সবুজের সাথে নীলফামারী - Nilphamari with Green
একটি নতুন বাগান, নবজাগরণ
"প্রতিটি বাড়ি, সবুজে গড়ি "
আমার জীবন গল্পের মতোই ছবি
যে ছবিগুলো এক একটি কবিতা।
কবিতাগুলো ছোটে কতগুলো স্বপ্নের পিছনে
স্বপ্নগুলোকে লালন করতে ছুটে চলি।
#সবুজের_সাথে_নীলফামারী অফার
#সবুজের_সাথে_নীলফামারী অফারের কিছু নিয়মাবলি:
অফারে থাকবে সবুজের সাথে নীলফামারী বাগানের উৎপাদিত চারা। অফারে আম, সাইট্রাস, আনার, মালবেরি ও লিচু থাকবে। অফারের চারা অর্ডার করতে কমেন্টে চাহিদা জানাতে হবে। এবারে ইনবক্সে অফারের চারা অর্ডার নেয়া হবে না। শুধু টাকা পাঠানোর জন্য ইনবক্সে মেসেজ দিয়ে নাম্বার নেয়ার অনুরোধ করছি। টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে কনফার্ম করতে হবে। তাহলে আপনার অর্ডার গ্রহণযোগ্য হবে। ফোন কলে কোনো অর্ডার নেয়া হবে না বা হয় না। কারণ, ইহাতে কোনো প্রমাণ থাকেনা। আপনারা অর্ডার করলে পরবর্তীতে আপনাকে ইনবক্সে মেসেজ দেয়া হবে।
কমপক্ষে ১০০০ টাকার চারার অর্ডার করতে হবে। ২০০০ টাকার চারা কিনলে কুরিয়ার চার্জ দিতে হবে না।
চারার দাম একেবারে কম রাখার চেষ্টা করেছি। তাই দাম নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করছি।
চারার সাইজ প্রতিটি জাতের নামের পাশে দেয়া আছে। সাইজ হয়তো সামান্য ১৯/২০ হতে পারে। চারার সংখ্যা সীমিত আছে। তাই বলবো শেষ হওয়ার আগে অর্ডার করতে।
অফারের চারার রিপ্লেসমেন্ট পলিসি: কুরিয়ারের কারণে বা সাত দিনের মধ্যে চারা মারা বা নষ্ট হলে ঐ দিনের মধ্যে ছবি পাঠাতে হবে। ৪০% চারার অফার মুল্য পরিশোধ ও কুরিয়ার চার্জ দিয়ে চারা রিপ্লেস নিতে পারবেন। চারার স্টক শেষ হলে পরবর্তীতে চারা রেডি হওয়ার পরে নিতে হবে। কারণ, চারাগুলো উৎপাদন করার পরে আপনাকে দিতে হবে।
অফারের মেয়াদ সাত দিন। আগামী ১৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।
আম:
১। ডকমাই হলুদ ২/৩ ফিট ১২০৳
২। কাটিমন বারোমাসি ২/৩ ফিট ১২০৳
৩। সীতাভোগ ২/৩ ফিট ১০০৳
৪। কিং অব চাকাপাত ২/৩ ফিট ১২০৳
৫। সুর্যডিম ২/৩ ফিট ১২০৳
৬। তাইওয়ান রেড ২/৩ ফিট ১২০৳
৭। তোতাপুরী ২/৩ ফিট ১২০৳
৮। ব্লাকস্টোন ২/৩ ফিট ১০০৳
৯। কেনসিংটন প্রাইড ২/৩ ফিট ১০০৳
১০। অস্টিন ২/৩ ফিট ২৫০৳
১১। অস্টিন গোল্ড ২/৩ ফিট ৩০০৳
১২। নুরজাহান ২/৩ ফিট ২৫০৳
১৩। সাদা হিরা বারোমাসি ২/৩ ফিট ২০০৳
১৪। সদা বাহার ২/৩ ফিট ১৫০৳
১৫। নিলাচল কেশর ২/৩ ফিট ১৫০৳
১৬। টমি এটকিনস ২/৩ ফিট ১৫০৳
১৭। কেইট ২/৩ ফিট ২৫০৳
২৯। গোলাপ সুন্দরী ২/৩ ফিট ২০০৳
৩০। ডকমাই সিমুয়াং ২/৩ ফিট ৩০০৳
সাইট্রাস:
১। বাউ-৩ ২/৩ ফিট ১৫০৳
২। থাই-২ ২/৩ ফিট ১৫০৳
৩। ইয়েলো মাল্টা-২ দেড় ফিট ২০০৳
৪। পাকিস্তানি ২/৩ ফিট ১৫০৳
৫। চায়না কমলা ২/৩ ফিট ১৫০৳
৬। অর্টানিক অরেঞ্জ ২/৩ ফিট ২৫০৳
৭। জাইশান সাতসুমা মান্ডারিন ২/৩ ফিট ২২০৳
৮। আমোয়া-৮ ২/৩ ফিট ২২০৳
৯। ক্লেমিন্টন তারদিভো ২/৩ ফিট ২২০৳
১০। কালাব্রিস বারোমাসি অরেঞ্জ ২/৩ ফিট ২৫০৳
১১। কারা কারা অরেঞ্জ ২/৩ ফিট ২০০৳
১২। স্টার রুবি গ্রেপফ্রুট ২/৩ ফিট ২০০৳
১৩। আফোরের মান্ডারিন দেড় ফিট ২৫০৳
১৪। সুইট মান্ডারিন দেড় ফিট ২৫০৳
আনার:
১। থাই আনার ২ফিট ২০০৳
২। মেক্সিকান ২ফিট ২০০৳
মালবেরি:
১। তুর্কি মালবেরি ২০০৳
লিচু:
১। চায়না-২ ২০০৳
বি:দ্র: অফারের প্রতিটি জাত আমাদের দেশে পরিক্ষিত। অনেকেই লংগানের চারা অফারে দিতে বলেছিলেন। চারা রেডি হতে আরও এক মাস লাগবে। এজন্য দু:খিত।
জাবাটিকাবা একটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফল। যাকে ব্রাজিলিয়ান গ্রেপ বলা হয়। ফলটি অত্যন্ত সুস্বাদু ফল।
সারা পৃথিবীতে অনেক প্রজাতির জাবাটিকাবা পাওয়া যায়। বর্তমানে কিছু হাইব্রিড প্রজাতির পাওয়া যায়। যেগুলোর বীজের গাছে অল্প বয়সেই ফল ধরে।
আবার ফুল চলে আসছে আমার স্কারলেট জাবাটিকাবা গাছটিতে। এই জাতটির বীজের গাছে তিন থেকে চার বছরে ফল ধরে। প্রতি এক মাস অন্তর হালকা করে জৈব সার দিলে সারা বছর ফল পাওয়া সম্ভব।
ইয়েলো-২ মাল্টা
#মাল্টা
#সবুজের_সাথে_নীলফামারী
#বাগান
#হ্যাপি_গার্ডেনিং
#বাংলাদেশ
স্কারলেট জাবাটিকাবা
#জাবাটিকাবা
#সবুজের_সাথে_নীলফামারী
#বাগান
#হ্যাপি_গার্ডেনিং
#বাংলাদেশ
সবে ধন নীলমণিতে পাক ধরেছে।
পাখি পাকা পেঁপে খায়
তাইওয়ান থেকে নিয়ে আসা থ্রি রেড হার্ট হানি পমেলোর কিছু চারা রেডি হচ্ছে। সাথে হচ্ছে এফোরের বা আফোরের, হংজিয়াং অরেঞ্জ ও হানি ক্রিসপি কামকোয়াট। সবগুলো জাত অপরীক্ষিত। জাম্বুরা রুটে গ্রাফটিং করা।
#লংগান_সাইট্রাস_সেপ্টেম্বর
#সবুজের_সাথে_নীলফামারী
নিয়মিত নিয়ম মেনে পোস্ট করার অনুরোধ করছি। কোনো পোস্ট ডিকলাইন করলে আমাদেরও খারাপ লাগে।
যারা ইগনোর করছেন, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা না চাইলেও গ্রুপটি একজন সদস্য থেকে ৬০০ এর অধিক সদস্যের হয়ে গেছে। তারমানে আপনার প্রচেষ্টা না থাকলেও কিন্তু আরেকজনের প্রচেষ্টা অব্যাহত আছে, থাকবে। আমি বিশ্বাস করি, এক বিন্দু পানি গড়ে তোলে এক বিশাল সিন্ধু।
গত জানুয়ারিতে যেমন অনেক ডুমুর কাটিং উপহার দিয়েছি, আশাকরি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ধন্যবাদ। ভালো থাকবেন। সবুজের সাথে নীলফামারী বাগানের পাশে থাকবেন।
ছবিতে রেড পিংপং
আমি কেনো লংগানের বাগান করছি?
পর্ব-১:
লংগান ও লিচু Sapindaceae পরিবারভুক্ত ফল। লংগান আমাদের দেশে কাঠলিচু বা আঁশফল নামে পরিচিত। তবে কাঠলিচুর তুলনায় লংগানের বীজ ছোট, ফলের আঁশ ও মিষ্টতা অনেক বেশি।
ফলনে লিচুর তুলনায় অনেক বেশি। কারণ, গাছ লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফলন পাওয়া সম্ভব এবং প্রতিটি ডালের মাথায় ফুল ও ফলে ভরপুর থাকে। আবার প্রুনিং করলে একই গাছে সিজনে বিভিন্ন সময়ে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত ফল হার্ভেস্ট করা সম্ভব। যেখানে লিচুর ক্ষেত্রে চার বছরেও ফলন সম্ভব না এবং সকল ডালে ফলন অসম্ভব। লিচুর হার্ভেস্ট সময় জুন থেকে জুলাই।
তবে কি লিচুর বাগান করবো না? অবশ্যই করবো এবং করতে হবে। কারণ, মধ্য জুলাইয়ে যখন লিচু শেষ হবে তারপর লংগান হার্ভেস্ট করা যায়। তার মানে দাঁড়ালো, যারা লিচু জাতীয় ফল পছন্দ করে তারা জুন থেকে শুরু করে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত এই জাতীয় ফলের স্বাদ নিতে পারবেন।
অবশ্যই বাণিজ্যিক বাগান করার ক্ষেত্রে বুঝেশুনে করতে হবে। পরীক্ষামূলকভাবে করার জন্য চেষ্টা করা যেতে পারে। আমিও তাই করছি।
বি:দ্র: লংগানে সঠিক পরিচর্যা ও প্রুনিং করলে সিজনে একই গাছে বিভিন্ন সময়ে ফল পাওয়া সম্ভব।
পিংপং, সাদা, ফোর সিজন, কোহালা, চুলিয়াং, তাইওয়ানী ফোর সিজন, ডায়মন্ড রিভার, ও চাইনিজ ইত্যাদি জাত দিয়ে পরীক্ষামূলক বাণিজ্যিক বাগান করার পরিকল্পনা করেছি। খুব শীঘ্রই আপডেট আসবে।
লংগানের বাণিজ্যিক বাগান কেনো করবো? এনিয়ে বিশদ আকারে লেখার চেষ্টা করবো।
সবুজের সাথে নীলফামারী বাগানের পক্ষ থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই।
রুবি লংগানের জোড় কলমের চারা আছে ২০ পিচ। পাইকারি বিক্রি করা হবে। নিতে চাইলে ইনবক্সে মেসেজ দেয়ার অনুরোধ করছি। কুরিয়ার ১০-১৫ দিন পরে করা যাবে।
কলিজা ছিঁড়ে নিয়ে গেছে চোরে।
আজকেও বাগানের বেশিরভাগ সাইট্রাস(মাল্টা, কমলা, গ্রেপফ্রুট) ও লংগান চোরে নিয়ে গেছে। আমার স্বপ্নগুলোর সর্বনাশ করে কি লাভ আপনাদের? ফলগুলো এখনো পরিপক্ব হয় নি।
"কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।"
একে দেখলে রবি বাবুকেই স্মরিতে হবে।
ব্লাক লংগান
অযত্নেও বেশ মোটা হয়েছে ফিলিপাইনের কালো আখ। ঠিকমতো খাবার দিলে আরো মোটা হতো। হাত দিয়ে ছিলে খাওয়া যায়। মিষ্টি ভালো ছিলো। শীতে আরো বাড়বে আশাকরি।
ইন্ডিয়ান চেরির গুটি কলমগুলো প্যাকেটে দেয়া হলো। সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ক্রেজি অফার
অফারটাইম শুক্রবার(১১/০৮/২০২৩) পর্যন্ত।
নিশ্চিত হয়ে মেসেজ দেয়ার অনুরোধ করছি। কোনো কন্ডিশন অ্যালাউ না। কনফার্ম করতে হবে শুক্রবার রাত বারোটার আগে। এরপর নিয়মিত খুচরা মুল্য ধার্য্য হবে। না নিলে বিরক্ত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। কমপক্ষে ১৫০০ টাকার চারা নিতে হবে। ২০০০ টাকার চারা নিলে একটি চায়না কমলার চারা উপহার হিসেবে থাকবে। সাথে কুরিয়ার খরচ যোগ হবে। কুরিয়ার শনিবার(১৯/০৮/২০২৩) করা হবে। দুঃখিত, অন্য সময় সম্ভব না।
খুচরা মুল্য
কারা কারা ব্লাড অরেঞ্জ ২০০৳*
হেয়ারলুম নেভাল অরেঞ্জ ২২০৳
ম্যালটিজ অরেঞ্জ ২০০৳*
জাফা সাম্মুউতি ২০০৳*
আমোয়া-৮ মান্ডারিন ২০০৳*
অর্টানিক অরেঞ্জ ২০০৳
জাইশান সাতসুমা ২০০৳
ওয়ারি সাতসুমা ২০০৳*
স্টার রুবি গ্রেপফ্রুট ২০০৳
কিশু মান্ডারিন ২০০৳*
এরানসিও ওভালে কালাব্রিস(বারোমাসি) ২৫০৳
পাকিস্তানি কমলা ১২০৳
থাই-২ কমলা ১২০৳
চায়না/রামরঙ্গন কমলা ১২০৳
বাউ ৩ ১২০৳
কাশ্মেরি কেনু ২৫০৳
হানি মার্কট ২০০৳*
তুর্কী_মালবেরি ১৫০৳
পাকিস্তানি লং মালবেরি ২০০৳
ডুমুর বা ত্বিন
ইরাকি ব্লাক ৩০০৳
আনার
অস্ট্রেলিয়ান ২৫০৳
পাকিস্তানি ২৫০৳
ভাগোয়া ২৫০৳
মৃদুলা ২৫০৳
MC1 ২৫০৳
লংগান
রুবি ১০০০৳
পিংপং ২০০০৳
বি:দ্র: * মার্কিংগুলো অপরীক্ষিত। নিলে নিজ দায়িত্বে নিতে হবে। অনুগ্রহ করে দাম নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করছি। পছন্দ হলে মেসেজ দেয়ার অনুরোধ করছি।
আপডেট দিতে আসছি,,,
ডায়মন্ড রিভার লংগান
১। ফলন যথেষ্ট। এক থোকায় ১০০-১২০টি লংগান পেয়েছি।
২। মিষ্টতা অনেক বেশি। তবে ব্রিক্স মিটার না থাকায় দেখাতে পারিনি।
৩। ফলের সাইজ খারাপ না
৪। আঁশ বেশি ছিলো, বীজ আকারে ছোট ছিলো।
জোড় কলম, জোড় কলম
রুবি, সাদা, পিংপং ও ফোর সিজন লংগান
এক বছর বয়সী সাদা লংগানের ছোট গাছটিতে দশটি ফল টিকে আছে। ফল টেস্ট করার জন্য তাকে কষ্ট দেয়া।
আমার ডুমুর খাদক❤️❤️❤️ তোমাকে অনেক মিস করছি বাবা। তোমার হাসি আমার সার্থকতা।
আনারের গুটি কলমের চারাগুলো সেট হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো কুরিয়ার করা যাবে। আনারের চারার পাশাপাশি আম, মালবেরি, ডুমুর, সাইট্রাসের চারা নিতে চাইলে কনফার্ম হয়ে মেসেজ দেয়ার অনুরোধ করছি। না নিলে বিরক্ত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। কমপক্ষে এক হাজার টাকার চারা নিতে হবে। সাথে কুরিয়ার খরচ যোগ হবে। কুরিয়ার সপ্তাহের একদিন শনিবার করা হবে। দুঃখিত, অন্য সময় সম্ভব না।
খুচরা মুল্য
হেয়ারলুম নেভাল অরেঞ্জ ২৭০৳
ম্যালটিজ অরেঞ্জ ২৫০৳*
জাফা সাম্মুউতি ২৫০৳*
আমোয়া-৮ মান্ডারিন ২৫০৳*
কারা কারা ব্লাড অরেঞ্জ ২৫০৳*
অর্টানিক অরেঞ্জ ২৫০৳
জাইশান সাতসুমা ২৫০৳, ২৭০৳
ওয়ারি সাতসুমা ২৫০৳*
স্টার রুবি গ্রেপফ্রুট ২৫০৳
কিশু মান্ডারিন ২৫০৳*
এরানসিও ওভালে কালাব্রিস(বারোমাসি) ৩০০৳
পাকিস্তানি কমলা ১৭০৳
থাই-২ কমলা ১৮০৳
চায়না/রামরঙ্গন কমলা ১৮০৳
বাউ ৩ ১৭০৳
কাশ্মেরি কেনু ৩৫০৳
হানি মার্কট ৩০০৳*
ইজরাইলি জাম্বুরা ৩০০৳
তুর্কী_মালবেরি ২৫০৳
ডুমুর বা ত্বিন
ইরাকি ব্লাক ৪০০৳
আম
সুর্য ডিম ১২০৳
ন্যাম ডকমাই(হলুদ) ১৫০৳
কিং অব চাকাপাত ১৫০৳
আনার
থাই ৫০০৳
গুলোসা রোসাভায়া ৫০০৳
মেক্সিকান ৪০০৳
আর্মেনিয়ান ৪০০৳
ইন্দোনেশিয়ান ৪০০৳
অস্ট্রেলিয়ান ৩৫০৳
পাকিস্তানি ৩৫০৳
ভাগোয়া ৩৫০৳
সুপার ভাগোয়া ৩৫০৳
সোলাপুর লাল ৩০০৳
MC1 ৩৫০৳
লংগান কিছুদিন পর যুক্ত হবে।
বি:দ্র: * মার্কিংগুলো অপরীক্ষিত। নিলে নিজ দায়িত্বে নিতে হবে। চারার সাইজ বড় হওয়ায় কিছু জাতের দাম বাড়ানো হয়েছে। অনুগ্রহ করে দাম নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করছি। কম রাখার দায়িত্ব আমার। পছন্দ হলে মেসেজ দেয়ার অনুরোধ করছি।
জাম্বুরা রুটে ডেকোপন মান্ডারিন।
পিংপং লংগান ঝড়ছে অনেক। কোনো চিকিৎসা ছাড়া যে কয়টি থাকে, তাদের স্বাদ নিতে পারবো। এতেই খুশি।
যারা চারার অর্ডার কনফার্ম করেছেন তাদের কুরিয়ার আগামী শনিবার করা হবে। যারা কনফার্ম করতে চেয়েছিলেন কিন্তু করেন নি, তাদের অনুরোধ করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে কনফার্ম করে দিতে।
বি:দ্র: যারা হানি ক্রিসপি কুমকাতের চারার অর্ডার দিয়েছেন তাদেরটা জুলাইয়ের শেষে কুরিয়ার করা হবে।
নিজ বাগানের কিউজাই আমের টেস্ট নিলাম। অসাধারণ মিষ্টি একটা আম। যদিও পুরোপুরি পাকা ছিলো না। পাকলে হয়তো আরো মিষ্টি হতো।
আমার কপালের নাম গোপাল। সবুজ মিষ্টি দেখি লাল মিষ্টি।
২০২১ সালের মে মাস। রীতিমতো ধান কাটা ও ঘরে তোলার কাজ চলছে। আমিও সে সময় কক্সবাজার থেকে বাড়ি গিয়েছিলাম। বাড়ি গেলে আমার রুটিন ওয়ার্ক বাগানে কাজ করা।
সেবার আর লোক পেলাম না। ছুটি শেষ হলে কর্মস্থলে ফিরতে হবে। তাই দেরি না করে নিজেই বাগানের কাজ করা শুরু করলাম। দুই দিনে ২৪ ক্যারেট মাটি ও গোবর সার মিক্সড করা এবং সেগুলো ক্যারেটে ভরার কাজ একাই করলাম।
ছুটি শেষ হলে একাই কক্সবাজার চলে যাই। বাড়িতে মা অসুস্থ, এজন্য যুক্তদের বাড়িতে রেখে আসা। ফিরে আবার কোয়ারেন্টাইনে। দু'দিন পরে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াবো, এমন সময় খেয়াল করলাম কোমড়ে প্রচণ্ড ব্যথা সোজা হতে পারলাম না। মেঝেতে শুয়ে পরলাম। বাড়িতে ফোনে জানালাম, কলিগদের জানালাম। তারা সহযোগিতার হাত বাড়ালো, সাথে বাড়ির মালিক।
আমি যেহেতু কাজ করতাম ফিজিওথেরাপিস্টদের সাথে তাই তাদের অপেক্ষায় থাকলাম। অফিস ওয়ার্ক শেষে আমার দুই সহকর্মী আসলেন। তাদের চিকিৎসা শুরু হলো। এতদিন তাদের থেকে রোগীদের চিকিৎসা নিতে দেখেছি, রোগীদের চিৎকার শুনেছি। শুনে বেশ নির্দয় মনে হতো। তারা চিকিৎসা দেবে, ব্যথা দিবে কেন? এই প্রশ্ন মনে আসতো। ঐদিন তার উত্তর আমি পেয়েছিলাম। নিজেরটা আর বেশি কিছু বললাম না।
আসলে বিষয়টা হচ্ছে চিকিৎসায় কখনো কখনো ব্যথা দিয়ে ব্যথা কমানো হয়।
কিছুদিন আগে দেখেছি, দেশে প্রচণ্ড বিদ্যুৎ সংকট ছিলো। মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তখন কেউ কেউ গাছ লাগানোর কথা বলেছিল। আমারও মাঝে মাঝে কেনো জানি এরকমই মনে হয়। গাছ লাগানোর চিকিৎসা এভাবে করা যায় কিনা?
যদিও মানুষের দুর্দশা কামনা করা ঠিক না, তবুও শিক্ষার জন্যে হলে খারাপ মনে হয় হবে না।
ছোটবেলার স্কুলে শিক্ষকের মারের কথা কি আর ভোলা যায়!!
অমিতাভ রায়
মনোবিজ্ঞানী
সকাল সকাল মন ভালো করার ছবি। লংগান ফল টেস্ট করবো নিজ বাগানের। সাদা, রুবি, পিংপং লংগান।
বর্তমানে এগুলো পাবেন। নিতে চাইলে কনফার্ম হয়ে মেসেজ দেয়ার অনুরোধ করছি। না নিলে বিরক্ত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। কমপক্ষে এক হাজার টাকার চারা নিতে হবে। ১৫০০ টাকার চারা নিলে একটি চায়না কমলার চারা গিফট দেয়া হবে। সাথে কুরিয়ার খরচ যোগ হবে। কুরিয়ার ইদের পরে করা হবে।
খুচরা মুল্য
হেয়ারলুম নেভাল অরেঞ্জ ২৫০৳
ম্যালটিজ অরেঞ্জ ২৫০৳*
জাফা সাম্মুউতি ২৫০৳*
আমোয়া-৮ মান্ডারিন ২৫০৳*
কারা কারা ব্লাড অরেঞ্জ ২৫০৳*
অর্টানিক অরেঞ্জ ২৫০৳
জাইশান সাতসুমা ২৫০৳
ওয়ারি সাতসুমা ২৫০৳*
স্টার রুবি গ্রেপফ্রুট ২৫০৳
কিশু মান্ডারিন ২৫০৳*
এরানসিও ওভালে কালাব্রিস(বারোমাসি) ৩০০৳
পাকিস্তানি কমলা ১৫০৳
থাই-২ কমলা ১৫০৳
চায়না/রামরঙ্গন কমলা ১৫০৳
বাউ ৩ ১৫০৳
দার্জিলিং ১৫০৳
কাশ্মেরি কেনু ৩৫০৳
ডেকোপন ৩০০৳
সুইট মান্ডারিন ৭০০৳
হানি মার্কট ৩০০৳*
ইজরাইলি জাম্বুরা ৩০০৳
তুর্কী_মালবেরি ২৫০৳
ডুমুর বা ত্বিন
ইরাকি ব্লাক ৪০০৳
আম
সুর্য ডিম ১২০৳
ন্যাম ডকমাই(হলুদ) ১৫০৳
বি:দ্র: * মার্কিংগুলো অপরীক্ষিত। নিলে নিজ দায়িত্বে নিতে হবে।
বারোমাসি জানিয়া কিনেছিলাম।
শরিফা
সবুজে সুখ
অস্ট্রেলিয়ান আনার
উৎসাহ
আমার আঙুর সংগ্রহশালা
তারা যেমন নাছোড়বান্দা ফুল দিয়ে যাবে, আমিও ঠিক তাদের মতো গ্রাফটিং করেই তবে ছাড়ছি। হানি ক্রিসপি কুমকাতের পরীক্ষামূলক গ্রাফটিং দিলাম সুইংগেল ও সোর অরেঞ্জ রুটে। দেখি কেমন সফলতা আসে।
বর্তমানে এগুলো পাবেন। নিতে চাইলে কনফার্ম হয়ে মেসেজ দেয়ার অনুরোধ করছি। না নিলে বিরক্ত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। কমপক্ষে এক হাজার টাকার চারা নিতে হবে। সাথে কুরিয়ার খরচ যোগ হবে।
খুচরা মুল্য
সাইট্রাস
হেয়ারলুম নেভাল অরেঞ্জ ২৫০৳
ম্যালটিজ অরেঞ্জ ২৫০৳*
জাফা সাম্মুউতি ২৫০৳*
আমোয়া-৮ মান্ডারিন ২৫০৳*
কারা কারা ব্লাড অরেঞ্জ ২৫০৳*
অর্টানিক অরেঞ্জ ২৫০৳
জাইশান সাতসুমা ২৫০৳
ওয়ারি সাতসুমা ২৫০৳*
স্টার রুবি গ্রেপফ্রুট ২৫০৳
কিশু মান্ডারিন ২৫০৳*
এরানসিও ওভালে কালাব্রিস(বারোমাসি) ৩০০৳
পাকিস্তানি কমলা ১৫০৳
থাই-২ কমলা ১৫০৳
চায়না/রামরঙ্গন কমলা ১৫০৳
বাউ ৩ ১৫০৳
দার্জিলিং শেষ
এক মাস পরে পাবেন
কাশ্মেরি কেনু ৩৫০৳
ডেকোপন শেষ
সুইট মান্ডারিন ৭০০৳
হানি মার্কট ৩০০৳*
ইজরাইলি জাম্বুরা ৩০০৳
তুর্কী_মালবেরি ২৫০৳
ডুমুর বা ত্বিন
ইরাকি ব্লাক ৪০০৳
আম
সুর্য ডিম ১২০৳
ন্যাম ডকমাই(হলুদ) ১৫০৳
বি:দ্র: * মার্কিংগুলো অপরীক্ষিত। নিলে নিজ দায়িত্বে নিতে হবে।
বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা
অরেঞ্জ অ্যানোনা স্পিনসেনস ফলের ছবি সংগৃহীত
আঙুরের বাণিজ্যিক চাষ সম্পর্কে জানতে লিঙ্ক দেয়া ভিডিওটি দেখে আসতে পারেন।
https://youtu.be/kz544UJpWas
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Rangpur
5300
Opening Hours
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
East Shalbon, Near RCCI Public School
Rangpur, 5400
We provide all types of plants for fruits and flowers all over Bangladesh.
Rangpur
It's an eco friendly family park with various organic sights of plants of vegetable, fruit and flowers as well as poultry, fish, and livestock. It's more than just a park but a li...
গোবড়াপাড়া, সাতদরগা বাজার, কাউনিয়া, রংপুর।
Rangpur, 5402
আলো নার্সারীতে সকল প্রকার উন্নত জাতে?
Rangpur Sadar
Rangpur, 5400
আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই 🥬🫒🥑🌽🥕🍏🍐🍑🥭🍍🍇🍈🍉🍊🍋🥝🫐🍓🍓🥔🥥🍄🧅🥦🥒🫑🌶️🌰🍄 🥗🥗 #treeplantation #tree #nature #trees #environment #gogreen #climatechange #planttrees #plantatree #saveearth #green ...
Md. Hasan Kabir. Co. Rezaul Kabir. House No-157. RCCI Collage Road . Purbo Shalbon Rangpur
Rangpur, 5400
রংপুরবাসী আল্লাহর ইচ্ছায় শুরু হলো নত?
Rangpur, 5400
We offers gardening supplies. Get the best fertilizer, tools, seeds, Plants, insecticides & accesso
Near Prime Medical College, Keramot Ali Honors College Road
Rangpur, 5410
Risalat Garden Shop E Trade no- 2303ur1300030519 "সাধ্যের মধ্যে সবটুকু সুখ"