Theatre SUST
Nearby arts & entertainment
Sylhet Shalla Sunamgonj
Bangladesh Sylhet
sylhet
3100
Biswanath
Shahporan R/A
#Roadnumber
Uposhashar
Puran Lane
3100
"নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন।"
স্বাধীনতা উত্তর কালে বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার ভিত্তিক নাট্যচর্চা শুরু হয় সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছ্বল প্রাণবন্ত তরুণের একটি রঙ্গীন স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন “থিয়েটার সাস্ট”।
১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর “অভিষেক” অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপ থিয়েটার “থিয়েটার সাস্ট” এবং সেই থেকে অদ্যাবধি গ্রুপ থিয়েটারের আদর্
আপনারা জানেন গতকাল ভারত তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট খুলে দেয় যার ফলে উত্তরবঙ্গে ৫ টি জেল ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ এমনিতেই দারিদ্র্য সীমার অনেক নিচে, তারপর আবার এই বন্যা। বর্তমানে সেখানে সাধারণ মানুষের অবস্থা অনেক দুর্বিষহ।
উত্তরবঙ্গের এই কঠিন সময়ে বন্যার্ত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য Lalmonirhat Students' Association, SUST এর পক্ষ থেকে ফান্ড সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সবাই আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করলে হয়তো এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব। ইচ্ছা সত্ত্বেও সরাসরি হয়তো সাহায্য করা সবার জন্য সম্ভব না, তবে আপনার ক্ষুদ্রতম অবদান হয়তো আমাদের মাধ্যমে পৌঁছে যাবে কোনো ক্ষুধার্ত মানুষের আহার হয়ে কিংবা ঘরহীন ব্যক্তির টিন হয়ে কিংবা বন্যায় তলিয়ে যেতে থাকা কোনো মানুষের শেষ আশা হিসেবে। আমরা যে যতটুকু পাই সেটুকু দিয়েই সাহায্য করবো ইনশাআল্লাহ্।
আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন।
মোবাইল ব্যাংক একাউন্টসমূহঃ (Send Money)
Bkash: 01814560020 / 01819909684
Nagad: 01814560020 / 01819909684
Rocket: 018145600202
ব্যাংক একাউন্ট:
Islamic Bank Ltd
A/C No: SMSA1242
A/C Holder: Md. Nafiz Rahman
আহবানে,
মোঃ নাফিজ রহমান সৌমিক
সাধারণ সম্পাদক, লালমনিরহাট স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট
মোঃ মোস্তাকিম বিল্লাহ,
সভাপতি, লালমনিরহাট স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ।
থিয়েটার সাস্ট-এর পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বৈরাচার পতনের একমাস পূর্ণ হল আজ। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে "থিয়েটার সাস্ট"
ভায়োলিন: জন্মেজয় হালদার স্বাগত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ঘটা সাম্প্রতিক ঘটনা আমাদের সকলকে গভীরভাবে চিন্তিত করেছে। বহিরাগতদের দ্বারা ছাত্রদের উপর ভয়ভীতি প্রদর্শন এবং হল ত্যাগে বাধ্য করা মোটেও গ্রহণযোগ্য নয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, শাবিপ্রবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
আমরা দাবি করি, ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করা হোক। সকল ছাত্র-ছাত্রী যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের অধ্যয়ন চালিয়ে যেতে পারে, সেজন্য অবিলম্বে একজন ভিসি নিয়োগ ও প্রশাসন গঠনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিখ্যাত চলচিত্র পরিচালক, উপন্যাসিক ও গল্পকার 'জহির রায়হান' এর জন্মদিনে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।
পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষ।
'থিয়েটার সাস্ট' -এর পক্ষ হতে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক✨
'থিয়েটার সাস্ট' - এর পক্ষ হতে সবাইকে বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা।
গতকাল ১০ ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার, শাবিপ্রবি'র অন্যতম নাট্যসংগঠন "থিয়েটার সাস্ট" চড়ুইভাতি অনুষ্ঠান শেষে "ত্রয়োবিংশ কার্যনির্বাহী পরিষদ" এর বর্ধিত অংশ ঘোষণা করে।
"ত্রয়োবিংশ কার্যনির্বাহী পরিষদ" এর বর্ধিত অংশের সদস্যরা হলেন –
সহ-দপ্তর সম্পাদকঃ
জন্মেজয় হালদার স্বাগত (IPE 22-23)
সহ-প্রচার সম্পাদকঃ
তৃষা তালুকদার (IPE 21-22)
সহ-আলোক সম্পাদকঃ
তরিকুল ইসলাম রিফাত (ECO 21-22)
আজ পহেলা মে। মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ।
"থিয়েটার সাস্ট" এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছে। মেহনতি মানুষের ন্যায্য সংগ্রামের জয় হোক।
'থিয়েটার সাস্ট'-এর পক্ষ হতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।এই নববর্ষ সবার জন্য একটি নতুন ভোরের সূচনা করুক, সবার জীবনে নিয়ে আসুক আশা, শান্তি, আনন্দ এবং সুখ।
শুভ নববর্ষ।
'থিয়েটার সাস্ট' এর পক্ষ থেকে সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা।
"থিয়েটার সাস্ট"-এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আজ ভয়াল ২৫ শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী পূর্বপরিকল্পিত ' অপারেশন সার্চলাইট' এর নীলনকশা অনুযায়ী সারাদেশের নিরস্ত্র ও ঘুমন্ত বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।
জাতীয় গণহত্যা দিবসে 'থিয়েটার সাস্ট'-এর পক্ষ হতে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী , 'সাদী মহম্মদ' এর মহাপ্রয়াণে আমরা 'থিয়েটার সাস্ট' পরিবার গভীরভাবে শোক জ্ঞাপন করছি।
‘থিয়েটার সাস্ট’ প্রযোজনা ৩৪ এর ৩য় প্রদর্শনী-
নন্দিত কথাসাহিত্যিক “হূমায়ুন আহমেদ” এর নাটক-
‘মহাপুরুষ’
নির্দেশনা- মোঃ ফয়সাল আহমেদ শুভ
পূণঃনির্দেশনা- সোহানুর ইসলাম অভি
সহ-নির্দেশনা- পলাশ বখতিয়ার
তারিখঃ ৫ মার্চ , ২০২৪ ইং, মঙ্গলবার ।
সময়ঃ সন্ধ্যা ৭ টা।
স্থানঃ কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট।
টিকেট প্রাপ্তিস্থান: শো এর আগে অডিটোরিয়ামের সামনে কাউন্টারে।
‘থিয়েটার সাস্ট’ প্রযোজনা ৩৪ এর ২য় প্রদর্শনী
নন্দিত কথাসাহিত্যিক “হূমায়ুন আহমেদ” এর নাটক-
‘মহাপুরুষ’
নির্দেশনা- মোঃ ফয়সাল আহমেদ শুভ
পূণঃনির্দেশনা- সোহানুর ইসলাম অভি
সহ-নির্দেশনা- পলাশ বখতিয়ার
তারিখঃ ৪ মার্চ , ২০২৪ ইং, সোমবার ।
সময়ঃ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট ।
স্থানঃ কেন্দ্রীয় মিলনায়তন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ।
টিকেট প্রাপ্তিস্থানঃ অর্জুনতলায় অবস্থিত থিয়েটার সাস্ট এর টিকেট বুথ এবং শো এর আগে অডিটোরিয়ামের সামনের টিকেট কাউন্টারে।
অনলাইন টিকিটঃ https://forms.gle/BRs9F9C3R1FzLv2V6
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে 'থিয়েটার সাস্ট' এর পু্ষ্পস্তবক অর্পণ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the establishment
Telephone
Website
Address
Shahjalal University Of Science & Technology
Sylhet
3114
Smart Computer, Raja Mansion(2nd Floor), Zindabazar, Sylhet
Sylhet, 3100
থিয়েটার একদল ফিনিক্স মননে সৃষ্টির নেশা
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
শুধু প্রদর্শনের জন্য নয়, জীবনের জন্য শিল্পচর্চা
University Centre, Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
A Group Theatre of Shahjalal University of Science & Technology, Sylhet. Member of Group Theatre Fed
Sylhet, 3100
এটি একটি নাট্য সংগঠন। আমরা আমাদের স্বপ্ন ও আদর্শের কথা নাটকের মাধ্যমে প্রচার করি।
Sylhet Theatre Sylhet . No 3 Jallarpar Sylhet
Sylhet, 3100
Sylhet Theatre was formed end of 1976, then re-formed at 4 October 1988. Sylhet Theatre is non-poli