Govt job & Non govt job parathion
Nearby media companies
Dhaka
Ramna, Dhaka
Dhaka
Shahabagh, Dhaka
Dhaka
Romna, Dhaka
Kakrail, Dhaka
Greenway, Dhaka
Dhaka 1000
Shahbagh, Dhaka
Shahbagh, Dhaka
Shabagh, Dhaka
Shabag, Dhaka
Is the page cremated especially for teaching lovers andy govt and non-govt job preparation?
Here you will find the latest teach videos keep an eye on this page.
অফলাইন ও অনলাইনে পড়ানো হয়।
আজকে অনুষ্ঠিত #বাংলাদেশ_রেলওয়ে এর #ওয়েম্যান পদে আসা প্রশ্নের সমাধান।
🔷বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।
✪আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৫০ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯৫ টি
✪থানা : ৬৫২ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৩৯টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৭টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধা: ৬৭২ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৮টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৫টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৭টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ৩০টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।
👉 পড়ার শেষে ডান লিখুন
আজকে অনুষ্ঠিত #সমন্বিত_৭_ব্যাংক এর #অফিসার পদে আসা প্রশ্নের সমাধান।
৭ম শ্রেণির নতুন বোর্ড বইয়ের গণিত সমাধান।
সংগৃহীত করে রাখবেন 🖤
বীজ গনিতের সূত্র
Speaking English
#আন্তর্জাতিক_সংগঠন
১) 𝐖𝐁 (𝐖𝐨𝐫𝐥𝐝 𝐁𝐚𝐧𝐤) এর বর্তমান সদস্য সংখ্যা -১৮৯, সর্বশেষ -নাউরু।
২) 𝐈𝐌𝐅 এর বর্তমান সদস্য -১৯০, সর্বশেষ - অ্যান্ডোরা।
৩) 𝐔𝐍 বা জাতিসংঘের বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ -দক্ষিণ সুদান।
৪) 𝐄𝐔 এর বর্তমান সদস্য -২৭, সর্বশেষ- ক্রোয়েশিয়া।
৫) 𝐀𝐈𝐈𝐁 এর বর্তমান সদস্য -৯২, সর্বশেষ -ইরাক।
৬) 𝐋𝐃𝐂 ভুক্ত দেশের সংখ্যা -৪৫, সর্বশেষ 𝐋𝐃𝐂 থেকে উত্তরন ঘটেছে -অ্যাঙ্গোলা ১২ ফেব্রুয়ারি ২০২১.
৭) 𝐍𝐀𝐓𝐎 এর বর্তমান সদস্য -৩০, সর্বশেষ - উত্তর মেসিডোনিয়া।
৮) 𝐎𝐏𝐄𝐂 এর বর্তমান সদস্য -১৩, সর্বশেষ - কঙ্গো প্রজাতন্ত্র।
৯) 𝐎𝐄𝐂𝐃 এর বর্তমান সদস্য -৩৭, সর্বশেষ -কলম্বিয়া।
১০) 𝐀𝐃𝐁 এর বর্তমান সদস্য -৬৮,সর্বশেষ -নিউদ।
১১) 𝐔𝐍𝐈𝐃𝐎 এর বর্তমান সদস্য -১৭০, সর্বশেষ- অ্যান্টিগুয়া ও বারমুডা।
১২) 𝐔𝐍𝐖𝐓𝐎 এর বর্তমান সদস্য -১৬০, সর্বশেষ - এন্টিগুয়া এন্ড বারমুডা।
১৩) 𝐈𝐍𝐓𝐄𝐑𝐏𝐎𝐋 এর বর্তমান সদস্য -১৯৪,সর্বশেষ - ভানুয়াতু।
১৪) 𝐎𝐏𝐂𝐖 এর বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ - ফিলিস্তিন।
১৫) 𝐂𝐎𝐌𝐌𝐎𝐍 𝐖𝐄𝐀𝐋𝐓𝐇 এর বর্তমান সদস্য - ৫৬,সর্বশেষ - টোগো।
১৬) 𝐈𝐎𝐌 এর বর্তমান সদস্য- ১৭৫, সর্বশেষ- বার্বাডোস।
১৭) 𝐈𝐃𝐁 এর বর্তমান সদস্য - ৫৭, সর্বশেষ - গায়না।
১৮) 𝐈𝐋𝐎 এর বর্তমান সদস্য - ১৮৭, সর্বশেষ - টোঙ্গা।
১৯) 𝐖𝐓𝐎 এর বর্তমান সদস্য - ১৬৪, সর্বশেষ- আফগানিস্তন।
২০) 𝐖𝐇𝐎 এর বর্তমান সদস্য -১৯৪, সর্বশেষ - দক্ষিন সুদান।
◾ #হাইভোল্টেজ_সাম্প্রতিক ◾
-------------------------
*বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* সামরিক শক্তি 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 এ শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ( বাংলাদেশ ৪০তম)
*২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম 𝐆-7 শীর্ষ সম্মেলন হবে - হিরোশিমা, জাপান
* ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে - সামোয়া
(সংগৃহীত)
ল.সা.গু, গ.সা.গু সমস্যার সমাধান।
🌷কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:🌷
🌹বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
🌹বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭৪ সালে।
🌹'একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
🌹'বিদ্রোহী' কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:১৯২২ সালের ৬ জানুয়ারি।
🌹বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে?
উত্তর:১৯৯১সালে।
🌹 বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর:১৩৬ তম।
🌹'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।
🌹ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন ছিলেন কারা?
উত্তর: পর্তুগিজরা।
🌹প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
🌹মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
উত্তর: একটি কালো মেয়ের কথা।
🌹'কালো বরফ' উপন্যাসের বিষয়-
উত্তর: দেশভাগ।
🌹'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
🌹জীবনস্মৃতি কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
🌹দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
🌹ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন -
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
🌹'আগুনপাখি'- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক।
🌹'স্বর্ণবোয়াল' নাটকটি কার রচনা?
উত্তর:সেলিম আল দীন।
🌹আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
উত্তর:১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ।
🌹১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
🌹বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিল।
🌹বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
🌹বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তর: ফরিদপুর।
🌹বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
উত্তর:১কোটি ৮৭ লক্ষ একর(কৃষিশুমারি-২০১৯)
🌹'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?
উত্তর: ময়মনসিংহ।
🌹বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ কত?
উত্তর:১৪.১℅।(FAO এর মতে)
🌹 সংবিধানের কোন সংশোধনীকে 'First distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: ৫ম সংশোধনী।
🌹স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তর: সপ্তম।
🌹গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।
🌹সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে।
🌹বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
উত্তর: ৩৫ জন।
🌹আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
উত্তর: মানবাধিকার।
🌹বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।
🌹তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
উত্তর: ১৩ হাজার ১৩৬ টি।
🌹বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
উত্তর:১৯৮৮।
🌹সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: নয়া দিল্লি।
🌹বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরি' শান্তি পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:১৯৭২ সালের ১০ অক্টোবর।
🌹ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
উত্তর: বিচার ব্যবস্থা।
🌹বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তর: পুন্ড্র।
🌹কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সন্তোষে।
🌹অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
উত্তর: অশোক।
🌹বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
উত্তর: রাজা পঞ্চম জর্জ
🌹পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর:২২ ফেব্রুয়ারি,১৯৭৪।
🌹প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।
🌹বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর:৫টি।
🌹বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর:৭ মার্চ,১৯৭৩।
🌹বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
🌹'মাৎস্যন্যায়'বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর:৭ম -৮ম শতক।
🌹বাংলার কোন সুলতানের শাসনামলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।
🌹ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: খাজা নাজিম উদ্দীন।
🌹আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তর: খাগড়াছড়ি জেলায়।
🌹বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কেশব সেন।
🌹মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
উত্তর: এপ্রিল ১১,১৯৭১।
🌹কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
উত্তর: অনুচ্ছেদ ৭(খ)।
🌹বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল?
উত্তর: তত্ত্বাবধায়ক সরকার।
🌹সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
উত্তর:৪র্থ তফসিল।
🌹কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
উত্তর: গারো।
🌹বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
উত্তর: IMF এর bailout package- এর মাধ্যমে।
🌹ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
উত্তর: মুঘল আমলে।
🌹লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
উত্তর:২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪।
🌹 সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
উত্তর: অনুচ্ছেদ ২৫।
🌹কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
উত্তর: সিপাহী হামিদুর রহমান।
🌹'বিবর্তন'শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর :হার্বার্ট স্পেন্সার।
🌹সার্কের বর্তমান মহাসচিব?
উত্তর :গোলাম সারওয়ার।
🌹সার্কের বর্তমানচেয়ারপার্সন?
উত্তর :প্রচন্ড কুমার দাহাল।
🌹সুশাসনের উপাদান (যাদের মতে)
উত্তর:UNDP-9,জাতিসংঘ-8,বিশ্বব্যাংক-6,AFDB-5, UNHCR-5, IDA-4,IMF-4.
🌷পড়া শেষে আমাদের পেইজে ফলো দিয়ে পাশে থাকুন 🌷
এভাবে একজাতীয় তথ্য গুছিয়ে পড়লে মনে থাকবে ভালো
১. বঙ্গবন্ধুর* জন্মদিন—১৭মার্চ
জাতীয় শিশু দিবস -- ১৭ মার্চ
২. খাঁটি বাংলা উপসর্গ* --২১ টি৷
২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।
২. বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন
ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন
৩. তাসখন্দ চুক্তি* ১৯৬৬ সালে
ছয় দফা ১৯৬৬ সালে
৪. কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷
জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে
৫. সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷
বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷
৬.জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়
সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়
মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি
৭. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে- চতুর্থ
আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।
ধান উৎপাদনে - চতুর্থ।
ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানীহয়-৪বার ।
ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।
বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে
নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।
৮. যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অভিষেক হয়--- ৭ম
বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল বা schedule- এ বিভক্ত
বাংলাদেশে সাংবিধানিক* সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি
আম উৎপাদনে বিশ্বে - ৭ম
আলু উৎপাদনে বিশ্বে - ৭ম
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থান-৭ম
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৬ষ্ঠ
৯. রেমিট্যান্স প্রাপ্তি -অষ্টম
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থানবিশ্বে --- অষ্টম।
১০।. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের
সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।
১১।. ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-
ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ
করেছিল।
ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের
বিপক্ষে।
১২।Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২
সালে
WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে
ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে
IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২
সালে
UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে
IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
১৩।**NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে
**FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে
ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
**RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩*** সালে
১৪. **UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪* সালে
**OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে
১৫. INTERPOL এর সদস্যপদ* লাভ– ১৯৭৬ সালে
IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
১৬. WTO এর সদস্যপদ* লাভ– ১৯৯৫ সালে
UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
১৭. কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল
জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল।
💥💥হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য
♦ পদ্মা সেতু উদ্বোধন করা হয় - ২৫ জুন, ২০২২
♦ মেট্রোরেল উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২
♦ বাংলাদেশ LDC থেকে মুক্ত হবে- ২৪ নভেম্বর, ২০২৬
♦ ৫ জি নেটওয়ার্ক চালু = ১২ ডিসেম্বর, ২০২১ইং
♦ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে - ২০২৯ সাল পর্যন্ত।
♦বিবিসি বাংলা রেডিও বন্ধ হয় -৩১ ডিসেম্বর
♦ বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ ১১ মে ২০১৮, বাংলাদেশ সময় ১২ মে
♦ মাদারীপুরের শিবচরকে দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয়- ৩১ জানুয়ারি ২০২৩
♦ রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে - ২৪ ফেব্রুয়ারী, ২০২২।
★ বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
★ বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
★ সামরিক শক্তি Ranking এ শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ( বাংলাদেশ ৪০তম)
★ ২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম G-7 শীর্ষ সম্মেলন হবে - হিরোশিমা, জাপান
★ ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে - সামোয়া।
★ ৩০ সেপ্টেম্বর ২০২২ রাশিয়ার সাথে যুক্ত করা ইউক্রেনের ৪টি অঞ্চল দোনেসৎকো, লুহানস্ক,খেরসন জপোরিঝিয়া;
★ ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা বিশ্বে প্রথম
ভারত: ১ম =১৪১ কোটি ৭০লাখ
চীন: ২য় =১৪১ কোটি ৫০লাখ
বাংলাদেশ জনসংখ্যায় ৮ম
সূত্র: ব্লুমবার্গ
👉বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
তারিখ: ১৫নভেম্বর, ২০২২
✪ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয় কবে?
উঃ ১২ই ডিসেম্বর, ২০২২ইং।
✪"ডিজিটাল বাংলাদেশ দিবস" কবে পালিত হয়?
উঃ ১২ই ডিসেম্বর।
✪স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের লক্ষ্যে কয়টি?
উঃ ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট)।
যে সকল খেলাধুলা বিষয়ক তথ্য আগামীতে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । দেখে রাখুন
➲ ফুটবল
👉 ২০২২ সাল –২২তম কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ।
👉 ২০২৬ সাল – ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ।
➲ ক্রিকেট
👉 ২০২৩ সাল – ১৩ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
👉২০২২ সালে ৮ম টি২০ বিশ্বকাপ হয় অস্ট্রোলিয়া
👉২০২৪ সালে ৯ম টি২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।
➲ অলিম্পিক
👉 ২০২৪ সাল – ৩৩ তম গ্রীষ্ণকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
👉২০২৮ সাল – ৩৪ তম অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে৷
➲ FIFA কাতার বিশ্বকাপ এক নজরে
✔️আসর - ২২তম
✔️সময় - ২০ নভেম্বর -১৮ ডিসেম্বর, ২০২২
✔️আয়োজক দেশ - কাতার
🕸️🏵️মাস্কাট ছিল - লা'য়েব
মোট দল - ৩২ টি
মোট ম্যাচ -৬৪ টি
গোল সংখ্যা -১৭২ টি
চ্যাম্পিয়ন - আর্জেন্টিনা ( ৩য় শিরোপা জয়)
রানার্স আপ- ফ্রান্স
তৃতীয় স্থান - ক্রোয়েশিয়া
চতুর্থ স্থান - মরক্কো
সর্বোচ্চ গোলদাতা ( গোল্ডেন বুট বিজয়ী) - কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স ( ৮ টি গোল)
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল বিজয়ী) - লিওনেল মেসি ( আর্জেন্টিনা)
সেরা যুব খেলোয়াড় - এনসো ফার্নান্দেস ( আর্জেন্টিনা)
সেরা গোলরক্ষক ( গোল্ডেন গ্লাভস বিজয়ী) - এমিলিয়ানো মার্তিনেস ( আর্জেন্টিনা)
ফেয়ার প্লে পুরস্কার লাভ - ইংল্যান্ড
✅৪৫তম বিসিএস প্রিলি প্রস্তুতি💥
বিগত বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা প্রশ্নোত্তর
★ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?- UNIIMOG |(৪৩তম, ১৪তম)
★ফলকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?— ডেনমার্ক। (৩৯তম)
★ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? – ৫৪৩। (২৭তম, ২৬তম)
★ 'Trafalgar Square'-এর অবস্থান — ইংল্যান্ডে। (৪৩তম, ১২তম)
★ 'হারারে'র পূর্ব নাম কী?—সলসব্যারী। (৩১তম, ১১তম)
★‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?— ভারত ও পাকিস্তান। (৩১তম, ২৪তম)
★‘বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?- ইন্দোনেশিয়া। (২৫তম, ২৩তম)
★ইতিহাস বিখ্যাত 'ট্রয়’ নগরী কোথায়? — তুরস্কে (১৯তম, ১০ম)
★ জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?— ইন্দোনেশিয়া । (৩২তম, ১৯তম)
★নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?– ৪ এপ্রিল ১৯৪৯৷ (২১তম, ১৭তম, ১৬তম)
★জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?-- ১৯৪৫ (৩৬তম, ২১তম)
★জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত- নিউইয়র্ক। ২৯তম, ১৯তম
★জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?— ট্রিগভেলি ।।২৬তম, ১০ম/
★জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?— ১৭টি।(৪৩তম, ৪০তম)
★ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়?- জেদ্দা।(২২তম, ১০ম)
★জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?- বেলগ্রেড (২৫তম, ১৭তম)
★NAM-এর বর্তমান সদস্য সংখ্যা! কত?– ১২০।(৩৬তম, ২২তম)
★ইউরো মুদ্রা কখন চালু হয়? – ১ জানুয়ারি ১৯৯৯। /২৬তম, ২০তম)
★আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর— জেনেভা। (৩৬তম, ৩২তম)
★ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?— জার্মানি (বার্লিন)।(৪৩তম, ২৬তম)
★বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
[৪৩তম, ৩০তম, ২৬তম, ১১তম
★কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস
পালিত হয়? – ৫ জুন।(৩০তম, ২৬তম)
★অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর
দপ্তর কোথায় অবস্থিত? - লন্ডন। (৩৪তম, ২৪তম)
★World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?—World Bank. (৪৩তম, ৩৭তম)
★কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?- ১৯৬৬ সালে।
(১৪তম, ১৩তম)
★সার্কের সদর দপ্তর কোথায়?— কাঠমান্ডু।
(৩৮ তম, ২৯তম)
★সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৫ সালে; ঢাকায়।
(৩৬তম, ২২তম, ২০তম)
★পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?— আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। (২৫তম, ২৩তম)
★‘শাহনামা'-এর লেখক কে?– কবি ফেরদৌসী। (২৬তম, ১৮তম)
★'The Lady with the Lamp'. নামে পরিচিত— ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
( ৪৩তম, ৩৪তম)
★মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম — ন্যাশনাল ইউনিটি সরকার। (৪৩তম)
★কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?— কম্বোডিয়া । [৪৩তম]
★জিবুতি দেশটি কোথায় অবস্থিত?— এডেন উপসাগরের পাশে।
★কোন চুক্তির মাধ্যমে ইউরোপের "Thirty years war"-এর সমাপ্তি ঘটে?— ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি,
১৬৪৮। (৪২তম)
★মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়— ২৯ ফেব্রুয়ারি ২০২০। (৪২তম)
★আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?— চীন। (৪২তম)
★যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?- ১৯৯১ ।।৪১তম]
★ কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?— তুরস্ক। (৪১তম)
★‘দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?— অমর্ত্য সেন। (৪০তম)
★এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?— বাবেল মান্দেব প্রণালি । (৪১তম)
★'TI'র প্রতিষ্ঠাতা - পিটার ইজেন
★নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?- ভিয়েতনাম। [৪১তম]
★ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? – মন্ট্রিল প্রটোকল । [৩৮তম]
★সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর।
★জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে- IPCC। (৩৭তম)
★ 'Law of the Sea Convention অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone
হিসেবে গণ্য? — ২০০ নটিক্যাল মাইল। (৩৭তম)
★ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি
জাতিরাষ্ট্র গঠন। (৩৫তম)
★‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল?— সাবেক সোভিয়েত ইউনিয়ন। (৩৫তম)
★‘উইঘুর’ হলো— চীনের একটি সম্প্রদায়ের নাম।।৩৫তম)
★‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? — বাংলাদেশ-মিয়ানমার। (৩৫তম)
★১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? – ৪ ।(৩৫তম)
★আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ভ্যাটিকান। (৩৪তম)
★শ্রীলংকার মুদ্রার নাম কি?— রুপি। (৩৩তম)
★স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। (৩১তম)
★আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
- ডিনামাইট। (৩০তম)
★সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
- Weapons of Mass Destruction
(৪১তম)
★‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে - ১৯৭১ সালে। (৩৭তম)
★ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?— মেসোপটেমিয়ায়।
(২৪তম)
(Collected)
✪ দূর্নিতী দমন করতে হবে- Corruption is to be stopped-
✪ পিতামাতাকে সম্মান করতে হবে- Parents are to be respected.
✪ রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে- The report is to be submitted soon.
✪ ফেসবুক আসক্তি কমাতে হবে - Facebook addiction is to be reduced.
✪ দরিদ্রতা দূর করতে হবে - Poverty is to be alleviated.
✪ নিরক্ষরতা দূর করতে হবে - Illiteracy is to be removed.
✪ ধুমপান প্রতিরোধ করতে হবে - Smoking is to be stopped.
✪ সন্ত্রাস প্রতিরোধ করতে হবে -Terror is to be stopped.
✪ মোবাইলটি মেরামত করতে হবে - The mobile is to be repaired.
✪ সব কাজগুলো চেক করতে হবে - All works are to be checked.
✪ গরীব লোকদের সাহায্য করতে হবে - The poor people are to be helped.
✪ মেহমানকে আপ্যায়ন করতে হবে - The guest is to be entertained.
✪ আমার বাসার কাজ শেষ করতে হবে - My homework is to be done.
✪ জানালাটি খুলতে হবে - The window is to be opened.
✪ টেবিলটি পরিস্কার করতে হবে - The table is to be cleaned.
✪ টাকাটি পরিশোধ করতে হবে - The money is to be paid.
Note: To be + verb (past participle) = passive sentence
#সাধারণ_বিজ্ঞান
৯ম-১০ম শ্রেনির বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ তথ্য।
(১ম-১০ম অধ্যায়)
্যায়(১-৬০)
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের।
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C।
৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার।
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১।
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা জেরপথ্যালমিয়া।
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের।
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম।
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI।
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI।
৩০।BMI- ওজন/(উচ্চতা)^২।
৩১।BMIএর অপর নাম - QLI।
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড।
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina।
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার।
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ।
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম।
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে।
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে।
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - ৪ প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV।
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের।
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০।
৪৯।স্নেহ - ২ প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্ঞান।
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K।
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।
🚩 #২য়_অধ্যায়(১-৫০)
১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।
২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।
৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:।
৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।
৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।
৬।বিশুদ্ধ পানির pH - ৭।
৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।
৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।
৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।
১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1।
১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।
১২।রামসায় চুক্তি হয় - ১৯৭১ সালে।
১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।
১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।
১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।
১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water।
১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।
১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।
২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১।নদনদীর পানি - ক্ষারীয়।
২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭।
২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।
২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে।
২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে।
২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।
২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।
২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।
২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য।
৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।
৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।
৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।
৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।
৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।
৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।
৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।
৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।
৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake।
৪০।ETP - Effluent Treatment Plant।
৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।
৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে।
৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।
৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)।
৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার।
৪৬।অম্লীয় পানির pH - ৪।
৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।
৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি।
৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।
৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।
🚩 #৩য়_অধ্যায়(১-৫০)
১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে।
২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন।
শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন।
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL।
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।
৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg।
১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।
১১।ধমনির রক্তের pH - ৭.৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার।
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া।
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%।
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়।
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল।
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল।
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি।
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - ৩ প্রকার।
৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা।
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।
৪১।RBC - Red Blood cell।
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh।
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)।
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম।
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে।
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein।
🚩 #৪র্থ_অধ্যায়(১-৪০)
১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।
২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।
১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।
৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত।
৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।
৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন।
মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।
৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া।
৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX।
পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY।
৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া।
১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন।
১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে।
১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।
১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই - ইনসুলিন।
১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।
১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।
১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)
১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।
১৮।মানুষের অটোসোম - ৪৪ টি।
১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন।
২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি।
২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।
২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার।
২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।
২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।
২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।
২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।
পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪।
২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।
২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক।
২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল।
বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।
৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।
৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)।
(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং
মৃত্যু-১৮৮২ সালে)।
৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।
৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)।
৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন।
৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে।
৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।
৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।
৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।
৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।
৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।
এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।
🚩 ্যায়(১-৩৫)
১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।
২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।
৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।
-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।
৪।লেন্সের ক্ষমতা এস. আই একক - রেডিয়ান/মিটার।
৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি।
৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।
৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।
৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড।
৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।
১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ।
১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।
১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।
১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।
১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।
১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স।
১৬।আলো এক প্রকার - শক্তি।
১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।
১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।
১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।
২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার।
২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।
২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা।
২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।
২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি।
২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।
২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।
২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।
২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে।
২৯।চোখের রেটিনার রং - গোলাপি।
৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।
৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।
৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।
৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।
৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫।
৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ।
🚩 #৬ষ্ঠ_অধ্যায় (১-২০)
১।প্রাকৃতিক পলিমার - রাবার।
২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ।
৩।কৃত্রিম পলিমার - পলিথিন।
৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন।
৫।আলফা কী - পশম।
৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।
৭।পলিথিনের সংকেত -
৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার।
৯।পলিমার শব্দটি - গ্রীক।
১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।
১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।
১২।তন্তুর রানী - রেশম।
১৩।চেল্লার অপর নাম - পিল।
১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।
১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।
১৬।"পলি" অর্থ - অনেক।
১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।
১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।
১৯।তন্তু - ২ প্রকার।
২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।
🚩 ্যায়(১-৫০)
১।ভিনেগারের সংকেত - (CH3COOH)।
২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড।
৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল।
৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।
৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার।
৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা।
৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট।
৮।জৈব এসিড - (CH3COOH)।
৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
9 Nolgola, Mitford Road. Dhaka , Shah Abudl Hamid Kalandar Girls' High School
Ramna
1100
Dhaka
Ramna, 1217
Analyze organizational practices, identify weaknesses, and recommend solutions for Inbound or Outbound Marketing. Specialize in specific areas such as Digital Marketing, Sales Funn...
Ramna, Dhaka
Ramna
Salam!Welcome To Ruponti's Kitchen.This Page Is All About blogging & cooking.love to share lifestyle
52
Ramna, 1216
I am an occupational Digital Marketer. Then social media qualitative growth mindset. I love to work with tiny Businesses and all so choose to take on challenges. Let's develop your...