Afrin Herbal Hair Oil
Nearby beauty salons
Abdul Kader Mainstion Sonadighi More
6230
6000
Shaheb Bazaar Boro Mosjid Ar Piche
Baya Poba Rajshahi
সি& বি মোড়. লক্ষীপুর রাজশাহী
Sirajgonj
6000
আল্লাহ তায়া’লার সুন্দরমত সৃষ্টি হলো চুল। যা গহনার সাথে তুলনা করলে ভুল হবে না কিন্তু। তাই আপনাদের সেই গহনার যত্নে আপনাদের পাশে আছে "Afrin Herbal Hair Oil"
📌ভাবছি আবারো একটা ধামাকা অফার দিব 😌
যারা ঈদের অফারে নিতে পারেন নি তারা এবার ঝাপিয়ে পড়েন😉
Order closed!!
We are not taking any orders before Eid!!
Thanks for being with us ❤️
**We will be able to take orders from 20th June** Insha Allah ❤️
🫰❤️
অনেকেই বলেন একটা তো ব্যবহার করলাম চুল পড়া তো কমেছে কিন্তু বাড়ছে না কেনো❓
একটা চুল আপনি প্রায় ২০-২৫ বছর ধরে অবহেলায় রাখছেন তারপর যদি একরাতে সব চান তাহলে কি হবে? আপনি যখন একটু সময় দিবেন দেখবেন ধীরে ধীরে বেবি হেয়ার হবে আর চুলের গ্রথ সাথে ভলিউমও বাড়বে। একটা অয়েল ব্যবহারে চুল পড়া কমাবে ইন শা আল্লাহ , আর যখন তিন মাস নিজের চুলের প্রোপার যত্ন নিবেন দেখবেন চুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ❤️
~আপনারও কি চুল পড়ে ❓
☞চুল যখন পড়তে শুরু করে তখন আমাদের কষ্টের আর শেষ থাকে না। সাধারণভাবেই প্রতিদিন কিছু না কিছু চুল ঝরে পড়ে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একশ’টা চুল পড়া স্বাভাবিক। তবে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চুল পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় নতুন চুলও গজায়। তবে যদি চুল যদি বেশি পরিমাণে পড়ে, অর্থাৎ চুল পড়ার হার যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তাহলে তা শঙ্কার কথা। কাজেই চুল বেশি পড়লে বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
◑আপনাদের এই সমস্যার সমাধান দিচ্ছে Afrin Herbal Hair Oil। যা নিয়মিত ব্যবহারে চুল পড়া কমাবে, চুল গজাতে সাহায্য করবে।
Alhamdulillah 🥰
-চাঁদপুর যেতে হবে 😁
-ব্যস্ততার কারণে সবসময় আপডেট দেওয়া হয় না 🥲 তবে মাঝে মাঝে একটু ঝলক দেখানো খারাপ না তাই না?😉
আলহামদুলিল্লাহ 🥺
Afrin Herbal Hair Oil এ আছে পেয়ারার পাতা সহ আরো ৫০+ প্রাকৃতিক উপাদান 🫰💚
◑চুলের জন্য পেয়ারা পাতাঃ
ফলের মতো পাতায়ও ভিটামিন বি এবং সি রয়েছে, যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোলাজেন বাড়াতে সাহায্য করে। পেয়ারা পাতার উপকারিতা অনেক। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বক স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
~সাদা-কালো সেই ছেড়ে আসা জীবনটা রংধনুর মত রঙ্গিন ছিল 🤍🫰🖤
মাশাআল্লাহ ❤️
ধন্যবাদ কিউট আপ্পিটা এত্ত সুন্দর করে রিভিউ শেয়ার করার জন্য 🥰🥰
কখনো কি জানতেন যে ঘাসের মাধ্যমে চুল পড়া কমে ❓
🪴 Afrin Herbal Hair Oil এ আছে ৫০+ উপাদান। যার মধ্য ১২ রকমের রয়েছে অয়েল।যার মাঝে থেকে ৭ টা অয়েলের উপকারিতা নিচে উল্লেখ করা হয়েছে🏺। বাকি গুলো বলা যাবে না একটু তো সিক্রেট রাখতেই হবে 🫣
🛑 Neem Oil :
নিম তেলে বিটা-সিটোস্টেরল, ক্যাম্পেস্টেরল এবং স্টিগমাস্টেরলের মতো উপাদান থাকে। নিম পাতায় ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকালয়েড আছে। এগুলি আপনার চুল ভালো রাখতে এবং স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। নিম পাতার অ্যান্টি-অক্সিড্যান্ট গুণে চুলের নানা সমস্যা সমাধান হয়।
🛑 Coconut Oil :
নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও লাউরিক অ্যাসিড রয়েছে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়া নারকেল তেল চুলের ফলিকলকে ময়েশ্চারাইজড করে এবং দূষণের হাত থেকে রক্ষা করে। স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়। তাই চুল বাড়ে জলদি।
🛑 Olive oil :
চুলে নিয়মিত অলিভ অয়েল মালিশ করলে এটি ত্বকের আর্দ্রভাব বজায় রাখবে এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। অলিভ অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই খুশকির সমস্যা এবং স্ক্যাল্পে সংক্রমণের সমস্যা দূরে থাকে।
🛑 Almond Oil :
চুলের যত্নে বাদামের তেলের রয়েছে জাদুকরী ক্ষমতা। ভিটামিন-ই, লৌহ, খনিজ, ক্যালসিয়াম, সোডিয়াম কী নেই ছোট্ট এই ফলে। বাদামের তেলে রয়েছে ভিটামিন-ই ও বি, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। বাদামের তেল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয়।
🛑 Flaxseed oil:
তিসি বীজ ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা মাথার ত্বকের জ্বালা কমাতে সাহায্য করতে পারে । এটি চুলকে হাইড্রেট করে । তিনির বীজে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি, যা আপনার চুলে সঠিক পুষ্টি দিতে পারে । তিসি বীজ ভিটামিন ই সমৃদ্ধ ৷ যার কারণে এটি ক্ষতিগ্রস্থ চুল মেরামত করতে সহায়তা করে ।
🛑 Sesame Oil :
তিলের তেলে রয়েছে ঔষধি গুণ। মাথার ত্বকের ফাঙ্গাস ও সংক্রমণজনিত সমস্যা এড়াতে তিলের তেল উপকারী। এই তেল মাথার ত্বক মসৃণ রাখার পাশপাশি খুশকি দূর করতে এবং দ্রুত চুল বড় করতে সাহায্য করে।
🛑 Black seed oil:
কালোজিরার তেল পাকা চুল কালো করতে সক্ষম। খুশকি দূর করা, চুলের গোড়া মজবুত রাখা, মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ এড়াতেও কালোজিরা দারুণ কাজ করে। তাই পাকা চুল কালো করতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে ভরসা রাখতে পারেন কালোজিরার তেলে। একটা বয়সের পর চুলের মেলানিন নামক উপাদানটি হ্রাস পায়।
বই আর তেলের যেনো অন্যরকম এক সম্পর্ক🫰❤️
বই পড়লে যেমন মন শান্ত হয়, তেমনি কেউ যখন মাথায় তেল দিয়ে হাত বুলায় তখন মাথা শান্ত হয়।।
✪Afrin Herbal Hair Oil
চুল ও ত্বকের পরিচর্যায় যুগ যুগ ধরে মানুষ বিভিন্ন রকম প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করে আসছে।চুলের পুষ্টি ও মজবুত করার পাশাপাশি চুলের সব রকম যত্নের জন্য অরগানিক হেয়ার অয়েল এর কোন বিকল্প নেই। আমলা, ব্রাহ্মী, ভ্রিংরাজের, শিকাকাই, মেথি ও ঘৃতকুমারীর, কালোমেঘের মতো ৫০+ প্রাকৃতিক ভেষজ নির্যাস দিয়ে তৈরি Afrin Herbal Hair Oil . এটি অ্যান্টিঅক্সিডেন্টে, প্রোটিন এবং ভিটামিন এ ভরপুর যা আপনার চুলকে দেয় ভরপুর পুষ্টি🫰🥰
তারা চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যতে😍
🍃নারী তার শখের চুলগুলো দীর্ঘদিন বাচিয়ে রাখতে চায়, 🍃
🍂চুল ড্যামেজ হয়ে গিয়েছে? চুল পড়া,আগা ফাটা, খুশকি, রুক্ষ-ডগাচেরা চুল? প্রচন্ড রকম চুল পড়ে মাথার তালু ফাকা হয়ে গিয়েছে ? মাথায় হাত দিলেই মুঠো ভরে উঠে আসে চুল ? আরও নানাবিধ সমস্যা নিয়ে কি করবেন ভাবছেন?
🍂এই সমস্ত সমস্যার অন্যতম সমাধান আমাদের Afrin Herbal Hair Oil .. চুলের গোড়া মজবুত, ঘন ও লম্বা এবং ঝলমলে করতে এই হেয়ার অয়েল টি অনেক বেশি কার্যকরী। চুল পড়া রোধ, নতুন চুল গজানো, চুলকে সিল্কি ও সাইনি করে সাথে নানান ধরনের সমস্যা রোধ করে থাকে এই অয়েল ।
🍃এতে আছে ৫০ টি ন্যাচারাল হাবস আর কিছু সিকরেট উপাদান যা চুলের জন্য বেস্ট সাপোর্ট দিবে ইনশাআল্লাহ।
🍂নিতে চাইলে এখুনি ইনবক্স করুন।
তেলের দাম এত্ত কেনো?
অনেকের একি প্রশ্ন করেন তেলের দাম তো বেশি, ১০০ মিলি বা ১২০ মিলি এত্ত দাম কেনো? এত্ত দাম দিয়ে কিনবো কাজ করবে তো?
প্রথমত আমাদের অয়েলটা একদম অর্গানিক। আর ৫০+ উপাদান দিয়ে তৈরি। যার মধ্য এসেন্সিয়াল অয়েল ও রয়েছে। তাহলে বলুন তো সব কিছু কি আমরা হাতেই বানাতে পারব? কিছু উপাদান তো আমাদের কিনতে হয়। আর আমরা চেষ্টা করি বেস্ট গুলো দিয়ে অয়েল তৈরি করতে। আর সেই জন্য আমাদের তেলের দাম টা এমন।
আর বাকি থাকলো কাজ করবে কি না একটা কথা আছে না "Nature never betray you"। তাই ভরসা করে একবার ট্রাই করে দেখুন🥰
Alhamdulillah 🥰
নতুন ব্যাচের প্যাকিং চলছে 😴
যারা যারা অর্ডার দিতে চান দ্রুত দিয়ে ফেলুন।ইনবক্স করুন অথবা কল করুন : 01798287735
মানুষ অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল বের করে। এটি একটি ঘন, জেলির মতো তরল যার কোনো রঙ বা গন্ধ নেই, ত্বক এবং চুলের জন্য অবিশ্বাস্য সৌন্দর্যবর্ধক সুবিধা রয়েছে। জেলটিতে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে জেলটির চুলের যত্নের সুবিধা রয়েছে কারণ এটি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে, চুলের স্ট্র্যান্ডগুলিকে ঘন করে এবং মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রাখে।
চুলের অকালপক্বতা 😔
যতই দিন যাচ্ছে কৈশোর বয়স থেকেই চুলের অকালপক্বতা দেখা যাচ্ছে বেশি। আগে যেখানে দাদী নানীদের ৫০ এ চুলে পাক ধরতো এখন সেখানে ৩০ এর কোঠায় অনেকের চুলে পাক ধরতে শুরু করে। 😔
গবেষণায় বলে -
▪️চুলে রাসায়নিক রং এর ব্যবহার ,
▪️হেয়ার ডাই, নিম্নমানের শ্যাম্পুর ব্যবহার
▪️ভিটামিন বি-১২, বি-৬, বায়োটিন, ভিটামিন ডি-৩, ভিটামিন ই, আয়রন ও কপারের ঘাটতি
▪️অতিরিক্ত সময় সূর্যালোকে থাকা
▪️অনিয়মিত খাদ্যাভ্যাস
▪️গভীর রাত জাগা
▪️ধূমপান, অ্যালকোহল সেবন।
▪️বংশগত কারণ
▪️ ক্যান্সার সহ পাওয়ারফুল নানা ঔষধ সেবনের কারনে চুল অল্প বয়সে পাকা শুরু করে।
অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সহায়তা করবে Afrin Herbal Hair Oil । চুলে মেলানিন এর ঘাটতি হলে কালো চুল সাদা হয়। আমাদের তেল এই মেলানিনের ঘাটতি পূরণ করবে। এতে চুলের জেল্লাও বজায় থাকে। তেলটি চুলে লাগান সপ্তাহে দুই থেকে তিন দিন। এতে চুল কালো হবে এবং চুলে জেল্লাও বাড়বে।
চুলে কেনো Afrin Herbal Hair Oil ব্যবহার করবেন?
1️⃣ নিয়মিত ওয়েলিং স্ক্যাল্পকে হাইড্রেটেড রেখে চুলে জট বাঁধা, খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রন করবে।
2️⃣ ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করবে।
3️⃣ প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চুলের গোড়া শক্ত ও মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে।
4️⃣ চিরতরে ড্যান্ড্রাফ ও স্ক্যাল্প ইনফেকশন থেকে মুক্তি দিবে।
5️⃣চুলের আগা ফাটা ও চুল ভেঙ্গে যাওয়া রোধ করবে, হেয়ার ড্যামেজ রিকভার করবে।
6️⃣ চুলকে ঘন ও লম্বা করবে, অকালে পেকে যাওয়া রোধ করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে।
7️⃣ স্ক্যাল্পের গভীরে পৌঁছে চুলের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলসের যোগান দিবে।
অনেক দূর যেতে হবে 🫰❤️
✔Offer💥 Offer💥Offer
◑Afrin Herbal Hair Oil
৫০+ উপাদানের প্রাকৃতিক সমাধান💙
উপাদানঃ
আমলকি,মেথি,বিংরাজ,জবা,গোলাপ,হরিতকি,শিকাকাই,কালোজিরা, তিল,তিসি সহ আরো কিছু গোপনীয় উপাদান।
উপকারীতাঃ
~চুল পড়া কমাবে
~চুল লম্বা করবে
~খুশকি দূর করবে
~চুল কালো করবে
~চুলের ভলিউম বাড়াবে
~ ফঙ্গাল ইনফেকশন দূর করবে
তাই দেরি না করে এখুনি অর্ডার করুন। আমাদের ইনবক্স করুন অথবা কল করুনঃ 01798287735
☞চুল যখন পড়তে শুরু করে তখন আমাদের কষ্টের আর শেষ থাকে না। সাধারণভাবেই প্রতিদিন কিছু না কিছু চুল ঝরে পড়ে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একশ’টা চুল পড়া স্বাভাবিক। তবে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চুল পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় নতুন চুলও গজায়। তবে যদি চুল যদি বেশি পরিমাণে পড়ে, অর্থাৎ চুল পড়ার হার যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তাহলে তা শঙ্কার কথা। কাজেই চুল বেশি পড়লে বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
◑আপনাদের এই সমস্যার সমাধান দিচ্ছে Afrin Herbal Hair Oil। যা নিয়মিত ব্যবহারে চুল পড়া কমাবে, চুল গজাতে সাহায্য করবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Rajshahi
Kakonhat Godagari Rajshahi
Rajshahi, 6000
Here girls are groomed and many cosmetics are available
All The Best
Rajshahi
akhne sobkisu sikhar point gula paben vlo kore bujhe porun sikhte parben