A Ahad Khondoker
A Ahad Khondoker is a young photo artist. He was Born in 1997 in Gaibandha,Bangladesh. Best of Luck. Stay Hope. Stay Home. Stay Safe.
Art is a very ancient and easy medium to express the information and emotion of a mind. If you want to know different typs of art and craft you may Follow our Page. You can also order Logo, Digital Portrait, Line Art, Raster to Vector and any other Graphics Design Service from A Ahad Khondoker.
©দেবদাস চক্রবর্তী
(২৫ ডিসেম্বর ১৯৩৩ - ৫ ফেব্রুয়ারি ২০০৮)
First Attempt..!
Illustration...
একা থাকতে শিখো প্রিয়💖
সুন্দর গাছ পেতে যেমন পানি সার যত্ম দরকার হয় কোনো সুন্দর সম্পর্কেও তেমনি সঙ্গ যত্মের প্রয়োজন।
💖
💖
Hand Painted By Helal Shah
শকুন এবং ছোট মেয়েটি: "দ্য স্ট্রাগলিং গার্ল"
এটি কেভিন কার্টারের একটি বিশ্ববিখ্যাত আলোকচিত্র ।
ছবিটি ২ মার্চ ১৯৯৩ সালে নিউইয়র্ক টাইমসে প্রথম প্রকাশিত হয়। শিশুটি ১৯৯৩ সালের মার্চ মাসে সুদানের (বর্তমানে দক্ষিণ সুদান) আয়োডে প্রায় অর্ধ মাইল দূরে একটি জাতিসংঘের খাদ্য কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছিল এবং ঘটনাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করছিল। ছবিটি ১৯৯৪ সালে ফিচার ফটোগ্রাফি পুরস্কারের জন্য পুলিৎজার পুরস্কার জিতে নেয়। কিন্তু কার্টার ফটোটি তোলার পরে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেনি । এ নিয়ে তিনি প্রশ্নের মুখে পড়েন । পুরস্কার জেতার চার মাস পরে কার্টার বিষণ্নতায় আত্মহত্যা করেন ।
ইউটিউবে জনপ্রিয় বিদেশী গান গুলোতে বাংলা
সাবটাইটেল যুক্ত করা হয়েছে..!
illustration: Morshed Mishu
প্রেমে পড়েছি বহুবার । এবং প্রতিবারই তোমার প্রেমে ।👩❤️👨💞💖
৩. দুর্ভিক্ষ সিরিজ (Darkening Days of Bengal):
করোনা মহামারীতে এদেশে নিম্ন আয়ের মানুুষদের জীবনে নিরব দুর্ভিক্ষ চলছে । এসময় ৭০ বছর আগে আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের "" দুর্ভিক্ষের ছবি" গুলো খুুবই অর্থবহ ।
সময়টা ১৯৩৯ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের থাবা থেকে বাংলাদেশও রেহাই পেল না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নিষ্ঠুর নীতির কারণে বাংলায় খাদ্যসঙ্কট দেখা দিল। তিনি বাংলার মানুষের মুখের গ্রাসের আকাল বানিয়ে ব্রিটিশ সৈন্যদের খাবারসহ অন্যান্য রসদ জোগালেন। যার ফলে বাংলা ১৩৫০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের খোঁজে দলে দলে ভূখা মানুষ কলকাতা শহরে হাঁটা দিল। পথের উপর মানুষ পড়ে থাকল। ডাস্টবিন থেকে মানুষ রুটির টুকরো তুলে খাচ্ছে। কলকাতা পড়ে থাকা মরা মানুষ কাক, শকুন ও কুকুরের আনাগোনার শহর হয়ে উঠল।
জয়নুল সে সময় বয়স তিরিশের তরুণ। এর মধ্যে তিনি ১৯৩৮ সালে পাঁচ বছরের চিত্রকলার পাঠ শেষ করে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় কাজও করেন। থাকেন কলকাতার সার্কাস রোডে। বাসা থেকেই শুনতে পান ক্ষুধার্ত মানুষের হাহাকার। একবার বাসা থেকেই তিনি দেখতে পেলেন, একটা কঙ্কালের মতো মেয়ে রাস্তায় ফুটপাতে মরে পড়ে আছে আর তার বুকের কাছে একটা শিশু চিৎকার করে কাঁদছে।
তিনি ব্যথিত হলেন। ভেঙে পড়লেন না। বিদ্রোহী হয়ে উঠলেন। পণ করলেন মানুষের বিবেককে জাগিয়ে তুলতে হবে। তিনি কলকাতার পথে পথে ঘোরেন। মানুষের দুর্দশা দেখেন আর দুর্ভিক্ষ সিরিজের একের পর এক ছবি আঁকতে লাগলেন। এই ছবিগুলো কলকাতার কলেজ মার্কেটে প্রদর্শিত হল। তার খবর বের হল কাগজের পর কাগজে। প্রদর্শনীর খবর বিদেশেও চলে গেল। বাংলার মানুষের দুর্দশার কথা চাপা থাকল না। এরপর ১৯৫০ দশকের শুরুর দিকে ইউরোপের ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এবং এশিয়ার তুরস্ক সফর করেন। এই সফরে তিনি ওইসব দেশের শিল্পীদের সঙ্গে পরিচিত হন। নিজের ছবির প্রদর্শনী করেন। তার ছবির বিশেষ করে দুর্ভিক্ষের উপর আঁকা ছবিগুলো দারুণভাবে সমাদৃত হয়।
Aa
আজ তাইলে একটু খেলে দেখবো..!😁
বিখ্যাত সব চিত্রকর্ম:
২. দ্য লাস্ট সাপার বা অন্তিম ভোজন
ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম। মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো। ছবিটিতে মাঝখানে উপবিস্ট যীশুখ্রীষ্টকে তাঁর চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজরত অবস্থায় দেখা যাচ্ছে। এই নৈশভোজের বর্ণনা রয়েছে (সাধু যোহন লিখিত) সুসমাচারের ১৩:২১ ছত্রে । যেখানে যীশু বলেন যে, তার বারোজন প্রেরিতদের মধ্য থেকে একজন পরদিনই তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে।
দেয়ালচিত্রটি (১৫ ফুট×২৯ফুট)আকারের , এবং এটি শোভা পাচ্ছে ইতালির মিলানের সান্তা মারিয়া দে্লে গ্রাজির (Santa Maria delle Grazie) ডাইনিং হলের পিছনের দেয়ালে।
ছবিটির প্রাথমিক বিষয়বস্তু হলেন যিশুখ্রিষ্ট ও তার বারোজন শিষ্য একত্রে নৈশভোজ সারছেন। খ্রিষ্টীয় ধারণানুযায়ী যিশুখ্রিষ্ট তার বারোজন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ নৈশভোজ সারেন তাই যিশুর শেষ নৈশভোজ নামে পরিচিত। এই ভোজে যিশু তার বারোজন শিষ্যকে নিয়ে মদ পান করেন ও রুটি খান। নৈশভোজে যিশু ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরদিন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আলোচ্য চিত্রে ফুটে ওঠেছে যিশু তার শিষ্যদেরকে এই কথাটি বলছেন আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে কে সে বিশ্বাসঘাতক।
Epic
জাতির জনকের আহবানে দুর্নীতির বিরুদ্ধে একসাথে
১৫ আগস্ট জাতীয় শোক দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক)- গাইবান্ধা এর সহায়তায় ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপ দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। নিম্নে উল্লিখিত নিয়মাবলী অনুসরনপূর্বক রচনা জমা দেওয়ার জন্য আহবান করা হচ্ছে।
#বিষয় : বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ
#পুরষ্কার :
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী বিজয়ীকে পুরষ্কৃত করা হবে।
অংশগ্রহনকারীর যোগ্যতা :
শুধুমাত্র গাইবান্ধা জেলায় উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
#অংশগ্রহনের নিয়মাবলী :
১. রচনাটি সর্বোচ্চ ১২০০ শব্দের মধ্যে হতে হবে।
২. নাম,বয়স, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ও যোগাযোগের পুর্নাঙ্গ ঠিকানাসহ রচনা ই-মেইলে বা নিম্ন ঠিকানায় পাঠাতে হবে।
৩. সনাক সংশ্লিষ্ট কেউ অংশগ্রহন করতে পারবেন না।
৪. প্রতিযোগিতায় সচেতন নাগরিক কমিটি(সনাক)- গাইবান্ধা’র মনোনীত বিচারকমন্ডলীর সিন্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
#ইমেইলে রচনা পঠানোর ঠিকানা-
[email protected]
#সরাসরি রচনা পাঠানোর ঠিকানা-
সচেতন নাগরিক কমিটি(সনাক) – গাইবান্ধা।
রোজ ভিলা, বাড়ী নং- ০৪, রোড নং-১/৩
পলাশপাড়া, গাইবান্ধা।
#প্রতিযোগিতা বিষয়ে যে কোন প্রয়োজনে:
মোঃ মাসুদ রানা
এরয়িা কোঅর্ডিনেটর, টিআইবি-গাইবান্ধা ।
মোবাইল: ০১৭৩০-৭২৬৭৩২
আমরাও প্রেমও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকি
https://www.jagonews24.com/feature/article/538914
ভুড়িওয়ালা ছেলে বেশি পছন্দ করে মেয়েরা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভুড়িওয়ালা ছেলেদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করে বেশিরভাগ মেয়ে...
The Tulip
পৃথিবীর সবচাইতে বাস্তব সম্মত ছবি আঁকার চেষ্টা ।
মডেলঃ মরগান ফ্রীম্যান
শিল্পীঃ আঃ আহাদ খন্দকার
সময়ঃ ২০ সেকেন্ড
ডিভাইসঃ স্যামস্যাং গ্যালাক্সি
😃🙃
হাতের স্পর্শে আঁকা পৃথিবীর সবচেয়ে বাস্তবসম্মত পোর্ট্রেট ।
মডেল: মরগান ফ্রীম্যান
শিল্পী: কেইলী ল্যামবার্ট
মোট আঙ্গুলের আঁচড়ঃ ২ লক্ষ ৮৫ হাজার
ডিভাইস: আইপ্যাড
সময়: ২০০ ঘন্টা
“Beauty is truth and truth beauty”
John Keats
বিখ্যাত সব চিত্রকর্ম:
১. মোনা লিসা
মোনা লিসা একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালীর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ১৬ শতকে এই ছবিটি অঙ্কন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনা লিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প-গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভ জাদুঘরে সংরক্ষিত আছে। ল্যুভ জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে।
১৯৬২ সালে মোনালিসা ছবিটির দাম উঠেছিল ১০০ মিলিয়ন ডলারেরও বেশি,আজকে যদি সেই ভাবে মোনালিসা ছবির দাম কত দেখতে চান তাহলেবর্তমানে মোনালিসা ছবিটির রহস্যময় দাম শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে। আজকে ২০২১ সালে মোনালিসা ছবির রহস্য জনক দাম হল ৮৬০ মিলিয়ন ডলারের কাছাকাছি। কিন্তু হতাশজনক হলেও এটা সত্যি ফ্রান্স সরকারের ন্যাশনাল হ্যারিটেজ সংরক্ষণ নিয়ম অনুযায়ী মোনালিসা (Monalisa) কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়।
আরও কিছু তথ্য:
*মোনালিসা ছবির রহস্যর অন্ত নেই। লিওনার্দো ভিঞ্চি মোনালিসা ছবিটার উপর সবমিলিয়ে ১৬ বছর কাজ করেন।
*মোনালিসার ছবিতে ভালো করে চেয়ে দেখলে দেখতে পাবেন মোনালিসার চোখের পাতা এবং ভ্রু চোখে পড়েনা।
*ফ্রেম বন্দি মোনালিসার দৈর্ঘ্য হল ৩০ ইঞ্চি এবং প্রস্থ হল ২১ ইঞ্চি মাত্র।
*ফ্রান্সের রাজা নেপোলিয়নের মোনালিসা ছবিটি এতটাই প্রিয় ছিল যে,নেপোলিয়ন মোনালিসার ছবিটাকে তার স্বয়নকক্ষের সামনে দেওয়ালে লাগিয়ে রেখেছিলেন।
*মোনালিসা ছবিটির পিছনের দৃশ্যপট আঁকার জন্য ভিঞ্চি ব্লার টেকনিকের প্রয়োগ করেন। আর এই টেকনিকের জন্য মোনালিসা ছবিটাকে ফ্রেমের মধ্যে জীবন্ত বলে মনে হয়।
*সিলভানো ভিনেক্টি, যিনি পেশায় একজন শিল্পী ছিলেন ।তিনি মোনালিসা ছবির উপর এক নতুন তত্ত্ব নিয়ে আসেন। তাঁর মতে ভিঞ্চির আঁকা মোনালিসা ছবির বাম চোখের মনির ভেতর খুব ছোট অক্ষরে০২ টা
ইংরেজি বর্ণ লেখা আছে।
এই বর্ণ ০২ টি হল L&V যার অর্থ হল Leonardo-da-Vinchi এবং মোনালিসার ডান চোখের মনির মধ্যে লেখা আছে C&B, যার অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি।
❤️
Have a Relux, অস্ট্রেলিয়া..! বেশী রান তোমাদের চয়েস করে না 🙃
কিছু মানুষ স্বপ্ন দেখে ।
বাকিরা ঘুম থেকে উঠে এবং কঠোর পরিশ্রম করে ,
তারাই সফল হয় ।
- মার্ক জুকারবার্গ
মোবাইল ঘুরিয়ে দেখুন..!
বাংলা এই আম্বিগ্রামটা ভেবে বের করে মিলাতে আমার ৩ দিন লেগেছে। তবুও মন মতো হয় নি 🙄😊
শক্তিশালী অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াসের সম্ভাবনা..!
মোবাইল উল্টো ঘুরিয়ে দেখুন , "বুয়েট" লেখাটি ঠিক থাকবে । এই কৌশলকে আম্বিগ্রাম বলে । আপনি কি নিজের নামের একটি এম্বিগ্রাম তৈরি করতে চান বিস্তারিত পড়ুন নিচের লিংকে
https://aahadkhondoker.blogspot.com/2021/08/the-flower-even-in-rainy-season-bathing.html
প্রখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী কামরুল হাসানের (২ ডিসেম্বর ১৯২১ - ২ ফেব্রুয়ারি ১৯৮৮) আঁকা স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' পোস্টার ।
জেল , জরিমানা কিংবা মৃত্যুদণ্ড যুগে যুগে এমন শিল্পীদের দমাতে পারে নি ।🖤💜💙
•অ্যামবিগ্রাম বা ইনভারশন
(বিভিন্ন দিক থেকে যে লেখা পড়া যায়)
অ্যামবিগ্রাম বা ইনভারশন এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা ।একটি শব্দকে শুধুমাত্র এক দিক থেকে বানান করেনা বরং অন্য আরেকটি দিক বা অরিয়েন্টেশন থেকেও একইভাবে বানান করতে পারে। অথ্যাৎ যে শব্দ বা বাক্যকে একদিক থেকে পড়লে যেমন দেখায় উল্টা দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যামবিগ্রাম বলে।
বিস্তারিত:
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE•
Do You Want Digital Portrait with Music Lyrics? We Can Also provide an eye-catching video by the drawing .
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the public figure
Telephone
Website
Address
Gaibandha DB Road R555
Rangpur
5700
Domar-Nilphamari
Rangpur
আপনাদের বাস্তব জীবনের কিছু কথা আমরা স্টাটাস রুপে তুলে ধরার চেষ্টা করি!!আমাদের পেইজের সাথেই থাকুন!!
Rangpur, Dhaka
Rangpur
Welcome to Sneha's Artistry World 🫶 I'm working from Rangpur City🌼 My location: Parkmore, Rangpur.