Islahi Voice-ইসলাহী ভয়েস
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islahi Voice-ইসলাহী ভয়েস, Video Creator, Polashbari, Savar.
☑️ কুরআন ও হাদিসের আলোকে রেফারেন্স ভিত্তিক আলোচনা শুনবেন।
☑️ কুরআন তেলাওয়াত ও তাফসির শুনতে পারবেন।
☑️ ওয়াজ মাহফিলের ওয়াজ দেখতে পারবেন। (ইনশাআল্লাহ)
📢দ্বীনের খেদমতে আপনিও আমাদের সহযোগী হতে পারেন,লাইক,কমেন্ট,শেয়ার করে।
❤️ জাযাকাল্লাহ খাইরান ❤️
🔴Live সরাসরি সম্প্রচার।
📢রেফারেন্স ভিত্তিক ঈদুল ফিতরের আলোচনা।
🎙️আলোচকঃ মুফতী শাহ্ ওয়ালীউল্লাহ কাসেমী
ইমাম ও খতিব, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মাসজিদ।
☑ প্রযোজনা ও পরিবেশনায়- “Islahi Voice-ইসলাহী ভয়েস”।
🔴Live সরাসরি সম্প্রচার।
📢রেফারেন্স ভিত্তিক জুম্মার আলোচনা।
🎙️আলোচকঃ মুফতী শাহ্ ওয়ালীউল্লাহ কাসেমী
ইমাম ও খতিব, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মাসজিদ।
☑ প্রযোজনা ও পরিবেশনায়- “Islahi Voice-ইসলাহী ভয়েস”।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে দুয়া ও শুভকামনা রইল।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে ঢাকা জেলা উত্তরের অংশগ্রহণ
৩/৮/২০২৩ রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে অংশগ্রহণ করে ঢাকা জেলা উত্তর শাখা।
জেলা সাধারণ সম্পাদক শোয়াইব ইসলামের নেতৃত্বে, নবীনগর থেকে বাস নিয়ে এক বিশাল মিছিল সহকারে সমাবেশ স্থল পথ কালভার বক্স কালভার্ট রোড, পল্টনে অংশগ্রহণ করে।
উক্ত সমাবেশে জেলা উত্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা উত্তর সভাপতি মাহদী হাসান তাসনিম, সাধারণ সম্পাদক শোয়াইব ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক ফয়জুল্লাহ আজমি, তথ্য -গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ আল-আমিন ইসলাম , প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিন আলম।
আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা সভাপতি মুহাম্মাদ রবিউল বিন আফাজ , সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন তুষার, সদস্য নাফিজ আহমেদ স্মরণ,ওয়ালিফ,আলফেসানী প্রমুখ।
সমাবেশ শেষে পল্টন অফিসে কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সাথে জেলা উত্তরের দায়িত্বশীল বর্গ সৌজন্য সাক্ষাৎ করে।
বার্তা প্রেরক
আল আমিন ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ঢাকা জেলা উত্তর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ঢাকা জেলা উত্তর ও মানিকগঞ্জ জেলা শাখার মিছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সমাবেশ থেকে সরাসরি!
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আগামী ২৩শে জুন রোজ শুক্রবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক মুহাম্মদ আল-আমিন।
স্থান: আইএবি মিলনায়তন, আর, এস টাওয়ার, সাভার, ঢাকা !
সময়:৯.৩০
আগামীকাল দেখা হবে,
রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে। ✊✊
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সহ নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে #গণমিছিল
#সিটি_কর্পোরেশন_নির্বাচন
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীরের ঘোষনা
আগামী দিনে দেশে শান্তি বজায় রাখার জন্যে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বদলের লক্ষ্যে আজকে আমরা মৌলিকভাবে কিছু প্রস্তাবনা তুলে ধরছি,
১. জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে ।
২. জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে।
৩. সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ।
৪. জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী ৩ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
৫. বর্তমান মন্ত্রীসভার কেউই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না এবং জাতীয় সরকারে যারা থাকবেন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
নির্বাচনকালীন জাতীয় সরকারে কারা থাকবেন:
• জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত রাজনৈতিক দল, দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে দ্রুতই আমরা জাতীয় সরকারে কারা থাকবেন এবং সরকার কাঠামো কি হবে তা প্রকাশ করবো, ইনশাআল্লাহ।
√দাবীসমূহ
১. যেকোন মূল্যে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে হবে। বাজার কারসাজীর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। লোডশেডিং-এর অসহনীয় যন্ত্রনা থেকে জাতীকে মুক্তি দিতে হবে।
২. অবিলম্বে বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাবন্দী সকল মজলুম আলেম এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে।
৩. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (P.R) নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
৪. বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর আক্রমনকারী এবং তাকে অপমান অপদস্তকারী সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন অসভ্য ঘটনার পেছনে যারা রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত
করতে হবে।
৫. গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
৬. সকল রাজনৈতিক দলের জন্যে সভা-সমাবেশসহ সাংবিধান স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচী ও বাকস্বাধীনতা উন্মুক্ত করতে হবে।
৭. সরকারের নির্বাহী আদেশে বন্ধ সকল টিভি চ্যানেল ও সংবাদপত্র অবিলম্বে চালু করতে হবে।
৮. সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
কর্মসূচীঃ
১. অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমূখী গণমিছিল : ২১ জুন বুধবার, সকাল ১০টায়।
২. বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন ও একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশের শীর্ষ ওলামা মাশায়েখ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় : ২৪ জুন শনিবার, সকাল ১০ টায়।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সিইসি'র বি/রু/দ্ধে আন্দোলন।
সরকার সুষ্ঠু নির্বাচন না দিলে আন্দোলন চলবেই।
বরিশালে শায়েখে চরমোনাই'র উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ উত্তাল||Islami Andolan Bangladesh বরিশালে শায়েখে চরমোনাই'র উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ উত্তাল||Islami Andolan BangladeshPublished by Al Hikmah BDThe entire Bangladesh is in uproar over the ...
২জুন রোজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ।
তারিখ বার পলাশবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন মুবাল্লীগ প্রত্যাশী শোয়াইব ইসলাম ও কর্মী রবিউল বিন আফাজ।
বার্তা প্রেরক
মুহাম্মদ আল-আমিন ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার বিভাগ
ঢাকা জেলা উত্তর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ধামরাই কলেজে ছাত্র আন্দোলন জেলা উত্তরের তদারকি সফর অনুষ্ঠিত।
২৪/০৫/২৩ রোজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ @ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ধামরাই কলেজে তদারকি সফর অনুষ্ঠিত হয়।
উক্ত সফরে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সাধারণ সম্পাদক ধামরাই কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের
ছাত্র শোয়াইব ইসলাম।
উক্ত সফরে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রদের ও শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও যোগাযোগ করা হয়।
বার্তা প্রেরক
মুহাম্মদ আল-আমিন ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ঢাকা জেলা উত্তর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
"এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ সমাপনকারীদের জন্য কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা"
প্রিয় পরিক্ষার্থী বন্ধু!
তোমাদের পরীক্ষা পরবর্তী সময়কে কাজে লাগিয়ে তোমাকে একজন খাটি মুসলমান হিসেবে তৈরি করতে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ১৫ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা-২০২৩ এর আয়োজন করা হচ্ছে।
কোর্সটি করতে দ্রুত রেজিষ্ট্রেশন করুন!
১৫ দিনের বুনিয়াদি শিক্ষা কর্মশালায় যা থাকছে...
#তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত।
#দৈনন্দিন মাসআলা মাসায়িল।
#মাসনূন দুআসমূহ।
#সীরাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা।
#সাহাবায়ে কেরামদের জীবনকথা।
#সুহবাতুল ওলামা ও নসীহত।
#নামাজের বাস্তব প্রশিক্ষণ।
#আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)।
#সুন্নাহ অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ।
#দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ।
তারিখ : ০৬- ২০ জুন'২৩ (১৫ দিন)
স্থান : জামিয়া রশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি : ১০০০/- (থাকা-খাওয়া ফ্রি)
যোগাযোগ: মুহাম্মদ আল-আমিন ইসলাম, ফোন-01300204463
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর এর আওতাধীন সাভার থানার কমিটি গঠন সম্পন্ন।
১৯-৫-২৩ রোজ শুক্রবার জেলা কার্যালয় আর এস টাওয়ারে ৪র্থ তলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ সাভার থানার কমিটি গঠন সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি মাহদী হাসান তাছনিম।
২০২৩ সেশনের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়,
সভাপতি :মোঃ শাহিন আলম
সহ-সভাপতি: শিব্বির আহমদ
সাধারণ সম্পাদক :ফয়জুল্লাহ আজমি
ধামরাই পৌরসভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের দাওয়াতি সভা অনুষ্ঠিত।
১৬/৫/২৩ মঙ্গলবার ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর উদ্যোগে ধামরাই পৌরসভায় অবস্থিত হার্ডিঞ্জ স্কুল মাঠে ও নূরে মদিনা মাদ্রাসায় দাওয়াতে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা উত্তরের মাহদী হাসান তাছনিম ও ধামরাই পূর্ব থানার সাবেক সভাপতি ও বর্তমান তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম।
সাভার পৌরসভায় ছাত্র আন্দোলন ঢাকা জেলা উত্তর এর দাওয়াতি সভা অনুষ্ঠিত।
সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডে আনন্দপুর এলাকায় সাভার ল্যাবরেটরি কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাপ্তাহিক দাওয়াতি দিন সোমবার ১৫/৫/২৩ দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাহদী হাসান তাছনিম ও কর্মী ফয়জুল্লাহ আজমি প্রমুখ।
আশুলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সদস্য তরবিয়ত অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ৫/৫/২০২৩ শুক্রবার আশুলিয়া থানা আইএবি কার্যালয়ে(ইউনিক) সকাল দশটা থেকে সদস্য তারবিয়ত অনুষ্ঠিত হয় জেলা সভাপতি মাহদী হাসানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক শোয়াইব আহমদ সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য ইউসুফ পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা.ইমান হোসাইন জহির।
আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন সাভার থানা সভাপতি শাহিন আলম, আশুলিয়া থানা সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবিউল বিন আফাজ এবং সদস্য ইমরান হোসেন তুষার, নাফিজ আহাম্মেদ স্মরণ, রাকিবুল ইসলাম,আলী ইমাম এবং মেহেদী হাসান প্রমুখ।
২/০৫/২০২৩ ইং রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের অন্তর্গত আশুলিয়া থানায় অবস্থিত আশুলিয়া স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের S S C পরীক্ষার সময়সূচি বিতরণ করা হয়। বিতরণ করেন আশুলিয়া থানার সংগ্রামী সহ-সভাপতি রবিউল ইসলাম ও সদস্য আলী ইমাম কাজী।
অবহেলা-অবমূল্যায়ন নয়
বরং ইসলামী শিক্ষার আলোয়
উদ্ভাসিত হয়ে মানুষের সম্মানে
মূল্যায়িত হোক
দুনিয়ার সকল শ্রমিক
সার্বিক সফলতা কামনা করছি!
জাহাঙ্গীরনগর প্রাঙ্গণে ছাত্র আন্দোলন ঢাকা জেলা উত্তরের শিক্ষা সফর অনুষ্ঠিত।
২৪/ ৪ /২০২৩, রোজ সোমবার ছাত্র আন্দোলন ঢাকা জেলা উত্তর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সফরনঅনুষ্ঠিত হয়।
উক্ত সফরে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি মাহদী হাসান তাছনিম, আশুলিয়া থানা সদ্য সাবেক সভাপতি ( Al Amin) আল আমিন ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন সভাপতি সিজান তালুকদার, সদস্য নাঈমুল ইসলাম প্রমুখ।
উক্ত সফরে ঈদ শুভেচ্ছা বিনিময়, ক্যারিয়ার ভাবনা, দেশ, জাতি ওউম্মাহর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
সাভার থানার শিক্ষা বৈঠক ও তদারকি সফর অনুষ্ঠিত।
২০/ ৪ ;২০২৩ রোজ বৃহস্পতিবার আর এস টাওয়ারে ছাত্র আন্দোলন সাভার থানার শিক্ষা বৈঠক ও তদারকি সফর অনুষ্ঠিত হয় উক্ত সফরে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর সভাপতি মাহদী হাসান তাছনিম।
আরো উপস্থিত ছিলেন সাভার থানার সভাপতি শাহিন আলম ও সদস্য ফয়জুল্লাহ আজমি।
উক্ত বৈঠকে অফিস ব্যবস্থাপনা, ফাইল ও প্রকাশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Polashbari
Savar
Savar
Jonom Jonom | জনম জনম | Full Natok | Niloy Alamgir | Tania Brishty | Miftah Anaan | New Natok 2022
Uttor Rajashon, Savar Pourosova
Savar, 1340
Hey dear. Welcome to our page. Thank you for staying with me. I hope you will support me in
Savar, D
Savar
our goals to spread the right message in every corner of the world.Fai Zur Ahmed owns this page. Alla