MC College, Sylhet - এম সি কলেজ, সিলেট
Nearby universities
Tamabil Road
3100
You may also like
দয়া করে কলেজের প্রাতিষ্ঠানিক তথ্য জানতে এম সি কলেজের এই ফ্যান পেইজের উপর নির্ভর করবেন না! The college was named after his maternal grandfather, Murari Chand.
মুরারিচাঁদ কলেজ
এম.সি. কলেজ, সিলেট
__________________________________________________________
প্রতিষ্ঠা ১৮৯২
ধরন বিভাগীয় কলেজ
ছাত্র প্রায় ১০,০০০
অবস্থান সিলেট, বাংলাদেশ
__________________________________________________________
মুরারিচাঁদ কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত।মুরারিচাঁদ কলেজ বৃহত্তর সিলেটের সবচাইতে পুরনো শিক্ষাপ
বিদায় সম্ভাষণ
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
মোহনা সাংস্কৃতিক সংগঠন এর মুখপত্র
❝বৈশাখী—১৪৩০❞ এর মোড়ক উন্মোচন।
এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ, সিলেট এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ ও উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও মোহনার সদস্যবৃন্দ।
০৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি.
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
থিয়েটার মুরারিচাঁদ এর একদশক পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন...
০৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি.
মুরারিচাঁদ কলেজ বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা- ২০২৩
ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিজ্ঞপ্তি
মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাব আয়োজিত ডিগ্রি কোর্সের নবীন শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠান সম্পন্ন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ, সিলেট এর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
নবীন বরণ অনুষ্ঠান পরবর্তী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয় মুরারিয়ানরা। দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত।
মোট পরীক্ষার্থী : ৪৫১, অংশগ্রহণ : ৪৪৬, কৃতকার্য : ৪৪৪, জিপিএ ফাইভ : ৩০৬ জন, অকৃতকার্য : ০২
ইন্টারমিডিয়েট ফলাফল ২০২৩
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
অর্থনীতি বিভাগের স্নাতক সম্মান শ্রেণি (২০২২-২৩ সেশন) শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের শাহ এ এম এস কিবরিয়া এওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ, সিলেট এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
আয়োজনে ::
ইকোনমিকস ক্লাব
অর্থনীতি বিভাগ, মুরারিচাঁদ কলেজ, সিলেট।
২৫ নভেম্বর, ২০২৩ খ্রি.
📸 আহমেদ কাওছার
শতবছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজ, সিলেট এর প্রতিষ্ঠাতা রাজা গিরিশ চন্দ্র রায় এর ম্যুরাল
📍 মুরারিচাঁদ কলেজ, সিলেট।
ছবি ঋণ
📸 প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
‘ধন্য মোদের কলেজ’ গানটির রচনাকাল প্রায় শতবছর ছুঁইছুঁই। আজ হতে প্রায় শতবছর আগে ১৯২৬ সালে গানটি রচনা করেন তৎকালীন সাহিত্য বিভাগের ৩য় বর্ষের ছাত্র অমূল্য ভূষণ চৌধুরী এবং গানটি নতুন করে সুর করেন সুরকার হিমাংশু বিশ্বাস। উক্ত গানের গীতিকার এবং সুরকার উভয়েই সবুজের সুশীতল ছায়ায় ঘেরা মুরারিচাঁদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
রাজা গিরিশ চন্দ্র রায়ের ম্যুরাল উদ্বোধন (১৮ নভেম্বর, ২০২৩ খ্রি.) অনুষ্ঠানে মুরারিচাঁদ কলেজ, সিলেটের ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’ এর শিল্পীবৃন্দ ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরিবেশন করে ‘ধন্য মোদের কলেজ’ গানটি।
এই গানটি মুরারিচাঁদ কলেজ এর থিম সং। যা শিক্ষার্থীদের মধ্যে সুবিশাল চিরসবুজ ক্যাম্পাসের প্রতি আবেগ, অনুভূতি, মমত্ববোধ, প্রেম ও ভালোবাসার সঞ্চার করে।
১৩১ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রায় শতবছরের পুরোনো এই গানটি এখনো মুরারিয়ানদের কাছে ভোরের সূর্যোদয়ের মতই নতুন!
© ইমরান ইমন
মুরারিচাঁদ কলেজ, সিলেট এর প্রতিষ্ঠাতা রাজা গিরিশ চন্দ্র রায় এর ম্যুরালের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। ম্যুরাল উদ্বোধন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
১৮ নভেম্বর, ২০২৩ খ্রি.
আজ...
ডিগ্রি ক্লাব, মুরারিচাঁদ কলেজ, সিলেট কর্তৃক আয়োজিত ডিগ্রি ২০২২-২৩ এর ‘নবীন বরণ’ সফল হোক।
মুরারিচাঁদের আঙিনায় আলোয় আলোকময় হোক নবীনদের পথচলা...
তারিখ : ০২ ডিসেম্বর, ২০২৩ খ্রি.
❝স্মৃতির সাগরে আলোক জ্বেলে, রইবে মনের অন্তরালে❞
১১ অক্টোবর, ২০২৩ খ্রি. মুরারিচাঁদ কলেজ, সিলেট এর এইচএসসি-২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বনভোজন লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল এ অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদে মুরারিয়ানদের জন্য মুরারিচাঁদ কলেজ পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভ কামনা। মুরারিচাঁদ কলেজের গৌরবময় ইতিহাসে এই দিনটিও যুক্ত হলো।
Posted by
Imran Emon - ইমরান ইমন
২০১৭-১৮ সেশনের ৪র্থ বর্ষের ফলপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে— অভিনন্দন।
কাজে লেগে পড়ুন...
মুরারিচাঁদ কলেজ জার্নাল, ৩য় বর্ষ, ১ম সংখ্যার ( Volume 3) মোড়ক উন্মোচন অনুষ্ঠান
প্রধান অতিথি : ড.এ কে আব্দুল মোমেন
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি: প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ
উপাধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ।
প্রফেসর মোঃ তোতিউর রহমান,
সম্পাদক, মুরারিচাঁদ কলেজ জার্নাল।
জনাব মোঃ তৌফিক এজদানী চৌধুরী
সম্পাদক, শিক্ষক পরিষদ।
সভাপতি : প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ
অধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ, সিলেট।
কত গল্পের স্বাক্ষী... আপনারও কি তাই?
📸 Dhrubo Chakroborty
❝সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী❞ নীতিবাক্যকে সামনে রেখে ২১ অক্টোবর, ১৯৯২ খ্রি. প্রতিষ্ঠিত হয় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’। যা বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২,২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর হোক। সফল হোক। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী NU.🍂
© Imran Emon - ইমরান ইমন
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণ বিজ্ঞপ্তি
আইসিটি ক্যাম্প
❝এসেছে শত পুষ্পের দল,
করছি তাদের বরণ
হাতে হাতে শোভা পাবে
তাদের দেওয়া মন।
বিশাল এই পৃথিবীতে
সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব।❞
আজ (৮ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ, সিলেট এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো. তৌফিক এজদানী চৌধুরী।
বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোফায়েল আহাম্মাদ, বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক জনাব প্রবীর রায়।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নবাগতদের মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয় মুরারিচাঁদ পরিবার। পরিশেষে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। যা নবীনদের মধ্যে আনন্দ উল্লাস সৃষ্টি করে।
মুরারিচাঁদ কলেজ ক্যাস্পাস নবাগত প্রাণের স্পন্দে আনন্দিত। নবাগত শিক্ষার্থীদের আগামী দিন সুন্দর হোক। শুভ হোক। অশেষ শুভ কামনা।
© Imran Emon - ইমরান ইমন
বিশ্ব শিক্ষক দিবস ২০২৩
আনন্দ শোভাযাত্রা
আলোচনা সভা
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
০৫ অক্টোবর, ২০২৩ খ্রি.
❝আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।❞
❝যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে❞
Ai দ্বারা আমাদের বিদ্যাপীঠ৷
📸 ছবি :: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাসমান ট্রেনের আবিষ্কারক মুরারিচাঁদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী আতাউল করিম। তিনি পদার্থবিজ্ঞানের একজন খ্যাতিমান প্রফেসর।
তাঁর আবিস্কৃত ট্রেনটি চলার সময় ভূমিতে স্পর্শ করবে না। ২০০৪ সালে ভাসমান ট্রেনের প্রকল্প হাতে নেন তিনি। ট্রেনটির প্রোটোটাইপ তৈরি করতে সময় লাগে দেড় বছর।
আতাউল করিমের আবিষ্কৃত ট্রেনটি বিশ্বের নামকরা বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এই ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে। জার্মানি, চীন ও জাপানে ১৫০ মাইলের বেশি গতির ট্রেনে প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়ে ১১ কোটি ডলার, যেখানে এই ভাসমান ট্রেনে খরচ হবে মাত্র ১ কোটি ২০ লাখ থেকে ৩০ লাখ ডলার।
১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে প্রায়ই বাংলাদেশে আসেন তিনি।
১৯৫৩ সালের ৪ মে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্ম ড. আতাউল করিমের। বাবা ছিলেন একজন ডাক্তার। ড. করিমের পূর্বপুরুষরা ভারতের আসাম ও মেঘালয় থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। তাঁর মা এদেশে এসেছিলেন বিয়ের পর। ছেলের গৃহশিক্ষক ছিলেন তিনিই। প্রাথমিক ও মৌলিক শিক্ষার জন্য ড. করিম ষাটমা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। এক বছর অধ্যয়ন করেন পাথারিয়া ছোটলেখা হাই স্কুলে। এরপর ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, যা তখন ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল।
১৯৬৯ সালের মাধ্যমিক পরীক্ষায় আতাউল করিম ৬৪,৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেটের মুরারিচাঁদ(এমসি) কলেজ থেকে অংশ নিয়ে ৩৯,৮৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হন।
এরপর তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ভর্তি হন সেখানকার আলবামা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৮ সালে পদার্থবিদ্যায় এবং ১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
আতাউল করিম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের রাজধানী লিটিল রকের ইউনিভার্সিটি অব আরকানসাসে শিক্ষকতা শুরু করেন।
প্রাক্তন এই মুরারিয়ানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
©
দিলীপ রায়
সহকারী অধ্যাপক
গণিত বিভাগ
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
সিলেট
Sylhet
3100
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 18:00 |
Thursday | 09:00 - 18:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Tilagarh
Sylhet, 3100
Sylhet Engineering College (SEC) established in the year 2007 under the School of Applied Sciences & Technology, Shahjalal University of Science and Technology, is best of its kind...
Technical Road
Sylhet, 3100
Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the
Mirer Moydan
Sylhet
Blue Bird School is not one of the it's just simply the best school in Sylhet city.From 2006 it has started college section.In a short period of time Blue Bird College has also ear...
Technical Road
Sylhet, 3100
It is a page where you know about all the updates of Sylhet Polytechnic Institute
Sylhet
আসসালামু আলাইকুম সকলের ভালোবাসায় এবং সাপোর্টে আমার এই পেইজটি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
29/5 Pathantola Road
Sylhet
Jalalabad Ragib-Rabeya Medical College, Sylhet is situated in divisional headquarter of Sylhet Divis
Sylhet
স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না