Tea Craft BD
হরেক রকমের চা-পাতা নিয়ে আমাদের এই উদ্যোগ- Tea Craft BD
Tea Craft BD-তে দাম একদমই আপনাদের হাতের নাগালে
প্রতিদিনের শুরু হোক প্রফুল্ল মেজাজে! অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ Tea Craft BD Premium Black Tea আপনার শরীর ও মন সতেজ রাখবে।
Tea Craft BD এর সকল প্রডাক্ট এর মুল্যসহ, প্রোডাক্ট এর বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন , অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন।
Website: https://www.teacraftbd.com
✅ Order On Messenger : m.me/teacraftbd
Hotline:01724900707
Whatsapp
+8801724900707
১০০% ন্যাচারাল হাতে বানানো আস্তা পাতা গ্রিণ টি 🌱🍵
জ্বী! .. এই প্রিমিয়াম গ্রিন টি তিতকুটে ভাব থেকে মুক্ত বরং চমৎকার স্বাদের ও ফ্লেভারের ..
🍃Hand made, Full leaf Orthodox Green Tea
🍵 00% Bitterness, 100% natural
তিতা করলার রস / চিরতার পানি / নিমের পাচন টাইপ যত গ্রিন টি এ যাবতকালে খেয়েছেন সব ভুলে যান
🌻 সুবিধামতো যেকোনো পরিমাণে নেয়ার সুযোগ রয়েছেঃ 🌻
১০০ গ্রাম - ৩০০ টাকা
২০০ গ্রাম - ৫৯৫ টাকা
২৫০ গ্রাম - ৭৫০ টাকা
ঝর ঝরে, বড়, নিখুঁত গোটা গোটা দানা..
আর নাকের কাছে নিলেই বুনো সতেজ এক সুগন্ধ 💥☕
আমাদের Premium Tea Gold (TG) চা পাতা
🔸৫০০গ্রামঃ ৩৭৫৳
🔸১কেজিঃ ৬৯৯৳
সারাদেশে হোম ডেলিভারি পাঠাচ্ছি
অর্ডার করতে লিখুন এখুনি
Real tea can make you feel some real better..
Tea Craft BD can give you the real test of tea, try it once!
☕ দুধ চায়ের জন্য বড় (মোটা) দানার প্রিমিয়াম 👌
👉স্ট্রং টেস্ট বা কড়া স্বাদের দুধ চায়ের জন্য
👉এর দানাগুলো তুলনামূলক বড়
👉দুধ মেশালেও চায়ের ফ্লেভার ও টেস্ট আলাদাভাবে অক্ষুণ্ণ থাকে
💥 ১ কেজি / বেশি অর্ডারে ঢাকা সিটিতে ফ্রি হোম ডেলিভারি ----
🌱 Royal Black Tea ✨☕
৫০০গ্রাম- ৪১৫ টাকা মাত্র।
১কেজি - ৭৯৯ টাকা মাত্র।
আলহামদুলিল্লাহ্ ☕✌️
প্রতিদিনের কর্মব্যস্ততার শুরুতে এক কাপ চা এনে দিতে পারে প্রশান্তি এবং সতেজতা। শরীর ও মনকে প্রফুল্ল রাখতে আমাদের বিশেষ চা পাতা এখন আপনার দোরগোড়ায়। 🍃☕
আজই অর্ডার করুন এবং উপভোগ করুন সতেজ চায়ের স্বাদের সাথে স্বাস্থ্যের যত্ন।
Tea Craft BD এর সকল প্রডাক্ট এর মুল্যসহ, প্রোডাক্ট এর বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন , অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন।
Website: https://www.teacraftbd.com
✅ Order On Messenger : m.me/teacraftbd
Hotline:01724900707
Whatsapp
+8801724900707
আলহামদুলিল্লাহ্
তৃপ্তি সহকারে এক কাপ চা পান করতে চাইলে আগে এটা নিশ্চিত করতে হবে চা পাতার গুণগত মান ঠিক আছে কি না। অরিজিনাল চা পাতা, যেটা এক্সপোর্ট কোয়ালিটি তা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
চা ছাড়া আমাদের সকালের সূচনা হয় না, দিনের পূর্ণতা আসে না। বাংলাদেশের স্বনামধন্য চা-বাগানের শ্রেষ্ঠ চা পাতা থেকে বানানো ‘দুধচা কিংবা রঙ চায়ের কাপে প্রতি চুমুকে আপনাকে দিবে সতেজতা আর মনকে করবে চাঙা। চায়ের শ্রেষ্ঠ স্বাদ নিতে রাখুন Tea Craft BD-এর বিশেষ চা পাতা।
Tea Craft BD এর সকল প্রডাক্ট এর মুল্যসহ, প্রোডাক্ট এর বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন , অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন।
Website: https://www.teacraftbd.com
✅ Order On Messenger : m.me/teacraftbd
Hotline:01724900707
Whatsapp
01724-900707
আমি কিভাবে চা বানাই তা অনেকেই জানতে চান৷ প্রায় প্রতিদিনই এই প্রশ্নটা শুনতে হয় আমাকে। তাই আজ সবার জন্য বলব পারফেক্ট দুধ চা কিভাবে বানাতে হয়। 😊
শুনুন তাহলে...
👉 প্রথমে যত কাপ চা তৈরি করা হবে তারচেয়ে হাফ কাপ পরিমাণ পানি বেশি নিতে হবে। ধরি, দুই কাপ চা তৈরি করতে হবে। তাহলে আড়াই কাপ পানি নিন।
👉 পানি নরমাল থাকা অবস্থায় তাতে উঁচু করে দুই চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। মনে রাখবেন, গুঁড়ো দুধ সবসময় নরমাল তাপমাত্রায় থাকা পানিতে মেশাতে হয়৷ গরম পানিতে গুঁড়ো দুধ সম্পূ্র্ণভাবে মিশে যেতে পারে না।
গরুর তরল দুধ দিয়ে করতে চাইলেও একই পরিমাণ, অর্থাৎ দুই কাপ চায়ের জন্য আড়াই কাপ দুধ নিতে হবে। দুধ যদি আগে থেকে জ্বাল করা থাকে তাহলে কিছু পানি মিশিয়ে দুধটা মাঝারি তরল করে নিতে হবে।
👉 পাত্র চুলায় বসিয়ে প্রথমে হাই হিটে এবং দুধ উথলে উঠার পর মাঝারি হিটে ৪/৫ মিনিট জ্বাল করতে হবে।
👉 এবার দুই কাপ চায়ের জন্য দুই চা চামচ চা পাতা দিন। চিনিসহ চায়ের ক্ষেত্রে দুই চা চামচ চিনি এখনই দিয়ে দিন।
👉 চা পাতা দেয়ার পর আরও দুই মিনিট (মাঝারি দানার ক্ষেত্রে) মাঝারি হিটে জ্বাল করতে হবে। এ সময় একটু পর পর চা পাতা নেড়ে দিন। এতে সুন্দর কালার আসে এবং ঘ্রাণও পারফেক্টভাবে ছড়ায়।
বড় দানার ক্ষেত্রে, চা পাতা দেয়ার পর চার মিনিট ধরে জ্বাল করতে হবে৷ কারন বড় দানার লিকার দেরিতে ছড়ায়। তাই এক্ষেত্রে পানির পরিমাণও আরেকটু বাড়িয়ে নিতে হবে৷ খেয়াল রাখবেন চার/পাঁচ মিনিটের বেশি যেন না ফোটান, তাহলে তিতকুটে ভাব চলে আসতে পারে।
👉 এবারে চুলা বন্ধ করে, তৈরি চা ছেঁকে নিয়ে পরিবেশন করুন।
খাঁটি চা পাতার মন মাতানো গন্ধে ভরা চায়ের স্বাদ নিন এবার.... 🥰
** পুরো প্রক্রিয়াটির ব্যালেন্স যেন ঠিক থাকে সেদিকে খুব করে খেয়াল রাখবেন। এদিক সেদিক হয়ে গেলে "পারফেক্ট" ব্যাপারটি কিন্তু আর থাকবে না।
খুব ভালো BT2 (CTC Black Tea) এসেছে।
একদম ভরসা রেখে নিতে পারেন, বাজারের চা-পাতা ভুলে যাবেন এই চা টেস্ট করলে - শুধু এটুকুই বললাম।
💥 Premium BT2 Gold
৫০০গ্রাম- ৩৪৫৳
১কেজি- ৬৫০৳
Tea Craft BD এর সকল প্রডাক্ট এর মুল্যসহ, প্রোডাক্ট এর বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন , অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন।
Website: https://www.teacraftbd.com
✅ Order On Messenger : m.me/teacraftbd
Hotline:01724900707
Whatsapp
01724-900707
Cha supremacy.☕✌️
☕ দুধ চায়ের জন্য বড় দানার প্রিমিয়াম 👌
👉স্ট্রং টেস্ট বা কড়া স্বাদের দুধ চায়ের জন্য
👉এর দানাগুলো তুলনামূলক বড়
👉দুধ মেশালেও চায়ের ফ্লেভার ও টেস্ট আলাদাভাবে অক্ষুণ্ণ থাকে
💥 ১ কেজি / বেশি অর্ডারে ঢাকা সিটিতে ফ্রি হোম ডেলিভারি ----
🌱 Royal Black Tea ✨☕
৫০০গ্রাম- ৪১৫ টাকা মাত্র।
১কেজি - ৭৯৯ টাকা মাত্র।
সাশ্রয়ী চা পাতা
অল্প পাতায় যদি কড়া এবং ঘন লিকার চলে আসে তাহলে সেটাকে সাশ্রয়ী চা পাতা বলা যায়৷
কড়া লিকার বলতে দেখতে কেবল লাল দেখাবে এমন নয়, চায়ের একটা কষ স্বাদ থাকবে এবং চায়ের ঘনত্বটা পানির মতো পাতলা হবে না। ঘন হবে।
স্বাদবিশিষ্ট ঘন লিকারের চা পাওয়া যায় বিটি২ গোল্ড, টিজি এবং স্পেশাল ব্ল্যাক চা পাতায়, এমনকি এই পাতা অল্প ব্যবহার করেই মনের মতো চা বানিয়ে ফেলা যায়৷
যদি টেবিল চামচ বিবেচনা করেন, এক চামচের কম লাগবে এক কাপ চায়ের জন্য।
👉 কাঙ্ক্ষিত লিকারের জন্য চা পাতা ৬/৭ মিনিট ফোটাতে হবে, একটাই শর্ত।
স্বাদে-রঙে-ঘ্রাণে সেরা Tea Craft BD প্রিমিয়াম টি-এর চুমুকে প্রতিটি কাজ শুরু করুন সতেজতার সাথে।
☕✌️
চা খাচ্ছেন কিন্তু স্বাদ ও সুঘ্রাণ পাচ্ছেন না? ফ্লেভার নেই, রংটাও আকর্ষণীয় না - এমন চা কেইবা খেতে চায়! দুধ চা, রঙ চা কিংবা গ্রীন টি, আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চা পাতার জুড়ি নেই।
তাই, একদম নো টেনশন! ইনবক্সে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিন সতেজতায় ভরপুর সেরা চা পাতা!
বিস্তারিত জানতে-
মেসেঞ্জার- m.me/teacraftbd
হোয়াটসঅ্যাপ- wa.me/8801724900707
ওয়েবসাইট - www.teacraftbd.com
এখনই অর্ডার করে ফেলুন!
Tea Craft BD এর সকল প্রডাক্ট এর মুল্যসহ, প্রোডাক্ট এর বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন , অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন।
Website: https://www.teacraftbd.com
✅ Order On Messenger : m.me/teacraftbd
Hotline:01724900707
Whatsapp
01724-900707
প্রোডাক্টের কোয়ালিটি , প্রাইজ , প্যাকেজিং কোন কিছুতেই Tea Craft BD কম্প্রোমাইজ করে না।
✅ Tea Craft BD মানেই অথেনটিক প্রিমিয়াম চা-পাতা
ন্যায্য মূল্যে প্রিমিয়াম কোয়ালির চা-পাতা ক্রয় করতে হলে আপনাকে Tea Craft BD - তে আসতেই হবে।আমাদের প্রতিটি পণ্যের কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করবে ইনশা আল্লাহ।
পারফেক্ট এক কাপ দুধ চায়ের জন্য ১ চা চামচ স্পেশাল ব্ল্যাক চা পাতাই যথেষ্ট!
১ চা চামচ মানে কিন্তু ১ টেবিল চামচের চেয়েও অনেক কম।
যেকোন সাধারণ চা পাতা ১ টেবিল চামচের কম দিলে কখনোই চায়ের পারফেক্ট ঘনত্ব আসে না। সেখানে আমাদের অরিজিনাল Tea Gold (TG) অল্প পরিমাণে লাগে।
চায়ের ঘনত্বই বলে দেয় চা পাতার কোয়ালিটি।
💥 আমাদের চা পাতার বৈশিষ্ট্য হচ্ছেঃ 💥
১. মিক্সিং ফ্রি, একই বাগানের সম্পূর্ণ ডাস্টমুক্ত, সতেজতায় ভরপুর ঝড়ঝড়ে দানাদার চা।
২. চমৎকার সুঘ্রাণ সমৃদ্ধ কড়া ও ঘন লিকার।
৩. মনোমুগ্ধকর চায়ের কালার।
বাগানের বাছাইকৃত সেরা চা পাতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কিংবা সেরা চায়ের স্বাদ নিতে অর্ডার করতে চাইলে ইনবক্স করুন।
😃
আপনাদের সেবাই আমাদের সন্তুষ্টি৷
আলহামদুলিল্লাহ্ ☕✌️
যে ৪ টি প্রধান কারনে যত ভালো চা পাতাই হোক, চা মজা লাগবে না আশানুরূপ -
১. যতটুকু সময় ধরে চা পাতা জ্বাল করা প্রয়োজন তার চেয়ে কম জ্বাল দিলে।
২. গরুর দুধটা যদি পাতলা হয় তাহলে চা ভালো লাগবে না।
৩. চা পাতার পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি দিলে না কম দিলে।
৪. চা পাতা নির্দিষ্ট সময়সীমার ছাড়িয়ে আরও বেশি জ্বাল দিলে। অর্থাৎ চা পাতা দুধে এ্যাড করার পর জ্বাল দিয়ে তা ঘন করার চেষ্টা করলে।
এসব কিছুর উপর নির্ভর করে আপনার বানানো চা টা এক কাপ খাওয়ার পর আরেক কাপের জন্য অনুরোধ আসবে কি না। 😒
চায়ের রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্টে বা ইনবক্সে।
চা খাচ্ছেন কিন্তু মজা পাচ্ছেন না? ফ্লেভার নেই, রংটাও আকর্ষণীয় না - এমন চা কেইবা খেতে চায়! দুধ চা, রঙ চা কিংবা গ্রীন টি, আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চা পাতার জুড়ি নেই।
তাই, একদম নো টেনশন! ইনবক্সে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিন শ্রীমঙ্গলের সেরা চা পাতা!
বিস্তারিত জানতে-
মেসেঞ্জার- m.me/teacraftbd
হোয়াটসঅ্যাপ- wa.me/8801724900707
ওয়েবসাইট - http//www.teacraftbd.com
এখনই অর্ডার করে ফেলুন!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the restaurant
Telephone
Website
Address
Sylhet
3100