Md Raju Hossain

travelers

Photos from Md Raju Hossain's post 12/07/2023

ছেলের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহুর্ত

10/07/2023

মোহাম্মদ সালাহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার। যিনি মিশরীয় ফুটবল টিমের ক্যাপ্টেন এবং লিভারপুলে খেলেন। ২০১৮ সালের বিশ্বকাপ থেকে মিশর বাদ পড়ার পরে ক্লাব এ যোগদানের জন্য সালাহ যাচ্ছিলেন। বাচ্চাদের বাবা তখন একটা সরকারি সফরে ছিলেন। বাচ্চাদের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি থাকায় তখন আমরা তার সঙ্গেই ছিলাম। সেই সময়ে আমরা একই ফ্লাইটে ভ্রমণ করছিলাম। আমাদের কিছুটা সামনেই তিনি বসেছিলেন। সিটে বসেই আমার বড় ছেলে খুবই উত্তেজিত হয়ে বলল " মা দেখো মোহাম্মদ সালাহ "। আমি বললাম "সালাহ আবার কে? "সে ততোধিক উত্তেজিত হয়ে বলল "ওয়ার্ল্ডের মোস্ট ফেভারিট ফুটবলার। আমি তো তার খেলা সবই দেখি। উনার সাথে ছবি তুলতে চাই। "
কিছুক্ষণ পরে আমি কেবিন ক্রু কে বিষয়টা বললাম। এতবড় সেলিব্রিটি যদি কমফোর্ট ফিল না করেন অথবা বিরক্ত হন সেটা তাদের জন্য ভালো ব্যাপার হবে না। তবুও তিনি আশ্বস্ত করলেন যে তাকে জানাবেন। এরই মধ্যে আমার ছোট ছেলে এবং তাদের বাবা ঘুমিয়ে পড়েছে। দুই ছেলে আর আমার চোখে ঘুম নাই। অনেকক্ষন পরে কেবিন ক্রু কে জিজ্ঞেস করলাম তিনি বলেছেন কি না। তিনি জানালেন যে বলেননি। তখন আমি ব্যাগ থেকে খুঁজে একটুকরা কাগজ বের করে সালাহ কে কয়েক লাইনে আমার ছেলেদের তার বিষয়ে আগ্রহের কথা জানালাম। কাগজটা কেবিন ক্রু কে দিয়ে উনার কাছে পাঠালাম। একটু পরেই কেবিন ক্রু এসে জানালেন যে মোহাম্মদ সালাহ আপনার বাচ্চাদের সাথে কথা বলতে চান। আমরা তো যার পর নাই অবাক হলাম। দুই ছেলে কে নিয়ে উনার সাথে দেখা করলাম। বাচ্চাদের সাথে উনি ফুটবল বিষয়ে কথা বললেন। তারপর স্মৃতি স্বরূপ ছবিটা তুললাম।

02/07/2023

God gifted voice
Awesome song

14/05/2023

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

02/05/2023

Villagers fighting

Photos from Md Raju Hossain's post 04/03/2023

When my dearest son going to India border with aunt

04/03/2023

Allhamdulilla for everything.

30/12/2022

িক্ষক_নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় এর প্রশ্ন সমাধান ২০২২

১। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উ. মহেশখালী
২। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে —
উ. মৌলভীবাজার
৩। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন —
উ. আবুল বরকত
৪। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উ. যশোর
৫। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন —
উ. আজিজুর রহমান
৬। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৭। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
উ. দুই টাকার ধাতব মুদ্রা
৮। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়?
উ. রাঙ্গামাটি জেলায়
৯। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উ. গাম্বিয়া
১০। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —।
উ. ২৪শে ফেব্রুয়ারি ২০২২
১১। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা–
উ. ১৬৪
১২। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উ. ইউক্রেন
১৩। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?
উ. ৯ম মহাসচিব
১৪। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?
উ. ঋষি সুনাক
১৫। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উ. এশিয়া
১৬। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে?
উ. ১৯৯৬ সাল
১৭। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো —
উ. লৌহ
১৮। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে — উ. অনকোলজি
১৯। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত —
উ. নাইরোবি
২০। শর্করা জাতিয় খাদ্য যে কাজে ব্যয় হয়-
উ. দেহের বৃদ্ধির জন্য
২১। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্‌টওয়্যার এর নাম কী?
উ. আই সাইট
২২। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
উ. RAM
২৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে-
উ. কোভিড-১৯
২৪। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
উ. থাইরক্সিন
২৫। GIS-এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Geographic Information System

২৬। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
উ. ৬ বছর
২৭। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
উ. ৩ মিনিট
২৮। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উ.৬ দিনে
২৯। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?
উ. ৬৬ ২/৩
৩০। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
উ. ১২.৫
৩১। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
উ. ৪৫০
৩২। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
উ. ৯ : ৪
৩৩। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
উ. ২১০০ টাকা
৩৪। log3 3+ log4 2= কত?
উ. 5/2
৩৫। অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
উ. ৯০
৩৬। 3 5⁴ এর মান কত?
উ. ২২৫
৩৭। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত?
উ. +- ৭
৩৮। যদি abˣ⁻³ = baˣ⁻⁵ হয়, তবে x এর মান কত?
উ. 8
৩৯। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন ‍abc এর মান হয়-
উ. ১
৪০। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
উ. ৩,৪,৫
৪১। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
উ. ৯৬
৪২। যদি 3m = 81 হয়, তবে m3= ?
উ. ৬৪
৪৩। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে-
উ. ৪০,৬০,৮০ ডিগ্রি
৪৪। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উ. ১২
৪৫। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি?
উ. (1+a-b)(1-a+b)
৪৬। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
উ. ২৫
৪৭। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি?
উ. ১১০ ডিগ্রি
৪৮। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভুজ কোনটি?
উ. আয়তক্ষেত্র
৪৯। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত?
উ. X6-1
৫০। 2n 2n-1 = কত?
উ. 2

৫১। If I had tried again –
উ. I could have solved the problem
৫২। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উ. Nowadays women are playing important role in all spheres of life.
৫৩। I fancy I (turn) a trifle pale.
উ. turned
৫৪। He fell __ a trap.
উ. into
৫৫। I would rather die-
উ. than beg
৫৬। The prince has no ambition __ the throne.
উ. for
৫৭। Which is the noun of the word wise?
উ. wisdom
৫৮। Ups and downs means-
উ. rise and fall
৫৯। The verb form of ‘strong’ is-
উ. strengthen
৬০। — best companions in life.
উ. Books are men’s
৬১। তিনি সৎ লোক ছিলেন, তাই না?
উ. He was an honest man, wasn’t he?
৬২। The synonym of ‘incredible’ is—
উ. unbelievable
৬৩। The antonym of ‘Honorary’ is —
উ. salaried
৬৪। ‘To end in smoke’ means —
উ. to come to nothing
৬৫। Kalam is as strong as Salam. (Comparative)
উ. Salam is not stronger than Kalam
৬৬। The synonym of ‘Prudent’ is —
উ. insightful
৬৭। Without working hard, you can not succeed.
উ. Work hard or you can not succeed.
৬৮। Over-flooding is one of the worst problem in our country. (Positive) –
উ. Very few problems in our country are as bad as over-flooding.
৬৯। What can no be cured must be endured. (Active)
উ. We must endure what we can not cure.
৭০। Let us love our country. (Simple)
উ. We should love our country
৭১। Noun form of the word ‘comfortable’ is —
উ. comfort
৭২। I look forward to (receive) a letter from you.
উ. receiving
৭৩। He is so dull that —
উ. He can not understand anything
৭৪। I have left the room but he (enter) the room.
উ. is entering
৭৫। The man is — his son’s fault.
উ. blind to

৭৬। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
উ. “চ” ধ্বনি
৭৭। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
উ. শব্দমূল
৭৮। সাধু ও চলিত ভাষার প্রধান প্রার্থক্য-
উ. সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায়
৭৯। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উ. ‘কমা’
৮০। ‘প্রথিত’ শব্দের অর্থ কী?
উ. বিখ্যাত
৮১। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উ. অবিলম্ব
৮২। কোন বানানটি শুদ্ধ?
উ. উপর্যুক্ত
৮৩। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
উ. দীনতা প্রশংসনীয় নয়
৮৪। ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
উ. পূর্বাহ্ণ
৮৫। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
উ. দেখে পথ চলো, বুঝে কথা বলো।
৮৬। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি?
উ. চালান
৮৭। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
উ. প্রতি + আবর্তন
৮৮। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
উ. তালব্য
৮৯। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ. কর্মে ৭মী
৯০। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ. কর্মে ষষ্ঠী
৯১। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
উ.অন্যকাল
৯২। ‘মুজিববর্ষ’ কোন সমাস?
উ. কর্মধারয় সমাস
৯৩। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উ.√মুচ্+ক্তি
৯৪। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
উ. অবনী
৯৫। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উ.সিংহদার
৯৬। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
উ. ত্বরিৎকর্মা
৯৭। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
উ.বক্তব্য
৯৮। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উ.√শ্রু + অন
৯৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ. সৎমা
১০০। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
উ. রজকিনী

21/12/2022

অবসর সময়ে মনোযোগ দিয়ে⇨°আস্তে ধীরে পড়ুন

আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ

আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি

রাব্বিগফিরলি!
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি!

‘‘তারপর পড়ুন আল্লাহ তা'লার প্রিয় চারটি বাক্য..
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

‘এবার পড়া যাক আমাদের প্রিয় রাসূুল (সাঃ) উপর দূরদ..
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'

_"ফাঁকে পড়ে ফেলুন "

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

"তারপর পড়ুন"...
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম"

"বেশি বেশি পাঠ করুন"...
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!

‘বিপদ আপদ থেকে বাঁচার জন্যে পড়ে ফেলুন..

'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!

- পড়া শেষ হলে °আলহামদুলিল্লাহ°😊

17/12/2022

Get এর ১০টি গুরুত্বপূর্ণ ব্যবহার :
✪ Get over your shame in order to learn English (Overcome – জয়লাভ করা)
ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে।
✪ Get up from sleep (Awake - জাগ্রত)
ঘুম থেকে উঠে পড়।
✪ Did you get me? (Understand – বুঝতে পারা)
তুমি কি আমার কথা বুঝতে পেরেছো?
✪ Will you get me a glass of coffee? (Give - প্রদান করা)
তুমি কি আমাকে এ গ্লাস কফি দিবে?
✪ I’ve got your letter in time (Received - গৃহীত)
আমি আপনার চিঠি যথাসময়ে পেয়েছি
✪ You’ve got ahead a lot within a short time (Improved – উন্নতি করা)
খুব অল্প সময়ের মধ্যে তুমি অনেকদূর এগিয়েছো।
✪ I must get back to my country if Allah wishes (Return - প্রত্যাবর্তন)
আল্লাহ চান তো আমি অবশ্যই আমার নিজ দেশে ফিরে আসবো।
✪ Get going until you reach the end (Continue - অবিরত)
চলতেই থাকো যতক্ষন না শেষ পযন্ত র্পৌছাতে পারবে।
✪ (Meet – সাক্ষাত/একত্রে মিলিত হওয়া)
We’ll get together at around 3pm. for the conference
আমরা কনফারেন্সের জন্য প্রায় ৩টার দিকে জমায়েত হবো।
✪(Causative – কাওকে দিয়ে কিছু করিয়ে নেওয়া)
I get the hawker to bring the newspaper
আমি হকারকে দিয়ে সংবাদপত্রটি আনি।

Follow this page

Photos from Md Raju Hossain's post 27/10/2022

The beauty of nature

09/10/2022

ভার্সিটি থেকে বাড়িতে আসতেই দেখি বসার ঘরে নিহাদ ভাই, সুপ্রিয়া আন্টি, আর মঈনুল আঙ্কেল বসে আছেন। সুপ্রিয়া আন্টি আর আঙ্কেলকে দেখে অবাক হয়নি কারণ উনারা আমাদের প্রতিবেশি।
কিন্তু নিহাদ ভাইকে দেখে ভারি অবাক হয়েছি। বলতে গেলে আমি উনাকে দেখে হতভম্ব, বাকরুদ্ধ হয়ে গেছি, বিশ্বাস করতে পারছি না। এতো বছর পর নিহাদ ভাই আমাদের বাড়িতে।

কেনো নিহাদ ভাই? এতো বছর পর কেনো? কেনো আবার ফিরে এলে আমি তো নিজেকে সামলে নিয়েছি। তোমার দেওয়া কথা দিয়ে আঘাত গুলো আমি ভুলে থাকার অভ্যাস করে নিয়েছি।
আমি আন্টি আঙ্কেলকে সালাম দিয়ে ভিতরের রুমে চলে যাই। আমার বুক ভেঙ্গে কান্না আসছে।
দরজা বন্ধ করে ফুঁপিয়ে কেঁদে উঠি।

তখন কতোই বা বয়স আমার ক্লাস টেনে উঠছি। আবেগের বয়স।
একদিন আমাদের পাশের বাড়িতে কান্না কাটি শুনে। গিয়ে দেখি সুপ্রিয়া আন্টি কাদঁতেছে। কারণ উনার ভাই আর ভাবি গাড়ি এক্সিডেন্ট করে মা-রা গেছে। উনাদের ছেলে গুরুতর আহত হয়ে হসপিটালে।

তার কয়েকদিন পর আন্টি উনার ভাইয়ের ছেলেকে নিয়ে আসেন উনার কাছে। বাড়িতে একা একা কি করে থাকবে। বাবা-মার কথা মনে করে পাগল হয়ে যাবে। তাই আন্টি নিজের কাছে নিয়ে আসেন।

একদিন মা কিসের জন্য জানি আন্টির কাছে পাঠায়। সেদিনই নিহাদ ভাইয়ের সাথে আমার প্রথম দেখা । আর এক দেখাতে আমি কপোকাত।
বাবা-মার পছন্দর ছেলেকে বিয়ে করবো বলে বেড়িয়ে বেড়ানোর মেয়ে আমি এক এতিমের মায়ায় পড়ে যায়।
প্রথম প্রথম ভাবতাম এটা আমার এট্রাকশন। দুইদিন পরে চলে যাবে। কিন্তু না এটা আমার শুধু এট্রাকশন নয় তার সাথে উনার প্রতি মাত্রাত্তিক ভালোবাসা, তার সাথে মায়া তো আছেই।

আমি কি করবো কাকে বলবো ভেবে ভেবে পড়াশোনাও লাটে উঠে যাচ্ছিলো। একদিন সব ভয়, দ্বিধা দূর করে উনাকে বলি। উনি প্রথমে হেসে ওঠিয়ে দেন। কিন্তু দিন দিন আমার পাগলামি দেখে বাবাকে বলে দেওয়ার ভয় দেখায়। আমি বুঝে গেছিলাম উনি কখনো বাবাকে বলবেন না।
তাই একদিন আরও একটু সাহসের কাজ করে ফেলি।

সেটাই আমার জন্য কাল হয়। নিহাদ ভাই সব ছেড়ে আমার ভালোবাসাকে অপমান করে চলে যায়। আমাকে আর দশজন বড়োলোকের বখে যাওয়া মেয়ের সাথে তুলনা করে। যারা না-কি অল্পেতে ছেলেদেরকে নিজের করে নেয়। তারপর আর একজনকে ভালো লাগলে ছুড়ে ফেলে দেয়। আরও কতো কী।

তখন আমি পাগলপ্রায় নিহাদ ভাইর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য। নিজেকে বিলিয়ে দিতে চেয়েছি। আমার কর্মকান্ড দেখে নিহাদ ভাই রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে শক্ত হাতে থা*প্প*ড় মারে।
যে হাতে হাত রেখে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছি, সে হাতের শক্ত চড় খেয়ে আমার পুরো পৃথিবী দুলে ওঠে। নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসে ছিঃ কি করে পারলাম নিহাদ ভাইর সাথে এরকমটা করতে।

তারপর ৫ বছর চলে যায়। নিহাদ ভাইয়ের আর কোনো খবর পাইনি। ভয়ে ভয়ে আপু ভাইয়াদের জিজ্ঞেস করতাম। কিন্তু ওরাও না-কি জানে না নিহাদ ভাই কোথায় গেছে। ভালো ছাত্রী হওয়ার দরুনে সেবার ডিপ্রেশনে থেকেও এসএসসিতে মোটামুটি পাস করে যাই। তারপর পুরো দমে পড়াশোনাতে মন দিই। এখন অনার্স থার্ড ইয়ার পড়তেছি।

- অবন্তী কি করছিস মা? ফ্রেশ হইছিস দরজা খুল তোর সুপ্রিয়া আন্টি আর আঙ্কেল তোকে ডাকছে।

মায়ের ডাকে চমকে উঠে ভাবনা থেকে বের হয়ে আসি। আবার চিন্তারা মাথায় এসে ভর করে নিহাদ ভাই এতো গুলো বছর পর কেনো আসছে?

তারাতাড়ি করে রেডি হয়ে বসার ঘরে গিয়ে দেখি, নিহাদ ভাই হেসে হেসে বাবার সাথে কথা বলছে। এ হাসি দেখে আমি কপোকাত হয়েছি। বারবার উনার হাসির প্রেমে পড়ছি।
আমাকে দেখে বাবা বলে,
- বস মা, তুই ভালো করেই জানিস আমি তোর অনুমতি ছাড়া তোকে বিয়ে দিবো না। নিহাদের বাবা-মা নেই তাই তোর আন্টি আঙ্কেল নিহাদের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এখন তুই যেটা বলবি সেটা হবে।
বাবার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়ি। কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলে রেখে বলি,
- তোমরা আমার জন্য যেটা করবে আমি তা সাচ্ছন্দ্য গ্রহন করবো।

আমার কথা শুনে আঙ্কেল আলহামদুলিল্লাহ বলে ওঠে আর হাসতে হাসতে বলে,
- কী আনোয়ার ভাই কি বলেন তাহলে তো আজ থেকে আমরা বেয়াই হয়ে গেলাম।
বাবাও আঙ্কেলের সাথে হাসিতে যোগ দেন।

আমি আড়চোখে নিহাদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি অপলক নয়নে আমার দিকে তাকিয়ে আছেন।আমার কেনো জানি না আবার ডুকরে কান্না চলে আসে। অতি সাবধানে চোখের পানি লুকিয়ে রাখি।
আন্টি আমাকে বলে,
- যা তো অবন্তী মা নিহাদকে তোদের ছাদে নিয়ে যা। অনেকক্ষণ হলো ছেলেটা বসে আছে।
আমি বুঝতে পারি আন্টি আমাদের দুইজনকে একা কথা বলতে পাঠাচ্ছে।

আমি আস্তে করে ওঠে ছাদের দিকে হাঠাঁ দিই। নিহাদ ভাইও আমার পিছনে পিছনে আসে।
সিঁড়ি মাথায় গিয়ে হঠাৎ করে নিহাদ ভাই আমাকে জড়িয়ে ধরেন। আমি তো হতবিহ্বল হয়ে যাই। এটা কি হলো? উনার থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে থাকি। আমার নড়াচড়ায় উনি আমাকে আরও জোরে বুকের মধ্যে চেপে ধরেন।
আমি জোর করে উনার বুক থেকে মাথা ওঠিয়ে বলি,
- ছাড়ুন কী করছেন কি? কেউ চলে আসবে।
উনি মাথা নেড়ে না বলে,
- চুপ করো আমার ক্ষতবিক্ষত বুকের যন্ত্রণা কমায়। তোমাকে অপমান করে যে ব্যাথা তোমাকে দিয়েছি তার থেকেও বেশি ব্যাথা নিজে পেয়েছি। কিন্তু আমি নিরুপায় ছিলাম।এক তো বাবা-মা হারা অনাথ ছেলে, তারউপর পড়াশোনা শেষ হয়নি। না ছিলো বাবার অঢেল সম্পদ, না ছিলো ইনকাম, তারউপর তুমি ছিলে আবেগে বেশে যাওয়া কিশোরী। তখন হইতো ভালোবাসায় অন্ধ হয়ে থাকতে। যখন বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হতো তখন প্রতিনিয়তে নিজেকে দোষ দিতে। এতো এতো চাপ নিতে না পেরে সেদিন তোমার আচরণ গুলো দেখে নিজেকে সামলাতে পারিনি। যা মুখে আসছে তাই বলে ফেলছি, চ*ড় পযর্ন্ত মে*রে*ছি।
বিশ্বাস করো এখান থেকে চলে গিয়ে কতো রাত যে একা একা কেঁদেছি। তারপর এতো বছর তোমার আড়ালে থেকে তোমার উপর নজর রেখে নিজেকে প্রতিষ্টিত করে তুলি। যাতে তোমাকে বিয়ে করতে কোন বাঁধার সম্মুখীনে না পড়তে হয়।

উনার কথা শুনে ঝরঝর করে কান্না করে দিই। আহারে মানুষটা আমায় এতো ভালোবাসে আর আমি উনাকে ভুল বুঝে আসছি।
তারপরও কপট রাগ দেখিয়ে বলি
- সেদিন আমি খুব কান্না করছি, আপনি আমায় কতো জোরে থা*প্প*ড় মে*রে*ছেন জানেন?
উনি মুচকি হেসে আমার গালে আদুরী ভঙ্গিতে হাত ভুলিয়ে বলে,
- সরি,,, খুব জোরে লেগেছে? প্রমিস করছি আর কখনো তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিবো না।
আমি হেসে উঠে বলি,
- ভুল হলে অবশ্যয় শাসন করবেন, তবে ভালোবেসে। সেদিন যদি থা*প্প*ড়টা না দিতেন, আমি বোধহয় আরও বেশি বেশি পাগলামি করতাম। আর আপনাকেও বোধহয় অপ্রত্যাশিত ভাবে এভাবে পেতাম না। খুব ভালোবাসি আপনাকে।
- আমিও তোমাকে অনেক ভালোবাসি।

Copy

Want your public figure to be the top-listed Public Figure in Rangpur Division?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

https://www.facebook.com/mdraju.hossain.5661

Address


Lalmonirhat, Barakhata
Rangpur Division
5530

Other Public Figures in Rangpur Division (show all)
Fahim Chowdhury Fahim Chowdhury
Madhabpur Sankarpur
Rangpur Division

Video gaming system, PUBG, all game

MI ZIA MI ZIA
Tushbhandar
Rangpur Division

I am Zia. I am a student.I am also creator. I have a facebook Account.

Anonto Kumar Roy Anonto Kumar Roy
Rangpur Division

• I believe in __একদিন সব ইচ্ছা পূর্ণতা পাবে ! 🖤🥀 ____☺️ •

Abdur Rahman Abdur Rahman
Lahiri
Rangpur Division

Assalamu Alaykum

হাফিজ ভাই= হাফিজ ভাই=
নাগেশ্বরী কুড়িগ্রাম, Sakin Kochakata
Rangpur Division

Love of my heart Love of my heart
Rangpur Division

এ পেজ হৃদয়ের অনুভূতি গুলো প্রকাশ করার মাধ্যম Love of my heart 🖤🌺

আম্মিজান আম্মিজান
Rangpur Division

🌸

Md Rajib Md Rajib
Rajib
Rangpur Division

[email protected]

নয়ন তারা নয়ন তারা
Kismat Saidpur
Rangpur Division

People figure

Md Ornod Md Ornod
Kadirabad
Rangpur Division

সে শুধুই আমার

জিরো,,, O জিরো,,, O
Tista
Rangpur Division

ভালোবাসা সবসময়

BD Bike Bazar BD Bike Bazar
Lahiri
Rangpur Division

�� আসসালামু আলাইকুম, আমাদের পুরাতুন মোটর সাইকেল শো-রুম। এখানে নতুন মোটরসাইকেল বিক্রি করা হয়