তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, টাঙ্গাইল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্ঞানভিত্তিক অর্থনীতি, সুশাসন প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির ব্যবহার।
আজ ১৬ ডিসেম্বর , মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা সদরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভতে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , জেলা কার্যালয়, টাঙ্গাইল ও জেলার অন্যন্য আইসিটি কর্মকর্তাবৃন্দ ।
শেখ রাসেল দিবস ২০২৩
“শেখ রাসেল দীপ্তিময়
নির্ভীক নির্মল দুর্জয়"
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মাঝে জাগ্রত রাখার লক্ষ্যে ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপিত হয়। এরই প্রেক্ষিতে অদ্য ১৮ অক্টোবর ২০২৩ টাঙ্গাইল জেলায় ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়।
উক্ত দিবসে সকাল ০৮.৩০ টায় টাঙ্গাইল সার্কিট হাউজ এর সম্মুখে অবস্থিত শেখ রাসেল এর ম্যুরালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল, পুষ্পস্তবক অর্পন করে। উক্ত অনুষ্ঠানে জেলা কার্যালয়ের কমকর্তাবৃন্দ র সাথে উপস্থিত ছিলেন ইনফো-সরকার-৩ প্রকল্পের কমকর্তা ও কানেক্টেট বাংলাদেশ প্রকল্পের কর্মকর্তাগন।
১৫ই আগষ্ট, জাতীয় শোক দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
স্মার্ট বাংলাদেশ পুরষ্কার ২০২৩ এর জন্য আবেদন আহবান
রেজিস্ট্রেশনের আর মাত্র ৩ দিন বাকী
সবাই দ্রত রেজিস্ট্রেশন করুন।
বিস্তারিত জানার জন্য / রেজিস্ট্রেশন করার জন্য
www.doict.tangail.com ভিজিট করুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ দিন ব্যাপী ( অফলাইন ) মোট ৪৫ ঘন্টার সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর জন্য আবেদন আহবান।
আবেদনের লিংক: t.ly/ek9y
আবেদনের শেষ সময়: ০৪ জুন, ২০২৩
বিস্তারিত জানার জন্য : doict.tangailsadar.tangail.gov.bd
"শেখ রাসেল পদক-২০২৩"
আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং তাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শেখ রাসেল পদক প্রদান করা হবে।
আবেদনের লিংকঃ https://award.sheikhrussel.gov.bd/
আবেদনের ক্ষেত্র সমূহ :
১. শিক্ষা (ব্যক্তি)
২. বিজ্ঞান ও প্রযুক্তি (ব্যক্তি)
৩. ক্রীড়া (ব্যক্তি)
৪. প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর (ব্যক্তি)
৫. শিল্পকলা ও সংস্কৃতি (ব্যক্তি)
৬. ক্ষুদে প্রোগ্রামার (ব্যক্তি)
৭. ক্ষুদে উদ্ভাবক (ব্যক্তি)
৮. ক্ষুদে লেখক (ব্যক্তি)
৯. ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠান)
১০. ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠান)
আবেদনের শেষ সময়ঃ ২০ই মে ২০২৩ খ্রি.
#শেখ_রাসেল_পদক_২০২৩
বিস্তারিত জানতে www.doict.tangail.gov.bd ভিজিট করুন।
শেখ রাসেল পদক-২০২৩ এর জন্য আবেদন আহ্বান।
আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ: ২০ মে, ২০২৩
অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু- কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহন করতে পারবেন।
আবেদন লিংক: www.sheikhrussel.gov.bd
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , জেলা কার্যালয়, টাঙ্গাইল এর ওয়েব পোর্টাল শতভাগ সম্পূর্ণ থাকায় জেলা প্রশাসন,টাঙ্গাইল এর সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মহোদয় থেকে সন্মাননা সনদপত্র গ্রহণ।
তারিখ: ১৬ এপ্রিল ২০২৩
জেলা পর্যায়ে ২০ (বিশ) জন প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ১৫ (পনের) দিনব্যাপী “আউটসোর্সিং প্রশিক্ষণ” টাঙ্গাইল জেলার শিবনাথ উচ্চ বিদ্যালয় এ (১৫ মার্চ ২০২৩ থেকে ২ এপ্রিল ২০২৩ খ্রি. ) অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয় এর প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব) জনাব রজনী কান্ত দাস মহোদয় ও উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জনাব মো: রাকিবুল ইসলাম, উপস্থিত ছিলেন ,সন্মানিত প্রশিক্ষক ও প্রধান নির্বাহী কমকর্তা জনাব মাসুম প্রামানিক ।
ছবিতে ২০ জন প্রশিক্ষণার্থী সহ প্রশিক্ষক ও সকল কর্মকতাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা সদরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভতে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , জেলা কার্যালয়, টাঙ্গাইল ।
২১ ফ্রেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ সকল ভাষা শহিদের প্রতি শহরের শহিদ মিনার পাঙ্গনে রাত ১২:০৩ মিনিটে শ্রদ্ধা জ্ঞাপন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর , জেলা কার্যালয়, টাঙ্গাইল এর প্রোগ্রামার ( দায়িত্বে ) জনাব রজনি কান্ত দাস ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জনাব মো: রাকিবুল ইসলাম ও জনাব রাসেল মিয়া( ইনফো সরকার-৩)।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এর আয়োজনে ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর সহযোগিতায় ২০ (বিশ) জন প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ১৫ (পনের) দিনব্যাপী “আউটসোর্সিং প্রশিক্ষণ” টাঙ্গাইল সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক নিয়োগের জন্য যোগ্যতাসম্পূর্ণ প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এই আবেদন আগামী ৯ ফ্রেব্রয়ারী- ২০২৩ পর্যন্ত গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষা সংক্রান্ত সময় ও স্থান এবং পরবর্তী চুড়ান্তভাবে মনোনীত প্রশিক্ষক প্রয়োজনীয় তথ্য www.doict.tangail.gov.bd ওয়েবসাইট ও মোবাইল এ এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
শর্তাবলীঃ-
১। সর্বনিম্নশিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২। গ্রাফিক্স ডিজাইন (ফটোসপ, ইলাস্ট্রেটর)/ ওয়েব ডিজাইন (এইচটিএমএল, সিএসএস)/ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেইসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার), ই-মেইল, SEO তে দক্ষতা থাকতে হবে।
৩।অনলাইন মার্কেট প্লেস (আপওয়ার্ক,ফাইভার, ফ্রিল্যান্সার ) এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪। এম এস অফিস সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
৫। অনলাইন মার্কেট প্লেস এ সর্বনিম্ন ৫০০ ডলার ইনকাম থাকতে হবে।
৬। বাছাইকৃত আবেদন কারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষক নির্বাচন করা হবে।
৭। প্রশিক্ষকদের নিজ ব্যবস্থাপনায় যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।
৮। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
অনলাইন আবেদন লিংক: https://cutt.ly/W97cR9q
কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যতিরেকেই যে কোন আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আউটসোর্সিং প্রশিক্ষণের জন্য আবেদন আহ্বান
তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এর আয়োজনে ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর সহযোগিতায় জেলা পর্যায়ে ২০ (বিশ) জন প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ১৫ (পনের) দিনব্যাপী ‘‘আউটসোর্সিং প্রশিক্ষণ” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিম্নোক্ত শর্তাধীনে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। এই আবেদন আগামী ১৫ জানুয়ারী ২০২৩ পর্যন্ত গ্রহণ করা হবে।
শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ।
২। বেসিক আইসিটি, ইন্টারনেট ব্রাউজিং ও বেসিক ফটোশপের দক্ষতা থাকতে হবে।
৩। ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে গ্রহণে ইচ্ছুক এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪। ১৫ (পনের) দিনের প্রশিক্ষণে পুরো সময় দিতে সক্ষম হতে হবে।
৫। বাছাইকৃত আবেদনকারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
৬। প্রশিক্ষণার্থীদের নিজ ব্যবস্থাপনায় যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।
৭। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২
আয়োজনে : জেলা প্রশাসন , টাঙ্গাইল
সহযোগিতায়: আইসিটি বিভাগ ( এটুআই )
উক্ত মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল অংশগ্রহণ করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এর সহযোগিতায় LEDP-ফ্রিল্যান্সার টিম অংশগ্রহণ করে।
উক্তমেলায় জেলা কার্যালয়ের জনাব রজনী কান্ত দাস, প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব ) , জনাব মো: রাকিবুল ইসলাম, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জনাব রাসেল মিয়া, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ( ইনফো সরকার-৩ ) , এবং উপজেলার সহকারী প্রোগ্রামার গন জনাব মো: মশিউর রহমান, জনাব জান্নাতুন নাঈমা, জনাব মাহবুবুল আলম, জনাব শেখ আব্রারুল হক শিমুল উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা-
-রেজিস্ট্রেশনের চলবেঃ
২৬ নভেম্বর ২০২২ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
-প্রতিযোগিতার সময়ঃ
সন্ধ্যা ৭:০০ টা থেকে ৮:০০ টার মধ্যে যেকোনো ২১ মিনিট।
- গ্রুপ কঃ ২৯ নভেম্বর
- গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
- গ্রুপ গঃ ০২ ডিসেম্বর
-যারা অংশগ্রহণ করতে পারবেঃ
১।গ্রুপ-কঃ ৮-১২ বছর
২।গ্রুপ-খঃ ১৩-১৮ বছর
৩।গ্রুপ-গঃ ১৯-তদূর্ধ্ব
পুরস্কার হিসেবে থাকছে ২১টি (ল্যাপটপ ও স্মার্ট ফোন)।
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ
https://quiz.digitalbangladesh.gov.bd/
শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে র্যালি ও আলোচনা সভায় জেলার প্রোগ্রামার (অতি: দায়িত্বে) ও সহকারী নেটওর্য়াক ইঞ্জিনিয়ার মহোদয়ের অংশগ্রহন।
শেখ রাসেল পদক-২০২২ এবং শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা....
শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে এ বছর নিম্নোক্ত প্রতিপাদ্য চূড়ান্ত হয়েছে।
“শেখ রাসেল,
নির্মলতার প্রতীক,
দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।"
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Telephone
Website
Address
ছোট কালিবাড়ি, রেজিস্ট্রিপাড়া (মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সংলগ্ন) টাঙ্গাইল সদর
Tangail
1903
Tangail, 1900
Upazila Health & Family Planning Office Ansar Camp Road, Bokultola, Sadar, Tangail
Elenga To Balla Road, Shiharail, Kalihati
Tangail, 1973
৮নং পাইকড়া ইউনিয়ন সরকারী পরিষদ কমপ্ল?
৩য় তলা, উপজেলা পরিষদ ভবন , ঘাটাইল, টাঙ্গাইল (2nd Floor, Upazila Parishad Bhaban , Ghatail, Tangail)
Tangail, 1980
Department of ICT, Upazila Office, Ghatail, Tangail
Civil Surgeon Office
Tangail, 1900
Health Services of Tangail District.