Sorry 26
হয়তো তুমি নামক শূন্যতাটা বুকের বা পাঁজরে সারাজীবনের জন্য থেকেই যাবে। 26...💔
মৃত্যু খুব নিকটবর্তী...
ফজরের পূর্বে ২ রাকাত সুন্নাত...
আমরা কি সেই পর্যায়ে পৌছাঁতে পেরেছি...???
সকল প্রশংসা আল্লাহ তা'য়ালার....
আল্লাহর ক্ষমার ব্যাপারে হতাশ হবেন না...
সবচেয়ে দামি কথা ৪টি...
আছে কি লজ্জা শরম বলতে কিছু..?
রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে & থাকবে।
Alhamdulillah...💙
চমৎকার কন্ঠে সুরা হাশরের শেষ তিন আয়াত...💙
তাহলে বলুন সফল কে..?
🙂🙂🙂
হায়রে প্রবাস...🙂
কোটি কোটি টাকা উপার্জন করে এত সুন্দর বাড়ি নির্মাণ, অথচ মৃত্যুর পরপরই আর বাড়িতে যায়গা হয়নি।
তারাতাড়ি দাফনের জন্য প্রস্তুত করে রাখা হয়ে গেছে।
কিসের টাকা আর ক্ষমতার বাহাদূরী!
আমরা কত উদাসীন, নিজের প্রতি তবুও খবর নেই আখিরাতের ভাবনা নেই, পরের জন্য সম্পদ উপার্জনে কত ব্যাস্ত!
দেশে কুকুর বিড়ালের মাংসকে যে ভাবে হারাম ভাবা হয়, অবৈধ উপার্জনকে যদি এভাবে হারাম ভাবা হত,,, তবে রাষ্ট্রের চেহারা পাল্টে যেত।
কিন্তু ধর্মীয় বিধান হিসেবে দুইটাই হারাম এবং অবৈধ উপার্জন আরো মারাত্মক ভাবেই হারাম করা হয়েছে।
-কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না😏
-হয়তো তোমার জন্য আরো বড় ঠকবাজ বসে আছে☺
তাই সাবধান
" শবে বরাত এর বন্ধের পর যেদিন স্কুল খুলত ঐদিন যার সাথেই দেখা হইতো সেই জিজ্ঞেস করতো, "কয়টা পর্যন্ত নামাজ পরছস.?" ❤️
আগের দিনগুলো খুব মিস করি😥😥
সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জুটে না😥
যে নারী পুরুষের যত্ন পায়💖💝
সে নারী অবশ্যই ভাগ্য নিয়ে জন্মেছে❤️❤️
আজ রাত পবিত্র লাইলাতুন নিসফি মিন শা`বান!
ক্ষমার এ মহামান্বিত রজনী কাটুক, জিকির, তিলাওয়াত, নফল নামায ও কান্না বিজড়িত দুআয়!
রব্বে কারীম আমাদের তাঁর ক্ষমার চাদরে আচ্ছাদিত করুন।
আমীন❤️
একটা সন্তান জন্ম দেবার পর,,মায়ের জীবনচক্রটা এক নিমিষেই পরিবর্তন হয়ে যায়।।সে চাইলে আর নিজের ইচ্ছামত ঘুমাতে পারেনা,,আরামে বসে খেতে পারেনা।ইবাদত টাও তার জন্য কষ্টকর হয়ে যায়।।ফরজ ইবাদতটুকুই তখন ভরসা।রাতের ঘুম কি জিনিস হয়ত কয়েকবছর পর্যন্ত সে ভুলেই যায়।।সারাদিন বাচ্চার পিছনে ছুটতে ছুটতে ভুলে যায় অনেক কিছু।।হয়ত এলোমেলো থাকে সারাঘর।।
পার্ফেক্ট ভাবে কিছুই হয়ে ওঠেনা,,অনেকসময় অনেক কিছু মনেও থাকেনা।।চোখ ভরা ঘুম নিয়েও মা ঘুমাতে পারেনা।বাচ্চার খাওয়া,ঘুম,বাচ্চার উত্তম তবিয়ত সব কিছুতেই মা যেন এক ক্লান্তিহীন সময় পার করে।।
বাচ্চার মায়েরা আবার অসুস্থ ও হতে পারেনা,,কারন তাদের জন্য অসুস্থ হয়ে বিছানায় গা লাগিয়ে রেস্ট করাটা অলিক স্বপ্ন ছাড়া কিছুই না।।
তবুও কিছু মানুষ সেই মায়েদের বলে থাকে,,
সারাদিন বাসায় করোটা কি?
বাচ্চা কি তুমি একাই পালতেসো?
দুনিয়াতে আর কেউ বাচ্চা পালে না?
আমার মনে হয় ১০০ জনে ৯৯ জন বাচ্চার মায়েরা এই ধরনের কথা শুনে থাকে।।
তাদের বলতে ইচ্ছে করে,
বুঝতে হবে অনেক কিছু,,কারন তোমদের মধ্যে মনুষ্যতের অভাব আছে।।
সন্তান লালন পালন,সংসারের হক্ক আদায় সব কিছুই ইবাদত,,এখানে একজন নারীর তেমন কোনো অভিযোগ থাকেনা।।তাদের চাওয়া অই এক জায়গায় কেউ তাকে এপ্রিশিয়েট করুক,,
অন্তত সারাদিন করোটাকি? এটা না বলুক।।
সোম-বৃহস্পতির নফল রোজা, আইয়ামে বীজ অর্থাৎ আলোকিত দিন সমূহের রোজা, সাথে শা'বান মাসের রোজা!
এক ঢিলে ৩ পাখি। সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ!!
আজ দিবাগত ভোর রাতে সাহরী করে আগামীকাল থেকে রোজা। ৬,৭,৮ ই মার্চ আইয়ামে বীজের রোজা, পরেরদিন বৃহস্পতিবার সপ্তাহের নফল রোজা।
আর সবগুলো রোজা আবার শা'বান মাসের রোজা।
ভাবতে পারছেন,এক সাথে কত কত ফজীলত অর্জিত হবে এই রোজা গুলো আদায় করলে?
শক্তি,সামর্থ্য,পারিপার্শ্বিকতা সাথে সওয়াবের লোভ থাকলে এই সুযোগ যেন লুফে নিই সবাই ইনশাআল্লাহ।
নিজের আখিরাত জীবনের জন্য অগ্রীম কিছু নেক আমল পাঠানোর তৌফিক দান করুন আমাদের মহান রব।
নিশ্চয় সকল ইবাদত,নেক নিয়ত কেবলই তাঁর সন্তুষ্টির জন্য।
আইয়ামে বীজের রোজার কিছু হাদিসঃ
★আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন , আমার বন্ধু (রাসূল ﷺ) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন , প্রতি মাসে তিন দিন করে সাওম পালন করা এবং দু’রাকআত সালাতুদ দুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
[বুখারী, হাদিস ১৮৫৭]
★রাসূল ﷺ বলেছেনঃ
কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।
[তিরমিযী, হাদিস ৭৬০]
★ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে ইয়াওমিল বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।
[আবু দাউদ, হাদিস ২৪৪১]
❤️❤️
সংগৃহীত।
একসাথে এক গ্লাসের বেশি দুই গ্লাস পানি খাইনা, প্রচন্ড ভয় হয় কারন বুকের ভেতর যে মানুষটা আছে সে সাতাঁর জানে না!🙂😃
"আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সাথে যেমন হযরত আসিয়ার হয়েছিলো ফিরআউনের সাথে....... কিন্তুু এরপরও আল্লাহর প্রতি তার বিশ্বস্ততা কিংবা ভালবাসা কোনোটাই কমেনি (আলহামদুলিল্লাহ্)।
আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির সাথে, যেমন হয়েছিলো লুত(আঃ) কিংবা নূহ(আঃ) এর স্ত্রীদের কিন্তু সেটাও তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি।
আবার আপনার কারো সাথে বিয়ে নাও হতে পারে যেমন হয়েছিলো মরিয়ম (আঃ)এর........।
কিন্তু আল্লাহ্ পৃথিবীর যে কোনো নারীর চেয়ে ওনাকে উচ্চামর্যাদা দিয়েছেন।
মনে রাখবেন আপনার ভালবাসা এবং বিশ্বাসের অধিকার সর্বপ্রথম আল্লাহর জন্য"।
@তামান্না ফাইজা এ্যানি
মেয়ে মানে...?
চেহারা খারাপ হলে বিয়ে হবে না,,।😢😥
☘️
মেয়ে মানে...??
রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা,,!😢
☘️☘️
মেয়ে মানে...??
রাস্তাঘাটে বাজে কথা শোনা,,!😪😴
☘️☘️
মেয়ে মানে...??
পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া,,।😪
☘️☘️
মেয়ে মানে...??
পরিবারের বড়দের উপদিয়ে কথা না বলতে পারা,,!
☘️☘️
মেয়ে মানে..??
ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা, কেউ একজনকে বিয়ে করা,,।😇😢
☘️☘️
মেয়ে মানে..??
বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা,,।😒😢
☘️☘️
মেয়ে মানে..??
সারাদিন কষ্ট করেও শ্বশুর-শাশুড়ির খোটা শোনা,,!😪
☘️☘️
মেয়ে মানে..??
ভালো না থেকেও বাবা-মাকে ভালো আছি বলা,,!😒
☘️☘️
মেয়ে মানে...??
শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি পড়ে থাকা,,!😇😔
☘️☘️☘️
মেয়ে মানে..??
হাজার হাজার অভিযোগ নিয়ে হাসিমুখে মানিয়ে নেওয়া,,!😇🙂
☘️☘️
মেয়ে মানে..??
ভালো না থেকেও ভালো থাকা,,!😢
☘️☘️☘️
এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহ্য
করতে হয়..।
☘️☘️☘️
ভাইরে...
সত্যি মেয়েদের জীবনটা অনেক কষ্ট হয়,,!🤕💔
☘️☘️☘️.. তাই বলছি ভাই মেয়েদের কে সন্মান করতে শিখুন কারণ প্রত্যকটা মেয়ে কারো মা কারো বোন...
😊সবাইকে ধন্যবাদ 😊
মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়🤨
আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়""
এটাই বাস্তব 🤔
-হখলে আমার পোস্ট এমন
ভাবে ইগনোর খরে..🙄🙄
-মনো অর দেশও মুরগির দাম
আমি বাড়াইছি..😒😏
একটা রিলেশনে থাকা কালিন যে পরিমাণ ঝগড়া হয় বিয়ের পর যদি বরের সাথে এমন ঝগড়া হতো তাহলে মনে হয় একদিনও সংসারটা ঠিকতো না😁
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
3124
Sylhet
For Any Kind Of Photoshoot Like Outdoor,Birthday Party,Wedding Please Feel Free To Contact Us.
Sylhet
আমি অতি সাধারণ একজন মানুষ🙃 এক্টাই প্রব্লেম অন্নায় দেখলে বিয়াদ্দব অইথে বেশি টাইম নেই না।🥱🤫