সুগন্ধা নার্সারী
আপনাদের পছন্দের গাছ সংগ্রহ করুন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোন জেলা শহর থেকে।
বড় দিন উপলক্ষে সকল খৃষ্টান ধর্মালম্বী দের সুগন্ধা নার্সারি পক্ষ থেকে বিশেষ মূল্য ছাড়,ক্রিসমাস ট্রি নিতে অর্ডার করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে।
মহান বিজয়এর মাসে, শ্রদ্ধার সাথে স্বরণ করি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধাদের,
সিলেটের ঐতিহ্যবাহি সুগন্ধা নার্সারি সিলেট শিবগঞ্জ উপশহর পয়েন্ট নতুন সাজে সজ্জিত সবাইকে স্বাগতম।
🌿🍀🌱 আপনার ঘর,বেলকনি ও ছাদ বাগান সুসজ্জিত করুন আমাদের #ইনডোর_অর্নামেন্টাল_ও_পাতাবাহার দিয়ে। আকর্ষণীয় মূল্যে এবং বিশেষ মূল্য ছাড়ে গাছগুলো ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে। পেইজের উপরের অংশে হোয়াটসঅ্যাপ বাটন দেয়া আছে।
▪️এই পোস্টের যেকোন ১০ টি ইন্ডোর, অর্নামেন্টাল ও পাতাবাহার একত্রে ক্রয় করলেই #ডেলিভারি_চার্জ_ফ্রি [সুন্দরবন কুরিয়ারে অফিস ডেলিভারি পাঠানো হবে]।এ সুযোগ সীমিত সময়ের জন্য।
▪বিক্রয়ের গাছ ছবির মতই টবের মধ্যে (৪.৫-৫ ইঞ্চি টবে) সেটাপ অবস্থায় থাকবে। ডেলিভারি করার সময় কুরিয়ার সার্ভিসে গাছ যাতে নষ্ট না হয় সে জন্য সকল গাছ পেপার ও কস্টেপ দিয়ে ভালো করে রেপিং করে কার্টুনে করে পাঠানো হবে।
▪️ছবির সাথে দাম দেয়া আছে।
▪️এই গাছ গুলো ক্রয় করতে গাছের ছবি সেইভ করে বা স্কিন শর্ট নিয়ে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে দিলে আমরা দাম ও ক্রয় প্রক্রিয়া বলে দেবো।
▪️বাংলাদেশের যেকোন জেলা সহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় ।
▪️আমাদের শাখাঃ
#প্রথম_শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়)
▪মোবাইল নাম্বার
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
#দ্বিতীয়_শাখাঃ শিবগঞ্জ পয়েন্ট, তামাবিল রোড, সিলেট।
মোবাইলঃ 01711911437 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
▪আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা শহরে পাঠাই।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
🗣️🗣️ স্বল্প মূল্যে ননীফল ও ননীফলের গাছ নিতে ইনবক্স করুন।😍
সুগন্ধা নার্সারী ২য় শাখা শিবগঞ্জ পয়েন্ট উপশহরের মুখ সিলেট।
শীতকালীন সিজনাল ফুল নিতে ইনবক্স করুন। 🙂
এডেনিয়াম নিতে ইনবক্স করুন। 😊
#ননি_ফল
[ক্যান্সার সহ ১৫০ টি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক এই ননি ঔষধী গুণসম্পন্ন ১২ মাসি ফলনশীল গাছ ]
🗣️🗣️স্বল্পমূল্যে ফল ও চারা নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
🌱অতি ওষুধি গুণসম্পন্ন ননি ফল এবং গাছ ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে।
🌿আমাদের নিজস্ব উৎপাদিত গাছ থেকে ননি ফল সংগ্রহ করার পর ভালো করে পেকিং করে সরাসরি পাঠিয়ে দেব আপনাদের কাছে।
☘️ যে কোন যেলা শহরের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
🍃ননি ফল এবং ফল সহ গাছ অথবা গাছের চারা অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
গাছের দামঃ
🌳২ ফুট উচ্চতার গাছের দাম ৩৫০ টাকা
🌳৩ ফুট উচ্চতার গাছের দাম ৫০০ টাকা
🌳ফল ধরানো ৩-৪ ফুট উচ্চতার গাছের দাম ৮০০ টাকা।
🌳ফলের দাম জানতে ইনবক্স করুন।
((সিলেট সুগন্ধা নার্সারীর ননি ফল সহ সকল ধরনের ফলজ,বনজ ও ঔষধী গাছের তালিকা দাম সহ নিচে দেওয়া আছে ))
🌳🌳ননী কি?
উদ্ভিদ বিজ্ঞানে এর নাম মরিন্ডা সিট্রিফলিয়া যা এসেছে দুটি ল্যাতিন শব্দ ‘মোরাস’ যার মানে ‘মালবেরি’ এবং ‘ইন্ডিকা’ যার অর্থ ‘ইন্ডিয়ান’। ননি ফলের গাছ মরিন্ডা সিট্রিফলিয়া গ্রীষ্মমন্ডল এলাকায় ব্যাপকভাবে জন্মায়। কায়ামান দ্বীপপুঞ্জে এটিকে বলা হয় ‘হগ অ্যাপেল’ অস্টেলিয়ায় এটির নাম ‘চীজ ফ্রুট’ বার্মায় এটির পরিচয় ‘নোনা’ নামে। ভারতে এটি ব্যাপকভাবে হয় পশ্চিম ঘাট অঞ্চলে এবং এখানে এর পরিচিত নাম ইন্ডিয়ান মালবেরি বা ভারতীয় তুঁতফল। ননী সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক।
🌳🌳ননীর উপাদানসমূহঃ
ক. ভিটামিন এ, বি, সি, ই, বি২, বি৬, বি১২
খ. ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, নিয়াসিন, ক্রোমিয়াম, কার্বহাইড্রেডস, অ্যামাইনো এসিড, মলিবডিয়াম।
গ. স্কোপোলেটিন, অকটাইনক এসিড, টার্পেনয়েডস, অ্যালকালয়েডস, অ্যানথ্রাকুইননস, আর্সেলিক এসিড, ড্যামনাক্যন্থাল, সেলেনিয়াম, প্রোক্সোরোনিন।
🌳🌳জেরোনিন থিওরীঃ
বায়োকেমিষ্ট ডঃ রাল্ফ হেইনিক সর্বপ্রথম এই ননী ফল থেকে স্পটিকের মত একটি পদার্থকে পৃথক করেন যার নাম প্রোক্সেরোনিন। পদার্থটি জেরোনিন নামক আরেকটি পদার্থের সংশ্লেষনের জন্য দায়ী। প্রোক্সোরোনিন থেকে জেরোনিন তৈরী হওয়ার পর সেটি দেহের প্রোটিনের সঙ্গে যুক্ত হয় যাতে সেগুলি কাজ করতে সক্ষম হয়। জেরোনিন ছাড়া প্রোটিন তার কোন কাজ করতে সক্ষম নয়। জেরোনিন কোষ ঝিল্লির ছিদ্রগুলিকে বড় করতে সহায়তা করে ফলে ক্ষুদ্র পুষ্টিদ্রব্য এবং ঔষধ আরো ভালভাবে শোষণ হয়। কিছু কিছু প্রোটিনের একটি নির্দিষ্ট স্থান আছে যেগুলি জেরোনিনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে।
হরমোন, অ্যান্টিবডি ও উৎসেচক হিসেবে কাজ করে এমন প্রোটিনের কাজ করার জন্য জেরোনিন প্রয়োজন।
🌳🌳অ্যান্টিবায়োটিক ওষধ বনাম ননীঃ
অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর আমেরিকান বিজ্ঞানীরা সদর্পে ঘোষণা করেছিলেন ‘Antibiotics will wipeout illness by the end of 20th century’ অর্থাৎ ‘বিংশ শতাদ্বীর শেষে অ্যান্টিবায়োটিক পৃথিবী থেকে রোগ নির্মূল করে ফেলবে’। কিন্তু তা এখনো সম্ভব হয়নি বরং এর মারাত্নক সাইড ইফেক্ট মানুষের অস্তিত্বকে হুমকির সম্মুখিন করেছে। তাই মানুষ ফিরে যেতে শুরু করেছে প্রকৃতির কাছে।
🌳🌳ফার্মাকোলজিকাল দিক থেকে ননীর মধ্যে দেখা কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ
(ক) অ্যাডাপটোজেন-অ্যাডাপটোজেন হচ্ছে এমন বস্তু শরীরের সমস্থ সিস্টেমের উপর যার একটি ব্যালেন্সিং এফেক্ট বর্তমান। এপর্যন্ত আবিস্কৃত ১২টি অ্যাডাপটোজেন এর মধ্যে ননী জুস হচ্ছে প্রথমসারির অ্যাডাপটোজেন।
(খ) এ্যালকালাইন- আম্লিক পরিবেশে দেহের কোষকলার কার্য্যকারিতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ননী জুস দেহে আম্লিকভাব কাটিয়ে ক্ষারকীয় বৈশিষ্ট্য নিয়ে আসে।
(গ) এন্টি অক্সিডেন্ট- ফ্রীরাডিক্যালস এবং অন্যান্য কিছু দ্রব্য উঘঅ ড্যামেজ ঘটিয়ে ক্যান্সার ডেকে আনে। এন্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে ফ্রি র্যাডিক্যাল প্রশমিত করা। ননী হচ্ছে খুব কার্যকরী এন্টি অক্সিডেন্ট।
(ঘ) লো গ্রাইসেমিক ইনডেক্স- ননী জুসে ৩ঃ১ অনুপাতে কার্বোহাইড্রেট ও ফাইবার থাকার কারণে তা ব্লাডপ্রেসার স্বাভাবিক রাখে।
(ঙ) হিউম্যাকট্যান্টঃ আদর্শ হিউম্যাকট্যান্ট হিসেবে ননী জুস টিস্যুর ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।( সুগন্ধা
🌳🌳ননী কোন ঔষধ নয়ঃ
ননী কোন ঔষধ নয়। এটি ফলের রসের সংমিশ্রণ।
এটি কোন ঔষধ বা খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না।
এটি ওষধের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
এটি ওষধের সঙ্গে ব্যবহার্য।
🌳🌳মানবদেহে ননীর প্রভাবঃ
▪️ননী কোষীয় কার্য নিয়ন্ত্রণ করে।
▪️অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।
▪️রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
▪️পরিপাক ব্যবস্থা উন্নত করে।
▪️টিউমারের বৃদ্ধি কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়।
▪️স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় এবং মানসিক চাপ মুক্ত করে।
▪️বয়সজনিত বিভিন্ন সমস্যা যেমন আথ্রাইটিস,হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোক কমায়।
▪️ননী ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাংগাসের বিরুদ্ধে কাজ করে।
▪️নাইট্রিক অক্সাইড বৃদ্ধির মাধ্যমে রক্তে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধিসহ পেশিকে সুগঠিত করে।
▪️ননী ত্বক, চুল ও স্কালপের পরিচর্যা করে।
▪️ননী মূলত অ্যাডোপটোজেন হিসেবে কাজ করে।
🌳🌳মেডিসিন হিসেবে ননীর ব্যবহারঃ
সম্পূরক খাদ্য হিসেবে ননী জুস ও ননী ক্যাপসুল যে সকল রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করত তা হলোঃ হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, টিউমার, গ্যাষ্টিক আলসার, রক্তনালীর সমস্যা, কিডনির সমস্যা, টিউবারকুলোসিস, থাইরয়েড সমস্যা ইত্যাদি।
🌳🌳ক্লিনিক্যাল সার্ভে পরিসংখ্যানঃ
ডঃ নীল সলোমন যিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের হেলথ এন্ড মেন্টাল হাইজিন এর প্রাক্তন ফাস্ট সেক্রেটারী। তিনি ননী জুসের মেডিসিনাল উপকারীতার ওপর এক সঠিক জরিপ চালিয়ে ছিলেন। যেখানে ৫০জন ডাক্তার ও হেলথ্ পেশাজীবির রোগীরা পূর্বেই ননী জুস পান করে ছিলেন বিভিন্ন রোগের চিকিৎসার জন্য। নীল সলোমন ১০ হাজারেরও বেশি ননী ব্যবহারকারীর ফলাফল পরবর্তী পর্যালোচনা করে দেখতে পান শতকরা ৬৫জন ক্যান্সার রোগীর উপসর্গ কমে, শতকরা ৭২ জনের শক্তিবৃদ্ধি পেয়েছিল ননী ব্যবহার করে, শতকরা ৭৫ জনের অতিরিক্ত ওজন কমে যায়, শতকরা ৮৫ জনের উচ্চ রক্তচাপ কমে যায়। ৮০ ভাগ আথ্রাইটিস ও হৃদরোগীর উপসর্গ কমে যায়। শতকরা ৮৪ জন টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীর উপসর্গ কমে যায়, শতকরা৮৪ জনের অ্যালার্জির উপসর্গ কমে যায়।
সর্বোপরি ননী জুস পানকারী সকল অংশগ্রহণকারীর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল খুবই কম।
( সুগন্ধা নার্সারি যোগাযোগের জন্য মোবাইল, ০১৯৯৬৪৩৭২১৪/ ০১৭১১৯১১৪৩৭)
🌳🌳ব্যবহার বিধিঃ
সঠিক নিয়মে ও নিয়মিত ননী ফলের জুস পান করলে এর সর্বোচ্চ ফল লাভ করা যায়। ননী সেবন শুরু করতে হয় অল্প মাত্রায়। তবে ডোজ বাড়ানো বা কমানো নির্ভর করে শরীরের অবস্থা বুঝে। উল্লেখ্য যে, ননী পানের সাথে সারাদিন প্রচুর পানি পান করতে হয় এতে বিষাক্ত টক্সিন (জীবাণু) বের হয়ে যায়।
প্রথম তিন দিনঃ
১টি ফলের জুস ১ চা-চামচ (৫মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে সকালে নাস্তার ৩০ মি. পূর্বে।
১ চা-চামচ (৫মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে রাতের খাবারের ৩০ মি. পূর্বে।
চতুর্থ থেকে ষষ্ঠ দিনঃ
২ চা-চামচ (১০মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে সকালে নাস্তার ৩০ মি. পূর্বে।
২ চা-চামচ (১০মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে রাতের খাবারের ৩০ মি. পূর্বে।
বিঃদ্রঃ ননী ফল ও পাতার, জুস নিয়মমাফিক ও দীর্ঘমেয়াদে পান করার পর আপনার শরীরের পরিবর্তন সহজে বুঝতে পারবেন। যেহেতু এটি একটি সম্পূরক খাদ্য তাই এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে মাথা ব্যাথা, বমিভাব, কফ ও ডায়রিয়া ইত্যাদি প্রাথমিক অবস্থায় হতে পারে যা ক্ষনস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া। কপিরাইট।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
▪️আমাদের শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়।
গুগল মেপে আমাদের লোকেশনঃ-
সুগন্ধা নার্সারী
https://maps.app.goo.gl/eLQgVoSsqoRak2TZ7
▪যোগাযোগঃ
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট]
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
01611911437
▪আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা সহরে পাঠাই।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
নিতে চাইলে ইনবক্স করুন।☺️
নিতে চাইলে ইনবক্স করুন।
#ননি_ফল
[ক্যান্সার সহ ১৫০ টি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক এই ননি ঔষধী গুণসম্পন্ন ১২ মাসি ফলনশীল গাছ ]
স্বল্পমূল্যে ফল ও চারা নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন
🌱অতি ওষুধি গুণসম্পন্ন ননি ফল এবং গাছ ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে।
🌿আমাদের নিজস্ব উৎপাদিত গাছ থেকে ননি ফল সংগ্রহ করার পর ভালো করে পেকিং করে সরাসরি পাঠিয়ে দেব আপনাদের কাছে।
☘️ যে কোন যেলা শহরের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
🍃ননি ফল এবং ফল সহ গাছ অথবা গাছের চারা অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
গাছের দামঃ
🌳২ ফুট উচ্চতার গাছের দাম ৩৫০ টাকা
🌳৩ ফুট উচ্চতার গাছের দাম ৫০০ টাকা
🌳ফল ধরানো ৩-৪ ফুট উচ্চতার গাছের দাম ৮০০ টাকা।
🌳ফলের দাম জানতে ইনবক্স করুন।
((সিলেট সুগন্ধা নার্সারীর ননি ফল সহ সকল ধরনের ফলজ,বনজ ও ঔষধী গাছের তালিকা দাম সহ নিচে দেওয়া আছে ))
🌳🌳ননী কি?
উদ্ভিদ বিজ্ঞানে এর নাম মরিন্ডা সিট্রিফলিয়া যা এসেছে দুটি ল্যাতিন শব্দ ‘মোরাস’ যার মানে ‘মালবেরি’ এবং ‘ইন্ডিকা’ যার অর্থ ‘ইন্ডিয়ান’। ননি ফলের গাছ মরিন্ডা সিট্রিফলিয়া গ্রীষ্মমন্ডল এলাকায় ব্যাপকভাবে জন্মায়। কায়ামান দ্বীপপুঞ্জে এটিকে বলা হয় ‘হগ অ্যাপেল’ অস্টেলিয়ায় এটির নাম ‘চীজ ফ্রুট’ বার্মায় এটির পরিচয় ‘নোনা’ নামে। ভারতে এটি ব্যাপকভাবে হয় পশ্চিম ঘাট অঞ্চলে এবং এখানে এর পরিচিত নাম ইন্ডিয়ান মালবেরি বা ভারতীয় তুঁতফল। ননী সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক।
🌳🌳ননীর উপাদানসমূহঃ
ক. ভিটামিন এ, বি, সি, ই, বি২, বি৬, বি১২
খ. ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, নিয়াসিন, ক্রোমিয়াম, কার্বহাইড্রেডস, অ্যামাইনো এসিড, মলিবডিয়াম।
গ. স্কোপোলেটিন, অকটাইনক এসিড, টার্পেনয়েডস, অ্যালকালয়েডস, অ্যানথ্রাকুইননস, আর্সেলিক এসিড, ড্যামনাক্যন্থাল, সেলেনিয়াম, প্রোক্সোরোনিন।
🌳🌳জেরোনিন থিওরীঃ
বায়োকেমিষ্ট ডঃ রাল্ফ হেইনিক সর্বপ্রথম এই ননী ফল থেকে স্পটিকের মত একটি পদার্থকে পৃথক করেন যার নাম প্রোক্সেরোনিন। পদার্থটি জেরোনিন নামক আরেকটি পদার্থের সংশ্লেষনের জন্য দায়ী। প্রোক্সোরোনিন থেকে জেরোনিন তৈরী হওয়ার পর সেটি দেহের প্রোটিনের সঙ্গে যুক্ত হয় যাতে সেগুলি কাজ করতে সক্ষম হয়। জেরোনিন ছাড়া প্রোটিন তার কোন কাজ করতে সক্ষম নয়। জেরোনিন কোষ ঝিল্লির ছিদ্রগুলিকে বড় করতে সহায়তা করে ফলে ক্ষুদ্র পুষ্টিদ্রব্য এবং ঔষধ আরো ভালভাবে শোষণ হয়। কিছু কিছু প্রোটিনের একটি নির্দিষ্ট স্থান আছে যেগুলি জেরোনিনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে।
হরমোন, অ্যান্টিবডি ও উৎসেচক হিসেবে কাজ করে এমন প্রোটিনের কাজ করার জন্য জেরোনিন প্রয়োজন।
🌳🌳অ্যান্টিবায়োটিক ওষধ বনাম ননীঃ
অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর আমেরিকান বিজ্ঞানীরা সদর্পে ঘোষণা করেছিলেন ‘Antibiotics will wipeout illness by the end of 20th century’ অর্থাৎ ‘বিংশ শতাদ্বীর শেষে অ্যান্টিবায়োটিক পৃথিবী থেকে রোগ নির্মূল করে ফেলবে’। কিন্তু তা এখনো সম্ভব হয়নি বরং এর মারাত্নক সাইড ইফেক্ট মানুষের অস্তিত্বকে হুমকির সম্মুখিন করেছে। তাই মানুষ ফিরে যেতে শুরু করেছে প্রকৃতির কাছে।
🌳🌳ফার্মাকোলজিকাল দিক থেকে ননীর মধ্যে দেখা কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ
(ক) অ্যাডাপটোজেন-অ্যাডাপটোজেন হচ্ছে এমন বস্তু শরীরের সমস্থ সিস্টেমের উপর যার একটি ব্যালেন্সিং এফেক্ট বর্তমান। এপর্যন্ত আবিস্কৃত ১২টি অ্যাডাপটোজেন এর মধ্যে ননী জুস হচ্ছে প্রথমসারির অ্যাডাপটোজেন।
(খ) এ্যালকালাইন- আম্লিক পরিবেশে দেহের কোষকলার কার্য্যকারিতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ননী জুস দেহে আম্লিকভাব কাটিয়ে ক্ষারকীয় বৈশিষ্ট্য নিয়ে আসে।
(গ) এন্টি অক্সিডেন্ট- ফ্রীরাডিক্যালস এবং অন্যান্য কিছু দ্রব্য উঘঅ ড্যামেজ ঘটিয়ে ক্যান্সার ডেকে আনে। এন্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে ফ্রি র্যাডিক্যাল প্রশমিত করা। ননী হচ্ছে খুব কার্যকরী এন্টি অক্সিডেন্ট।
(ঘ) লো গ্রাইসেমিক ইনডেক্স- ননী জুসে ৩ঃ১ অনুপাতে কার্বোহাইড্রেট ও ফাইবার থাকার কারণে তা ব্লাডপ্রেসার স্বাভাবিক রাখে।
(ঙ) হিউম্যাকট্যান্টঃ আদর্শ হিউম্যাকট্যান্ট হিসেবে ননী জুস টিস্যুর ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।( সুগন্ধা
🌳🌳ননী কোন ঔষধ নয়ঃ
ননী কোন ঔষধ নয়। এটি ফলের রসের সংমিশ্রণ।
এটি কোন ঔষধ বা খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না।
এটি ওষধের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
এটি ওষধের সঙ্গে ব্যবহার্য।
🌳🌳মানবদেহে ননীর প্রভাবঃ
▪️ননী কোষীয় কার্য নিয়ন্ত্রণ করে।
▪️অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে।
▪️রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
▪️পরিপাক ব্যবস্থা উন্নত করে।
▪️টিউমারের বৃদ্ধি কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়।
▪️স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় এবং মানসিক চাপ মুক্ত করে।
▪️বয়সজনিত বিভিন্ন সমস্যা যেমন আথ্রাইটিস,হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোক কমায়।
▪️ননী ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাংগাসের বিরুদ্ধে কাজ করে।
▪️নাইট্রিক অক্সাইড বৃদ্ধির মাধ্যমে রক্তে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধিসহ পেশিকে সুগঠিত করে।
▪️ননী ত্বক, চুল ও স্কালপের পরিচর্যা করে।
▪️ননী মূলত অ্যাডোপটোজেন হিসেবে কাজ করে।
🌳🌳মেডিসিন হিসেবে ননীর ব্যবহারঃ
সম্পূরক খাদ্য হিসেবে ননী জুস ও ননী ক্যাপসুল যে সকল রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করত তা হলোঃ হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, টিউমার, গ্যাষ্টিক আলসার, রক্তনালীর সমস্যা, কিডনির সমস্যা, টিউবারকুলোসিস, থাইরয়েড সমস্যা ইত্যাদি।
🌳🌳ক্লিনিক্যাল সার্ভে পরিসংখ্যানঃ
ডঃ নীল সলোমন যিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের হেলথ এন্ড মেন্টাল হাইজিন এর প্রাক্তন ফাস্ট সেক্রেটারী। তিনি ননী জুসের মেডিসিনাল উপকারীতার ওপর এক সঠিক জরিপ চালিয়ে ছিলেন। যেখানে ৫০জন ডাক্তার ও হেলথ্ পেশাজীবির রোগীরা পূর্বেই ননী জুস পান করে ছিলেন বিভিন্ন রোগের চিকিৎসার জন্য। নীল সলোমন ১০ হাজারেরও বেশি ননী ব্যবহারকারীর ফলাফল পরবর্তী পর্যালোচনা করে দেখতে পান শতকরা ৬৫জন ক্যান্সার রোগীর উপসর্গ কমে, শতকরা ৭২ জনের শক্তিবৃদ্ধি পেয়েছিল ননী ব্যবহার করে, শতকরা ৭৫ জনের অতিরিক্ত ওজন কমে যায়, শতকরা ৮৫ জনের উচ্চ রক্তচাপ কমে যায়। ৮০ ভাগ আথ্রাইটিস ও হৃদরোগীর উপসর্গ কমে যায়। শতকরা ৮৪ জন টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীর উপসর্গ কমে যায়, শতকরা৮৪ জনের অ্যালার্জির উপসর্গ কমে যায়।
সর্বোপরি ননী জুস পানকারী সকল অংশগ্রহণকারীর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল খুবই কম।
( সুগন্ধা নার্সারি যোগাযোগের জন্য মোবাইল, ০১৯৯৬৪৩৭২১৪/ ০১৭১১৯১১৪৩৭)
🌳🌳ব্যবহার বিধিঃ
সঠিক নিয়মে ও নিয়মিত ননী ফলের জুস পান করলে এর সর্বোচ্চ ফল লাভ করা যায়। ননী সেবন শুরু করতে হয় অল্প মাত্রায়। তবে ডোজ বাড়ানো বা কমানো নির্ভর করে শরীরের অবস্থা বুঝে। উল্লেখ্য যে, ননী পানের সাথে সারাদিন প্রচুর পানি পান করতে হয় এতে বিষাক্ত টক্সিন (জীবাণু) বের হয়ে যায়।
প্রথম তিন দিনঃ
১টি ফলের জুস ১ চা-চামচ (৫মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে সকালে নাস্তার ৩০ মি. পূর্বে।
১ চা-চামচ (৫মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে রাতের খাবারের ৩০ মি. পূর্বে।
চতুর্থ থেকে ষষ্ঠ দিনঃ
২ চা-চামচ (১০মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে সকালে নাস্তার ৩০ মি. পূর্বে।
২ চা-চামচ (১০মি.লি), ১৫০ মিলি পানিতে মিশিয়ে রাতের খাবারের ৩০ মি. পূর্বে।
বিঃদ্রঃ ননী ফল ও পাতার, জুস নিয়মমাফিক ও দীর্ঘমেয়াদে পান করার পর আপনার শরীরের পরিবর্তন সহজে বুঝতে পারবেন। যেহেতু এটি একটি সম্পূরক খাদ্য তাই এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে মাথা ব্যাথা, বমিভাব, কফ ও ডায়রিয়া ইত্যাদি প্রাথমিক অবস্থায় হতে পারে যা ক্ষনস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া। কপিরাইট।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
▪️আমাদের শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়।
গুগল মেপে আমাদের লোকেশনঃ-
সুগন্ধা নার্সারী
https://maps.app.goo.gl/eLQgVoSsqoRak2TZ7
▪যোগাযোগঃ
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট]
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
01611911437
▪আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা সহরে পাঠাই।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
সিলেটের ঐতিহ্যবাহী সুগন্ধা নার্সারী তে সবাইকে স্বাগতম।
আপনার পছন্দের এডেনিয়াম গাছটি নিতে ইনবক্স করুন।
গাছের দাম: ৬০০৳
আমাদের সুগন্ধা নার্সারী ইনডোর সাজানো হয়েছে শতশত জাতের গাছ নিয়ে।
ক্রিসমাস ট্রি নিতে অর্ডার করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে।
সিলেটের ঐতিহ্যবাহী বৃহত্তম নার্সারী সুগন্ধা নার্সারী।😍
বাংলাদেশের সবুজায়নের লক্ষে বৃক্ষ প্রেমি ভাই-বোন ও শুভাকাঙ্খীদের জন্য হাজারো প্রজাতির গাছপালা ও #ইনডোর_অর্নামেনাটাল_ও_পাতাবাহার নিয়ে সুসজ্জিত করা হয়েছে সুগন্ধা নার্সারী।
🌿🍀🌱 আপনার ঘর,বেলকনি ও ছাদ বাগান সুসজ্জিত করুন আমাদের #ইনডোর_অর্নামেন্টাল_ও_পাতাবাহার দিয়ে। আকর্ষণীয় মূল্যে এবং বিশেষ মূল্য ছাড়ে গাছগুলো ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে। পেইজের উপরের অংশে হোয়াটসঅ্যাপ বাটন দেয়া আছে।
▪️আমাদের স্পেশাল অফার হচ্ছে যেকোন ১০ টি ইন্ডোর, অর্নামেন্টাল ও পাতাবাহার একত্রে ক্রয় করলেই #ডেলিভারি_চার্জ_ফ্রি [সুন্দরবন কুরিয়ারে অফিস ডেলিভারি পাঠানো হবে]।এ সুযোগ সীমিত সময়ের জন্য।
▪বিক্রয়ের গাছ ছবির মতই টবের মধ্যে (৪.৫-৫ ইঞ্চি টবে) সেটাপ অবস্থায় থাকবে। ডেলিভারি করার সময় কুরিয়ার সার্ভিসে গাছ যাতে নষ্ট না হয় সে জন্য সকল গাছ পেপার ও কস্টেপ দিয়ে ভালো করে রেপিং করে কার্টুনে করে পাঠানো হবে।
▪️আপনার পছন্দের গাছ গুলো ক্রয় করতে গাছের ছবি সেইভ করে বা স্কিন শর্ট নিয়ে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে দিলে আমরা দাম ও ক্রয় প্রক্রিয়া বলে দেবো।
▪️বাংলাদেশের যেকোন জেলা সহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় ।
▪️আমাদের শাখাঃ
#প্রথম_শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়)
▪মোবাইল নাম্বার
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
#দ্বিতীয়_শাখাঃ শিবগঞ্জ পয়েন্ট, তামাবিল রোড, সিলেট।
মোবাইলঃ 01711911437 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
▪আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা শহরে পাঠাই।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
🔲 ৬-১২ মাসি ফুলের কালেকশনঃ
▪️ ছবিতে দেয়া ফুল গাছ গুলোর ভালোমানের চারা গাছ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে।
▪️আমাদের কাছে পাবেন- রঙ্গন, মুসন্ডা, আলম্যান্ডা , হাইব্রিড আলমন্ডা, হাসনাহেনা, বল কামিনী,সুনালো ফুল,দেশি কামিনি, গন্ধরাজ,বেরিকেট গব্ধরাজ, বেলি, জুই, টগর,বক ফুল বাগানবিলাস ,দেশি জবা সাদা,লাল,হাইব্রিড জবা বিভিন্ন কালার,গোলাপ কয়েক কালার,পারুল,কাঞ্চন,রাধাচুড়া,কৃষ্ণচুড়া,রজনীগন্ধা,পলাশ,ব্লিডিং হার্ট,মাধবি লতা,চেরি ফুল,বাসোরলতা, রাহুলিয়া,করবি,মালতি, ল্যান্টিনা, গোল্ডেন শাওয়ার,লাল শিমুল,চামেলি,রাসেলিয়া,মাধবীলতা,বাসর লতা, নীলকন্ট,নীলপারুল,কাঠগোলাপ,চেটিস পেটিস,নীল শাপলা,লাল শাপলা,দুপাটি,পর্তুলিকা কয়েক কালার ইত্যাদি।
▪️ফুল গাছ ক্রয় করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
এ ছাড়াও-
➡ (দেশি,বিদেশি ও হাইব্রিড) জাতের ৬০ প্রজাতির অর্কিড ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে -
https://m.facebook.com/story.php?story_fbid=1527518934329468&id=174116666336375
➡ ইন্ডোর-আউটডোর ও পাতাবাহার প্লান্টস ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/story.php?story_fbid=1501543823593646&id=174116666336375
▪️ঠিকানাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ০৯ কি.মি.তামাবিল রাস্তায়।
গুগল মেপে আমাদের লোকেশনঃ-
সুগন্ধা নার্সারী
https://maps.app.goo.gl/eLQgVoSsqoRak2TZ7
▪যোগাযোগঃ
+880 1312-442709
01996437214
01611911437
▪আমরা কুরিয়ারের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,পাতাবাহার, ইনডোর-আউটডোর অর্নামেন্টাল সহ সব ধরণের গাছ সমগ্র বাংলাদেশে (জেলা সহরে) সরবরাহ করি।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
আলহামদুলিল্লাহ আজকের কুরিয়ার সম্পন্ন হয়েছে। আপনাদের আমানত গুলো সহীহ্ সালামতে আপনাদের হাতে পৌছুক।
বাংলাদেশ সবুজায়নের লক্ষ্যে বাগান প্রেমি ভাই-বোন ও শুভাকাঙ্খীদের জন্য সুগন্ধা নার্সারী নিয়ে এলো নানান রকমের নানান রঙের বিপি প্লাস্টিক প্লান্টার/টব।
আমাদের কাছে বিপি প্লাস্টিক প্লান্টারের বিভিন্ন আকার, রং এবং ডিজাইনে পাওয়া যায় ।
বিপি প্লাস্টিকের প্লান্টার,উন্নত মানের প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এবং টেকসই মজবুত প্লাস্টিক প্লান্টার।
এখনি আপনার পছন্দের প্লান্টার / টব ক্রয় করতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে।
▪️ছবির সাথে দাম দেয়া আছে।
▪️এই প্লান্টার/টব গুলো ক্রয় করতে টবের ছবি সেইভ করে বা স্কিন শর্ট নিয়ে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে দিলে আমরা দাম ও ক্রয় প্রক্রিয়া বলে দেবো।
▪️বাংলাদেশের যেকোন জেলা সহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় ।
▪️আমাদের শাখাঃ
#প্রথম_শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়)
▪মোবাইল নাম্বার
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
#দ্বিতীয়_শাখাঃ শিবগঞ্জ পয়েন্ট, তামাবিল রোড, সিলেট।
মোবাইলঃ 01711911437 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
▪এ ছাড়া ও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা শহরে পাঠাই।
চম্পা ফুলের গাছ নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে সুগন্ধা নার্সারী ইনবক্সে।
হাইব্রিড জাতের ারা ফুল গাছ নিতে ইনবক্স করুন।
নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে সুগন্ধা নার্সারী ইনবক্সে।
লিলি জাতীয় গাছ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে, সুগন্ধা নার্সারী ইনবক্সে। আমাদের কাছে রয়েছে আমাজন লিলি,আইরিশ লিলি,পিংক লিলি, সোর্ড লিলি,পিংক লিলি,পিচ লিলি,রেইন লিলি,লিপস্টিক লিলি ইত্যাদি।
আপনার পছন্দের ফলের গাছ নিতে যোগাযোগ করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে। আমাদের কাছে রয়েছে
#দেশি_বিদেশি_জাতের_ফল_গাছের_চারাঃ-
🌳ফল গাছের প্রায় সকল গাছই কলম ও গ্রাফটিং করা চারা🌳
▪️মাল্টার কলম চারাঃ
মাল্টা বারি-1 বিভিন্ন সাইজ,
মাল্টা বারি-1 ফল ধরানো বড় গাছ,
বেরিকেটেড মাল্টা ৩-৪ ফুট।
▪️কমলার কলম চারাঃ
কমলা বারি-1বিভিন্ন সাইজ,
দার্জিলিং কমলা বিভিন্ন সাইজ,শিলং কমলা ৩ফুট+,
চায়না কমলা ৩ ফুট+,কমলা বিভিন্ন জাত ফল ধরানো বড় গাছ।
▪️লেবু গাছের কলম চারা
বারমাসি কাগজি লেবু,বারোমাসি সিডলেস লেবু,চায়না 3 সীডলেস লেবু,জারা লেবু লম্বা,কলশি জারা,কাটাবিহীন লেবু,আদা লেবু / আদা জামির,কাটা জামির,করইল জামির,কলম্ব লেব,বেরিকেটেড লেবু।
▪️আম গাছের চারা কলম
আমরুপালি,হাড়ি ভাঙ্গা আম,বারি ৪ আম,ব্যানানা ম্যাংগো,গৌরিমতি,কাটিমন আম (বারোমাসি),বারি-১১ (বারোমাসি),কিউজাই আম,ডক মাই,4KG আম,রামগই।
▪️সুপারি গাছ
ভিয়েতনামী সুপারি,সুপারি ৩-৪ ফুট বস্তা,সুপারি ১.৫-২ ফুট পেকেট।
▪️নারিকেল গাছ
ভিয়েতনামী নারিকেল,কাঞ্চন পুরি নারিকেল,দেশি নারিকেল,
সাতকরা,চাইনা-৩ লিচু, বোম্বাই লিচু,আনার কলম,আনার বীজ, সৌদি খেজুর,সুদানি আতাফল,দেশী আতা ফল বীজের,পিচ ফল গাছ কলম,থাই শরিফা কলম, লাল শরিফা,কফি ৩ ফুট,লাল আমলকী কলম,সবুজ আমলকি কলম,চেরী ফল,কালো জাম,সাদা জাম,বুতি জাম,এগ ফল,মিষ্টি তেতুল,টক তেতুল,থাই লং ছবেদা,দেশী ছবেদা,লটকন বীজ/কলম,গোলাপজাম,নাশপাতি,সবুজ জামরুল,লাল জামরুল,হাইব্রিড বেল,কদবেল,হাইব্রিড গাব,ডালিম,করমচা,বরিশালি আমড়া বারমাসি,দেশি আমড়া,দেশি মিষ্টি কামরাঙ্গা,ড্রাগন ফল লাল,ড্রাগন ফল হলুদ,জাবাটিকাব,রাম্বুটান,অ্যাভোক্যাডো,আপেল কলম,আপেল বীজের চারা,মিসরীয় লাল ডুমুর/ত্বীন ফল,আলুবোখরা কলম,থাই জাম্বুরা কলম,দেশি জাম্বুরা কলম,তৈকর,চুই ঝালের চারা,কাজুবাদাম,কাঠবাদাম,বিলম্ব,কাউ ফল,সাজনা,পিটাখারা,লেবইর/অলবরই বীজের চারা,মনফল,সুইট লেমন,বার মাসি কাঁঠাল কলম,কাটাল দেশি বীজের ৫-৬ ফুট,তাল,মালবেরি/তুতফল,বারি স্ট্রবেরি ১,ব্লাকবেরি,কালো আঙ্গুর,টেং ফল,পেশন ফল কলম ৩ ফুট,চালতা,ছাগল লাদি।
▪️পেয়ারা
থাই পেয়ারা (৫,৭,১০),লাল পাতাত কালো পেয়ারা,সীডলেস পেয়ারা,মাধবি পেয়ারা (ভিতর লাল)।
▪️বরই / কুল
টক বরই,অরবরই ফল বীজ,কাশ্মীরী কুল,আপেল কুল,বল সুন্দরি কুল,সিডলেস কুল।
▪️কলা
অগ্নি সাগর লাল কলা,সাগর কলা,সপরি কলা,কাচকলা।
পর্তুলিকা নিতে চাইলে যোগাযোগ করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে।
🌿🌿সুলভ মূল্যে অর্কিড ক্রয় করুন পটিং সহ🌱🌱
▫️৬ টি অর্কিড একত্রে ক্রয় করলে ডেলিভারি চার্জ ফ্রি। [সুন্দরবন কুরিয়ারে অফিস ডেলিভারি দেয়া হবে ]
▪️ছবির মধ্যেই অর্কিডের নাম,ফুলের ছবি,গাছের ছবি ও বিক্রয় মূল্য দেওয়া আছে।
▪️আমাদের সকল অর্কিড পাওয়া যাবে পটিং সহ টবে বা কাটে সেটিং করা অবস্থায়। তাই পটিং জনিত কোন দুশ্চিন্তার কারণ নেই।
▪️কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্তে (জেলা সহরে) আমদের সকল গাছ সরবরাহ করা হয়।
▪️অর্কিডটি ক্রয় করতে আমাদের ইনবক্সে/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
▪️আমাদের শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়।
▪️গুগল মেপে আমাদের লোকেশনঃ-
সুগন্ধা নার্সারী
https://maps.app.goo.gl/eLQgVoSsqoRak2TZ7
▪যোগাযোগঃ
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট]
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
এছাড়াও-
➡️ ঘর,বেলকনি ও ছাদ বাগান সুসজ্জিত করতে #ইনডোর_অর্নামেন্টাল_ও_পাতাবাহার দেখুন-
https://www.facebook.com/174116666336375/posts/1551209645293730/
➡️ ০৬-১২ মাসি ফুলের গাছ ক্রয় করতে দেখুন-
https://www.facebook.com/174116666336375/posts/1531649653916396/
➡ ক্যাকটাস এবং সাকুলেন্ট ক্রয় করতে ক্লিক করুন এই লিঙ্কে -
https://m.facebook.com/story.php?story_fbid=1220362181711813&id=174116666336375
➡ অর্কিড ও ইনডোর প্লান্টের জন্য 50% রোধ প্রতিরোধী নেট ক্রয় করতে দেখুন-
https://m.facebook.com/story.php?story_fbid=1223937194687645&id=174116666336375
➡️অর্কিড, ইন্ডোর প্লান্ট,ফল ও ফুল গাছ পাতাবাহার সহ সকল গাছের জন্য সার,ভিটামিন, ছত্রাকনাশক, কীটনাশক ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/story.php?story_fbid=1279919195756111&id=174116666336375
➡️ দেশি বিদেশি ফল গাছের চারা ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/story.php?story_fbid=1299374757143888&id=174116666336375
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সারী'')
আমের কলম চারা নিতে যোগাযোগ করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে। আমাদের কাছে রয়েছে, আমরুপালি,হাড়ি ভাঙ্গা,বারি-৪(বারোমাসি),বারি-১১(বারোমাসি),কাটিমন,
ব্যানানা ম্যাংগো,গৌরমতি,কিউজাই আম,রামগই ইত্যাদি।
এ ছাড়াও 🌳🍀আপনার পছন্দের গাছ ক্রয় করতে ঘুরে আসতে পারেন আমাদের এই লিংকগুলো থেকে⤵️⤵️⤵️⤵️⤵️
➡️ ঘর,বেলকনি ও ছাদ বাগান সুসজ্জিত করতে #ইনডোর_অর্নামেন্টাল_ও_পাতাবাহার দেখুন-
https://www.facebook.com/174116666336375/posts/1551209645293730/
➡️৫০ প্রজাতির দেশি-বিদেশি অর্কিড পটিং সহ ক্রয় করতে দেখুন
https://www.facebook.com/174116666336375/posts/1550540292027332/
➡️ ০৬-১২ মাসি ফুলের গাছ ক্রয় করতে দেখুন-
https://m.facebook.com/story.php?story_fbid=564989538961381&id=100063510206568
➡ ক্যাকটাস এবং সাকুলেন্ট ক্রয় করতে ক্লিক করুন এই লিঙ্কে -
https://m.facebook.com/story.php?story_fbid=1220362181711813&id=174116666336375
➡ অর্কিড ও ইনডোর প্লান্টের জন্য 50% রোধ প্রতিরোধী নেট ক্রয় করতে দেখুন-
https://m.facebook.com/story.php?story_fbid=1223937194687645&id=174116666336375
➡️অর্কিড, ইন্ডোর প্লান্ট,ফল ও ফুল গাছ পাতাবাহার সহ সকল গাছের জন্য সার,ভিটামিন, ছত্রাকনাশক, কীটনাশক ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/story.php?story_fbid=1279919195756111&id=174116666336375
➡️ দেশি বিদেশি ফল গাছের চারা ক্রয় করতে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/story.php?story_fbid=1299374757143888&id=174116666336375
▪️আমাদের শাখাঃ
#প্রথম_শাখাঃ দাসপাড়া-সুরমাগেইট,সিলেট।(সিলেট সদর থেকে ১০ কি.মি.তামাবিল রাস্তায়)
▪মোবাইল নাম্বার
01312442709 →(What's up,IMO)[বিকাশ পেমেন্ট)
01996437214 →(বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বার)
#দ্বিতীয়_শাখাঃ শিবগঞ্জ পয়েন্ট, তামাবিল রোড, সিলেট।
মোবাইলঃ
01711911437 →(What's up,IMO)[বিকাশ]
01317306362
গুগল মেপে আমাদের লোকেশনঃ-
সুগন্ধা নার্সারী
https://maps.app.goo.gl/eLQgVoSsqoRak2TZ7
▪আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কিড, ফুল,ফল,ইন্ডোর-আউটডোর প্লান্ট,অর্নামেন্টাল গাছ সহ সব ধরণের গাছ যেকোন জেলা সহরে পাঠাই।
( #সঠিক_জাতের_উন্নত_মানের_চারা_কলম_পাওয়ার_নির্ভরযোগ্য_প্রতিষ্ঠান_ '' #সুগন্ধা_নার্সা
জলজ উদ্ভিদ নিতে চাইলে যোগাযোগ করুন। আমাদের সাথে, সুগন্ধা নার্সারী ইনবক্সে।
আলহামদুলিল্লাহ আজ আমার ছোট ছেলে ছামিন আল হোসেন রাফিদ এর জন্ম দিন, নেক হায়াত ও সুস্থতা কামনা করি, হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়… দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়…. এই কামনায় তোমাকে শুভ জন্মদিন জানাই।
ঔষধীয় গাছ নিতে চাইলে যোগাযোগ করুন সুগন্ধা নার্সারী ইনবক্সে। আমাদের কাছে রয়েছে নানান রকমের ঔষধী গাছ। ননীফল,করসল,শাওয়ার সস,
এলোভেরা,বাসক,ইনসুলিন,গাইনুরা,জিংসেন,তুলশি
পাতা,আখন্দা,পাথরকুচি,থানকুনি,অর্জুন,অর্তকি,নিমগাছ ইত্যাদি সহ আরো অনেক প্রজাতির।
আপনাদেরকে স্বাগতম জানাই,সিলেট সুগন্ধা নার্সারী তে।
সিলেট বিভাগের সেরা নার্সারি ভিজিট করলাম 🌼🌷 নার্সারিটির নাম "সুগন্ধা নার্সারি " শিবগঞ্জ, সিলেট
Click here to claim your Sponsored Listing.
অর্কিড বিক্রয় বাজার
📷
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
দাসপাড়া, মামার দুকান পয়েন্ট ও শিবগঞ্জ উপশহর পয়েন্ট, সিলেট।
Sylhet
৩১০০
Opening Hours
Monday | 07:00 - 21:00 |
Tuesday | 07:00 - 21:00 |
Wednesday | 07:00 - 21:00 |
Thursday | 07:00 - 21:00 |
Friday | 07:00 - 21:00 |
Saturday | 07:00 - 21:00 |
Sunday | 07:00 - 21:00 |
New Cantonment Road, Surma Gate, Shaporan
Sylhet, 3100
সিলেটের সর্ববৃহৎ নার্সারী এন্ড গার্ডেন সেন্টার-এ আপনাকে স্বাগতম
Sylhet
Sylhet, 3100
A group just for Bangladeshi's, join and lets overtake India and Pakistan 10 Fans Done 20 Fans Done
Sylhet, 3103
Here we serve you the best and informative gardening ideas, creative DIY's and limited space gardeni