MD. ALA UDDIN ALAL
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD. ALA UDDIN ALAL, Family doctor, sreemangal/moulovibazar, Sylhet.
শ্রোতের প্রতিকুলে হেটে দেখো
কয়জন থাকে পাশে,
শ্রোতের অনুকুলেতো
কচুরিপনাও ভাসে।
* একবার সম্ভব হলেও মৃতকে গোসল করাবেন,তখন কাছ থেকে দেখবেন আপনজনের দেহটা কত নিতর।
* আপন জনের লাশ রাতে পাহাড়া দিবেন,দেখবন, কতটা আতঙ্ক ও ভয় লাগে।এবং স্পর্শ করে দেখ- বেন দাপট ওয়ালা মানুষটা আজ কত অসহায়।
* সম্ভব হলে লাশ কবরে নামাবেন,উপলব্ধি করবেন মৃত ব্যক্তির অনন্তকালের যাত্রা পথে এটা আপনার শেষ দেখা, আর শেষ দেখা। হায়রে জিবন
সকল পাপের উৎস হলো তিনটিঃ-
১। কুফরির উৎস, অহংকার।
২। পাপাচারের উৎস ঃ-লোভ।
৩। বিদ্রোহ ও সীমালঙ্ঘনের উৎসঃ- হিংসা।
ভুলে যাও অন্যের ভুলত্রুটি,
খুঁজে নাও নিজের
দোষত্রুটি।
কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে!
কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান;
আপনার কাজই আপনার হয়ে কথা বলবে।
" বেধেঁ রেখে লাভ নেই
উড়তে দিয়ে দেখো
" দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো...!
কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব,
কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব।
কোরবানি বিলাসিতা নয়, এটা ধর্মীয় অনুভুতি
তাই পশু নয়,নিজের মনের পশুত্ব, আত্ম অহংকার,অনৈতিক চরিত্র সংশোধনের করার নামই কোরবানি।
চরিত্রহীন সঙ্গীর চেয়ে একাকীত্ব উত্তম,
তবে
চরিত্রবানের সঙ্গ এককিত্বের চেয়ে উত্তম।
-জালাল কাজবিনী( রঃ)
পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ,
যার ক্রেতা সবাই,
কিন্তু বিক্রেতা একজন।
আন্তরিকতায় পরিপূর্ণ মন মানসিকতার মানুষ গুলোর কাছ থেকে কোনো কিছু চাওয়া-পাওয়া উভয়টাই মানুষ মানুষের কাজ এবং সামাজিক বন্ধনকে আরও মজবুত করে। আর আন্তরিকতার অভাবীদের কাছ থেকে দুরে থাকা শ্রেয়।
চিরদিন কাহারো সমান নাহি যায়,
আজকে যে রাজাধিরাজ,
কাল সে ভিক্ষা চায়।
___কাজী নজরুল ইসলাম।
চিরদিন কাহারো সমান নাহি যায়,
আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়।
___কাজী নজরুল ইসলাম।
আরতির থালা আর তাসবির মালা
লাগিবেনা কাজে,
মানুষ করিবে মানুষের সেবা,
দুনিয়ার সবকিছু বাজে।
** যারা আপনাকে পছন্দ করবে না
কিংবা মন থেকে গ্রহণ করতে পারবে না,
তারা আপনার সামান্য কিছুতে ভুল ধরবেই।
এটাই হলো বাস্তবতা
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈসা ও মুসা পেয়েছেন সত্যের পরিচয়।
(কাজী নজরুল ইসলাম)
তুমি সফল হলে ছেড়া জামাটাও ইতিহাস,
আর তুমি ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস।
জীবনটা অনেক সুন্দর
যা সমুদ্রের ঢেউয়ের মত,কখনও বড় ঢেউ,কখনও ছোট ঢেউ মিল-অমিল হয়ে জীবনে আসে,তবুও সুন্দর করে সাজাতে হয়।
Knowledge that does not lead to the truth, does not give courage to speak for the truth, is not knowledge but folly.
(Sheikh Saadi)
** লাশ সামনে রেখে ক্ষমা চাওয়ার আগে জীবিত অবস্হায়ই নিজেই হক্বদারের হক্ব দেয়া এবং অন্যায় কাজের জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিৎ।
ঘুমন্ত মানুষকে ডাকলে জেগে উঠে, বাট ঘুমের ভান করে ঘুমালে তাকে কোনো সময় জাগানো যায়না।
( যদি না কেউ নিজ থেকে সঠিক বুঝে আসে )
ভবিষ্যতকে গঠন করার জন্য, অতীত কে জানা প্রয়োজন।
সময় এসেছিল অনেক আগেই সুন্নিজামাত দাবিদারগন এক হওয়ার।
এখন দেখতেছেন তো **লাল কুকুর শিয়ালের ভাই।
মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়,
যোগ্যতার পরিচয় দেয় তা কর্মে,
বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।
গত ২৯/০৪/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে এম.আর.খান চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদান করেন জনাব, উর্মি দাশ। আমরা সকলে ফুল দিয়ে মেডামকে বরন করি।
গত ২৯/০৪/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে এম.আর.খান চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদান করেন জনাব,উর্মি দাশ। আমরা সকলে ফুল দিয়ে মেডামকে বরন করি।
স্বামী আর স্ত্রী এই দুইজন ভালো-মন্দের মিস্ত্রী কথা ঠিক, BUT একে অন্যের সহধর্মিণী হওয়া কঠিন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
Sylhet
3210
Ali Brothers Building (2nd Floor), Subhanighat
Sylhet
A House of Quality Vaccines in Sylhet.