Nilphamari Govt. College-NGC

Nilphamari Govt. College-NGC

Nearby universities

Most:nafia joya
Most:nafia joya
Dhap Rongpur

You may also like

Vdfddz
Vdfddz

নীলফামারী সরকারী কলেজের পেজে সবাইকে ?

Photos from Nilphamari Govt. College-NGC's post 09/10/2021

অনার্স ১ম বর্ষের সাজেশন সকল বিভাগের।

02/10/2021

নীলফামারী সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরিক্ষার রুটিন ।

18/08/2021

নীলফামারী সরকারি কলেজে অনার্স অনার্স ১ বর্ষের ভর্তি ফর্ম জমা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি!

Photos from Nilphamari Govt. College-NGC's post 10/07/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক ‍student_covidinfo http://103 .113.200.29/student_covidinfo/ - এ প্রদত্ত ছক পূরণ করে
👉 আগামী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে তথ্য সাবমিট করার জন্য বলা হয়েছে।
এছাড়াও চিঠিতে বলা হয়েছে বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

✅ ছাত্র/ছাত্রীদের যেসব তথ্য সাবমিট করতে হবেঃ
👉 প্রথমে http://103 .113.200.29/student_covidinfo/ উক্ত ওয়েবসাইটে আপনার রেজিস্টেশন নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে।
👉 তারপর নিচের তথ্য গুলো আপনাকে দিতে হবে।
ছাত্র/ছাত্রীদের জন্মতারিখ,মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, কোভিড ভেকসিন নিয়েছেন কিনা? - yes/no, আপনি কোন অবস্থানে আছেন - যেমন- হোস্টেল/মেস/বাড়ী।

★ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd/uploads/2018/office_order_05_pub_date_09072021.pdf

*** তথ্য একবার সাবমিট হলে সংশোধনের সুযোগ নেই‌। তাই তথ্য সাবমিটের সময় সতর্কতা অবলম্বন করবেন***

06/06/2021

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষার নোটিশ....

06/06/2021
Photos from Nilphamari Govt. College-NGC's post 16/02/2021

কোন ডিপার্টমেন্ট এ কত টাকা ফর্ম পূরণ করতে লাগবে এবং কোন ডিপার্টমেন্ট এর ফর্ম পূরণ কবে হবে দেখুন।

18/11/2020
17/09/2020
09/09/2020

একাদশ শ্রেণীতে ভর্তির নোটিশ ২০২০।
অনলাইনের মাধ্যমে ভর্তি ফি ১৮৬০ টাকা।

28/06/2020

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। তাই এই সংকট পুষিয়ে নিতে চলতি শিক্ষাবর্ষ আগামী মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষাবর্ষের ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে বয়স ও শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীর জ্ঞানার্জন ও দক্ষতা অর্জনের দিকটি আপস করা হবে না। যতটুকু না পড়ালে পরবর্তী ক্লাসে ওঠা সম্ভব না হয় সেটিকে গুরুত্ব দেয়া হবে।

29/08/2018

শেখা যাক কিছু উল্টা - পাল্টা শব্দ!
■ Upset - বিপর্যস্ত হওয়া
■ Set up - স্থাপন করা
■ Income - উপার্জন
■ Come in - ভিতরে আসা
■ Output - উৎপাদন
■ Put out - নিভিয়ে ফেলা
■ Overcome - কাটিয়ে উঠা/জয় করা
■ Come over - মনে আসা
■ Outlook - দৃষ্টিভঙ্গি
■ Look out - বাহিরে তাকানো
■ Outcome - ফলাফল
■ Come out - প্রকাশিত হওয়া
■ Outgo - খরচ পত্র
■ Go out - বাহিরে যাওয়া
■ Outcast - সমাজচ্যুত
■ Cast out - প্রত্যাখ্যান করা
■ Outset - শুরু
■ Set out - যাত্রা করা
■ Onset - প্রবল আক্রমণ
■ Set on - লাগিয়ে দেওয়া

12/06/2018

কোন রাতটি লাইলাতুল কদর?

এ প্রশ্নের উত্তর স্বরূপ হাদীসে নিম্নবর্ণিত বাণী রয়েছে :

[১] এ রাতটি রমযান মাসে। আর এ রাতের ফযীলত কিয়ামত পর্যন্ত জারী থাকবে।

[২] এ রাতটি রমাযানের শেষ দশকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأوَاخِرِ مِنْ رَمَضَانَ

‘‘রমাযানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’’ (বুখারী : ২০২০; মুসলিম : ১১৬৯)

[৩] আর এটি রমযানের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

تَحَرُّوْا لَيْلَةُ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

‘‘তোমরা রমাযানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ কর।’’ (বুখারী : ২০১৭)

[৪] এ রাত রমযানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

فَمَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرِّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ

‘‘যে ব্যক্তি লাইলাতুল কদর (কদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রমাযানের শেষ সাত রাতের মধ্য তা অন্বেষণ করে।’’ (বুখারী : ২০১৫; মুসলিম : ১১৬৫)

[৫] রমাযানের ২৭ শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ক. উবাই ইবনে কাব হতে বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন যে,

وَاللهِ إِنِّيْ لأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ اللَّيْلَةُ الَّتِيْ أَمَرَنَا رَسُوْلُ اللهِ -صلى الله عليه وسلم- بِقِيَامِهَا هِىَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِيْنَ

আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমাযানের ২৭ তম রাত। (মুসলিম : ৭৬২)

(খ) আব্দুল্লাহ বিন ‘উমার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

مَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرِّهَا لَيْلَةَ السَّبْعِ وَالْعِشْرِيْنَ

‘‘যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমাযানের ২৭শে রজনীতে অনুসন্ধান করে। (আহমাদ : ২/১৫৭)

[৬] কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হল ২৫ তারিখ, তৃতীয় হল ২৯ তারিখে। চতুর্থ হল ২১ তারিখ। পঞ্চম হল ২৩ তারিখের রজনী।

[৭] সর্বশেষ আরেকটি মত হল- মহিমান্বিত এ রজনীটি স্থানান্তরশীল। অর্থাৎ প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র ২৭ তারিখেই এ রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তাঁর ইচ্ছায় কোন বছর তা ২৫ তারিখে, কোন বছর ২৩ তারিখে, কোন বছর ২১ তারিখে, আবার কোন বছর ২৯ তারিখেও হয়ে থাকে।

02/06/2018

ঈদের আগের দিন হযরত ওমর রাঃ স্ত্রী বললেন,
‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও
চলবে,
কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য
কাঁদছে’।
খলীফা বললেন,
‘আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।
খলীফা পত্নী উম্মে কুলসুম খলীফার আগামী
মাসের বেতন থেকে অগ্রিম নেয়ার জন্য তাঁকে
অনুরোধ করলেন।
খলীফা উমর (রাঃ) হযরত আবু উবাইদাকে খলীফার
এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি
পাঠালেন।
সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি,
যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন,
তাঁর এ ধরণের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার
চোখে পানি এসে গেল।
উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রাঃ) বাহককে
টাকা না দিয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন,
‘আমীরুল মুমিনীন!
অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে
ফয়সালা দিতে হবে।
প্রথমত,
আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত,
বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে
খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে হযরত উমর এত কেঁদেছেন যে
তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো।
আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া
করলেন,
‘আল্লাহ আবু উবাইদার উপর রহম কর, তাঁকে হায়াত
দাও’।
স্বয়ং রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,
‘প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছেন,
আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা
ইবনুল জাররাহ’।

01/04/2018

পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীর করণীয় ও দোয়া
আসসাল্লামু আলাইকুম।
পরীক্ষায় অনেক ছাত্র-ছাত্রী ভয়ে-আতংকে
ঘাবড়িয়ে যায়। আর ঘাবড়ানোটাই স্বাভাবিক। এ সময়
চিন্তাগ্রস্ত না হয়ে মহান আল্লাহর প্রতি ভরসা করাই
অতি উত্তম কাজ। কারণ আল্লাহ তাআলা উত্তম
সাহায্যকারী। পরীক্ষার সময় ও পরীক্ষার হলে
ছাত্র-ছাত্রীদের করণীয় ও দোয়া সংক্ষেপে
তুলে ধর হলো-
করণীয়-
ক. পরীক্ষার পূর্বে অতিরিক্ত চিন্তা না করা।
খ. নির্ঘুম রাত কাটানো থেকে বিরত থাকা।
গ. খাবার-দাবারে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা।
ঘ. আরামদায়ক পোশাক পরিধান করা।
ঙ. পরিক্ষার হলে রওয়ানা হওয়ার পূর্বে অ্যাডমিট
কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ পরীক্ষার
সরঞ্জামসমূহ গুছিয়ে নেয়া।
চ. পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের কিছু
পূর্বে এসে ফ্রেশ (পরিচ্ছন্ন) হয়ে নেয়া।
ছ. পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্বে
ওজুর সহিত প্রবেশ করা।
পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পর দোয়া-
ক. দরূদে ইবরাহিম পড়া-
খ. স্মরণ শক্তির দোয়া পড়া-
উচ্চারণ- রাব্বি ঝিদনি ইলমা (৩ বার)
গ. চিন্তা ও অস্থিরতা মুক্ত থাকার দোয়া-
উচ্চারণ : লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজিম (৩ বার)
ঘ. প্রশ্নপত্র সহজ হওয়ার দোয়া-
উচ্চারণ : রাব্বিশ-রাহলি ছাদরি ওয়া ইয়াসসিরলি আমরি
ওয়াহলুল ওক্বদাতাম মিল্লিসানি ইয়াফকাহু ক্বাওলি।
অতপর পরীক্ষার খাতা হাতে পেয়ে ‘আউজুবিল্লাহি
মিনাশ শায়ত্বানির রাঝিম ও বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে
খুব খেয়াল করে রোল নম্বর, রেজিস্ট্রেশন
নম্বর, বিষয় কোড, প্রশ্নপত্রের সেট কোডসহ
যাবতীয় তথ্য সুন্দর করে (বৃত্ত ভরাট) পূরণ করা।
তারপর ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে
ঠাণ্ডা মাথায় প্রথমে ভালো জানা প্রশ্নগুলো উত্তর
পত্রের দিতে শুরু করা।
আল্লাহ তাআলা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এ
নিয়মগুলো মেনে ভালো পরীক্ষা দেয়ার
তাওফিক দান করুন। আমিন।

19/02/2018

SSC
কয়েক বছর আগের কথা। রাতের বেলা
ছোট বোনকে ফোন করে বললাম, "কিরে?
টেনশন হচ্ছে?"
বোন ভাঙ্গা গলায় বলল, "ভাইয়া, A+ টা
যদি না পাই, লজ্জায় মুখ দেখাতে পারব
না। বাবা মেরে ফেলবে আমাকে! আমি
আমার সবচেয়ে সুন্দর হাসিটা ওকে
দিলাম। বললাম, "ধুর গাধি! A+ বিষয়টা
একটা ফাইজলামি ছাড়া আর কিছু না।
এইটা হচ্ছে, পাইলে পাইলাম। না পাইলে
নাই।
এভাবে দেখ। আর, আমি জানি, তুই অনেক
ব্রিলিয়ান্ট একটা মেয়ে। A+ দিয়ে তোর
মেধাকে আর যেই মাপুক, তোর ভাইয়া
মাপবে না, তাই না?"
এই একটা জায়গায় আমি ব্যর্থ হলাম।
বোন
আমার কথায় কোন আশ্বাস পেল না। ও A+
পেল না। তার আর দশটা ফ্রেন্ড A+
পেয়েছে, ও পায়নি, এটা তার কাছে খুব
অপমান লাগল। জীবন ছেড়ে পালিয়ে
যাওয়াটাই তার
কাছে একমাত্র উপায় মনে হল। আত্মহত্যা
করল!
মা আমাকে যখন ফোন করল, আমি
ল্যাবে।
একটা ঘোরের
মাঝে বের হলাম। বাসে উঠলাম। বাসায়
গেলাম। খুব
বেশি পাগলামি করিনি ঐদিন! বোবা
একটা কান্নায়
ওর দিকে তাকিয়ে ছিলাম। "কেন করলি
এটা?"
__ নিজেকে কত হাজারবার যে
জিজ্ঞেস
করেছি,
উত্তরটা পাইনি। আজ এসএসসির
রেজাল্ট।
অনেক বাসায় এক দুই "মণ" করে মিষ্টি
যাবে। আবার অনেক বাসায় কান্নার
রোল
উঠবে।
যারা কাদবে, আমি তোদের জন্য কাদব,
কথা দিচ্ছি।
লক্ষ্মী ভাইবোনগুলো আমার। প্লিজ,
বোকামি করিস না? প্লিজ?
এত সুন্দর একটা জীবনের চেয়ে কখনোই A
+
বড় হতে পারেনা। আজ দুনিয়ার
পরীক্ষাতে A+ না পাওয়াতে তুমি এরকম
বড় একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছো। কিন্তু
আফসোস কিয়ামতের দিন যে কঠিন
থেকে
কঠিন তম পরীক্ষা হবে তা নিয়ে তোমার
কোনো মাথা ব্যাথ্যা নেই। এই একটা ভুল
সিদ্ধান্তের কারণে তোমার
অনন্তকালের
জন্য জাহান্নামের বাসিন্দা হইয়ে
থাকতে হবে।
বি.দ্র: গল্পটা কাল্পনিক হলেও
অনুভূতিটা
সত্যিকারের।আর যা বলেছি তার সবটাই
মন থেকেই বলেছি। সকলের জন্য দুয়া
রইলো।

10/01/2018

Nilphamari Govt. College-NGC

Want your university to be the top-listed University in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Rangpur, Dhaka
Rangpur
3466

Other Colleges & Universities in Rangpur (show all)
RANGPUR DENTAL COLLEGE RANGPUR DENTAL COLLEGE
Medical East Gate, Dhap
Rangpur, 5400

Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental car

Crezy lover Crezy lover
Rangpur

Notional University Notice Board Notional University Notice Board
Rangpur
Rangpur, 5440

Carmicheal college friends group Carmicheal college friends group
Rangpur

Information for college students

Rudonil Rudonil
Nilfamari
Rangpur, VIDEO

All

Moynul Store Moynul Store
Roki
Rangpur, MOYNULISLAMROKI

ফেসবুকে হাজারো বন্ধুর মাঝে প্রকৃত বন?

Hand note - hsc Hand note - hsc
Rangpur

ALL activities HSC + admission

Din Islam Din Islam
Rangpur, 5350

এটি একটি ইসলামি পেজ জার মাধ্যমে সঠিক ই

Sajib Rayhan Sajib Rayhan
পায়রা চত্বর
Rangpur

Md.Sajib Rayhan

বিতর্ক পরিষদ, হারাগাছ সরকারি কলেজ বিতর্ক পরিষদ, হারাগাছ সরকারি কলেজ
Haragach
Rangpur, 5441

যুক্তি,তর্ক ও বিতর্কে উজ্জ্বল হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থীরা।