কুড়িগ্রাম হিজামা সেন্টার

কুড়িগ্রাম হিজামা সেন্টার

সুন্নাহভিত্তিক হিজামা থেরাপি নিন,
সুস্থ থাকুন!

বিঃদ্রঃ বাসায় গিয়ে সার্ভিস প্রদান করা হয়!

10/11/2023

জুম্মার নামাজ পড়তে এসেছি অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে।

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে। হাত ধোয়ার সময় বলছে— এক... দুই... তিন...। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম— মাশা আল্লাহ। তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি! আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—

'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম— 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।'

বলল— 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে; নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।'

এটি কোনো গল্প নয়। বাস্তব ঘটনা। জানি না.. কে সেই মহিয়সী; যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। সালাম তাকে।🌹🌸

#সংগৃহিত

23/10/2023

আল্লাহু আকবার!

21/10/2023

হ।ম।স, হি*জ*বুল্লাহ এবং ত।ল।ই*ব।ন এর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার এবং আমীর!

20/09/2023

চলছে হোম সার্ভিস...
হিজামা নিতে আগ্রহীরা অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন!
প্রতি কাপ পাচ্ছেন মাত্র ৯৯ টাকায় (সীমিত সময়ের জন্য)

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 19/09/2023

প্রতিবাদ হওয়া দরকার যুগের ভাষায়, শিল্পিত ও দৃষ্টিগ্রাহ্য। প্রতিবাদের এই ভাষা ইসলামপন্থায় সংযোজন করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানা চট্রগ্রাম মহানগর কে ধন্যবাদ জানাচ্ছি!

29/08/2023

" যারা নগ্নতা কামনা করে তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা না করে পতিতালয়ের দালালি করা উচিত "

~খাইরুল আহসান মারজান
সাধারণ সম্পাদক
ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

14/08/2023

তাঁর গতকালের হাসিটা সারাজীবন জালেম শাসকগোষ্ঠীকে অনুশোচনায় ভোগাবে,

জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জান্নাতী মেহমান!
আল্লাহ তায়ালা কবুল করে নিন...

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 03/08/2023

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ছবি ঘর-০১

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 28/07/2023

শামীম উসমানের আল্লাহ আল্লাহ জিকির, উবায়দুল কাদের আর সাদ্দামের উর্দু শে'র কি এইবার তরী পার করাইতে পারবে? জায়গাটাও নির্ধারণ করেছে বাইতুল মোকাররম। পুরাই আল্লাহওয়ালা দল। শুধু হুজুররাই নাকি রাজনীতিতে ধর্ম মেশায়।

©️ জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ

28/07/2023

সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা থেরাপি নিন..
ব্যাথামুক্ত জীবন গড়ুন!

বিস্তারিত কুড়িগ্রাম হিজামা সেন্টার এর পেইজে...

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 27/07/2023

এই হিজামা লাগবে হিজামা?
মাথা ব্যাথা, ঘাড় ব্যাথা, মেরুদন্ডে ব্যাথা, কোমড়ে ব্যাথা, হাতে ব্যাথা পায়ে ব্যাথা, সব জায়গার ব্যাথায় নিন সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা থেরাপি!

স্বল্পমূল্যে হিজামা নিতে যোগাযোগ করুন
কুড়িগ্রাম হিজামা সেন্টার
মোবাইল: 01302187527

বি:দ্র: বাসায় গিয়ে সার্ভিস প্রদান করা হয় ( শর্ত প্রযোজ্য)

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 25/07/2023

এমন একটা উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়,
বেকারত্ব দূরীকরণে সব সেক্টরেই এরকম চাকুরী মেলার আয়োজন করা যেতে পারে....
আজকে ছিলাম কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (KTTC) কর্তৃক আয়োজিত চাকুরী মেলায়....

22/07/2023

"জালেম জাহান্নামি, জালেমের সহযোগীও জাহান্নামি।"

-আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 21/07/2023

আলহামদুলিল্লাহ..
এগিয়ে চলছে সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি কুড়িগ্রাম হিজামা সেন্টার এর তত্বাবধানে হিজামা চিকিৎসা...
স্বল্পমূল্যে হিজামা চিকিৎসা নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ +8801302187527 নম্বরে।

"সুন্নাহ ভিত্তিক হিজামা চিকিৎসা নিন,
ব্যাথা মুক্ত জীবন গড়ুন! "

20/07/2023

আলহামদুলিল্লাহ...
কুড়িগ্রাম হিজামা সেন্টার এর হোম সার্ভিস হিজামা থেরাপি চলছে...
স্বল্প মূল্যে বাসায় গিয়ে হিজামা থেরাপি নিতে চাইলে যোগাযোগ করুন 01302187527 (শুধুমাত্র রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রাম এর জন্য প্রযোজ্য)

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 19/07/2023

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ১৪৪৫ হিজরি নববর্ষের স্বাগত র‌্যালী অনুষ্ঠিত।

গতকাল মঙ্গলবার ১৮ জুলাই'২৩ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ১৪৪৫ হিজরি নববর্ষের স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমেদ এর সভাপতিত্বে র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

র‌্যালী শেষে নেতৃবৃন্দ বলেন, হিজরি সন ও তারিখ অবগত থাকা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। হিজরী ইসলামী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। হিজরী সন আমাদের প্রীয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কা থেকে মদিনা হিজরতের ঐতিহাসিক তাৎপর্যময় ঘটনার অবিস্মরণীয় স্মারক। হজরত ওমর (রা.) তার খিলাফতকালে হিজরতের ১৭তম বর্ষে হিজরী সন গণনা শুরু করেন।
হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মারক বানিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) হিজরী সনের গোড়াপত্তন করেন। তিনিই সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র চান্দ্রমাসের পঞ্জিকা প্রণয়ন করেন।
হিজরতকে মূল্যায়ন করা হয় ‌‌আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল অর্থাৎ সত্য-মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী বিষয় হিসেবে। হিজরতের পর থেকেই মুসলমানরা প্রকাশ্য ইবাদত ও সমাজ-গঠনের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছিলেন। প্রকাশ্যে আজান, নামাজ, জুমা, ঈদ ও অন্য সবকিছু হিজরতের পর থেকেই শুরু হয়েছে। এ সব তাৎপর্যের দিকে লক্ষ্য করেই মুসলমানদের সন গণনা হিজরত থেকেই শুরু হওয়ার সিদ্ধান্ত হয়।

হিজরী সনের প্রভাব মুসলমানদের জীবনে ব্যাপক। জীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব ও গুরুত্ব আছে। বিশেষত ইবাদতের তারিখ, সময় ও মৌসুম নির্ধারণের ক্ষেত্রে হিজরী সনের প্রভাব ও গুরুত্ব অপরিসীম। এ কারণে হিজরী সনের হিসাব স্মরণ রাখা মুসলমানদের জন্য জরুরি। ধর্মীয় অনেক ক্ষেত্রেই হিজরী সনের প্রভাব আছে। যেমন- রমজানের রোজা,দুই ঈদ, হজ, যাকাত ইত্যাদি।

তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজরি সনকে ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং দেশবাসীকে হিজরি সনকে উদযাপনের জন্য আন্তরিক আহবান করছে।

১৪৪৫ হিজরি নববর্ষ উপলক্ষ্যে মুহাররম মাসের প্রথম দশকের কর্মসূচি

• “হিজরী সনের উৎপত্তি, কারণ ও সমকালীন প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা
ইতিহাস অধ্যয়ন (মুসলিম উম্মাহের ইতিহাস-ইসমাঈল রেহান/ক্বারী তাইয়েব সাহেব রহ. এর কারবালার ইতিহাস)
• রোযা পালন (৯ ও ১০ / ১০ ও ১১ মুহাররম) : নিন্মোক্ত কর্মের মাধ্যমে প্রথম দশক অতিবাহিত করা-
• বিগত দিনের ভুলের ক্ষমা প্রার্থনা করে
• সালাতুত তাওবাহ আদায় করে
• আগামী দিনের কল্যাণ কামনায় সালাতুল হাজত আদায়ে
• ঘরে ঘরে জিকির ও দুয়া- মুনাজাতের মাধ্যমে সবাই সবার কাছে ক্ষমা চাওয়া
• (আমি আপনাকে মাফ করলাম, আমাকেও আপনি মাফ করুন)
• ঋণ পরিশোধ ও যাকাত আদায় করার মাধ্যমে
• অভুক্ত মানুষদের আহার পৌঁছে দেওয়ার মাধ্যমে
• সুস্থ, সুন্দর, সত্য, ও শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশে আপনিও আত্মনিয়োগ করুন

স্বাগত র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দফতর সম্পাদক শিব্বির আহমেদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, কওমি মাদরাসা সম্পাদক হোসাইন আহমাদ, স্কুল ও কলেজ সম্পাদক ইবরাহীম খলীল, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াস, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইদুল ইসলাম সিয়খম, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন প্রমুখ।

বার্তা প্রেরক
শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 19/07/2023

আলহামদুলিল্লাহ..
কুড়িগ্রাম হিজামা সেন্টার এর হোম সার্ভিস হিজামা থেরাপি চলছে....
রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের ভাইদের জন্য রয়েছে বিশেষ ছাড়!
প্রতি কাপ পাচ্ছেন মাত্র ৯৯ টাকায় 😳
(শর্ত প্রযোজ্য)

18/07/2023

'সন্তান আপনার,
তাকে সুশিক্ষায় গড়ে
তোলার দায়িত্ব আমাদের।'

Arafat Hossen

18/07/2023

এই হিজামা লাগবে হিজামা? 😊

মাথা ব্যাথা, ঘাড় ব্যাথা, হাত ব্যাথা, মেরুদন্ডের ব্যাথা, কোমরের ব্যাথা,পা ব্যাথা, বাত ব্যাথা, রন্দ্রে রন্দ্রে ব্যাথা থাকলে যোগাযোগ করতে পারেন, একবার হিজামা নিয়ে দেখেন, আল্লাহ তায়ালার রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, চলে আসতে হবেনা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে, সুধু ইনবক্সে এসে ঠিকানা পাঠাইলে আমরাই চলে যাব আপনার দরবারে 🥴

"সুন্নাহভিত্তিক চিকিৎসা নিন,
ব্যাথামুক্ত জীবন গড়ুন!"
বিস্তারিত কুড়িগ্রাম হিজামা সেন্টার এর পেইজে 🥰
অথবা +8801302187527 হোয়াটসঅ্যাপে

17/07/2023

ছবিতে যাকে দেখছেন, ইনি হলেন মাওলানা আবদুল হাকীম হক্কানী, যিনি আফগানের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। এই ছবিটা তখুনি তোলা হয়েছে, যখন তিনি তাঁর নিজের আবাস থেকে বেরোচ্ছিলেন। বর্তমান যামানার একজন প্রধান বিচারপতির ঘর কেমন সাদামাটা, চিন্তা করা যায়?
#সংগৃহীত

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 16/07/2023

আলহামদুলিল্লাহ...
কুড়িগ্রাম হিজামা সেন্টার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা...🥀
আপনাদের দোয়া এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে এগিয়ে চলছে সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা /কাপিং থেরাপি...
রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের দ্বীনি ভাইদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
😳প্রতি কাপ পাচ্ছেন মাত্র ৯৯ টাকায়😳 (সীমিত সময়ের জন্য)

বিঃদ্রঃ রংপুর, লালমনি এবং কুড়িগ্রামের ভাইদের প্রয়োজনে বাসায় গিয়ে হোম সার্ভিস দেয়া হয় (শর্ত প্রযোজ্য)

বিস্তারিত ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ +8801302187527

16/07/2023

হ্যাঁ গন- পিটুনি কিন্তু শুরু হয়ে গেছে।

গত কালের সমাবেশে, মাওলানা গাজী আতাউর রহমান দা:বা:_যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 16/07/2023

কুড়িগ্রাম হিজামা সেন্টারে চলছে হিজামা থেরাপি,
সুন্নাহভিত্তিক হিজামা চিকিৎসা নিন,
ব্যাথামুক্ত জীবন গড়ুন...
যোগাযোগ: 01302-187527

16/07/2023

রংপুর, লালমনি, কুড়িগ্রাম এ স্বল্পমূল্যে হিজামা চিকিৎসা নিতে যোগাযোগ করুন +8801302187527

15/07/2023

বিশেষ অফার!
শুধুমাত্র এই সপ্তাহের জন্য, প্রতি কাপ মাত্র ৯৯৳ পাচ্ছেন কুড়িগ্রাম হিজামা সেন্টারে.....
বিস্তারিত ইনবক্সে!

12/07/2023

সফলতা কামনা করছি...

07/07/2023

"জুমা মোবারক " 😍

"রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে, প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়।"

07/07/2023

মুসলিম বিদ্বেষী সুইডেনে কুরআন পোড়ানো ও ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর জারজ রাষ্ট্র ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

07/07/2023

বলুনতো জায়গাটির নাম কি?

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 06/07/2023

পবিত্র হজ্ব পালন শেষে ফিরে আসা হাজ্বীদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে....

29/06/2023

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
স্বপ্নদ্রষ্টার উত্থানিও কাব্যমালার শুভেচ্ছা!

বিপ্লবীরা বুঝে নিয়েন 😍

28/06/2023

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

28/06/2023

এখানে গরু কয়টি?

সঠিক উত্তরদাতা ইনবক্সে বিকাশ নম্বর দিয়ে ঈদ সালামী বুঝে নিন..!

বিঃদ্রঃ স্টক সীমিত!

26/06/2023

দুঃখ প্রকাশ আপেক্ষিক।
উনি কি আত্মহত্যা করেছেন ?

25/06/2023

গরু কেনার থেকেও বেশি ক্লান্ত হয়েছি রাস্তায় মানুষকে দাম বলতে বলতে!🥴

24/06/2023

বলার আর ভাষা নেই.....
এই বাংলার জামিনে আর কতমূখী হুজুর দেখব আল্লাহ তায়ালাই ভালো জানেন....

22/06/2023

সফলতা কামনা করছি....

18/06/2023

আস্থা রাখুন পরিবারের উপর। যেহেতু তারা মুসলমানি করাইছে বিয়েও তারা করাইবে!😊

12/06/2023

তাহলে লীগ সন্ত্রাসী দিয়ে তাকে হত্যা করা কি নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল?

না হয়, একজন প্রার্থীর ইন্তেকাল কামনার রহস্য কি?

Photos from কুড়িগ্রাম হিজামা সেন্টার's post 12/06/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত শায়েখে চরমোনাই এর ওপর সন্ত্রাসীদের বর্বর হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Videos (show all)

#viral #reels #trend #trending #foryouシ #best #BCS #lifestyle
হ্যাঁ গন- পিটুনি কিন্তু শুরু হয়ে গেছে।গত কালের সমাবেশে, মাওলানা গাজী আতাউর রহমান দা:বা:_যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বা...
কাবুলের নিরাপত্তা বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল মুবিন খান!#new #Kabul #afganistan #viral #vedioviral #trending #trend ...
শায়েখে চরমোনাই এর উপর আক্রমণ #ভাইরাল #বাংলাদেশ #হাতপাখা
#ভাইরাল #তুরাগ #নৌকা #বাংলাদেশ
আলহামদুলিল্লাহ, তুরাগ নদীতে নৌকা ভ্রমণ!
তুরস্কের নির্বাচনে এরদোয়ানকে বিজয়ী দেখার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ্।💚#RecepTayyipErdogan 🇹🇷
হিজামা কাপিং বা সিঙ্গা চিকিৎসা বিষয়ে।শাইখ আহমাদুল্লাহ ভাইয়ের সুন্দর বক্তব্যহোয়াটসঅ্যাপঃ কুড়িগ্রাম হিজামা সেন্টার, খলিলগঞ...
হিজামা কাপিং বা সিঙ্গা চিকিৎসা বিষয়ে।শাইখ আহমাদুল্লাহ ভাইয়ের সুন্দর বক্তব্যহোয়াটসঅ্যাপঃ 01302-187527  কুড়িগ্রাম হিজামা স...
#বারো_ভাতারি_টিকটক

Telephone

Website

Address


খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
Rangpur