𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫

Korean language is taught

25/11/2023

🇧🇩 ২০২৪ সালে 🇰🇷
দক্ষিন কোরিয়ায় রেঁস্তোরা খাতও নতুন করে উন্মোচিত হতে যাচ্ছে !!
-সংগৃহীত

13/08/2023

❑ বাংলাদেশ থেকে কোরিয়াতে স্কাউট সম্মেলনে যোগদান করা ৩ জন বাংলাদেশী কিশোর ২৪ঘন্টার দোকান থেকে জিনিসপত্র চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।(খুবই লজ্জাজনক বিষয়)

স্কাউটে যোগদান করা ৭২০ জন কিশোর কিশোরীদের টাইফুনের কারণে জনজু ভার্সিটির আবাসিক হলে থাকার ব্যবস্থা করেছিলো ভার্সিটি কর্তৃপক্ষ সেই সাথে তাদের জন্য হালাল খাবারেরও ব্যবস্থা করেছিলো তারা !!

কিন্তু ভার্সিটির পাশেই ২৪ ঘন্টার দোকান থেকে ১০ হাজার উওনও দাম নয় এমন জিনিস চুরি করে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে তারা। Very Sad😢😢😥

11/08/2023

❑ E-9 কর্মীদের জন্য হোটেল, রেস্তোরা, কফি শপ, মুদি দোকান, পরিবহন সেক্টর সহ বিভিন্ন সেক্টরে কাজের অনুমতি দিতে যাচ্ছে সরকার!!

এছাড়াও আইটি সেক্টরে কিভাবে বিদেশী কর্মীরা কাজ করবে সে বিষয়েও পরিকল্পনা চলছে!!

বর্তমানে এসব সেক্টরে কর্মীর ব্যাপক ঘাটতি থাকায়
এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার। এজন্য বিভিন্ন মন্ত্রনালয়ের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। E-9 কর্মীদের কোটা বৃদ্ধি সহ পুরো ইপিএস সিস্টেমের ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা চলছে।

বর্তমান ইপিএস সিস্টেমের মাধ্যমে E9 কর্মীরা
উৎপাদন শিল্প ছাড়াও কিছু পরিমাণ নির্মাণ শিল্প, কৃষি এবং মৎস্য শিল্পে কাজ করে আসছে।

এছাড়াও বর্তমানে তথ্য ও প্রযুক্তি সেক্টরে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি কর্মীরা E-7 ভিসায় ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রবেশ করে। E- 9 কর্মীরাও এই সেক্টরে কাজ করতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে এর পাশাপাশি উদ্ভিদ ও পরিবহন সেক্টর ও বিদেশীদের কাজ করতে অনুমতি দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

24/07/2023

❑ জরুরি নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এর কার্যক্রম বিরতিহীনভাবে আগামী ২৫ জুলাই ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৩ ঘটিকায় পর্যন্ত চলবে। নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পূর্বের পোস্টে ভিডিও ডকুমেন্টারী অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত BOESL এর পেজে দেখুন।

15/07/2023

🇰🇷দক্ষিণ কোরিয়াতে সরকারি ভাবে জাহাজ শিল্পে কর্মী নিয়োগের সার্কুলার ঘোষণা হয়েছে HRD এর ওয়েবসাইটে।

✓ প্রি-রেজিষ্ট্রেশন: ২৫ শে জুলাই - ২৮ শে জুলাই পর্যন্ত।
✓ পরীক্ষার তারিখ ঘোষণা: ১৪ ই আগষ্ট ২০২৩ ।
✓ পরীক্ষা: ২১শে আগষ্ট - ২৪শে আগষ্ট ২০২৩ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি সম্পর্কে শীঘ্রই জানতে পারবেন।

02/07/2023
29/06/2023

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐄𝐢𝐝 𝐭𝐨 𝐚𝐥𝐥..

29/06/2023

❑ ঈদের খুশিতে দরিদ্র ভাইয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ❝𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬❞

12/06/2023

❑ পে অর্ডার কিভাবে করবেন, তার নমুনা দেয়া হলো-➤

Photos from 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫's post 30/05/2023

❑ 𝐅𝐚𝐢𝐳, 𝐚 𝐯𝐞𝐫𝐲 𝐩𝐨𝐥𝐢𝐭𝐞 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐊.𝐋.𝐂. 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫 , 𝐬𝐜𝐨𝐫𝐞𝐝 𝟏𝟗𝟓 𝐨𝐮𝐭 𝐨𝐟 𝟐𝟎𝟎 𝐢𝐧 𝐭𝐨𝐝𝐚𝐲'𝐬 𝐄𝐱𝐚𝐦. 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 𝐖𝐞'𝐫𝐞 𝐩𝐫𝐨𝐮𝐝 𝐨𝐟 𝐡𝐢𝐦.

29/05/2023

💢 ইনশাআল্লাহ কোরিয়া ভাষা পরীক্ষা নতুন সার্কুলার এইচআরডি কোরিয়া তথ্য মোতাবেক জুন মাসের ১৩ তারিখে ঘোষণা করা হয়েছে, আপনারা সবাই প্রস্তুত থাকেন।

24/05/2023

❑ আলহামদুলিল্লাহ K.L.C. স্টুডেন্ট সাকিব আজকের পরীক্ষায় 140 পেয়েছে।

24/05/2023

আলহামদুলিল্লাহ K.L.C. স্টুডেন্ট মাহতাব আজকের পরীক্ষায় ১২০ পেয়েছেন

24/05/2023

আলহামদুলিল্লাহ K.L.C. স্টুডেন্ট শামীম আজকের পরীক্ষায় ১৪৫ পেয়েছেন

Photos from 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫's post 22/05/2023

" 𝐖𝐢𝐧𝐧𝐞𝐫𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐪𝐮𝐢𝐭, 𝐚𝐧𝐝 𝐪𝐮𝐢𝐭𝐭𝐞𝐫𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐰𝐢𝐧 "

𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫

Photos from 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫's post 20/05/2023

❑ 𝐓𝐡𝐞 𝐛𝐨𝐧𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐛𝐫𝐨𝐭𝐡𝐞𝐫𝐡𝐨𝐨𝐝 𝐢𝐬 𝐔𝐧𝐛𝐫𝐞𝐚𝐤𝐚𝐛𝐥𝐞.

20/05/2023

❑ প্রতিবছর লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। চলতি বছর এই দেশটিতে যেতে লটারি সার্কুলার দ্রুত ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সম্প্রতি বোয়েসেল তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশ থেকে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। কর্মী নিয়োগে কোরীয় ভাষা পারদর্শীদের জন্য এই লটারি সার্কুলারে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়। কোরিয়ায় যেতে আগ্রহীদের এই নিয়োগে আবেদনের জন্য যে যোগ্যতা থাকতে হবে তা হলো:

*শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান।
*পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
*এসএসসি/সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের মিল থাকতে হবে।
*বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর হতে হবে।
*E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করতে সমস্যা নেই তারা আবেদন করতে পারবেন।
*যাদের কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা রয়েছে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন।
*কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।
*মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
*ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি।
*যারা দক্ষিণ কোরিয়ায় কখনো অবৈধভাবে অবস্থান করেনি।
*যাদের ওপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই।
*যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছর বেশি থাকেনি।

গত বছরের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পান, যা গত কয়েক বছরের তুলনায় রেকর্ড। চলতি বছর দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত লি জাং কিউন। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মী ও কৃষি ভিসায় মৌসুমি শ্রমিক পাঠানোর সুযোগও থাকছে।

বর্তমানে নতুন করে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে ই-সেভেন ভিসায় প্রচুর বাংলাদেশি যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে‌। ফলে সেদেশে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশিদের।

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার। তবে ধারণা করা হচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে লটারি সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে।

আগ্রহীরা যাবতীয় তথ্য বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে হোমপেজে ক্লিক করলে সব তথ্য পাবেন। ফেসবুক পেজেও এই তথ্য পাওয়া যাবে। লটারি সার্কুলারে আবেদন করার জন্য যাদের কম্পিউটার নেই তারা নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া যেকোনো কম্পিউটারের দোকান থেকে নির্ভুলভাবে আবেদন করা যাবে।

Photos from 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫's post 18/05/2023

❑ 𝐎𝐮𝐫 𝐡𝐞𝐫𝐨 𝐒𝐚𝐝𝐝𝐚𝐦 𝐬𝐜𝐨𝐫𝐞𝐝 𝐥𝐢𝐤𝐞 𝐚 𝐡𝐞𝐫𝐨 𝐢𝐧 𝐚 𝐬𝐡𝐨𝐫𝐭 𝐭𝐢𝐦𝐞...

13/05/2023

❑ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡, ❝𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫❞ 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐒𝐚𝐣𝐣𝐚𝐝 𝐠𝐨𝐭 𝟏𝟔𝟎 𝐌𝐚𝐫𝐤𝐬 𝐢𝐧 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐄𝐏𝐒 𝐄𝐱𝐚𝐦.

13/05/2023

💢 Korean Numbers :-

❑ "নেটিভ-কোরিয়ান নাম্বার" ➤ [হানা, ধুল] মানুষ, ঘন্টা(সময়), জিনিস, বয়স ইত্যাদি গণনার ক্ষেত্রে।

1 ►하나 ㅡ[হানা]
2 ► 둘 ㅡ[ধুল]
3 ► 셋 ㅡ[শেত]
4 ► 넷 ㅡ[নেত]
5 ► 다섯 ㅡ[ধাসোত]
6 ► 여섯 ㅡ[ইয়োসোত]
7 ► 일곱 ㅡ[ইলগোপ]
8 ► 여덟 ㅡ[ইয়োদোল]
9 ► 아홉 ㅡ[আহোপ]
10 ► 열 ㅡ[ইয়োল]

❑ "সাইনো-কোরিয়ান নাম্বার" ➤ [ইল, ই] তারিখ, টাকা, মিনিট, ঠিকানা, ফোন নম্বর, দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি গণনার ক্ষেত্রে।

1 ► 일 ㅡ[ইল]
2 ► 이 ㅡ[ই]
3 ► 삼 ㅡ[সাম]
4 ► 사 ㅡ[সা]
5 ► 오 ㅡ[ও]
6 ► 육 ㅡ[ইয়ুক]
7 ► 칠 ㅡ[ছিল]
8 ► 팔 ㅡ[ফাল]
9 ► 구 ㅡ[খু]
10 ► 십 ㅡ[শিপ]

➖➤ ❝KLC Saidpur ❞
➖➤【SR Plaza, 2nd Floor】
➖➤【Imran- 01724722788】

11/05/2023

আলহামদুলিল্লাহ সাজ্জাদ আজকের পরীক্ষায় ১৬০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

06/05/2023

𝐏𝐫𝐞𝐜𝐢𝐨𝐮𝐬 𝐓𝐢𝐦𝐞...

01/05/2023

রোস্টার হতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে,
ফাঁকিবাজি পড়াশোনায় আর কাজ হবে না।

কাল নয় আজ থেকেই পড়াশোনা শুরু করুন সবাই।

27/04/2023

মার্চ মাসের রেজাল্ট ->
রোস্টার নাম্বার ♦১৫০♦
অনেকেই ভালো রেজাল্ট করেও বাদ পড়েছেন। এ বিপদের সময় আল্লাহ উনাদের ধৈর্য ধরার শক্তি দান করুক।

21/04/2023

❑ 𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫 -➤

07/04/2023

❑ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡, ❝𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫❞ 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐀𝐝𝐢 𝐠𝐨𝐭 𝟏𝟗𝟎 𝐌𝐚𝐫𝐤𝐬 𝐢𝐧 𝐓𝐨𝐝𝐚𝐲'𝐬 𝐄𝐏𝐒 𝐄𝐱𝐚𝐦.
𝐇𝐞 𝐠𝐨𝐭 𝐭𝐡𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐬𝐭 𝐦𝐚𝐫𝐤𝐬 𝐢𝐧 𝐨𝐮𝐫 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞.

Photos from 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫's post 30/03/2023

❑ Breaking News : ㅡ

আলহামদুলিল্লাহ, বেসরকারী ভাবে E7 ভিসায় বাংলাদেশীদের প্রথম ফ্লাইট।সামনে আরো আসবে। অনেকের সপ্ন পূরন হবে এবার।

eps.hrdkorea.or.kr 27/03/2023

📌 কোরিয়ান ভাষা পারদর্শী 2023 সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

eps.hrdkorea.or.kr

18/03/2023

❑ ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় গমনের লক্ষ্যে চলমান ইস্যুতে যাদের শ্রম চুক্তি সম্পাদিত হয়েছে/হবে, কেবল তাদেরকে যক্ষা টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ফিঙ্গার প্রিন্ট সম্পন্ন রাখার পরামর্শ দেওয়া হলো। তথ্য BOESL

15/03/2023

❑ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡, ❝𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫❞ 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐌𝐮𝐬𝐭𝐚𝐤 𝐠𝐨𝐭 𝟏𝟕𝟓 𝐌𝐚𝐫𝐤𝐬 𝐢𝐧 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐄𝐏𝐒 𝐄𝐱𝐚𝐦.

14/03/2023

우리 회사 식당에는 사람들에게 국을 떠 주는 아주머니가 있습니다. 점심시간에 밥을 먹는 사람이 삼백 명이 넘기 때문에 아주머니는 아주 바쁩니다. 그렇지만 아주머니는 언제나 웃으면서 한 사람 한 사람에게 ㉠‘_______’라고 말합니다. 그런 아주머니를 보면 기분이 좋아지고 밥맛도 좋아집니다.

① 미안합니다.
② 괜찮습니다.
③ 맛있게 드십시오.
④ 처음 뵙겠습니다

11/03/2023

❝𝐖𝐡𝐞𝐧 𝐲𝐨𝐮 𝐠𝐢𝐯𝐞 𝐣𝐨𝐲 𝐭𝐨 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞, 𝐲𝐨𝐮 𝐠𝐞𝐭 𝐦𝐨𝐫𝐞 𝐣𝐨𝐲 𝐢𝐧 𝐫𝐞𝐭𝐮𝐫𝐧❞

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) 09/03/2023

💢 জরুরি নোটিশ -➤

২০২৩ সনে নির্ধারিত দশ হাজার কোটা পূরণের লক্ষ্যে ফেব্রুয়ারি ২০২৩-এ লটারির আওতায় কোরীয় ভাষা পরীক্ষায় উত্তীর্ণদের রোস্টারের লক্ষ্যে নিম্নোল্লিখিত ২৩০৯ (দুই হাজার তিনশ নয়) পাশকৃত প্রার্থীগণ জব অ্যাপ্লিকেশন ফরমের সফটকপি এমএস ওয়ার্ড ফরমেট (সর্বোচ্চ 50kb) ফাইল, পাসপোর্ট-এর স্ক্যান কপি JPEG ফরমেট (সর্বোচ্চ 80kb), পাসপোর্ট সাইজ এর ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা সর্বোচ্চ 80kb), স্বাস্থ্য পরীক্ষার ফিট সনদ JPEG ফরমেট (সর্বোচ্চ 150kb), পৃথক ৪ (চার) টি ফাইল সংযুক্ত করে [email protected] ইমেইল-এ আগামী ১০ মার্চ ২০২৩ খ্রি. তারিখ সকাল ৫ ঘটিকার মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, ইমেইল প্রেরণের সময় অবশ্যই SUBJECT-এ ১৬ ডিজিটের EPS TOPIK ID নম্বর উল্লেখ করতে হবে এবং একাধিক বার ইমেইল প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো। কোনো প্রার্থী বর্ণিত তথ্য মোতাবেক প্রেরণ করতে ব্যর্থ হলে তাঁর তথ্য রোস্টারের জন্য প্রেরণ করা হবে না।

আরও উল্লেখ্য যে, ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জব অ্যাপলিকেশন জমা সংক্রান্ত নোটিশ শীঘ্রই এ পেইজের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

জব অ্যাপলিকেশন ফর্মসহ উত্তীর্ণদের তালিকা নিম্নবর্ণিত লিংকে পাওয়া যাবে :

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) নোটিশ ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ ডাউনলোড আর্কাইভ td:nth-child(1){ width: 5%; text-align: left; } td:nth-child(2){ width: 75%; text-align: left; } td:nth-child(3){ width: 10%; te...

09/03/2023

❑ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡, ❝𝐊.𝐋.𝐂. 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫❞ 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐌𝐢𝐭𝐡𝐮 𝐠𝐨𝐭 𝟏𝟒𝟓 𝐌𝐚𝐫𝐤𝐬 𝐢𝐧 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐄𝐏𝐒 𝐄𝐱𝐚𝐦.

Want your school to be the top-listed School/college in Saidpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


SR Plaza
Saidpur
SAIDPUR5310

Other Educational Consultants in Saidpur (show all)
Paragon Saidpur Branch Paragon Saidpur Branch
Paragon & TRUST
Saidpur, 5310

An eminent center for admission preparation, Saidpur Branch

BHS Learn & Earn BHS Learn & Earn
Saidpur
Saidpur, 5310

Bhs Learn & earn for earning education tips for all beginner friend please support me thank for all visitors

Schoolarship in Foreign Helpline - - SFH Schoolarship in Foreign Helpline - - SFH
Saidpur, 5310

Never stop trying. � Never stop believing. �

Uttarbongo City School & College, Nilphamari Uttarbongo City School & College, Nilphamari
Chowrongi More, Near Post Office, Nilphamari
Saidpur, 5300

UttarBongo City School & College, Nilphamari is a part of the most effective Educational institution.

Hangug Talks Hangug Talks
Saidpur, 5310

EPS exam relatable Reading and Listening questions, Grammar tips, Update News, etc.

Cornea/কর্নিয়া নার্সিং কোচিং, সৈয়দপুর Cornea/কর্নিয়া নার্সিং কোচিং, সৈয়দপুর
In Front Of Cant Public College
Saidpur, 5310

স্বপ্ন জয়ের পথে চলো একসাথে, মেডিকেল ও নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সৈয়দপুরের সেরা কোচিং 💯

দ্যা লাইসিয়াম- The Lyceum দ্যা লাইসিয়াম- The Lyceum
Saidpur, 5310

"তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য"

Toufiq Toufiq
Saidpur Notun Babu Para
Saidpur

welcome to my Toufiq

OMECA Saidpur Branch OMECA Saidpur Branch
Saidpur, 5310

সৈয়দপুরে থেকেই সেরা শিক্ষকদের সাথে হবে ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তির সেরা প্রস্তুতি।

NAVAL Scholarship  ZONE NAVAL Scholarship ZONE
SHAHID Drive JIKRUL HOK ROAD
Saidpur

BAUST Mechatronics and Robotics Club BAUST Mechatronics and Robotics Club
Bangladesh Army University Of Science And Technology
Saidpur

BAUST Mechatronics and Robotics Club concentrated on Robotics & Mechatronics. Mail: baust.mrc@gmail