URREF

URREF(United Religious Research & Educational Foundation) is a Global charity organization dedicated

Photos from URREF's post 01/11/2020

আগামীকাল ০২/১১/২০২০ খ্রিঃ তারিখে।
বেলা ১১ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত।
কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও ফ্রী রক্তের গ্রূপ নির্ণয় করা হবে ।
উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
আমরা আপনাদের প্রয়োজনে রক্তের যুগান দেই, নিজে রক্ত দান করি এবং সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদবুদ্ধ করি.
#বীরHero

Photos from URREF's post 17/08/2020

তারা ভর্তি হতে পেরেছে!
আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমরা আজ পাঁচজন অসহায় আর অতি দরিদ্র এতিম বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করতে পেরেছি। তাদের পড়াশোনার আগ্রহ দেখে আপনার চোখে পানি আসবে বৈকি। এমন শত শত শিক্ষার্থীরা রয়েছে যারা তাদের প্রাথমিক শিক্ষা নিতে পারছে না, যেখানে' আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলে তাদের জীবন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হতে পারে। আজ আল্লাহ সুবহানাহু তালা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই অসহায় এতিম বাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য অতি জরুরী ভিত্তিতে প্রয়োজন-গুলো হচ্ছে ভর্তি ফি, বই, কলম এবং অন্যান্য পড়ালেখার উপকরণ সমূহ।
আমার ইসলাম এবং মানবতা প্রিয় ভাই ও বোনেরা 'এই অনাথ বাচ্চাদের পড়াশুনার উপকরণগুলো জোগাতে সহায়তা এবং অনুদান দেওয়ার জন্য আপনার কাছে বিশাল সুযোগ রয়েছে। আপনি তাদের সাহায্য ও সহায়তার জন্য সাক্ষাৎ করতে পারেন সরাসরি তাদের সাথে অথবা আমাদের স্বেচ্ছাসেবীরা আপনার হয়ে তাদের কাছে সাহায্য পৌঁছে দেবেন। আপনি চাইলেই আপনার সাহায্য এবং সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন আমাদের নিকট।
আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাক আল্লাহু খায়ের।

They got admission. Alhamdulillah, by the will of Allah, we made arrangements for the admission of five students in Madrasah who are poor, orphan and very eager to do Islamic education in Madrasah. There are hundreds of students who are unable to get their basic primary education where we can support them with few bugs. Now Allah Subhanahu tala gave all of us the opportunity to support these children who are very passionate to go school or Madrasah with a bit smile in their Face. They are in need of Admission fee, Books, Pan and other study materials.
My beloved brothers and sisters in Islam and Humanity' there is a huge opportunity for you to help support and donate study materials for these orphan children. You can meet with them to help and support or our volunteers will do it on behalf of you for the sake of Allah if you send your support to us.
Thank you very much.
Jazak Allahu khayer.

Photos from URREF's post 15/08/2020

It was not easy but Allah subhanahu tala making it happened. Alhamdulillah we are building the home for two orphan children and there Widow mother.
We sincerely invite all of you too support our community in needs.
May Allah protect you and your family from all evil he has created. Also, may he grant us success in this world and hereafter.
Jazakallahu Khair barakallahu feek.
Assalamu alaikum wa Rahmatullahi wa barakatuh.
©️Ibn Tasir

এটি সহজ ছিল না তবে আল্লাহ সুবহান আল্লাহ সুবহানাহূ তাআলা প্রতিমুহূর্তে সহজ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা দু'জন অনাথ বাচ্চা এবং তাদের গরিব বিধবা মায়ের জন্য বসবাসের ঘর তৈরি করছি।
আমরা আন্তরিকভাবে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুঃসময়ে অসহায়দের পাশে থাকার জন্য আর বাড়িয়ে দেয়ার জন্য সাহায্যের হাত।
আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত মন্দ থেকে রক্ষা করুন। এছাড়াও, তিনি আমাদেরকে দুনিয়া ও পরকালে সাফল্য দান করুন।
জাজাকাল্লাহু খায়ের বারাকাল্লাহু ফেক।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।

Photos from URREF's post 03/07/2020

I love you all for the sake of Allah whoever working hard for the sake of him.
Our team has delivered goods to the needy families who were waiting for to get some support from anyone and provide their families.
However, Alhamdulillah Allah grant our team the opportunities to stand in the needs of his creation.
আমার ভালবসার টীম, আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসি।
আমাদের টীম প্রতিদিনের ন্যায় আজও অভাবী আর অসহায় পরিবারগুলিকে প্রজনীও খাদ্যসাগ্রী বিতরণ করেছে। সাহায্য প্রার্থী পরিবারগুলোর মধ্যে অনেকে কর্মহীনতার কারণে, কারও কাছ থেকে সাহায্য পেয়ে তাদের পরিবারের মুখে খাবার তুলে দেয়ার আশায় অপেক্ষা করছিল।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের টিমকে তাঁর সৃষ্টির প্রয়োজনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন।
ধন্যবাদ আমার বীরHero দের।

Photos from URREF's post 27/06/2020

আল্লাহ সর্বোচ্চ পরিচালক।
পিতৃহীন পরিবার কেমন যেন চালকহীন পড়ে থাকা আর জং ধরা গাড়ির মতো, মাঝেমধ্যে কারো ধাক্কায় এলোপাতাড়ি চলে আবার থমকে দাঁড়ায়। প্রতিদিনের ন্যায় আমরা আজও গিয়েছিলাম খাবার নিয়ে সাহায্য প্রার্থীদের দরজায়। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হয়ে গেল এক অসহায়, বিধবা মায়ের বসবাসের অনুপযুক্ত দরজা এবং বেড়া-হীন বাড়ি, তার তিন সন্তান নিয়ে বিপাকের অন্ত নেই। দুই মেয়ে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে, আর ছোট ছেলে বয়স আনুমানিক ৯ থেকে ১২ বছর হবে, ২৫০০ টাকা বেতনে চাকরি নিয়েছে কোন এক দোকানে। আমার সহ্য ক্ষমতা অনেক কিন্তু তাদের এই দিনানিপাত এর নিচে অবস্থান করা পরিবার আর হাল হালত দেখে চোখের পানি ধরে রাখার জো নেই।
আমাদের মধ্যে অনেকের ঘরে বাবা মাথার উপর শক্ত হাতে পাল তুলে দাঁড়িয়ে দাড় টানছেন সংসারের, কিন্তু এই এতিম তিন শিশু নিয়ে পিতৃহীন সংসারের হাল ধরা যে বড়ই কলঙ্কযুক্ত আজকের দিনে এক বিধবা মায়ের জন্য।
দুই বছর হয়ে গেল স্বামীর ভিটায় ঘর তুলেছেন কিন্তু বেড়া দিতে বা দরজা জানালা লাগাতে পারছেন না। বসবাস করছেন কেউ একজনের চিনচিনে ছিদ্র দিয়ে পানি পড়া আর ঝড় বাদলে নড়ে ওঠা চালের নিচে, শত অবহেলা নিয়ে। ওই মা বললেন; দিতে চাইনি ছেলেকে মানুষের দোকানে কাজে, বা বন্ধ করতে চাইনি মেয়েদের পড়ালেখা কিন্তু আমি যে বড় নিরুপায়। স্বামী মারা যাওয়ার পর আর কত হাত পাতা যায় মানুষের কাছে, বেঁচে আছি শুধু আল্লাহর দিকে চেয়ে আর মানুষের দেওয়া দানে।
আজ খাবার পৌঁছে দিয়েছি উনার পরিবার আর এতিম শিশুদের জন্য, কিন্তু ঠিক করে দিতে পারিনি উনার দরজা জানালা আর বেড়া হীন ঘরখানা। দুটি মেয়ে ওনার মোটামুটি উপযুক্ত, কিভাবে এই মেয়েদের নিয়ে দরজা-জানালা আর বেড়া হীন ঘরে বসবাস করবেন সেই চিন্তা করেই আমার মাথা নিচু হয়ে আসে বারবার। কারণ আমি একার পক্ষে উনার পাশে দাঁড়ানোর ক্ষমতা খুব কম রাখি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ৫ থেকে ৭ বান টিন আর কাজের মানুষের মজুরি দিয়ে ঠিক করে দিতে পারেন ওই মায়ের ঘর। হয়তো কেউ একজন এগিয়ে আসবেন তার ভালোবাসার হাত নিয়ে আল্লাহর ইচ্ছায়।
আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুন আর দুনিয়া এবং আখেরাতের জন্য সফলকাম করুন।
©️নজরুল ইসলাম ইবনে তছির

09/06/2020

ফাহাদ মাহফুজ চৌধুরী হাসপাতালে ভর্তি প্রায় পাঁচ দিন হয়ে গেল। এ কয়দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি কিছু সীমাবদ্ধতার কারণে, এখন তার কাছ থেকে পাওয়া ফেইসবুক বার্তা দেখেই কিছু না লিখে পারলাম না।
গত কয়েকদিন আগে আমি (নজরুল ইসলাম ইবনে তছির) আর শফি আহমেদ এক মাকে হাসপাতালে নিয়ে যাওয়া আর অ্যাম্বুলেন্স এর কাহিনী আপনাদের কাছে তুলে ধরেছিলাম, ওই মা আর কেউ নয় তিনি ছিলেন ফাহাদ মাহফুজের মা। যদিও ওই গল্পে লাইক বাটন চাপার মত কোনো তথ্যে গুরুত্ব ছিল না, বরংচ গর্জে উঠার কথা ছিল রাগে, তবুও অনেক ভাই বন্ধুরা সোশ্যাল মিডিয়ার সহজলভ্য লাইক দিয়ে আমার ভার্চুয়াল আন্ডারস্ট্যান্ডিং কে খুশি করতে চেয়েছেন বা অভ্যাসবশত বুছে দিয়েছেন বুড়ো আঙ্গুলের ছাপ। ধন্যবাদ আপনাদের সবাইকে, যদিও আমি খুশি হই নি একদমই। খুশি হইনি বরংচ লজ্জা পেয়েছি এই ভেবে যে: এমন একটা জগতে করি বাস আর হাঁটি, যেখানে সংখ্যাগুরুই চক্ষু হীন! ভাব প্রকাশের আগে চোখ খুলে দেখেনা, পাতে তার আম দিলাম না আটি।
আজ হয়তো আমরা অনেকই ভুলতে বসেছি সমাজের দুঃসময়ে এগিয়ে আসা অনেক মুখ কারণ কবিতার ভাষায় :
"আমরা মানুষ জাতি ভাই
লজ্জার কিছু নাই,
সময় পেলেই সিং গজানো
দূরে গেলে বদলাই।"
যেই ফাহাদ করুণা পরিস্থিতিতে লোকডাউনের দুইদিন পর থেকে গত সপ্তাহ অব্দি আমার আর আমার ভাই সফির সাথে থেকে মানুষের কল্যাণে কাজ করে এসেছে বীরHero এর মতো, তার মাকে হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে আসেনি কুলাউড়ার কোন অ্যাম্বুলেন্সই। বাধ্য হয়ে আমাদের কল করতে হয়েছিল ৯৯৯ এ। ৯৯৯ এর অফিসার আমাদের হোল্ডে রেখে অনেক চেষ্টা করেছিলেন কুলাউড়া থেকে একটি এম্বুলেন্স জোগাড় করতে, শেষমেষ ব্যর্থ হয়ে মৌলভীবাজার থেকে উনারাই পাঠান একটি দুঃসময়ের যান অ্যাম্বুলেন্স।
আরো একটি কথা বড়ই নাড়া দেয় আমায়, যে কথাগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গজানো অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, আর মেডিয়া চ্যানেলগুলো সম্পর্কে, যা বলতে চেয়েও বলতে পারছিনা একটুখানি ভয় আর দীর্ঘ সীমাবদ্ধতার কারণে।
দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমায় ক্ষমতা দেন, সাথে কাজী নজরুলের বীরের মতো সাহস! যাতে তুলে ধরতে পারি সমাজ চক্ষুর সামনে যা কিছু আজ পারছিনা। লজ্জা আমার!
যাই হোক, দোয়া করবেন আমার ভাই ফাহাদ মাহফুজ আর তার মায়ের জন্য। আল্লাহ সুবহানাহু তা'আলা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের সামনে নিয়ে আসেন। দোয়া করবেন ফাহাদের জন্য যাতে সে ফিরে এসে আবারো তার সাহায্য মাখা হাতে খাবারের ঝুলি নিয়ে হাজির হতে পারে সাহায্যপ্রার্থীদের দরজায় আমাদের দুর্যোগ মুহূর্তে।
জাযাকাল্লাহ খায়ের।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 08/06/2020

কাল কিন্তু আপনিও পড়তে পারেন অসহায়ত্বের গণ্ডিতে! পাশের অসহায় মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ঘৃণা মাখা চোখে দূরে চলে যাবেন না।
গত ৬ তারিখ রাত ১১ টার পর ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, যদি আমার ঘুমের সময় রাত ১০টা তথাপি করোনা পরিস্থিতিতে ১২টা হয়ে যাওয়াতো স্বাভাবিকে রূপ নিয়েছে আজকাল। ছোট ভাই সফি আহমেদ ছিল আমার সাথে, এশার নামাজ পড়েই ঘুমোতে হবে। হঠাৎ সফি বলে উঠল ভাই দেখেন একটা মেসেজ এসেছে খুব জরুরী, আমি তেমন গুরুত্ব না দিয়ে ঠাট্টা করে বলে উঠেছিলাম "মরলে সমস্যা নাই নামাজ ছারলে আছে"। সফি বলল ভাই খুব কষ্ট পেলাম এটা কিন্তু সত্যিই জরুরী, আমি আর ঠাট্টা না করে লক্ষ্য করলাম এবং সত্যি সত্যি খুবই হতবাক করা কান্ড। এক সনাতন ধর্মালম্বী ভাই মেসেজ দিয়েছেন তার বাবা করোনা পজেটিভ, তাই তারা সবাই ঘরে বন্দি এবং আগামীকাল তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করা হবে, আশেপাশে কোথাও সাহায্য পাওয়ার কোনো রাস্তা নেই।
তিনি কেমন যেন অসহায় শিশুর মত বললেন ভাই বড় বিপদে আছি, আমার বাবা করোনা পজেটিভ। আমরা ঘরের বাইরে যেতে পারছি না, লাল পতাকা টানিয়ে লকডাউন। আমার বাড়িতে আসবাব, জিনিসপত্র বা আমাদের শরীর জীবাণুমুক্ত করার মত কোন লিকুইড নাই, আমাকে কি কিছু স্যাভলন বা ডেটল দিয়ে সাহায্য করা যাবে। সফি বলব এখনই কি আসবো দাদা? ওই দাদা উত্তর দিলেন "কাল সকালে হলেও চলবে ভাই"।
আমি খুবই আশ্চর্য হলাম এটা ভেবে যে ওই ভাইয়ের অতো প্রতিবেশী আছেন, বন্ধুবান্ধব আছেন, ইউনারত আত্মীয়-স্বজন আছেন, আজ কোথায় ওনারা! বড় লজ্জা পেল আমার লজ্জা! এর চাইতে বড় বিষয় যারা ওনাকে লালপতাকার আড়ালে বন্দী করে চলে গেল' তাদের তো মিনিমাম বোধশক্তি থাকা দরকার যে এ বিপদের সময় অসহায় মানুষগুলো বের হতে পারছে না, আর অবশ্যই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় ক্লিনিং ম্যাটেরিয়ালস দরকার।
যাইহোক পরদিন সকালে অনেক যুদ্ধ করে আমি আর সফি মিলে কিছু ক্লিনিং মাতেরিয়ালস কিনে উনাকে দিয়ে আসতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। ডেটল বা স্যাভলন পাইনি বাজারে, দোকানদাররা বললেন সাপ্লাই নেই। ২০ টাকার স্প্রে ১১০ টাকা দাম চায়। ৮০ টাকার হ্যান্ড রাব 200 টাকা। এমনকি কি ব্লিচিং পাউডারের দাম দ্বিগুণ। জীবনে কখনো রুম জীবাণুমুক্ত করার স্প্রে কিনি নাই তাই দাম নিয়ে কোন মতবাদ ও নাই আমার।
আমার ভাই এবং বোনেরা দয়া করে এই বিপদের সময় সাধারণ মানুষকে আর বিপদে ফেলবেন না। দয়া করে এই বিপদের সময় আপনার পাশের প্রতিবেশীর খবর নিন, বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। দয়া করে এই বিপদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলোর দাম বাড়াবেন না। দয়া করে এই বিপদের সময় কাউকে ঘৃণা করে দূরে ঠেলে না দিয়ে, নিজেকে বিপদমুক্ত স্থানে রেখে, সেবা করে যান মানবতার। দয়া করে এই বিপদের সময় শুধুমাত্র এক আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করুন। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন খুব তাড়াতাড়ি, যেমনটি আপনি করছেন।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 06/06/2020

URREF team together with বীরHero!
Thank you all for your excellent services to the community that day. I was busy with some other tasks but my brothers in faith didn't let me get down.
May Allah protect you and your family, may he accept all of the good deeds and services we are doing for our community for the sake of Allah, also I ask Allah always to correct our intention if we have something wrong in it.
Amin!
©️Islam Ibn Tasir

05/06/2020

আমাদের শহর কুলাউড়ায় অনেকেই এই করনা সংকটের মধ্যে এগিয়ে এসেছেন অসহায়দের সাহায্যার্থে। তাদের মধ্যে অনেকে হয়তো আমরা চিনি জানি আর অনেকেই হয়তো পর্দার আড়ালে।
যারা এই দুর্যোগ সময় কুলাউড়ায় সামনের সারিতে থেকে জনসাধারণের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই। আপনি বা আপনার পরিচিত কেউ যদি উপরোল্লেখিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ হয়ে থাকেন দয়া করে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করুন অথবা কমেন্ট করে জানান।

Photos from URREF's post 01/06/2020

It has been more than 37 years landless and living without husband and children.
Because of nothing else, but for revert from Hinduism to Islam and witness "Ashhadu Allah Ilaha Illallahu Asadhu Anna Muhammadan Abduhu Warasuluhu" with sincerity for the sake of Allah.
I went to meet her today with some basic food and some amount for medicine. Despite the harassment of coronavirus, I could not return back without talking to her, without hearing her story.
The story of her embracing Islam remained with me for you. InshaAllah I will present it as soon as possible.
Just pray for me and for the sister in faith who has not turned away from Islam in last 37 years by the will of Allah. She has only one dream, if someone would arrange for her a little place to stay, a place to rest her head, where she can die in peace and she can worship Allah (swt) with one mind.
©️Nazrul Islam Ibn Tasir
৩৭ বছরের চাইতেও বেশি সময় ধরে স্বামী-সন্তান আর ভূমিহীন। কারণ আর কিছুই নয়, হিন্দু ধর্মাবলম্বী হতে " আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অসাধু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু' " ইসলাম গ্রহণ।
আজকে গিয়েছিলাম উনার সাথে দেখা করতে কিছু খাবার আর ঔষধ এর খরচ নিয়ে। যদিও করুনার উপদ্রব তথাপি উনার সাথে গল্প না করে আর উনার গল্প না শুনে ফেরত আসতে পারলাম না।
উনার ইসলামে ফিরে আসার গল্পটি গচ্ছিত রইল আমার কাছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ সময় হলেই উপস্থাপন করব আপনাদের সামনে।
শুধু এটুকুই চাওয়া দোয়া করবেন আমার জন্য আর আমার ওই মায়ের জন্য যিনি ৩৭ বছরেও ইসলাম বিমুখ হননি আল্লাহর ইচ্ছায়। একটিই স্বপ্ন উনার, যদি কেউ উনার জন্য ব্যবস্থা করে দিত একটুকু থাকার জায়গা, মাথা গোঁজার ঠাঁই, যেখানে উনি শান্তিতে মরতে পারেন আর ডাকতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা কে একাগ্রচিত্তে।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 26/05/2020

On the second day of Eid, I would like to thank all of my brothers and volunteers for responding to my call despite being the family busyness and the risk of Covid-19.
Today we have tried not to feed the hungry but to light a handful of hope at the door of the hopeless.
I thank my beloved friend Shimul again for cooking so well, may Allah bless you and your cooking.

ঈদের দ্বিতীয় দিনে পারিবারিক ব্যস্ততা এবং Covid-19 এর ঝুঁকি নিয়েও আমার ডাকে সাড়া দিয়ে ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ জানাই আমার বন্ধু ভাই এবং সকল স্বেচ্ছাসেবকদের।
আজ আমরা ক্ষুধার্তকে খাবার নয় কিন্তু আশাহত দের দরজায় একমুঠো আশার আলো জ্বালাতে চেষ্টা করেছি।
আমি শিমুল কে আবারো ধন্যবাদ জানাই এত ভাল রান্না করার জন্য, আল্লাহ তোমার রান্নার হাতে বরকত দান করুন।

Photos from URREF's post 25/05/2020

আমাদের ঈদ পথশিশুদের দরজায়।
Our Eid is at the door of street children.
عيدنا على باب أطفال الشوارع.

24/05/2020

السلام عليكم ورحمه الله وبركاته.
تقبل الله منا ومنكم.
عيد مبارك.
আসসালামুআলাইকুম।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক।
আল্লাহ আমাদের এবং আপনাদের সব ভালো কাজ কবুল করে নিন আর খারাপ কাজের জন্য ক্ষমা করে দিন ইনশাআল্লাহ।

Photos from URREF's post 21/05/2020

It is raining in our Sylhet division in torrential downpours, but by the will of Allah, our efforts to share the joy of Eid have not stopped yet.
It is Almost night one o'clock, we are distributing Eid gifts to the doorsteps of helpless.
মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের সিলেটে, কিন্তু আল্লাহর ইচ্ছায় থেমে নেই আমাদের ঈদের খুশি ভাগাভাগি করে নেয়া উপক্রম।
অলমোস্ট রাত একটা পর্যন্ত ছুটে চলা অসহায় মানুষের দারগোড়ায় ঈদের উপহার নিয়ে।

Photos from URREF's post 20/05/2020

The last two days from morning till night I could not get a moment to give any update on our activities on social media.
However,
Alhamdulillah, by the will of Allah, I am rushing to spread Eid happiness in hundreds of doors with your Dua and Support.
Along with the food I am giving a loving yellow envelope with full of love which will meet the Eid expenses of the helpless family at least a little bit, InshaAllah.
I am unable thank anyone by the names of my friends who have been helping people along the way, because they want to kept their all donations a secret. I don't know how to praise but your help and cooperation is very dear to Allah in this difficult time of the society, InshaAllah, so I love you very much for the pleasure of Allah.
©️Islam Ibn Tasir
গত দুই দিন সকাল থেকে রাত পর্যন্ত একটুও সময় করে উঠতে পারিনি সোশ্যাল মিডিয়ায় আমাদের কার্যক্রমের কোন আপডেট দিতে।

আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় শত দরজায় ঈদের খুশি বিলিয়ে দিতে ছুটে চলেছি আপনাদের দোয়ায়।
খাবারের সাথে সাথে আল্লাহর ইচ্ছায় একটি ভালবাসা পূর্ণ হলুদ খাম দিচ্ছি যা অসহায় পরিবারের ঈদ এর খরচের কিছুটা হলেও মেটাবে, ইনশাআল্লাহ।

আমার যে বন্ধুরা এই পথ চলায় মানুষকে সাহায্য করে আসছেন তাদের নাম ধরে কাউকে ধন্যবাদ দিতে পারছি না, কারন তারা সবাই গোপন রাখতে বলেছেন উনাদের দান। আমি প্রশংসা কিভাবে করবো তাও জানি না কিন্তু তোমাদের এই সাহায্য সহযোগিতা সমাজের এই দুঃসময়ে আল্লাহর নিকট অতি প্রিয়, ইনশাআল্লাহ, তাই আমি তুমাদের অনেক বেশি ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য।
©️ইসলাম ইবনে তছির

18/05/2020

This is midnight night 1 o'clock, our arrival to the doorsteps of hungry and poor families has not stopped yet.
Thank you very much to my brothers and sisters who raised their hands to support our community in this crisis moment. May Allah bless you and your family.
I have to do the planning and the work for the journey I am going on to support people in shortage, together with my academic works.
However, it seems to be very harsh on me to fulfill all of the tasks.I might need some volunteer to help me for the planing of Eid.
Please don't forget to remember me in your dua.Jazak Allahu Khayer.
©️Ibn Tasir

আজ মধ্যরাত্রি 1 টা বেজে গেছে, ক্ষুধার্ত ও দরিদ্র পরিবারের দোরগোড়ায় আমাদের ছুটে চলা এখনও থামেনি। আমার সেই ভাই ও বোনদের অনেক ধন্যবাদ যারা এই সঙ্কটের মুহুর্তে আমাদের সমাজের দরিদ্রদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন । আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের মঙ্গল করুন I
আমার একাডেমিক কাজের সাথে সাথেই অভাবজনিত লোকদের সহায়তা করার পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হচ্ছে। যাইহোক, সব কাজ একসাথে মিলিয়ে করা একটু চাপই মনে হচ্ছে। আসন্ন ঈদের পরিকল্পনার জন্য আমার হয়তো কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন।
দয়া করে আপনার দু'আতে আমাকে স্মরণ করতে ভুলবেন না।
যাজাক আল্লাহু খায়ের।
©️ ইবনে তছির

17/05/2020

These are what one of my friends arrangements to distribute as a gift for the upcoming Eid, Alhamdulillah. May Allah accept everything you are doing for the sake Allah. I always pray and wish good for you and your family.
এগুলি হচ্ছে আমার এক বন্ধুর আয়োজন ক্ষুধার্ত আর সাহায্য প্রার্থীদের জন্য আসন্ন ঈদের উপহার হিসেবে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোর সব চেষ্টা কবুল করুন যা কিছু করেছিস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি সব সময় তোর এবং তোর পরিবারের জন্য ভালো কামনা করি আল্লাহর কাছে।

11/05/2020

আলহামদুলিল্লাহ।
আজ খাবার পৌঁছে দিয়েছি দশটিরও বেশি পরিবারকে আর এসব কিছুই সম্ভব হচ্ছে আপনাদের দোয়া আর আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায়।

11/05/2020

“Verily spendthrifts are brothers of the Shaytaan; and the Shaytaan is to his Lord, ungrateful.”
(Holy Quran 17:27)

10/05/2020

Alhamdulillah,
Assalamualaikum wa Rahmatullah.
By the will of Allah same as everyday our team did an Incredible job for the community who are in needs of foods and basic survival.
Today we have arranged for 26 families, inshallah they can survive with these goods for a week but thousands more are waiting for our help.
There are many of our volunteers Brothers and sisters who are supporting and helping for the packaging and distribution of the goods.
Special thanks to the brothers and sisters who are supporting us with whatever ability Allah has given to them.
Jazak Allahu Khayrukum.
©️ Islam Ibn Tasir

আলহামদুলিল্লাহ,
আল্লাহর ইচ্ছায় প্রতিদিনের মতোই আমরা চেষ্টা করেছি সাহায্য প্রার্থীদের দরজায় প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিতে।
আজ 26 টি পরিবারের জন্য ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ তারা এই খাদ্যগুলি দিয়ে এক সপ্তাহের কাছাকাছি চালিয়ে নিতে পারবে, তবে আরও হাজার মুখ হাজার পরিবার আপনার আমার সাহায্যের অপেক্ষায় রয়েছে।
আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাই এবং বোন আছেন যারা পণ্যটির প্যাকেজিং এবং বিতরণে সাহায্য এবং সহায়তা করছেন।
বিশেষত, আমার সেই ভাই ও বোনেরা ধন্যবাদ জানাই যারা আজ পর্যন্ত আমাদের এই মিশনে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন।
জাজাক আল্লাহু খায়রাকুম।
©ইসলাম ইবনে তছির

Photos from URREF's post 10/05/2020

আলহমদুলিল্লাহ!
আজকে বাজারে গিয়েছিলাম কিছু অতি জরুরি খাবার কিনতে, তাদের জন্য যারা আপনার আমার পথ চেয়ে আছে দু'মুঠো অন্নের তাগিদে।
সাথে ছিলেন বন্ধুতুল্ল ছোট ভাই

09/05/2020

To really care about each other, we should adore for others what we love for ourselves. What better approach to adore each other than to give good cause Aside from maintaining belief and prayer, charity is viewed as the third most significant part of our religion.
The Prophet, upon him be peace, said “Give charity without delay, for it stands in the way of calamity.”
(Al-Tirmidhi)

Photos from URREF's post 08/05/2020

The food I am packing should be delivered before Iftar.
Today more than 15 families need urgent food but I have only a few stock.
God knows maybe someone from my friends, family, relatives or well-wishers will come forward to put two handfuls of food in the mouths of these starving families.
If you live in Kulaura or anywhere in Sylhet, and if you want to help the person closest to you and the starving person, then comment your phone number, I will give you the address of that person. খাবারগুলো পৌঁছে দিতে হবে ইফতারের আগে আগে।
আজকে ১৫ চাইতেও বেশি পরিবারের মানুষের জন্য অতি জরুরী খাবার প্রয়োজন কিন্তু আমার কাছে মজুদ আছে কয়েকটি মাত্র পরিবারের খাবার।
আল্লাহ জানেন হয়তো আমার বন্ধু, পরিবার, আত্মীয়-স্বজন বা শুভাকাঙ্খীদের মধ্য হতে কেউ এগিয়ে আসবেন এই অনাহারী পরিবারগুলোর মুখে দু'মুঠো অন্ন তুলে দিতে। আপনি যদি কুলাউড়ায় বসবাস করেন বা সিলেটের যে কোন জায়গায়, আর আপনি যদি সাহায্য করতে চান আপনার কাছের ও অভুক্ত মানুষটিকে, তাহলে আপনার ফোন নাম্বারটি কমেন্ট করে দিন, আমি পৌছে দেবো আপনার কাছে সেই মানুষটির ঠিকানা।

Photos from URREF's post 07/05/2020

Alhamdulillah.
Today, Iftar of 184 people of different classes and professions was organized in collaboration with Save Sylhet.
আলহামদুলিল্লাহ।
আজ বিভিন্ন শ্রেণী-পেশার 184 জনের ইফতারের আয়োজন করা হয়েছিল সেইভ সিলেট এর সহযোগিতায়।

07/05/2020

A medical assistant at our local hospital posted a status on his social media mentioning the problems of a regular blood donor who is straggling to get basic foods to survive, which may have escaped me but caught the eye of a friend who is like my younger brother. I have delivered the most basic and urgent food items to that person's house. In whose house he is the only source of income, and one of his hands is disabled, which is not fit to work. Before COVID-19 pandemic he used to work in a clothing store, but COVID-19 seems to have taken its place in the workplace, and has thrown the work far away.
One of the reasons for sharing the video is to show you how dark, broken and horrible that road was, but it didn't stop us, did not stop curiosity and the joy of arranging foods for the people who were looking our way.
The bigger point is to give you the message that please help the person next to you, who may have lost his job, can't go to work, helpless and has to spend his days and nights with hunger. The biggest point is to give you the message that please help the person next to you, who may have lost his job, can't go to work, helpless and has to spend his days and nights with hunger.
আমাদের স্থানীয় হাসপাতালে এক মেডিকেল এসিস্ট্যান্ট, একজন নিয়মিত ব্লাড ডোনার এর খাবার সমস্যার কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়ায়, যা হয়তো আমার চোখ এড়িয়ে গেলেও আমার এক বন্ধু তুল্য ছোট ভাইয়ের চোখে পড়ে। আমাকে পৌঁছে দিতে হয় অতি জরুরী খাবার সামগ্রী ওই ব্যক্তির বাড়িতে। যার বাড়িতে তিনিই একমাত্র রোজগারের রাস্তা, আর তার একটি হাত দুর্বল, যা কাজ করার যোগ্য নয়।COVID-19 আসার আগে কাজ কাজ করতেন একটি কাপড়ের দোকানে, কিন্তু COVID-19 এসে যেন স্থান করে নিয়েছে কাজের জায়গায়, আর কাজকে করে দিয়েছে অনেক দূর। ভিডিওটি শেয়ার করার একটা কারণ হচ্ছে আপনাকে দেখানো কত অন্ধকার, ভাঙ্গা আর ভয়ঙ্কর ছিল সেই রাস্তা, কিন্তু থামেনি আমাদের যান, আগ্রহ আর পথ চেয়ে থাকা ভাইদের মুখে অন্ন তুলে দেয়ার আনন্দ।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে বা আপনাদেরকে এই বার্তা দেয়া যে দয়া করে সাহায্য করুন আপনার পাশের মানুষটিকে, যার হয়তো কাজ চলে গেছে , নিরুপায় হয়ে কাজে যেতে পারছে না আর না খেয়ে কাটছে তার দিন রাত্রি।

05/05/2020

রমজান মোবারক।
ঘরেই থাকুন আর ঘরে ইবাদত করুন এক আল্লাহর।
Ramadan Kareem.
Stay at home and worship Allah alone at home.

05/05/2020

অতি জরুরী কথা, আমি মনে করি একটা কথা সবাইকে জানিয়ে রাখা উচিত ।
দয়া করে পড়ুন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বারাকাতুহু।
গত 26 মার্চ বাংলাদেশে সম্পূর্ণ লকডাউন অবস্থা শুরু হয় COVID-19 এর সবচাইতে কার্যকরী প্রতিরোধ হিসেবে। অনেকে হয়তো জেনেছেন আমার বা আমার বন্ধুদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে লকডাউন দুইদিন পর 28 মার্চ থেকে আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থায়নে আমার নিজের খাবারের একটা অংশ দিয়ে পাড়া-প্রতিবেশী বা বন্ধুদের সাহায্য করতে চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত স্ট্যাটাস আপডেট করার কারণ ছিল আপনাকে বা আপনাদের কে উৎসাহিত করা এই ভালো কাজে। আমি চেষ্টা করেছি যাদেরই আমার সাথে যোগাযোগ আছে বা আমি মনে করি তারা কোন ধরনের সমস্যায় থাকতে পারে তাদেরকে জিজ্ঞেস করে, শেয়ার করতে আমার যা কিছু আছে তা থেকে। আমি বিশ্বাস করি এটি আমার দায়িত্ব আমার আশেপাশের এবং শুভাকাঙ্খীদের খোঁজখবর নেয়া বিপদে, আর এটাই হচ্ছে একজন মুমিনের পরিচয়।
যেমন করে আল-কোরআনে সূরা আল ইনসানে আল্লাহ বলেছেন: 76:9 "তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।"
আমার সাথে ভলেন্টিয়ার (স্বেচ্ছাসেবক) হিসেবে কাজ করতে এগিয়ে এসেছেন আমার বন্ধু ইমরান, এলাকার ছোট ভাই ফাহাদ এবং পুলিশ সদস্য শফি সহ অনেকেই। আমাদের মধ্যে সবারই নিজ নিজ আইডিওলজি (চিন্তাধারা? রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু একযোগে কাজ করেছি মানবতার তাগিদে।
যে অতি জরুরী কথাটি আপনাদের বলতে চেয়েছিলাম তা হচ্ছে আমি বা আমরা যতোটুকু সাহায্য সহযোগিতা করেছি এবং আরো করবো ভবিষ্যতে তা কোন রাজনৈতিক বা অন্য ধরনের স্বার্থ সিদ্ধির জন্য নয় শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তা'আলার সন্তুষ্টির জন্য। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে কোন রাজনীতি করিনা এবং তার সাথে জড়িত নয়।
আমার ভলেন্টিয়ার বা যারা আমাকে আমার কাজে সাহায্য করছেন তাদের মধ্যে অনেকের রাজনৈতিক অথবা অন্যান্য সাংগঠনিক পরিচয় থাকতে পারে কিন্তু আমার ওইসব কোন সংগঠন বা রাজনৈতিক কার্যকলাপের সাথে কোন সংযুক্তি নেই। যারা আমার সাথে ভলেন্টিয়ার হিসেবে সাহায্য করেছেন তাদের মধ্যে কেউ কেউ সেই কাজের ছবি বা বিভিন্ন মোমেন্ট আমার ছবি সহ বিভিন্ন পত্র-পত্রিকায় অনলাইন নিউজ পোর্টালে আপলোড করেছেন নিজেদের উদ্যোগ হিসেবে আমার অনুমতি ছাড়া।
এতে আমার কোন সমস্যা নেই কেউ যদি আমার সাথে কাজ করে এবং সেটি তার কাজ হিসেবে উপস্থাপন করে, কিন্তু আমি চাইনা আমার ব্যক্তিগত কার্যকলাপের ছবি বা কোন মুহূর্ত কোন দুনিয়াবী, সাংগঠনিক বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির কাজে জড়িত হোক।
আমি একজন বন্ধু, একজন ভাই, একজন প্রতিবেশী, একজন ছেলে হয়ে সবার বিপদ অপদের সঙ্গী হিসেবে জীবনকে সহজে চালিয়ে নিতে চাই।
দয়া করে কেউ আমার কোন বিষয় রাজনৈতিক স্বার্থসিদ্ধির বিষয় হিসেবে গণনা করবেন না এতে হয়তো আমাদের একসাথে কাজ করায় অনেকটাই ব্যাঘাত ঘটবে আর পরবর্তীতে আমার মত সাধারণ মানুষ হয়তো এগিয়ে আসবে না সমাজের দুর্যোগ মুহূর্তে সাহায্যের হাত নিয়ে।
একটা কথা না বললেই নয় যে যদি আমি প্রথম দিকে একদম নিজস্ব অর্থায়নে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার প্রচেষ্টা করলেও পরবর্তীতে আমার পরিবার আত্মীয়-স্বজন এবং বিশেষ করে আমার অনেক বন্ধুরা এগিয়ে আসছেন প্রতিমুহূর্তে এই নেক কাজে। যারা বিভিন্নভাবে অর্থ বা খাবার দিয়ে সাহায্য করেছেন আমাকে অনাহারীদের কাছে জরুরি খাবার পৌঁছে দেয়ার জন্য তাদের মধ্যে সবাই বলেছেন বিষয়টা গোপন রাখার জন্য এবং তারা এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করছেন। এজন্যই আমি তাদের সাহায্য ফিরিয়ে দিইনি বা দিচ্ছি না।
আল্লাহ সকলকে সর্বোচ্চ স্তরের ঈমান দান করুন, এবং দীর্ঘ আয়ু এর সাথে সাথে জান্নাত নসিব করুন। আমিন।

দয়া করে আমাকে আর একটু সাহায্য করুন এই পোস্টটি শেয়ার করে তাতে হয়তো অনেকেই সচেতন হবে এ ব্যাপারে।
(নজরুল ইসলাম ইবনে তছির)

05/05/2020

"সাহায্য চাওয়ায় লজ্জার কিছু নেই।"
"There is nothing to be ashamed of asking for help."

©️Islam Ibn Tasir

URREF updated their business hours. 05/05/2020

URREF is a Global charity organization dedicated to providing a better understanding of Islam to create a more peaceful and harmonious society.

URREF updated their business hours.

URREF updated their phone number. 05/05/2020

URREF is a Global charity organization dedicated to providing a better understanding of Islam to create a more peaceful and harmonious society.

URREF updated their phone number.

Want your organization to be the top-listed Non Profit Organization in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Sylhet
3230

Other Nonprofit Organizations in Sylhet (show all)
Proud to be the UMMAH of HAZRAT MOHAMMAD (Sm) Proud to be the UMMAH of HAZRAT MOHAMMAD (Sm)
Sylhet
Sylhet, 3100

At 1st we feel proud to be a Muslim and very lucky that i'm one 1 of the UMMAH of HAZRAT MOHAMMAD (Sm).Don't u feel that??We are Muslim,UMMAH of HAZRAT MOHAMMAD (Sm)...it's our pri...

Matree Shongho - মাতৃ সংঘ Matree Shongho - মাতৃ সংঘ
Jollar Par
Sylhet, 3100

we do exist because we care about you and your GOD

Chauba Memorial Manipuri Intellectual Property Museum Chauba Memorial Manipuri Intellectual Property Museum
Https://goo. Gl/maps/iR4v6CZ1TPFc7oSV 9
Sylhet

Among the environment of ethnic and cultural diversity, a unique and natural charming Manipuri village of Songaon , is home to a one- of- its-kind called the” Chauba Memorial Manip...

Kinship Wings Kinship Wings
Umair Gaon
Sylhet, 3100

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
Sylhet
Sylhet, 3100

সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়🙏🌸

Sylhet Cantonment Public School and College Debating Club-SCPSCDC Sylhet Cantonment Public School and College Debating Club-SCPSCDC
Sylhet Cantonment
Sylhet

Page of SCPSCDC. Latest developments of SCPSCDC will be posted.

WE Foundation WE Foundation
Sylhet

WE FOUNDATION is a Charity and welfare oriented non-profit organisation, the aim of which is to work

Red Leaf Society Red Leaf Society
Sylhet
Sylhet, 3100

“A life not lived for others is not a life.”-Mother Teresa

Al Hera Hadia TV Al Hera Hadia TV
Islampur, Sadar
Sylhet, 3100

Al Hera Hadia TV

Minara Begum Foundation Minara Begum Foundation
Chhatak
Sylhet, 3080

আর্থমানবতা ও শিক্ষামুলক, অনাথ এবং অসহায় মানুষের সেবায় নিয়োজিত

Charity Fighters of Sylhet Charity Fighters of Sylhet
Sylhet

"Charity fighters of sylhet" is an Social Service Organization means an organisation set up to assist

Help Flooding Affected People’s Help Flooding Affected People’s
Sylhet

We are Help for Human Beings