Freelancer Rezoan

Freelancer Rezoan

Learn digital marketing, earn money unlimited

09/05/2022

রংপুরে যেকোন বিভাগের ডাক্তার দেখানোর দরকার হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। কোন ধরনের সিরিয়াল দরকার হবে না। পরীক্ষা নীরিক্ষার উপরে সকল খরচ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট ও সুযোগ সুবিধা পাবেন। ধন্যবাদ সবাইকে ♥️🥰

07/05/2022

ভ্রমন🥰♥️

04/05/2022

ফ্রিল্যান্সিং বিষয়ক যেকোন টিপস পেতে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।

29/04/2022

বাবার সাথে রেগে কথা বলার আগে একটু ভেবে দেখবেন! একজন বাবা তার সন্তানের জন্য যা কিছু করেন তার একদিনের" ঋন শোধ করার যোগ্যতা আমাদের নেই 👈 বাবা কখনো কান্না করেন না 😥😥কারণ বাবার কান্না ঘাম হয়ে ঝরে পড়ে।
প্লিজ কেউ ঈদের শপিং এর জন্য ফ্যামেলিতে চাপ দিবেন না "একজন বাবা সব সময় চায় তার জিবনের বিনিময়ে ও যেন ফ্যামিলি সুখে থাকে"
বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট

Photos from Freelancer Rezoan's post 17/04/2022

ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হয়ে উঠুন। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে তুলুন৷

ফ্রী ক্লাশে অংশগ্রহণ করতে আপনার নাম ও ঠিকানা সহ হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ করুন

+13319990291

16/04/2022

ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়!" কথাটা শুনতে খুব ভাল লাগে, তাই না? কিন্তু, তাহলে সবাই কেন লাখ লাখ টাকা রোজগার করতে পারে না? চলুন, বিষয়টির একটু গভীর থেকে ঘুরে আসি।

প্রথমত, আমাদের একটি সমস্যা আছে। তবে ঠিক সমস্যা বলব কিনা জানিনা, ব্যাপারটা হচ্ছে আমরা খুব শর্টকাট রাস্তাতে বড় হতে চাই।

দ্বিতীয়ত, আমরা কোন কিছু ভালোভাবে না বুঝে শুনেই সে বিষয়টার সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করি।

তৃতীয়ত, আমাদের ধৈর্য্য খুবই কম। আর আমরা কোন কিছুর প্রতি লেগে থাকার মত মানসিকতা নিয়ে কাজ করি না। আজ করব, তো কাল সফল হব— এটাই যেন আমাদের চিন্তাভাবনা।

চতুর্থত, আমরা কখনোই দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর হতে চেষ্টা করি না। আমরা তথাকথিত জিপিএ ফাইভ ব্যাপারটাতেই খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অবশ্য এখানে আমাদের চাইতে আমাদের শিক্ষাব্যবস্থা, আমাদের বাবা-মার ধ্যান-ধারণা, প্রতিবেশীদের অমুকের ছেলে ভালো করেছে তোমার ছেলে কেন করেনি? এই ব্যাপারটাই বেশি কাজ করে।

পঞ্চমত, আমরা কখনোই কোনো দক্ষতা অর্জন করার জন্য খরচ করতে চাই না। আমরা শুধু খরচ করতে পছন্দ করি জিপিএ-5 পাওয়ার জন্য, সকাল থেকে সন্ধ্যা শুধু জিপিএ-5।

ষষ্ঠত, জীবনের যে বয়সে আমরা দক্ষতা অর্জন করব সে বয়সটা পার হয়ে যায় জিপিএ-5 পাওয়ার পেছনে। আর যখন পরিবার-পরিজনদের দায়িত্ব নেওয়ার সময় আসে তখন বুঝি দক্ষতা আমার এখনো তৈরি হয়নি। তাই তথাকথিত চাকরির পেছনে ছুটি আর হতাশ হই।

সপ্তমত, আমাদের সঠিক পথ দেখাবার মানুষের বড়ই অভাব। আমাদেরকে ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় পড়াশোনা করো, জিপিএ-5 পাও, আর ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার হও , তা না হলে জীবনটা তো ষোল আনাই মিছে!

অষ্টমত, ইংরেজির নাম শুনলে তো আমাদের গায়ে জ্বর চলে আসে। সতেরো -আঠারো বছর পড়ালেখা জীবন শেষ করেও দুটো ইংরেজি কথা বলা অথবা দুটো ইংরেজি শব্দ সুন্দরভাবে গুছিয়ে লেখা আমাদের দ্বারা হয় না। কিন্তু ইংরেজ একটি ভাষা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র এক বছর কেউ যদি প্রাণপণ লেগে থাকে, তবে ইংরেজদের চেয়ে কোন অংশে খারাপ ইংরেজি ভাষায় সে কথা বলবে না।

আমি তার জলজ্যান্ত প্রমাণ। অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরেও শুধুমাত্র নিজের চেষ্টায় খুব ভালো না হলেও মোটামুটি ইংরেজিতে কথা বলা বা যোগাযোগ চালিয়ে যাওয়ার মত দক্ষতা অর্জন করতে পেরেছি। এ কারণে ফ্রিল্যান্সিংয়ের মত কঠিন পেশায় নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি।

এগুলোই মোটামুটি কারণ, এছাড়া আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা ফ্রিল্যান্সিং পেশায় টাকা রোজগার করতে পারার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে বেকারের অভাব নেই। আমরা কখনোই ফ্রিল্যান্সিং-এর মত কঠিন পেশায় দক্ষ ফ্রিল্যান্সারদের পাশে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে পারি না। তখন ৯টা-৫টা চাকরি, ১৫-২০ হাজার টাকা বেতন, মধ্যবিত্ত জীবন যাপন, এটাই আমাদের জীবনের প্রতিদিনকার রুটিন হয়ে দাঁড়ায়।

14/04/2022

বাংলা নববর্ষের সুশোভিত আলোয় দীপ্তিময় হোক সবার জীবন।

শুভ নববর্ষ-১৪২৯ বঙ্গাব্দ।
শুভ হোক নতুন বছর ♥️♥️😍😍

10/04/2022

Freelancing career
মাত্র পনের (১৫)-বিশ(২০) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত!
আর বিজনেস/অনলাইন/ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি! ইনকাম নিশ্চিত থাকা শর্তেও?
💁আমি কি করব? কোথায় যাব? কিভাবে যাব?
ক্লিয়ার না থাকলে কেউ কখনও সফলতার দিকে অগ্রসর হতে পারে না।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
,
বসে না থাকে শেখা শুরু করি
👉জানতে ইনবক্স করুন।
ফ্রি কোর্স নিয়ে শেখা যায়, কিন্তু ক্যারিয়ার নিশ্চিত করা যায় না!

10/04/2022

গরমের দিন চলে আসছে, রোদ থেকে বাঁচতে
ওরা গাড়ীর নিচে এভাবে আশ্রয় নেবে..
তাই আপনারা গাড়ী টান দেয়ার সময় একবার নীচটা দেখে নেবেন প্লীজ

01/04/2022

আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে! আমি তখন সে স্থান ত্যাগ করে আসি!❤️

31/03/2022

আজ তুমি আকাশে উড়ছ, আগামীকাল তোমাকে বহন করার জন্য মাটিতেও কাউকে লাগবে পারে।
তাই নম্র হোন, মানুষকে ভালোবাসুন এবং মানুষের খারাপ সময়ে পাশে থাকুন।

29/03/2022

তুমি আমায় ভূলে গেছো তাতে কোন দুঃখ নাই, দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই

21/03/2022

সেই রেললাইনের মাঝে মেঠোপথ দাড় পায়ে দাড়িয়ে, এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে ♥️🥰

18/03/2022

আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। ❤

যে ডিভোর্সী মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক। ❤

যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ 'বিয়েটা আর কবে করবি? সারাজীবন কী বাপের বাড়িতেই পড়ে থাকবি?' না বলুক।❤

যে ৪৫ ছুঁইছুঁই মহিলা নিজের ১৮ বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ 'বুড়ির রস কম নয়' না বলুক।❤

যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক।❤

চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭ এর তপন বাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ 'এই বুড়ো' 'এ দাদু..' না বলুক। চুল সাদা হয়েছে তো কী! মন তো সবুজও হতে পারে। তাই না? ❤

আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট, তাকে কেউ 'বুড়ো হয়ে মরতে চললো, এখনো খুড়োর শখ কম নয়..' না বলুক।❤

৪২ এও যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁজা না বলুক। ❤

জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে ৯৮ এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক। তাঁর হাতেও উল কাঁটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে। চলুন না, আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি...❤

মানুষের বয়স বারে... শরীর বুড়ো হয় ... মন তো বুড়ো হয় না। তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে..শখ গুলো কে সম্মান করা উচিৎ... তাদের নিয়ে কটু কথা না বলে....❤

(লেখাঃ সংগৃহীত, ছবি নিজেরই)

12/03/2022
12/03/2022
12/03/2022
12/03/2022

আপনিও প্রশিক্ষণ নিন, বেকারত্বের বোঝা কমিয়ে ফেলুন।

ডিজিটাল মার্কেটিং ও সিপিএ মার্কেটিং শিখতে চাইলে আমাদের পেজে লাইক করে সাথেই থাকুন।

11/03/2022

ডিজিটাল মার্কেটিং ও সিপিএ মার্কেটিং শিখতে চাইলে আমাদের পেজে লাইক করে সাথেই থাকুন।

11/03/2022

ডিজিটাল মার্কেটিং শিখুন, সিপিএ মার্কেটিং শিখুন। হাজার হাজার ডলার ইনকাম করুন।

Skype: Mdrezoanmia

Freelancer Rezoan 11/03/2022

ডিজিটাল মার্কেটিং শিখুন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হউন

Freelancer Rezoan Learn digital marketing, earn money unlimited

Want your business to be the top-listed Photography Service in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Sadullapur
Rangpur
5710