Abdul Odud - আব্দুল ওদুদ
Nearby public figures
ផ្លូវជាតិលេខ
Rajshahi Division
Burhanpur
Rajshahi Division
Dumra
Ulhasnagar
New York 12000
Abidjan
Kingar, Khyber Pakhtunkhwa
তুমি কী করলে তা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কতটা ভালোবাসা দিয়ে তোমার কর্ম করলে তা-ই মুখ্য। Balo Kisu Korar Protasah...
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর নিবাসী। তিনালি বাড়ি চাঁন মিয়ার ছোট ছেলে জলাল মিয়া,ও নুরুল হক মিয়ার বড় ছেলে মোঃ জসিম উদ্দিন,আজ সকাল ৭. ০০ ঘটিকার সময় দেখার হাওর এ বজ্রপাতে ইন্তেকাল করিয়াছেন ।
#বজ্রপাত #মৃত্যু
২মিনিট সময় নিয়ে পড়েন প্লিজ সওয়াব পাবেন কত সময় ত নষ্ট করতেছেন 😢
১. “সুবহানাল্লাহ”(سبحان الله)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)
পড়া শেষে আলহামদুলিল্লাহ ❤️♠️
বরকতময় রবিউল আউয়াল মাসে ফুলতলীতে সপ্তাহব্যাপী ঈদে মীলাদুন্নবী (সা.) মাহফিলে আপনারা আমন্ত্রিত।
ফেনী, ছাগলনাইয়া উপজেলার পথে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ...
‘গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচিত সরকারই উত্তম’ কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবতা ভীন্ন। যারাই এ দেশের ক্ষমতায় এসেছে, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। ‘নির্বাচিত সরকার’ কথাটা শুনলেই আমার ভয় করে। যে দলই ক্ষমতায় আসে, সেটি কেবল একটা দলের সরকার হয়ে ওঠে। সাধারণ জনগণের সরকার হয়ে উঠে না। দেশের বড় দুই রাজনৈতিক দলই মুদ্রার এপিঠ ওপিঠ। যদিও শেখ হাসিনার সরকার জুলুমের এক নিকৃষ্ট ইতিহাস রেখে বিদায় হয়েছে।
রাষ্ট্রনীতি বা রাজনীতি অতো বুঝি না। তবে বড় হবার পর থেকেই দেখছি, এক চোর যায় আর আরেক চোর আসে। সেদিন পত্রিকায় দেখলাম আগে যেখানে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ, সেই জায়গাটা এখন দখলে নিয়েছে বিএনপি। মোট কথা এই দেশে নির্বাচিত দলীয় সরকার বলতে আমি একটা চোরের গোষ্ঠী বুঝি। কেউ একটু কম চুরি করে আর কেউ বেশি, এই যা তফাৎ।
দেশের প্রায় সবগুলো ডিপার্টমেন্টই ধ্বংস হয়ে গেছে। আগা থেকে গোড়া পর্যন্ত রাষ্ট্রের সংস্কার দরকার। কেউ যদি বলে যে নির্বাচন হোক, নির্বাচিত সরকার এসে সেইসব সংস্কার করবে, আমার কাছে তা এক নির্দয় মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রের উল্লেখযোগ্য সংস্কারগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই করে যেতে হবে। যখনই বন্যা হয়, নদী খনন থেকে শুরু করে বন্যা মোকাবেলায় কী কী করণীয় তা নিয়ে টক শো গরম হয়। বিস্তর আলোচনা হয়। বন্যা শেষ, ব্যস, যেই লাউ সেই কদু। এইভাবে আর কত? আর কত সহস্র মানুষ ভেসে যাবে বানের জলে! বন্যা মোকাবেলায় যা যা করণীয়, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার সবটুকু করুক। ভারত যা করছে, আন্তর্জাতিক আইনে তা অপরাধ। এ ক্ষেত্রে যা যা করণীয় সরকার তা করুক। মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে এর প্রতিবাদ করুক। আমাদের মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতিই ভারতের বাড়াবাড়ির অন্যতম প্রধান কারণ। নদীখননসহ অন্যান্য আরও যা কিছু করা দরকার, সব কিছুই সম্পন্ন হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তাতে যত বছর সময় লাগে লাগুক। আমরা আর ভাসতে চাই না। চোখের সামনে ভেসে যাচ্ছে সন্তান, মা বাবা ভাই বোন, এমন করুণ দৃশ্য আমরা আর দেখতে চাই না।
তারপর না হয় নির্বাচন হবে, আমরা আবার চলে যাবো কোন ‘নির্বাচিত চোরের’ অধীনে। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন তো হতেই হবে!
#সংগৃহিত
আমার পর আমি আনসার, বাহিনীর'কে দেখলাম,
নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে.....
সবাই মানবতার কাজে অল্প অল্প করে,একটা সাগর তোলা সম্ভব।
আমরা ও কিন্তু এই কঠিন বিপদে ছিলাম....😥
যা পারেন সাহায্য করেন, আপনার বিপদে আল্লাহ সাহায্য করবেন ।
এটা “বাহুবলী ২” মুভিতে দেখেছিলাম। বাস্তবে দেখব তা কখনও ভাবিনি...
Respect🫡: গ্রামীণফোন ♥️
নিজের জমা কথাগুলো
একটি অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই একটি দেশ কিছুদিনের জন্য অস্থিতিশীল হয়। কারও ভেতর প্রতিশোধের নেশা জাগে, কেউ পুষে রাখা হিংসা চরিতার্থ করে। এরমধ্যে চোর-ডাকাতরা এক্সট্রা কামাইয়ের সুযোগ কাজে লাগায়। এটি সারাবিশ্বেই ঘটে।
গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটি ‘অধিকারসচেতনতা’ তৈরি হয়। দেশের অবস্থা নিয়ে দ্রুত নিজের রায় প্রকাশ করতে চায় সবাই। এরমধ্যে কেউ হয়ে উঠে ‘ফ্যাসিস্ট সিমপ্যাথাইজার’। তারা বলে, ‘আগেরটাই ভালো ছিল’। অথবা, ‘সবই এক, কোনো পার্থক্য নেই’। অথচ এই সচেতনতা যদি সবসময় এভাবে থাকত, তাইলে কোনো সরকার-ই ফ্যাসিস্ট হতে পারত না।
বাংলাদেশের অবস্থাই ধরুন। গত সরকারের পতনের পর দেশে নানারকম অশান্তি ও অরাজকতা চলছে, যেটি গণঅভ্যুত্থানের পর প্রত্যেক দেশে ঘটে। কিন্তু কিছু মানুষের মধ্যে আচানক যে সচেতনতা তৈরি হয়েছে, তাতে তারা গত পনের বছরের ভয়াবহ যুলুমের তুলনায় বহুগুণ ছোট পর্যায়ের এসব অরাজকতাকে ‘আগেরটার মতো’ বলে চালিয়ে দিচ্ছেন। অথচ তারা একটিবার আয়নাঘরের নির্যাতনে জীবন নষ্ট হওয়া একজন মানুষের কথা শুনলে এরকম বলতেন না। কেবল টুপি ও দাড়ির জন্য ‘জনগী’ নাটকের শিকার কোনো আলিমের অশ্রুঝরা দিনগাঁথা জানলে এরকম বলতেন না।
এত গভীরে যাওয়ারও দরকার নেই। আগেরটা কেমন ছিল, তা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা কোনো ছাত্রের গল্প শুনলে বুঝতে পারবেন। শুধু আপনার দাড়ির কারণে ছাত্রলীগের নেতা যখন সবার সামনে বলে, “তুই শিবির নাকি”! তখন কী পরিমাণ অপমানিত লাগে, আপনি জানেন না। হলের মসজিদে নামাজে যাওয়ার অপরাধে যখন ‘তালিকায়’ আপনার নাম উঠে, তখন কেমন লাগে আপনি জানেন না। বাইরে থেকে এসে যখন শুনেন, ছাত্রলীগ নেতারা রুমে এসেছিল আপনার বইপত্র চেক করতে, তখন কেমন লাগে আপনি জানেন না। আপনি যখন ইসলামী বই লুকিয়ে রাখেন; যখন এন্থনি মাসকারেনহাস বা তাজউদ্দীনের বইও লুকিয়ে পড়তে হয়, তখন কেমন লাগে আপনি জানেন না। আপনি জানেন না, ডিপার্টমেন্টের এক নেতা যখন বলে, “তোর ফেইসবুক সার্চ করা হচ্ছে”, তখন কেমন লাগে! যখন বন্ধুর রুমে গল্প করতে যান, আর ওই রুমের এক ছাত্রলীগ নেতার পদধূলি নিতে আসা চেলাদের বলতে শুনেন, “ভাই বহুদিন কাউরে পিটাই না। আজ রাতে অমুকরে পিটামু”, তখন কীরকম লাগে আপনি জানেন না। যখন আপনার কোনো বন্ধুকে প্রায় আবরারের মতো রাতভর রড দিয়ে পেটানো হয়, আর আপনি সব জেনেও মরার মতো পড়ে থাকেন, তখন কী কষ্টটা হয়, তা আপনি জানেন না। একটি ন্যায্য কথা লিখতে গিয়ে যখন দশবার এডিট করা লাগে; কারণ হলের নেতা আপনাকে পিটিয়ে ‘শিবির’ বানিয়ে ফেলবে, তখন কী রকম অসহায় বোধ হয় আপনি জানেন না। ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাওয়ার সময় যখন দেখেন, হলের ক্লিনাররা গেস্টরুমের রক্ত পরিষ্কার করছে, কারণ গতরাতে ওখানে এক দুখিনী মায়ের দুর্ভাগা সন্তানকে পিটিয়ে রক্তাক্ত করেছে নেতারা, তখন ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায়, আপনি জানেন না। এসব রূপকথা নয়; এসব অভিজ্ঞতা। আমি আয়নাঘরে যাইনি; কিন্তু হলে থাকা সাড়ে চার বছর ‘আয়নাঘর’ আমার ভেতরে ছিল।
প্রতিটি রাজনৈতিক দলের হয়তো সেইম বৈশিষ্ট্য। সবাই যার যার সুদিনে অন্যের প্রতি বর্বর। তবুও এই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আগেরটা ভালো ছিল—এটি বলবেন না। যদি বলতে হয়, তাইলে আমাকে আনফ্রেন্ড করে এরপর বলবেন।
I chose not to be friends with any fascist sympathizer.
🖊️Marjan Ahmad Chowdhury
# #উনি কেন জামাত করেনা, এজন্য ওনাকে খতিব হিসেবে রাখা যাবেনা। নতুন জুলুমের অধ্যায় শুরু।
রায়পুর বড় মসজিদের সকল মুসুল্লি ওনাকে চাচ্ছে, তারপরও জোর করে নিজ দলীয় লোককে দিয়েই জুমা পড়ানো হলো আজ।
ওনি একজন বিনয়ী মানুষ, ফোন করে হুমকি দিয়েছে ক্যাডাররা, তাই আজ জুমায় যাননি।
ব্যক্তিগত ভাবে ওনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না।
ছারছিনা দরবারের সাথে সম্পৃক্ত।
স্বৈরাচারের জুলুমের শেষ হতে না হতেই নতুন জুলুমের শুরু। নব্য জালিমদের জুলুম থেকে আল্লাহ সবাইকে হিফাজত করুন।
✍️ M***i Manjur Hossain মুফতী মানজুর হোসাইন (হাফিঃ)
শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান।
05-08-24
🔴একমাত্র করনীয় হলো পানি বের হয়ে যাওয়ার ব্যাবস্থা করে দেওয়া ✊
৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের ইটনা-মিঠামইনের এই দৃষ্টিনন্দন রোড, আজ আমাদের সিলেট সুনামগঞ্জ বাসীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে !। আমাদের উজানের পানি নামতে এখানে বাঁধা প্রাপ্ত হয়ে পানি ফুলে, সিলেট সুনামগঞ্জে প্রত্যেক বছর ঘন ঘন বন্যা হচ্ছে এবং হতে থাকবে। এই কয়েক বছর যাবত ঘনঘন বন্যা হওয়ার এটাই প্রদান কারন।(সংগৃহিত)
হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সংকলিত হজ্জ, ওমরাহ ও যিয়ারতের প্রয়োজনীয় দু'আর আকর্ষণীয় বই।
একটি সতর্কবার্তা👩💻
রাত্রিবেলা বাইরে গেলে সবাই একটু সতর্ক থাকবেন 🚫বাগ দেখা গেছে সিলেট বিশ্বনাথের একাধিক জায়গায়।
গোবিন্দগঞ্জ এর পাশে খরছা গ্রামের একজনকে কামড় দিয়েছে উনি মেডিকেল ভর্তি আছেন তাহার সুস্থতা কামনা করি।📝
সবাই সচেতন হওয়া উচিতঃ
প্রিয় সিলেটবাসী সিলেট শহর ও তার আশপাশে অপরিচিত লোকের সাথে সিএনজি যাত্রী হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
১. সিএনজি গাড়িতে যাত্রী ৩ জন থাকলে আপনি একটু সতর্কতার সহিত উঠবেন।
২. পিছনে ২ জন বসা থাকলে ১ জন নেমে আপনাকে মধ্যে খানে বসতে বললে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে।
৩. আপনার গন্তব্যে যাওয়ার সময় ড্রাইভার বিকল্প রাস্তায় যেতে চাইলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে।
৪. গামছা অথবা কোন কাগজ পড়তে দিলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে।
৫. যে কোন অবস্থায় আপনার সন্দেহ হলে আপনি গাড়ি থেকে নেমে যাবেন এবং নিকটস্হ পুলিশকে বিষয়টি জানাবেন, তা না হলে জরুরি সেবা ৯৯৯ কল করে গাড়ির নাম্বার রোড বলে দিবেন।©
শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) এর ১৬ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে তালিম তরবিয়ত ও দোয়া পরিচালনা করছেন মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলা ফুলতলী)।
১৫ জানুয়ারি ২০২৪ইং
ফুলতলী ছাহেব বাড়ী
১ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে শুধু চাকরির আবেদনের পেছনে মাসুদ রানার। তিনি বলেন, "লাইফে কেমনে যে এতগুলো পরীক্ষা দিলাম, কিছুই বুঝে উঠতে পারলাম না । অবশেষে হিসাব করে দেখি এক লক্ষ আশি হাজার টাকার আবেদন করেছি। মাথায় হাত!! অবশেষে পেয়েছি.
SUB -ASSISTANT ENGINEER
(WZPDCL)
🌟✨এই যুগের সালাহউদ্দিন আয়ুবী আবু উবাইদাহ হাফিজাহুল্লাহ 💙💫
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Kalaruka, Chhatak, Sylhet
Sunamganj
3080
Bir Muktijuddha Motiur Rahman Road, Avijatri 8, Jail Road
Sunamganj, 3000
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ফাউন্ড?
Tahirpur
Sunamganj, MDFORIDSIKDA
🥀আসসালামু আলাইকুম!! [Alhamdulillah For Everything ] 🥀Welcome You My Page 🥀
Razapara
Sunamganj, 3000
The world is surrounded by God's mercy But the people of the world are the best in pride