Humanity Bach

Student help page

Photos from Humanity Bach's post 03/12/2022
02/12/2022

➡️ সমাজবিজ্ঞান ২য় পত্র

🎆 ১ম অধ্যায়:

♦️ বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ধরা / ড. এ কে নাজমুল করিম ১০০%
♦️ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

🎇 ৪র্থ অধ্যায়:

♦️নৃ- গোষ্ঠীর উৎপত্তি বসবাস ও সাংস্কৃতিক জীবনধারা / চাকমা, গারো, সাওতাল মগ, রাখাইন , মণিপুরী ( ২-৩ টা সৃজনশীল থাকবে এই অধ্যায়ে)

🎇 ৫ম অধ্যায়:

♦️ ভাষা আন্দোলন ১০০%
♦️আর্থসামাজিক বৈষম্য
♦️ ছয়দফা, গনঅভ্যুত্থান ১০০%

🎇 ৬ ষষ্ঠ অধ্যায়:

♦️ গ্রামীণ ও শহরের সমাজের পার্থক্য ১০০%
♦️ গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ধারা ১০০%

🎇 ৯ম অধ্যায়:

♦️জনসংখ্যা সমস্যা
♦️ বেকারত্ব
♦️নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা ১০০%
♦️পরিবেশগত সমস্যা ১০০%
সমাজবিজ্ঞান ১পাঠ সাজেশন পেতে আমাদের পেজে লাইক কমেন্ট, ও ফলো করুন

30/06/2022

⚫ একই সাল কিন্তু ঘটনা ভিন্নঃ

১। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-১৯৬৪ সালে
২। চায়না পারমাণবিক বিস্ফোরণ ঘটায়-১৯৬৪ সালে
৩। পি এল ও গঠিত হয়-১৯৬৪ সালে
৪। আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়-১৯৬৪ সালে
৫। গ্রুপ 77 গঠিত হয়-১৯৬৪ সালে
৬। বাংলাদেশ টিভি চালু হয়-১৯৬৪ সালে
৭। মার্টিন লুথার কিং শান্তিতে নোবেল পান-১৯৬৪ সালে
৮। বাংলাদেশের রেলপথ স্থাপিত হয়-১৯৬৪ সালে
৯। আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় -১৯৬৪ সালে
এখন হবে বিরতি। বিরতি শেষে আবার শুরু করা যাক।

১। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়-১৯৭৪ সালে
২। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-১৯৭৪ সালে
৩। বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-১৯৭৪ সালে
৪। আকু (ACU) প্রতিষ্ঠিত হয়-১৯৭৪ সালে
◼️
১। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয়-১৯৬২ সালে
২। ভারত চীন যুদ্ধ হয়-১৯৬২ সালে
◼️
#নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে
#বেনেলাক্স প্রতিষ্ঠিত হয় 1958 সালে
◼️
১। রুশ বিপ্লব হয় -1917 সালে
২। বেলফোর ঘোষণা হয়-1917 সালে
৩। লায়ন্স ক্লাব গঠিত হয়-1917 সালে
৪। অক্টোবর বিপ্লব হয়- 1917 সালে
৫। রেডক্রস প্রথম নোবেল -1917 সালে
৬। প্রথম পুলিৎজার পুরস্কার দেয়া হয় -1917 সালে
৭। শওকত ওসমানের জন্ম- 1917 সালে
৮। আহসান হাবীবের জন্ম -1917 সালে
◼️
১। স্মাইল ট্রেন প্রতিষ্ঠিত হয় 1999 সালে
২। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি
৩।G-20 প্রতিষ্ঠিত হয় 1999 সালে
◼️
১। গোয়েন্দা সংস্থা মোসাদ গঠিত হয়- 1949 সালে
২। ন্যাটো গঠিত হয়- 1949 সালে
৩। জেনেভা কনভেনশন স্বাক্ষর হয় -1949 সালে
৪। উইলিয়াম ফকনার নোবেল পুরস্কার লাভ করেন -1949 সালে
৫। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়- 1949 সালে
◼️
১। এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত হয়- 1961 সালে
২। বার্লিন দেয়ালের নির্মাণ করা হয়-1961 সালে
৩। জোট নিরপেক্ষ আন্দোলন NAM গঠিত হয়- 1961 সালে
৪। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) গঠিত হয় -1961 সালে
৫। বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়- 1961 সালে
৫।wwf গঠিত হয় -1961 সালে
৬। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায়- 1961 সালে
৭। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট প্রতিষ্ঠা লাভ করে -1961 সালে

30/06/2022

# **সাধারণ জ্ঞানঃ-- **

* **1. 🌄সর্যোদয়ের দেশ -জাপান।**
* **2.ℹ️ভমিকম্পের শহর- ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)**
* **3.📗নিষিদ্ধ শহর -- লাসা**
* **4.📗নিষিদ্ধ দেশ-- তিব্বত**
* **5.💎মক্তার দ্বীপ - বাহরাইন।**
* **6.💎মক্তার দেশ - কিউবা।**
* **7.💎পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।**
* **8.💒পবিত্র পাহাড়- ফুজিয়ামা, জাপান।**
* **9.⛪️পবিত্র ভূমি- জেরুজালেম।**
* **10.💒পবিত্র দেশ- ফিলিস্তিন।**
* **11.ℹ️পথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় - মক্কা**
* **12.🌄নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।**
* **13.🏞️হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড**
* **14.🏞️হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড ।**
* **15.🏕️দবীপের মহাদেশ- ওশেনিয়া।**
* **16.🏕️দবীপের নগরী- ভেনিস।**
* **17.ℹ️সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।**
* **18.ℹ️সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।**
* **19.ℹ️দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।**
* **20.ℹ️পরাচ্যের গ্রেট ব্রিটেন - জাপান।**
* **21.ℹ️পরাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।**
* **22.ℹ️ধীবরের দেশ- নরওয়ে**
* **23.ℹ️আগুনের দ্বীপ- আইসল্যান্ড।**
* **24.💚ইউরোপের প্রবেশদ্বার -- ভিয়েনা**
* **25.💚ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।**
* **26.💚ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।**
* **27.💚ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।**
* **28.💚ইউরোপের ককপিট- বেলজিয়াম।**
* **29.ℹ️ইংল্যান্ডের বাগান- কেন্ট।**
* **30.ℹ️উত্তরের ভেনিস- স্টকহোম।**
* **31.ℹ️উদ্যানের শহর- শিকাগো।**
* **32.🌆গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।**
* **33.🌃জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।**
* **34.🌃বিশ্বের রাজধানী-- নিউইয়র্ক**
* **35.🌆বিগ আপেল -- নিউইয়র্ক**
* **36.🍁চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।**
* **37.🍁চির শান্তির শহর- রোম, ইতালি।**
* **38.🍁চির সবুজের দেশ- নাটাল।**
* **39.ℹ️চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।**
* **40.ℹ️চীনের দুঃখ- হোয়াংহো নদী**
* **41.ℹ️পরাচীরের দেশ- চীন।**
* **42.ℹ️বাংলার দুঃখ- দামোদর নদী**
* **43.ℹ️হলদে চীন- হোয়াংহো**
* **44.ℹ️দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।**
* **45.🧡দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।**
* **46.🧡পশমের দেশ- অস্ট্রেলিয়া**
* **47.🧡কযাঙারুর দেশ- অস্ট্রেলিয়া**
* **নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।**
* **48.⛰️নীল নদের দান- মিশর।**
* **49.⛰️নীল নদের দেশ- মিশর।**
* **50.⛰️পিরামিডের দেশ- মিশর।**
* **51.ℹ️বাজারের শহর- ক

30/06/2022

#সাম্প্রতিক__প্রশ্নোত্তর
সূত্র: জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্ন :-১— জুন ২০২২ পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে?
উত্তর : ৪৩টি দেশের ৫৫টি মিশনে।

প্রশ্ন :-২— বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪৪৮ জন।

প্রশ্ন :-৩—অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি?
উত্তর : ১১৬টি । সরকারি ৩৭টি, বেসরকারি ৭৩টি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ৬টি

প্রশ্ন :-৪—অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, মোট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ কত?
উত্তর : ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট।

প্রশ্ন :-৫— অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) দ্বিতীয় নারী সচিব কে?
উত্তর : শরিফা খান; ERD'র প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন

প্রশ্ন :-৬— আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : মুন্সিগঞ্জ ।

প্রশ্ন :-৭—জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর : মোহাম্মদ আব্দুল মুহিত।

প্রশ্ন :-৮— দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।

প্রশ্ন :-৯—তুরস্কের বর্তমান নাম কী?
উত্তর : তুর্কিয়ে ।

প্রশ্ন :-১০— সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৩১ মে ২০২২।

প্রশ্ন :-১১— 'যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত, রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া’-কে এবং কবে উক্তিটি করেন?
উত্তর : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার; ২৩ মে ২০২২।

প্রশ্ন :-১২—- ভারতে প্রথমবারের মতো কবে বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়?
উত্তর: ১৪ জুন ২০২২

প্রশ্ন :-১৩— বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন অনুযায়ী, পর্যটকের সংজ্ঞা কী?
উত্তর : কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময় অন্য জায়গায় থাকেন। তবে তিনি পর্যটক হিসেবে গণ্য হবেন। তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না।

প্রশ্ন:-১৪— ৯ জুন ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন ৫টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

প্রশ্ন :-১৫—প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক
বুকার পুরস্ক

Photos from প্রফেসর প্লাস নার্সিং অ্যাডমিশন কেয়ার, রংপুর।'s post 02/06/2022
📝নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২২ইং 📖চূড়ান্ত মডেল টেস্ট-১২ 02/06/2022

📝নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২২ইং 📖চূড়ান্ত মডেল টেস্ট-১২ সৌজন্যে- মোঃ মুনসুর আলী (RpMC) লেকচারার- সাধারণ বিজ্ঞান নিউকন নার্সিং ভর্তি কোচিং, রংপুর। ☎️০১৮৮২-১৬৮৮১০✉️

24/01/2022

পেজে ক্লাস পেতে সবাই বেশি বেশি ইনভাইট করুন

19/01/2022

Hsc বাংলা ২য় পত্র
সংক্ষিপ্ত প্রশ্ন
(বাংলা উচ্চারণের নিয়ম)
প্রশ্ন-১। বাংলা ‘অ’-ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর : নিচে বাংলা ‘অ’-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম তুলে ধরা হলো।
১। শব্দের আদ্য ‘অ’-এর পরে ‘য’ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সে ক্ষেত্রে ‘অ’-এর উচ্চারণ ‘ও’ কারের মতো হয়। যেমন—অদ্য (ওদদো), কন্যা (কোননা) ইত্যাদি।
২। ‘অ’-যদি না-বোধক হয় তাহলে ‘অ’-ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে। যেমন—অনিয়ম, অদূর, অমর ইত্যাদি।
৩। ‘অ’-এর পরে ‘ক্ষ’ থাকলে সে ক্ষেত্রে ‘অ’-এর উচ্চারণ ‘ও’ ধ্বনির মতো হয়। যেমন—অক্ষ (ওকখো), দক্ষ (দোকখো) ইত্যাদি।
৪। ‘অ’-এর পরে যদি ই, ঈ, উ, ঊ থাকে তাহলে ‘অ’-এর উচ্চারণ ‘ও’ ধ্বনির মতো হয়। যেমন—অভিমান (ওভিমান), নদী (নোদি) ইত্যাদি।
৫। শব্দের প্রথমে ‘অ’-যুক্ত ‘র’ ফলা থাকলে সে ক্ষেত্রেও আদ্য ‘অ’-এর উচ্চারণ ‘ও’কারের মতো হয়। যেমন—ক্রম (ক্রোমো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।
প্রশ্ন-২। ‘এ’-ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর : নিচে ‘এ’-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ উপস্থাপন করা হলো।
১। একাক্ষর সর্বনাম পদের ‘এ’-সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত ‘এ’-কার রূপে উচ্চারিত হয়। যেমন—কে, সে, যে ইত্যাদি।
২। শব্দের প্রথমে যদি ‘এ’-কার থাকে এবং তার পরে ই, ঈ, উ, ঊ, এ, ও, য়, র, ল, শ, এবং হ থাকলে সাধারণত ‘এ’- অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন—একি, দেখি, মেকি ইত্যাদি।
৩। ‘এ’-কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যুক্ত হলে, সাধারণত সে ‘এ’-কারের উচ্চারণ ‘অ্যা’ হয়ে থাকে । যেমন—ঠেলা (ঠ্যালা), ক্ষেপা (খ্যাপা) ইত্যাদি।
৪। এক, এগারো, তেরো ইত্যাদি সংখ্যাবাচক শব্দের ‘এ’-ধ্বনি ‘অ্যা’-এর মতো উচ্চারিত হয়। যেমন—অ্যাক, অ্যাগারো, ত্যারো ইত্যাদি।
৫। বর্তমানের অনুজ্ঞায়, তুচ্ছার্থে ও মধ্যম পুরুষের ক্রিয়াপদে ‘এ’-এর উচ্চারণ ‘অ্যা’-এর মতো হয়। যেমন—দেখ (দ্যাখ), খেলা (খ্যালা) ইত্যাদি।
প্রশ্ন-৩। ব-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর : ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখা হলো—
১। পদের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্ণে ব-ফলা যুক্ত হলে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন—জ্বলন্ত (জলোনতো), স্বাগত (শাগতো) ইত্যাদি।
২। পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে ‘ব-ফলা’ যুক্ত হলে সংযুক্ত বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন—আশ্বিন (আশশিন), অশ্ব (অশশো) ইত্যাদি।
৩। ম-ব্যঞ্জনের

19/01/2022

এইচএসসি পরীক্ষার 2022
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন
ষষ্ঠ অধ্যায়: ***১৯৭০সালের নির্বাচন ও ফলাফল ও এর গুরুত্ব
*৭মাচের ভাষণ
***২৫শে মার্চ এর হত্যাযজ্ঞ
*১৯৭১ মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশে ও জাতিসংঘের ভূমিকা
***মহান মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের ভূমিকা
পঞ্চম: ***১৯৫৪সালের নির্বাচনের ফলাফল, গুরুত্ব ও তাৎপর্য
***পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য
*** ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য
***ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ঘটনাবলি ও ফলাফল
পরবর্তী অধ্যায়গুলো সাজেশন পেতে পেজে লাইক কমেন্ট ও শেয়ার করুন

14/01/2022

এইচএসসি ব্যাচ ২০২২ এর সমাজবিজ্ঞান সাজেশন
➡️ সমাজবিজ্ঞান ২য় পত্র

🎆 ১ম অধ্যায়:

♦️ বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ধরা / ড. এ কে নাজমুল করিম ১০০%
♦️ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

🎇 ৪র্থ অধ্যায়:

♦️নৃ- গোষ্ঠীর উৎপত্তি বসবাস ও সাংস্কৃতিক জীবনধারা / চাকমা, গারো, সাওতাল মগ, রাখাইন , মণিপুরী ( ২-৩ টা সৃজনশীল থাকবে এই অধ্যায়ে)

🎇 ৫ম অধ্যায়:

♦️ ভাষা আন্দোলন ১০০%
♦️আর্থসামাজিক বৈষম্য
♦️ ছয়দফা, গনঅভ্যুত্থান ১০০%

🎇 ৬ ষষ্ঠ অধ্যায়:

♦️ গ্রামীণ ও শহরের সমাজের পার্থক্য ১০০%
♦️ গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ধারা ১০০%

🎇 ৯ম অধ্যায়:

♦️জনসংখ্যা সমস্যা
♦️ বেকারত্ব
♦️নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা ১০০%
♦️পরিবেশগত সমস্যা ১০০%

29/10/2021

Page a class nawya hoba

Photos from Humanity Bach's post 30/08/2021

7 week

Photos from Humanity Bach's post 30/08/2021

7week English

Photos from Humanity Bach's post 27/08/2021

Ict

Photos from Humanity Bach's post 26/08/2021

ইসলাম শিক্ষা।সবাই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন

23/08/2021

তৎসম শব্দ চিনবেন যেভাবে—
শব্দে (ণ, ষ, ঋ, ক্ষ, হ্ম, ষ্ণ, ঈ, ঊ, ী, ‍ূ, ‍ৃ) থাকলেই তা তৎসম শব্দ। যেমন— সূর্য, নক্ষত্র, বৃক্ষ, অক্ষি, অষ্ট. সূত্রধর, ভূস্বমী, ঋণ, উষ্ণ, নীল ইত্যাদি। ব্যতিক্রম: পোষা, বোষ্টম, কেষ্ট, খ্রিষ্ট, খ্রিষ্টীয়, খ্রিষ্টাব্দ, খ্রিষ্টান তৎসম শব্দ নয় অর্থাৎ অ-তৎসম শব্দ।
বিসর্গযুক্ত বা বিসর্গ সন্ধিসাধিত সকল শব্দ তৎসম শব্দ।
বহুবচনবাচক গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, রাজি, রাশি, মালা যুক্ত থাকলেই তা তৎসম শব্দ।
শব্দের শেষে তব্য, অনীয়, বান, মান, তর, তম, তা, ত্ব, র্য— যুক্ত থাকলে তা তৎসম শব্দ।
তৎসম উপসর্গযুক্ত সকল শব্দ তৎসম শব্দ। ব্যতিক্রম: আ, সু, বি, নি— এই ৪টি উপসর্গযুক্ত থাকলে সেটি বাংলা শব্দ হতে পারে আবার তৎসম শব্দও হতে পারে। এই ক্ষেত্রে মূল শব্দ অনুযায়ী সেটি সেই ভাষার শব্দ হবে।
সূত্রের বাইরের তৎসম শব্দগুলো মনে রাখবেন যেভাবে: ধর্মের পাত্র-পত্র ও পঞ্চমতলা ভবন বিশিষ্ট দেখে কন্যা হস্তগত করলে চন্দ্র ও গ্রহের ন্যায় মস্তক উজ্জ্বল হবে।
আরো কিছু তৎসম শব্দ: লতা, ভবন, নিদাঘ, আভাস, শিখর, তনু, আসন।

Photos from Humanity Bach's post 20/08/2021

Social work

Photos from Humanity Bach's post 18/08/2021

Hsc bach ২২ar social since

13/08/2021
13/08/2021

এই Composition গুলো শিখলে নিজ
থেকে বানিয়ে লেখার চেষ্টা
করবে
--------Problem Related Composition---
Composition এর নাম সমুহ:
01.Population problem
02. Food problem
03. Dowry problem
04. unemployment Problem
05. Traffic jam
06.Load shedding
07. Natural Disaster
08.Geeen house effect
09.The dangers of Drug addiction
10.Price hike
→→→Bangladesh is very small country.There are many problems in our country. Some of them are big and some of them are small. Some of them are Preventable and some of them are unpreventable.But problem is problem. It may be Different only.Such as(Composition name. ).
and so on.
(Composition name) is one of the greatest Problem in our country. There are various Causes of it. Firstly,most of the people of our country are uneducated.They are not conscious about the problem, Secondly, we are usually backward thirdly, our government is also responsible for this vital problem. Fourthly We are not economically self sufficient and our countries is developing country, so we have faced this momentous problem. Finally it is our Political unrest which is responsible for this problem
Nowadays (Composition name ) is a burning question in the third world countries like ours we can not lead a normal life for this problem. Day by day it is going out of control. though everybody feels the problem in our country but no body takes proper steps to remove it, we should realize that it spoils the peace in our normal life.
But this problem is not out of solution. it can be solved if we try to best in our ability proper steps should be taken to solve it. A government or a man can not solve (Composition name)by himself
so, we should all work hard together to solve this problem. it is not only our national problem but also a worldwide problem. we can easily realize about the effect of it.we hope,we will be able to overcome (Composition name) in the days to come.
Every Conscious citizen of the country should help the government to solve this problem. the problem s

13/08/2021

]ছন্দে ছন্দে ইংরেজী শিখি []
# নয়নে যাহা পড়ে তাহাই Noun,
# Verb এর হল হাটাহুটা,
# Pronoun এর বদলি খাটা;
# Adverb এর রকম সকম।।
# Adjective দোষ-গুনে গায় গান,
# Preposition এর অবস্থান;
# যোগ-বিয়োগে Conjunction
# সুখে-দূঃখে Interjection.
==>Noun:- নয়নে যাহা পড়ে তাহাই noun
মানে হল আমাদের চারপাশে যা
আছে তা সবকিছুই
Noun.যেমন:- father, mother, chair , table,school
ইত্যাদি
I live in Dhaka
==>Pronoun : Pronoun এর বদলি খাটা ,এর
মানে হল noun এর পরিবর্তে যেটি বসে
সেটি-ই হল pronoun.যেমনঃ He,she,it, they
ইত্যাদি
Rahim is a good boy. He plays cricket.
এখানে Rahim এর পরিবর্তে he বসেছে।
তাই এটি হল pronoun.
==>Adjective :- Adjective এর দোষ গুনে গায়
গান, মানে হল adjective দ্বারা কোন
কিছুর দোষ-গুন ,অবস্থা, সঙ্খ্যা ,পরিমান
ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল Adjective. এটি দ্বারা গুন
বুঝানো হয়েছে।
==>Verb: Verb এর হল হাটাহুটা মানে হল-
এটি দ্বারা কোন কিছুর কার্য সম্পাদন
করা বুঝায়।
যেমনঃ I am writing in a blog
==>Adverb:Adverb এর রকম-সকম মানে হল-
এটি দ্বারা কোন verb কিভাবে সম্পন্ন
হচ্ছে তা বুঝায়।যেমনঃ
I am writing slowly. এখানে slowly একটি
adverb.
==>Preposition: Pre মানে পুর্বে , Position
মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে
পুর্বে-অবস্থান । এটি কোন কিছুর পুর্বে
বসে সেই ওয়ার্ড এর অবস্থান নির্দেশ
করে ।
যেমনঃ I am in Dhaka.
==>Conjunction: যোগ-বিয়োগে Conjunction
মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে
এটি সংযোগ ঘটায়।
যেমনঃ He is polite and brilliant.
==>Interjection: এটি দ্বারা কোন কিছুর
সুখ,দুঃখ, আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায় ।
যেমনঃ Hi ! how are you?
এখানে Hi word টি Interjection............/\............../\.................\/..............\/.........

13/08/2021

Rules on Gap Gilli
Rules Of Cloze Test With Clues & Without Clues For SSC/HSC
Cloze Test with Parts of Speech
1) Article এর পর gap থাকলে উক্ত gap এর জাগায় adjective বসে। যেমনঃ There lived a ------- king in India. (wise, kind, famous, great)
2) Article এর পর adjective থাকলে এবং এর পর gap তারপর noun থাকলে উক্ত gap এর স্থানে past participle বা present participle বসে।
যেমনঃ I saw a nice ------ sari at New market. (coloured) I have beautiful ------- picture hung on the wall. (painted)
3) কোন sentence এ preposition এর পরে gap থাকলে এবং gap এর পরে noun থাকলে ঐ gap এ ing যুক্ত verb বসবে।
যেমনঃ I am interested in ------ music. (listening) The children are fond of ____ sweets. (eating)
4) Be verb এর পর gap থাকলে এবং তারপর prepositional phrase থাকলে এ gap এর জায়গায় adjective বসে।
যেমনঃ Mr. Mofiz is ----- at English.(good) They are ------ of snake. (afraid)
5) Look, seem, grow, taste, remain, sound, appear, turn, become, heap প্রভৃতি verb এর পর gap থাকলে সাধারনত adjective বসে। যেমনঃ The baby looks ------. (nice, pritty, beautiful, smart, gloomy, glad, grave, attractive, ugly)
6) Object বিহিন verb থাকলে এবং তারপরে gap থাকলে উক্ত gap এ noun/adjective/adverb বসতে পারে । যেমনঃ We learn ------ (English) He runs ------ (fast) She learns ----- (swimming) He reads ------- (perfectly)
7) Be Verb এরপরে gap থাকলে এবং তারপরে adjective থাকলে gap এর স্থলে adverb বসে।যেমনঃ My father’s idea was ------ right. (fully, totally, absolutely, undoubtedly, certainly)
😎 Definite article এরপর gap থাকলে এবং তারপরে Noun থাকলে gap এর স্থলে Adjective এর superlative form বসে। যেমনঃ Mr. Rana is the ------ man in the locality. (wisest, richest, strongest, best, tallest)
9) Help, mind, feel, alike, worth, object to, confess to, used to, with a view to, look forward to প্রভৃতির পর gap থাকলে suitable verbএনে তার সঙ্গে ing যোগ করতে হয়। যেমনঃ I can’t help ---- my sister’s house. (going)
10) Sentence এর প্রথমে subject না থেকে gap থাকলে এবং পরে subject + মূল verb থা

Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Rongpur
Rangpur

Other Rangpur schools & colleges (show all)
Lions School and College, Rangpur Lions School and College, Rangpur
G. L. Roy Road
Rangpur, 5400

Lions School and College is one of the biggest schools and colleges in Rangpur city. It is situated at G.L. Roy Road, Ranpur.

RANGPUR DENTAL COLLEGE RANGPUR DENTAL COLLEGE
Medical East Gate, Dhap
Rangpur, 5400

Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental car

Rakibul islam Rakibul islam
পীরগাছা পাওটানা
Rangpur

assalamu alaykum bundhura amader peije Islamic songit waj short film and aro Shikkha nio video folo korepete Amader peijer sathei. thakun

Crezy lover Crezy lover
Rangpur

Notional University Notice Board Notional University Notice Board
Rangpur
Rangpur, 5440

Carmicheal college friends group Carmicheal college friends group
Rangpur

Information for college students

Rudonil Rudonil
Nilfamari
Rangpur, VIDEO

All

Kayer Par Bir Bikroom High School Kayer Par Bir Bikroom High School
Rangpur

“ মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আ?

Moynul Store Moynul Store
Roki
Rangpur, MOYNULISLAMROKI

ফেসবুকে হাজারো বন্ধুর মাঝে প্রকৃত বন?

Hand note - hsc Hand note - hsc
Rangpur

ALL activities HSC + admission

𝑀𝑑 𝑅𝑎𝑧𝑍𝑎𝑘 𝑀𝑑 𝑅𝑎𝑧𝑍𝑎𝑘
Rangpur
Rangpur, KHAN