Travel with sajed
Be happy
শাড়ী দেখে চোখ আটকে গেল নীলার। রিক্সায় করে এলিফ্যান্ড রোডের পাশ দিয়ে যাচ্ছিল নীলা। রোডের পাশে শপিংমলে সুন্দর একটি শাড়ী ঝুলছে। দেখল সে।
নীলা রিক্সা থামিয়ে শপিংমলের ভেতরে গেল। শাড়ীটি ভালো করে হাত দিয়ে দেখতে থাকল। নীলার খুব পছন্দ হলো শাড়ীটা।
নীলা ভাবতে লাগল, বছর কয়েক আগের কথা। ঈদ আসলে, দুইটা শাড়ী কিনে দিত নিশাত। কোন চাকরি ছিলনা নিশাতের, তবুও টিউশনির টাকা জমিয়ে, নিজে কিছু না নিয়ে, নীলাকে শাড়ী কিনে দিত।
হঠাৎ করে নীলার বিয়ে ঠিক হলো, টাকা ওয়ালা, ভুড়ি ওয়ালা এক লোকের সাথে।
বিয়ের পর নীলা বুঝতে পারল, যে লোকের সাথে বিয়ে হয়েছে, সে মারাত্মক কৃপন। ঈদ আসলে শপিং করার কথা বললেই, মাথা ধরার ভান করে শুয়ে থাকে। গুলিস্থান থেকে ২৫০ টাকা দিয়ে কাপড় কিনে, সেই কাপড় আড়ং ব্যাগে ভরে এনে বলে, ২৫০০ টাকা দিয়ে কিনছি।
এসব ভাবতে ভাবতে নীলার চোখ ভিজে গেল। কেন এই ভুড়ি ওয়ালা লোককে বিয়ে করতে গেলাম। কে জানত, এমন কৃপন হবে। রোমাল দিয়ে চোখ মুছে ফেলল নীলা।
দোকানদার এসে বলল,
"ম্যাডাম, শাড়ী কি নিবেন? নাহলে হাত দিয়ে ময়লা করবেন না। এটা অনেক দামী শাড়ী।"
নীলা জিজ্ঞেস করলো,
"আপনারা কয়টা পর্যন্ত দোকান খোলা রাখেন?"
দোকানদার বলল,
সকাল ৯টা থেকে, রাত ৯টা পর্যন্ত। কিন্তু কেন?
নীলা বলল,
"এখন বাসায় গিয়ে শপিং করার কথা বলব। এরপরই ঝগড়া শুরু হবে দুজনের মধ্যে। দুপুরে রান্না করব না। এই দেখে সে আবারও রেগে যাবে। আমার মাথার চুলের মুঠি ধরে দুই তিনবার ঝাঁকি দিবে। আমি কান্না করতে করতে রান্না করতে যাব। রান্না করব কিন্তু আমি কিছুই খাব না, শুধু কান্না করতে থাকবো...
সন্ধ্যায় বাসায় এসে দেখবে, এখনো আমি কান্না করছি। এটা দেখে আবারও সে রেগে যাবে। আবারও সে আমার চুলের মুঠি ধরে তিন চারবার ঝাঁকুনি দিবে। তারপর একটু পরে আস্তে করে বলবে, কান্না থামিয়ে রেডি হয়ে আসো, শপিং করতে যাবো। তখন আপনার দোকানে এসে, এই শাড়ীটা কিনব।"
নীলার কথা শুনে, দোকানদার জ্ঞান হারিয়ে পড়ে গেল।
রম্যগল্প: #ঈদের_কেনাকাটা (রিপোস্ট)
- সুবোধ মন্ডল
প্রকৃতি❤️🥰🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Sunamganj