আমার স্বপ্ন
Nearby schools & colleges
Ranpur
Darshona More
Rangpur City Corporation
5460
Badargonj Road
near by north view hotel
Dorshona More,
G. L. Roy Road
Sadullapur Post Office: Sadullapur Thana: Sadullapur District: Gaibandha Eiin:
Central Road
Pirganj
Road 2
You may also like
সফলতা কোই পাবো সেটা আমি জানিনা...!
তবে আমিও একদিন সফল হবো...! ইনশাল্লাহ 🤲
"""বন্ধু শব্দটা অনেক ছোটো"".!! 🤟
"""কিন্তু এর, অর্থ অনেক বড়"".!!🤟
___শূণ্যতা ঠিকই একদিন পূর্ণতা পাবে༎🖤🥀🌺
শুধু থেকে যাবে পুরোনো স্মৃতি গুলো🙂💔
😕🥺😥🤕🥀❤️🌹
বেশি মূল্য দিলে নিজের মূল্যটা
কমে যায়🥺💔
হোক সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব🥺🌹🥀
°°°°°°সব দুঃখ কষ্ট চাপা রেখে°°°°°°
★---হাঁশি মুখে চলার নাম-ই হলো----★
__________মধ্যেবিত্ত________🤕💔🥀
Best Friend...মানে ➤
যার সাথে সব সময় কথা শেয়ার করা যায়..
একটু দুষ্টুমি আর সারাদিন অভিমান🤕যা কখনো হারায় না❤️🥀
Best Friend... মানে➤
নিজেই তোমার জন্য ছোটো হবে,কিন্তু তোমাকে কারো কাছে ছোটো হতে দিবে না,,
Best Friend...মানে ➤
সারাদিন কথা না হলে তার উপর রাখ,অভিমান করা.
Best Friend...মানে ➤
পাশে থেকে হাতে-হাত রেখে একসঙ্গে চলা..
Best Friend...মানে ➤
No Thanks, No Sorry, একমাত্র ভুল সুদু তোরি..
Best Friend...মানে ➤
কাছে থাকলে ঝগড়া করা, আর দূরে থাকলে Miss করা...
Best Friend মানে➤
অহেতুক গালা-গালি আর সীমাহীন অধিকার ❤️🥀
বাস্তবতা যতই কঠিন হোক!
মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর হয়!🌸💙
পাগল ছাড়া দুনিয়া চলে না....😎🥴😜
🦋💚•——•″″ “পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,---•🤗☺️
——•″″কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!”💔🥀
⌢║🌼🖤
⏤ সৌন্দর্যের আলাদা কোনো রং নেই
আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর.!!🖤
🍁🌼
❤️🌻🥀
❝মানুষ বলে বন্ধু মানে প্যারা❞ 🙂🥀
--"❝কিন্তু❞"💚
ツ❝আমি বলি হাজারো ভিড়ের মাঝে বন্ধুরাই সেরা❞🥰
❝বন্ধু মানেই জীবন সুন্দর❞🥀💕🌺🌷
নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো....🥰🥀
তাহলে সে তোমাকে অনেক মূল্য দিবে....🖤🌸
_বন্ধুদের জন্য কোনো ক্যাপশন নেই🙂
কারণ, বন্ধুরা চিরকালের সেরা ক্যাপশন🥰🌹
★★★Love you all★★★
💚🌸🦋
-----
۵
___গল্পটা তখনই সুন্দর ছিল.___.বয়সটা যখন অল্প ছিল_۵.'♡!!-🩷😊🌸🌺🥺
♡︎••—𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐥𝐢𝐧𝐞,🙂
★—🦋দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয়, সময় শেষ হলে স্থাঁন পরিবর্তন হয়...।🥰🦋
-༅༎ღ- পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর দৃশ্য চেনা মানুষের অচেনা রুপ︵💝✨🌺 ✨
" বন্ধুত্ব "
--------------------
বন্ধুত্ব জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা সম্পর্ক। বন্ধু মানে আস্থা রাখার একটা জায়গা। আরো বলা যেতে পারে বন্ধু মানে একটা বিশ্বস্ত মানুষ, যার কাছে মন খুলে নিজের সুখ - দুঃখ, আবেগ- অনুভূতি শেয়ার করা যায় নির্দিধায়। জীবনে কতজন বন্ধু আছে সেটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য হলো বন্ধু যদি 'বন্ধুর মত বন্ধু হয়' তবে হাজার জনের চেয়ে একজনই শ্রেয় !!
"পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম!
" ষড়যন্ত্র "
যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলেছে।😍😍
●───༆🌺●───༆༊🦋
🥀-۵ღ❝ প্রতিটা মানুষই- বদলায়!❞ツ🍂
🥀-۵ღ❝হয়তো অভাবে-
নয়তো আঘাতে ❞ツ💚
●───༆🌼●───༆༊
🥀_✍︎"-সঠিক পথে চলুন..!😊
সম্মান না পেলেও মনে শান্তি পাবেন..!😇
___ইনশাআল্লাহ..!🤍🌸
শেষ টা সুন্দর হওয়ার জন্য প্রচুর ধৈর্য্য-আর অপেক্ষার প্রয়োজন!'🖤🌸
࿐❥༆অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে…..!!🖤___ নিজেকে বদলে নেওয়াই অনেক ভালো….!!
বর্ষার সময় গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর
👉একটা স্কুল নির্মাণ করলাম!!!
👉ফেসবুক পুর উচ্চ বিদ্যালয় 😁
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │. 🇧🇩
🌳෴🌳෴🌳෴🌳෴🌳│
(ভর্তি চলিতেছে )
এক মাএ তারাই ভর্তি
হতে পারবেন🤭🤭
যারা সিঙ্গেল আছেন😁🤐🐸
★★★স্বপ্নের কোনো রং নেই★★★
★★তবুও স্বপ্ন রংরঙিন★★
★★ইচ্ছের কোনো ডানা নেই★★
★★তবও উড়ে সিমাহীন★★
❥︎シ° Life এ এমন কিছু মুহূর্ত আসে নিরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না •༎•🥀🙂💔
বন্ধুত্বের গভীরে জমে থাকা না বলা থেকেই শুরু হয় ভালোবাসা।
কিন্তু,,,,,,,,,,,,,,,,, তাতে বন্ধুত্ব কখনো শেষ হয়না।
প্রতিটি মানুষের জীবনেই শিক্ষকের একটি অত্যন্ত বড় প্রভাব রয়েছে যা অনন্তকালে গিয়েও শেষ হয়না...!
Life এমন কিছু মূহুর্ত আসে..!🥺🥺
যে নিরবতা ছাড়া আর কিছুই তাকে না...!😭❤️
প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক মৌলিক আশ্রয় - ❤🌿
A nice page that I follow please feed-back
--"স্মৃতির মাঝে আটকে থাকে অদৃশ্য এক ছায়া,
কিছু জিনিস হাড়িয়ে গেলেও
ফুরায় না তার মায়া.! 😅🥀
#অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
- Collected
🤟𝒔𝒊𝒎𝒑𝒍𝒆 𝒍𝒊𝒇𝒆 𝒊𝒔 𝒂____ 🖤❤️
___𝑯𝒂𝒑𝒑𝒚 𝒍𝒊𝒇𝒆😊🥀
🐰-!
পেইজটা ঘুরে আসলাম �
খুব সুন্দর �
সবাই সার্পোট দিয়ে পাশে থাকুন �
শুভকামনা রইলো �
ফলো দিলাম ব্যাক দেন
রিভিউ ব্যাক দিয়ে পাশে থাকবেন আশা রাখি ��
গল্প তো সবারই থাকে,,
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস,,,,
আমি যাকে ভালোবাসি
তার চেয়ে সুন্দর আর কেউ নয়,,,,❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Rangpur
Medical East Gate, Dhap
Rangpur, 5400
Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degre...
পীরগাছা পাওটানা
Rangpur
assalamu alaykum bundhura amader peije Islamic songit waj short film and aro Shikkha nio video folo korepete Amader peijer sathei. thakun