Cantonment Public School & College, Rangpur
" হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি কর "
Education | Morality | Discipline
The main purpose behind the establishment of this institution was to meet the challenges of the future, building up confident and successful students by providing the education on latest knowledge, information, communication skills and a vision with a blend of Bangladeshi cultural heritage.
❤❤❤❤❤
Inter Cantonment Public School and College Parliamentary Bengali and English Debate Competition (Rangpur Region) - 2024
Results of Cantonment Public School and College, Rangpur:
☞ School (Bengali)- Champion
☞ School (English)- Runner-up
☞ College (Bengali)- Champion
☞ College (English)- Champion
সিপিএসসিআর পরিবার আনন্দিত ও গর্বিত
গত ০৩ অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান মহোদয় সিপিএসসিআর পরিদর্শনে আসেন ।
এই ঐতিহাসিক মুহূর্তের অংশীজন হতে পেরে সিপিএসসিআর পরিবার আনন্দিত ও গর্বিত।
এ সময় মাননীয় সেনাপ্রধান মহোদয়,
১। সিপিএসসিআর এর বিএনসিসি চৌকস ক্যাডেট কর্তৃক গার্ড অফ অনার গ্রহণ করেন,
২। প্রতিষ্ঠানের অত্যাধুনিক নতুন কেজি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,
৩। সাইকাস গাছের চারারোপণ করেন,
৪। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
৫। পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ।
ব্যস্ততার মাঝেও সিপিএসসিআর কে সময় দেয়ার জন্য মাননীয় সেনাপ্রধান মহোদয়কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর পক্ষ হতে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা অভিনন্দন।
একইসাথে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, সকল অভিভাবক, জিবি সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
ধন্যবাদ।
অধ্যক্ষ
সিপিএসসিআর
CPSCR UNITED: STAND FOR LIFE 2. 0
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রশাসন এর উদ্যোগে বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে বন্যার্তদের সহায়তায় অনুদান সংগ্রহ করা হচ্ছে। একইসাথে CPSCR UNITED এর উদ্যোগে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা (ইনটেক ১ থেকে ইনটেক ৪২) অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু করছি। অনুদানের অর্থের পূঙ্খানুপুঙ্খ হিসাব CPSCR UNITED এর মাধ্যমে প্রকাশ করা হবে। অনুদানের সম্পূর্ণ অর্থ অধ্যক্ষ স্যারের মাধ্যমে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসুন!
অনুদান পাঠানোর মাধ্যমঃ-
Intake 1 to Intake 36 -
Muntasir ahmed
01521703158( bkash payment)
Intake 37 -
Kashib Mahmood
01838756287 (Bkash)
Intake 38 -
Niloy
01773166662(Bkash)
Intake 39 -
1.Farhan Adib
01776842609(bkash)
2.Pritha - 01750502792(Bkash)
Intake 40 -
OME - 01750226861 (Bkash/Nagad)
Intake 41 -
Tahmin Habib
01879-499270 (Bkash/Nagad)
Farhan Tajwar
01788-240817 (Bkash/Nagad)
Intake 42 -
1. Afnan Labib
01992-454395 (Bkash/Nagad/Rocket)
2.Radib Shahriar
01319179735(Bkash)
**রেফারেন্সে নিজের নাম এবং ব্যাচ (যদি জানা থাকে) অবশ্যই উল্লেখ করতে হবে
যদি মনে মনে চিন্তা করে থাকেন, বন্যা দুর্গতদের কিভাবে সাহায্য করতে পারি? 🚨
(https://asf.sh/flood) এই পেজটি ভিসিট করে আপনার বিকাশ বা ব্যাংক কার্ড থেকে ১০ টাকা থেকে ১ লক্ষ্য টাকা দান করতে পারেন।অথবা 01958277609 নম্বর এ সরাসরি মেক পেমেন্ট (NOT সেন্ড মানি) করতে পারেন আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে।
১০ টাকা অনেক কম না? সামর্থ্যে যা কুলায় তাই দিন। আমাদের ছোট ছোট এই দান গুলোই বন্যাদুর্গত মানুষের অনেক বড় উপকার এ আসবে, ইনশাআল্লাহ।
As sunnah Foundation বিশ্বাসযোগ্য? ফেইসবুক রিভিউগুলো দেখে নিতে পারেন: www.facebook.com/assunnahfoundationbd/reviews
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন। (তিরমিজি, হাদিস নং ২৯৪৫)
আল্লাহ (SWT) আমাদের সবার সহায় হোক!
আসিফ ইকবাল চৌধুরী ভাই (১৯৯৩-৯৫ ব্যাচ), কর্পোরেট ব্যক্তিত্ব ও সংগঠক
ভাইয়া সম্প্রতি মাছরাঙ্গা টিভির টক শো রাঙ্গা সকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন । সেখানে তিনি কথা বলেছেন আমাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান নিয়ে ।
ভাইয়ার জন্য অনেক শুভ কামনা রইলো
Asif Iqbal Chowdhury | Interview | Talk Show | Maasranga Ranga Shokal কর্পোরেট ব্যক্তিত্ব ও সংগঠক। আসিফ ইকবাল চৌধুরী।নাভানা লিমিটেডের এজিএম কর্পোরেট সেলস (টয়োটা) আসিফ ইকবাল চৌধুর.....
ঈদ মোবারক
KG BUILDING 🥲
আসসালামু আলাইকুম,
আপাতোত আমাদের অফিসিয়ালি রেজিষ্ট্রেশন ক্লোজ।
তবুও কিছু জিনিস মাথায় রেখে আপনাদের জন্য আরও কিছু ঘন্টা এক্সটেন্ড করা হচ্ছে।
৬ই এপ্রিল ইফতার এর আগে পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।
এরপর আর কোন ভাবেই সম্ভব হবেনা৷
পেমেন্ট নাম্বার : 01521703158 (Bkash মার্চেন্ট)
যে কোন প্রয়োজন এ :
01533436918 ( পথিক -৩৮)
অথবা এই ওয়াটসএপ এ নক করতে পারেন।
ধন্যবাদ।
আজ (৫ই এপ্রিল) আমাদের গ্রান্ড ইফতার-২০২৪ এর রেজিষ্ট্রেশন এর লাস্ট ডেট।
আশা করি সবাই রেজিষ্ট্রেশন করে ফেলবেন।
ধন্যবাদ।
**সিপিএসসিআর গ্রান্ড ইফতার ২০২৪ এর ১ম থেকে ২৪তম ব্যাচের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য +880 1533-436918 পথিক (৩৮) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
**বিকাশে পেমেন্ট করার মাধ্যমে সম্পুর্ণ করতে পারবেন রেজিষ্ট্রেশন।
**এক্ষেত্রে বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে 01521703158 (Merchant) একাউন্টে টাকা পাঠাতে হবে।
**যেহেতু মার্চেন্ট একাউন্ট সেহেতু সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন না, অবশ্যই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
**রেফারেন্সে নিজের নাম ও ব্যাচ নাম্বার দিতে অনুরোধ জানানো হচ্ছে।
**পথিক (৩৮) (+880 1533-436918)
Click here to claim your Sponsored Listing.
Motto : RABBI ZIDNI ILMA. (Oh Lord! Enrich me with knowledge.)
Objectives
The aims and objectives of this institution mainly cover to provide modern education of international standard to the Cantonment and local meritorious students of the suburban areas of Rangpur city. These include;
1. We work to encourage the students to achieve the qualities of a good citizen.
2. We work to build our learners as a good citizen with the spirit and values of liberation war and sense of patriotism.
3. We work to modernize their knowledge by ensuring their participation in extracurricular activities.
4. We ensure their participation in group work to raise their unity, fellow feeling and co-operation.
5. We assist the students to be confident by dint of their individual conception and activities.
6. We work to place the misguided learners in the right path by motivation counseling.
7. We inspire our students for plain living and high thinking.
8. We inspire our students to accept honesty as their philosophy of life.
9. We work to motivate the students to make supreme sacrifice for their parents, family and society and country.
10. We work to build the students as nation’s asset on the whole.
11. We provide friendly environment for the student suffering from physical and mental disability.
Videos (show all)
Category
Contact the university
Website
Address
ক্যান্টনমেন্ট রোড, রংপুর
Rangpur
Medical East Gate, Dhap
Rangpur, 5400
Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degre...
Begum Rokeya University
Rangpur