Dr. Sekander Ali College Rover Scout Group
স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো
⚜৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪!⚜️
"স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন" প্রতিপাদ্য নিয়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪।
স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি।
পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশমাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।
বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।
সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের অগ্রিম শুভেচ্ছা!
বিশ্ব পানি দিবস ২০২৪।
~শান্তির জন্য পানি, এই প্রতিপাদ্যে শেরপুর জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এর যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী।
প্রধান অতিথি জেলা প্রশাসক,শেরপুর শেরপুর জেলা প্রশাসন
সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক, শেরপুর জেলা প্রশাসন
আরো উপস্থিত ছিলেন,
মুজিবুর রহমান ( সম্পাদক ) বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা রোভার।
আর্থ আওয়ার ২০২৪ উদযাপন সম্পর্কীয় পরিপত্র
স্কাউটিং বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে স্কাউটরা তাদের ব্যক্তি জীবনে, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। এই ধরত্রীকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপি আগামী ২৩ মার্চ ২০২৪ শনিবার "আর্থ আওয়ার ২০২৪” উদযাপন করা হবে। আর্থ আওয়ার উপলক্ষে স্কাউটরা স্থানীয় জনসাধারণ, নিজ বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী ও প্রতিবেশীদের সচেতন ও উদ্বুদ্ধ করবে। আর্থ আওয়ার ২০২৪ এর প্রতিপাদ্য "Give an Hour for Earth"
আর্থ আওয়ার উদযাপনে নিম্নরূপ কর্মসূচি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো:
১. আগামী ২৩ মার্চ ২০২৪ শনিবার ইউনিট লিডারের নেতৃত্বে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে বা উল্লেখযোগ্য স্থানে কাব/স্কাউট/রোভার স্কাউট ও সাধারন ছাত্র-ছাত্রীদের নিয়ে পোস্টার/প্ল্যাকার্ড/ব্যানারসহ রাস্তার পাশে অবস্থান করে জনসচেতনতা বৃদ্ধি করা;
২. আর্থ আওয়ার উদযাপনের বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মার্চ ২০২৪ শনিবার রাত ৮:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত ১ (এক) ঘন্টা সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ/ব্যবহার সীমিত রাখা;
৩. নিজ গৃহ, বিদ্যালয়ের আঙ্গিনা, পাবলিক প্লেস পরিচ্ছন্ন করা এবং প্লাস্টিক বর্জ্য অপসারণসহ প্লাস্টিক বর্জ্যমুক্ত পরিবেশ গঠনে জনসচেতনতা তৈরী করা;
৪. সবুজ পরিবেশের জন্য বৃক্ষরোপন ও যত্ন নেয়া;
৫. বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে জনসচেতনতা তৈরী করা;
৬. আর্থ আওয়ার উপলক্ষ্যে বাস্তবায়িত কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় ও জাতীয় প্রচার মাধ্যমে প্রচার করা;
৭. জাতীয় সদর দফতর থেকে প্রেরিত সচেতনতামূলক পোস্টার জেলা ও উপজেলার উল্লেখযোগ্য স্থানে প্রদর্শন।
এ বিষয়ে প্রয়োজনে বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক (স্পেশাল ইভেন্টস) জনাব এস. এম. জাহির-উল-আলম (০১৭১৬-৫৫৬২৮৫) এর সাথে যোগাযোগ করা যেতে পারে। আর্থ আওয়ার বাস্তবায়ন শেষে গুগল ফরম লিংক (https://forms.gle/Xpo1VTwdhqjZNc9a9) ব্যবহার করে সচিত্র প্রতিবেদন প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাই।
ডে-ক্যাম্প ২০২৪ ।
সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার।
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
2023-2024 ব্যাচ এর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা রোভার স্কাউট এ ইউনিট যোগ দিতে আগ্রহী তাদের কে অতি দ্রুত রোভার ইউনিট ডাঃসেকান্দর আলী কলেজ থেকে ফরম সংগ্রহ করতে বলা হলো...
Opening Ceremony: 25th World Scout Jamboree Join us for the opening shows at the 25th World Scout Jamboree in Saemangeum, South Korea! More than 40,000 young people from 150+ countries have joined toge...
25th World Scout Jamboree Opening Ceremony 2023
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the university
Telephone
Website
Address
Sherpur
2100
Shapmari, Vatshala
Sherpur, 2100
Most Active page of Bhir MuktiJoddha Atiur Rahman Model Homeopathic Medical College & Hospital
New Market, Mymensingh
Sherpur, 2100
Sherpur Govt. Mohila College Official Page🥰🥰
Vill/Vimgonj, P. O/Khunua Charpara SHERPUR SADAR/2100
Sherpur
Disclaimer: If you have more information about Beer Muktijodda Atiur Rahman Model College,share me!