E-Galleria

We provide various type of ladies and gents collection.

Photos from E-Galleria's post 28/12/2021

আবারো চলে আসলো বছর শেষে ৩১ ডিসেম্বর ফানুস উরবে না তা কি হয়। তাই আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বড় এবং ছোট সাইজের ফানুস। তাই দেরি না করে তারাতারি অর্ডার করে ফেলুন। অর্ডার করার জন্য মেসেজ অথবা কল করুন।
01751142746

27/07/2020

Night Shift Job Vacancy.
Urgently Looking For Some Employees For Night shift Job.
Requirement : Basic Skills about English and Computer.
Students are Most preferable.
Only for Men.
Salary : 7-8 k + incentives.
Location : shonir akhra, Jatrabari, Dhaka.

If you Agree with this job, please send your CV.
[email protected]

03/07/2020

সবাইকে শুভরাত্রি।
আরেকটি সুন্দর, স্নিগ্ধ ভোরের আসায়।
অবশ্যই ভালো থাকবেন।

29/06/2020

সম্মানিত ক্রেতা সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিব প্রয়োজনীয়তা থাকা সত্তেও কিছু পারিপার্শিক পরিস্থিতি ও বাধা বিঘ্নতার কারণে, E-Galleria এই মুহুর্তে সরাসরি সার্ভিসে আসতে পারছে না। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে, করোনার এই ক্রান্তিলগ্নে সকল মার্কেটপ্লেসের সিমীততা থাকা সত্তেও E-Galleria সাপোর্ট দিতে পারছে না।

সকলের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো E-Galleria একটি সম্পূর্ন অনলাইন বেইসড ই-কমার্স প্রতিষ্ঠান। এবং আমরা অত্যন্ত আশাবাদি যে, অতি দ্রুত আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী কোয়ালীটি পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

Photos from E-Galleria's post 27/06/2020

করোনা এ মহামারিতে সমগ্র পৃথিবী তথা পৃথিবীর সকল মানব সমাজ আজ এক কঠিন পরিস্থিতির সম্মুক্ষীণ। অনেকের ইনকামের পথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে গিয়েছে। কারও কারও ইনকাম থাকলেও তা অনেকাংশে লাঘব পেয়েছে। কিন্তু জিবনের তাগিদে আমাদেরকে অনেক কিছুই করতে হচ্ছে। কারণ, জিবনটা যে জানেনা পৃথিবী আজ এক ভয়াল থাবার সম্মুক্ষীণ বেচে যে থাকতে হবেই। তাইতো আমরা অবিরত খুজে চলেছি বেচে থাকার জন্য একটু ঠাই।

ঢাকার মতো একটা মেগা শহরে যেখানে রাস্তায় বেরুলেই অগণিত মানুষ আর মানুষ, যে যে যার যার মতো মেতে ছিলো তাদের নিজস্ব কাজ নিয়ে। হরেক রকম মানুষের হরেক রকম পেশা। সেখানে ঢাকাকে আজ অনেকাংশেই ফাকা মনে হয়। একটি সারণিতে দেখা গেলো ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন ৫০ হাজার পরিবার, আমার মতে এই সংখ্যাটা আর একটু বেশি হবে। পরশুদিন একটি নিউজ মিডিয়ায় দেখতে পেলাম পিতার বয়সি এক লোকের কান্না বিজরিত আহাজারি, তার কথাটা ছিলো এমন যে, ৫০ বছর ধরে ঢাকায় থাকছি অথচ আজও এই শহরটা আমাদের হলো না। জীবনের তাগিদে চলে যেতে হচ্ছে আজ গ্রামে।

আসলেই কি এই শহরটা আমাদের হয়েছে?
হয়নি, শুধু দিনে দিনে ভালোবাসাটাই বেড়েছে, অন্য কোনো সম্পর্ক আদৌ হয়নি। যদি হয়েই থাকতো তাহলে দুই, তিন মাস বাসা ভাড়া না দিতে পারার জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হতো না, গ্রামে চলে যেতে হতো না।
শহরের সমৃদ্ধ বাড়িওয়ালাগণের প্রতি অনুরোধ আমরা কি একসাথে বাচতে পারিনা,, করোনার এই মহামারিতে কয়েকটাদিন কি আমাদেরকে একটু আশ্রয় দিয়ে রাখা যায়না।
প্লিজ এই মুহুর্তে আমরা সকলে একটু লয়াল হই। ভালোবাসার শহরে সকলেই মিলে বেচে থাকি। শহরটা সুস্থ হয়ে উঠলেই না হয় আমরা যে যে যার যার মতো করে আবার শুরু করবো।

Photos from E-Galleria's post 22/06/2020

করোনার এই দুঃসময়ে সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই সময়ে অতি প্রয়োজনীয় পণ্য মাস্ক। আমাদের সংগ্রহে রয়েছে সরাসরি চায়না থেকে ইম্পোর্টেট অরজিনাল K.N-95 এবং 3 Ply সার্জিক্যাল মাস্ক। আমাদের প্রত্যেকটি পণ্যই সরাসরি চায়না থেকে ইম্পোর্টেট, সুতরাং কোয়ালিটি নিয়ে চিন্তা করার কোনো কারন নেই।

পণ্যর মূল্য ছবির গায়ে দেয়া আছে। আমাদের ডেলিভাড়ি টিম অতি দ্রুত আপনার হাতে পন্য পৌছে দিতে সদা প্রস্তুত।

আমাদের প্রতিটি পণ্যই ক্যাশ অন ডেলিভাড়িতে দেওয়া হয়।

ঢাকার মধ্যে ডেলিভাড়ি চার্জ ৮০ টাকা। এবং ঢাকার বাহিরে কোরিয়ার যোগে পন্য পাঠানো হয়, সেক্ষেত্রে ডেলিভাড়ি চার্জ ১০০ টাকা।

পণ্যটি নিতে অবশ্যই ছবিসহ ইনবক্স করুন, অথবা কল করুন 01407170352, 01722226060 (whatsApp)

যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন, আমরা অত্যান্ত আকর্ষনীয় মূল্যে প্রডাক্ট পাইকারি দিয়ে থাকি।

আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

30/04/2020

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
চলমান সংকটের কারণে আমরা আমাদের মূল কাজের থেকে পিছিয়ে আছি।
আশা করি অতিসম্প্রতি সংকট কেটে যাওয়া মাত্রই আমরা আমাদের মূল লক্ষ্যে ফিরে আসব।
আপনাদের ভালবাসা এবং বিশ্বাসকে পুজি করেই শুরু হবে আমাদের পথ চলা।
আপনাদের দেয়া এবং ভালবাসা একান্তই কাম্য।

29/04/2020

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে ৫৪ বছরে গিয়ে নিজের জীবনের ইতি টানলেন বিখ্যাত অভিনেতা ইরফান খান। পুরো বিশ্বজুরে তিনি সুপরিচিত ছিলেন তার কাজের জন্য। ভালো থাকুন ওপারে।


রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম পর্যায়

তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

24/04/2020

স্বাগতম হে মাহে রমযান।
রহমত, বরকত ও নাজাত প্রাপ্তির শুরু হলো আজ।
মহান আল্লাহ আমাদের সহায় হোন, পবিত্র রোজার ওসিলায় পৃথিবীকে করোনামুক্ত করে সুস্থ করে দিন।
আমিন।

17/04/2020

দেশ তথা সমগ্র পৃথিবী আজ হুমকির মুখে।
একটি মাত্র ভাইরাস যেটা খালি চোখে দেখতে পাওয়া যায়না (Covid 19)
আমাদের পুরো মানব জাতির জন্য আজ মারাত্মক হুমকি হয়ে দারিয়েছে।
আমাদের প্রত্যকের মনে আজ প্রশ্ন আমি কি সুস্থ আছি, আগামীকাল কি সুস্থ থাকতে পারবো, আমার পরিবার কি সুস্থ, খাবারের বন্দোবস্ত কি করতে পারবো, করনা শেষ হয়ে যাবে তো, সরকার কি পারবে করনার প্রটেকশন দিতে, এটা কি কিয়ামতের লক্ষ্মণ? আরও অনেক কিছু।

আমরা আসলেই জানিনা এই উত্তর গুলো,
জানিনা এর শেষ কোথায়।
তবে এটা জানি আল্লাহ চাইলে খুব তারাতাড়ি সবকিছু ঠিক করে দিতে পারেন।

মানব জাতির পৃথিবীর অন্যান্য প্রানিকুলের উপরে বর্বর আচরণই হতে পারে এর একমাত্র কারণ। আমরা হয়তো ভুলেই গিয়েছিলাম যে, আমরাই পৃথিবীর একমাত্র প্রানি না, তা-ও দোহাই দিতে পারি, আমরা আশ্রাফুল প্রানি।
তাইতো নাদি নালা, খাল বিল, জংগল,পাহাড়, সমুদ্র, সবকিছু নস্ট করছিলাম নিজেদের মনমতো।
গাছ কেটে, পাহাড় কেটে, জংগল পুরিয়ে, সমুদ্রে ময়লা ফেলে, প্লাস্টিক ফেলে সমগ্র প্রানি ধংশ করার এক রমরমা খেলায় মেতেছিলাম আমরা।
তারাও তো বাচতে চায়, তারাও তো আল্লাহকে ডাকে, তারাও অভিশাপ দেয়।
হয়তো তাদের ডাকেই আল্লাহতালা এবার সারা দিয়েছেন।
হতে পারে আরও অনেক কিছুই।

যাইহোক এই সংকটময় মুহূর্ত থেকে বাঁছতে আল্লাহকে ডাকা ছাড়া কিছুই করার নেই।

পরিস্কার পরিচ্ছন্নতা মুলক কাজ গুলো সবসময় চালিয়ে যেতে হবে যেমন, সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে বারবার হাত ধোয়া, গরম পানিতে স্যাভলন মিসিয়ে গোসল করা, বাহিরে কম যাওয়া, মাস্ক পরা ইত্যাদি।
দিনে কম পক্ষে তিন বার গরম পানি পান করা, গরম পানিতে লবণ মিশিয়ে গরগরা করা, বেশি বেশি ভিটামিন সি খাওয়া, কাচা আম কিংবা লেবু হতে পারে ভিটামিন সি,র অন্যতম উৎস,

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন।
আরশি ক্রাফট এর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আরশি ক্রাফটের সাথেই থাকবেন।

16/03/2020

বেচে থাকো হাজার বছর কোটি বাঙালির হৃদয়।
শুভ জন্মদিন।

15/03/2020

ধন্যবাদ, সবাইকে লাইক করে পাশে থাকার অনুরোধ করা হলো।
আরশি crafts. একটি সম্পুর্ণ অনলাইন ভিত্তিক শপিং সেন্টার।
অতিসম্প্রতি আমরা সল্পমূল্যে আপনাদের পছন্দের প্রডাক্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
সাথেই থাকুন দয়াকরে।

Want your business to be the top-listed Shop in Ramna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka
Ramna
1215

Other Shopping & Retail in Ramna (show all)
CorrectBazar CorrectBazar
Ramna, 1230

Lara BD Lara BD
Modhubagh Mogbazar, Dhaka
Ramna, 1217

Assalamu Alaikum. Respected customers will get products imported directly from China. Quality fini

Paanam Paanam
New Eskaton
Ramna, 1000

PAANAM is an online super shop which, ensure the quality and service for our fellow Customer. We try to provide our customer the best quality product what we have. Our efficient t...

Yesin bd com Yesin bd com
Dhaka
Ramna, 1205

Hazel Hazel
Ramna, 1216

Shofaz Wholesale Shofaz Wholesale
South Badda
Ramna, 1205

Okay Okay
Mohammadpur
Ramna, 1207

Fashion Mahal Fashion Mahal
Newmarket
Ramna, 1205

You will get all the attractive dresses at an affordable price, our goal is to bring quality products to your doorstep

A.One Collection A.One Collection
87 Hometown Complex, New Eskaton Road, Banglamotor, Dhaka
Ramna, 1000

God

JS Online.bd JS Online.bd
Dhaka
Ramna, 1205

online shopping

My Flexi My Flexi
House#41, Road#08, Block#E, Banasree, Khilgaon
Ramna, 1219