Noloks Shopping Gallery
ফ্যাশন সচেতন সবার জন্য।
আসসালামু ওয়ালাইকুম
আজকে বুধবার ২০ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ।
৪ জানুয়ারি, ২০২৩ ইং।
১১ জমাদিউস সানি, ১৪৪৪ হিজরি।
তীব্র ঘৃণায় যন্ত্রণায় লোকটাকে খুন করে বসলাম
সাদা তোয়ালে মুখ ঢেকে টেনে হিচরে রেখে এলাম মর্গে,
দাঁড়িয়ে আছি ভোর হলো।
পোস্টমর্টেম রিপোর্ট টা হাতে পেয়ে এক কাপ চা নিয়ে
বসে পড়লাম,
আয়েশ করে রিপোর্টটা পরবো বলে।
হঠাৎ চমকে উঠি,
একি এতো আমারই ??
নাম দৌড়ে মর্গে গিয়ে লাশটাকে দেখি,
অবিকল আমি ??
তাহলে আমিই কি আমাকে খুন করেছি ??
আমি কি আমার খুনি ??
নতুন বছরের নতুন অফার পিকআপ পয়েন্ট থেকে প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি।
তোমার মন খারাপের বিজ্ঞাপন
আমি আকাশ থেকে পাই
তুমি না চাইলেও আমি তোমায়
আমার করে চাই।
আসসালামু আলাইকুম সবাইকে।
হাঁসি-কান্না, সুখ-দুঃখের মধ্যদিয়ে কেটে গেলো এই 2022 সাল এবং সূচনা হলো কিছু নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্য নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা প্রারম্ভে Noloks shopping Gallery এর তরফ থেকে আপনাদের সকলের জন্য রইলো 2023 এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আশা করছি আপনাদের এই বছরটি সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের সাথে ভরপুর থাকুক।
আল্লাহ নতুন বছরটাকে আনন্দ, উৎসাহ ও সফলতায় ভরপুর রাখুক এই দোয়া করি।
ভালোবেসে কি ফতুর করা যায় ?
ভালোবাসা ফতুর হয় না কখনো।
তবে আমি তোমাকে ভালো বাসতে বাসতে
ফতুর করে দেবো,
তোমার ভালোবাসা এক সময় ফুরিয়ে যাবে
আমার ভালোবাসার আজন্ম উত্তাপে
বাষ্পায়িত হবে তোমার ভালোবাসায়।
আমার ভালোবাসার গতি ও তীব্রতায়
ম্রিয়মান হবে
জলে, অন্তরীক্ষে।
কবি: ত্রিদিব দস্তিদার
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস।
💞📿জুম্মা মোবারক📿💞
┗━━━━ ﷽━━━━┛
🕋শুক্রবার মানে 🕋 🕋গুনাহ মাফের আরেকটা সুযোগ!🕋 🥰
༆“সপ্তাহের দিনগুলোর মধ্যে'࿐🖤
🥰༒-সর্বোত্তম দিন হলো'-🖤 🕌-'জুম্মার-দিন'࿐🕌
আমি তোমায় ভালোবেসে ছিলাম মৃত্যুর মতো ;সহজ আর সাবলীল
স্পর্শে ছিলো উন্মাদনা ;যেন ভিসুভিয়াস কাপছে ফেপে উঠছে আবার।
তারপর আবার সুপ্ত সব,মৃতের মতো।
জীবনকে বুঝেছিলাম বলেই মৃত্যুর মতো সহজ ভালোবাসা কাছে টেনে নিয়েছিলাম।
আর তুমি!
জীবনকে বুঝতে গিয়ে মৃত্যুর মতো করেই হারালে আমায়।
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেস, টু পিস এবং থ্রি পিস 🥰।
শুভ জন্মদিন সোনা বাচ্চা ❤️
অনেক দোয়া আর ভালবাসা নিস, জীবনে অনেক বড় মনের মানুষ হও 🤲🤲।
আজ আমার বড় ছেলের জন্মদিন ❤️
প্রিয় মানুষটার আজ জন্মদিন ❤️❤️।
শুভ জন্মদিন প্রিয়তম ❤️❤️
এভাবেই পাশে থেকো সবসময় ❤️❤️
প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।
বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও
নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত দিবসটি পালন করা হয়।
সকলকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️।।
আসসালামু আলাইকুম সবাইকে।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)
আসসালামু আলাইকুম সবাইকে।
🧡 চুল কাটার একটা সেলুনের সাইনবোর্ডে অদ্ভুত এক লেখা দেখলাম - "আমরা মনের বোঝা হয়ত নয়, কিন্তু মাথার বোঝা অবশ্যই হালকা করি"।
🧡একটা বাল্ব এর দোকানের সাইনবোর্ডে লেখা ছিল - "আপনার বুদ্ধির বাতি জ্বলুক বা নাই জ্বলুক কিন্তু আমাদের বাল্ব অবশ্যই জ্বলবে"।
🧡রাস্তার ধারের একটা চায়ের দোকানের সাইনবোর্ডে একটি নজর কাড়ার মতন লেখা - "আমি অতি সাধারণ হতে পারি, কিন্তু আমার চা একেবারে স্পেশাল।
🧡 ইলেকট্রনিকের দোকানে দার্শনিকের মতন স্লোগান লেখা ছিল সাইনবোর্ডে - "আপনার যদি কোন 'ফ্যান' না থাকে তো আমাদের কাছে থেকে নিয়ে যান"।
🧡এক ফুচকাওয়ালা তার ঠেলার সামনে লিখে রেখে ছিল - "আমাদের ফুচকা খাওয়ার জন্য হৃদয় বড় হওয়ার থেকে হাঁ বড় হওয়াটা বেশি জরুরি"।
🧡ঘড়ির দোকানই বা কম যায় কিসে। একটি দোকান লিখে ছিল - "সময়কে কাবুতে রাখুন, দেওয়ালে টাঙ্গিয়ে অথবা কবজিতে বেঁধে"।
🧡 এক ফলওয়ালাও বা বাদ থাকে কেন? সেও একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল - "আপনি শুধু কর্ম করুন, ফল আমি দেবো"।
(একটি সংগৃহিত পোস্ট)
একজন উদ্যোক্তার নিজেস্ব কিছু কৌশল থেকে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য। অনেক তাদের এই কৌশল কাটিয়ে খাটিয়ে সফল হয়েছেন।।।।
আমি কাজ করছি মেয়েদের পোশাক নিয়ে।
❤️❤️ শুভ জন্মদিন জান পাখি ❤️❤️
আজ পাখিটার প্রথম জন্মদিন অনেক দোয়া আর ভালবাসা বাবু টার জন্য ❤️।
আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু-একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
--------জীবনানন্দ 🥰
যা চেয়েছি সেটা নাই বা পেলাম,,,,
যা পেয়েছি সেটাই বা কম কি।
আমরা না পাওয়ার হিসাব করি বরাবর,
তাই পাওয়ার হিসাব ভূলে যাই।
জীবনে কি চাইলেই সব পাওয়া যায়,
চাইলেই সব পেতে নেই।
আসলে আমরা পাওয়ার থেকে বেশি
না পাওয়া টার আফসোস জমিয়ে রাখি। 🙂🙂
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না🙂
________মহাদেব সাহা
সব প্রেমিক পুরুষ হলেও
সব পুরুষ প্রেমিক হতে পারে না।
কারন অধিকাংশ পুরুষ ই বুঝে না
প্রিয়তমার শেষ কথায়
কতটুকু অভিমান জমা থাকে।
প্রেমিক হতে হলে আগে প্রেমিকার
চোখের ভাষা বুঝতে জানতে হয় ।
...... রুদ্র মুন্সি
শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
_____নির্মলেন্দু গুন
আসসালামু আলাইকুম
একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
অসীম ভালোবাসা।।
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
মেটে না প্রেমের পিয়াসা।।
.....কাজী নজরুল ইসলাম
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেস টু পিস এবং থ্রি পিস
আসসালামু আলাইকুম।
হাতে হাত নয়, চোখে চোখ নয়,
নয় শরীরে শরীরে খুব কাছাকাছি আসা,
আসলে মানুষের সাথে মানুষের
ভালো কথাটির নাম ভালোবাসা।
.......... রুদ্র গোস্বামী
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস।
মেটারিয়াল :
জামা : সুতি
ওড়না : সুতি পুরা ৫ হাত
সালোয়ার : সুতি ভয়েল এবং সুতি চিকেন দুই কোয়ালিটি নিতে পারবেন।
আসসালামু আলাইকুম।
আজ ১২ই রবিউল আউওয়াল।
সর্বোকালের শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন এবং প্রস্থানের দিন।
পবিত্র ইদে মিলাদুন নবী (সাঃ)।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ);
আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আর মুহাম্মদ (সঃ) আল্লাহর রসূল।
ইদে মিলাদুন নবী (সাঃ) মুবারক।
আচ্ছা আমরা এভাবে ভাবিনা কেন?
জীবন টা তো আমার,
আমি আমার ?
খা'রা'প সময় টা আমার,
ল'ড়াই টা আমার, হেরে যাওয়া টা আমার।
প্রত্যাবর্তন টা আমার ।
ভালো সময় টাও আমার।
যা ই হোক,সবখানে আমি নিজেই আমার।
তাহলে আমার ই তো আমার প্রিয় হবার কথা 😊 ❤️
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস এভেলবেল 🥰
আসসালামু আলাইকুম।
কেউ জিজ্ঞেস করেনা,,
“তোমার চোখে মেঘ কেন?”
আমি কী করে বোঝাব তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
- রুদ্র গোস্বামী ❤️
ব্লক প্রিন্ট ড্রেস খুবি আরামদায়ক পোশাক।
এই ভালো এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মন টাকে বেধে ফেলি সাত পাকে
চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে।
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস।
জামা : সুতি
ওড়না : সুতি পুরা ৫ হাত
সালোয়ার : সুতি এক কালার ভয়েল এবং সুতি চিকেন দুই কোয়ালিটি নিতে পারবেন।
আসসালামু আলাইকুম সবাইকে।
সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে।
তারপর হয়ে যাক যন্ত্রণা আনায়াসে।
তবুও আসুক সে ? জানুক ?
প্রিয়তম অসুখ সে ❤️
সে আমার এমন অসুখ,
আমি চাইনা সে কখনো সেরে উঠুক।
------- সাদাত হোসাইন
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেস টু পিস এবং থ্রি পিস।
জামা : সুতি
ওড়না : সুতি, নামাজি ওড়না
সালোয়ার : সুতি ভয়েল এক কালার এবং সুতি চিকেন কাপড় দুই কোয়ালিটি নিতে পারবেন।
আসসালামু আলাইকুম
"আবার হঠাৎ দেখা হলে রাস্তায় তুই চলে যাবি পাশ কাটিয়ে আমিও ফিরিয়ে নেবো মুখ।
অথচ দুজনই জানি দুজনের মনে আমরা দাঁড়িয়ে
থাকব ঠায়। তখন মনে পড়বে,
কতো ভালোবাসাবাসি ছিল একদিন আমাদের!
----------- রুদ্র গোস্বামী
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেস টু পিস এবং থ্রি পিস নিতে পারবেন 🥰।
ফ্যাশানেবল এবং আরামদায়ক পোশাক 🥰।
আসসালামু আলাইকুম।
আমি বলছি না আমার জন্য তোমার সব কিছু করতে হবে আমি শুধু চাই তুমি আমার একটু মানসিক শান্তির কারণ হও।
আমি বলছি না আমাকে তোমার ভালোবাসতেই হবে আমি চাই তুমি শুধু আমার ভালোবাসাটাকে একটু সম্মান করো।
আমি বলছি না তুমি তোমার সব কাজ ব্যাস্ততা ফেলে আমাকে সময় দাও।
আমি শুধু বলতে চাই শত ব্যস্ততার মাঝেও আমার জন্য একটু সময় রেখো।
🥰🥰বাটিক কালেকশন 🥰🥰
খুবি আরামদায়ক পোশাক।
অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল ❤️❤️
শত বাধা ডিংগিয়ে এই জয় বাংলাদেশের নারী খেলোয়াড় দের দৃষ্টান্ত হয়ে থাকবে।
আসসালামু আলাইকুম।
যে যাই বলুক শেষ পর্যন্ত মানুষ আসলে তার নিজের সঙ্গেই লড়ে।
কখনো নিজের না পাওয়া গুলোর সঙ্গে লড়ে।
কখনো পাওয়া গুলোকে ধরে রাখার জন্য লড়ে।
নিজের বাইরে মানুষের আসলে কোনো প্রতিপক্ষ নেই। কোনো প্রতিপক্ষ থাকে না।.. রুদ্র গোস্বামী।
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস 🥰
জামা: সুতি
ওড়না : সুতি পুরা ৫ হাত
সালোয়ার : সুতি ভয়েল এক কালার এবং সুতি চিকেন দুই কোয়ালিটি নিতে পারবেন।
সেটা আপনাদের পছন্দ 🙂
আসসালামু আলাইকুম।
যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে।
যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর
যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
-হুমায়ূন আহমেদ
পুজার কালেকশন
আসসালামু আলাইকুম।
শুভ সন্ধ্যা সবাইকে।
তুমি কবিতার চেয়েও মায়াবী,
ছন্দের চেয়েও প্রাণবন্ত,
পূর্ণাঙ্গ গল্পের থেকেও আলাদা,
শিরোনামহীন পুস্তকের চেয়েও রোমাঞ্চিত!
তোমায় নিয়ে কবিতা লেখার সামর্থ্য আমার নেই।
----শাহিদুল ইসলাম শাদ
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস 🥰
জামা : সুতি
ওড়না : সুতি পরা ৫ হাত
সালোয়ার : সুতি ভয়েল এবং সুতি চিকেন কাপড় দুই কোয়ালিটিই নিতে পারবেন।
আসসালামু আলাইকুম।
বুঝলে প্রিয়,
"ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে"!
ভালোবাসাটা
"রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো যা সুধু উপলব্ধি করতে হয়"।
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস।
জামা : সুতি
ওড়না : সুতি পুরা ৫ হাত
সালোয়ার : সুতি ভয়েল এবং সুতি চিকেন কাপরের দুই কোয়ালিটিই নিতে পারবেন।
আসসালামু আলাইকুম
পুরা এক সপ্তাহ পরে গ্রুপে পোস্ট করার সময় হলো 🤦♀️🤦♀️।
এভাবে কি আর বিজনেস হবে 🤔🤷♀️🤔।
আসলে একজন গৃহিণী যখন উদ্যোক্তা হতে চান তার পথ চলা আসলেই সহজ নয় 😔😔।
যাক,
চেষ্টা করছি, করবো ইনশাআল্লাহ আর আল্লাহ সহায় হলে সবি সম্ভব ❤️।
শুভ বিকাল সবাইকে 🙋♀️
Just chill 🙂
আসসালামু আলাইকুম।
সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক সবাইকে।
আসসালামু আলাইকুম।
ব্লক প্রিন্ট কি?
এটি এমন এক ধরনের ছাপা কাপড় যাতে কাঠের উপর খোদাই করে বিভিন্ন নকশা আঁকা হয়৷ এই নকশা খোদাই করা কাঠকে ব্লক বলা হয়৷ আর ব্লক দিয়ে ছাপানোকে ব্লক প্রিন্ট বলে৷ এই ডিজাইনের একটা বৈশিষ্ট্য হলো একটি কাপড়ের সাথে আরেকটি কাপড়ের ডিজাইনের হুবহু মিল থাকে না৷ তাই নিজের ইচ্ছা মত ছোট বড় ব্লক বসিয়ে ডিজাইন তৈরি করে কাপড় ছাপানো যায়৷ আর যদি কাপড়ের রং অনুযায়ী মানানসই রং নির্বাচন করা যায় তাহলে নকশাও ভালোমত ফুটে ওঠে ও কাপড়টি দেখতে খুবই চমৎকার লাগে৷
মূলত শাড়ি, বিছানার চাদর, বালিশের কভার, সেলোয়ার কামিজ, গেঞ্জি ইত্যাদি যেকোনো কাপড়েই ব্লক প্রিন্ট করা যায়৷
ব্লক প্রিন্ট ড্রেস
আসসালামু আলাইকুম।
যখন কোনো বান্দা স্বচ্ছ মনে সৃষ্টিকর্তাকে ডাকেন কিংবা নিজেকে রবের কাছে সঁপে দেন, তখন সৃষ্টিকর্তা অবশ্যই তার ডাকে সাড়া দেন ও তার সকল আর্জি কবুল করে নেন।🤲
ব্লক ড্রেস 🥰
আসসালামু আলাইকুম
শুভ সকাল।
সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসাই আমাদের স্বপ্ন পূরণে যথেষ্ট ইনশাআল্লাহ।
তাই এই চাওয়াই হোক আমাদের প্রতিদিনের প্রার্থণা 🤲🤲
অরজিনাল ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস 🥰
হলুদের সমাহার 🥰
আসসালামু আলাইকুম
"মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই
চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি।
অথচ
আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয়
নিজেরা চিনতে পারে না"।
___শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
নিউ আফসান প্রিন্ট শাড়ি 🥰
আসসালামু আলাইকুম।
ভালোবাসতে এলি, কী গুণ আছে তোর?
কষ্ট সইতে পারিস? অবহেলা? অযত্ন?
অথবা নামহীন শোক?
যদি কিছু নেই,
তবে
চোখের জলেই তোর অভিষেক হোক।
__ রুদ্র গোস্বামী
ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস 🥰
🥰 বড় ছেলে 🥰
আসসালামু আলাইকুম,
শুভ সকাল।
তুমি সফল না হলে কেউ তোমার ব্যার্থতার গল্প শুনবে না।
........হুমায়ুন আহমেদ
ইন্ডিয়ান জয়পুরি টু পিস এবং থ্রি পিস।
আসসালামু আলাইকুম।
তুমি জন্মেছিলে বলে জন্মেছে এ দেশ,
মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস 🖤🖤।
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের
প্রতি বিনম্র শ্রদ্ধা 🖤🖤।
মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন 🤲🤲🤲
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Rangpur
Dhap Engineer Para
Rangpur, 5400
Latest & Exceptional Three Piece Collection. Quality Products in Low Price.