Learn and earn

Learn and earn

life is beautiful, enjoy your life

21/03/2022

★ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া:
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉
প্রাথমিকে দুই ধাপে পরীক্ষা হয়। MCQ Type লিখিত থাকে ৮০ মার্ক। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।

দ্বিতীয় ধাপে ২০ মার্কের ভাইভা থাকবে। MCQ তে উত্তীর্ণরা ভাইভা দিবেন। মোট ১০০ থেকে মেধাতালিকা করা হবে সম্পূর্ণ উপজেলা ভিত্তিক।

🤝মানবণ্টন :

ক. ইংরেজি ২০
খ. বাংলা ২০
গ. গণিত ২০
ঘ. সাধারণ জ্ঞান ২০

ক. ইংরেজি বিষয়ের আলোচনা:
ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন

A. Grammar:

1. Parts of Speech
2. Identification of Parts of Speech
3. Interchange Parts of speech.
4. Phrase & Clause
5. Gerund & Participle
6. Number & Gender
7. Preposition
8. Right form or Verb
9. Voice & Narration
10. Subject-Verb Agreement
12. Conditional Sentence
13. Synonym, Antonym & Spelling

B. লিটারেচার

Literature 2/1 টা আসতে পারে। আবার নাও আসতে পারে। সেরা প্রস্তুতির জন্য বিগত প্রাইমারি, বিসিএস ও নন ক্যাডারের প্রশ্ন পড়বেন। পাশাপাশি Shakespeare, John Milton, Wordsworth সহ যাদের নাম এইচএসসির ইংরেজি বইয়ে আছে তাদের কয়েকটা বইয়ের নাম জেনে যাবেন।

🤝. বাংলা

বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে।
সাহিত্য থেকে ৩-৪ টার বেশি আসে না।

০১) ব্যাকরণ

১. সন্ধি
২. বানান
৩. সমার্থক ও বিপরীত শব্দ
৪. শব্দের প্রকারভেদ
৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
৬. পরিভাষা
৭. উপসর্গ
৮. কারক ও বিভক্তি
৯. প্রত্যয় ও সমাস
১০. বাক্য সংকোচন ও বাগধারা
১১. পদ প্রকরণ

০২) বাংলা সাহিত্য

পরামর্শ:
১. বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন পড়বেন।
২. ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন।
৩. চর্যাপদ
৪. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক।
৬. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।

🤝গণিত

এই অংশে একটু বেশি শ্রম দিবেন। গণিতকে ৩ টা অংশে ভাগ করা যায়।

০১) পাটিগণিত

এখান থেকে ১০-১৩ টা প্রশ্ন আসবে।
১. সব গুলো চাপ্টারের পূর্ববর্তী প্রশ্ন ভালো ভাবে বুঝে বুঝে করে ফেলবেন।
২. মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ।

০২) বীজগণিত

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ
২. সূচক, লগারিদম ও ধারা, সেট
৩. বিগত বছরের প্রাইমারি সব গণিত প্রাকটিস করবেন।

০৩) জ্যামিতি

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. রেখা, কোণ ও ত্রিভুজ
২. পীথাগোরাসের উপপাদ্য
৩. বৃত্ত
৪. পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা।

🤝. সাধারণ জ্ঞান

০১) বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বর্ণনা, মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭ থেকে ১৯৭১), কৃষি ও জলবায়ু, জনসংখ্যা, সংবিধান ও সরকারের অর্গানসমূহ, বাংলাদেশের অর্থনীতি। (নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি বই থেকে এই টপিকগুলো দেখবেন)

০২) আন্তর্জাতিক বিষয়াবলী

১. কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী ও মূদ্রা
২. কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা।
৩. প্রণালী
৪.বর্তমান বিশ্ব রাজনীতি
৫. চীন, ভারত ও যুক্তরাষ্ট্র

(সাম্প্রতিক অংশের জন্য পরীক্ষার আগের মাস বাদ দিয়ে এর আগের ৩-৪ মাসের সাম্প্রতিক অংশ পড়তে হবে)

০৩) সাধারণ বিজ্ঞান

বেসিক প্রশ্ন করবে। ১০ম থেকে ৪৩ তম পর্যন্ত প্রিভিয়াস প্রশ্ন গুলো ব্যখ্যা সহ ভালো ভাবে পড়ে ফেলবেন।।

০৪) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

এখানেও বেসিক প্রশ্ন করবে। যেমন, ইনপুট ও আউটপুট ডিভাইস, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, Twitter, Instagram. এছাড়াও রয়েছে Google, Youtube, Messenger, What's App, E-mail, Web Browser etc.
(Easy Computer পড়তে পারেন)

০৫) ভূগোল

এই অংশ থেকে ২টি প্রশ্ন আসতে পারে সুতরাং একদম লিমিটের জায়গা পড়ে কমন ফেলা যায়।

নদ-নদী,পাহাড়-পর্বত, সম্পদ (কৃষি,মৎস,খনিজ,প্রাকৃতিক),জলবায়ু -আবহাওয়া

বি.দ্র:
পূর্ণাঙ্গ সাজেশন পেতে চোখ রাখুন ,,,,,,,,,

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
Rangpur
5340

Other Digital creator in Rangpur (show all)
Monnaf Sarker Monnaf Sarker
Rangpur, 5600

মানুষ মানুষের জন্য 😊 তাই আসুন সকলে মিলে একসাথে বাঁচি 🥰।

Md Rakib Hosain Md Rakib Hosain
Rangpur, 5341

I love Allah

Firoz Mahmud official Firoz Mahmud official
Char Rajibpur/kurigram/Rangpur
Rangpur, 5650

i am professional digital marketer and ceo specialist grow your online business STAY with us. thank you �

Digital marketer Mobarok Digital marketer Mobarok
Nilphamari
Rangpur, 5350

I can do Facebook Marketing, YouTube marketing, Link Building. More on that SEO professional,Video Editing, Graphic Desing and Contend Making. I completed my course with a long tra...

cutting to finish cutting to finish
Rangpur Dhaka
Rangpur, 5700

welcome to our cutting to finish page �

রং তুলি রং তুলি
Rangpur, 5330

🥰࿐লা༅༎ইলা’হা༅༎ইল্লালাহু༅༎মুহাম্মাদু’র༅༎রাসুল’উল্লাহ্࿐🥰

Jiban Shikha vlog Jiban Shikha vlog
Rangpur

Page:Healthy Food. আমার ছোট ব্লগ পেজ সবাই সাপোর্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন🙏🙏।

আসুন ইসলামের পথে আসুন ইসলামের পথে
Rangpur

আসসালামু আলাইকুম। আমাদের মূল উদ্দেশ্য হল ইসলাম প্রচার করা

HR HABIB HR HABIB
Nilphamari, Rangpur, Bangladesh
Rangpur, 5300

Hi I'm Professional Data Entry, SMM & SEO, Wordpress, Web Desing & Development Expert

জাহিদ হাসান জীবন জাহিদ হাসান জীবন
5400
Rangpur, 5402

💝💝

Bint e Zaman Bint e Zaman
Rangpur

তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ? ( সূরা-আর-রহমান)

Sumon786 Sumon786
Rangpur
Rangpur, 5670

Following Me For New interesting Video and web seres