Bhakti Vriksha

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhakti Vriksha, Religious organisation, Rangpur.

✍️♥️♥️জীবনের রহস্য হল আগামীকালের অনিশ্চয়তার মুখোমুখি হওয়া, আমাদের বিশ্বাসের শক্তি দিয়ে জেনে রাখা উচিত যে কৃষ্ণ কখনই আমাদের ছেড়ে যাবেন না.....

♥️♥️হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হোন.....

♥️♥️Chant Hare Krishna Mahamantra and be Happy.....🙏🙏🙏

15/06/2024

*ভক্তিজীবনে উন্নতি করতে চান*???❓

তাহলে দুইটা জিনিস সর্বদা মনে রাখুন এবং বাকী দু'টো জিনিস এখনই ভুলে যান!
🔹মনে রাখার বিষয়ঃ
-----------------
❍ মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু যেকোন সময় চলে আসতে পারে। তাই আমাদের উচিত সর্বক্ষণ কৃষ্ণভাবনায় থাকা, ভগবানের পথে থাকা।
❍ এই কলিযুগে ভববন্ধন থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম। তাই সর্বদা চেষ্টা করুন হরিনামের আশ্রয়ে থাকতে। কারণ হরিনাম-বিহীন মুক্তি অসম্ভব।
🔸ভুলে যাওয়ার বিষয়ঃ
-------------------
❍ অপরের কাছ কোন কষ্ট পেলে পরক্ষণেই তা ভুলে যান। মনে করুন, এটা ছিল আপনার কর্মের ফল। তাই অযথা এসব বিষয়ে ভেবে দুলর্ভ এই মনুষ্যজীবনটা নষ্ট করে দিবেন না।
❍ কারোও কোন উপকার করে থাকলে নিমিষেই তা ভুলে যান। এর বিনিময়ে কোন কিছু পাবার আশা কখনোই করবেন না। কাউকে ভালোবাসার কিংবা উপকার করার অর্থ হচ্ছে তাঁকে নিঃস্বার্থভাবে সাহায্য করা।

15/06/2024

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়ত:

⭐আধুনিক বিজ্ঞান ও বিভিন্ন ধর্ম শাস্ত্রের আলোকে বিশেষ ক্লাস ।⭐

"আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা"
Scientific Explanation of Spiritual Secrets

✍️রেজিস্ট্রেশন চলছে

ছাত্র-ছাত্রী, গৃহস্থ সকলেই অংশগ্রহণ করতে পারবেন।

✍️স্থান : জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় ।

✍️ক্লাস শুরু : ২৩ থেকে ২৮ শে জুন ২০২৪ ইং

✍️সময় : বিকাল ৪:০০ টা থেকে ৬:৩০ মিনিট পর্যন্ত ।

👉আলোচ্য বিষয় সমূহ :

✍️পরম সত্যকে বৈজ্ঞানিক গবেষণায় জানা সম্ভব কি?
✍️মনুষ্য ও মস্তিষ্ক পরম সত্যকে জানতে পারে কি ?
✍️ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন উপাস্য কেন ?
✍️ সৃষ্টিকর্তা যদি এক হন তবে তিনি কে ?
✍️ বিভিন্ন প্রকার যোগপন্থার মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
✍️জন্মান্তরবাদ ও আত্মার অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ কি?
✍️ সুশৃংখল বিশ্ব সৃষ্টির উচ্চ বৈজ্ঞানিকতার পরম কারণ কে ?

⭐আয়োজনে :

শ্রী শ্রী গৌর- নিতাই নামহট্ট
সতীঘাট গোদর বাজার, জলঢাকা, নীলফামারী ।আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)

✍️যোগাযোগ:
০১৭৬১৪২৩৪৭৯
০১৭৬৭৯২৪২০৯

✍️কোর্স পরিচালনায় :

শ্রী পাদ পতিত উদ্ধারণ গৌর দাস ব্রহ্মচারী
সিনিয়র শিক্ষক , মায়াপুর ইনস্টিটিউট,
স্বামীবাগ আশ্রম, ঢাকা- বাংলাদেশ ।
🙏🙏🙏🙏🙏

# Shyam Jagannath Das Mrinal Chandro Roy Nakul Bramhchari Das Subhadra Maharani Surovi Roy Sristy Rupali Ray Nirmola Rani Ray Ranobir Roy Tapos Shanto Ray Hemanto Roy Bonomali Ray Taposh Ray Tapon Sadasharaya Chaitanaya Das Ratnamālinī Citrā Devī Dāsī Barmon Treepty Kobita Rani Nando Lal

14/06/2024

Narugopal Das

⭐মন খারাপ থাকলে কীর্তনটি শুনুন ❤️

সততা কর্মকার স্টোর Naru Gopal Karuna Das

12/06/2024

⭐🧁Happy birthday 🧁⭐

Pipasha Roy Arpita
Date of birth : 11-06-2013

All of you will bless him so that he can lead a Krishna conscious life.

আপনারা সকলেই তার জন্য আশীর্বাদ করবেন সে যেন কৃষ্ণভাবনাময় জীবন যাপন করতে পারে ।
🙏🙏🙏🙏🙏

Mrinal Chandro Roy সততা কর্মকার স্টোর Shyam Jagannath Das

12/06/2024

"⭐একটু পড়ুন আশা করি ভাল লাগবে⭐"

আমাদের এই দূর্লভ মানব জীবনের গুরুত্বপুর্ন সময়টুকু কার সাথে ব্যয় করলে ভবিষ্যতে কাজে লাগবে ??
আপনার স্ত্রী,আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে,
রাত ১০টায় আপনি মারা গেলেন,কাল সকালে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া হবে,
কেউ যদি আপনার স্ত্রীকে এসে বলে, মৃত দেহ সৎকার করতে তো অনেক দেরি হবে, এখন অনেক রাত হয়েছে, আমরা সবাই একটু ঘুমিয়ে আসি, সকালে এসে সবাই মিলে সৎকার করতে শ্বশ্মানে নিয়ে যাব,
আপনি আপনার মৃত স্বামীর বিছানাতেই থাকুন , আপনিও ঘুমিয়ে থাকুন, এইটা তো আপনাদের বিছানা, আমরা গেলাম, আপনি ঘুমিয়ে যান, আপনার প্রাণের স্ত্রী কি আপনার সাথে আর ঘুমাবে,,,,,?
না কখনোই না,যতই ভালবাসুক না কেন!! আপনি এখন মৃতদেহ, আপনার চ্যাপ্টার ক্লোজ। এবার ভেবে দেখুন, সারা জীবনে তাদের জন্য কত কিছুই করেছেন,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভজিবার সময় হয়নি। কিন্তু আজকে আপনি তাদের কাছে,সেই পূর্বের আপনি না,আপনি এখন মৃতদেহ,তাহলে কার জন্য ব্যয় করলেন জীবনের মূল্যবান সময় গুলি ?
যারা আপনার মৃত্যুর পরে আর কাজে আসবে না, বজ্রপাতের আওয়াজ হলে, ভয়ে চিৎকার দিয়ে আপনার বুকের পাজর আঁকড়ে ধরে মিশে যেত, আপনাকে জড়িয়ে ধরার পরে তার ভয় কাটতো,আজ আপনি মরার পরে, আপনার সাথে একটি রাত বিছানায় থাকতে চায় না আপনার মৃতদেহের পাশে । কেন ?
কারণ আপনাকে এখন সে ভয় পায়,কারণ শুধু একটাই আপনি এখন মৃত মানুষ সবচেয়ে অসহায় হবে কখন জানেন,,,,,?যখন আপনার হাত পা বেঁধে যমদূত আপনাকে নিয়ে যাবে,আপনি চিৎকার করতে চাইবেন, কিন্তু পারবেন না,তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না।ডাক্তার,দাদা,বন্ধু, স্ত্রী পুত্র,কেউ পারবে না, নরকের যাবার সময় আপনাকে হাজার হাজায় মাইল কাটার উপর দিয়ে হাটতে হবে,ভেবে দেখুন আপনার পায়ে একটি কাঁটা ঢুকলে কেমন লাগে ?কিন্তু তখন আপনাকে কাঁটার উপর দিয়ে হাটতে হবে ক্ষণস্থায়ী এই মায়ার সংসারে অল্পকিছু সময় বসবাস করার জন্য, আমার যে কত কিছু করি,এই সংসার ক্ষনস্থায়ী এই কথা সবাই জানে।
তবু আমরা এই ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য,জীবনের মূল্যবান সময় নষ্ট করি। আমাদের উচিত সময় কে কাজে লাগিয়ে কৃষ্ণভাবনায় জীবনযাপন করা, তাকেই সবচেয়ে বেশি ভালবাসুন,যাকে ভালবাসলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় এই সংসারে আর ফিরে আসতে হবে না।
তিনি হলে আমার প্রাণ গোবিন্দ যার ভালোবাসা পেলে আর কারো ভালোবাসার প্রয়োজন হয় না।

হরে কৃষ্ণ🧘‍♂️🙌

11/06/2024

*🔹সুখবর🔹সুখবর🔹সুখবর*

🔸 *আগামী ১৭ই জুন সোমবার থেকে শুরু হচ্ছে "গীতা রহস্য" ৬ দিনের কোর্স। অনলাইনে Zoom এর মাধ্যমে। ফ্রি রেজিস্ট্রেশন। কোর্স সম্পুর্ন হলে সার্টিফিকেট দেওয়া হবে।*
🔸 *আজই রেজিস্ট্রেশন করে এই দূর্লভ মনূষ্য জীবন সুখময়, শান্তিপূর্ণ ও আনন্দময় করার একটি নির্ভরযোগ্য সূত্র গ্রহণ করুন। আত্মীয় ও পরিচিত সকলকে এই সুযোগ গ্রহণ করার জন্য সহযোগিতা করুন।*
🔹 *রেজিস্ট্রেশন করুন- লিংক* 👇
https://zfrmz.in/vRmsalK4RKHdqMZAQ38S

🔸 *শুভেচ্ছান্তে* ---
🔹 *শ্রীমান দ্বিজহরি দাস*
🔹 ইসকন ব্যাঙ্গালোর 🙏

09/06/2024

Hare Krishna. Vedic Cultural World is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/4053156185?pwd=WVExcFBpajdweVc0Tnl6N1ZzNlBuUT09

Meeting ID: 405 315 6185
Passcode: 123456

কীর্তনীয়া : শ্রীমতি উদ্ধারিনী শক্তি দেবী দাসী। প্রবক্তা : সুন্দর নিত্যানন্দ দাস ব্রহ্মচারী ।

বিষয: পানিহাটি চিড়া দধী মহোৎসব
Time:Join Every Tuesday 07:30 PM To 9:00PM

প্রতি মঙ্গলবার যথা সময় নিজে যুক্ত হউন অন্যকে যুক্ত করুন। কীর্তন ও পাঠ শ্রবন করে মানব জীবন ধন্য করুন । 'হরেকৃষ্ণ'

09/06/2024

বৈষ্ণব অপরাধ ,
পতনের মূল কারণ,,,

06/06/2024

✍️গৃহস্থ ভক্তদের প্রগতি বিষয়ক সেমিনার

তারিখ : ০৭/০৬/২০২৪

সময়: শুক্রবার বিকাল তিনটায়

স্থান বঙ্গবন্ধু হল , চট্টগ্রাম প্রেসক্লাব

06/06/2024

✍️ছুটিতে দুই দিনব্যাপী বিশেষ সেমিনার

👉বিষয়: গৃহে থেকে জীবনে লক্ষ্য পূরণ

তারিখ : ১৬ ও ১৭ জুন ২০২৪

♥️সেমিনার প্রদান করবেন :

শ্রী পতিত উদ্ধারণ গৌর দাস ব্রহ্মচারী (সিনিয়র শিক্ষক ,মায়াপুর ইনস্টিটিউট, ঢাকা ।)
শ্রী তেজো গোবিন্দ দাস ব্রহ্মচারী ( শিক্ষক ,মায়াপুর ইনস্টিটিউট, ঢাকা। )

06/06/2024

শ্রী মাধবেন্দ্র পুরীর আবির্ভাব

নিত্যানন্দ প্রভু ভারতের সমস্ত পবিত্র স্থানগুলিকে শুদ্ধ করার উদ্দেশ্যে ভ্রমণের সময়, দৈবক্রমে ইচ্ছায়, তিনি পশ্চিম ভারতের কোথাও মাধবেন্দ্র পুরিপাদের সাথে দেখা করেছিলেন। যখন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরী গোস্বামীকে দেখেছিলেন তখন তিনি উচ্ছ্বসিত প্রেমে অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁর অতীন্দ্রিয় দেহ সম্পূর্ণরূপে স্থির হয়ে যায়। একইভাবে, মাধবেন্দ্র পুরী যখন নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছিলেন, তখন তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে মাটিতে পড়ে যান।

শ্রী গৌরচন্দ্র বারংবার মন্তব্য করতেন যে, ভক্তিতে প্রেমের স্নিগ্ধতা উপভোগ করতে গেলে মাধবেন্দ্র পুরীর সঙ্গে তুলনা করার কেউ নেই। ঈশ্বর পুরীর নেতৃত্বে মাধবেন্দ্র পুরীর শিষ্যরা যখন তাদের আধ্যাত্মিক গুরু এবং প্রভুকে উচ্ছ্বসিত প্রেমের মূর্ছনায় পড়ে থাকতে দেখেন, তখন তারা কাঁদতে শুরু করেন। ধীরে ধীরে নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র তাদের বাহ্যিক চেতনা ফিরে পেয়েছিলেন। যখন তাদের চোখ খুলে গেল এবং তারা আবার একে অপরকে দেখতে পেল, তারা একে অপরের গলায় তাদের হাত রাখল এবং আনন্দের অশ্রু কাঁদল। তারপর তারা আনন্দময় প্রেমের ঢেউ দ্বারা বাহিত বালুকাময় পৃথিবীতে গড়াগড়ি শুরু করে, যখন তাদের উচ্চ গর্জনে আকাশ ভেঙ্গে যায়। তাদের চোখ থেকে প্রেমের নদী প্রবাহিত হতে শুরু করলে, মাতৃভূমি সেই প্লাবনে প্লাবিত হয়ে নিজেকে ধন্য মনে করতেন। ভাব, কাঁপুনি, অশ্রু এবং চুলের শেষের দিকে দাঁড়িয়ে থাকা রূপান্তরগুলির চেহারা দেখে বোঝা যায় যে তাদের দেহ চৈতন্য গোসাইয়ের বিনোদনের জায়গা হয়ে উঠেছে।

নিত্যানন্দ চিৎকার করে বললেন, “আজ আমি পবিত্র স্থানে আমার সমস্ত ভ্রমণের ফল পেয়েছি। মাধবেন্দ্র পুরীর চরণ দেখে আমি ভগবানের ভালোবাসার ভান্ডার পেয়েছি, আর এভাবেই আমার জীবন ধন্য হয়ে উঠেছে। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতে থাকলেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তীব্র আবেগ অনুভব করার কারণে তার কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল। ঈশ্বর পুরী, ব্রহ্মানন্দ পুরী এবং উপস্থিত শ্রী পুরীপাদের অন্যান্য শিষ্যরা নিত্যানন্দ প্রভুর দ্বারা সম্পূর্ণরূপে মোহিত হয়ে পড়েন। সেই স্থানে আরও কিছু তীর্থযাত্রী উপস্থিত ছিলেন কিন্তু ভক্তিহীন হওয়ার কারণে তারা বুঝতে পারছিলেন না কী হচ্ছে এবং নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন। ভক্তরা সেই নিস্তেজ বর্বরদের আচরণ দেখে কিছুটা দুঃখ অনুভব করেছিল তাই তারা তাদের সঙ্গ থেকে পরিত্রাণ পেতে বনে ফিরে গিয়েছিল। যখন তারা আবার একত্র হল, তখন তাদের দুর্দশা ধ্বংস হয়ে গেল এবং তারা কৃষ্ণ-প্রেমের মধুর আস্বাদন করতে থাকল। এইভাবে নিত্যানন্দ প্রভু ও মাধবেন্দ্র পুরী কিছু দিন একত্রে কৃষ্ণকথার সুখে কাটালেন।

মাধবেন্দ্র পুরীর ভগবানের প্রতি ভালোবাসা ছিল খুবই অস্বাভাবিক। অন্ধকার বৃষ্টির মেঘ দেখলেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। দিবারাত্রি তিনি কৃষ্ণপ্রেমের আধ্যাত্মিক মদ্যপান ধারণ করেন, এবং এইভাবে মত্ত থাকেন, কখনও হাসেন, কখনও কাঁদতেন, কখনও হট্টগোল করেন। নিত্যানন্দও পাগলের মতো আচরণ করেছিলেন, মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তার শরীর আনন্দের তরঙ্গে আন্দোলিত হয়েছিল। আগ্নেয়গিরি থেকে লাভা বের হওয়ার সাথে সাথে তার মুখ থেকে উচ্চস্বরে হাসি ফুটে উঠল যখন তার সমস্ত শরীর, যেন প্রচন্ড ভূমিকম্পের ধাক্কায়, হিংস্রভাবে কেঁপে উঠল।

উচ্ছ্বসিত আবেগের এমন অভূতপূর্ব প্রদর্শন আগে কখনও দেখেননি, মাধবেন্দ্র পুরীর শিষ্যরা ক্রমাগত হরি-কীর্তনে নিযুক্ত ছিলেন। দিন না রাত কেউ জানত না। কৃষ্ণপ্রেমের স্নিগ্ধতায় সম্পূর্ণরূপে নিমগ্ন হইয়া, দিনগুলি অতিবাহিত হইতে লাগিল, যদিও তাহাদের মনে হইতেছিল যে, একটি মুহূর্তও অতিবাহিত হয়নি। মাধবেন্দ্র এবং নিত্যানন্দের মধ্যে যা কিছু আলোচনা হয়েছিল তা কেবল তাদের এবং শ্রী কৃষ্ণচন্দ্রেরই জানা। এমন বিষয় বোঝার ক্ষমতা আর কে আছে? মাধবেন্দ্র পুরী নিত্যানন্দের সঙ্গ ত্যাগ করতে অক্ষম ছিলেন এবং তাই তিনি নিত্যানন্দকে নিজের কাছে রেখে ঘুরে বেড়াতে থাকেন।

মাধবেন্দ্র পুরী তাঁর শিষ্যদের বলেছিলেন, “আমার সমস্ত পবিত্র স্থানে ভ্রমণের আগে কোথাও কি আমি এমন ভালবাসা দেখিনি। নিত্যানন্দের মতো বন্ধুকে আমার ঘনিষ্ঠ সহচর হিসেবে পেয়ে পরম ভগবান আমার প্রতি করুণাময় তা বুঝতে পারলাম। যখনই কেউ তাঁর সঙ্গ লাভ করে, সেই স্থানটি সমস্ত পবিত্র স্থানের সমষ্টি হয়ে ওঠে এবং বৈকুণ্ঠ থেকে আলাদা নয়। যে কেবল তাঁর কথা শুনবে সে অবশ্যই শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গ পাবে। এবং যে তার প্রতি সামান্যতম শত্রুতাও পোষণ করে, যদিও সে একজন ভক্ত হতে পারে, সে কৃষ্ণের প্রিয় নয়।" এভাবে দিনরাত্রি মাধবেন্দ্র নিত্যানন্দ প্রভুর আকর্ষণীয় গুণের প্রশংসা করতেন।

ভগবান নিত্যানন্দ মাধবেন্দ্র পুরীকে তাঁর গুরু হিসাবে সম্মান করতেন এবং সর্বদা তাঁর সাথে সেই সম্পর্কের মতো আচরণ করতেন। কিছু দিন একসাথে ভ্রমণ করার পর অবশেষে নিত্যানন্দ প্রভু সেতুবন্ধের দিকে যাত্রা করলেন এবং মাধবেন্দ্র পুরী সরয়ুর উদ্দেশ্যে যাত্রা করলেন। বাহ্যিক জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের কেউই তার নিজের শরীর সম্পর্কে সচেতন ছিল না। দেহ এবং আত্মাকে একত্রে বজায় রাখার জন্য, তারা এইভাবে চেতনার এই অতীন্দ্রিয় অবস্থায় থেকে যায়। বাহ্যিক চেতনায় থাকলে তারা বেঁচে থাকা বন্ধ করে দেবে। [সি.বি. আদি 9.158-192]

মাধবেন্দ্র পুরী সম্পূর্ণরূপে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং ক্রমাগত একটি শ্লোকের পুনরাবৃত্তি করেছিলেন। এই শ্লোকটিকে গৌড়ীয় বৈষ্ণবরা বিচ্ছেদের মেজাজের প্রকাশের সারাংশ বলে মনে করেন। তাঁর সহযোগী ও শিষ্যদের মধ্যে ছিলেন শ্রী অদ্বৈত আচার্য, শ্রী পুণ্ডরীকা বিদ্যানিধি, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী ঈশ্বর পুরী, শ্রী পরমানন্দ পুরী, শ্রী রাঙ্গা পুরী, শ্রী রামচন্দ্র পুরী, শ্রী নৃসিংহ তীর্থ, শ্রী রঘুপতি উপাধ্যায়, শ্রী সুখানন্দ পুরী প্রমুখ।

“মাধবেন্দ্র পুরীর দেহ সম্পূর্ণরূপে ঐশ্বরিক প্রেমে আচ্ছন্ন, যেমন তাঁর অনুসারীরাও। তিনি কৃষ্ণের প্রেমের মধুর রস ছাড়া আর কিছুই গ্রহণ করেন না তার খাদ্যসামগ্রী হিসেবে। এইভাবে তাঁর দেহ শ্রীকৃষ্ণের বিনোদনের স্থান হয়ে উঠেছে।” [C.B.Adi 9.155] তাঁর উপাস্য দেবতা, গোপালজি, বর্তমানে রাজস্থানের নাথদ্বারে বসবাস করছেন এবং বল্লভাচার্যের অনুগামীরা তাঁর উপাসনা করেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

05/06/2024

যদি আপনি উচ্চস্বরে জপ করেন, যেসকল জীবের জিহ্বা আছে কিন্তু জপ করতে পারে না, যেমন কীটপতঙ্গ, পাখি, পশু, বৃক্ষ ও লতা, যদি আমরা উচ্চস্বরে জপ করি এসকল জীবেরা মুক্তি লাভ করবে। তাই এটি শত গুণ অধিক শক্তিশালী।

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, ৫ই নভেম্বর, ২০২২, শ্রীধাম মায়াপুর

03/06/2024

Apora Ekahdashi
3 June 2024
Paron : 5 :10 am to 9:41 am

31/05/2024

Gurupuja Shamibag temple,
Dhaka

28/05/2024

✍️, #ভক্তি নাশক কয়েকটি দোষ :
১. দেহ ভোগের তীব্র নেশা তথা কামুকতা ।
২. অন্যের দোষ দর্শন তথা দোষদর্শী ।
৩. পদের প্রতি আসক্তি তথা পদ লোভী ।
৪. ধন -সম্পদ এর তীব্র লালসা তথা মোহ ।
৫. মনে- মুখে অমিল তথা কুটিলতা ।
৬. নিজের লাভের চিন্তা তথা কৃপনতা ।
৭. নিজেকে শ্রেষ্ঠ মনে করা তথা অহংকার ।
৮. অন্যের উন্নতি দেখে হিংসা তথা মাৎসর্য ।
৯. আমার আরো চাই তথা অতৃপ্ততা ।
১০. নিজের লাভে চিন্তা তথা স্বার্থপরতা
১১. অল্পতে সন্তুষ্ট না হওয়া তথা অসন্তুষ্টি ।
যেই ব্যক্তির হৃদয়ে এত সব দোষ থাকে, সেই ব্যক্তির হৃদয়ে শুদ্ধ ভক্তি থাকতেই পারে না ।

27/05/2024

🪷বৈষ্ণবের ২৬টি গুণ সমূহঃ💁‍♀️
শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় (২২/৭৮-৮০) শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবের ২৬ টি গুণ বর্ণনা করেছিলেন, তা হলোঃ
✍১। কৃপালু
✍২। বিনীত
✍৩। সত্যবাদী
✍৪। সমদর্শী
✍৫। নির্দোষ
✍৬। বদান্য
✍৭। নম্র
✍৮। শুচি
✍৯। অকিঞ্চন
✍১০। সর্বোপকারক
✍১১। শান্ত
✍১২। সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত
✍১৩। জড় বাসনা থেকে মুক্ত
✍১৪। জাগতিক বিষয়ে অনীহ
✍১৫। স্থির প্রজ্ঞাযুক্ত
✍১৬। ষড়রিপু-জয়ী
✍১৭। মিত আহারী
✍১৮। অপ্রমত্ত
✍১৯। সবাইকে সম্মান দেয়
✍২০। নিজে সম্মান চায় না
✍২১। গম্ভীর
✍২২। করুণাপরায়ণ
✍২৩। বন্ধুত্বপূর্ণ
✍২৪। কবি সুলভ
✍২৫। দক্ষ
✍২৬। মৌনী

বৈষ্ণব সঙ্গের প্রভাবে এবং ভগবানের দিব্য নাম জপের ফলে ব্যক্তির মধ্যে এই গুণগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়৷
রাধে রাধে 🙏🙏🙏

25/05/2024

#উত্তরা ইসকন মন্দির দর্শন ,
ঢাকা ,বাংলাদেশ ।

Speaker :

🙏🙏শ্রীমৎ ভক্তি বিজয়
ভাগবত স্বামী মহারাজ🙏🙏

24/05/2024

নিয়োগ বিজ্ঞপ্তিঃ
Vrinda's Kitchen এর নতুন ৩ টি শাখার জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে সেবক প্রয়োজন।
১.গ্রীন রোড/ধানমন্ডি শাখা
২.উত্তরা শাখা
৩.চট্টগ্রাম শাখা

♦️১.রাধুনি------------০৬ জন।
✅ইসকনের যাবতীয় রান্নার অভিজ্ঞতা সম্পন্ন।
বেতনঃ আলোচনা সাপেক্ষে ১৫০০০-২৫০০০ টাকা।

♦️২.রাধুনি সহকারী--১২ জন।
✅ইসকনের যাবতীয় রান্নায় যারা সহযোগিতা করেছেন।
বেতনঃ আলোচনা সাপেক্ষে ১০০০০-১৫০০০ টাকা

♦️৩.বেকারি কারিগর-০৩ জন।
✅ইসকনের বেকারি আইটেম তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন।
বেতনঃ আলোচনা সাপেক্ষে ১৫০০০-২৫০০০ টাকা

♦️৪.সার্ভিসম্যান------১৫ জন
✅প্রসাদভোজি যেকোন সনাতনী প্রভুজি/মাতাজি।
বেতনঃ আলোচনা সাপেক্ষে ৬০০০-১০০০০ টাকা।

♥️সুবিধা সমূহঃ
🙏থাকা-খাওয়া ফ্রী(শুধু প্রভুদের জন্য)
🙏সাপ্তাহিক ছুটি
🙏২/৩ মাসের সাপ্তাহিক ছুটি একসাথে কাটাতে পারবেন।
🙏মাসিক মোবাইল বিল
🙏কাজের প্রতি দায়িত্বশীল হলে যেকোনো সময় বেতন বর্ধন।
🙏বছরে ২ বার পারমার্থিক ভ্রমণ।
🙏সকল কাজ শিখার সুযোগ।
🙏৮ ঘন্টার শিফট করে সেবা দিতে পারবেন(শর্ত সাপেক্ষে)
🙏 থাকা খাওয়া নিজ দায়িত্বে নিলে বেতনের সাথে আরো ৩ হাজার টাকা যুক্ত হবে।

⚠️⚠️ রান্নার সাথে সম্পৃক্ত সেবায় শুধুমাত্র ইসকনের ভক্তগনই যোগাযোগ করুন।
⚠️⚠️সার্ভিসের জন্য প্রসাদভোজি যেকোন সনাতনী মাতাজি /প্রভুজি যোগাযোগ করুন।

🙏🙏যোগাযোগ 🙏🙏

Vrinda's Kitchen

চন্দনাঙ্গ চৈতন্য দাস
📞01325088500
সরল চৈতন্য দাস
📞01713-315568

22/05/2024

#নৃসিংহ চতুর্দশী ২০২৪

🙏🙏Avisek 🙏🙏

প্রহ্লাদ মহারাজের প্রতি কৃপাপরবশ হয়ে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ, ভগবান এই জড় জগতের অধঃপতিত জীবদের প্রতি এতই কৃপাপরায়ণ যে, তাদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং আসেন, অথবা তাঁর ভক্ত ও সেবকদের প্রেরণ করেন।

— শ্রীল প্রভুপাদ, শ্রীমদ্ভাগবত ৪.২২.৪২ তাৎপর্য

22/05/2024

#নৃসিংহ চতুর্দশী ২০২৪

প্রহ্লাদ মহারাজের প্রতি কৃপাপরবশ হয়ে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ, ভগবান এই জড় জগতের অধঃপতিত জীবদের প্রতি এতই কৃপাপরায়ণ যে, তাদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং আসেন, অথবা তাঁর ভক্ত ও সেবকদের প্রেরণ করেন।

— শ্রীল প্রভুপাদ, শ্রীমদ্ভাগবত ৪.২২.৪২ তাৎপর্য

22/05/2024

#নৃসিংহ চতুর্দশী ২০২৪

ভজন কীর্তন:

নন্দলাল প্রভু

প্রহ্লাদ মহারাজের প্রতি কৃপাপরবশ হয়ে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ, ভগবান এই জড় জগতের অধঃপতিত জীবদের প্রতি এতই কৃপাপরায়ণ যে, তাদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং আসেন, অথবা তাঁর ভক্ত ও সেবকদের প্রেরণ করেন।

— শ্রীল প্রভুপাদ, শ্রীমদ্ভাগবত ৪.২২.৪২ তাৎপর্য

22/05/2024

Chaturdashi 2024
Barovita, Kishoregonj, Nilphamari

🙏🙏হোম যজ্ঞ 🙏🙏

"নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্যে উল্লেখ আছে যে, কেউ যদি এটি উদযাপন করে, তবে তাদের ভক্তির পথ থেকে সমস্ত প্রকার প্রতিকূলতা বিদূরিত হয় এবং তারা ভগবানের প্রতি ভক্তি লাভ করে।"

~ শ্রীল জয়পতাকা স্বামী
২রা মে, ১৯৯৬,
নব তালবন ফার্ম, ক্যারিয়ার, মিসিসিপি

19/05/2024

আমাদের কর্তব্য ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা যাতে তিনি আমাদের হৃদয়ে আসন গ্রহণ করেন। আমাদের প্রার্থনা করা উচিত, বহিনৃসিংহো হৃদয়ে
নৃসিংহঃ — “নৃসিংহদেব আমার হৃদয়ের অন্তঃস্থলে অবস্থান করে, আমার হৃদয়ের সমস্ত অসৎ প্রবৃত্তি সংহার করুন। আমার মন সর্বতোভাবে নির্মল হোক যাতে
আমি প্রশান্ত চিত্তে ভগবানের আরাধনা করতে পারি এবং সারা জগতে শান্তি আনয়ন করতে পারি।”

— শ্রীল প্রভুপাদ, শ্রীমদ্ভাগবত ৫.১৮.৯ তাৎপর্য

18/05/2024

হরে কৃষ্ণ
আগামী ১৯ মে রোজ রবিবার
মোহিনী একাদশী
পারণ :
পরের দিন ৫:১৪ থেকে ৯:৪৮ পর্যন্ত ।

Photos from Bhakti Vriksha's post 17/05/2024

শ্রী শ্রী গৌর গদাধর আশ্রম
বড়বাজার শ্মশান ঘাট
গাবতলী ইসকন মন্দির , ঢাকা ।

14/05/2024

🌺 *কীর্তন সুধাকর কোর্স*
🌈 *৬ মাস ব্যাপী ভজন-কীর্তন প্রশিক্ষণ কোর্স*
পরতত্ত্ব চতুষ্পাঠী ও বৈদিক কালচার ওয়ার্ল্ড এর যৌথ পরিকল্পনায়
* *ভর্তি ফর্মঃ* https://forms.gle/4D9m8ogSm1vG2nV38
* *সপ্তাহে ২ দিন ক্লাস: সোম ও বুধবার*
* *ভারতীয় সময় রাত: ৮:০০ - ৯.০০*
* *ব্যাচ শুরুঃ জুন ৩, ২০২৪*
* *অনলাইনে ক্লাস হবে*
* ⁠*মোট ৫০টি ক্লাসের মধ্যে শিক্ষার্থীকে মন্দির ও বিভিন্ন বৈদিক অনুষ্ঠানে কীর্তন পরিবেশনের উপযোগী করে গড়ে তোলা হবে।*

*এ কোর্সে যা যা শিখানো হবে:*
১। হারমোনিয়ামে ২০টি স্বরভ্যাস চর্চা করানো হবে।
২। ৬টি তাল - লোপা, দাসপ্যারী, ত্রিতাল, আদ্ধা, তেওড়া, ঝাঁপতাল।
৩। ৫টি রাগ - বিলাবল, ভৈরব, ইমন, খাম্বাজ, পূবরী।
৪। ৫টি হরিনামের সুর।
৫। ৫টি ভজন।
৬। ৩টি পদাবলী কীর্তন (ভক্তিগীতি সঞ্চয়ন ও নামহট্ট থেকে)
৭। ৩ জন পদকর্তার ও কীর্তনীয়ার জীবনী - গোবিন্দ দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর।
৮। কীর্তন তথা সংগীতের ইতিহাস।

*কোর্স ফিঃ* ৬০০০ রুপি (ভারতীয় ভক্তদের জন্য), ৮০০০ টাকা (বাংলাদেশী ভক্তদের জন্য)
কোর্স ফি প্রদানের উপায়ঃ ভারতে: Paytm / Gpay / Phone pay : +918670767555 || বাংলাদেশে: bKash (personal) : +8801312757792
অথবা ব্যাংক ট্রান্সফারঃ Paresh Roy, PUNB Bank, Mayapur Branch, Account no: 2201 2001 0000 5531, IFSC: PUNB0220120, Swift Code: PUNBINBBDCA
বিশেষ দ্রষ্টব্যঃ কোর্স ফি পরিশোধের পর পেমেন্ট এর স্ক্রিন শট ভর্তি ফর্মে আপ্লোড করতে হবে, আর তখনই আপনার ভর্তি নিশ্চিত হবে। কোর্স ফি ফেরতযোগ্য নয়।
Whatsapp: +917384104165

13/05/2024

রথযাত্রা মহোৎসব ২০২৪

13/05/2024

কৃষ্ণভাবনামৃত

10/05/2024

♥️ Vajon Kitton♥️
Govinda's Band

🙏🙏শ্রী শ্রী রাধা মদন মোহন ও
শ্রী শ্রী গৌ সুন্দর বিগ্রহ ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব ২০২৪ খ্রিষ্টাব্দ

তারাগঞ্জ ইসকন মন্দির , রংপুর ।

♥️♥️অক্ষয় তৃতীয়া ২০২৪ মহোৎসব



Translate:

🙏🙏 Sri Sri Radha Madan Mohan and
Sri Sri Gaur Sundar Vigraha 8th Foundation Anniversary Festival 2024 AD

Taraganj ISKCON Temple, Rangpur.
♥️♥️ Akshay Tritiya 2024 festival

Want your place of worship to be the top-listed Place Of Worship in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়ত:⭐আধুনিক বিজ্ঞান ও বিভিন্ন ধর্ম শাস্ত্রের আলোকে বিশেষ ক্লাস ।⭐"আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ...
Narugopal Das⭐মন খারাপ থাকলে  কীর্তনটি শুনুন ❤️#NaruGopalDas #Narugopal #harinamsankirtanayahiakijai #harinam #iskcon #f...
⭐🙏জয়পতাকা স্বামী গুরু মহারাজ 🙏⭐  #joypataka #gurumaharaj #iskcon #trendingnow #facebookpost #facebookreelsviral #Facebo...
⭐🧁Happy birthday 🧁⭐Pipasha Roy Arpita Date of birth : 11-06-2013All of you will bless him so that he can lead a Krishna ...
⭐🧁Happy birthday 🧁⭐Pipasha Roy Arpita Date of birth : 11-06-2013All of you will bless him so that he can lead a Krishna ...
⭐জীবনটা যেন এক মহাভারত  #iskcon #photoshootqgChallenge #writersofinstagram #writingcommunity @followers Sima Mitra
⭐ ধর্মীয় গোঁড়ামি  নিয়ে নাটিকা #iskcon #writerslife #mahatto #writersofinstagram #writingcommunity #writerscommunity #...
বৈষ্ণব অপরাধ ,পতনের মূল কারণ,,, #photo #photographychallengechallenge #photographers #photochallenge #photoshop #photoof...
Today Mongol Aroti Jagonnath Puri Temple  #reelsfb #reelsvideo #reelsfypシ #FacebookPage #facebookreels #facebookpost #re...
সতর্কবাণী  #facebookviral #photochallenge2023 #facebookreels #photo #photographers #photographychallengechallenge #photo...
✍️#বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত  কেমন হওয়া উচিত?ভিডিও টি ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।বক্তা : শ্রীপাদ অ...
অনিয়ম ও দুর্নীতি নিয়ে অসাধারণ একটি ভিডিও আশা করি সবাইকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করো কমেন্ট করাই যা...

Telephone

Website

https://www.youtube.com/@BhaktiVriksha722, https://www.yout

Address


Rangpur
5320

Other Religious Organizations in Rangpur (show all)
মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ। মানবতার কল্যাণে মোরা বাংলাদেশ।
গংগাচড়া, রংপুর, বাংলাদেশ।
Rangpur, NASID.COM

Rangpuri TV

Anowar Ministries International-ami Anowar Ministries International-ami
Rangpur, 5330

Anowar 10-01-2020

Robiul Islam Robiul Islam
Rangpur, 5660

Angle Jannat Angle Jannat
Rangpur

Wolcome to My ''Angle Jannat''page..

আন নাসীহাহ আন নাসীহাহ
Kurigram
Rangpur, 5600

আমি মুসলিম! আমার পরিচয় দেয়ার জন্য কি এটাই যথেষ্ট নয়!?

Sadguru Brahmarshi Sri Sri Akhileshwar/সদগুরু ব্রহ্মর্ষি শ্রীশ্রী অখিলেশ্বর Sadguru Brahmarshi Sri Sri Akhileshwar/সদগুরু ব্রহ্মর্ষি শ্রীশ্রী অখিলেশ্বর
Rangpur

ব্রহ্মর্ষিদেব বাংলাদেশের রংপুর বিভাগীয় অন্যতম একজন জ্ঞানী বক্তা,আচার্য্য এবং সিদ্ধপুরুষ।

আলহামদুলিল্লাহ / Alhamdulillah আলহামদুলিল্লাহ / Alhamdulillah
Rangpur, 5340

Is the page created especially for all new Islamic videos. Here you we will find the latest islamic videos gojol etc. Keep an eye on this page.

Odommo Foundation Odommo Foundation
Krishnopur Dakua Para
Rangpur, 5600

আর্থ-সামাজিক ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান

মা আনন্দময়ী মা আনন্দময়ী
Rangpur, 5400

🕉 কালি নাম যপ কর কৃষ্ণের বাঁসি শুনতে পাবে 🌺একথা মিথ্যা নয় রে তুমি রাধা রানী হবে।🌺

Islamic Da'wah & Guidance Center, Bangladesh Islamic Da'wah & Guidance Center, Bangladesh
Rangpur, 5000

প্রতিটি ঘড়ে ইসলামের বানী পৌঁছে দিতে ?

ই বা দ ত ই বা দ ত
Aditmari
Rangpur, 5500

Assalamualaikum ,,, or an Islamic page. All Islamic information is posted here. Stay by our side by

Ziker Ziker
Rangpur

Alhamdulillah Of Everything