Gaachwala
Gaachwala is an one stop shop for urban gardeners living in Dhaka.
Cotton Candy Fern
You can grab a Bushy one from Gaachwala.
Please call us 01614-885566
Avocado 🥑
এই গাছটি অর্ডার করতে ইনবক্স করতে পারেন। যাদের avocado গাছের দাম নিয়ে ধারণা নাই তারা ইনবক্স করবেন না।
Aglaonema Plants
সিয়াম রেড কাঠগোলাপ পাচ্ছেন গাছওয়ালাতে। আপনার মন মত যে কোনো সাইজের গাছ পাবেন।
ভালো এবং স্বাস্থ্যকর গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন।
www.gaachwala.com
ইনডোরে বেঁচে থাকার মত একটি উৎকৃষ্ট গাছ হচ্ছে লেডি পাম। এর বৈজ্ঞানিক নাম Rhapis exelsa
এরা খুব সহজেই বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার জন্য অল্প আলো আর কিছুটা পানি পেলেই যথেষ্ট। কারণ এরা এদের শিকড়ের দ্বারা পানি আটকে রাখতে পারে। এই গাছটি ক্রয় করতে যোগাযোগ করুন
01614-885566
যে কোনো সাইজের কারি পাতা গাছ
অর্ডার করতে ইনবক্স করুন।
থিমা জাতের বাগানবিলাসে 2 রঙের ফুল ফোটে, গোলাপী এবং সাদা। বছরের প্রায় সবসময় এই গাছে ফুল থাকে। বেশি পানি ব্যবহার করলে, ফুল কম পাবেন। কম পানি ব্যবহার করলে ফুল বেশি পাবেন।
বড়ো ছোট মাঝারি সব সাইজের গাছ পাবেন গাছওয়ালার আঙিনায়। বিস্তারিত জানতে 01614-885566
অল্প মূল্যে খয়েরী অলকানন্দার সমাহার
ফুল অথবা কলি সহ গাছ পেতে পারেন। বিস্তারিত জানতে 01614-885566
ম্যাজেন্টা রঙে রাঙানো গাছটি
Pleioblastus chino
কাউকে যদি অসম্ভব সুন্দর একটি বাঁশ দিতে চান, তাহলে এই গাছটি দিতে পারেন। গাছওয়ালা ব্যাপারে আপনাকে সাহায্য করবে।
অর্ডার করতে 01614-885566
আমার কাছে মনে দেশী কাঠগোলাপের ঘ্রাণ সবচেয়ে বেশি। এই গাছের সাথে অনেক মানুষেরই বন্ধুত্ব আছে।
আমার মত অনেকেরই ছোটবেলা কেটেছে এই গাছের সাথে, এই গাছের নিচে দিয়ে যখন যেতাম তখন তার ফুল নিচে পড়ে থাকতো, আমরা তুলে ছোট ছোট মালা বানাতাম। হয়তোবা সেই সময় গুলো হারিয়ে গেছে, বিদেশি গাছের আধিক্যে এই গাছ খুব কম শোভা পাচ্ছে মানুষের বাগানে।
তিনি সিঙ্গাপুর থেকে এসেছেন, বর্তমানে বাংলাদেশে তার রূপ, যৌবন এবং সুগন্ধের জন্য অনেক নাম কামিয়েছেন। আপনারা চাইলে বাগানে এনাকে রাখতে পারেন। সরাসরি সূর্যালোকে রাখলে তার শরীর মন সব কিছু ভালো থাকে। তার গোড়ার দিকের অংশটা শুকিয়ে গেলে, পানি দিলেই সে বেজায় খুশি। এই গাছটি নিতে যোগাযোগ করুন গাছওয়ালার সাথে, ছোট বড় মাঝারি সব ধরনের সাইজের গাছ পাবেন।
01614-885566
www.gaachwala.com
লজ্জাবতী গাছ
কাঠগোলাপের লাল মায়া
Brazilian Pothos
Air purifier
Low light plant
Low caring plant
বর্ষার মৌসুম বৃষ্টি পড়ছে এই সময় নারিকেল গাছ লাগানোর বেশ উপযুক্ত। গাছওয়ালা থেকে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের নারিকেল গাছ অর্ডার করতে পারেন। আপনি চাইলে গাছওয়ালা নিজ দায়িত্বে আপনার বাগানে গাছ রোপন করে দিয়ে আসবে। বিস্তারিত জানতে 01614-885566
সঠিক সার সঠিক সময়ে ব্যবহার করুন। আপনার গাছের প্রকৃত খাদ্য ও পুষ্টি উপাদান সঠিক ভাবে যেনো পায়, সেইজন্য গাছওয়ালা নিয়ে আসছে প্রিমিয়াম কোয়ালিটির সার। ভার্মি কম্পোস্ট, জৈব সার, হাড় কুচি, ইপসোম সল্ট, কোকো পিট ইত্যাদি পাচ্ছেন গাছওয়ালা থেকে।
বিস্তারিত জানতে, 01614-885566
দাড়াশ সাপ, শঙ্খিনী সাপ, বেজী এগুলো প্রকৃতির জন্য সবচেয়ে উপকারী জীব। এগুলোই রাসেল ভাইপারের মত সাপ খেয়ে পরিবেশ রক্ষা করে। আমরা একটু সচেতন হই।
শেওড়া গাছ
বল শেইপ দেয়ার জন্য পারফেক্ট একটি গাছ
Rubbish Palm 🌴
A beautiful indoor plant
জামিয়া পাম
এরা আশেপাশের পরিবেশের অ্যালডিহাইড ও কিটন গুলোকে নষ্ট করে দেয়, বাতাস থাকে পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।
আমাদের দেশের নার্সারি ওয়ালারা এই গাছ কে চেরি ফুল বলে, আসলেই এটা কি চেরি ফুল গাছ??
Great work man, we are proud of you 💚❤️💚
দারুন সুগন্ধে ভরে রাখতে পারে আপনার বাগান। তার ফুল এবং পাতার সৌন্দর্য্য দেখেই বুঝা যায়, আমাদের দেশী গাছ থেকে তিনি একটু অন্যরকম। একটি ভিনদেশী গাছ, তারপরও তার উপর আপনার মন আসবেই।
Aralia plant with matt black cement tub
বাতাস থেকেই তিনি তার খাদ্য গ্রহণ ও উৎপাদন করে বলে হয়তোবা তার নাম এয়ার প্ল্যান্ট। এই প্ল্যান্ট টি আপনার করে নিতে চাইলে যোগাযোগ করুন 01614-885566
একটি গাছের মূল্য
The value of a single tree.
Click here to claim your Sponsored Listing.
Gaachwala
The environmental purity of our Dhaka is being polluted day by day. Statistics show that the city of our lives is the world's second most polluted city! On the other hand, Air Pollution Index (February 19, 2019), as a non-hygienic wind city, Dhaka is also the fifth place. According to the index, the real-time ranking score 164 which is detrimental for our daily life.
Every day lots of children are born in this polluted city. Once you think, what will be their future? Our new generation is growing in a perishable environment, which once was healthy.
All of us need to take initiative for greening the environment. The only friend of the tree that could bring our environment back to Green again.
Come forward with the 'Gaachwala'
'Plant trees, Save Dhaka.’
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Ramna