Anwar Hossain
গীতিকার প্রেমিক
আনন্দ,,,
লাব্বাঈক মাওলা হোসাইন (রা:)
অনেক দিনপর,,,,,
তোমার প্রেমে মজে,
আমার যত যাতনা।।
হৃদয়পুরে ভাঙ্গা বাড়ি যে,
প্রেমিক আনোয়ারের উদাসী মনা।।
ধীর গতিতে এগিয়ে যাচ্ছে পেইজটি।
সবার সহযোগিতা কামনা করছি।
🤍 ধন্যবাদ 🤍
আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow ✅
আলহামদুলিল্লাহ
1.3k
follo to follo
কবিতা আবৃত্তি কবি হিমাদ্রী রায় সঞ্জীব
গানে গানে সোনামণিদের নিয়ে আনন্দ
গীতিকার প্রেমিক আনোয়ার
কণ্ঠশিল্পী পাগল দুলাল
গানটি শুনতে পারেন, আর আপনাদের ভালো লাগা আমার লেখা সার্থক।
প্রিয়ো মানুষটার সাথে আনন্দময় মূহুর্তে।।
আস্সালামু আলাইকুম আমার ফেজবুকের সকল বন্ধুদেরকে আমার লেখা ত্রকটি গান উপহার দিলাম ৷
চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উস্তাদ প্রেমিক নয়ন চাঁন্দের প্রতি।।
গানটি পরিবেশন করেছেন বাংলাদেশের সুনামধন্য কণ্ঠ শিল্পি পাগল দুলাল ভাই ৷
তার প্রতি ভালোবাসা অবিরাম যেজনা সর্বদা কষ্ট করে এই গানটি সুর করছেন, সে হলো আমার কাছের মানুষ সুরকার ও বাউল কণ্ঠ শিল্পী প্রেমিক লাভলু সরকার।
আসা করি গানটি আপনাদের ভালো লাগবে ৷ আর যদি ভালো লাগে তাহলে আমার লেখাটা সার্থক ৷ ধন্যবাদ
#ব্রেকিং_নিউজ:-
ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র আল-কোরআন শরীফের ২৬-টি আয়াত বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করে, রিটকারীর বিরুদ্ধে ৫০০০০ রুপী জরিমানা করেছেন আদালত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আমার প্রচেষ্টার ক্ষুদ্র অর্জন, যাদের সার্বিক সহযোগিতায় এই অর্জন,সে আর কেউ নয় তিনি হলে আমার গানের উস্তাদ গুরু প্রেমিক নয়ন চাঁন, তার পাশাপাশি সকল বেস্ততার মাঝে যে সুর করে সহযোগিতা করেছেন তিনি আমার প্রেমিক গ্রুপের প্রেমিক বড় ভাই সুরকার ও কণ্ঠশিল্পী লাভলু সরকার, চির কৃতজ্ঞ তাদের প্রতি।
সোনালী বিকালে প্রকৃতির এর মাঝে মন আনন্দে,,,,,
আমার প্রচেষ্টার ক্ষুদ্র অর্জন, যাদের সার্বিক সহযোগিতায় এই অর্জন,সে আর কেউ নয় তিনি হলে আমার গানের উস্তাদ গুরু নয়ন চাঁন, তার পাশাপাশি সকল বেস্ততার মাঝে যে সুর করে সহযোগিতা করেছেন তিনি আমার প্রেমিক গ্রুপের প্রেমিক বড় ভাই সুরকার ও কণ্ঠশিল্পী লাভলু সরকার, চির কৃতজ্ঞ তাদের প্রতি।
সুন্দর পৃথিবী সুন্দর নয় মানুষের মন,,,,
আলহামদুলিল্লাহ্
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান!
সেনাবাহিনীর হাতে আটক অং সান সুচি সহ
সে দেশের প্রেসিডেন্ট ও এমপি মন্ত্রীরা
আমার লেখা একটি গান সুর ও কন্ঠ দিয়েছেন প্রেমিক লাভলু সরকার,অফুরন্ত ভালোবাসা দাদু।
চির কৃতজ্ঞ আমার উস্তাদ গীতিকার নয়ন চাঁন্দের প্রতি।
সাচনা বাজার তথা জামালগঞ্জে অাজ ই আক্রান্ত ১৫ জন।
সর্বমোট ৩৭ জন।
আল্লাহ মাফ কর।
হে করোনা
----আনোয়ার হোসাইন -----
হে করোনা,,
তুমি এক পলকে পাল্টে দিয়েছ পৃথিবীর নিয়ম বিধানের অনুচ্ছেদ।
হে করোনা,,
তোমার ক্ষমতা দেখে অবাক হয়ে,আমি ফেলেছি অশ্রু কেঁদে।
হে করোনা,,
তোমার তো বহু রং, বহু দেশে -বহু রুপে করো ছলনা নেই'ত কারো হাত।
হে করোনা,,
তোমার স্বভাব এতোই খারাপ শতবার পাল্টেছ রং,ইচ্ছে কি আরো?
হে করোনা,,
তোমার ব্যবহারে আজ মানবকুলে থাকে সর্বদাই লাশের গন্ধ।
হে করোনা,,
তোমায় যত দেখছি ততই আমি অভাক, ডানা নেই,পাখা নেই,
হে করোনা,,
তবুও তুমি কি করে বিশ্ববাসীকে কাপিয়ে
তুলছো দেখছি আমি।
হে করোনা,,
তোমার নেই কোনো লজ্জা শরম আমি নাহি চাইলে তুমি চলে আসো আমার সঙ্গে।
হে করোনা,,
তোমায় আর কি বলবো বায়ুর বেগে বিঘ্নিত পদযাত্রা করেই চলেছ,
হে করোনা,,
তোমায় বলি যাওনা ছেড়ে এই পৃথিবীর
মায়া, আমরা একটু ভালো থাকি।
০৫/০৫/২০২০
#ডা. #গৌতম_রায়_করোনা_অাক্রান্ত
সুনামগঞ্জের আলোকিত সন্তান, নারায়নগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায় সহ ঐ হাসপাতালের ১৭জন করোনা আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
ডা. গৌতম বলেন, আমার হাসপাতালের একজন মেডিসিন ডাক্তার ইতোমধ্যে আক্রান্ত হয়ে সবার আগে আইসোলেশনে রয়েছেন। পরে আরো তিনজনকে পাওয়া যায় পজিটিভ। তাদের ৪ জনের পর এখানকার স্টাফদের টেস্ট করানো হয়। আজ আমিসহ ১৩ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। আপাতত আমি এখানেই আইসোলেশনে রয়েছি। আমরা মোট এ হাসপাতালের ১৭ জন এখন করোনা আক্রান্ত।
ডা. এম. নূরুল ইসলাম এর ফেসবুক ওয়াল থেকে
______________________________________________
আজ ভয়ঙ্কর চিত্রহীন একটি চিত্র আঁকতে যাচ্ছি। কারন বাস্তবিক সুচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমি ছাত্রাবস্থা থেকেই বিরাট দূর্বল!
সদর সুনামগঞ্জের উত্তর পাড়ের বেড়িগাঁও গ্রামের একটি ছোট্র বাসা--->> ২৫ বছরের একটি গর্ভবর্তী নারী+ সদ্য নারায়ণগঞ্জ ফেরত তার কর্মঠ স্বামী--->নারীটির প্রসব ব্যাথা------>> গ্রাম্য দাঈ,প্রতিবেশী,গ্রাম্য চিকিৎসক--------->> প্রসব করাতে ব্যর্থ--------->>স্বামীসহ অটোগাড়ি ------->>হালুয়ার ঘাঠের মানুষ ভর্তি নৌকা-------->>অটোগাড়ি---------->>সুনামগঞ্জ সদর হাসপাতাল--------->>স্বামীর নারায়ণগঞ্জ থেকে সদ্য ফেরার তথ্য গোপন---------->>চিকিৎসক, নার্স, এমএলএসএস--------->>আল্ট্রাসনোগ্রাম-------->>ক্রিটিক্যাল ডেলিভারী-------->>এ্যাম্বুলেন্স/গাড়ি------->> সিলেট ওসমানী হাসপাতাল------->>ট্রলি+এমএলএসএস------------>>ইমার্জেন্সী, ডাক্তার,নার্স, ওয়ার্ডবয়---------->>ওয়ার্ডে ভর্তি, ডেলিভারীর অপেক্ষা--------->>রুটিন চেক-আপ, ইনজেকশন------------>>ক্রিটিকেল ডেলিভারী------>>অপারেশনের টেবিল+অপারেশন---------->>পোস্ট অপারেটিভ রুম--------->>রুগির অবস্থার অবনতি------->>এ্যাকলাম্পশিিয়া ওয়ার্ড, ম্যানেজম্যান্ট ---------->>মেডিসিন বিভাগে কল--------->>কল দেখার মেডিসিন বিভাগের চিকিৎসক----------->>করোনা ভাইরাসের টেস্ট----------->> রেজাল্ট পজিটিভ!----------রোগির স্বামীর বাড়ি থেকে সিলেট পর্যন্ত এবং রোগির কনট্যাক্টের সবাই সব জায়গায় স্বাধীন বিচরণ!!!!----------->> মহাসংক্রামক করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে একটি ভয়াবহ পরিনতির অপেক্ষা!!!!!!!
দয়াকরে, আল্লাহর ওয়াস্তে সবাই ঘরে থাকুন। আপনাদের কাছে কড়জোর করে মাফ চাই।
সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত এক মহিলা (৩৩)
তথ্যঃ সিভিল সার্জন
সুনামগঞ্জ।
ললনা
আনোয়ার হোসাইন
ললনা, তোমায় দেখেছি সেই পথে,
ললনা, খোলা চুলে কি অপরুপের
বাহার, যা দেখেছি।
ললনা,তোমায় দেখেছি ঘরের মধ্যে
শহস্র শতাব্দির অসীম মুগ্ধতায় আমি
তোমার মুগ্ধতায় বেকুল।
ললনা,তোমায় দেখেছি সেই শিল্পির
তুলিতে তুমি কতই না সুন্দর,বনলতা
সেন কে দেখি নাই,
দেখেছি তোমায়,এক দেখাতেই মুগ্ধকর।
ললনা,তোমায় দেখেছি আমার স্বপ্নময়
রাজ্যে, সেই রাজ্যে তুমিই রাণী।
ললনা,তোমায় দেখেছি আমার হৃদয়ের
আলোকিত মন্দিরের প্রদিপ জ্বালিয়ে
সন্ধ্যার আরাধনায়।
ললনা, দেখেছি তোমায় ভাবনার আঙ্গিনায়,
দেখেছি শিমুলের ছায়ায়,আমি পথিকের
পথের তৃষ্ণায় যে তুমি।
১২/০৪/২০২০
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Sunamganj