𝐵𝐴𝑀𝑆𝐼
কেবিনেট প্রধান দিনার পুর উচ্চ বিদ্যা?
আমাদের নবীকে যারা অপমান করবে তাদের কোন ক্ষমা নাই...শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়ে যাবো ইনশাআল্লাহ✌️
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন।
শ্রেষ্ঠ নবীর অপমান,
সইবে না কোন মুসলমান।
_আল্লাহ আকবার☝️
_প্রতিবাদী বক্তব্য 🖤✊
শ্রেষ্ঠ নবীর অপমান,
সইবে না কোন মুসলমান।
বক্তব্য কালে,,,,
শেখ আলাউর রহমান বামসি
আয়োজনে দিনারপুর কলেজ Student.....
Praying for Sylhet and other parts of our country affected by flooding. May Almighty Allah forgive us all and save us from this situation. Let us all seek forgiveness and pray for our loved ones.
🕺আমরা নিরাপদ সরক চাই🕺🏿
🚏🚻জেব্রা ক্রসিং এর দাবি জানিয়ে আজকের ভিডিও🚹 🚏
শেখ আলাউর রহমান বামসি
সাবেক কেভিনেট প্রদান,,
দিনারপুর উচ্চ বিদ্যালয়।
🤲আলহামদুলিল্লাহ🤲
দিনারপুর কলেজ কর্তৃক আয়োজিত,,, প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়!!! উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ""১১নং গজনাইপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা ইমদাদুর রহমান মুকুল চাচা,,
,,,,,স্বাগত অনুষ্ঠানের বক্তব্য কালিন ভিডিও!!
🤲🤲আলহামদুলিল্লাহ,,🤲🤲
নিজের অনুশোচনায় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্য স্নেহের ছোট ছোট ভাই ও বন্ধুদের নিয়ে। """দিনারপুর ভাই ব্রাদার্স,,, নামক একটি সার্কেল তৈরি করলাম।এবং সবাইকে নিয়ে মিষ্টিমুখ করলাম। ইনশাআল্লাহ আমরা সবাই সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করব। যে যেভাবে পারি সমাজের অসহায় দরিদ্র মানুষদের কে সাহায্য করবো। সমাজে যে কাজগুলোর মূল্য মানুষ দেয় আমরা সে কাজগুলো করে যাব। যে কাজগুলো করলে সমাজ উপকৃত হবে আমরা সেই কাজগুলো করব """আমরা পাবলিকের জন্য কাজ করব,,,পাবলিসিটির জন্য নয়। ,,,, এটাই আমাদের শপথ বাণী,,, সবাই সাপোর্ট করবেন আমাদেরকে,, ইনশাআল্লাহ একদিন জয় হবে মানবতার 🙏🙏🙏
👉👉আমাদের এই সমাজে ছোট থেকে বড় হওয়া খুব কঠিন কাজ।
কেন জানেন :আমাদের এই সমাজে যেমন একটি ছোট গাছ কে বড় বড় গাছ মাতা উঁচু কইরা আকাশের দিকে উঠতে দেয় না। টিক তেমনি ভাবে আমাদের এই সমাজে রাজস্ব সুখের আশায় যারা রাজনীতি করে তারা সমাজের অসহায় গরীব সাধারন মানুষের পাশে যারা ধারায় তাদের কে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে মানুষের কাছে হেনস্ত করে। কেন তারা জানে এই সঠিক পথের সঠিক মানুষ যদি একসময় বড় পর্যায়ে এসে দাঁড়ায় তাহলে আমাদের কোন রক্ষা থাকবো না।
আর এটাই আমাদের সমাজ।
আমার মতে: আমি শেখ আলাউর রহমান বামসি,আমি নিজেকে ভাবি এই সমাজের হাজারো মানুষের পায়ের নিচে লেগে থাকা ছোট ছোট বালুকণার মতু। আর আমিও এ ও জানি যে আমি যখন একটি বড় বৃক্ষের মতো হব। তখন মানুষ আমার নিচে ছায়া পাওয়ার আশায় এসে বসবে। এই সমাজের মানুষ আমাকে মূল্য দেবে। এত কথা বলে আপনাদের কে এটাই বুঝাইতে চেয়েছিলাম যে আজ আপনি প্রতিষ্ঠিত না এই সমাজের মানুষ আপনাকে মূল্য দিবে না। যখন আপনি একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তখন মানুষ আপনার কাছ থেকে কোন প্রকার সেবা নেওয়ার জন্য মানুষ আপনার পিছনে লাইন ধইরা খাড়াইয়া থাকবে। এটাই বাস্তব এটাই বাস্তবতা 💪
✍️শেখ আলাউর রহমান বামসি
জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাপুর উচ্চ বিদ্যালেয় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন,,
এতে গজল প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।
আলহামদুলিল্লাহ
নিজস্ব অর্থ দিয়ে আমার প্রাণ প্রিয় প্রাঙ্গন দিনারপুর উচ্চবিদ্যালেয় কিছু বৃক্ষরোপণ করলাম।
আমাকে এইরকম সমাজ উপকারী কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন।🖤🖤🖤
💜💜💜EID MUBARAK 💜💜💜💜
𝑂𝑙𝑑 𝑝𝑖𝑐̧❤︎❤︎❤︎
𝑂𝑙𝑑 𝑝𝑖𝑐 2020
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet