Moitri-মৈত্রী
Nearby clothing stores
308/1/A, South Goran, khilgaon
Ramna Century Avenue, Dhaka
Dhaka
Dhaka
Mezba Uddin Plaza 1st Floor
Dhaka New Market, Dhaka
1205
Shop No. 375/376 Level. 3 New Elephant Road Dhaka
Dhaka
1219
Dhaka
Dhaka
Dhaka New Market
Moitri-মৈত্রী is an online store,where designer collections are defined for your satisfa
ALL THE LATEST TRENDS UNDER ONE ROOF
Online clothing Shopping page for Fashion & Lifestyle in Bangladesh. Buy Clothing designer products for women's,a big collection of trendy products .
সুন্দর না?😍😍😍
আরও সুন্দর সুন্দর কালার আসতেছে😍🥰
প্রাইজ জানতে বা অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
"চু***ড়ি ছিল তোমার হাতে কোনো বৃত্তির মতো,
আমি চাইতাম কোনো কাজ, তুমি দিতে নাহি হাত।"
সুন্দর না?
অর্ডার নিচ্ছি।
১হাজার টাকার উপরে কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন।
প্রাইজ জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
দুইদিন একটু ব্যাস্ত সময় কাটছে তাই আড়ং কটন কোটা শাড়ি গুলার অন্য কালারের ছবি তোলা হচ্ছে না।কাল ইনশাআল্লাহ নতুন কালারের ছবি পোস্ট করার চেষ্টা করবো।কেউ কোথাও যাবেন না কিন্তু।🤗
ভাইয়ারা যারা অনেক চেষ্টা করেও পছন্দের মানুষকে পটাতে পারছেন না তারা এই শাড়ি নিয়ে তাকে গিফট করে দেন শাড়ি পরে এতো আরাম পাবে যে মন থেকে খুশি হয়ে যাবে। সেই ফাকে টুক করে পটিয়ে ফেলবেন।😁
এই শাড়ি পরে সকালে বের হয়ে প্রেজেন্টেশন দিয়ে বিকালে বোনের সাথে ঘুরে রাতে বাসায় ফিরেও যখন আমি ক্লান্ত হই নি।আর কোনো মেয়ে ক্লান্ত হবে না এটা গ্যারান্টি।তাই আপুরা নিজেকে নিজেও গিফট দিতে পারেন এই আড়ং কটন কোটা শাড়ি।🥰
লেস লাগানো আড়ং কটন কোটা শাড়ি ১৩.৫হাত।
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
আড়ং কটন কোটা শাড়ি গুলা আমার পার্সনালি এতো ভালো লাগে।কমফোর্টেবল, ম্যানেজেবেল,আর ১৩.৫হাত তো সব গুলা, কোনো কোনটা তো ১৪ হাত থাকে অনেক গুলা কুচি হবার পরেও আঁচল অনেক বড় থাকে।এক কালার শাড়ি আমার এমনিও ভালো লাগে লেস লাগানোর পরে আরও এলিগেন্ট লাগে আহা😇😍🥰
সব কালার এভেলেবেল আছে।অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
সারাদিনের কষ্টের ফল কিন্তু এখন দেখে এতো শান্তি লাগছে।এটা একজন আপুর অর্ডার ছিলো, আস্তে আস্তে সবার গুলাই পাঠিয়ে দিবো, ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সব আপুদের।❤️❤️
আসসালামু আলাইকুম।
প্রথমেই সরি বলছি, অনেকের অর্ডার ছিলো যা আমি দিতে পারি নি।আমার এডমিশন এর দৌড়াদৌড়িতে আমি চুড়ি গুলা রেডি করে উঠতে পারি নি এর জন্য খুবই দুঃখিত।
আর ধৈর্য ধরে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
১৭ তারিখের মধ্যে সবার পার্সেল পেয়ে যাবেন।
মৈত্রীর সাথে থাকার জন্য ধন্যবাদ।❤️
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মনে করে তারা সব পারে সব শিখে ফেলছে।তারা যা করছে তাই ঠিক, তাই সুন্দর।তাকে যদি ভালো একটা আইডিয়া দেওয়াও হয় সে সেই আইডিয়া টা কাজে না লাগিয়ে উল্টো রাগ দেখায়।
কিন্তু আমাকে যদি কখনো কেউ বলে যে এই কাজটা এমন না করে এমন করলে সুন্দর হতো আমি চেষ্টা করি সেই ভাবে করার,কারন এমনও তো হতে পারে যে সত্যি আমার কাছে যা সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর করার আইডিয়া সে আমাকে দিলো।
যেমন এই চুড়ির ছবি গুলা, প্রথম দিন আমি ছবি তুলে পোস্ট করার পর আমার কাছের এক আপু বললো ডার্ক কিছুর উপরে রেখে ছবি তোল ভালো হবে।তারপর আমি অনেক কিছুর উপরে রেখে ছবি তুলে আপুকে দিলাম তার মন মতো হলো না।পরে আপু বললো কালো কিছুর উপরে রেখে তুলে দে তো ছবি।তারপর কালোর উপরে ছবি তুলে দেখি সত্যি এতে চুড়ি গুলা ফুটে উঠছে আর আগের ছবির থেকে সুন্দর হইছো।আপুকে দিলাম আপুরও পছন্দ হলো।
এতে কিন্তু আপুর কোনো লাভ নাই, সে এতো টা সময় আমাকে দিলো এতো সুন্দর আইডিয়া আমাকে দিলো শুধু আমাকে ভালোবাসে আমাকে আদর করে তাই।
তাই কেউ কোনো আইডিয়া দিলে চেষ্টা করুন তা কাজে লাগানোর, বা গ্রহন করতে শিখুন।
টাই-ডাই হ্যান্ডমেইড চুড়ি।যারা একটু চিকন চুড়ি পছন্দ করেন।একটু বেশি সাউন্ড হওয়া চুড়ি পছন্দ করেন তারা এই চুড়ি গুলা নিতে পারেন।
প্রাইজ জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
কত সুন্দর লাগছে চুড়ি গুলা,যারা না নিবেন মিস করবেন।
❤️🖤💜
আরও নতুন ডিজাইন আসতেছে মৈত্রীতে চোখ রাখুন।❤️🥰
শাড়ি আর চুড়ি পছন্দ না এমন বাঙ্গালী মেয়ে হয়তো পাওয়া যাবে না।মৈত্রীর নতুন সংযোজন টাই-ডাই কড়ি চুড়ি।
এখন থেকে মৈত্রীতে অর্ডার করতে পারবেন।
ডিটেইলস জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
#চুড়ি ❤️💚🧡🖤💜💙
আচারের সুন্দর একটা রিভিউ।😇
আলহামদুলিল্লাহ।😇
আমার মোবাইল নষ্ট হয় না কখনো,কিন্তু এই বার আমার মোবাইল টা নষ্ট হইছে, তাই কোনো ছবি তুলতে পারছি না পোস্ট করতে পারছি না।
ওই একরকম অন্ধ মানুষের মতো কাজ করতেছি আর যাদের অর্ডার ছিলো তাদের অর্ডার ক্লিয়ার করতেছি।
পেইজে মেসেজ করে একটু অপেক্ষা করবেন ১০০মেসেজ এক সাথে করেও কোনো লাভ নাই আমি যখন আম্মুর ফোন দখল করে নিয়ে বসবো তখন মেসেজ দেখে রিপ্লাই করবো তাই একটু ধৈর্য রাখবে আশা করি।
এখানে ২ ধরনের টক মিষ্টি আচার,প্রতিটা আচার এক কেজি করে।২কেজি আচার একজনের অর্ডার ছিলো।
বৃষ্টির জন্য নতুন শাড়ি গুলার ছবি তুলতে পারছি না।🤦♀️
যারা গার্লফ্রেন্ড/বউ কে গোলাপ দেন না আর তাদের কথা শোনেন তাদের জন্য এই শাড়িটা একবার গিফট করে দিবেন পরে যখন বলবে একটা গোলাপ দাও না,তখন বলবেন হাজার হাজার গোলাপ দিছি।😁
খুব তারাতাড়ি মৈত্রীতে শাড়ির পুরো ছবি পোস্ট করা হবে।
শাড়ি:হাজার গোলাপ🌹🌹
আপনি চাইলে ২৫০গ্রাম করেও নিতে পারবেন।এই আপুর অর্ডার ছিলো সব গুলো থেকে ২৫০গ্রাম করে,তিনি আমাদের জানান যে আগে নিয়ে দেখতে চাই পরে যেটা বেশি ভালো লাগবে ওইটা বেশি করে নিবো।এটা আপনারাও করতে পারেন।আইডিয়া টা ভালো কিন্তু। তাই না?
খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার।এই আচার টায় সরিষার তেল দিয়ে রাখা যাবে,আর আচারের তেল দিয়ে মুড়ি মাখা,ভর্তা,গরম ভাত খেতে কতটা মজা তার আর বলার দরকার হয় না।
৫০০গ্রাম=৩৫০টাকা
১কেজি=৭০০টাকা।
মোরব্বা
৫০০গ্রাম=৩৮০টাকা
১কেজি =৭০০টাকা
আচার পছন্দ না এমন মানুষ খুব কম আছে।
টক মিষ্টি প্রকার ভেদে সবারই কম বেশি আচার পছন্দ।কিন্তু অনেকেই আচার বানাতে পারে না আবার অনেকের সময় হয় না চিন্তা নাই মৈত্রীতে এখন থেকে আচারও পেয়ে যাবেন।
ডিটেইলস ছবিতে ক্লিক করলে পেয়ে যাবেন।
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
আচার বানাতে একটু সময় তো লাগে রোদ না থাকলে তো আরও ঝামেলা এইবার যতটা বানানো হইছে এই গুলা শেষ হলে পরে আবার একটু সময় লাগবে তাই অর্ডার করতে হলে ৫/৬দিন সময় হাতে নিয়ে অর্ডার করবেন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর ঈদের দিনে নতুন পাঞ্জাবি না পড়লে ঈদের আনন্দ তৃপ্তিময় হয় না। যেহেতু আমি অত্যন্ত গরীব মানুষ, নামিদামি ব্র্যান্ডের পাঞ্জাবি কেনার সামর্থ্য থাকলেও সত্যি বলতে মন মানসিকতা নাই।😁😁
ভেবেছিলাম পুরাতন পাঞ্জাবী দিয়ে এ বছরেও কাজ চালিয়ে দিব কিন্তু সেটা আর হলো না হঠাৎ করেই ঈদ উপহার পেয়ে গেলাম মৈত্রী পেইজের ওনার আপুর কাছে থেকে। 🥴
ছবিতে আমার উচ্চতা দেখে চোখের দেখার উপর নির্ভর করে পাঞ্জাবীতে প্রস্তুত করে আমাকে পাঠানো হয়েছিল এবং আমি পড়ার পর এটা অনুভব করেছি সম্পূর্ণ ফিটিং হয়েছে।
এবং এটি তৈরি করতে যে কাপড় টি ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত আরামদায়ক, প্রচণ্ড গরমে আমি সারাদিন পড়ে বাইরে ছিলাম খুব একটা কষ্ট অনুভব করি নাই গরমে।
যে টেইলর এটি কাটিং এবং সেলাই করেছে তিনি অত্যন্ত নিখুঁতভাবেই করেছেন ফিনিশিংটা খুব ভাল ছিল।
পাঞ্জাবির বোতাম গুলো অত্যন্ত সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে এজন্য ধন্যবাদ।
অনা আপু নিজের সৃষ্টিশীল চিন্তাধারা থেকে তার নমনীয় হাত দিয়ে কাজটি করেছেন এবং অত্যন্ত রুচিশীল এবং সৌন্দর্যটা কে ফুটিয়ে তুলেছেন এজন্য তার কাজের প্রশংসা না করে পারলাম না।
সর্বশেষ রং সম্পর্কে বলতে গেলে এই কালারটা আমার অত্যন্ত পছন্দের একটি প্রিয় রঙ হওয়া সত্বেও আমি নিজে কখনও এই রঙের পোশাক পরিধান করি না।
তবুও ঈদের দিন পরিধান করিয়াছিলাম এবং ঈদের নামাজ পরতে ঈদগাহের গিয়েছিলাম কারণ একটাই পাঞ্জাবীটা অত্যন্ত পছন্দ হয়েছিল তাই ধন্যবাদ এটির প্রস্তুতকারক সহ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কে জানায়, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।
#রিভিউ_দিলাম
এভাবেই রিভিউ দিয়েছেন সূর্য ভাইয়া।আমাদের থেকে অর্ডারের মাধ্যমে তার কাছের ফ্রেন্ড তাকে গিফট করেছিলো এই বেগুনি রঙের পাঞ্জাবিটি।
মৈত্রীর গ্রুপে এভাবেই আপনিও রিভিউ দিতে পারেন।
আর প্রতিবার রিভিউ দেয়ার পরে কেনাকাটায় থাকছে ১০%ছাড়।
মৈত্রী পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
কেমন কাটলো সবার ঈদ?
আশা করি ভালোই কেটেছে...🥰
মৈত্রীর পোশাকে আপনাদের ছবি দেখার অপেক্ষায় রইল।🥰❤️
সব রকম অর্ডার নেয়া আপাতত বন্ধ।ঈদের পরে অর্ডার নেয়া শুরু হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
তারাহুরো করে অনেক ছবি তুলে রাখারার সুযোগ হয় নি তাই সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে ছবি শেয়ার করবেন।
সবার ঈদ ভালো কাটুক অগ্রিম ঈদের শুভেচ্ছা।
রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তায় এক মা অঝোরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার ছেলে সাব্বির মার্কেটের দোতলায় আটকা পড়ছে। তার সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু সে বের হতে পারছে না।
তিনি বার বার বলছিলেন, আমার ছেলেটাকে আপনারা বের করে দেন। আমার ছেলে না বাঁচলে আমি তো শেষ।
এরপর তিনি ছেলেকে ফোনে বলেন, বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয়।
মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে।
©
প্রতিটা বন্ধুত্ব টিকে থাকুক সব সময়।❤️
এই অর্ডার টা একদম শেষ সময় আসছে।রাত জেগে আমি তো ছাপ দিলাম কিন্তু আমার টেইলর বলে আপু আগের গুলা করে এটা এতো তারাতাড়ি আর একটাও আমি বানিয়ে দিতে পারবো না অনেক কষ্ট টেইলর কে রাজি করতে হইছে।তাও শেষ সময় অর্ডার টা করে ঠিক সময় ডেলিভারি দিতে পারছি এটাই অনেক শুকরিয়া।
আশা করি এইবার আপনারা বুঝতে পারবেন।🤐
ঈদের আগে এই শাড়িটা পেতে হলে ১৫এপ্রিলের মধ্যে অর্ডার করুন।তা নাহলে ঈদের পর ছাড়া আর দেয়া সম্ভব না।
🌸হাওয়াই মিঠাই🌸
আস্তে আস্তে গরম শরু হচ্ছে আর ঈদে তা আরও তিব্র হবে।আর গরমে স্বস্তি তখনই হবে যখন পোস্ট আরামদায়ক হবে।
আর পড়তে আরাম হবার সাথে সাথে রং টাও যদি দেখতে আরাম আরাম হয়।আর প্রিয় মানুষটার সাথে ম্যাচিং করা পোশাক হয় তাহলে ঈদ সুন্দর তো কাটবেই।আর এই ভাবনা থেকেই এই কাঁপল সেট টা করা।
শাড়িঃ হাফ সিল্ক শাড়িতে কাঠ ব্লকের ছাপ দেয়া,হাতে বানানো টার্সেল লাগানো।
পাঞ্জাবিঃ স্লাব কটন কাপড়ে জল ছাপ দেয়া।
কাঁপল সেটঃ ২৯০০ টাকা।
শাড়ি আর পাঞ্জাবি আলাদাও নেয়া যাবে।
শাড়িঃ ১৫০০ টাকা।
পাঞ্জাবিঃ ১৪০০ টাকা,স্টিচ।
আনস্টিচ পাঞ্জাবি পিসঃ ১০০০ টাকা(৩গজ স্লাব কটন থাকবে)
ফুল সেট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে।
দুঃখের বিষয় হচ্ছে এই রোজা রমজানের মাসেও।
পুলিশ ও ফায়ারম্যানদের আগুন নিভানোর কাজের পাশাপাশি কিছু সময় পর পর মাইকে ঘোষনা দিতে হয়েছে যে, "আল্লাহ'র দোহায় লাগে আপনারা কাপড় চুরি কইরেন না"আল্লাহর দোহাই লাগে।
অগ্নিকান্ডে যখন পুরো এলাকায় থমথমে ও দীর্ঘ নিশ্বাসের আহাজারি, ঠিক সেই মূর্হুতেও মানুষ কাপড় চুরি করতে ব্যস্ত।
হায়রে আমাদের বিবেক হায়রে আমাদের মনমানসিকতা, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন""আমীন।
সত্যি বলতে প্রোডাক্ট এর ছবি পোস্ট করার মতো মন মানসিকতা নেই।
আমি হয়তো আজকে অনলাইনে বসে দুই টাকা ইনকাম করছি। কিন্তু কিছু মানুষের শুধু ঈদের বেচাবিক্রিই না, পুরো জীবনটাই আজকে পালটে গেছে।
কষ্টের জায়গাটা ঠিক এখানে যে আমরা এক দলের লোক, কাপড় বিক্রেতা। এই কাপড় বিক্রেতাদেরকে অনলাইনে সবাই গালাগালি করে পাবলিসিটি করার জন্য, আর অফলাইনে গালাগালি করে ডাকাডাকি করার জন্য।
আবার এই আমরাই আপনাদের ঈদগুলোকে রঙিন করে দেই। কিন্তু এবার রঙিন হবার আগেই পুড়ে ছাই হয়ে গেলো হাজারো স্বপ্ন।
আল্লাহ সব কিছু সইবার তওফিক দিন। আমিন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Ramna
1000
366-367 (2nd Floor) Mirpur Shopping Center, Mirpur 2
Ramna, 1216
Signature Collection Mirpur Shopping Shopping Center page is controlled and represented by its official page.
Ramna
আমরা ১০০% অরিজিনাল ঢাকাই জামদানী শাড়ি, থ্রি পিচ,টু পিচ,ওয়ান পিচ তৈরি ও বিক্রয় করি।
332/333, Priyangan Shopping Center (2nd Floor), 47 Science Laboratory, Dhanmondi
Ramna, 1209
we are Wholeseller all types of indian collection. BrandCataliguedress,OriginalDelhiBoutiques,Jaypuri
Dhanmondi, Dhaka
Ramna, 1205
Express Yourself !!! Trends of Tomorrow !!! Discover 2020’s latest clothing trends from fashion's
New Escaton Road
Ramna, 1000
RiverShop is an online based shop. Here you will find all kinds of products including clothes, shoes
19/A (3rd Floor), Gulshan 02, Pink City Dhaka
Ramna, 1212
Signature Collection Gulshan Pink City Shopping Center page is controlled and represented by its official page.
Ramna
Welcome to Burka Corner's official page Largest online retailer of modest Islamic clothing like borka, khimar, abaya, hijab in Bangladesh