সত্যম শিবম সুন্দরম

༆᭄̲̲̲̞̎̎͢༊সত্যম !"༊শিবম ༊❝সুন্দর༊❝༊┼✿༊"❥┼༊

❮✿❯
জয় শ্রী রাম ����
»̶̶͓͓͓̽̽̽⑅⃝✺ »̶̶͓͓͓̽̽̽⑅⃝✺❥᭄

06/11/2023

বন্ধুরা সাবধান😦😊

Photos from সত্যম শিবম সুন্দরম's post 02/10/2023

বিশ্ব নিরামিষ দিবস

02/10/2023

ছবিটার চাইতে বড় সত্য আর কিছু আছে?

বাংলাদেশের প্রতিটা হিন্দু সর্বদাই ছবিটার মত পরিস্থিতির মুখোমুখি।

বাংলাদেশের মুসলমানরা তাদের একটা হাত হিন্দুদের পায়ে রাখে, আরেকটা হাত গলায় রাখে। যখন যে হাতের প্রয়োজন, তখন সেই হাতের ব্যাবহার করে।

পুজো আসছে, ইতিমধ্যেই হিন্দুদের উপর মুসলমানরা তাদের ইস্লামিক আগ্রাসন শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিমা ভেঙে।

তারপর শুরু হচ্ছে নির্বাচন এর হাওয়া। ২০০১-২০০৬ সালে হিন্দুদের উপর বিএনপি জামাত কি ভয়ানক অত্যাচার করেছিলো তা আমরা সবাই জানি। আর এটাকে মনে করিয়ে দেওয়ার ঈমানী কাজটা করে আওয়ামিলীগ।

দিন শেষে ওরা সবাই মুসলমান। কি আওয়ামিলীগ, আর কি বিএনপি-জামাত। সবাই মিলেমিশেই হিন্দুদের ঘৃণা করে, এই দেশ থেকে "ভুমিপুত্র হিন্দুদের" সরকারি পরিকল্পিনায় বিতারিত করে। এইসব বিষয়ে সারা বিশ্ব তেমন কোন উচ্চবাচ্য করে না বা কোন পদক্ষেপও নেই না।

তবে ইদানিং শুনলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের উপর ভিত্তি করে এক সেনশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে! যদি তাই হয় তাহলে বাংলাদেশের ৮০% মুসলমান হিন্দুবিরোধীই শুধু নয়, হিন্দু নির্যাতনে সরাসরি ভুমিকা রাখে। তার প্রধান কারণ.... ধর্মীয়, সামজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যাবস্থা। গত ৫২ বছরে শুধু সাম্প্রদায়িকই হয়েছে।

খেলাধুলা থেকে শুরু করে প্রফেশানাল লাইফ...... কোথায় নাই হিন্দুদের উপর মানসিক ও শারিরিক নির্যাতন??

Photos from সত্যম শিবম সুন্দরম's post 02/10/2023

একজন মুসলিম এর বক্তব্য পড়ুন এবং আপনার নিজ ধর্মের প্রতি কতটা সন্মান আছে বলুন 🙏
ড. মোল্লাহ আমির হোসেন আমার একজন মুসলমান ভাই, উনার লিখাটা পড়ুন কিছুটা নিজেকে পরিবর্তন করতে পারবেন 💕
🙏 জগজ্জননী অসুর নাশিনী "মা" দূর্গাকে নিয়ে উনার বক্তব্য, আবেগ আমার হৃদয়ে দাগ কেটেছে 🙏
কিন্তু দুখের বিষয় আমার সনাতন ধর্মের ভাইদের মানসিকতা বোধ জ্ঞ্যান এখনো সেই পর্যায়ে পৌছায়নি,,এই আমাদের কেমন বিষাক্ত বিবর্ণ বিবেক 😢 কবে জাগ্রত হবে আমাদের চিন্তা চেতনা বিবেক বোধ 💕🙏💕

আমি প্রতিটা মন্দির কমিটি কে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে, এই রকম মায়ের প্রতিমা তৈরি করবেন না।

Photos from Narendra Modi's post 02/10/2023
Photos from সত্যম শিবম সুন্দরম's post 02/10/2023

🐝🌺Sunday Bliss from the Village. Soothes the heart and brings peace to the soul. Hare Krishna 🐂🐝🦋🐞🦚🐿️🐒🌺🐂🌿
Sri Vraja-riti-cintamani
The Cintamani Jewel of Vraja
by Srila Visvanatha Cakravarti Thakura
translated by Kusakratha dasa
"Let me glorify Vrajabhumi, the place where Sri Krsna enjoys transcendental pastimes. Simply by drinking with their ears the nectarian description of Vrajabhumi, the liberated souls abandon the bliss of impersonal Brahman and
yearn to attain the land of Vraja." 🌞🌿🌷🌼💗🌿💚

02/10/2023

হরে কৃষ্ণ
হালকা চোখ বন্ধ করে কিছু দেখতে পেলে,
কমেন্ট করে যাবেন
রাধে রাধে

22/09/2023

[ সংসারী ছেলে মা কে ডেকে বলছে ]

--- মা একটা কথা বলি?আমার একটা অনুরোধ রাখবে?
--- তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।

--- "তোমার বৌমা বলছিলো...তোমার তো বয়স হয়েছে।এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন।আর এই বাড়িটা তো খুব একটা ভালো না।ছোট ঘুপচি.......!!তোমার কাশিটাও বেড়ে গেছে।আরো তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!"

--- "হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন....!
--- " আহ... থামো তো মা।তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
--- না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?এটাই বলছিলো তোমার বৌমা।ওখানে অনেকে থাকবে তোমার মতোই।তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়ীতে তো কেউই নাই, আমি ব্যাবসায় দৌড়াচ্ছি,তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা।মা এটাই আমার.... মানে আমাদের অনুরোধ ছিলো।"

--- "আচ্ছা তুই চাইলে তাই হবে"।
--- "থ্যাংকস মা......।
--- আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।"

পরের দিন,
অস্বস্তিকরজ্যামে আটকে আছে মা-ছেলে।নীরবতা ভাঙলেন মা.......!

--- "বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো ?পারলে একটা ফোন কিনে দিস আমাকে..."?
--- " হা হা হা ...মা তুমি ফোন দিয়ে কি করবে ?আহা... ওখানে ফোন আছে তো......"।

কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ীর সামনে এসে গাড়ি থামালো।
আবার বেশ কিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো...।

--- "নামো মা..... এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা।দেখেছো!বলেছিলাম না তোমার পছন্দ হবে।
তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।"

টিং ডং টিং ডং(দরজা খুললো)
"হ্যাপি বার্থ ডে টু ইউ ! !
হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! ! !"
'
'
'
দরজা খুলতেই চমকে গেলেন মা।আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে।এতো বেলুন আগে কখনো দেখেননি।এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি।আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

" হ্যাপি বার্থ ডে মা"
মাঃ "তুই অনেক বড় হয়ে গেছিস (কান্নাভেজা কন্ঠে)
কিন্তু এটা কার ঘর?"

--- " বাড়ির ফলকে নাম দেখোনি!বাবার নামে রেখেছি।মা পুরো বাড়িটাই আমাদের।এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- "তুই না ! !এমন কি কেউ করে?(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন।
আনন্দে কথা বলতে পারছেন না)

পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক।হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- " নে এটার আর দরকার হবে না।(ইঁদুরের বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।"

--- "ধুর মা কি যে বলো !এটায় তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি।তুমি ঘুমাও।"

মার আজ আর কিছুই চাওয়ার নেই।আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে।যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে,ঘুমের ঔষুধ খেতে হবে না ।।

---------সমাপ্ত (অণুগল্প)--------

বাবা_মায়ের জন্য বৃদ্ধাশ্রম নয়,,,
নিজের কলিজায় জায়গা দিয়ে রাখো।।😊

(সংগ্রহীত)

(ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই পেইজটি ফলো করবেন। ধন্যবাদ)

08/09/2023
Photos from সত্যম শিবম সুন্দরম's post 16/08/2023

কখনো জোড়া বিয়ে দেখেছেন?
আমরা বিয়ের ২ মাস আগের জানতাম না আমাদের দুইবোনের একই দিনে বিয়ে হবে তাদের দুই ভাইয়ের সাথে।যখন বড় বোনের বিয়ের প্লেনিং চলছিলো আমি লেহেঙ্গা পড়বো কিভাবে সাজবো কি কি করবো🤣🤣এরই মধ্যে ঘটলো বিপত্তি বড় বোনের বিয়ের সাথে নিজের বিয়ে ও খেয়ে ফেল্লাম আরকি🤪
গেছিলাম ঘটকালি করতে পরিবারের সবাই মিলে বিয়েই দিয়ে দিলো।যদিও শুনে খুশি হবেন আমার বড় বোনের বিয়ের আর ওনার ভাইয়ের বিয়ের ঘটকালি করছিলাম দুইজনে।

প্রথম ছবিটাতে আমি আর আমার বড় বোন।
ছবিটা দেখে একদমি ভাব্বেন না যে আমি বিয়ে হয়ে যাচ্ছে বলে কান্না করছি আমার কান্না করার কারণ আমি বিয়েতে গেইট ধরতে পারি নাই😁😁তখন বোন শান্তনা দিছিলো থাক কান্দিছ না বিবাহ বার্ষিকতে তুর দাদারে আবার পাঞ্জাবি পরাইয়া গেইট এর সামনে দারা করাইয়া দিলে গেইট ধরিস😁😁

আর দ্বিতীয় ছবিটায় ওনারা দুই ভাই সুন্দর সুন্দর পোজ দিয়ে কতগুলা যে ছবি তুলছে হিসাব নাই।❤️
আমাদের জন্য সকলে আশীর্বাদ করবেন যেনো সুখে থাকতে পারি।💓💓

15/08/2023

✨❤জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ ❤🌿

✨❤প্রভু শ্রী কৃষ্ণ মোহ এবং প্রেমের মধ্যে এক অপূর্ব পার্থক্য দেখিয়েছেন, 🌿❤

❤✨কেউ তার প্রিয় মানুষকে কেবলমাত্র তার ভালো লাগে বলে তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে তাকে তার কাছে থাকতে বলাটা তার প্রেম হতে পারে না🌿❤

❤✨তার মনে যদি কিছু থাকে, তাহলে তা হল মোহ, আর কিছুই নয় 🌿❤

❤✨কিন্তু সেই ব্যক্তিই যদি সত্যিই তার প্রিয়পাত্রকে ভালোবেসে থাকে, তার প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া তার নিজেরও ইচ্ছা হবে🌿❤

❤✨অর্থাত্ প্রভুর কথায় অবশেষে এই বলব,🌿❤

❤🌿মোহ যদি হয় অন্ধকার, তো প্রেম হল আলো
মোহ যদি হয় স্বার্থ, তো প্রেম হল ত্যাগ
মোহ যদি হয় স্বেচ্ছাচার, তো প্রেম হল নিয়মানুবর্তিতা❤✨

✨❤🙇‍♀️🙌হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙌🙇‍♀️❤✨

✨❤🙇‍♀️ হরে কৃষ্ণ ভক্তবৃন্দ🙌🙇‍♀️❤✨

15/08/2023

জয় শ্রী শ্রী শনি মহারাজ এর জয় 🙏

15/08/2023
15/08/2023

Help me reach 1millions Followers 🙏

Mt Mahadev 🕉️🛕🙏🚩❤️

Gomukh-Tapovan is one the best treks in India. During the trek one can get a mighty view of Mt. Shivling right from base to its summit.

Region: Uttarkashi, Uttarakhand
Duration: 6-8 Days
Grade: Moderate-Difficult
Max Alt: 14,202 ft.

.

15/08/2023

মনে ভক্তি থাকলে মহাদেবকে যেকোনো জায়গায় ডাকা যায়
হর হর মহাদেব 🙏🙏🙏

15/08/2023

আহা এই দৃশ্য দেখলে চোখ জোরে যায়
হর হর মহাদেব

15/08/2023

হিন্দু মুসলিম বলে কোনো ভাষা নেই পৃথিবীতে মানুষ সবাই সমান। বিশেষ করে আমরা যেইখানে থাকি ওইখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি উনাদের আচরণ দেখলেই বুঝা যায় ওরা কেমন

15/08/2023

Help me reach 10 m 🙏

Mt Mahadev 🕉️🛕🙏🚩❤️

Gomukh-Tapovan is one the best treks in India. During the trek one can get a mighty view of Mt. Shivling right from base to its summit.

Region: Uttarkashi, Uttarakhand
Duration: 6-8 Days
Grade: Moderate-Difficult
Max Alt: 14,202 ft.

.

15/08/2023

এই দূনিয়ায়, কেউ কাউকে,সার্থ হাসিল ছাড়া দুমুঠো খেতে দেয় না......🙂
#বাস্তবতা

13/08/2023

Day start with Mahadev⛅🙏❤️

13/08/2023

The love between Shiva and Uma shows us that even the fiercest of hearts can be tamed with the gentle touch of love.

Art : Rakhi Das 🖌️

13/08/2023

যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।
____ কাজী নজরুল ইসলাম
ছবিঃ সংগৃহীত

13/08/2023

কৃষ্ণকলি
– রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

পূবে বাতাস এল হঠাত্‍‌ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্‍‌ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

13/08/2023

নেমন্তন্ন
অন্নদাশঙ্কর রায়

যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
কিসের তবে?
ভজন হবে।
শুধুই ভজন?
প্রসাদ ভোজন।
কেমন প্রসাদ?
যা খেতে সাধ।
কী খেতে চাও?
ছানার পোলাও।

ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।
এবার থামো।
ফজলি আমও।
আমিও যাই?
না, মশাই।

13/08/2023

Son of mahadev

Photos from সত্যম শিবম সুন্দরম's post 13/08/2023

Life lesson from Bhagavad Gita 🙏💫🕉️

11/08/2023

আমি চিত্রাঙ্গদা , নই সামান্য নারী,
আমাতে তোমার জন্ম আমরাই সব পারি।।
বেশ কিছুদিন ধরে নারী কিসে আটকায় ! একটা বাজে টপিক নিয়ে যার যেমন ইচ্ছে শুধু ট্রল করছে খুবই বিরক্তিকর।
এই পোস্টটি চোখের সামনে না দেখার অনিচ্ছা সত্ত্বেও বার বার ভেসে উঠছে ফেসবুকের কল্যাণে।

নারী সত্যিকার অর্থে কোন কিছুতেই আটকায় না। নারী মানে বিশ্বব্রহ্মাণ্ড, নারী মানে যোদ্ধা, নারী মানে মা, নারী মানে প্রেয়সী, নারী মানে বোন ।
নারী নাড়ির টান , তোমার আমার সকলের জীবনের প্রাণ। নারী মুক্ত বিহঙ্গ নারীতেই সকল পুরুষের অহংকার সমর্পণ।।

শুভ সকাল।।

11/08/2023

নারী আটকায় কিসে? এই প্রশ্ন আমার ফেসবুক জুড়ে

নারী আটকায় মনে ,শরীরে নয় । নারী আটকায় যত্নে ,প্রাচুর্যে নয়।নারী আটকায় মায়ায়, মুখ দেখে নয়। নারী আটকায় সুভাষায় ,কন্ঠে নয়। নারী আটকায় respect এ, ক্ষমতায় নয়,। নারী আটকায় ভালবাসায় ,টাকায় নয়। নারী আটকায় সদাচরনে,স্মার্টনেসে নয়। নারী আটকায় priority তে, জনপ্রিয়তায় নয়! নারী আটকায় মৌন্যতায় ,উদাসীনতায় নয়। নারী আটকায় বিশ্বাসে , আশ্বাসে নয়। নারী আটকায় ভরসায়, অবহেলায় নয় । নারী আটকায় নম্রতায়, উগ্রতায় নয় । নারী আটকায় সু-পুরুষে , কাপুরুষতায় নয় ।।

11/08/2023

আজ কয়েকদিন ধরে একটা কথা বারবার চোখের সামনে ভেসে উঠছে তা হলো
নারী কিসে আটকায়??
এমন একটা কৌতুহলী প্রশ্নে অনেকেই বিশ্বের অনেক
সফল ব্যক্তিদের দাম্পত্য জীবনের অপূর্ণতা তুলে ধরেছেন।
কিন্তু তারা লিখার আগেই চিন্তা করা উচিত ছিল
এমন একটা প্রশ্নে নারীকে তুচ্ছ করেছে নাকি সম্মানিত করেছে নাকি নারীকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে??
তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই
একজন নারী সর্বপ্রথম আটকায় বাবার মামতায়
মায়ের স্নেহে ভাইয়ের জীবনের প্রথম খেলার সঙ্গী হয়ে।
নারী আটকায় বন্ধু বান্ধবীদের সহযোগিতায় নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে।
নারী আটকায় জীবন সঙ্গীর শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস এবং পরম সহমর্মিতা এবং যত্নে।
নারী আটকায় শ্বশুর শ্বাশুড়ির কন্যা স্নেহময় বৃক্ষছায়ায়।

একজন নারী আটকায় মাতৃত্বের স্বাধে।
প্রতিটি ধাপ সাফল্যের সাথে টপকিয়ে
সর্বশেষ একজন
নারী আটকায় জীবনবাজী রেখে দেশ ও মানুষকে ভালোবেসে বন্দীশালায় বছরের পর বছর বন্দী জীবন কাটিয়ে।
কোটি কোটি নারীর এই নিঃস্বার্থ ত্যাগকে দুই লাইনের এই লিখাটা সত্যি হতাশ করেছে।

11/08/2023

শিবলিঙ্গ উচ্ছেদের রায় দানের পর সে রায় লিখতে গিয়ে অজ্ঞান আদালতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
তৎক্ষণাৎ মত বদল বিচারপতির।

হর হর মহাদেব🙏🙏🚩

11/08/2023

আব্দুল আর অমর দুজনেই রিক্সা চালাতো। রিক্সা চালিয়েই সংসার চালায় তারা। আব্দুলের তিনটে বিবি। সবার থেকে গড়ে চারটি সন্তান। মোট বারো। অমরের এক স্ত্রী আর দুই সন্তান। আব্দুলের বারো সন্তান মাদ্রাসাতে পড়েছে। আর অমরের দুই সন্তান স্কুলে। আব্দুলের সন্তানদের মধ্যে কেউ রিক্সা চালায়, কেউ সিন্ডিকেটের মস্তান, কেউ হকারি করে, কেউ পাংচার সারায়, কেউ হাতে একটা বড় ব্রাশ নিয়ে পীর সেজে হিন্দুদের বাড়িতে ভিক্ষা করে, কেউ আবার মাজার, ঈদগাহ, মসজিদ বানিয়ে আজ মৌলবীও হয়েছে। অমরের দুই সন্তান। আজ সমাজে অমরের শ্রেণী থেকে অনেকটা ওপরে উঠেছে। দুজনের একজন সরকারী আর একজন বেসরকারী চাকরি করে। আব্দুলের বারো সন্তানের নিকাহ হয়েছে। তাদের সবার মোট সন্তান আজ এক'শ-র ওপরে। অমরের দুই সন্তানের সন্তানাদি মোট চারটি। আব্দুলের নাতি নাতনিরা সবাই মাদ্রাসায় আর অমরের নাতি নাতনিরা সবাই স্কুলে। আব্দুলের পরিবারের সংখ্যা আজ সব মিলিয়ে ১৫০ ছুঁইছুঁই, আর অমরের পরিবারের মোট সংখ্যা ১০ ।

গণতন্ত্রের সমস্যা হলো সেটা চালাতে গেলে ভোট লাগে। আর ভোটের সংখ্যা তো আব্দুলের কাছে বেশি। তাই আব্দুলদের খুশি করতে কংগ্রেস সরকার তাদের আর্থিক সামাজিক অবস্থার কথা জানতে একটা কমিটি বানিয়ে দিল। কমিটির রিপোর্টও এলো। রিপোর্টে বলা হলো যে, আব্দুলের আর্থিক সামাজিক অবস্থা অমরের আর্থিক সামাজিক অবস্থার থেকে অনেক বেশি খারাপ। তাই সরকারের তরফ থেকে আব্দুলদের বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। সব ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ দিতে হবে। সরকারী সমস্ত চাকরি যেমন আই.এ.এস., আই.পি.এস., আই.আর.এস., ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ক্ষেত্রে মাদ্রাসা থেকে পড়া আব্দুলদের মান্যতা দিতে হবে। এই কমিটির নাম ছিল "সচ্চার কমিটি"।

আজকাল "সচ্চার কমিটি" নিয়ে অনেক তালগোল পাকছে। তাই যারা "সচ্চার কমিটি" কি জিনিস জানেন না, তাদের জন্য সহজ করে দিয়ে রাখলাম। "সচ্চার কমিটি"-র নামকরণ হয়েছিল এই কমিটির প্রধান, প্রাক্তন বিচারপতি রাজিন্দর সচ্চারের নামে। উনি ১৯৪৭ সালে দেশভাগের সময় আব্দুলদের ভাগের দেশ পাকিস্তানের লাহোর থেকে ভারতে এসেছিলেন।

03/08/2023

কুরুক্ষেত্র কি ? কুরুক্ষেত্র কি, কেবল ফাঁকা এক মাঠ ? পান্ডব কে ? দুর্যোধন কে ? ভীষ্ম কে ? শ্রীকৃষ্ণ কে ?
মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম- সেই সব কিছুর চরিত্রায়নই হলো মহাভারত।

১) কুরুক্ষেত্র কি ?
মানুষের চিন্তার চারণভূমি।সেই চিন্তার চারণভূমিতে, প্রতিদিন- লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ইত্যাদি ঘটছে।

২) কৌরব কারা ?
মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী।

৩) পান্ডব কারা ?
মানুষের যত গঠনাত্মক গুণাবলী।

কৌরব শক্তি:
১) দুর্যোধন কে?
আমাদের লোভ আর দম্ভ।

২) দুঃশাসন কে ?
কামনা আর লাম্পট্য।

৩) ধৃতরাষ্ট্র কে ?
আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা।

৪) শকুনি কে ?
আমাদের কুটিলতা।

৫) কর্ণ কে ?
আমাদের অভিমান।

৬) ভীষ্ম কে ?
আমাদের গর্ব আর প্রতিজ্ঞা।

৭) দ্রোণাচার্য্য কে ?
আমাদের শিক্ষা ব্যবস্থা।

৮) শিখন্ডি কে ?
আমাদের দুর্বলতা।

৯) কর্ণের রথের "চাকা" বসে যাওয়া কি ?
আমাদের দুর্ভাগ্য।

পান্ডব শক্তি:
১) যুধিষ্ঠির কে ?
আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ।

২) ভীম কে ?
আমাদের পৌরুষত্ব আর বীরত্ব।

৩) অর্জুন কে ?
আমাদের নিষ্ঠা আর শ্রম।

৪) অভিমন্যু কে ?
আমাদের যৌবন শক্তি।

★ বিদূর কে ?
আমাদের বিবেক।

★ কৃষ্ণ কে? আমাদের আত্মা।যা পরমাত্মার অংশ।যা আমাদেরকে আলোর পথে চালিত করে।

★ দ্রৌপদী কে?
আমাদের আত্মার সন্মান।

★ দ্রৌপদীর বস্ত্রহরণ কি ?
আমাদের আত্মার লাঞ্ছনা।

★ কুন্তীর কুমারী মাতৃত্ব কি ?
সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।

কি দেখছো তাহলে...? মহাভারতে,মানুষের সব দোষ আর গুনগুলোকে,এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।

তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী।যাতে জীবনের দর্শনকে, টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।
এই ধরনের পোষ্ট পেতে পেজে ফলো‌‌ দিয়ে পাশে থাকার অনুরোধ রইল 🙏🙏 #পেজে_ফলো_দিয়ে_পাশে_থাকার_অনুরোধ_রইল

03/08/2023

ফ্রিজে পানি রাখলে যেমন পানি ঠান্ডা হয়...
তেমনি করে গীতা পাঠ করলে মন ঠান্ডা হয়...
🥀জয় গীতা

03/08/2023

🖋️আপনি কী জানেন রোজ যখন আপনি রাধা কৃষ্ণের পোষ্টে হরে কৃষ্ণ লিখে যান এর ফলে কি হয় ?
এর ফলে আপনার পাপ ক্ষয় হয় এবং আপনি ধীরে ধীরে ভগবান এর চোখে প্রিয় হয়ে উঠছেন!
ভগবান এর জন্য কিছু করলে সেটা বৃথা হয় না, যদি আপনি ভগবান এর জন্য একটু কর্ম করেন বা আপনি দিনে একটি বার হলে ও ওনার নাম নেন উনি কিন্তু ঠিক হিসেব করে রেখে দেন । উনি দয়াময় ওনাকে একটু ভালোবাসলে উনি আপনাকে তাঁর থেকে বেশি ভালোবাসা দেবেন ।

!!!!!!!!!!হরে কৃষ্ণ । রাধে রাধে!!!!!!!

05/05/2021

এই বার আসল খেলা শুরু হয়ে গেছে...!!! অপেক্ষা করুন এবং দেখতে থাকুন সামনে কি ঘটতে চলছে! উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বুধবার কড়া সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট না পাঠালে বিষয়টি গুরুতর দৃষ্টিতে দেখা হবে।

ওদিকে মঙ্গলবার টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কেন নির্বাচনোত্তর হিংসার শিকার হচ্ছেন, সে ব্যাপারে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।

বুধবার মুখ্যমন্ত্রী পদে মমতার শপথগ্রহণের দিনও রাজ্যে হিংসা ও রক্তপাত থামানোর দাবিতে ধর্নায় বসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। শপথ-পর্বের পর সংবাদমাধ্যমের সামনে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও খুনোখুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মঙ্গলবার একটি মানবাধিকার সংগঠনের তরফে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় ধারাবাহিক প্রাণহানির ঘটনার তথ্য পেশ করে ৩৫৬ ধারা জারির আবেদন জানানো হয়েছে। হিংসায় উদ্বেগ জানিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যে তদন্তকারী দল পাঠানোর কথা ঘোষণা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

আমার ব্যক্তিগত ধারণা, ভোট-পরবর্তী রাজনৈতিক সহিংসতায় আক্রান্ত বিজেপি কর্মীদের রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এটা সকলের মনে রাখা উচিত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করেছে। কাশ্মীরের 370 ধারা বাতিল করে দিয়েছে একক ক্ষমতা বলে! এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণ রাখা উচিত!

12/03/2021

✊জয় হিন্দুত্ব ✊
🙏জয় মহাকাল 🙏
🙏জয় শ্রীরাম 🙏

12/03/2021

জয় হিন্দুত্ব 🙏
👉 একটি সাহসী হিন্দুত্ববাদীর কথা ✊
#মারবি কতো মার,, ঝড়াবি কতো রক্ত। দিকে দিকে তাকিয়ে দেখ,, বাড়ছে জয় শ্রী রামের ভক্ত।

#হিন্দুত্বের পক্ষে যদি কথা বলা অপরাধ হবে । তাহলে অপরাধ টা মৃত্যুর আগে পর্যন্ত রবে ।

#আমিও রেডি আছি এরেস্ট করুণ,, কতো জনকে করতে পারবেন দেখি। রাষ্ট্রবাদী হিন্দুদের জোর বেশি,, নাকি চপ্পল চাটা Reverse জোর বেশি।।

# হিন্দুর উপর অন্যায় অত্যাচার আর কত হবে।
হিন্দুত্ববাদি সব দেখছে সময়ে সব জবাব দেবে।
#আমাদের পাবার কিছু নেই,, সমাজ রক্ষা ও হিন্দুরক্ষার জন্য যা করার করব। জাতির এবং হিন্দুর অবনতি জন্যে,, যে আসবে তাঁকেই আমরা ধরব।

#আটকানোর দম থাকলে আটকে নিন। হিন্দু রক্ষার জন্যে লড়াই চালিয়ে যাব দিন দিন।
#জয় জয় জয় শ্রীরাম।।🚩
কাপুরুষ ভয় পাই। বীরপুরুষ কোনদিন ভয় পাই না
মারতে চাইলে মরতে রাজি আছি।

11/02/2021

#মুসলিম_হয়ে_যাও- এক কোটি টাকা দেবো ব্যাংকে চাকরি দেবো লোভ দেখিয়ে হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টা - মেয়েটি সহযোগিতা চাইলো হিন্দু পরিষদের কাছে,

#হিন্দুদের নিরাপত্তা কোথায়?
👉মুসলিম আইনজিবী কৃতর্ক হিন্দু বিবাহিত নারীকে বিভিন্ন প্রলোভন এবং জোর পূর্বক ধর্মান্তরিত করার চেস্টা।
#হিন্দু নারী ধর্মান্তরিত থেকে বাচতে হিন্দু সংগঠনের শরণাপন্ন হয়ে।
বাংলাদেশে জোর পূর্বক হিন্দু মেয়ে সমিষ্ঠাকে উগ্রবাদী জিহাদি এক মুসলিম মহিলা দ্বারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয় !
সমিষ্ঠাকে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আটকে রেখে জোর পূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র (এডভোকেট সুমন কুমার রায় ) Sumon Kumar Roy ও সাধারণ সম্পাদক (সাজন মিশ্র) Sajon Misro রমনা থানা পুলিশের সহায়তায় মেয়েটি কে উদ্ধার করে।
বাংলাদেশ হিন্দুু যুব
পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এই ধরনের ন্যাকার জনক ঘটনার তিব্র নিন্দা জানাই, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই

17/01/2021

আমার হিন্দুস্তান জিন্দাবাদ ছিল জিন্দাবাদ থাকবে --- ধেত তেরি ম***

Want your place of worship to be the top-listed Place Of Worship in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😍সনাতন সংস্কৃতি 🥀#hindu
হরে কৃষ্ণ 🥰
হরে কৃষ্ণ
Awchutam krishna keshaba damodorom
হরে কৃষ্ণ নাম শুনে কি করছেন দেখুনMuslim girls react toh hare krishna
মনটা শীতল হয়ে গেলো

Category

Address


Sylhet

Other Hindu Temples in Sylhet (show all)
ᴀʀᴜɴ ɴᴏʏᴏɴ ᴋʀɪꜱʜɴᴀ ᴅᴀꜱ ᴀʀᴜɴ ɴᴏʏᴏɴ ᴋʀɪꜱʜɴᴀ ᴅᴀꜱ
Baniachong, Habiganj
Sylhet

Hare Krishna

ইসকন ব্রাহ্মণশাসন- নতুনবাজার সিলেট ইসকন ব্রাহ্মণশাসন- নতুনবাজার সিলেট
Sylhet

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম- হরেকৃষ্ণ

New Kirton New Kirton
Mejortila
Sylhet, 3100

Horo Horo mohadev . Horo Horo mohadev .
Sylhet

Har Har Mahadev 🥰🥰😶‍🌫️

জাগো সনাতনী জাগো জাগো সনাতনী জাগো
Sylhet

জাগো সনাতনী জাগো

𝚂𝚑𝚛𝚒 𝙳𝚎𝚟𝚒_শ্রী দেবী 𝚂𝚑𝚛𝚒 𝙳𝚎𝚟𝚒_শ্রী দেবী
SYLHET
Sylhet

চরিত্রের পরীক্ষা তখনই হয়, যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় ।

রাধাগোবিন্দ কথা রাধাগোবিন্দ কথা
Sylhet, 3100

হরে কৃষ্ণ এটি একটি ধর্মীয় পেইজ সনাতন

Joy radhe media Joy radhe media
Sylhet, 3190

হিন্দু ধর্মীয় পেইজ Welcome to our "Joy Radhe Media" pagel. With your love and blessings, our "Joy Radhe Media" page can go a long way. Stay with us by subscribing to our channel to...

শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া
হেতিমগঞ্জ
Sylhet, ৩১০০

জয় রাধা-মাধব!! 🙏♥️