Imtiaj Mahbub

পড়তে বসলেই শুরু হয়, বিছানার ডাক।

Photos from Imtiaj Mahbub's post 02/12/2023

নিষ্পাপ চোর💚🥰

23/11/2023
18/11/2023

আগামী ২৬ নভেম্বর
এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের ফল প্রকাশ হচ্ছে।

23/10/2023

বাংলা সাহিত্য

👉 বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল (১৮৫৮)।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
👉 বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক - তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক - মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা (১৮৫৯)।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি - মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী (১৮৬০)।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি - মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী (১৮৬১)।
👉 বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ - মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য (কাহিনিকাব্য)।
👉 বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পত্রকাব্য - মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা।
👉 বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশেষ ও সার্থক মহাকাব্য - মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য (১৮৬১)।
👉 বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক - মীর মশাররফ হোসেনের বসন্ত কুমারী (১৮৭৩)।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা।
👉 বাংলা ভাষার প্রথম সাময়িকী - দিগ্ দর্শন (১৮১৮ সাল)
👉 বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই - কথোপকথন (১৮০১)।
👉 বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য - লিপিমালা (১৮০২ সাল) ; রচয়িতা রামরাম বসু।
👉 বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ - উইলিয়াম কেরির ইতিহাসমালা।
👉 বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত - রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র।
👉 আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান।
👉 বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য - অগ্নি-বীণা (১৯২২)।
👉 বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য - শ্রী চৈতন্যভাগবত।
👉 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ - গৌড়ীয় ব্যাকরণ।
👉 বাংলা ভাষার মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক - মীর মশাররফ হোসেনের জমিদার দর্পন (১৮৭৩)।
👉 বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত কীর্তিবিলাস (১৮৫২)।
👉 ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক - দীনবন্ধু মিত্রের নীলদর্পন (১৮৬০)।
👉 বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক - রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব (১৯০৮)।
👉 প্রথম বিয়োগাত্মক নাটক - কীর্তিবিলাস।
👉 বাংলা প্রবন্ধধারার প্রবর্তক - রাজা রামমোহন রায়।
👉 কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা - প্যারীচাঁদ মিত্র।
👉 প্রথম সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
👉 বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন - দীনেশচন্দ্র সেন।
👉 একুশের প্রথম সাহিত্য সংকলন - একুশে ফেব্রুয়ারি (১৯৫৩)।
👉 একুশের প্রথম কবিতা - কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
👉 একুশের প্রথম নাটক - কবর (১৯৫৩)।
👉 একুশের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন (১৯৬৮)।
👉 বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র - স্টপ জেনেসাইড।
👉 প্রথম বাংলা সবাক চিত্র - জামাই ষষ্ঠী (১৯৩১)।
👉 বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা (সবাক) চলচ্চিত্র - মুখ ও মুখোশ।
👉 মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র - জীবন থেকে নেয়া।
👉 স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র - ওরা ১১ জন।
👉 স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র - মেঘের পরে মেঘ।
👉 বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক - বাকি ইতিহাস।
👉 বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক - কাঠ ঠোকরা।
👉 বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক - একতলা দোতলা।
👉 বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক - একেই কি বলে সভ্যতা।
👉 বাঙ্গালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ - ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ।
👉 বাংলায় প্রথম প্রবন্ধ গ্রন্থ - বেদান্ত গ্রন্থ।
👉 ছাপার অক্ষরে প্রথম বাংলা বই - কৃপার শাস্ত্রের অর্থভেদ।
👉 বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম - মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা।

রচয়িতা
👉 মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ও প্রধান মহিলা কবি - চন্দ্রাবতী (দ্বিজ বংশীদাসের মেয়ে)।
👉 আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি - স্বর্ণকুমারী দেবী।
👉 বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেব ( ১ম উপন্যাস দীপনির্বাণ)।
👉 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক - মীর মশাররফ হোসেন (১ম উপন্যাস রত্নবতী)।
👉 আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি - বিহারীলাল চক্রবর্তী।
👉 মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - ভারতচন্দ্র।
👉 বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি - ভারতচন্দ্র।
👉 বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
👉 বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন - ড. দীনেশচন্দ্র সেন।
👉 বাংলা সাহিত্যের প্রথম/আদি কবি - লুইপা।
👉 বাংলায় পদাবলির প্রথম কবি - চণ্ডীদাস।
👉 বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি - কুক্কুরিপা।
👉 কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি - মোজাম্মেল হক।
👉 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক/নাট্যকার - মীর মশাররফ হোসেন।
👉 বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
👉 বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
👉 বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
👉 বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার - মাইকেল মধুসূদন দত্ত।
👉 বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী - কাজী নজরুল ইসলাম।
👉 উনিশ শতকের প্রথম বাঙ্গালি/মুসলিম লেখক - খন্দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী।
👉 বাংলা সাহিত্যের প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
👉 বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী - প্রমথ চৌধুরী।
👉 প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
👉 বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী - নবীনচন্দ্র সেন।
👉 মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক - ড. দীনেশচন্দ্র সেন।
👉 মহুয়া পালার রচয়িতা - দ্বিজ কানাই।
👉 দেওয়ানী মদিনার রচয়িতা - মনসুর বয়াতি।
👉 সমগ্র কোরআন এর প্রথম অনুবাদ করেন - ভাই গিরিশচন্দ্র সেন।

আদি/প্রধান/শ্রেষ্ঠ/প্রথম
👉 আদি মঙ্গলকাব্য হল মনসামঙ্গল যার অপর নাম পদ্মপুরাণ।
👉 মঙ্গলকাব্য / মনসামঙ্গল এর আদি কবি - কানা হরিদত্ত।
👉 মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি - বিজয়গুপ্ত।
👉 ধর্মমঙ্গল কাব্যের আদি কবি - ময়ূরভট্ট।
👉 ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা - রুপরাম চক্রবর্তী।
👉 ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি - ঘনরাম চক্রবর্তী।
👉 চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা - মুকুন্দরাম চক্রবর্তী।
👉 চণ্ডীমঙ্গলের আদি কবি - মানিক দত্ত।
👉 চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি - মুকুন্দরাম চক্রবর্তী।
👉 অন্নদামঙ্গল ধারার প্রধান কবি - ভারতচন্দ্র রায়গুণাধর।
👉 কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক।
👉 শিবমঙ্গল কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায়।
👉 কবিগানের প্রথম কবি - গুঁজলা পুট (গুঁই)।
👉 বাংলা টপ্পাগানের জনক - নিধু বাবু বা রামনীধি গুপ্ত।
👉 নাথ সাহিত্যের আদি/প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ।
👉 মার্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ।
👉 মর্সিয়া সাহিত্যের প্রথম কবি - শেখ ফয়জুল্লাহ।
👉 পুথি সাহিত্যের প্রথম স্বার্থক কবি - ফকির গরীবুল্লাহ।
👉দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি - ফকির গরীবুল্লাহ।

17/10/2023

💛বাংলা মৌলিক ধ্বনি কয়টি?

৭টি
৩৭টি
৩০টি
৩৯টি

17/10/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

ক.গোমতি
খ.মধুমতি
গ.সুরমা
ঘ.করতোয়া

17/10/2023

✅যদি x+3y=40 এবং y=3x হয়, তবে y=❓

1)12
2)18
3)22
4)10

16/10/2023

'ঘাঘু' শব্দে কি বুঝায়?
ক.অভিজ্ঞ
খ. দুর্বৃত্ত
গ. গোয়ার
ঘ. সর্বাঙ্গে ঘা

21/09/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেও শুনেছি, কেও শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

18/09/2023

When a man has knowledge of Deen, he can lead his family with respect.

When a woman has knowledge of Deen, she can lead her children in humility.

When children have knowledge of Deen, they can lead their parents to Jannah.

May Allah SWT grant everyone the Nihmath of Deen Ameen.

23/04/2023

💔💔

11/03/2023

কি বুদ্ধিমতি🤔🤔

11/09/2022

আমি তার মন খুঁজতে ব্যস্ত,,,
আর সে,,,
অন্যতে আসক্ত।।

Want your public figure to be the top-listed Public Figure in Sunamganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address

Tahirpur
Sunamganj

Other Writers in Sunamganj (show all)
Lamiya Xannat Lamiya Xannat
Sylhet
Sunamganj

এই পেজটাতে একটি লাইক দিয়ে সাথেই থাকু?

Now Bye '_' Now Bye '_'
Sunamganj, ৩০০১

•𝗧𝗲𝗿𝗶 𝗻𝗮𝘇𝗿𝗼𝗻 𝗻𝗲 𝗱𝗶𝗹 𝗸𝗮 𝗸𝗶𝘆𝗮 𝗷𝗼 𝗵𝗮𝘀𝗵𝗮𝗿𝗿 𝗮𝘀𝗮𝗿𝗿 𝘆𝗲 𝗵𝘂𝗮.🥺আতিকা�

𝗣𝗿𝗼𝘂𝗱 𝗼𝗳 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗣𝗿𝗼𝘂𝗱 𝗼𝗳 𝗜𝘀𝗹𝗮𝗺
Jogonnathpur
Sunamganj

আলহামদুলিল্লাহ��

BaD LiFe ヅ BaD LiFe ヅ
Dowara Bazar Road
Sunamganj, 3070

তুমি যে অবস্থায় আছো সেটা অন্যের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করো! আলহামদুলিল্লাহ 🌸

মোহাম্মাদ জাবের আহমদ Zaber Ahmed মোহাম্মাদ জাবের আহমদ Zaber Ahmed
সুনামগঞ্জ
Sunamganj

হক্বের উপর অটল থাকতে হলে পিছনে অনেক বাধা আসবেই।

mkporag mkporag
Sunamganj, SUNAMGANJ

i am simple boy🖤blood group (Ab+)

Nadir Husen Nirob Nadir Husen Nirob
Sunamganj

EDucation; EDucation;
Sunamganj

√আল্লাহ সুন্দর √তাই তিনি সুন্দর্যই ‌ √ পচন্দ করেন।

Made In Pabna Made In Pabna
Sunamganj
Sunamganj, 3010

Ali Akbar Siddik Ali Akbar Siddik
Sunamganj

It is my personal page. Everyone like this page & support me please. To know more about me

𝗡𝗼𝗼𝘁𝗯𝗼𝗼𝗸𝟭𝟰ツ 𝗡𝗼𝗼𝘁𝗯𝗼𝗼𝗸𝟭𝟰ツ
Sunamganj

There is no way to return to life! You have to make your own place. No one leaves the place.

Merazul Islam মেরাজুল ইসলাম Merazul Islam মেরাজুল ইসলাম
Sunamganj

__🌺'༉༎ ︽︽︽︽︽︽︽︽•••︽︽︽︽︽︽︽︽ ❤✦.لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ.✦❤ ︾︾︾︾︾︾︾︾••