Khan Vlog

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khan Vlog, Camera/Photo, Nilphamari Rod, Rangpur.

29/03/2023

যেকোনো পরিস্থিতিতে সবকিছু,আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে মেনে নিলে'ই শান্তি!'🖤🌸

10/10/2022

আলহামদুলিল্লাহ!
আজ ১৪৪৩ হিঃ রোজ সোমবার,
আমদের প্রিয় "নবী মোহাম্মদ (সাঃ)" এর জন্ম ও শাহাদাত দিবস।
আমি অত্যন্ত দুঃখীত, আজকের এই দিনে মায়ার নবী (সাঃ) হারিয়েছি!😭
এবং আমি মহা ভাগ্যবান, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন;
আলহামদুলিল্লাহ!💝

07/10/2022

রাসূল (সাঃ) বলেছেন,কোন ব্যাক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতোটুকুই যতেষ্ট যা "সে শোনে এবং (যাচাই ছাড়াই) তা অন্যকে বলে বেড়ায়"! 😒
(সহিহ মুসলিম, মুকাদ্দামা অনুচ্ছেদ ০৩)

06/10/2022

বিয়ে আল্লাহর বিশেষ নেয়ামত ও রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত। চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো— তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। ’ (সুরা রুম, আয়াত :২১)

ইসলামে বিয়ের যাবতীয় নিয়ম-কানুন এবং বিধান-শর্ত ও আনুসাঙ্গিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি
এক. বর-কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া।

দুই. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থান করা।

যেমন, ‘আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম’ অথবা এ ধরনের অন্য কোনভাবে প্রস্তাব পেশ করা।
তিন: কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য।

যেমন, ‘আমি কবুল বা গ্রহণ করলাম’ ইত্যাদি।

বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত
(১) বর-কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া।
(২) বর-কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১)
(৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২)

রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১)

(৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮)

সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮)

বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২)

কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত
১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া।
২. প্রাপ্তবয়স্ক হওয়া।
৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া।
৪.অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না।

৫. ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এ শর্তটি আরোপ করেছেন। অন্যেরা বাহ্যিক ‘আদালত’কে (ধর্মভীরুতা) যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে, যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মত যোগ্যতা থাকলেও চলবে।

৬.পুরুষ হওয়া। প্রিয় নবী (সা.) বলেন, ‘এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না। অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিনী নিজে নিজেকে বিয়ে দেয়। ’ (ইবনে মাজাহ, হাদিস নং : ১৭৮২; সহিহ জামে : ৭২৯৮)

৭. বিয়ের ক্ষেত্রে বর-কনের ‘কুফু’ বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া।
ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন। সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়। কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে।

26/07/2022

তুমি যদি আয়নার সামনে দাড়িয়ে নিজেকে সুন্দর ভাবো, তাহলে তুমি সত্যিই সুন্দর, তোমার মন সুন্দর, সৃষ্টিকর্তার প্রতি তুমি সন্তুষ্ট!'🖤🌸

26/07/2022

আপনি যাদের আপনার আপন মানুষ ভাবছেন তার কিন্তু আপনার আপন না.! বন্ধু বলেন প্রিয় মানুষ বলেন কেউ না.! তারা শুধু সময়ে নিয়মে আপনার সাথে আপন সাজে.! স্বার্থের আবাসে তারা আপনাকে স্বপ্ন দেখাবে.! মানুষকে আপন ভাবার আগে চিন্তা করুন.! স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন মনে করবে না.!🙂🥀

16/07/2022

︵সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয়,
আয়নাতে নয়...!!🥰🥀

💖🌺

11/07/2022

তুমিই তো সেই নারী,
তাকওয়া অবলম্বন করলে যে জান্নাতী হুর দের থেকেও বেশি সুন্দরি হবে!🥰💖🥀

07/07/2022

আমি আল্লাহকে দেখিনি🖤
কিন্তু দেখেছি তার সুন্দর সৃষ্টিকে😍😍

আলহামদুলিল্লাহ💚🌻

07/07/2022

ইসলামে শুধু নারীদের পর্দা করতে বলা হয়নি,
পুরুষদেরও দৃষ্টি নত রাখতে বলা হয়েছে 😊🥀

06/07/2022

কয়জন নারীকে দেখেছো বিচ্ছেদের পর সারাজীবন একলা কাটাতে? রাস্তায় কয়টা নারী পাগ*লি দেখো যে বিচ্ছেদের জন্য পাগ*ল হয়েছে? পাবে তবে অতি নগন্য।খুঁজে দেখো রাস্তায় রাস্তায় অলিতে গলিতে পাবে সহস্রাধিক পুরুষ যে কিনা পাগ*ল হয়ে গেছে,পাবে হাজারো পুরুষ যে সঙ্গিহীন জীবন কাটাচ্ছে।
আর তোমরা বলো পুরুষ ছলনা করে🖤

29/06/2022

কি আজব দুনিয়ারে ভাই 😊
বেঁচে থাকতে যারা কাঁদায় 🥺
আবার মরে গেলে ও তাঁরাই কাঁদে😰😰

09/06/2022

দ্রুতগামী এম্বুলেন্স হঠাৎ সাইরেন বাজিয়েই থেমে গেলো,😰
তারাহুরা নেই,বদলে গেছে গন্তব্য__💔😭😭

02/06/2022

বিচ্ছেদের মধ্যে আর ভুল বুঝাবুঝি করে রাগ করে কথা বলা বন্ধ করার মধ্যে অনেক পার্থক্য। সম্পর্কে স্পেস/ব্রেক দরকার কিন্তু আপনি যদি ব্রেক নিয়ে অন্য জায়গায় মুখ দেন বা নানান ছেলে/মেয়ে দের সাথে কথা বলে যান , ডেট করে যান আর কিছুদিন পর এসে আবার নাটক করে প্যাচাপ করতে চান তবে আপনার কপালে জুতা আর ঝাড়ু । কিছু সম্পর্ক ৬ মাসও ব্রেক থাকে পড়ে সব ঠিক হয়ে যায় । কিন্তু লয়াল থাকাটা জরুরী🙂🌸

24/05/2022

খাদ্যে ভেজাল মেশানোকে "এটেম্পটেড মার্ডার / হত্যা প্রচেষ্টা " হিসেবে বিচার করা উচিত |

20/05/2022

_যে আঁকড়ে ধরতে জানে,☺️

__সে শিকড় খুঁজে না..,,❤️

27/04/2022

amra bangali amader 'AC' lage na amra light off kore room thanda korte pari🙂

24/04/2022

__ সবাইতো সবার রুপের প্রেমে পরে,
আমিতো তার মায়ার প্রেমে পরতে চাই-💝🥀

20/04/2022

- একটা ঝাং এর দরকার!😛😹

20/04/2022

আপনার ফ্যামিলিতে যদি একটা "বাবু মামা" না থাকে তাহলে আপনি বাঙালি-ইই না!🙂

19/04/2022

পরিবেশটা কি সুন্দর তাই না?😹

19/04/2022

- বউয়ের ভাইকে বলে শালা😍
>আর<
- বউয়ের দূরসম্পর্কের
ভাইকে বলে দূর শালা!😬🐸

19/04/2022

ভাগ্য ভালো আমার সেহেরি পর্যন্ত কথা বলার কেউ নাই, তাহলে একদিনও শান্তি মতো ঘুমাইতে পারতাম না! 🙂

18/04/2022

অর্ধেকটা খেজুর দান করে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে, তবে সুন্দর করে কথা বলো।

(সহীহ মুসলিম: ২২২০)

18/04/2022

__ প্রেম করার ফিলিং হচ্ছে হোক 😊
আমি প্রেম না করার লোক।😬

18/04/2022

__ আমাকে একা থাকতে দে-🤧🙃

18/04/2022

WhatsApp ইউজ করো মানে তুমি প্রেম করো.!🙂

18/04/2022

সাদিয়া ফ্রী থাকলে আমাকে নক দিও!'🥴

18/04/2022

-৫ টা বি'য়ে করে দেখবো কে বেশি কেয়ার করে আমায়!🙂

17/04/2022

__ আমি ডুবতে পারি না 🤧
ভেসে থাকি 🥴🥴

Want your business to be the top-listed Photography Service in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Nilphamari Rod
Rangpur
123329

Other Camera/Photo in Rangpur (show all)
Akash992A Akash992A
Rangpur

Akash

Mr priya 24 Mr priya 24
Rangpur

Music video tik_tik video

Drak Love Drak Love
Rangpur

Hi, g**s I have an new page creat of Dark love

মায়ার বাঁধন মায়ার বাঁধন
Rangpur, 5210

Assalamu alaikum.Welcome to our page.

Sujit Kumar Sujit Kumar
Rangpur, 5610

হারিয়ে আজ দিশেহারা � অনেক প্রত্যাশা ?

Jd Photography Jd Photography
Tushbhander, Kaligonj, Lalmonirhat
Rangpur, 5520

This is my Photography page

Feelings/অনুভূতি Feelings/অনুভূতি
Rangpur

God blessing me and all people

SmoleVlogger-07 SmoleVlogger-07
Rangpur, 5740

Hi im baik raider and Vlogger. and video creator so growing the page.

BDN News BDN News
Rangpur, 5470

This page only for update news. you can get here everyday nation and international update news. I will try to my best

Noyon_mollick Photography Noyon_mollick Photography
Rangpur, Khulna
Rangpur

Photography is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured forever… It remembers little things, long after you have forgotten everything.

Rudro Noman Rudro Noman
Haragach
Rangpur, 5441

Marketing graduate with highest exam results in class and a passion for embarking on a long and succ