্বাশয় টিউমার ( fibroid uterus)
>> জরায়ু বের হয়ে আসা ( prolapse uterus)
>>বাচ্চা না হওয়া জনিত সমস্যা ( infertility)
>> ব্রেস্ট এ টিউমার (breast tumer)
>> তলপেটে ব্যাথা (lower abdominal pain)
>> সিস্টের সমস্যা (cystic o***y)
>>সিজারিয়ান সেকসান ( c/s)
>> ডি & সি (D&C)
>> হিস্টেরেকটমি (total abdomina hysterectomy or vaginal hysterectomy
>>repair of perineal tear

প্রতি শুক্রবার সকাল ৮.৩০-১০ টা ও
বিকাল ৫টা - ৭ টা

সিরিয়াল সরাসরি
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

অপারেশন এর জন্য - ০১৭১২-- ৫০২০৩৬

19/06/2023

ডা: আমিনুল ইসলাম লিপন
মেডিসিন বিশেষজ্ঞ, ( MBBS & FCPS)
Asst. Professor
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ,সিরাজগঞ্জ

রোগি দেখেনঃ
প্রতিদিন দুপুর ৩.৩০টা -- রাত্রি ৮.০০ টা
শুক্রবার ১২.৩০ থেকে রাত্রি ৮.০০টা।

সিরিয়াল এর জন্য যোগাযোগঃ ০১৭৬৭-২৪৩৭৮০
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর।

17/06/2023

ডা: মুরাদ- উদ- দৌলা
MBBS,BCS, D-ORTHO
হাড় ও বাত রোগ বিশেষজ্ঞ ও সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী

রোগী দেখেন
প্রতিদিন বিকাল ৪:০০ টা থেকে---৭.৩০ পর্যন্ত
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর
সিরিয়াল -০১৭৬৭-২৪৩৭৮০

23/03/2023

আল- সান হাসপাতাল এ সকল প্রকার
পরীক্ষা -নিরিক্ষার উপর ২৫℅ বিশেষ ছাড়!!

***এ ছাড় কোন প্রকার ব্যবসায়ীক উদ্দেশ্যে নয়।
রমজান মাসে সাধারণ মানুষের অর্থ খরচ কিছুটা লাঘব করার জন্য। সকল পরীক্ষার মূল্য পূর্বের মতই থাকবে।মূল্য বাড়িয়ে এ ছাড় নয়।।

আগামীকাল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।

আল-সান হাসপাতাল
বড়হরিশপুর,নাটোর
০১৭৬৭-২৪৩৭৮০
০১৭১২-৫০২০৩৬

22/03/2023

ডাঃ দিবাকর সরকার

পরবর্তীতে রোগী দেখেবেন- ২৪/৩/২৩ শুক্রবার
০৭/৪/২৩ ও ২৮/৪/২৩

Photos from AL-Sun Hospital's post 14/03/2023
01/02/2023

ডাঃ সুলতানা নাজনীন রিতা
MBBS,DGO-- গাইনি রোগ বিশেষজ্ঞ
রোগী দেখেন ও অপারেশন করেন
>> গর্ভবতী নারী (pregnant woman)
>> জরায়ু সমস্যা ( uterine problem)
>> অনিয়মিত মাসিক ( irregular period)
>> রক্তচাপ ( abnormal uterine bledding)
>> জরায়ু ও ডিম্বাশয় টিউমার ( fibroid uterus)
>> জরায়ু বের হয়ে আসা ( prolapse uterus)
>>বাচ্চা না হওয়া জনিত সমস্যা ( infertility)
>> ব্রেস্ট এ টিউমার (breast tumer)
>> তলপেটে ব্যাথা (lower abdominal pain)
>> সিস্টের সমস্যা (cystic o***y)
>>সিজারিয়ান সেকসান ( c/s)
>> ডি & সি (D&C)
>> হিস্টেরেকটমি (total abdomina hysterectomy or vaginal hysterectomy
>>repair of perineal tear

প্রতি শুক্রবার সকাল ৮.৩০-১১ টা ও
বিকাল ৫টা - ৭ টা

সিরিয়াল সরাসরি
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

অপারেশন এর জন্য - ০১৭১২-- ৫০২০৩৬

Photos from AL-Sun Hospital's post 28/01/2023

Popliteal cyst/baker' cyst অপারেশান
(হাটুর জয়েন্ট এ পিছনের দিকে টিউমার)

সার্জন--- ডাঃ মুরাদ- উদ-দৌলা ( ডি- অর্থো)
এনেস্থিসিয়া -- ডাঃ আব্দুস সালাম
এসিস্ট্-- কার্তিক চন্দ্র

যেকোন অপারেশন এর জন্য --
০১৭১২-৫০২০৩৬ - পরিচালক
আল - সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

01/01/2023

Cholecystectomy অপারেশন।

ছবিতে --Gall stone ( পিত্তথলীতে পাথর ৬৫+)

রোগী - হাসিনা বেগম --৫০ বছর
অপারেশন তারিখ-৩০/১২/২২
সার্জন -- ডাঃ কাওসার আহমেদ
এনেস্থিসিয়া -- ডাঃ আব্দুস সালাম
এসিস্ট্- কার্তিক চন্দ্র ও শাহাবুদ্দিন বালু

আল-সান হাসপাতাল
বড়হহরিশপুর, নাটোর
০১৭১২-৫০২০৩৬(যেকোন অপারেশন এর জন্য)

28/12/2022

কাহিনী-১

-চাচী বয়স কত?

-ঐ ৫০।

-বাচ্চা ক’টা?

-চারড্যা।

-ছোট বাচ্চার বয়স কত?

-এই যে সাতের এড্যাই ছোড।

-এনার বয়স কত?

-ঐ ৩২ মুতোন।

-সমস্যা কি?

-প্যাট ফুল্যা উঠিছে। সগলি কচ্চে, ছোল আচে প্যাটোত।

-মাসিক মাসে মাসে হয়?

-নাহ্! এই ছোল হওয়ার সময় সিজার হওয়ার থেন মাসিক নাই।

-ওহ্! তাহলে সিজার হয়েছে একটা?

-হ! আরো অপ্রাশন হছ্যে। জড়ালু ফেল্যে দিছ্যে আড়াই বচ্ছর হল্যো।

-হুম। চলেন দেখি আপনার পেট। মনে হয়, গ্যাস হয়েছে। পায়খানা হয় ঠিকমতো?

-পায়খানা টায়খানা সব ঠিক আছে ময়না। খালি প্যাটকোনা ফুল্যা উঠিছে।

-গ্যাসই হবে।

-নাআআআ! গ্যাস নাই। গ্যাসের ওষোদ খাছি হামি। কিবা আবার লড়্যে! বেবাকে কচ্ছে, ছোল আচে পেটোত!

আমার এসিস্ট্যান্ট বন্যা মুচকি মুচকি হাসে আর বলে,
-হ! বিলাইয়ের ছাও ঢুকিছে ব্যান আপনার প্যাটোত!

কাহিনী-২

প্রথম রোগীঃ

-সমস্যা কি?

-মাতাত থেন খালি ধুঁয়া বাইর হচ্চে।

-ওহ্!

-হ! মাতা সেইই গরম! খালি ধুঁয়া বাইর হচ্চে।

আমি চিফ কমপ্লেইনটস লিখতে গিয়ে ধম মেরে বসে আছি। মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এর ইংরেজী কি লিখব? Gas/smokes passing through head????

দ্বিতীয় রোগীঃ

-সমস্যা কি?

-মাতাত থেন খালি সীসা বারাচ্চে!

-Lead coming through head???

ভাবতেছি, বাংলায় ব্যবস্থাপত্র লেখা শুরু করব!

কাহিনী-৩

-ম্যাডাম, হামার হাত কোমা এটি থাক্যে আস্তে আস্তে উপর টানে অবস হয়্যা আসে।

-আর?

-আর পাও দুকনাও উপ্রে থাক্যে আস্তে আস্তে নীচ টানে অবস হয়্যা যায়।

-তো আপনি আমার কাছে আসছেন ক্যান? অবশ হলে তো নিউরো ডাক্তারের কাছে যাবেন!

-ক্যা? আপ্নে না অবসের ডাক্তর! আপ্নের নামের সাতে না নেকা আচে অবস!

(উল্লেখ্য, আমাদের ডিগ্রীর পেছনে গাইনী এন্ড অবস্ লেখা থাকে। এই অবস্ অবসটেট্রিকসের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ ধাত্রীবিদ্যা)

কাহিনী-৪

-বাচ্চা কাচ্চা কয়টা?

-আল্লাহ্ যা দিছ্যে তাঁই।

-আল্লাহ্ কয়টা দিছে?

-ঐ যা দিছ্যে তাতি খুশী।

-আরে বাবা, সে সংখ্যাটাই তো জিজ্ঞেস করছি।

-হামি তো সেড্যাই কচ্চি। আল্লাহ্ যে ক’ড্যা দিছ্যে সেকড্যাই ছোল।

-আচ্ছা ঠিক আছে। কোলের বাচ্চার বয়স কত?

-ওযি যেবার বিরিজ ভ্যাঙলো, বাড়ীঘর ডুব্যা গেল, সে বছর হছ্যে কোলের ছোল কোনা।

কাহিনী-৫

-সমস্যা কি?

-মেন্স স্টেশনটা ঠিকমতো পাই না।

-কি স্টেশন?

-মেন্স স্টেশন ম্যাডাম।

-সরি। আমি বুঝিনি।

-ম্যাডাম, মাসে মাসে মেন্স স্টেশন আসে না মেয়েদের! ওটা আমার আসে না ঠিকমতো। মাসে মাসে পাই না আর কি!

-ওহ্! আমি ভাবছিলাম, এটা আবার কোন স্টেশন? নতুন মেট্রোরেলের কোন স্টেশন মেস্টেশন কি না!

ফাহমিদা নীলা
২৮/১২/২০২২ ইং

Collected,😆😆

16/12/2022

ডা: আমিনুল ইসলাম লিপন
মেডিসিন বিশেষজ্ঞ, ( MBBS & FCPS)
Asst. Professor
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী

রোগি দেখেনঃ
প্রতিদিন দুপুর ৩.০০টা -- রাত্রি ৯.০০ টা
শুক্রবার ১২.৩০ থেকে রাত্রি ৯ টা।

সিরিয়াল এর জন্য যোগাযোগঃ ০১৭৬৭-২৪৩৭৮০
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর।

13/10/2022

ক্লিনোম্যানিয়া বা এরা বিছানা প্রেমী।

Clinomania শব্দের বাংলা— বিছানাপ্রেম, নিদ্রাপ্রেম, খাটপ্রেম, কাঁথাপ্রেম, বালিশপ্রেম, শোয়াপ্রেম, বিছানাবাই, বিছানাপাগল। সারাক্ষণ বিছানায় পড়ে থাকার প্রবল আকাঙ্ক্ষা, মাত্রাতিরিক্ত সময় অবধি বিছানায় শুয়ে থাকা, বিছানার প্রতি মারাত্মক আসক্তি কিংবা ঘুমিয়ে থাকার অদম্য ইচ্ছা— প্রভৃতিকে ক্লিনোম্যানিয়া বলা হয়।ইংরেজি অভিধান অনুযায়ী Clinomania অর্থ— An excessive desire to remain in bed, an obsession with bed rest।বিছানার জন্য এরা নিজের মা-বাবা, প্রেমিক-প্রেমিকা এমনকি অর্থবিত্ত পর্যন্ত অবহেলা করতে দ্বিধা করে না।

তাদের আদর্শ একদম পরিষ্কার:

বিছানাই প্রেম-প্রেমিকা, বিছানাই স্বর্গ।

বিছানাই ভালোবাসা খাদ্য-পুষ্টি, অর্ঘ্য।

বিছানাই শিরি-ফরহাদ, কৃষ্ণ-হেলেন-রাধা

বিছানাটাই মধুর ভুবন প্রেমডোরে বাঁধা।

এরা খুব সহজসরল, দয়ালু, উদার এবং সহানুভূতিশীল হয়। এদের অনেকে মেধাবী, কিন্তু বিছানা প্রেমের জন্য তা ভালোভাবে পরিস্ফুট করতে পারে না। তবে বিছানাপ্রেমীদের অলস বলা যায় না। এদের বিছানা ছাড়তে কষ্ট হয়, দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকে, কিন্তু বিছানা ছাড়ার পর নির্ধারিত কাজ স্বাভাবিকভাবে করতে পারে।

বিছানাপ্রেমীরা সুখী মানুষ। এদের ছ্যাঁকা খেতে হয় না। মিনিটে মিনিটে বিছানা পরিবর্তন করলেও কোনো বিছানা মামলা করে না। বিছানা খুব বিশ্বস্ত। সে কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। জামাকাপড় কিংবা সোনাদানা চায় না। মোবাইল আসার পর বিছানাপ্রেম আরও গভীর হয়েছে। মোবাইল এখন বিছানাপ্রেমের লবণ।

Collected

12/10/2022

ডাঃ দিবাকর সরকার
MBBS,FRCS,MS(ortho-surgery),
BCS, A.O trauma ( basic)
ঢাকা পংগু হাসপাতাল
হাড় /জয়েন্ট/বাত রোগ বিশেষজ্ঞ এছাড়াও হাড় ভাংগাসহ সকল অর্থপেডিক্স সার্জারী করেন।
প্রতি ২য় ও ৪র্থ শুক্রবার সকাল ৯টা- বিকাল ৪টা।

আল-সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

প্রতিদিনই সিরিয়াল নেওয়া হয়
01767243780

09/10/2022

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

©Dr. মোঃ সেলিম

16/09/2022

আল- সান হাসপাতাল এর নিচ তলায় পূর্ব পাশের দোকান ( ২২/১৫ ফিট),, মেডিসিন রাখার ফার্নিচারসহ ভাড়া দেওয়া হবে।

যোগাযোগ--
মোঃ শফিউল আলম বাবলু (০১৭১২-৫০২০৩৬)
প্রোপাইটার, আল- সান হাসপাতাল
বড়হরিশপুর,ঢাকা রোড, নাটোর

06/09/2022

😆😆
এত রূপের অহংকার করে কি হবে?
"পৃথিবীর সবচেয়ে স্মার্ট ছেলেটা কিংবা সুন্দরী মেয়েটারও প্রতিদিন নিয়ম করে হাগতে হয়!"
একবার এক ছেলে এসে আমাকে বললো- ভাই, আমার ক্রাশ আমাকে একদমই পাত্তা দেয়না। আমি তাকে ছাড়া একটা মিনিটও ভাবতে পারিনা। কি চোখ! কি দাঁত! কি সুন্দর তার হাসি! কন্ঠস্বর!
আমার এখন কি করা উচিত?
এসব প্রশ্নে আমি বিব্রত বোধ করি। কারো ক্রাশ কাউকে পাত্তা দিচ্ছেনা, তার কি করা উচিত, সে কথা আমি কি করে বলবো?
তবুও ঘনিষ্ঠ কেউ সাজেশন চাইলে, না করতে পারিনা। তাই তাকে বললাম- তুই কি কখনো ভেবে দেখেছিস যে, তোর সেই ক্রাশও প্রতিদিন হাগে। গোপনে পাদ দেয়। বেসিনে বমি করে। যখন ডায়রিয়া হয়, তখন পুরো কমোড মেখে ফেলে।
সে জবাব দিল- ছিঃ ভাই, এগুলা ভাবা যায় নাকি?
আমি তাকে বললাম- চোখ বন্ধ কর। তারপর ভাবতে থাক, তোর ক্রাশ হাগতে বসছে। ডায়রিয়া হাগু। এবং হাগু করার সময় সে পাদও দিচ্ছে।
সে বললো- ভাই থামেন, হাগু করার সময় পাদ দেওয়ার দৃশ্য কল্পনা করে আমি ভয় পেয়ে গেছি। মনে হলো, হিরোসিমায় পারমানবিক বোমা পরলো।
আমি তাকে বললাম- এখন দ্যাখতো, ওই মেয়ের প্রতি তুই ক্রাশ খাচ্ছিস কিনা?
সে জবাব দিল- না ভাই, এখন তার মুখটা কল্পনা করতে গেলেই হাগার দৃশ্য চোখে ভাসতেছে।
আমি তাকে বললাম- তাহলে, এরপর থেকে যখনই ক্রাশ খাবি, তখনই এরকম করে কল্পনা করবি।
সে বললো- আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ভাই। আপনি শুধু পরামর্শ দাতাই না, আপনি একজন ডাক্তার। কি সহজেই আমার রোগ সারিয়ে তুললেন। ধন্যবাদ ভাই।

-ফখরুল ইসলাম

©সাদা এপ্রোন

06/09/2022
05/09/2022

হিট_স্ট্রোক’ থেকে বাঁচার উপায়:

প্রচন্ড গরমে হাঁটাহাঁটি করতে এক মুহূর্তও ইচ্ছা করেনা। অল্প পথও হাটার ইচ্ছা করে না। কিন্তু মাঝে মাঝেই এমন হয় যে, দরদর করে হেটে অফিস থেকে বাসায় ফিরছেন। হঠাৎ দেখলেন মাথা ঝিম ঝিম করে উঠছে, সাথে শরীর খুব দুর্বল মনে হচ্ছে। বমি বমি লাগছে সেই সাথে চোখে ঝাপসা দেখছেন। একটু পর হঠাৎ করে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। রাস্তার পাশে পড়ে গেলেন– ঘটনাটি হয়ত আপনার জীবনে এখনো ঘটে নি, কিন্তু যা গরম পড়েছে ইদানিং, সাবধান না থাকলে আপনিও আক্রান্ত হতে পারেন হিট স্ট্রোক বা সান স্ট্রোকে।

#হিট স্ট্রোক কি?

হিট স্ট্রোক হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধ্বি পেয়ে সৃষ্টি হওয়া এক প্রকার জটিলতা। স্বাভাবিক দেহের তাপমাত্রা ৯৮ ফারেনহাইট। যদি এটি ১০৪ ফারেনহাইট অতিক্রম করে তখনি হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক এক প্রকার মেডিকেল ইমার্জেন্সি যেখানে সাথে সাথে রোগিকে চিকিৎসা না দেয়া হলে রোগি মৃত্যুবরন করতে পারে। রোগিকে গরম থেকে সরিয়ে এনে তার দেহের তাপমাত্রা কমিয়ে আনা হিট স্ট্রোকের চিকিৎসার একটি দরকারি ধাপ।

#হিট স্ট্রোকের কারন:

Dehydration হিট স্ট্রোকের প্রধান কারন। হিট স্ট্রোক প্রতিরোধে প্রচন্ড গরমে দেহে জলের পরিমাণ কমে গিয়ে যেন dehydration না হয় তা নিশ্চিত করা ও বেশি গরমে ভারি শারীরিক পরিশ্রমে না জড়ানোই উচিত।

#কারা হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হয় ?

ছোট বাচ্চা, বয়স্ক লোক, ব্যায়ামবীর বা দিনমজুরদের হিট স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনা খুবই বেশি। বাচ্চাদের ক্ষেত্রে এটি খুবই ভয়াবহ, বাচ্চাদের দেহের তাপ নিয়ন্ত্রন করার সিস্টেম ডেভেলপড না হওয়ায় তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি। প্রচন্ড গরমে বাচ্চাকে লক করা গাড়িতে রেখে পাশের দোকানে কেনাকাটা করতে নামবেন না। বাচ্চাকে সাথে নিয়ে যান। বৃদ্ধদেরও দেহের তাপ নিয়ন্ত্রন করার সিস্টেম দুর্বল হয়ে যায়, ফলে তারাও ভালনারেবল হয়ে পড়ে।

#হিট স্ট্রোকে আক্রান্ত হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন:

আক্রান্ত লোকটিকে ছায়াযুক্ত একটি জায়গায় নিয়ে আসুন, গায়ের ভারি কাপড় খুলে দিন, তার গায়ে ঠান্ডা জল ঢালুন। তাকে সম্ভব হলে ফ্যানের নিচে বা এসি রুমে নিয়ে আসুন। এতে গায়ের ঘাম উড়ে যাবে। সম্ভব হলে তার বগল ও রানের খাঁজে বরফ দিন।

যদি আক্রান্ত লোকটি জল খাওয়ার মত অবস্থায় থাকে তাহলে তাকে ঠান্ডা জল বা পানীয় পান করতে দিন।
একটি থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে দেখুন এবং ১০১-১০২ ডিগ্রী ফারেনহাইটে আসা না পর্যন্ত তাকে ঠান্ডা করা চালিয়ে যান।

#হিট স্ট্রোক প্রতিরোধ:

গরমের সময় দেহকে dehydrated হতে না দেয়া। শরীরে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে প্রচুর পরিমাণ জল, ডাবের জল, ওরাল স্যালাইন পান করা। বেশি গরমের সময় ব্যায়াম বা ভারি কায়িক পরিশ্রম না করা।

গরমে বাইরে বের হলে সাদা বা হালকা রঙের কাপড় পরে বাইরে বের হওয়া। ঘামের সাথে দেহের লবন বেড়িয়ে যায়, তাই দুর্বল লাগলে খাবার স্যালাইন খাওয়া....
পানির তৃষ্ণা বা নিজেকে দুর্বল মনে হলে বাসা পর্যন্ত অপেক্ষা না করে রাস্তার পাশে ৫/১০ টাকার পানি বা শরবত বিক্রি হয় যা স্যালাইনের ভূমিকা রাখে তা গ্রহণ করুন।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।

Collected

04/09/2022

স্লো পয়জনিং

একবার এক মেয়ে আমার চেম্বারে আসে তার মায়ের সাথে।
তারপর বাড়িতে গিয়ে সে আমাকে কল দেয়।
সে তার মা সামনে থাকায় অনেক কিছু বলতে পারেনি।
সেসব কথা আমাকে শুনার অনুরোধ করে।
আমি আগ্রহ প্রকাশ করলাম কথা গুলো শুনার জন্য।

তারপর যা শুনলাম
মেয়েটার ৬ বছর ব্যাপি একটা প্রেম ছিলো।
তারপর ব্রেকাপ হয়।
মেয়েটা বললো,স্যার সেটা শুধু প্রেম ছিলো না।এমন ছিলো MORE Than Prem
আমার মাথায় ঘুরছে যখন More than Prem কি জিনিস, তখন সে বললো,তার ৬ বছরের প্রেম শেষ হলে সে আরেকটা প্রেমে জড়ায়।
সেটা তিন মাস পরে ব্রেকাপ হয়ে যায়।
তারপর তার বিদেশ ফেরত খালাতো ভাই তাকে বিয়ে করতে চায়। সে তার সাথে কয়েকদিন কথা বলে।
তার ফ্যামিলি যখন তাকে খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে রাজি হলো,তখন তার ৬ বছরের মোর দ্যান প্রেমিক আবার তাকে ফেরত চায়।

মেয়েটা খালাতো ভাইকে বিয়ে করবেনা।
তার ফ্যামিলিতে তার কথার কোন মূল্য নেই।
সে আগের প্রেমিকের কাছে ফিরতে চায়।
কিন্ত সে কি করবে বুঝতেছে না।
কারণ আগের প্রেমিক তাকে চাইলেও প্রেমিকের ফ্যামিলি তাকে মেনে নিবে না সাফ জানিয়ে দিয়েছে তাদের ছেলেকে।

মেয়েটা আমার কাছে একটা হেল্প চাইলো।
কাতর স্বরে বললো, স্যার আপনি আমার বড় ভাইয়ার মতো।
আপনি আমার একটা উপকার করেন।
আমাকে কোন স্লো পয়জনিং ম্যানেজ করে দিতে পারবেন?
সে মরে যাবে।প্রেমিককে ছাড়া সে বাঁচবে না।
যত টাকা লাগে আমি দিবো।
আমি বললাম,অবশ্যই পারি।

মেয়েটা জানতে চাইলো কত টাকা লাগবে।
আমি বললাম, ৬ টা ট্যাবলেট ৬ হাজার।
মেয়েটা রাজি হয়ে গেলো।

৫ দিন পর মেয়েটা টাকা নিয়ে আমার চেম্বারে হাজির।
আমি তাকে একটা সাদা কাগজে মুড়ে ৬ টা ট্যাবলেট দিলাম।
বললাম, সকাল বিকাল খাবে।
তিন মাস লাগবে পূর্ণ একশন পেতে।
আমি ৬ হাজার টাকা গুণে ক্যাশে জমা দিলাম।

দেড় বছর পর মেয়েটা একদিন একটা বাচ্চার ছবি পাঠালো।
সে এখন লন্ডনে আছে।
সে জানতে চাইছে, আমি তাকে কি স্লো পয়জনিং দিছি সে তো মরলো না।😎
তার খালাতো ভাইয়ের সাথেই তার বিয়ে হয়েছে।
তার একটা বাবু হইছে।
আজও তার প্রেমিককে সে ভুলতে পারেনা।

আমি বললাম, আমি তোমাকে কৃমির ঔষধ দিছিলাম।
ট্যাবলেট সোলেস।
দিনে দুইটা করে তিন দিনে ৬ টা খেতে হয়।
কারণ আমি বুঝেছিলাম, তোমার অনেক কৃমি।
আমি ৬ হাজার টাকা রেখেছিলাম তার মায়ের কাছে আমি বকেয়া টাকা পেতাম ৫ হাজার।
মহিলা আমার নিয়মিত রোগী হলেও বকেয়া টাকা দিচ্ছি দিবো করে দিচ্ছিলেন না।
মেয়ের কৃমির চিকিৎসাও দিলাম।বকেয়া টাকাও আদায় করলাম।

মেয়েটা সব শুনে বলে
আল্লাহ গো
স্যার আপনি এত শয়তান?
-----
©ডাঃ আহমেদ জোবায়ের।

😁😁😁

04/09/2022

গর্ভকালীন এবং প্রসব পরবর্তী চেক-আপের সময়সূচী

গর্ভকালীন চেক-আপ
১ম ভিজিট = ১৬ সপ্তাহের আগে
২য় ভিজিট = ২৪-২৮ সপ্তাহের মধ্যে
৩য় ভিজিট = ৩০-৩২ সপ্তাহের মধ্যে
৪র্থ ভিজিট = ৩৬-৩৮ সপ্তাহের মধ্যে।

প্রসব পরবর্তী চেক-আপ
১ম ভিজিট = যদি প্রসব স্বাস্থ্য কেন্দ্রে না হয় তবে প্রথম ভিজিটটি প্রসবের ২৪ ঘন্টার মধ্যে হতে হবে।
২য় ভিজিট = প্রসবের ৩য় দিন।
৩য় ভিজিট = প্রসবের ৭ম দিন।
৪র্থ ভিজিট = প্রসবের ৬ সপ্তাহ পরে।

Collected

01/09/2022

ডা: আমিনুল ইসলাম লিপন
মেডিসিন বিশেষজ্ঞ, ( MBBS & FCPS)
Asst. Professor
Kushtia medical college

রোগি দেখেনঃ
প্রতিদিন দুপুর ৩.০০টা -- রাত্রি ৯.০০ টা
শুক্রবার ১২.৩০ থেকে রাত্রি ৯ টা।
ভিজিট : নতুন ৬০০/-
পুরাতন-৪০০/- (২ মাস)

সিরিয়াল এর জন্য যোগাযোগঃ ০১৭৬৭-২৪৩৭৮০
আল- সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর।

28/07/2022

ডা: সুলতানা নাজনীন রিতা
গাইনী সার্জন ও স্রী রোগ বিশেষজ্ঞ
( MBBS & DGO )

অপারেশন করেন শুক্রবার সারাদিন
যোগাযোগ : 01712502036
রোগী দেখেনঃ প্রতি শুক্রবার
সকাল ৮টা --১০টা ও বিকাল ৫টা-৭ টা
ভিজিটঃ নতুন ৫০০/-ও পুরাতন ৪০০/- (৩ মাস)

আল-সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

22/07/2022

সিরিয়াল দিতে--01767243780

29/06/2022

😍😍😍

ক্যান রে, তুই বাচ্চা পেটে থাকবি নড়বি চরবি, নাচবি খাবি ঘুমাবি, তাই না,??তুই করছ কি নড়তে নড়তে মেজাজ খারাপ করে দেছ, আবার দুইদিন না নড়ে মায়ের কলিজা শুকায় ফেলাছ, তুই কিশের জন্য উল্টা হয়ে যাছ,? কখন খুশি তুই বুকের উপরে উঠে যাছ, আবার নিচে নেমে যাছ, যে পাশ ফিরে ঘুমাই ওই পাশে গিয়ে গুঁতাগুঁতি করছ,। ক্যান রে, তুই বেশি খাইলে ছোট হয়ে যাছ, কম খাইলে বড় হয়ে যাছ সিজার লাগে,।। তোর গলায় নারড়ি পেচায় কেমনে রে,?? তুই নাড় ধরে বসে থাকবি, তুই ক্যান নাড় নিয়ে ঘোরাঘুরি করে পেচায় যাচ,,!! আমরা পুরো অক্সিজেন পাই, তুই নাকি অক্সিজেন ও পাছ না, আর কি ভাব দেখাবি তোরা,!! তোদের চিন্তায় আমরাতো অতিষ্ঠ হয়ে যাই। তুই দিনের বেলা ঠিকই চুপচাপ থাকছ, আর রাত হলেই কি তোর ডি.জে পার্টি শুরু হয়,!! আমাগো কি ঘুমের দরকার নাই রে,? আইসা তো জীবন টা ত্যাজপাতা করে দিবি,।। যে দিনের মধ্যে দশবার আয়না দেখে, পাঁচ বার মাথা আচারায়, তিনবার কাপড় বদলায়, এগুলো তো করে কাজের বুয়া বানায় রাখবি, তোদেরকি আমাদের জন্য মায়া দয়া নাই রে,!??

কালেক্টেড

14/06/2022

ডা. মোঃ মুরাদ- উদ- দৌলা
হাড়জোড় বিশেষজ্ঞ
MBBS, BCS, D-ortho
অর্থোপেডিক ও ট্রমা সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

সকল প্রকার হাড়ের অপারেশন করেন ও রোগী দেখেন--
প্রতিদিন দুপুর ৩ টা - রাত ৯ টা
আল-সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

সিরিয়াল এর জন্য কল দিন--
01767243780
01749783844
01712502036

আপনাদের সুস্থতা, আমদের সেবা।

06/06/2022

ডাঃ দিবাকর সরকার
MBBS,FRCS,MS(ortho-surgery),
BCS, A.O trauma ( basic)
ঢাকা পংগু হাসপাতাল
হাড় /জয়েন্ট/বাত রোগ বিশেষজ্ঞ এছাড়াও হাড় ভাংগাসহ সকল অর্থপেডিক্স সার্জারী করেন।
প্রতি শুক্রবার সকাল ৯টা- বিকাল ৪টা পর্যন্ত।

আল-সান হাসপাতাল
বড়হরিশপুর, নাটোর

প্রতিদিনই সিরিয়াল নেওয়া হয়
01767243780
01749783844

06/04/2022

ইফতারের পর হার্ট অ্যাটাক, সতর্ক হতে হবে

ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট অ্যাটাকের ব্যাথা কে ভুল করে অ্যাসিডিটির পেইন মনে করে অ্যান্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সি বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট অ্যাটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও। টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি। তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান। নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।

©ডা. আলিম আল রাজি

Want your practice to be the top-listed Clinic in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Boroharishpur, Dhaka Road, NATORE
Rajshahi
6400

Other Hospitals in Rajshahi (show all)
পশু পরামর্শ কেন্দ্র  Lsp Faruk পশু পরামর্শ কেন্দ্র Lsp Faruk
Mallikpur, Daulatpur
Rajshahi

01737772481

North Bengle Homoeo Medical Board & Research Centre North Bengle Homoeo Medical Board & Research Centre
সাহেব বাজার
Rajshahi, 6100

জটিল ও দুরারোগ্য ব্যাধি ডাক্তারগণের যৌথ প্রচেষ্টা ও পরামর্শের মাধ্যমে সুচিকিৎসা প্রদান।

নিউ লাইফ হাসপাতাল নিউ লাইফ হাসপাতাল
Laxmipur
Rajshahi, 6000

Affordable better health care ICU, HDU, NICU & Neuro Cardiae Care Center in Laximipur, Rajshahi.

Rajshahi central hospital Rajshahi central hospital
Laxmipur
Rajshahi

24 hours service

Uniq hospital Uniq hospital
Chapai Nawabganj
Rajshahi

Dr. Julfiqar Anam; ডা. জুলফিকার এনাম Dr. Julfiqar Anam; ডা. জুলফিকার এনাম
Mohonpur
Rajshahi, 6220

আর্তমানবতার সেবায় আমরা রয়েছি আপনার পাশে

Zaman Health Center Zaman Health Center
Sultanabad, Opposite Newmarket, Kashami Madrasha Goli, Boalia, Ghoramara
Rajshahi, 6100

জামান হেল্থ সেন্টার, রাজশাহী, স্বাস্থ্য সেবা প্রদানের মহান আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

Patwary General Hospital Patwary General Hospital
Holding 30, Bonpara Bazaar, Rashahi-Pabna Highway, Bonpara Pouroshova, Boraigram, Natore
Rajshahi, 6430

PATWARY GENERAL HOSPITAL is a leading healthcare organization since 1986. Endless hard-work and serv

Blood Donations Blood Donations
Rajshahi
Rajshahi, 6201

Your donated blood can save someone's life. It is a noble undertaking.

Makka Eye Hospital Rajshahi Makka Eye Hospital Rajshahi
51-52, Sagor Para, Bottola More, Ghoramara Boalia
Rajshahi, 6100