Dr. Rashidul Islam Akash

চর্ম,যৌন, সহ নারী পুরুষদের যাবতীয় গোপন ও জটিল রোগের রোগীর সুচিকিৎসার জন্য যোগাযোগ করুন ।

17/06/2024

ঈদ মোবারক

30/04/2024

❤️আপনি কি কোন কিছু মনে রাখতে পারছেন না?
❤️ আপনার কি স্মৃতিশক্তি দূর্বল?
❤️আপনি কি শারীরিক ও মানসিকভাবে দূর্বল?
❤️অনেক চেষ্টা করেও শরীরে শক্তি পাচ্ছেন না?
♥ আপনি কি যৌন দূর্বলতায় ভুগছেন?
♥ সঠিক হোমিও চিকিৎসায় যৌন দূর্বলতা ভাল হয়৷
✂️ অপ্রয়োজনীয় ঔষধ বর্জন করুন৷
❤️ বিভিন্ন মনোমুগ্ধকর বিজ্ঞাপনে প্রতারিত হবেন না।
♥ নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন।
🇨🇭আপনি কি চর্ম রোগে ভূগছেন?
💧 সঠিক হোমিও ঔষধ সেবন করুন।
♥ অভিজ্ঞ হোমিও ডাঃ এর পরামর্শ নিন।
💊 এন্টিবায়োটিক ঔষধ সেবন সীমিত করুন।
🌿 ফ্রেশ শাক সবজি খাওয়ার অভ্যাস করুন।
💧 হোমিও চিকিৎসা নিন, সুস্থ থাকুন, নিরাপদে বাঁচুন।

👇বিস্তারিত পরামর্শের জন্য যোগাযোগ করুন
মোবাইল ফোনে
✆ দুপুর ২.০০ থেকে ৩.০০
রাত-৮.৩০ থেকে ৯.৩০

সরাসরি যোগাযোগ করুন
বিকাল - ৩.০০ থেকে রাত ১০.০০
👤
ডাঃ মোঃ রশিদুল ইসলাম আকাশ
ডি এইচ এম এস,
ঢাকা।

🏠চেম্বারঃ
নিপা-রশিদ হোমিও চিকিৎসালয়
বিশুবাড়ী রোড, কাটাখালী বালুয়া হাট,
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
মোবাইল- 01717815086

24/06/2023

আসছে ঈদুল আযহা হাতের কাছে রাখুন হোমিওপ্যাথিক ঔষধ গুলো
যাত্রা কালীন অসুস্থ হয়ে পড়লে দুটি ঔষধ coculus indica ও petrolium
Cocolus indica গাড়িতে উঠার পর মাথা ঘোরা বমি বা বমি বমি ভাব হলে ঘন ঘন তিনবার বা প্রতিবার বমির পর সেবন করুন।
Petrolium গাড়িতে উঠার পর গাড়ির গন্ধে বা পেট্রলের গন্ধে বমি বা অসুস্থ হয়ে পড়লে সেবন করুন
ঈদের পর
১/অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে pulsatilla
২/অতিরিক্ত মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লে carbo veg
৩/অতিরিক্ত রাত্রী জাগরণের ফলে অসুস্থ হয়ে পড়লে Nux vom
৪/অতিরিক্ত পেটের পীড়ায় অত্যান্ত দুর্বল হয়ে পড়লে china off..
৫/অত্যান্ত পচা বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে Arsenic alb..
লক্ষন অনুসারে এই ঔষধ গুলো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।।
ডাঃ মোঃ রশিদুল ইসলাম আকাশ
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
চেম্বারঃ- নিপা-রশিদ হোমিও চিকিৎসালয়
বিশুবাড়ী রোড, কাটাখালী বালুয়া হাট, গোবিন্দগঞ্জ
গাইবান্ধা।

12/05/2023
19/03/2023

- নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে?

মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!

ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!

অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয়
“দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”

14/03/2023

২০২০-২১ শিক্ষাবর্ষের ডিএইচএমএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ছে। হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (DHMS) পরীক্ষা-২০২০-২১ ফলাফল প্রকাশিত হয়েছে, ফলাফল পেতে নিচে ক্লিক করুন।

১ম বর্ষ 👉https://www.homoeopathicboardbd.org/wp-content/uploads/2023/03/Ist-Year-2021-14m.pdf

২য় বর্ষ 👉https://www.homoeopathicboardbd.org/wp-content/uploads/2023/03/2nd-Year-2021-14m.pdf

৩য় বর্ষ 👉https://www.homoeopathicboardbd.org/wp-content/uploads/2023/03/3rd-Year-2021-14m.pdf

৪র্থ বর্ষ 👉https://www.homoeopathicboardbd.org/wp-content/uploads/2023/03/4th-Year-2021-14m.pdf

www.homoeopathicboardbd.org

26/02/2023

★ হাঁপানি কিছু খাইলেই বৃদ্ধি -- Kali Phos, Nux Vom, Pulsatilla.

★হাঁপানি বসে থাকলে বৃদ্ধি -- Laurocerasus, Psorinum

★হাঁপানি হাঁটলেই বৃদ্ধি -- Aralia Raci.

★হাঁপানি শুইলেই বৃদ্ধি -- Grindelia

★হাঁপানি শোয়ার কিছুক্ষন পর বৃদ্ধি -- Ipecac/ Nat Sulph.

★হাঁপানি হাঁটলে ও শুইলে বৃদ্ধি -- Aralia Raci.

★হাঁপানি শুইলে ও মাথা অবনত করলেই বৃদ্ধি -- Sambucus.

★হাঁপানি সহবাস কালে বৃদ্ধি -- Ambragresia, Digitalis.

★ হাঁপানি সহবাস শেষে বৃদ্ধি -- Asafoetida, Cocca. Kali B**h.

★ হাঁপানি গরমকালে বৃদ্ধি --Arsenic, Syphilinum.

★হাঁপানি ঠান্ডায় বৃদ্ধি -- Thuja.

★ হাঁপানি ঠান্ডা বাতাসে বৃদ্ধি -- Hepar Sulph.

★ হাঁপানি বর্ষাকালে বৃদ্ধি -- Nat Sulph.

★হাঁপানি শীতকালে বৃদ্ধি -- Nat Mur.

★হাঁপানি বসন্ত ও গরমকালে বৃদ্ধি -- Lachesis.

★হাঁপানি শীত ও গরম কালে বৃদ্ধি, বর্ষার ভালো-- Hepar Sulph.

★হাঁপানি শুধুমাত্র গরমকালে দেখা যায় -- Kali B**h.

★হাঁপানি শুধুমাত্র বর্ষাকালে দেখা যায় -- Rhododendron.

★হাঁপানি শুধুমাত্র শীতকালে দেখা যায় -- Merc Sol.

★ হাঁপানি পরিশ্রমে বৃদ্ধি -- Asafoetida, Cocca.

★হাঁপানি আমাবস্যায় বৃদ্ধি -- Thuja.

★হাঁপানি পূর্নিমায় বৃদ্ধি -- Calc Carb.

★ হাঁপানি আমাবস্যা ও পূর্নিমায় বৃদ্ধি -- Silicea.

★হাঁপানি ঘুমাইলে বৃদ্ধি -- Ammon Carb, O***m.

★হাঁপানি রাত্রিতে ঘুমাইলে বৃদ্ধি -- Aralia Raci, Lachesis, Sambucus Nig.

★হাঁপানি সকালে ও ঠান্ডা পানিতে বৃদ্ধি --Causticum.

★হাঁপানি দিন/রাত১২টা--২টা বৃদ্ধি- Arsenic, Spongia.

★হাঁপানি সন্ধ্যা হতে বৃদ্ধি -- Phosphorus.

★হাঁপানি রাত ২টা--৪টা বৃদ্ধি -- Kali Group.

★হাঁপানি শেষ রাতে বৃদ্ধি -- Nat Sulph.

★হাঁপানি কথা বললে বৃদ্ধি -- Drosera, Mephitis

★ হাঁপানি গন্ধে / ঘ্রাণে বৃদ্ধি -- Sangunaria Can.

★ হাঁপানি ফুলের ঘ্রাণ বৃদ্ধি -- Sangunaria Can.

24/02/2023

আমার নাম মোঃ***ইসলাম
আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট,(ফিজিওথেরাপিস্ট),
আমি ২০১৬ সাল থেকে হস্তনমৈথনে অব্যস্ত,আমি বুজতে পারতেছি যে হস্তনমৈথন করা ঠিক না কিন্তু আমি এইটা ছাড়তে পারতেছি না,,,
কিছু দিন যাবৎ লক্ষ করলাম আমার লিঙ্গ আগের মতো শক্ত হচ্ছে না,এবং আগের মতো শক্তি পাচ্ছি না, আমার লিঙ্গ আগে ছিলো ৭'+কিন্তু এখন মাত্র ৫' এর মতো,,,
আমার সমস্যা গুলো আপনি একটু দেখবেন এবং আমার কি কি করা লাগবে বললে আমার অনেক উপকার হইতো|
আমার ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তিত স্যার,,একটু উপকার করবেন স্যার,❤️❤️

পরামর্শঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ!

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পেজে সমস্যা শেয়ার করার জন্য!!

**** দীর্ঘদিন হস্তমৈথুন করলে তো তার কিছু না কিছু নেতিবাচক প্রভাব পড়বেই।

শরীরে যৌন উত্তেজনা উঠানামা করে পুরুষের টেস্টোস্টেরন কম হলে।
যখন টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে তখন আপানার লিঙ্গ পূর্বের ন্যায় আপনাআপনি হয়ে যাবে।

উত্তেজনা কমে গেলে লিঙ্গের রুট ভেতরের দিকে লুকায়িত থাকে।উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে বের হয়ে বড় দেখায়।

হস্তমৈথুন করা কবিরা গোনাহ। আজ পর্যন্ত এটা করে কেউ সুখী হতে পারেনি।যতো দ্রুত পারেন ছেড় দিয়ে বিবাহ সাদি করে নিবেন।
বিয়েতে বরকত আছে।যৌবন চলে গেলে সেটা কোনভাবেই ফিরে পাওয়া সম্ভব না।এখন যে চাহিদা আপনার ধীরে ধীরে কমে যাবে।
বেশি কষ্ট হলে নফল রোজা রাখুন। উত্তেজক খাবার এড়িয়ে চলুন।
যিনা ব্যভিচারের ধারের কাছেও যাবেন না এখানে গেলে কেউ ফিরে আসেনা।

*** বিয়ের আগে যৌন হরমোন টেস্টোস্টেরন পরীক্ষা নিরীক্ষা করে নিবেন।
ফলাফল অনুযায়ী চিকিৎসা নিলে বেশ উপকৃত হবেন ইনশাআল্লাহ।

22/02/2023

#যৌন মিলনের উপকারিতা🎇:-

১) সপ্তাহে দু`দিন যৌন মিলন পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বহুলাংশে কমিয়ে দেয়।♥️
২) যৌন মিলন ব্যথা উপশমে অব্যর্থ। যৌন মিলনের সময় অর্গাজমের ফলে অক্সিটোসিন হরমোন ক্ষরণের মাত্রা পাঁচ গুণ বৃদ্ধি পায়। এর সঙ্গেই শরীর এন্ডোরফিনস ক্ষরণ করে যা ব্যাথা কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

৩) নিয়মিত যৌন মিলন শরীরে IGA অ্যান্টিবডির সংখ্যা বাড়িয়ে তোলে। যা রোগ প্রতিরোধে অপরিহার্য্য।

৪) সহবাস ক্লান্তি দূর করে। মানসিক শান্তি তৈরি করে।

৫) যৌন মিলনের পরবর্তী ঘুম আরাম ও শান্তির হয়। যা সার্বিক ভাবে শারীরিক সুস্থতা বৃদ্ধি করে।
৬) প্রতি বার যৌন মিলনের ফলে অন্তত পক্ষে ৮০ ক্যালরি করে ক্ষয় হয়। ফলে ওজন ঝরানোর জন্য মোক্ষম পদ্ধতি সহবাস।

৭) যৌন মিলন চলাকালীন ডিহাইড্রোএপিএনস্টেরন নামের একটি হরমোন ক্ষরিত হয়। এই হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন কোষ-কলাকে মেরামত করে। ফলে আয়ু বৃদ্ধি পায়।

৮) সহবাসের সময় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়। ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ও কোষে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায়।
৯) সহবাস চলাকালীন অতিরিক্ত টেস্টোস্টেরনের ফলে যৌন মিলন তৃপ্তি দায়ক হয় এটা সবারই জানা। কিন্তু অনেকেরই জানা নেই টেস্টোস্টেরন একই সঙ্গে হাড় মজবুত করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হার্টের সুস্থতা বজায় রাখে। মহিলাদের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত ইস্ট্রোজেন ক্ষরণ হার্টের সুস্থতা বজায় রাখে, এবং গন্ধ নিয়ন্ত্রণ করে।

১০) সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলন বাহ্যিকভাবে আপনার বয়সের চাপ কমিয়ে দিতে পারে। সহবাসের সময় শরীরে অক্সিটোসিন, এন্ডোরফিন জাতীয় মলিকিউলস ক্ষরণ বৃদ্ধি পায়। ক্ষতিগ্রস্থ ত্বক কোষ গুলিকে মেরামত করতে পারে এই মলিকিউলস গুলি।
➡️এছাড়া এই সময় যৌন মিলন চলাকালীন যে গ্রোথ হরমোন ক্ষরিত হয় তা চামড়ার ভাজ প্রতিরোধ করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ত্বকের লাবণ্য ধরে রাখে।।।।
১১) নিয়মিত সহবাসে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট ও আটল থাকে।।।
১২) একই সঙ্গীর সাথে সহবাস করলে দীর্ঘ সময় সহবাস করা যায়। অর্থাৎ দ্রুত বীর্যারোহণ দূর হয়।।।
১৩) বিয়ে করলে অযাচিত, ফালতু যৌন কল্পনা দূর হয়ে বাস্তব চিন্তা ধারা কাজ করে।।
১৪) নিয়মিত একই স্ত্রীর সঙ্গে সহবাস করলে সেক্সের কলাকৌশল আয়ত্তে আসে। ফলে নানা রকম কাল্পনিক ভয়ভীতি দূর হয়।।।। আর যাদের চরিত্র খারাপ তাদের কথা ভিন্ন।।

➡️যারা বিয়ের আগে নানা উপায়ে বা নানা কারনে নিজের জীবন-যৌবন ধ্বংস করছেন তারা নিসন্দেহে যৌন সমস্যায় ভোগবেন।।। মনে রাখবেন যৌন সমস্যা সহজে আরোগ্য হতে চায় না।। নিজে নিজে সমস্যা তৈরি করে গ্যারান্টি যুক্ত বিজ্ঞাপনে পা দিয়ে প্রতারনার স্বীকার হবেন আর চিকিৎসকে দোষারোপ করবেন।।। তাই আগেই সতর্ক♥️ করছি নিজের চরিত্র নিজেই সংশোধন করুন। পর্নোগ্রাফি, হস্তমৈথুন, ঘষাঘষি থেকে বিরত থাকুন।।। আর তা না হলে সংসার জীবনে বহু কষ্ট পোহাতে😇 হবে।

12/02/2023

দুই বন্ধু জ্বর নিয়ে দুটো জায়গায় গিয়েছিল তারপর !

11/02/2023

৪০ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।©®

Photos from Dr. Rashidul Islam Akash's post 31/01/2023
Photos from Dr. Rashidul Islam Akash's post 31/01/2023

বুদ্ধি টা মন্দ না।
চাইলে আপনিও করতে পারেন।

30/01/2023

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যা সংগঠিত হয়, যখন কতিপয় ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের আক্রমণ থেকে বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। এসব ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এরা অ্যান্টিবায়োটিকের উপস্থিতিতে অভিযোজিত হয়ে যায় বলে, নিজেদের স্বাভাবিক গতিতে বেড়ে উঠতে ও বংশবিস্তার করতে পারে। ফলে মানুষ বা পশুর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আগে যে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তাদের রোগ সেরে যেত, এখন আর সেই অ্যান্টিবায়োটিকে তা সারে না, বরং ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

#হোমিও_চিকিৎসা_নিন_ঝুঁকি_মুক্ত_জীবনযাপন_করুন_নিরাপদ_থাকুন।

30/01/2023

উপদেশমূলক একটি গল্পঃ
★পরকীয়া এবং.......
সিঙ্গাপুর এয়ারপোর্টে অর্থনীতি বিভাগের
সাবেক চেয়ারম্যান কে দেখেই-
আকাশঃ স্যার, আসসালামু আলাইকুম।
আমাকে চিনতে পেরেছেন স্যার?
শিক্ষকঃ আকাশ,ব্রিলিয়ান্ট স্টুডেন্ট,ফার্স্ট ক্লাস
সেকেন্ড। আর তোমার স্ত্রী স্মৃতি,ফার্স্ট ক্লাস ফার্স্ট।
আকাশঃজ্বী স্যার। Vacation- এ এসেছিলেন?
শিক্ষকঃ না, সিডনি থেকে কানেক্টিং ফ্লাইট।
আমার মেয়ের নবাগত সন্তান দেখতে এসেছিলাম।
তুমি একা কেন? তোমার সন্তান কয়জন?
আকাশঃঅফিসের কাজে এসেছিলাম স্যার।
আমার এক ছেলে এক মেয়ে স্যার।
শিক্ষকঃ মাশআল্লাহ।ওরা কেমন আছে?
আকাশঃস্যার ওরা ভালো আছে। আমি ভালো নেই।
মুচকী হেসে শিক্ষক বললেন কেন?
পরকীয়া করছো নাকি?
আকাশঃজ্বী স্যার।
শিক্ষকঃ মহিলা দেখতে কেমন? বয়স কত হবে?
আকাশঃস্যার, আমার সেক্রেটারী। বয়স২৫ বছর হবে হয়তো। দেখতে খুব সুন্দরী এবং স্মার্ট।
শিক্ষকঃ চলো,বোর্ডিং পাস নিয়ে পাশাপাশি বসে গল্প করতে করতে ঢাকায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
বোর্ডিং পাস নিয়ে শিক্ষক বললেনঃস্মৃতি তোমাকে নিশ্চয়ই আগের মত সময় দেয় না!
আকাশঃ জ্বী স্যার। অফিস থেকে এসেই- সারাক্ষন সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আর ওদের লেখা পড়া নিয়ে মেতে থাকে।
শিক্ষকঃ তোমার প্রতি তাঁর কোনো খেয়াল নেই।
আকাশঃ ঠিক বলেছেন স্যার। একেবারে অশান্তি করে রেখেছে সংসারে।
শিক্ষকঃ আমাদের দেশের মেয়েদের এই একটা বড় সমস্যা।বড্ড Emotional.
তবে আমি তোমাকে পুরো সমর্থন করি।
হাজারো হলে আমরা অর্থনীতি নিয়েই ছিলাম-তাই ডিমান্ড এন্ড সাপ্লাই আমরা খুব ভালো বুঝি।
চালিয়ে যাও। বিয়ে করছো?
By the by স্মৃতি কি জানে কিছু?
আকাশঃ না স্যার ও এখনো কিছু বুঝতে পারেনি।
আমি ঢাকায় গিয়েই আইনজীবির সাথে আলাপ করে ডিভোর্স ফাইল করবো। আমার ফেন্সিও ডিভোর্স ফাইল করবে।
বেচারীর স্বামীটা খুব খারাপ। ওকে খুব মেন্টালি এমনকি ফিজিক্যালিও টর্চার করে।
শিক্ষকঃ Oh!very sad.
মহিলা কি তোমাকে ভালোবাসে?
আকাশঃজ্বী স্যার। ভীষন ভীষন ভালোবাসে।আমাকে ছাড়া ও বাঁচবেই না।
শুধু তাই না স্যার-আজীবন ভালোবেসে যাবে।
শিক্ষকঃ Great lady, you are lucky guy, enjoy the life.
বিমানবালা স্ন্যাক্স নিয়ে এলে শিক্ষকঃ ম্যাম, প্লিজ ব্ল্যাক কফি।
আকাশের দিকে তাকিয়ে শিক্ষকঃ তুমি কি খাবে?
আকাশঃআমিও ব্ল্যাক কফি স্যার।
শিক্ষকঃ বিয়ে করতে যাচ্ছ-You need more sugar, Man.
তোমাকে কিছু প্রশ্ন করতে পারি?
আকাশঃঅবশ্যই স্যার।
শিক্ষকঃ ধরো,তোমার কোম্পানী অফার দিলো Right now-তিন কোটি টাকা Reward অথবা পাঁচ বছর পর পাঁচ কোটি। তুমি কোন অফার Accept করবে?
আকাশঃঅবশ্যই Right now অফার।
শিক্ষকঃ আমি একমত হলাম না। আমি পাঁচ বছর অপেক্ষা করতাম।
পাঁচ কোটি বলে কথা।
আকাশঃস্যার পাঁচ বছর পর্যন্ত কোম্পানী বা আমার চাকরী থাকবে কিনা,কি গ্যারান্টি।
শিক্ষকঃ ব্রিলিয়ান্ট Answer, Next question, তুমি যেনো কোন কোম্পানীতে আছো?
আকাশঃস্যার, Google এর South East Zone এর Vice President.
শিক্ষকঃ OMG, ধরো Bankrupted এক কোম্পানী তোমাকে বর্তমান বেতনের ডাবল অফার দিলে তুমি কি করবে?
আকাশঃআমি জয়েন্ট করবো না।
শিক্ষকঃ ডাবল বেতন। সাথে বিদেশ ট্যুর। চিন্তা করে বলো।
আকাশঃস্যার, এগুলোতো হায় হায় কোম্পানী। আজ আছে কাল নেই।
শিক্ষকঃ তোমার দুটো উত্তর থেকেই বলছি-
বর্তমানে তোমার স্ত্রী তোমাদের সন্তান অর্থাৎ হৃদয়ের টুকরো দুটোকে ভালোবাসা দিচ্ছে এবং পরোক্ষভাবে সেই ভালোবাসা তুমি পাচ্ছ।
তোমার ফেন্সিও তোমাকে পরবর্তীতে কতটুকু ভালোবাসা দেবে তুমি জানো না।
সেই বর্তমান আর পাঁচ বছরের Rewardএর মত।
Next উত্তরটি হতে বলছি- স্ত্রী হলো তোমার Google এর মত স্থায়িত্ব। আর Rewardable
সেই মহিলাটি তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসা মানে তোমার সেই Bankrupted কোম্পানীর মত। হায় হায় কোম্পানী।
বাকীটা তোমার জীবন-তোমার সিদ্ধান্ত। কথা বলতে বলতে ঢাকায় চলে এলাম।
চোখের পানি মুছতে মুছতে আকাশ বললো-স্যার এভাবে আমি ভাবিনি।
আমি সব ছেড়ে দিয়ে শুধু আমার সন্তান আর স্ত্রীর দিকে মনোযোগ দেব।
আপনি আমার চোখ খুলে দিয়েছেন।
শিক্ষক হ্যান্ড ব্যাগ থেকে দুটো বড় ক্যান্ডির প্যাকেট আর একখানা ডায়মন্ডের রিং আকাশের হাতে দিয়ে বললো -আমি জানি তুমি স্মৃতির জন্য নিশ্চয়ই কোনো গিফট কিননি।
প্রতিটা স্ত্রীর প্রিয় জিনিস হলো স্বামীর হাতে করে আনা উপহারটুকু। সেটা যে কোন মূল্যের হোক। এই আংটিটা ওকে দিয়ে বলবে-তুমি সিঙ্গাপুর থেকে ওর জন্য পছন্দ করে কিনেছো। দেখবে মেয়েটি আমার-খুব খুশি হবে। আমি তোমার ম্যাডামের জন্য কিনেছিলাম। এখন না হয় আমার মেয়েকে দিলাম।
ভালো থেকো বাবা। যোগাযোগ করো।
শিক্ষনীয় বিষয় হলোঃ-
"জীবনের চলার পথে এমন কিছু মহান ব্যক্তির সংস্পর্শে এসে পুরো জীবনটা বদলে যায়। "
তাঁরা শুধু মানুষের কল্যাণ কামনা করে প্রশান্তি পেয়ে থাকে।

Want your organization to be the top-listed Non Profit Organization in Rajshahi Division?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন
বাসায় বাচ্চা থাকলে খেয়াল রাখা জরুরী
দুই বন্ধু জ্বর নিয়ে দুটো জায়গায় গিয়েছিল তারপর !

Telephone

Website

Address


Bishubari Road
Rajshahi Division
5740

Other Nonprofit Organizations in Rajshahi Division (show all)
Center for Reproductive Rights Center for Reproductive Rights
Rajshahi Division

For over 25 years, the Center for Reproductive Rights has used the power of law to advance reproductive rights as fundamental human rights around the world.

Immigration Equality Immigration Equality
Rajshahi Division

Fighting for justice and equality for LGBTQ and HIV positive immigrants & families.

Ladyt Supporting tv1 Ladyt Supporting tv1
Rajshahi Division

Fundación Impulsores por la Vida Fundación Impulsores por la Vida
Avenida San Agustín
Rajshahi Division

Coafrwo Contemporary African World / le Monde Africain Contemporain. Coafrwo Contemporary African World / le Monde Africain Contemporain.
Rajshahi Division

CETTE PAGE EST DEDIEE A TOUS LES AFRICAINS, AFRICAINS DESCENDANTS ET SYMPATHISANTS

Comité des fêtes de château landon - 77570 Comité des fêtes de château landon - 77570
Rajshahi Division, 77570

Découvrez les fêtes et animations de château landon, ville médiéval

Seward Park Conservancy Seward Park Conservancy
Canal Street And Essex St
Rajshahi Division, 10002

The Seward Park Conservancy advocates for the Lower East Side's historic park and playground

Tamang Ayuda Foundation Tamang Ayuda Foundation
Rajshahi Division

Tulong tulong upang humakbang

Bandera Foundation Bandera Foundation
Rajshahi Division, 10003

Non profit organization. 100% donations go towards helping Ukrainian defenders

Distant Tribe Distant Tribe
Rajshahi Division

Were all here to accomplish great things.

Dilip Kumar Patel Dilip Kumar Patel
Rajshahi Division