SUST News
This is the Official page of Shahjalal University of Science & Technology, Sylhet (Shortly known as SUST).
শাবিপ্রবিতে হবে ১০০০ আসন বিশিষ্ট হুমায়ুন রশিদ চৌধুরী হল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মিত হতে যাচ্ছে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্র হল। হলটি সিলেটের কৃতি সন্তান ও সাবেক স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (০৯ জুন) বিকালে নামকরণের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উনার নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় সিলেটের মাটিতে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির ক্রান্তিকালে হুমায়ুন রশিদ চৌধুরী ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুমায়ুন রশিদ চৌধুরীর সম্মানার্থে তার নামে একটি ভবনের নামকরণ করা। অবশেষে আমাদের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্র হল নির্মিত হবে। আমরা সে হলটি প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে হলটি নির্মাণের টেন্ডারও হয়েছে। আশা করছি দ্রুতই হলটি নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল। হলটি হুমায়ুন রশিদ চৌধুরীর মায়ের নামে নামকরণ করা হয়। বেগম সিরাজুন্নেসা চৌধুরী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জানুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে আগামী জানুয়ারিতে....
আজ ৩ জুন,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট -এ বেলা ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে মোবাইল নেটওয়ার্ক সুদৃঢ় করার জন্য গ্রামীন ফোন লিমিটেড কতৃক মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের স্থান নির্ধারণ কাজ পরিদর্শন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, গ্রামীন ফোন লিমিটেডের প্রধান একাউন্টস ম্যানেজার দেবাশীষ রায় প্রমুখ।
শোকবার্তা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আরিফুল ইসলামের মমতাময়ী মা ফাতেমা বেগম (৮০) গত ২৭ মে, ২০২৪ তারিখ বেলা ৪ টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) করেন।
মরহুমার মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের মমতাময়ী মা ২৮ মে, ২০২৪ তারিখ বেলা ১২টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) করেন।
মরহুমার মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অভিনন্দন
শাবিপ্রবি
অভিনন্দন
প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ২৪(১)(ঝ)ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর কর্তৃক আগামী ২ বছরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
উল্লেখ্য প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ বাংলাদেশ ও আমেরিকা সরকারের যৌথ উদ্দ্যোগে প্রতিষ্ঠিত আরণ্যক ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টরসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন এবং Sust Journal of Science and Technology-এর চীফ এডিটর ও সাস্ট রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।
আজ বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রস্তাবিত মাঠ গবেষণাগারের স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, জিইবি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, জিইবি বিভাগের প্রফেসর ড. আসিফ ইকবাল প্রমূখ।
আজ ২৩ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি),সিলেট-এ বেলা ১১টায় মিনি অডিটরিয়ামে আর্কিটেকচার বিভাগের আয়োজনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নে "স্টুডিও ডিজাইন এক্সপজিশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আজকের এই আয়োজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীদের জন্য মাইলফলক। কারন আজকের এই আয়োজনের ফলেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পেলো। আমি আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আক্তার, শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো. কবির হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন কমিটির বহিঃসদস্য স্থপতি মোহাম্মদ শামসুল আরেফিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবির এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ধীমান শর্মা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন কমিটির বহিঃসদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আব্দুল গফুর প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ইফতেখার রহমান এবং সঞ্চালনা করেন আর্কিটেকচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পূর্নতা প্রসাদ রায়।
আজ ২০ মে,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training on Preparation and Publication of Research Articles in International Journals and Creating Impact শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় ৩৬ জন প্রভাষক অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে। আজকে এই কর্মশালার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় আরেকটি লক্ষ্যমাত্রা অজর্নের জন্য কাজ শুরু করলো। আপনারা ইতোমধ্যে জানেন যে, এ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ডিস্টিংগুইসড প্রফেসর নিয়োগ দেয়া হয়েছে। তিনি আজকে এই কর্মশালায় উপস্থিত আছেন। তিনি তাঁর অর্জিত অভিজ্ঞতার আলোকে তরুন গবেষকদের আন্তর্জাতিক জার্নালে হাই ইমপ্যাক্ট গবেষণা প্রবন্ধ প্রকাশের দিক নির্দেশনা দেবেন। আমি বিশ্বাস করি এ বিশ্ববিদ্যালয় অচিরেই আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও অবস্থান তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
আজ ১৬ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ বিকাল ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন।
বৃক্ষ রোপন শেষে তিনি বলেন, গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রেখেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড চলমান। আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচির মত অন্যান্য হলগুলোতেও কর্মসূচি পালিত হলে গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস গঠনে কার্যকরী অগ্রগতি হবে।
এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মনিরুজ্জামান খানসহ সহকারী প্রভোস্টবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ সন্ধ্যা ৭ টায় প্রশাসন ভবন-২ এর সামনে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্দ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত ২৫০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। বিতরণকালে অন্যান্যের মধ্যে আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, মেয়রপত্নী হলি চৌধুরী ও মেয়রপুত্র রায়হানুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল ১৩মে, ২০২৪তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ বেলা ৩ টা ৩০ মিনিটে মিনি অডিটরিয়ামে বাংলা বিভাগের সাহিত্য বিষয়ক সংগঠন অবিদ্যার আয়োজনে মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্মারক বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের দল বা সংগঠন। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।এটি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান ঢাকা কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষকের দ্বারা প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ , আবুল হুসেন প্রমুখ। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলো বার্ষিক প্রকাশিত শিখা পত্রিকা। ইতিহাসে মুসলিম সাহিত্য সমাজের গুরুত্বপূর্ণ ও মননশীল ভূমিকা আছে।
উদ্বোধনী বক্তৃতামালার বিষয়বস্তু ছিল বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহাসিক প্রক্ষাপট এবং প্রাসঙ্গিকতা । এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক প্রফেসর আবুল কাসেম ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগে প্রফেসর ড. জফির সেতুু, স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজ ১৩ মে,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation :Curriculam (Std.4) and Teaching Learning and Assessment (Std5)শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আউটকাম বেইজড এডুকেশন কার্যক্রমের উন্নয়নের জন্য আইকিউএসি সারা বছর ধরেই শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে।আজকের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হলো। ধাপে ধাপে সকলকে প্রশিক্ষণের মাধ্যমে যে নিরলস পরিশ্রম আইকিউএসি এবং সংশ্লিষ্ট সকলে করেছে তাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশে ২য় হয়েছি। এ বছর ১ম হতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড চূড়ান্ত পর্ব ২০২৩ ও ৫ম আন্তর্জাতিক গণিত দিবস ২০২৪ গত ১০ মে, ২০২৪ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থী, যারা সিলেট অঞ্চলে বাছাই পর্বে নির্বাচিত হয়ে মূল পর্বে অংশগ্রহণ করে।
১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড চূড়ান্ত পর্ব ২০২৩ ও ৫ম আন্তর্জাতিক গণিত দিবসে ৮ম স্থান অর্জন করে শাবিপ্রবির কৃতী শিক্ষার্থী সজীব কুমার চৌধুরী। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির শিক্ষার্থীদের মেন্টর হিসেবে ছিলেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
আজ ১২মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation :Curriculam (Std.4) and Teaching Learning and Assessment (Std5)শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় ব্যবসায় প্রশাসন ও সমাজকর্ম বিভাগের এবং আইআইসিটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আউটকাম বেইজড এডুকেশন কার্যক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে আছে। এ বিশ্ববিদ্যালয়ে সারাবছর ধরেই আইকিউএসির আয়োজনে শিক্ষকদের কর্মশালার আয়োজন করে থাকে। আজকের কর্মশালা এরই ধারাবাহিকতার অংশ।
তিনি আরো বলেন, আমরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশে ২য় হয়েছি। এ বছর ১ম হতে চাই। আন্তর্জাতিক র্যাংকিং ভালো অবস্থান তৈরি করতে একজন র্যাংকিং স্পেশালিস্ট প্রফেসর অল্পকিছুদিনের মধ্যেই এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
বাংলাদেশে প্রথমবারের মত ই- সাইন সার্টিফিকেটের উদ্বোধন আজ শাবিপ্রবিতে।
আজ ১০ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়, সিলেট -এ বেলা ৩ টায় আইআইসিটির ভার্চুয়াল রুমে Smart Academic Credentials (SAC) - এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত কোনো প্রতিষ্ঠান ই-সার্টিফিকেট প্রবর্তণ করতে যাচ্ছে। আন্তর্জাতিক মান ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় এখন থেকে বিশ্বের যে কোন প্রান্ত হতে শিক্ষার্থীরা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং প্রাপ্ত সার্টিফিকেট বিশ্বের সকল প্রান্তে ব্যবহার করতে পারবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং রিলিফ ভেলিডেশান লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার রাশেদ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. রেজা সেলিম এবং সঞ্চালনা করেন আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান, ইন্সটিটিউটের প্রধান, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ ৯ মে, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে তথ্য অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, তথ্য অধিকার প্রতিষ্ঠায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর। আজকে এখানে যারা কর্মশালায় অংশগ্রহণ করেছেন আপনারা সকলেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছেন। আপনারদেরকেই এ বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং মো. ফজলুর রহমান।
সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান।
আজ ৯ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation :Curriculam (Std.4) and Teaching Learning and Assessment (Std5)শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগ, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আউটকাম বেইজড এডুকেশন কার্যক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে আছে। এ বিশ্ববিদ্যালয়ে সারাবছর ধরেই আইকিউএসির আয়োজনে শিক্ষকদের কর্মশালার আয়োজন করে থাকে। আজকের কর্মশালা এরই ধারাবাহিকতার অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
আজ ৮ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation :Curriculam (Std.4) and Teaching Learning and Assessment (Std5)শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় বাংলা, স্যোশিওলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বক্ষেত্রে গুনগত মান বজায় রাখতে বদ্ধ পরিকর। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সেরাদের সেরা প্রার্থীকেই নিয়োগ দেয়া হয়েছে। তাই শিক্ষকদেরকেও উত্তম পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। আজকের এই আয়োজন শিক্ষকদের উত্তম পদ্ধতিতে শিক্ষাদান প্রক্রিয়ায় দক্ষ করে গড়ে তুলবে।
তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির কার্যক্রম পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো। আইকিউএসি সারা বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় দারুন ভুমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
আজ ৮ মে, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২৩-২৪ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৮৪জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আপনাদের সকলকে সঠিক সময়ে সকল সূচকের রিপোর্ট প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি কার্যক্রম, ডিজিটাল এটেনডেন্স সিস্টেম চালু করা হয়েছে। সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় আমরা গতবছর চুক্তি বাস্তবায়নক ২য় হয়েছি। এবার আরো ভালো কিছু প্রত্যাশা করছি
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক।
আজ ৭ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation :Curriculam (Std.4) and Teaching Learning and Assessment (Std5)শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ওশেনোগ্রাফি বিভাগ এবং সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা, গবেষণা এবং অবকাঠামো উন্নয়নে গুনগত মান বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষার্থী এবং বিভাগ সংখ্যা বৃদ্ধির সুযোগ নেই। কিন্তু শিক্ষার্থীদের গুনগত শিক্ষাদান নিশ্চিত করতে হবে। আজকের এই আয়োজন শিক্ষকদের গুনগত শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলবে।
তিনি আরো বলেন, গবেষকদের আন্তর্জাতিক জার্নালে গবেষনা প্রবন্ধ প্রকাশ করতে নিবন্ধন খরচের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্ধ ছিলো। এ বছর ১ কোটি টাকা করার পরিকল্পনা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
আজ ৭ মে, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৪র্থ তলার সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২৩-২৪সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৮৪জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রয়োজন স্মার্ট কর্মপরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজই সমান গুরুত্বপূর্ণ। আপনারদের কাজ সঠিক ও শুদ্ধভাবে সম্পন্ন হলেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে।সঠিক সময়ে সঠিক কাজ সততার সাথে সম্পন্ন করাই মূলত শুদ্ধাচার।
তিনি আরো বলেন, সকলের ঐক্যবন্ধ কর্ম প্রক্রিয়াই একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুদ্ধাচার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার।
আজ ৬ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর মিনি অডিটরিয়ামে সকাল ১০ টায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সঠিক সময়ে পালন করলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। দায়িত্ব পালনে অবহেলা করলে অভিযোগ আসবেই। ইতোমধ্যে প্রত্যেক সেবা পয়েন্টে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। কারো সম্পর্কে অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আমিনা পারভীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান(তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন)।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক মৌলি আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক ও উপ-রেজিস্ট্রার শাহিনা সুলতানা।
আজ ৫ মে,২০২৪ তারিখ বেলা ৪ টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) -এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ( এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তিটি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী প্রযুক্তির পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা আদান -প্রদানের মাধ্যম হিসেবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয় দুটি সমৃদ্ধ হবে।
এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মদ হোসনা আরা, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর অমিত রয় চৌধুরী, শাবিপ্রবির আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
৪ মে ২০২৪ তারিখ দুপুর ১ টায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ নবনির্মিত সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পার্শ্ব রাস্তা নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।
আজ ৪ মে ২০২৪, তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এর সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে বেলা ৩ টায় " Workshop on Application of Statistical Techniques Through SPSS"শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়য় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন অনুষদের নিবন্ধিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট ইতোমধ্যে ৮ কোটি ৬৫ লক্ষ টাকায় উন্নিত করা হয়েছে। বিশ্বমানের গবেষণা নিশ্চিতে টার্নেটইন সফটওয়ার ব্যবহার করা হচ্ছে। আগামী বছরগুলোতে গবেষণা বাজেট আরো বৃদ্ধি করা হবে। গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামীতে আরো সফলতার মুখ দেখবো। তবে গবেষকদের গবেষণাগুলো সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করতে হবে।তাহলেই রেংকিং এ আমরা এগিয়ে যেতে পারবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম।
আজ ৪ মে, ২০২৪ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল রুমে জাতীয় জাদুঘরের নিকট শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রমুখ।
উল্লেখ্য শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আত্তীকরণ পরবর্তী লাইভ অনুষ্ঠান জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সকাল বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
*বিশেষ সতর্কবার্তা!*
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারণাচক্র দেশব্যাপী বিভিন্ন ব্যক্তির তথ্য ও ছবি ব্যবহার করে ভুয়া একাউন্ট নাম্বার দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন একটি প্রতারণাচক্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ব্যাংক একাউন্ট নাম্বারের মাধ্যমে বেশ কয়েকজনের কাছে অর্থ চেয়েছে।
বিষয়টি একেবারে ভুয়া এবং এটি প্রতারণাচক্রের ব্যাবহৃত একটি ফাঁদ। দয়া করে এমন ফাঁদে পা দিয়ে কারো সঙ্গে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য উপাচার্য মহোদয় বিশেষভাবে আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, বিষয়টি নিয়ে প্রতারণাচক্রকে ধরতে ইতোমধ্যে গোয়েন্দাসংস্থা ও আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।
ধন্যবাদ
আজ ৩০ এপ্রিল ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ বেলা ২ টায় আইআইসিটি ভবনের ২য় তলার ভার্চুয়াল ক্লাসরুমে ই-গর্ভনেন্স ও উদ্ভাবন কার্যক্রম ২০২৩- ২৪ এর আয়োজনে ইনোভেশন প্রদশর্নী-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন অনন্য একটি আয়োজন। ইনোভেশন প্রদর্শনীর মাধ্যমে নতুন আইডিয়া তৈরি হবে যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করবে। এ বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে ৫০০০ স্কয়ারফিট জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন সবাইকে উষ্ণ অভিনন্দন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফকরুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহবায়ক এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম এবং সঞ্চালনা করেন পোগ্রামার আমিন আল মুরাদ।
প্রদর্শনীতে মোট ৩০ টি ইনোভেটিভ প্রজেক্ট উপস্থাপন করা হয়।
উপস্থাপিত প্রজেক্টগুলো থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্হান নির্ধারণ করে পুরস্কৃত করা হয় এবং ১০ টি প্রজেক্টকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
১ম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।।
Click here to claim your Sponsored Listing.
এক নজরে শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজী। এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় এবং বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মত সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি ১৯৯৬-৯৭ সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির (আমেরিকান সেমিস্টার পদ্ধতি) প্রবর্তন করে। এছাড়া বাংলাদেশের একমাত্র অনুসন্ধান ইঞ্জিন "পিপীলিকা" সেটিও এই বিশ্ববিদ্যালয়ের অবদান যা ২০১৩ সাল থেকে চালু হয়ে এপর্যন্ত সফল ভাবে তথ্য সেবা প্রদান করছে। এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন অলিম্পিয়াড সহ সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার সিলেট অঞ্চলের আয়োজন এই বিশ্ববিদ্যালয় করে থাকে। শাবিপ্রবির আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় মহিলা প্রোগ্রামিং প্রতিযোগিতা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ইত্যাদি। বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা মিলে এগুলোর সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করে থাকে।
Videos (show all)
Category
Contact the university
Telephone
Website
Address
Shunamgonj Street
Sylhet
3100
Tilagarh
Sylhet, 3100
Sylhet Engineering College (SEC) established in the year 2007 under the School of Applied Sciences & Technology, Shahjalal University of Science and Technology, is best of its kind...
Technical Road
Sylhet, 3100
Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the
Mirer Moydan
Sylhet
Blue Bird School is not one of the it's just simply the best school in Sylhet city.From 2006 it has started college section.In a short period of time Blue Bird College has also ear...
Technical Road
Sylhet, 3100
It is a page where you know about all the updates of Sylhet Polytechnic Institute
Sylhet
আসসালামু আলাইকুম সকলের ভালোবাসায় এবং সাপোর্টে আমার এই পেইজটি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
29/5 Pathantola Road
Sylhet
Jalalabad Ragib-Rabeya Medical College, Sylhet is situated in divisional headquarter of Sylhet Divis
Sylhet
স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না