Programming Shikhbo

Hello friends, From this page, we will be able to learn all aspects of programming and get a complete guide-line of web development and web design.

03/06/2024

ভালোবাসা যখন ”কলকাতা” থেকে আসে, তখন তো তাদের জন্য আরো ভালোকিছু করার মটিভেশন চলে আসে। Just wait; I'll be back very soon.

22/05/2024

Explore our Channel playlist Roadmap | to learn Front End Development step-by-step Bangla

26/09/2023

বিভিন্ন ধরনের কোর্সের কথা শুনে এবং তাদের জব পাওয়ার কথা শুনে পাবলিক মনে করে, আমিও তাহাদের কোর্সে ভর্তি হবো। কোর্স শেষ করলেই একটা হিল্লে হয়ে যাবে। কোন একটা কোম্পানিতে জব ঠিকি পেয়ে যাবো, কারন তাদের পোস্ট দেখে তো তাই মনে হয়, জব পাচ্ছে তারা সবাই।

কথা সত্যি কোন করম একটা পোর্টফলিও তৈরি করে, তারপর ১০০/২০০ টা চাকুরির আবেদন করলে ঠিকি কোথাও না কোথাও একটা জব হয়ে যাবে।। আর তখনি আপনি মহাখুশি হয়ে তাদের গ্রুপে গিয়ে পোস্ট মারবেন ইয়াহুহুহু জব পেয়ে গেছি। তো আপনার পোস্ট দেখে অন্যরাও মুগ্ধ হয়ে যাবে এবং তাদের ও ইচ্ছা জাগবে কোর্স করার।।

কিন্তু যারা যারা জব পেয়ে যায়, তাদের জব টিকে কতমাস এইটার খবর কেও নেই না,,।। তাদের জব কতমাস টিকে ছিলো এই খোঁজটা নিয়েন।।।। তবে সবার ক্ষেত্রে ব্যাপারটা এমন না যারা দীর্ঘ সময় ধরে টিকে আছে তারা কিন্তু ৯৭% সেল্ফ লার্নার।।।

পরিশেষে কোর্স করা ভালো মোটামুটি গাইড লাইন পাবেন। তবে কোর্সের চেয়ে সেল্ফ লার্নার হওয়া আরো বেশি ভালো বছরের পর বছর টিকে থাকতে পারবেন।। বর্তমান সময়ে সব কিছুই কিন্তু এখন ইন্টারনেটে ফ্রিতে দেওয়া আছে শুধু কষ্ট করে একটু খুজতে হবে।

05/08/2023

৬/৭ মাসের কোর্স করে ওয়েব ডেভলপার হওয়া যায় না। তবে টুকটাক কমন কাজ করতে পারা যাবে। কিন্তু এই যুগে এইগুলা কমন কাজের ভাত নাই।

৬/৭ মাসের কোর্স শেষ করে, অনেক লাফালাফি করে অনেক দৌড়াদৌড়ি করে হাজার হাজার job proposals সেন্ড করে। যদিও ২/১ ইন্টার্নশিপ/ জব পেয়ে যাবেন, কিন্ত বেশিদিন টিকবে না। ৩/৪ মাস পরে job less হয়ে ঘুরতে হইবো।

কথাগুলা শুনে কষ্ট লাগলেও সত্যি।

বেশি বেশি Skills অর্জন করতে হবে। ৬/৭ মাসের কোর্স করে কাজ হবে না।

02/08/2023

হঠাৎ করে আজকে টাকলা/নেরা হয়ে গেলাম😀 একদম এই ইমোজির মতো😎। খুব চুল উঠতেছিলো তাই ভাবলাম টাকলা হয়ে যায়, আর যা গরম।

তো কথা হচ্ছে অনেকে আবার ভিডিওতে ক্যাপ-পরা দেখে বলতে পারে, এ্যাহহ হিরো আলমের মতো ভাব ধরছে। কিন্তু আসল কাহিনী হলো আমি নেড়া হয়েছি। এখন থেকে বেশ অনেকগুলি ভিডিওতে ক্যাপ পরা দেখবেন। চুল গজালে আবার ক্যাপ খুলে ফেলবো😎।

24/07/2023

নাহ, খুব চেষ্টা করেও রেগুলার ভিডিও দিতে পারতেছি না😭। আজকে সকালে একটু ফ্রি ছিলাম ভাবলাম ভিডিও বানামু একসাথে ৩/৪ টা, রেডি হয়ে বসলাম, যখনি রেকর্ডিং শুরু করলাম তখনি বাতি গুলা নিভে গেলো। আমিতো হতাশ পরে দেখি বাতি নষ্ট হয়ে গেছে।

যাই হোক আগামীকাল থেকে রেগুলার ভিডিও দিমু, আমি যদি আগামীকাল থেকে রেগুলার ভিডিও না দেয়, তাহলে আমি কালা কুত্তার গু খাই🤣। কিরা/কসম না ধরাইলে কাজ হইবো না বুঝছি।

11/07/2023

আশা করি জাভাস্ক্রিপ্টের ভিডিও গুলি মনোযোগ সহকারে দেখতেছেন আর প্র্যাক্টিস করতেছেন। এবং আরো ভালো হয় মেইন মেইন টপিক গুলি কোথাও নোট করে রাখা। একদম সিম্পল নোট খুব বেশি বড়সড় না।

Happy Learning💪

09/07/2023

কি খবর প্রোগ্রামার’রা? তোমরা কি আজকে রাত ৮:১৫ মিনিটে জাভাস্ক্রিপ্টের প্রথম ভিডিওটা দেখবা?

দেখলো কমেন্ট করে জানাও। দেখি কে কে excited ?

05/07/2023

আমি জানি অনেকেই জাভাস্ক্রিপ্টের ভিডিও এর জন্য অপেক্ষায় আছেন।

আমি হটাৎ করে একটু শারীরিক অসুস্থতায় ভুগিতেছি, জ্বর, মাথা-ব্যাথা।

তবে আশা রাখতেছি শুক্রবার থেকে ভিডিও আসতে পারে। সুস্থ হওয়া মাত্রই ভিডিও বানাতে বসবো।

আর একটু কষ্ট করেন
প্লিজ

01/11/2022

ফাইনালী আজকে রাত ০৯:০০ থেকে আমাদের এই গ্রুপে ফ্রি-লাইভ সাপোর্ট শুরু হবে।। আজকে থেকে প্রতিদিন রাত 0৯:০০ টায় ফ্রি-লাইভ সাপোর্ট পাবে আমাদের গ্রুপের সকল সদস্য’রা।

আর চিন্তা নাই, আপনারা যখনি কাজ করতে গিয়ে কোথাও কোন প্রব্লেমে আটকে যাবেন, বা এরর খেয়ে বসে থাকবেন, বা বুঝতে পারতেছেন না যে কিভাবে প্রব্লেমটাকে সলভ করবেন ?? তাহলে আর চিন্তা নাই এখন থেকে প্রতিদিন রাত ০৯:০০ টায় আমাদের এই গ্রুপে ফ্রি-লাইভ সার্পোট পাবেন সকল গ্রুপ’স মেম্বার’স রা।।

ধরেন আপনি আমাদের ভিডিও দেখে কোথাও একটা প্রব্লেমে আটকে গিয়েছেন এখন বুঝতেছে না যে কিভাবে প্রব্লেমটা সলভ করবেন, বা আমরা ভিডিওতে যেইটা দেখাইছি সেইটা কোন কারণে বুঝতে পারতেছেন না, তখন আপনি সিমপ্লি রাত ০৯:০০ বাজার জন্যে wait করবেন। যখন রাত ৯টা বাজবে তখন দেখবেন গ্রুপে পোস্ট করা হয়েছে Free Live Support নেওয়ার জন্যে। এবং পোস্টের মধ্যে Google Meet Link দেওয়া থাকবে, আপনি সেই লিংকে ক্লিক করে আমাদের Instructor ভাইদের কাছ থেকে একদম সরাসরি কথা বলে এবং আপনার স্ক্রিন টা শেয়ার করে লাইভে আপনার প্রব্লেমটা দেখিয়ে হেল্প নিতে পারবেন।। এর জন্যে আপনাকে কোট রকম টাকা-পয়সা পে করতে হবে না, এইটা আমাদের একদম টোটালি ফ্রি-কোর্স বা ফ্রি-সাপোর্ট।

বি:দ্র: শুধু মাত্র আমাদের ভিডিওতে দেখানো কাজ গুলির উপরই কিন্তু আপনি হেল্প নিতে পারবেন।। আমাদের প্লাটফর্মের বাইরের কোন টপিকের উপর কোন হেল্প/সাপোর্ট কিন্তু আপনি পাবেন না।।

এখন থেকে কিন্তু আমাদের ফ্রিতে “ওয়েব-ডিজাইন ও ডেভলপমেন্টে” শেখার জার্নিটা আরো সহজ ও ইজিয়ার হয়ে গেলো।।

আমাদের গ্রুপে নতুন যারা আসছেন এবং বুঝতেছেন না যে কিভাবে ফ্রিতে ওয়েব-ডিজাইন ও ডেভলপমেন্ট শিখবেন বা কোথা থেকে শুরু করবেন, তারা এই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিন: https://www.facebook.com/groups/programmingshikhbo/permalink/796195618351081/

30/10/2022

Problem Solve করতে পারাটা হচ্ছে সব চেয় বড় স্কিল এই Technology জগতে।। বিশ্বাস না হলে আপনার সিনিয়র কাউকে জিজ্ঞাস করে দেখতে পারেন ‍যিনি এই ফিল্ডে অনেকদিন থেকে কাজ করে আসতেছেন।।

আপনি চাইলে আমাদের এই Programming Shikhbo - Community গ্রুপ থেকেই আপনার Problem Solving এর জার্নিটা শুরু করতে পারেন।।

আপনি যদি মোটামুটি ভাবে আমাদের দেখানো HTML, CSS, Git & GitHub or BootStrap ভালোভাবে পারেন বা আপনি যদি মনে করেন যে, আমি এই টপিকে মোটামুটি ভালোভাবেই এগিয়ে গিয়েছি কিন্তু আমি আরো গভীরভাবে Deeply এই জিনিস গুলিকে শিখতে চাচ্ছি, এবং সাথে Problem Solve করতে চাচ্ছি।। তাহলে আপনি আমাদের এই গ্রুপে ফ্রি-লাইভ সাপোর্ট দিয়ে যেতে পারেন, আপনার সুবিধা মতো।। প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে আমাদের এই গ্রুপের বিগিনার স্টুডেন্টদের, যারা ছোটখাটো প্রব্লেম ফেইস করবে তাদের Google Meet লাইভে প্রব্লম গুলি সলভ করে দিবেন।। এতে করে বিগিনার স্টুডেন্টের ও প্রব্লেম সলভ হয়ে যাবে এবং সাথে আপনার ও Problem Solving এর দক্ষতা বাড়বে, যা ফিউচারে অনেক বেশি গুরুপ্তপূর্ন।। অন্য একজনের Code দেখে বুঝতে পারাটাও একটা Skill এবং প্রব্লেম সলভ করতে পারাটাও একটা Skills।।

আপনার যদি ভালো লাগে তাহলে আমার এই পেইজে একটি Knock/sms দিতে পারেন, তাহলে আপনাদের এই Programming Shikhbo - Community এর Support Instructor হিসেবে একটি Group এ যুক্ত করা হবে।। প্রতিদিন যে আপনাকেই সাপোর্ট দিয়ে যেতেই হবে বিষয়টা এমন না, আপনার যেদিন ইচ্ছা সেদিন সাপোর্ট দিবেন, এক একদিন এক একজন সাপোর্ট দিবে।। আপনারা রাত ৮:৩০ থেকে রাত ১০:০০ টা পর্যন্ত Google Meet ওপেন করে বসে থাকবেন, যার কোথাও প্রব্লেম আসে, সে সলভ করতে আপনার Google Meet এ জয়েন হবে। আর আপনি তার প্রব্লেম সলভ করে দিবেন, সলভ যে করে দিতেই হবে এমন কোন কথা নাই, তবে চেষ্টা করবেন সলভ করে দিতে।। তাহলে আপনার স্কিল টাও অনেক ইমপ্রোভ হবে।।

বি: দ্র: অবশ্যই কম্পিউটার থাকতে হবে, অবশ্যই আমাদের দেখানো HTML, CSS, Git & GitHub, Full Website Design or BootStrap এর ভিডিও গুলি আপনার দেখা থাকতেই হবে এবং এই টপিক গুলির উপর মোটামুটি ভালো আইডিয়াও থাকতে হবে, একদম মাস্টার হইতে হইবে না।। আর মোস্ট important বিষয় হলো আমরা যেভাবে দেখিয়েছি যে, কাজ গুলি কোন স্টাইলে করতে হয়, সেইম ভাবেই আপনাকেউ আমাদের দেখানো স্টাইলেই করতে হবে।।

28/09/2022

সম্পূর্ন ফ্রিতে ’Web Design & Development’ শিখছে হাজারো মানুষ, চাইলে আপনিও আমাদের সাথে "ওয়েব-ডিজাইন এন্ড ডেভলপমেন্ট" এর ফ্রি-কোর্স টি করতে পারেন।

কোর্সে জয়েন করুন এই লিংকে ক্লিক করে: https://www.facebook.com/groups/programmingshikhbo/
Mission: A Full Stack Web Developer & Be a Programmer.

কোর্সে যা যা শিখানো হবে: HTML5, CSS3, Bootstrap, Tailwind CSS, JavaScript, React.js/MERN Stack, Python, C, C++, Java or data structure and algorithm with Live Projects.

Web Design & Development শিখে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন ধরণের দেশি বিদেশি কোম্পানী-গুলোতে চাকুরী করে অর্থ উপার্জন করুন।

আমরা এই প্রথম বাংলাদেশে Professional Web Design & Development এর উপর ফ্রি-কোর্স নিয়ে এসেছি। আমরা চাই সুন্দর একটি ফ্রি-রিসোর্সের প্লাটফর্ম তৈরী করতে, যেখানে আমরা সবাই মিলে ফ্রিতে শিখতে পারবো এবং একজন আরেকজনকে সাহায্য করতে পারবো।

তবে হে, আপনি ফ্রিল্যান্সিং করতে যান বা কোন কোম্পানীতে চাকুরী করতে যান, এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কোন না কোন একটি স্কিল থাকা লাগবেই লাগবে। তো বর্তমানে ‘ওয়েব-ডিজাইন এন্ড ডেভলপমেন্টের’ চাহিদা অনেক যা নতুন করে আপনাদের বলতে হবে না। তাই প্রথমে আপনাকে ভালোভাবে স্কিল অর্জন করতে হবে, ভালোভাবে কাজ শিখতে হবে। তো আজকে থেকেই আমাদের সাথে ”ওয়েব-ডিজাইন এন্ড ডেভলপমেন্টের” কাজ শিখা শুরু করে দিন।

আমাদের এই প্লাটফর্মটি মূলত বিশেষ করে বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার উপর বেইজ করে তৈরী করা হয়েছে যেমন: Python, JavaScript, C, C++, Java or data structure and algorithm কিন্তু আমরা চাচ্ছি প্রথমে ওয়েব-ডিজাইন এন্ড ডেভলপমেন্ট এর বিষয় গুলি শিখাবো, তারপর আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি শিখানো শুরু করবো করবো।

Get Ready to Fight - Mission: A Full Stack Web Developer & Be a Programmer.

10/09/2022

আপনি কি একদম বিগিনার ? বুঝতে পারছেন না যে, কোথা থেকে কিভাবে শুরু করবেন ? তাহলে এই সিরিয়াল ধরে ভিডিও দেখা ও প্র্যাক্টিস করা শুরু করে দিন।

১. - HTML Playlist > 22 টা ভিডিও আছে, মনযোগ দিয়ে ভিডিও গুলি দেখবেন ও সাথে প্রচুর প্র্যাক্টিস করবেন। কোথাও আটকে গেলে প্রব্লেমের বিস্তারিত লিখে/স্ক্রিনশটস সহো গ্রুপে চেয়ে পোস্ট করবেন, অনেক এক্সপার্ট মানুষ জন গ্রুপে আছে তারা অবশ্যই হেল্প করবে, আর আমরাও হেল্প করার চেষ্টা করবো। HTML Playlist Link: https://www.youtube.com/watch?v=WTmXc2xGwY4...

২. - CSS Playlist > 53 টা ভিডিও আছে, মনযোগ দিয়ে ভিডিও গুলি দেখবেন ও সাথে প্রচুর প্র্যাক্টিস করবেন। এইচটিএমএল এর চাইতে সিএসএস কিন্তু একটু কঠিন লাগতে পারে, তবে আমরা খুব সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই পারবেন। CSS Playlist Link: https://www.youtube.com/watch?v=LglXZ9srCRc...

৩. - HTML+CSS with Full Website design > আবাদত 16 টা ভিডিও আছে সামনে আরো আসবে। সো আপনার কাজ হচ্ছে, HTML, CSS শেখা শেষ করার পর একটি “সম্পূর্ন ওয়েবসাইট” ডিজাইন করা। এখনি আপনাদের Color সেন্স নিয়ে এতো ভাবতে হবে না, ডিজাইন যেমনি হোক শুধু দেখবেন আপনি বুঝে বুঝে কাজ গুলি করতে পারতেছে কি না। আমাদের ভিডিও দেখে দেখে হুবহু একটি “সম্পুর্ন ওয়েবসাইট” ডিজাইন করার চেষ্টা করুন পার্ট বাই পার্ট ভিডিও গুলি দেখবেন। Full Website design Playlist Link: https://www.youtube.com/watch?v=4xxYMCMOmG8...

৪. - Git & GitHub > আবাদত 16 টা ভিডিও আছে সামনে আরো আসবে। সো আপনার কাজ হচ্ছে HTML, CSS, Full Website Design করার পর ”Git & GitHub” এর ভিডিও গুলি দেখা ও সাথে প্র্যাক্টিস করা, আমরা যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেইমভাবেই প্র্যাক্টিস করবেন। যদিও "Git & GitHub" প্রথম অবস্থাই একটু কঠিন লাগতে পারে তবে টেনশন নাই আমরা একদম সিম্পলভাবে বুঝানোর চেষ্টা করেছি, আপনি পারবেন। Git & GitHub Playlist Link: https://www.youtube.com/watch?v=i3M2bftnCX8...

19/03/2022

আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার’রা সবাই এই ভিডিও টা দেখেন ভালো করে।

16/03/2022

কিছু কিছু Software Company মনে হয় React.js এর Hook গুলির সাথে পরিচিত না, যদি React এর hook গুলির সাথে পরিচিত থাকতো তাহলে State-management এর জন্যে Redux এর পিছনে এতো ছুটা-ছুটি করতো না।

State-management এর জন্য Context api এর ব্যবহার অনেকটা সহজ Redux এর চেয়ে এবং Context api হলো react এর নিজস্ব hook সুতরাং অনেক ফাস্ট। আর কোম্পানি গুলি দৌড়াইতে বলে Redux এর পিছনে। Redux না জানলে নাকি React এর কোন দাম নাই। ফালতু একটা কথা।

React এর Context Api hook দিয়ে ইন্টারমেডিয়েট বা লার্জ এপ্লিকেশন এর ও State management করা যায় এখন এবং বিগিনারদের জন্য অনেক friendly।

বলবো না Redux এর প্রয়োজন নাই, Redux অনেক Large Large application এ ব্যবহার করা হয়। তবে কোম্পানি গুলি যে এপ্লিকেশন তৈরি করে সেই এপ্লিকেশন গুলিতে Redux প্রয়োজন আছে বলে আমি মনে করি না।।

14/03/2022

Jhukega Nehi Sala 😎

Want your business to be the top-listed Media Company in Sherpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Explore our Channel playlist Roadmap | to learn Front End Development step-by-step Bangla

Category

Website

Address


Sherpur
2120

Other Digital creator in Sherpur (show all)
shahidul Vlogs shahidul Vlogs
Sherpur, Dhaka, Bangladesj
Sherpur

Hi. This is Shahidul Vlogs. I am a vloger. plz follow me my page and video.

bd sujon bd sujon
Dhaka
Sherpur

আল্লার উপর ভরসা রাখুন কোন মানুষের উপর না

সফলতার খুঁজে সফলতার খুঁজে
Sherpur
Sherpur, 2100

সবাই পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ। https://www.facebook.com/nb.nurmuha

Village Adda Village Adda
Jhinaigati Sherpur
Sherpur, 2120

নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে।

md fazlur07 md fazlur07
Sherpur, 2100

fazlur

Mamunur Rashed Mamunur Rashed
Sherpur
Sherpur, 5840

🌹🌹অপরকে ভালোবাসলে নিজের ভালোবাসা পাওয়া যায়💕💕

Kurban Ali Nuri Kurban Ali Nuri
Sreebordi
Sherpur, 2100

Shakil Hasan Shovo Shakil Hasan Shovo
BAROMISHA
Sherpur, 2150

শাকিল হাসান শুভ

md shihab uddin 7996 md shihab uddin 7996
Sherpur
Sherpur, 2130

� � � আমি শুধু চেয়েছি তোমায় � � � � � �

M.H RUBEL M.H RUBEL
Sherpur
Sherpur, 2100

I am Rubel

Md Tanvir Md Tanvir
Jhinaigati
Sherpur, 2120

F.M Manon F.M Manon
Mymenshing
Sherpur, 2100

সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লালাহ ♥️♥️♥️