NM's plant & Organic Food

ON THE LAST DAY OF THE WORLD, I WOULD WANT TO PLANT A TREE

Photos from NM's plant & Organic Food's post 05/10/2023

এখন গাছ রোপন করবেন, আগামী সিজনে ফল পাবেন ইনশাআল্লাহ।

বর্তমান সময়ে ড্রাগন ফল অত্যন্ত জনপ্রিয় একটি ফল।
যদিও অনেকে বাজারের টনিক মিশ্রিত ড্রাগন খেয়ে ড্রাগন সম্পর্কে নেতিবাচক ধারনা পোষন করে থাকেন।
আসলে আজকাল বাজারের ড্রাগন অতিরিক্ত লাভের আশায় একধরনের গ্রোথ টনিক ব্যবহার করে বড় করা হয় এবং পরিপক্ক হওয়ার আগেই হারভেস্ট করা হয়। যে কারণে বাজার থেকে কেনা ড্রাগনে না পাওয়া যায় স্বাদ, আর না আছে পুষ্টিগুন। বরং বিষাক্ত রাসায়নিকে ভরা।
এ সমস্যার সহজ সমাধান হতে পারে বাসার ছাদে ছোট টবে ড্রাগন চাষ। খুব সহযে বাসার ছাদে ড্রাগন চাষ করা যায়। আমি আপনাদের ড্রাগন চাষের এ ‍টু জেড সব ‍শিখিয়ে দেবো।

ছবিতে আমার নিজের ছাদ বাগানে ড্রাগন ফলের ফলন দেখলেই বুঝতে পারবেন কত সহযে ড্রাগন চাষ করা যায়। আর বাসায় লাগানো ড্রাগনের কত সুমিষ্ট স্বাদ হতে পারে তা না খেলে অনুভব করা যাবেন।

কাটিং ১ফুট সাইজ ৩০/- মাত্র। ডেলিভারি চার্জ আলাদা।
ড্রাগনের এই কাটিং সারা দেশে সরবরাহ করা হয়।

বিস্তারিত কিছু জানার থাকলে whatsapp 01749-724472

Photos from NM's plant & Organic Food's post 04/10/2023

নিচের চারা গুলো সেল হবে।
১। তিন কালার আইচ প্লান্ট।( কমন লাল নাই)
২। পিকেল
৩। একটি ক্যাকটাস
ছবির চারাই দেওয়া হবে। সব চারাই সুন্দরভাবে সেট হয়ে গেছে।
ক্যাপশনে নাম ও দাম দেওয়া থাকবে।
সারাদেশে সুন্দরবন কুরিয়ারে ডেলভারি হবে।
লোকেশন সাতক্ষীরা। অগ্রিম পেমেন্ট করে কনফার্ম করতে হবে।

Photos from Gadget Bim's post 04/10/2023

এটা আমার অ্যাকসেসোরিস এর পেইজ।
ওরাইমো ব্রান্ডের সব প্রডাক্ট পাবেন এখানে

Photos from NM's plant & Organic Food's post 23/09/2023

সময় এবং শ্রমের সঠিক ব্যাবহার করলে অবশ্যই ভালো কিছু হয়।
এটা ছিলো আমার ক্যাকটাসের হাতেখড়ি।
এক সাইকেল ওয়ালা কাকুর থেকে মাত্র 10 টাকার বিনিময়ে নিছিলাম এটা।
বর্তমানে আমার বাগানের অন্যতম সুন্দর সেইপের ক্যাকটাস এটা।
নামঃ ফ্যেইরি ক্যাসেল, একটি মাথায় সম্প্রতি মুন ক্যাকটাস গ্রাফট করেছি।

Photos from NM's plant & Organic Food's post 22/08/2023

ড্রাগন গাছের এই জাতটির মাত্র ৯ ইঞ্চি সাইজের একটি ডাল আমি পেয়েছিলাম আমার মামার কাছ থেকে অনেক আগে।
সেখান থেকেই আমার এই ড্রাগন সাম্রাজ্য।

এই জাতটির বিশেষ বৈশিষ্ট স্বপরাগন হয়।
ফলন খুবই ভালো ছবিতেই দেখতে পাচ্ছেন।
স্বাদ বাজারের ফলের তুলনায় খুবই মিষ্টি।
কালার লাল।
কিছু বড় সাইজের ম্যাচিউরড কাটিং সেল হবে।

আমার এত ছোট সাইজের টব ও মাটিতে কিভাবে এত ফলন হলো তার এ টু জেড ও বিশেষ একটি ফার্টিলাইজার কখন কিভাবে কি প্রয়োগ করতে হবে ভিডিও প্রদান করা হবে।

কাটিং মূল্য ১ ফিট সাইজ ৩০/-
সঠিক পরিচর্যায় এই কাটিং দিয়েই আগামী সিজনে ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।

নিতে সরাসরি Whatsapp করুনঃ 01749-724472

14/08/2023
06/08/2023

মধু (HONEY)
সুদীর্ঘকাল ধরে খাদ্যের পাশাপাশি ওষুধের বিকল্প হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। প্রতিনিয়ত মধু খেয়ে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কিন্তু তাদের অনেকেই হয়তো মধুর বহুমাত্রিক উপকারিতা, খাওয়ার নিয়ম কিংবা পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি জানেন না।
মধুর উপকারিতা
মধুর পুষ্টি নির্ভর করে ধরনের ওপর। সাধারণত এক টেবিল চামচ (২১ গ্রাম) মধুতে ৬৪ ক্যালোরি ও ১৭ গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। এর বাইরে সামান্য ফ্যাট, ফাইবার ও প্রোটিন থাকতে পারে এতে।
বেশ কিছু অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টও সামান্য পরিমাণে থাকে মধুতে। এগুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, জিংক।

উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট
ভালো মানের মধুতে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা সুস্বাস্থ্যে সহায়ক হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে।
হৃৎপিণ্ডের অবস্থার উন্নতি ঘটাতে পারে
চিনির পরিবর্তে উচ্চমানের মধু খাওয়ার ফলে হৃৎপিণ্ডের নানামাত্রিক উপকার হতে পারে। এটি হৃদরোগের বেশ কিছু ঝুঁকি কমানোয় সহায়ক হতে পারে। ৩০ দিনের একটি গবেষণায় অংশ নেয়া ৫৫ জনের ওপর চিনি ও মধুর প্রভাব পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, মধু অংশগ্রহণকারীদের ‘ক্ষতিকর’ এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করেছে। অন্যদিকে ‘ভালো’ কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সহায়তা করেছে মধু

Photos from NM's plant & Organic Food's post 03/08/2023

অনেক কষ্ট করে ফটোগ্রাফি করি। দয়াকরে কেও ডাউনলোড করা পিক বলবেন না।
পরিচ্ছন্নতা ও পিওরিটি শতভাগ গ্যারান্টেড।
সাতক্ষীরার হিমসাগর আমের আমসত্ত্ব।
আমসত্ত্ব এমন একটি খাবার যেখানে আমের সমস্ত পুষ্টি গুনাগুন শতভাগ বজায় থাকে।
অফ সিজনে আমসত্ত্বের টকমিষ্টি কোর্মা খুবই মজাদার হয়।
তাই দেরি না করে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন।
✅ পরিচ্ছন্নভাবে ফ্রেশ আম দিয়ে তৈরী।
✅ টেস্ট মিষ্টি।
✅ পর্যাপ্ত রোদ্রে শুকানো আছে।
✅ শুধুমাত্র পাকা হিমসাগর আম দিয়ে তৈরী।
❌ পচা বা পোকায় খাওয়া আম নাই।
❌ চিনি মুক্ত।
❌ কেমিক্যাল ‍মুক্ত।
❌ প্রিজারভেটিভ মুক্ত।
সারাদেশে হোমডেলিভারি সুবিধা রয়েছে।

08/07/2023

কালো জিরা ফুলের মধু।
স্বাদ ও পুষ্টিগুণে অনন্য।

11/10/2022

To plant a garden is to believe in tomorrow.

Want your business to be the top-listed Home Improvement Business in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Satkhira
9421

Other Nurseries & Gardening Stores in Satkhira (show all)
Live Bd Bazar Satkhira Live Bd Bazar Satkhira
Labsha, Satkhira Sadar
Satkhira, 9400

All tree seller.

𝓑𝓪𝓻𝓪𝓷𝓭𝓪𝓑𝓲𝓵𝓪𝓼𝓱 𝓑𝓪𝓻𝓪𝓷𝓭𝓪𝓑𝓲𝓵𝓪𝓼𝓱
Infront Of Police Line School
Satkhira, 9400

Orchid & Plants Online shop.