Farhan Fahim

আমার কন্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার❣️

13/05/2024

আশাকরি আমাদের সুন্দর পরিবেশনা 'শুদ্ব নিয়ত' ভালো লাগবে আপনার🥰

11/04/2024

আসুন সেই মানুষগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করি। যাদের ঈদের দিন আর পাঁচটা দিনের মতো না খেয়ে কাটাতে হয় 🥲
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা 🎉 ঈদ মুবারক🌙

09/02/2024

Arabian Kabsa Is Available Here 😍
Location- Taltola, Sylhet

05/12/2023

সিলেটের আঞ্চলিক গান

20/10/2023

নিষ্পাপ শিশুদের এমন দৃশ্য দেখে না চাইলেও চোখে পানি চলে আসে 🥹
খুব খুব কষ্ট দেয় এই দৃশ্যগুলো 😭😭

19/10/2023

#ফ্রি_আক্বসা
#ফ্রি_প্যালেস্টাইন
✊🇪🇭

18/10/2023

হে মুসলিম!
তোমার হৃদয় কিভাবে এতো নিষ্ঠুর হয়!! তোমার ভাই-বোন কতই না অমানবিক নির্যাতনের মাঝে আর তুমি আনন্দে দিন কাটাচ্ছ হায় তুৃমি নিজেকে মুসলিম দাবি করো!?
তুমি কি তোমার গাজার মুসলিম ভাই বোনের আর্তনাদের দৃশ্য দেখেছ ? না-কি দেখেও না দেখার অভিনয় করছ?
তুমি কি দেখতে পাওনি অবুঝ শিশু হাতে খাবার নিয়েছে খাওয়ার জন্য কিন্তু জা*হি *L গুলো তাকে খাওয়ার সময়টুকুও দেয়নি।
এখন যদি আমি তোমায় বলি তুমি কি এর কোনো প্রতিবাদ করছ?
তুমি উত্তরে বলবে যে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই তোমার নেই। কিন্তু তোমার তো দুইটি হাত রয়েছে আর কিছু না পারো এই দুইটি হাত রবের দিকে ওঠাতে তো পারবে। প্রভুর দরবারে তো তুমি তোমার সব অভিযোগ জানাতে পারবে। এখানে তো কোনো বাধাবিপত্তি নেই।

হা হা মজার বিষয় কি জানো? তুমি তো উপরের সব লিখাই পড়েছ আর এই লিখা পড়তে তোমার যতটুকু সময় লেগেছে এই সময়টুকুই তোমার ভিতরে হয়তো কষ্ট নামক জিনিসটা ছিলো। কিন্তু, লিখাটা শেষ তুমি সব ভুলে যাবে ফোনটা স্ক্রল করে নিচে গিয়ে মজার কিছু পেয়ে যাবে আর তোমার এই দুঃখও বিলীন হয়ে যাবে 😅
হে বন্ধু এটাই বাস্তবতা 😓

10/10/2023

ফিলিস্তিনের উপর যে অমানবিক নির্যাতন করা হয় তা প্রতিটি মুমিনের হৃদয়ে কম্পন সৃষ্টি করে।
ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে শীঘ্রই। ফিলিস্তিনের মুসলিমদের কান্না থামবে আবার তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবে। আল্লাহ আমাদের সাহায্য করুণ,পৃথিবীর সকল মুসলিমকে হেফাজত করুন, পৃথিবীর সকল মুসলিমকে এক হওয়ার তাওফিক দান করুন।

#ফিলিস্তিন
#ইসরায়িল
#হামাস

06/10/2023

মুহাম্মাদ এই একটি নামে এতো প্রেমের ঢল 🥰

01/10/2023

রাসূল (স.) -এর প্রেমে সুন্দর একটি গজল
গান: মুহাম্মাদ এই একটি নামে
কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান

25/09/2023

আঞ্চলিক গান | সিলেট, রাজশাহী ও কয়েকটি আঞ্চলের গান | Ancholik Gan

10/09/2023

শাহ আব্দুল করিম -এর জনপ্রিয় লোকগীতি 'আগে কি সুন্দর দিন কাটাইতাম'
Age ki sundor din kataitam. Gramer nowjowan
বাউলগান
নৌকা ভ্রমণ

28/08/2023

পিয়ারা রাসূল
Heart touching beautiful naat sharif

05/08/2023
04/08/2023

I've received 5,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🥰

19/07/2023

সবাইকে ১৪৪৫ হিজরী
নববর্ষের
শুভেচ্ছা 💖

07/07/2023

তোমরা দু‘আ করতে গড়িমসি করো না। কারণ, দু‘আর সাথে লেগে থাকা ব্যক্তি কখনো ধ্বংস হয়নি।

—আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু আনহু)

02/07/2023

সুবহানাল্লাহ ❤️🥀

28/06/2023

ঈদের খুশি যাক ছড়িয়ে সবার মাঝে আজ
মুছে দিয়ে হিংসা-ঘৃণা মন্দ যত কাজ।

✍️ তাওহিদ সুফিয়ান

সবাইকে ঈদের শুভেচ্ছা, 💖 ঈদ মোবারক 💖

27/06/2023

হজ্জে যাওয়ার আগ্রহ নিয়ে অসাধারণ একটি গজল। ও মনপাখি উড়ে চল তুই ডানা মেলে ঐ যে ক্বাবার দেশে।

হজ্জে যাওয়ার ইচ্ছা প্রতিটি মুসলমানের হয়। কিন্তু অনেকের পক্ষে হজ্জে যাওয়া সম্ভব হয় না। আল্লাহ যেন আমাদের একবার হলেও মক্কা নগরীতে হজ্জে যাওয়ার তাওফিক দান করেন।

হজ্জে যাওয়া নিয়ে গজল
কুরবানীর গজল
#বাংলা_গজল
#কুরবানী
#হজ্জ
#উমরাহর
#হজ্জের_গজল

25/06/2023

সুবহানাল্লাহ 😍🥀

23/06/2023

ইনশাআল্লাহ 🥀❤️

21/06/2023

সুবহানাল্লাহ 🥀❤️

20/06/2023

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল(ﷺ) বলেন– ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [মুসলিম, আস-সহিহ: ১১৬২]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল(ﷺ) বলেন– ‘‘তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৯৭৭]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ)বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ),
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ),
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ )
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) পড়ো।’’
[আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন।
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারা কুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪ সনদ সহিহ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।” [সুরা তাওবাহ, আয়াত: ৩৬]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।’’ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।’’ [বুখারি, আস-সহিহ: ৯৬৯; আহমাদ, আল-মুসনাদ: ৬৫০৫; আবু দাউদ, আস-সুনান: ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।[ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫]

★★★আমরা কী কী আমল আমরা করতে পারি?

(এখন যে আমলগুলোর কথা বলা হবে, সেগুলো বছরের যেকোনো সময়ের জন্য। বিশেষভাবে জিলহজ্জ মাসের জন্য নির্ধারিত নয়)

❖ সামর্থ্য থাকলে হজ্জ ও উমরা আদায় করা।

❖ বেশি বেশি ইস্তিগফার পাঠ করা।

❖ আন্তরিকভাবে তাওবাহ করা।

❖ অধিক পরিমাণে দরুদ পাঠ করা।

❖ সাধ্যানুযায়ী দান-সদাকাহ করা।

❖ কুরআন তিলাওয়াত করা।

❖ সুরা ইখলাস বেশি করে পড়া।

❖ বেশি বেশি দু‘আ করা।

❖ মা-বাবার খেদমত করা।

❖ শেষ রাতে তাহাজ্জুদ পড়া।

❖ অসুস্থ ব্যক্তির সেবা-সুশ্রূষা করা।

❖ মানুষের অভাব ও প্রয়োজন মেটানো।

❖ সকাল-সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা।

আল্লাহ তায়ালা আমাদের ইলমে,আমলে বারাকাহ দিক।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুক।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরত যাওয়ার তৌফিক দিক।

আল্লাহুম্মা আমীন।

- সংগৃহীত

19/06/2023

নারী সংবাদ কর্মী প্রশ্ন করেন: পুরো আধঘণ্টা সাক্ষাৎকারে আপনি একবারও আমার দিকে তাকাননি, এর কারণ কী?
তিনি উত্তর দেন: এতে নতুন কি আছে, বি বি? শরীয়ত আমাকে আপনাকে ঢেকে রাখার ক্ষমতা দেয়নি, তবে অবশ্যই আমাকে চোখ নামিয়ে রাখার নির্দেশ দিয়েছে। আপনার মাথার দোপাট্টা আমার কর্তব্যের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমার চোখের যত্ন নেওয়া আমার কর্তব্যের অন্তর্ভুক্ত।এটা আপনাকে অপমান করার সমস্যা নয়, আমার শরীয়তের আবদ্ধ থাকার সমস্যা।

ইমারাতে ইসলামিয়া আফগানি*স্থানের একজন মন্ত্রী।

© Collected

16/06/2023

আল্লাহর শুকরিয়া আদায়ের গান 'আলহামদুলিল্লাহ'
গানঃ আলহামদুলিল্লাহ।
কথা ও সুরঃ আলিফ নূর।
মূল শিল্পীঃ তাওহিদ সুফিয়ান।

অসাধারণ একটি হামদে বারি তায়ালা
Bangla gojol, বাংলা গজল
Islamic song






#বাংলা_গজল
#ইসলামিক_গান

15/06/2023

আল্লাহর রহমতের কোন সীমানা নেই!

সুবহানাল্লাহ ❤️

11/06/2023

"যদি ইসলাম আপনাকে সুখী না করে তাহলে বুঝে নিন আপনার ইসলাম পালনে ভুল আছে। আপনি সঠিক ইসলাম পালন করছেন না।"
------শায়েখ হামজা ইউসুফ হাফিযাহুল্লাহ

11/06/2023

“আর যারা তাদের সালাতে যত্নবান,তারাই জান্নাতে সম্মানিত হবে।”

[সুরা আল-মা'আরিজ ৩৪-৩৫]

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ফিলিস্তিনকে নিয়ে ছোট্ট শিশুর মন কাড়া কিছু কথা!ছোট্ট শিশুটি যদি ফিলিস্তিনের প্রতি ভালোবাসার জন্য ইসরাইলি পন্য বয়কটের কথা ...
Arabian KABSA
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ #Desher_gaan #Bangladesh #bangladeshi #banglasong
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ #Desher_gaan #Bangladesh #bangladeshi #banglasong
Ancholik gaan
এই দৃশ্যগুলো খুব কষ্ট দেয় 😭
ফিলিস্তিনের গান || আয়া সোফিয়ার ভেঙেছে শিকল || প্রতিবাদী সংঙ্গীত #ফিলিস্তিন #Israel #Hamas #Palestinian #Muslims #nasheed
আয়া- সোফিয়ার ভেঙেছে শিকল, শিকল ভাঙবে আল আকসার
রাসূলের প্রেমে গজল
চমৎকার একটি গজল || Muhammad Ei Ekti Name || Moshiur Rahman
আঞ্চলিক গান || একসাথে কয়েকটি অঞ্চলের গান || Mix Ancholik gan || Panvision TV
নৌকা ভ্রমণ সাথে জনপ্রিয় লোকগীতি | আগে কি সুন্দর দিন কাটাইতাম

Category

Website

Address


Sylhet

Other Artists in Sylhet (show all)
Mithila Mithu Mithila Mithu
Sylhet, 3100

Mithila Das Mithu is a Bangladeshi singer, Songwriter,She is noted for her different vocal tone,

Srihatta Bhumi Sylhet Srihatta Bhumi Sylhet
Sylhet
Sylhet, SYLHET

follow my page and share with your friends & family

Nayem Ahmed Nayem Ahmed
Awdat Shaharpara Jagannathpur Sunamgonj
Sylhet, 3061

সাথে থাকবেন সবাই 😍👍 আর বিনোদন দেখার জন্য আমন্ত্রণ 👍🤭

Tabassum's Mehendi Art Tabassum's Mehendi Art
Akhalia
Sylhet

Assalamu Alaikum. I am working as a henna artist from Sylhet.If you want to apply henna on your hand at any social event, please contact me in the inbox.

Moloy Chakraborty Moloy Chakraborty
Sylhet

Music is my life

Rajon's art work Rajon's art work
Sylhet

I am a simple Artist

Arman Gallery Arman Gallery
Dhaka
Sylhet

alhamdulillah

Promu Art Drawing Promu Art Drawing
1215
Sylhet

Hello Everyone.This is my art drawing page. Thanks for following the page .

Ujjal Datta Official Ujjal Datta Official
Lama Bazar
Sylhet, 3100

Professional Digital Marketer and SEO Experts #Pinterest #YouTube #Instagram

Abubakar Sabbir Abubakar Sabbir
Fenchugonj
Sylhet, 3117

The goal of truth and beautiful preaching will always be

Henna Artistry" by Nadia Henna Artistry" by Nadia
Shibgonj
Sylhet

Henna Artist🌿 Your design 😊 ⭕Only Inside Sylhet City ⭕