Dakshin Surma govt. College, Sylhet

Dakshin Surma govt. College, Sylhet

Updating students by providing information. Welcome to Dakshin Surma College, Sylhet. It is situated at Chandipul near Sylhet-Dhaka high way.

This college was established in 1989.

02/04/2024

এই বিষয়ে কারও কোনো মতামত আছে?

"🤗"

Photos from Dakshin Surma govt. College, Sylhet's post 22/03/2024

দক্ষিন সুরমা সরকারি কলেজ স্বেচ্ছাসেবীর ইফতার বিতরনী সম্পন্য।
উপস্থিত ছিলেন কলেজ এর শিক্ষক ও স্বেচ্ছাসেবীর একাং| Khaled Masud | Joynul Islam| Moynul hoque

18/03/2024

রিশাদ কে ভাই তুই 🌺❤️❤️

13/03/2024

পোল্ট্রি সাদাটা বিক্রি হচ্ছে কেজি ২৩০ টাকা করে। সোনালীর কেজি ৩৪০ টাকা। গরুর মাংসের কেজি ৮৫০ টাকা। জ্বি। আপনি দামাদামি করার কোন সূযোগ-ই পাবেননা। কসাই ব্যাটা আপনার দিকে তাকাবেইনা। ভারী দম্ভ তার।

মাছের গায়ে আগুন। তেলাপিয়ার কেজি ৩০০ টাকা! রুই-কাতল-মৃগেল এইমুহুর্তে আমাদের ধরাছোঁয়ার বাইরে। পাবদা ৫০০ টাকা। ছোট চিংড়ি খুঁজছিলাম লাউ দিয়ে খাবো বলে, দাম শুনে ইজ্জত সহ কেটে পড়েছি।

ছোট একটুকরো কুমড়ো কিনেছি ৭০ টাকা দিয়ে। কাটার পর সেই কুমড়ো টুকরোর সাইজ দেখে মন খারাপ হয়ে গেলো। লেবু ছোট সাইজেরটা হালি আশি টাকা, বড়টা একশ বিশ! এক জায়গায় দেখলাম দোকানী চিৎকার করে টমেটো বিক্রি করছে, তিন কেজি একশ! আগ্রহ নিয়ে তার দোকানে গেলাম। টমেটোর রকম দেখে মন খারাপ হয়ে গেলো, এই জিনিস গরুও খাবেনা। প্রত্যেকটা তরকারীর দাম বাড়তি। শসা আর গাজর পাশাপাশি টুকরিতে বসে অহংকারী দৃষ্টিতে আকাশ দেখছে। যা দাম তাতে এই অহংকারটুকু তাদের মানায়।

খেজুর কিনিনি। দাম জিজ্ঞেস করার সাহস-ই পাইনি। মুড়ি ১৪০ টাকা! আমি চাপাস্বরে বললাম, কম দামেরটা দেখান। ছোলা, বেসন, মশুরির ডাল গাল ফুলিয়ে বসে আছে, আমি পাত্তা দিলামনা। রোজার প্রাথমিক ঝাপটাটা যাক তারপর দেখবো। চিনি কিনছি আধা কেজি।

এরপরেও মানুষ কি কিনছেনা? কিনছে। কিন্তু প্রত্যেকটা জিনিস কেনার পর বাতাসে কান পাতলে তাদের দীর্ঘনি:শ্বাসও শোনা যায়। সেই দীর্ঘনি:শ্বাস বড় ভারী। মুনাফালোভী ব্যবসায়ী আর ক্ষমতাসীনদের কানে সেই দীর্ঘনিঃশ্বাস পৌঁছায়না। আল্লাহ অন্তরের সাথে সাথে তাদের কানেও সিলমোহর মেরে দিয়েছে।

এরা অভিশপ্ত।

-©কামরুল আহসান নোমানী

12/03/2024

এতো চিন্তা করবেন না। জীবন যিনি দিয়েছেন তিনিই সবকিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাআল্লাহ।

07/03/2024

সেদিন তর্জনী আর বজ্রকন্ঠে রচিত অমর কবিতা চিরকাল বাঙালির মুক্তির সংগ্রামে অনুপ্রেরণার পাথেয়। অশেষ শ্রদ্ধা,মহান কবি। ❣

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"

07/03/2024

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু
ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায়
নেই😥

01/03/2024

মেধাবী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজমার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
আল্লাহ তাঁহার বান্দিকে জান্নাতুল ফেরদৌস দান করুন।ও তাঁহার পরিবারবর্গ ও সহপাঠীদের ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।

01/03/2024

কী মর্মান্তিক দৃশ্য। বেলী রোডের অগ্নিকাণ্ডে নিহত এক পরিবারের ৫ সদস্যের জন্য কবর খনন করা হচ্ছে।

"একজন ইতালি প্রবাসী। স্ত্রী-সন্তান নিয়ে বিরিয়ানি খেতে গেলেন বেইলি রোডের 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে। স্বামী স্ত্রী ও তিন সন্তান—পুরো পরিবার সেখানেই আগুনে পুড়ে মারা গেলেন। পুরো পরিবার ওখানেই শেষ। স্বজনদের ভাষ্যমতে পরিবারের সদস্য তারা ৫ জন-ই। কিছুদিন আগেই তিনি দেশে এসেছেন স্ত্রী সন্তানদের ইতালি নিয়ে যেতে। পুরো পরিবার নিয়ে ইতালি সেটেল হওয়ার প্ল্যান ছিল।"

কিন্তু আজ?

আজ তাদের পুরো পরিবারের জন্য কবর খনন করা হচ্ছে। পাশাপাশি ৫ টি কবর‌।

এই জীবন কত অনিশ্চিত; কত অনিশ্চিত 😓

24/02/2024

আমির সোহেল।
পাকিস্তানের সাবেক খেলোয়াড় এবং বর্তমানে কমেন্টারিতে পরিচিত মুখ। আমাদের বিপিএলেও এসেছেন কমেন্টারির দায়িত্ব পালন করতে।

আজকের প্রি-ম্যাচ ডিসকাসশনে ওনার পাঞ্জাবীটা দেখুন।
হ্যাঁ ঠিক ধরেছেন। এই সেই ভাষা যার জন্য ওনাদের পূর্বপুরুষদের সাথে আমাদের প্রথম আন্দোলন শুরু হয়।
যে ভাষার জন্য আমাদের এতো ত্যাগ,এতো রক্তপাত কালের পরিক্রমায় সেই ভাষাকেই নিজের শরীরে বহন করছেন পাকিস্তানের এই জেন্টলম্যান..

আমাদের জয়টা এখানেও..❤️
ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি..

21/02/2024

আহ,আফসোস 😪
আজও আমাদের নিজেদের একটা শহীদ মিনার নাই 😥
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দসুসক শিক্ষক মন্ডলী🌺

21/02/2024

মায়ের ভাষা রক্ষার জন্য যারা জীবন ত্যাগ করেছেন ,এই ভাষা দিবসে ফুল দিয়ে তাদের স্মরণ না করে ক্ষুধায় কাত্রানো কাউকে খাইয়ে তাদের জন্য দোয়া চাই 🌺
হয়ে যাক এক অন্য রকম ভাষা দিবস পালন ❤️

19/02/2024

পড়াশোনা দিয়ে কি হবে?

08/02/2024

জনাব ,খালেদ মাসুদ স্যারের অসাধারণ ইসলামিক সংগিত🥰

05/11/2022

#উচ্চমাধ্যমিক_পরীক্ষা_২০২২
িন্যাস
#কেন্দ্র-দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট -৬(১০৫)

04/11/2022

অনার্স লাইফে এতো এতো পরীক্ষা নেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো, ফেইলিউর এর সাথে আপনাকে অভ্যস্ত করে তোলা।

এখন এতো বড় মানুষ হয়েও যদি ২ মার্কস বা ৫ মার্কস ছাইড়া আইসা কান্নাকাটি করা লাগে, বা একটা মিডের ডিপ্রেশনে ৭ দিন ব্রোকেন হার্ট থাকা লাগে, তাহলে স্কুলের আপনি আর ভার্সিটির আপনার মধ্যে তফাত থাকলো কী?

টার্ম সিস্টেমে আমাদের থিওরি আর প্র্যাকটিকাল মিলিয়ে তিন মাসে ছোট বা বড় ৪০ থেকে ৫০ টা পরীক্ষা দিতে হয়। যত ভালো প্রিপারেশনই থাকুক, কারো পক্ষেই সবগুলো সাবজেক্ট ভালো করা সম্ভব না। কারণ কোর্স থাকে ডাইভার্স, টিচার থাকে, এক্সটার্নাল থাকে। বাঁশ তো কোন না কোনদিক দিয়ে ঢুকবেই।

এই বাঁশগুলো সবখানে, সব দেশেই খাইতে হয়। এই বাঁশ দেওয়ার উদ্দেশ্য আপনাকে ডিমোটিভেট করা না, বরং আপনাকে শেখানো যে বাঁশ খেয়েও হাসতে কীভাবে হয়। আপনাকে শেখানো হয়, পড়াশোনা করে, প্রিপারেশন নিয়েও একটা দিন আপনার খারাপ যাইতেই পারে, সবসময় সবকিছু মনমতো হবে না।

এই অনার্স লাইফটাকে জীবনের একটা উদাহরণ হিসেবেও নিতে পারেন। জীবনে অনেক সময় অনেক কিছুই আসবে। কিন্তু তার সব কিছু আপনি পাবেন না। কিছু জিনিস চেষ্টা না করেও পাবেন। কিছু সময় আবার প্রাণপণ চেষ্টা করেও পাবেন না। এরপরও আপনাকে হাসতে হবে, স্বাভাবিক থাকতে হবে, আনন্দ করতে হবে।

পরীক্ষা শুধু মার্কস পাওয়ার জন্য না, বরং পরীক্ষা এই যে কন্টিনিউয়াস মারা খেয়েও হাসতে পারার একটা প্রশিক্ষণও আমাদের দেয় খুব সম্ভবত।

শুভ কামনা
এইচ,এস,সি পরিক্ষার্থীদের জন্য 🌺

24/10/2022

"জীবন্ত চামড়া তুলে নেয়ার শাস্তি !!! ”

বর্তমান ইরাকের পূর্বসূরী আসেরীয়রা বা মেক্সিকোর এযটেকরা এই প্রথায় শাস্তি দিত। মধ্যযুগে ইংল্যান্ড আর ফ্রান্সেও এইধরনের শাস্তি দেয়া হত।মধ্যযুগে ১৩০০-১৪০০ সালের দিকে এই ধরনের রেওয়াজ ছিল। বন্দিকে জীবন্ত রেখে ত্বকের সমগ্র শরীর থেকে চামড়া অপসারণ করা হত। এটি ছিল একটি প্রকাশ্যে মৃত্যুদন্ড প্রদান সার্বজনীন পদ্ধতি । মাঝে মাঝে ব্যাথার তীব্রতা বাড়ানোর জন্য লবণ মাখানো হত। এই ভাবে অশেষ যন্ত্রনা ভোগ করে বন্দি মারা যেত।

15/08/2022

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

30/07/2022

মীরসরাই দুর্ঘটনায় মারা যাওয়া ১১ নিহতের একজন কলেজ পড়ুয়া শান্ত শীল। রাত সাড়ে ১০টা পর্যন্ত ৯ টি লাশ হস্তান্তরের পর বাকি থাকে দুইটি লাশ, যার মধ্যে শান্তর লাশটিও ছিল। সেই লাশের পাশে বসে এক ছেলে কাঁদছিল, অঝোরে কান্না।

তার বাঁধভাঙা কান্না কিছুতেই থামছিল না। লাশের পাশে একা বসে থাকতে দেখে প্রথমে ভেবেছিলাম ছেলেটি হয়তো তার আপন ভাই। গিয়ে জিজ্ঞেস করতে দেখি একজন বলছে ছেলেটি শান্তর বন্ধু। তার নাম মোহাম্মদ তানভীর হোসাইন।

ছোট বেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা তাদের। মাটিতে বসে লাশের প্যাকেটের ওপরই তানভীর হাত বুলাচ্ছিল, বলছিল, 'তোর সঙ্গে আমার আর কথা হলো না বন্ধু! যাওয়ার আগে যদি একবার দেখা করতি। শুধু একটাবার। সেই আফসোসে আমি মরে যাবো!’

শান্ত শীল - তানভীর হোসাইনের নিখাঁদ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটিয়েছে 'মৃত্যু'। তানভীর যদি জানে আজ বন্ধু দিবস, সে হয়তো ফের শান্তর কথা চিন্তা করে ডুকরে কঁদে উঠে বলবে, 'শুধু একটাবার দেখা করে যেতি, বন্ধু!’

বন্ধু দিবসের শুভেচ্ছা। 🙂

29/07/2022

একসাথে জীবনের শেষ ট্যুর দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সবার বন্ধুরা সবসময় ভালো থাকুক।

পরীক্ষার আগে ‘চিত্ত-বিনোদন’ করতে বের হয়েছিলেন তারা..
নিহত ১১ জনের সবাই শিক্ষক-শিক্ষার্থী

24/07/2022

স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ী হলে একদিন তা পূরণ হবেই।
তখন পাশে না থাকা বা অবহেলা করা মানুষগুলোর মধ্যে কেউ ইস! বলে আফসোস করে কেউ কাছে আসার জন্য উদগ্রীব হয়ে পড়ে।
তাই নিজেকে প্রস্তুত করো ,নিজের ডেস্টিনেশন বেধ করার জন্য। পেছনে যাও ,তবে রান আপ করে সামনের দিকে ছুড়ে দাও 🌺

দক্ষিন সুরমা সরকারি কলেজ এ নতুনদের স্বাগতম।
আশাকরি তোমরা কলেজের জন্য সুনাম বয়ে আনবে।
ভালোবাসা নিও।

18/07/2022

অর্নাস ১ম বর্ষ নতুন ভর্তিকৃত ২০২১-২২ ফাইল জমা নেয়া হচ্ছে।

12/06/2022

ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ সুরমা সরকারি কলেজে এক বিক্ষোভ মিছিল।

আগামী ১৩ই জুন রোজ সোমবার, সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থীদের ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইবে।

উক্ত বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য সকল পর্যায়ের শিক্ষক/শিক্ষার্থী, দায়িত্বশীল/সদস্যবৃন্দ ও সর্বস্তরের তৌহিদি জনতার উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

Want your university to be the top-listed University in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পড়াশোনা দিয়ে কি হবে?
জনাব ,খালেদ মাসুদ স্যারের অসাধারণ ইসলামিক সংগিত🥰

Telephone

Address


Condipul
Sylhet
3111

Other Colleges & Universities in Sylhet (show all)
Sylhet Engineering College Sylhet Engineering College
Tilagarh
Sylhet, 3100

Sylhet Engineering College (SEC) established in the year 2007 under the School of Applied Sciences & Technology, Shahjalal University of Science and Technology, is best of its kind...

SYLHET POLYTECHNIC INSTITUTE SYLHET POLYTECHNIC INSTITUTE
Technical Road
Sylhet, 3100

Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the

ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট - College Section ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট - College Section
Mirer Moydan
Sylhet

Blue Bird School is not one of the it's just simply the best school in Sylhet city.From 2006 it has started college section.In a short period of time Blue Bird College has also ear...

Sylhet Polytechnic Institute Sylhet Polytechnic Institute
Technical Road
Sylhet, 3100

It is a page where you know about all the updates of Sylhet Polytechnic Institute

হামিলুল কোরআন মাদরাসা হামিলুল কোরআন মাদরাসা
লামাকাজী বিশ্বনাথ এওলারপার
Sylhet

কোরআন তেলাওয়াত

Hussain Ahmed Zakariya Hussain Ahmed Zakariya
Sylhet

আসসালামু আলাইকুম সকলের ভালোবাসায় এবং সাপোর্টে আমার এই পেইজটি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

Jalalabad Ragib Rabeya Medical College & Hospital Jalalabad Ragib Rabeya Medical College & Hospital
29/5 Pathantola Road
Sylhet

Jalalabad Ragib-Rabeya Medical College, Sylhet is situated in divisional headquarter of Sylhet Divis

Jamia Abdullah Bin Abbas R. Chatal Sylhet Jamia Abdullah Bin Abbas R. Chatal Sylhet
Sylhet, 3100

জামেয়া আব্দুল্লাহ্ বিন আব্বাম রা.চাতল

Suhag Ahmed Suhag Ahmed
Gobindaganj
Sylhet

Md.tanhar ahmed jahed Md.tanhar ahmed jahed
Sylhet

স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না