Adnan Dental

Adnan Dental

You may also like

Siya
Siya

মধ্যবিত্ত পরিবারের ডেন্টাল ক্লিনিক।

30/12/2022
27/12/2022

ফান পোস্টঃ

24/12/2022

ফান পোস্ট -

Photos from Adnan Dental's post 22/12/2022

দাঁতের যত্নে প্রতিদিন
একটু করে সময় দিন।

21/12/2022

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

20/12/2022

আপনার যদি নিচের ছবির মত কোন দাঁত থাকে যা আপনাকে সারাদিন রাখে বিরক্ত। তবে চলে আসুন আদনান ডেন্টালে,ধাপ, মেডিকেল মোড়,রংপুরে ।
যে কোন তথ্যের জন্য মেসেজ করুন।
দুপুর ৩ টা থেকে রাত ৮ টা।

19/12/2022

ব্রাশ করার নিয়ম টা সকলের জানা উচিত। না হলে পেস্ট আর ব্রাশের অপচয় হবে, সাথে হবে দাঁতের ক্ষতি 💔

18/12/2022

দাঁতে পোকা হয় না। কিন্তু অনেকেই ভাবে দাঁতে পোকা হয়। এই নিয়ে একটা বিখ্যাত ছবি রয়েছে দাঁতের ভিতর পোকা 🪲🕷️🪳🦗🐞

14/12/2022

সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে সুস্থ সুন্দর হাসির উপর। আর এই সুন্দর হাসির জন্য চাই নিয়মিত দাঁতের পরিচর্যা। সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিলে দাঁত সুন্দর ও মজবুত থাকবে দীর্ঘদিন। যদি সঠিক সময়ে দাঁতের যত্ন না নেই, তাহলে দাঁতে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেবে। যেমন- দাঁত হলুদ হয়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি।

জন-সচেতনতায় -Adnan Dental

11/12/2022

ফান পোস্টঃ
রুগী অনেক সময় হা করতে চান না, হয়তো কি পরিমান মুখ খুলতে হবে তা
বুজতে পারেন না। আসুন নিচের ছবির দিকে তাকাই এবং এই বিষয়ে ধারণা নেই।

09/12/2022

🌿🌿🌿দাঁতের সঠিক যত্নে কিছু করণীয়🌿🌿🌿
১. আপনার টুথ ব্রাশ প্রতি তিন মাস পর পর বদলান।

২. প্রতিদিন দুধ পান করার চেষ্টা করুন, এটি আপনার ক্যালসিয়াম বাড়ায়। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে।

৩. টুথব্রাশ এমন হতে হবে যেন সহজেই তা gumline এর দিকে বাঁকানো যায়। একটি ছোট বৃত্তাকার গতিতে আপনার দাঁতের ভেতরে, বাইরে, উপরে এবং GUM লাইনের নিচে ব্রাশ করুন। কোমল পানীয় পান করার অভ্যাস গড়ে তুলুন এবং চিনিযুক্ত খাবার আপনার দাঁত থেকে দূরে রাখুন।

৪. খুব শক্ত ব্রাশ আপনার মাড়িতে আঘাত করে রক্ত ঝড়াতে পারে আর খুব নরম ব্রাশ প্লাক দূর করতে পারে না। তাই মাঝারি ধরনের ব্রাশ ব্যবহার করুন।

৫. যখন আপনার সামনের দাঁতের ভেতর পাশ ব্রাশ করবেন, প্রথমে টুথব্রাশকে আপনার দাঁতের ডান পাশের উপর রাখুন। এরপর ব্রাশ নিচে এবং উপরের দিকে সরিয়ে প্রতিটি দাঁত ব্রাশ করবেন। এই পদ্ধতি প্রতিটি দাঁতের জন্য বেশ কয়েকবার করে করুন।

৬. দাঁত ব্রাশ করার পরে মুখে মাউথওয়াশ ব্যবহার করুন।

৭. আপনার জিহবা ব্রাশ করতে ভুলবেন না, সেই সাথে আপনার মুখের উপরের তালু।

ব্যাকটেরিয়া আমাদের একটা অংশ, এটা এড়িয়ে যাওয়া যাবে না।প্রত্যেকের মুখেই লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জন্মায়, যার কোন উদ্দেশ্য নেই। এটি দাঁতের পৃষ্ঠের চারপাশে নিজেদের স্থান করে নেয় এবং আমাদের দাঁতে “প্লাক” সৃষ্টি করে অদৃশ্য ভাবে আমাদের দাঁত ক্ষয় করতে থাকে। এটা খুব স্বয়ংক্রিয়ভাবে এবং দ্রুত ঘটে। সকালে ঘুম থেকে উঠে আপনার জিহবা আপনার দাঁতের উপর চালালেই এই অনুভূতি অনুভব করতে পারবেন। তাই অবহেলা না করে সঠিক ভাবে দাঁতের যত্ন নিন। দাঁতের সঠিক যত্নে এই কাজগুলো করুন, আশা করি সুস্থ থাকবে আপনার দাঁত।

09/12/2022

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

05/12/2022

আসসালামু আলাইকুম ।আমাদেরকে অবশ্যই দিনে দুবেলা ব্রাশ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা করার পরে। মনে রাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করার পরে পানি ব্যতীত অন্য কোন খাবার খাওয়া যাবেনা। দাঁত অত্যন্ত মূল্যবান সম্পদ তাই দাঁতের যত্ন নিতে হবে। ধন্যবাদ।

29/11/2022

💔দাঁতের গর্ত থেকে জটিলতা💔
একবার গর্ত হয়ে গেলে পরে ভালোভাবে ব্রাশ করে বা ওষুধ সেবনের মাধ্যমেও ঠিক করা যায় না। যত দ্রুত সম্ভব দন্তচিকিৎসকের পরামর্শে ফিলিং (গর্ত ভরাট) নামক চিকিৎসার মাধ্যমে দাঁতকে সুস্থ করা যায়। এটি অতি সাধারণ চিকিৎসা, খরচও স্বল্প। কিন্তু প্রাথমিক পর্যায়ের গর্ত তেমন কোনো সমস্যা করে না বলে অনেকেই একে অবহেলা করে। পরে দাঁতের ভেতরের মজ্জা সংক্রমিত হয়ে তীব্র ব্যথার সৃষ্টি করে। তখন রুট ক্যানেল নামক জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন পড়ে।

20/11/2022

আমার মত ছোট ডেন্টিস্ট এর এটাই বড় প্রাপ্তি।

🌿🌿🌿

20/11/2022

Single Visit Root Canal Treatment.

20/11/2022

ফ্রি - ডেন্টাল চেক -আপ এখন আদনান ডেন্টালে । 🌿২০২২ সালের পুরো ডিসেম্বর মাস জুড়ে🌿
মূল্য বৃদ্ধির এই যুগে সাশ্রয়ে আধুনিক ও মান সম্মত চিকিৎসা সেবা নিতে যেকোনো তথ্যের জন্য মেসেজ করুন।

16/11/2022

মূল্য বৃদ্ধির এই যুগে সাশ্রয়ে আধুনিক ও মান সম্মত চিকিৎসা সেবা নিতে যেকোনো তথ্যের জন্য মেসেজ করুন।

আদনান ডেন্টালঃ আমাদের ঠিকানা

24/10/2022

⭕গর্ভধারনের পূর্বে ডেন্টাল চেক-আপ করিয়েছেন কি?
☝️গর্ভাবস্থায় ১ জন সন্তান সম্ভবা মা কে বেশ কিছু ডেন্টাল সমস্যার সম্মুখীন হতে হয়।
১. মাড়ি ফুলে যাওয়া।
২. মাড়ি দিয়ে রক্ত পড়া
৩. গাল ফুলে যাওয়া
৪. প্রচন্ড দাঁত ব্যথা হওয়া
৫. দাঁত শিরশির করা।

☝️কেনো সতর্ক হওয়া প্রয়োজন ❓
১. দ্রুত ডাক্তারের কাছে যাবার শারিরীক অবস্থা থাকেনা।
২. চাইলেও চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে
৩. সমস্যা সমাধানের জন্য প্রচুর ঔষধ খেতে হয়।
৪. বেশি ঔষধ খেলে আগত সন্তানের ক্ষতি হবার সম্ভাবনা থাকে।

☝️প্রতিকারঃ
১. গর্ভধারনের আগেই ১ জন ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চেকআপ করিয়ে নিন।
২. ক্যারিস বা পাথর থাকলে তার চিকিৎসা করিয়ে নিন।
৩. আক্কেল দাঁতের সমস্যা থাকলে তার চিকিৎসা নিন।
৪. নিয়ম মতো দাঁত ব্রাশ শিখে সে অনুযায়ী দাঁত ব্রাশ করুন।
৫. ১ জন ফ্যামিলি ডেন্টাল সার্জন ঠিক করে রাখুন, যেনো যে কোনো সময় হেল্প পেতে পারেন।

18/09/2022
18/09/2022

পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

ধাপ, মেডিকেল মোড়, রংপুর।

13/08/2022

জিন্জিভাল রিসিশন বা
মাঁড়ি নিচে নেমে যাওয়া


কি কি কারণে মাঁড়ি নিচে নেমে যায়ঃ

১.জিন্জিভাইটিস তথা মাঁড়ির রোগ

২. খুব জোরে কিংবা ভুল পদ্ধতিতে ব্রাশ করলে

৩.ডেন্টাল প্লাক বা খুব বেশি ডেন্টাল স্টোন জমলে

৪. নিয়মিত ও সঠিকভাবে মুখ ও দাঁতের যত্ন না নিলে

৫. অনেক সময় বয়সের কারণেও হতে পারে

ফলাফলঃ
মাঁড়ি নিচে নেমে গেলে দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং অকালে দাঁত পড়ে যায়

যেভাবে এরোগ হতে মুক্তি পাওয়া যায়ঃ

১. মাঁড়ির রোগ হলে দ্রুত চিকিৎসা করানো

২.সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা

৩.প্রতি ৬ মাস পরপর স্কেলিং এর মাধ্যমে ডেন্টাল স্টোন দূর করা

৪.প্রত্যেহ দাঁত ও মুখের যত্ন নেয়া

09/06/2022

Steps of Root Canal Treatment.

05/06/2022

আক্কেল দাঁত যখন বেক্কেলের মত
আচরন করে তখন তার অবস্থান মুখগহ্বরের বাহিরে হয়🌿🌿🌿

04/06/2022

প্রতিটি কিশোর - কিশোরী প্রান খুলে হাসুক 🌿🌿

আমাদের রোগীর চাওয়া একটাই ছিল, উনি প্রান খুলে হাসতে চান কিন্তু তার দাঁত ছিল অপরিস্কার।

এখন উনি প্রান খুলে হাসতে পারতেছেন, এটাই আমাদের প্রাপ্তি।

আদনান ডেন্টাল
ধাপ মেডিকেল মোড়, রংপুর

27/05/2022

Dental Signs when you can't speak.
Patient Centered.
Credit .Braces

27/05/2022

রংপুর সিটি স্ক্যান এর সামনে দাঁড়ালেই চোখে পড়বে।
চিকিৎসা সেবা নিতে চলে আসুন কিংবা পরিচয় হতে।

27/05/2022

ইদ উল আযহা কে সামনে রেখে আদনান ডেন্টাল এর সকল সেবা
মধ্যবিত্ত দের হাতের নাগালে রাখতে
আদনান ডেন্টাল কাজ করে যাচ্ছে।
ঠিকানা; ধাপ মেডিকেল মোড়, রংপুর।

19/05/2022

Don't forget about the different anatomy of pulp chmbr.
It can happen in your day to day practice.

Photos from Adnan Dental's post 12/05/2022

Waiting for opening On 15 May 2022

11/05/2022

MTA used in lateral perforation of root.

06/05/2022

গর্ভাবস্থায় মুখের সমস্যা ও তার প্রতিকার :

গর্ভাবস্থায় আপনাকে অনেক কিছুই ভাবতে হয়, তখন মুখের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলবে না।হরমোনগত পরিবর্তনের কারনে শরীরের বিভিন্ন অংশেরসাথে তাল মিলিয়ে আমাদের মুখ গহবরের গঠনগত কিছুপরিবর্তন আসে।

উদাহরন হিসেবে বলা যায় মাড়ির প্রদাহের কথা।
যা অধিকাংশ নারীর গর্ভকালীন প্রধান সমস্যা। হরমোনগত পরিবর্তনের( Hormonal imbalances) কারনেই গর্ভাবস্থায় এটা বেশি দেখা যায়।মাড়ি ফুলে যাওয়া, ব্যথাহওয়া, দাঁত ব্রাশ বা ফ্লসিং করার সময় রক্ত পড়া এরোগের প্রধান লক্ষন।প্রথমাবস্থায় খুব সামান্য মনেহলেও চিকিৎসা
না করালে সেটা আরো খারাপ ভাবেঅগ্রসর হতে পারে
এমনকি ইনফেকশনসহ আপনার দাঁত ফেলার কারন পর্যন্ত হয়ে দাড়াতে পারে।
কাজেই সময়ের একটু সাবধানতাই পারে
আপনাকে এসব অনাকাংখিত বিপদের হাত থেকে বাঁচাতে।

দ্বিতীয় যে রোগের কথা না বললেই নয় তা হল 'প্রেগনেন্সিটিউমর' ( Pregnancy Tumor) । এটাও হরমোনগত পরিবর্তনের কারনে হয়। এ রোগের লক্ষন হল দুই দাঁতের সংযোগস্থলের মাড়ি ফুলে যায় এবং ব্যাথা ছাড়াই
সামান্যআঘাতে প্রচুর রক্ত ঝরে। আশার কথা হলো, ছোটসার্জারির মাধ্যমে সেটা কেটে বের করে আনা যায়।

দাঁতের যত্ন

নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করার পাশাপাশি
ভালোভাবে জিহবা পরিষ্কার করতে হবে। পরিসংখানে, মুখে দুর্গন্ধের শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে কারন হিসেবে উল্লেখ
করাহয়েছে অপরিচ্ছন্ন জিহবা। দুই দাঁতের মাঝখানে আটকেথাকা খাবার বের করে আনার জন্য ফ্লসিং খুবইগুরুত্বপূর্ন। কাজেই ফ্লসিং এর অভ্যাস গড়ে তুলুন।

গর্ভাবস্থায় দাঁতের যেকোন সমস্যার ব্যাপারে আপনি কথাবলুন নিকটস্থ রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের (BDS) সাথে।
এক্ষেত্রে আপনার প্রথম এবং প্রধান কর্তব্য হল, ডাক্তারকে আপনার গর্ভাবস্থার কথা জানানো। কিছু ঔষুধ যেমন টেট্রাসাইক্লিন নামক এন্টিবায়োটিক নবজাতকের দাঁত নষ্ট করে দেয় (এরকম আরো ঔষুধ সম্পর্কে পরবর্তীতে বলা হবে)। নির্বিচারে ঔষুধের ব্যবহার আপনার সন্তানের বিভিন্ন শারিরীক বিকলাঙ্গতা সহ কেড়েনিতে পারে আপনার ও আপনার সন্তানের জীবন পর্যন্ত।

(Collected)

05/05/2022

Radiographic Apex is Not Always an Anatomical Apex

Want your practice to be the top-listed Clinic in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

RVG software 💕

Category

Telephone

Website

Address


মেট্রো ল্যাবের গলি, ধাপ, মেডিক
Rangpur
5400

Other Medical & Health in Rangpur (show all)
Arun Medical Store Arun Medical Store
Rajarhat, Kurigram
Rangpur, SAGORSENL

Medicare Nursing & Midwifery College, Kurigram Medicare Nursing & Midwifery College, Kurigram
Hatirpar, Hospital Road, Kurigram
Rangpur, 5600

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভূক্ত We have Own Permanent Campus & Hospital

Monir pharmacy Monir pharmacy
Pirgonj
Rangpur

Jannatul Ferdaus Rupa Jannatul Ferdaus Rupa
Kurigram Nageswari
Rangpur, 147

MEDs MEDs
Rangpur
Rangpur, 5400

Medicine & Emergency Doctor's Hospital service

Razu medicine corner Razu medicine corner
Maona Connapra Stodol School And College Get Songlogno
Rangpur, RAZUMOHSIN123

মহান আল্লাহর নামে শুরু করছি,,, যিনি আসমান ও জমিনের মালিক,,।

B.P. Ambulance Service , Rangpur B.P. Ambulance Service , Rangpur
২৪ ঘন্টা সার্ভিস ও সকল সুবিধা দেওয়া হয় ( মাইক্রো ও ভাড়া দেওয়া হয়)
Rangpur

২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হয় By Rifat Islam (01301152511)

Aasve Health care institute Aasve Health care institute
গংগাচড়া
Rangpur

ডিগ্রীর চেয়ে কর্মের গুরুত্ব অনেক বেশ?

Infoburst Infoburst
Rangpur

Welcome to Infoburst, the home of quick, informative#WellnessAdvice#HealthyLifestyle #selfimprovement

Chief Drug Agency Chief Drug Agency
Thana Road, Bot-Tola, Pirgonj, Rangpur (Opposotion Of Islami Bank BD. Ltd. )
Rangpur

Chief Drug Agency, A house Of Quality Medicine Wholesaler Thana Road, Bot-tola, Pirgonj Rangpur

Pramanic homeo clinic Pramanic homeo clinic
ইছলারহাট, চৌধুরাণী, পীরগাছা
Rangpur

Homeopathy treatment and medicine.