Aysha Akter

Aysha Akter

You may also like

Natural Creative Solution
Natural Creative Solution

Pro Digital Marketer
✅Social Media Optimizer
✅Search Engine Optimizer
✅Social Media Organic G

14/05/2023

নানু দিবসটা বেশি জরুরী ছিলো।

নারী মা রুপে যতোটা না মায়াময়,
তারচেয়ে ১৪ গুন বেশি মায়া
তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মুর কাছে
আমার ১০৪° জ্বর সমান সমান
তার নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে
তার কন্যা একটা বিশ্ব অলস।
নাতিগুলার কোনো যত্ন তার কন্যা
করতে পারছে না।
আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে
এই বিষয়ক গালি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন
বাড়িতে সন্তানের নানু আছে। ❤️

01/05/2023

বিনা বেতনে অন্যের কাছে আমার নামে কূটনামি করা মানুষদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা।

29/03/2023

বাঙ্গালীকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না। সমস্যা হলো আকাশ থেকে থুথু ফেলা শুরু করে।

—হুমায়ূন আহমেদ (কুটু মিয়া)

21/03/2023

মশাকে বললাম
আজ মশারী তুই টানা🙂
মশারীর ভিতর তো দু-জনেই থাকি🤣

16/03/2023

Dementia
(ভুলে যাওয়া রোগ)
এটা একটি মারাত্মক রোগ,
পুরো পৃথিবীতে এ রোগে আক্রান্ত সাড়ে ৫ কোটি মানুষ

///এ রোগের লক্ষণ////..
★ অতি সাম্প্রতিক কিছু ভুলে যাওয়া মানে একটু আগে কি করলেন বা ভাবলেন কিছু একটা ঘটল যেটা এখন মনে করতে পারছেন না
★ভুলে যাওয়ার ব্যাপারটা অস্বীকার করা
★ চিন্তা করা
★মেজাজের পরিবর্তন(হঠাৎ রেগে যাওয়া)
★ কথা বলার সময় সঠিক শব্দ খুজে না পাওয়া
★ঘুম কম হওয়া
★ বার বার প্রশ্ন করা
এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে,,মস্তিষ্কের একটা জায়গা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোগটা সাধারণত ৬০ বছরের উপরে বয়স্ক মানুষদের হয়ে থাকে তবে বর্তমানে তরুণদের মধ্যে এ রোগের ব্যাপক প্রবনতা দেখা যাচ্ছে।

আপনারাও সচেতন হন।©

10/03/2023

প্রত্যেকটা মে!য়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত।তাতে সমাজ বলুক না, “এতো দেরিতে বিয়ে করছিস?”

বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়। ২০-২১ বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনের কিছুটা বছর শুধু নিজের ওপর ইনভেস্ট করা উচিত। নাহলে, ১০বছর পর এসে কেউ খোঁ!-চা দিতেই পারে - “দু-পয়সা ইনকাম করে দেখাও!'

তখন আফসোস থাকবে, রাগ আসবে, সম্পর্কে বি!ভে-!'দ আসবে; কিন্তু সময় --- ফিরে আসেনি কখনও, আর ফিরবেও নাহ্!'🌸🖤

27/02/2023

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল:

স্বামী : হ্যাঁগো! তুমি কি আমার সাথে ব্যায়াম করবে?

স্ত্রী : ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাইনা?

স্বামী : না,না! ব্যায়াম তো শরীরের জন্য ভালো।

স্ত্রী : ও তাহলে আমার শরীর বুঝি খারাপ?

স্বামী : না, না! আচ্ছা তুমি যখন উঠতে চাওনা তবে থাক।

স্ত্রী : ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে?

স্বামী : ওহো, তুমি আমায় বুঝতে পারছো না!

স্ত্রী : ও, আমি তো অবুঝ?

স্বামী : আমি তা বলিনি!

স্ত্রী : তাহলে কি আমি মিথ্যুক?

স্বামী : সাজ সকালে ঝগড়া করো না please...

স্ত্রী : হ্যাঁ,আমি তো ঝগড়াটে। সকাল থেকেই
ঝগড়া করি!

স্বামী : ঠিক আছে, তাহলে আমিই যাবোনা ব্যায়াম করতে।

স্ত্রী : দেখছো, ইচ্ছে তোমার নেই। আমার
ওপর দোষ চাপাচ্ছো!

স্বামী : ঠিক আছে, ঘুমাও তুমি। আমি একাই চললাম।

স্ত্রী : তুমি তো সবসময় একা একাই ঘুরো আর
ফুর্তি করো।

স্বামী : উফ্ফ! থাক এবার। আমার শরীর খারাপ লাগছে।

স্ত্রী : দেখেছো, কি স্বার্থপর তুমি! শুধু নিজের
চিন্তা করো। আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো?

:-স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে
"কোথায় কি ভুল বললাম?"
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে
জিজ্ঞাসা করে:

স্ত্রী : তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছো।
কাকে নিয়ে চিন্তা করো? কার রঙ ধরছে মনে?😐

23/02/2023

আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো কান্না। যে মানুষগুলো আমার জন্য কাঁদতে পারে আমি তাদেরকেই সবচেয়ে আপন ভাবি। আমি চাই কেউ একজন আমার জন্য কাঁদুক, ইচ্ছেমতো কাঁদুক!!

-মেহেদী হাসান শুভ্র

23/02/2023

শুভ সকাল

01/02/2023

🙋‍♂️আসসালামু আলাইকুম
اَلسَّلَامُ عَلَيْكُمْ
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা
صباح الخير
সাবাহ আল খায়ের
Good Morning

❗ আজ বুধবার
১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
৯ রজব ১৪৪৪ হিজরী

🌞 সূর্যোদয় ০৬ : ৩৯ পূর্বাহ্ন
সূর্যাস্ত ০৫ : ৪৪ অপরাহ্ণ
তাপমাত্রা : সর্বোচ্চ ২৮ সর্বনিম্ন ১৬ সেলসিয়াস

🕌 আজকের নামাজের সময়
যোহর (صلاة الظهر): দুপুর ১২:১৬ মিনিটে
আছর (صلاة العصر): বিকাল ৪:০৮ মিনিটে
মাগরীব (صلاة المغرب): সন্ধ্যা ৫:৪৮ মিনিটে
এশা (صلاة العشاء): রাত ৭:০৪ মিনিটে
কালকের ফজর (صلاة الفجر): ভোর ৫:২৪ মিনিটে
*নামাজের সময়সূচি ঢাকার জন্য প্রযোজ্য
কল্যাণকর হোক আপনার পথচলা
আল্লাহ্‌ হাফেজ

30/01/2023

আজ বিশ্ব অটোপাশ
দিবস, ২০২১ সালের এই দিনে এইচএসসি ২০২০ ইতিহাসে প্রথম অটোপাশ পেয়েছিল।
সকল অটোপাশদের এই দিনের শুভেচ্ছা।🫡🙂🥀

29/01/2023

পরতে বসে ১০ মিনিট বই পরে
১ ঘন্টা ফোন চাপা
লিজেন্ড রা কই?

29/01/2023

#বিবাহিত আপুদের জন্য বলছি,সকল সমস্যার সমাধান বাচ্চা নাও-🥴🥴

বিয়ে হইসে?
বাচ্চা নাও৷

হাসবেন্ড ভালো না?
বাচ্চা নাও, লাইনে
চলে আসবে৷

হাজবেন্ড ভালো?
আলহামদুলিল্লাহ,
পালতে সুবিধা হবে বাচ্চা নাও৷

হাজবেন্ডের সাথে ঝগড়া হয়?
বাচ্চা নাও,
সব ঠিক হয়ে যাবে৷

শাশুড়ির সাথে বনেনা?
বাচ্চা নাও,
নাতির ওপর মায়া পড়ে যাবে৷

শ্বাশুড়ি ভালো?
তাড়াতাড়ি বাচ্চা নাও,
হেল্প করবেন৷

শ্বাশুড়ি'র বয়স কম?
এখনই বাচ্চা নাও,
শক্তি সামর্থ্য থাকতে থাকতে৷

শ্বাশুড়ির বয়স বেশী?
আহারে এই বয়সে
নাতীর মুখ দেখবে, বাচ্চা নাও৷

মোটা তুমি?
বাচ্চা নাও, পরে হবেনা৷

চিকন তুমি?
তাড়াতাড়ি বাচ্চা নাও পরে
মোটা হয়ে গেলে সমস্যা৷

মন ঊড়ু ঊড়ু, সংসার ভাল্লাগেনা?
বাচ্চা
নাও,স্থির হয়ে যাবা৷

গোছগাছ প্রিয়?
যাক বাবা, বাচ্চা নাও
তোমার জন্য সুবিধা৷

বাচ্চা ভালো লাগে?
এখনো বসে আছো,
বাচ্চা নাও৷

বাচ্চা ভালো লাগেনা?
নিজের বাচ্চা
নাও, দেখবা৷

ভাইয়ের বাচ্চা এত আদর কর?
নিজে বাচ্চা
নাও, দেখবা নিজেরটা কি৷

দাওয়াতে আসছো, বাচ্চা নাও৷

বেড়াতে গেছ, বাচ্চা নাও।

আড্ডা মারছ, বাচ্চা নাও৷

ভাত খাচ্ছ, বাচ্চা নাও৷

ঘুমাইতেসো, বাচ্চা নাও৷

একটা বাচ্চা আছে?
আরেকটা নাও৷

ছেলে আছে?
মেয়ে নাও৷

মেয়ে আছে?
ছেলে নাও৷

বাচ্চা নিতে চাও না?
নিয়ে নাও!

একটি বাচ্চা হইতে পারে সর্বরোগের
মহৌষধ, সকল মুশকিলে আসান।

দলে দলে বাচ্চা নিন!!🙄🥴

#কি পোস্ট পড়েন?
যান বাচ্চা নেন 😒🥴🤦

12/01/2023

পড়তে বসবো ভাবতে ভাবতে পদ্মা সেতু তৈরী হয়ে গেলো, মেট্রোরেল চালু হয়ে গেলো,, আর আমি এখনও পড়তে বসবো ভাবতেই আছি
🥴🥴🙄🙄😇😇😇

11/01/2023

Cowards die many times before their deaths; the valiant never taste death but once. – William Shakespeare

05/01/2023

🌻সমালোচনা বা অন্যের নেতিবাচক মন্তব্য
উপেক্ষা করুন।

🪴বরং নিজের উপর আস্থা রাখুন, নিজের ইতিবাচক বৈশিষ্ট্যর উপর আরো মনোযোগ দিবেন

🍁আপনার সম্পর্কে অন্যের ভাবনা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

🙏সাইকিয়াট্রিস্ট ডাঃ মেখলা সরকার
৫ জানুয়ারি, ২০২৩

04/01/2023

বাড়িয়ে দাও তোমার হাত

04/01/2023
03/01/2023

যেখানে নরমাল ট্রেনেই উঠলাম না সেই জায়গায় মেট্রোরেলের কথা ভাবা বিলাসিতা 🙄

01/01/2023

মেসির ওয়াইফের সাথে মেসি গতকাল একটা ছবি পোস্ট করেছে সেখানে বাংলাদেশের অনেক ছেলের কমেন্ট দেখে কিছু বলার ইচ্ছে হল। কিছু কমেন্ট ছিল তিন বাচ্চা হওয়ার পরও মেসির বউ এত ফিট এদেশের মেয়েরা এমন কেন?
মেসির বউ এত রোমান্টিক এদেশের মেয়েরা এমন নয় ইত্যাদি।
এদেশের মেয়েদের বয়স পঁচিশ/ ছাব্বিশ হলেই যাদের বুড়ি বলে আখ্যায়িত করা হয় যাদের বিয়ে হওয়ার পরই বাচ্চা নিতে হয় শ্বশুরবাড়ির বেঁধে দেয়া টাইমে আবার সেই বাচ্চা পালতেও হয় একলা। এদেশের মেয়েদের সিজারের সেলাই নিয়েও সারাদিন রান্নাঘরে কালিঝুলি, বালতি বালতি কাপড় ধোয়া, রাত জেগে বাচ্চার ট্যাঁওট্যাঁও শুনে চোখে কালি ফেলা, পরিবার সুদ্ধো মানুষের খেয়াল রাখা কারো জন্য চা কারো জন্য কফি, কারো জন্য মাছ আবার কেউ মাংস খাবে মানে এসব করতে করতে যাদের নিজের মাথার চুল আঁচড়ানোর সময় থাকে না তারা নাকি ফিট থাকার মন্ত্র দিয়ে ফিট হবে?
যারা চাকরি করে তাদের সব কাজ করে চাকরিতে ছুটতে হয়৷

মেসির বউ কী খায় আর আপনার বউ কী খায় আগে লিস্ট করুন। আপনার বউ খায় উচ্ছিষ্ট। বস্তা বস্তা আপেল, কমলা, ওটস, মধু, বাদাম এগুলোর চিন্তাও করতে পারি না। সবার খাওয়া হয়ে গেলে তারপর তার খাওয়া। বাচ্চা হলে এলাকা সুদ্ধো মিষ্টি খেলেও আপনার স্ত্রী ডালভাত খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার মানুষ কই?
ফিট থাকতে চাইলেও বলা হয় বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে এখন এত ঢং কীসের?
মানে এদেশে পড়ালেখা, ফিট থাকা, রূপচর্চা সবকিছু বিয়ে কেন্দ্রিকই। সারাজীবন যে হলুদও ছোঁয়াইনি মুখে বিয়ের আগে সে যায় স্পা করতে। কারণটা আপনাদের স্টারদের বউদের সাথে তুলনা।
আপনার মা যেকারণে ফিট থাকতে পারেনি একই কারণে আপনার স্ত্রীও পারছে না। চোখে কালি,ব্রণের দাগ, হাড্ডিসার কিংবা স্থূলতা সবকিছু ছাপিয়ে কিছু পুরুষ নারীদের সম্মান করতে জানেন এবং টিভির রিমোট রেখেও থালা -বাসন ধুয়ে দেন, মাঝরাত পর্যন্ত বাচ্চা সামলান, মাঝে মধ্যে তরকারী কুটে দেন।
যারা এগুলো পারেন না তারা নিজের অপরাগতা ঢাকতে স্টারদের বউদের মেকাপ করা অবয়ব দেখে ফিদা হয়ে যান। এদেশের পুরুষের মানসিকতা কেমন সেগুলো কমেন্টে জানান দেন।
মেসির বউ বলেন আর এইদেশের জামালের বউ বলেন সবাই ভালোবাসার কাঙাল।
অবশ্য যারা কিছু হলেই, বাদ দেন বেডি মানুষ এই একটা বিশ্রী কমেন্টে নিজের মানসিকতা জানান দেন আমি তাদের কাছ থেকে কিছু আশা করতেই পারি না।

সংগ্রহীত

01/01/2023

Happy New Year
2023❤️

01/01/2023

আমি ২৫শে মার্চ রাতের গনহত্যা দেখিনি,
কিন্ত ১লা জানুয়ারির গনজন্মদিন দেখেছি আজ।🙄

28/12/2022

কাল পর্যন্ত শীত ছিলো..আজ তো পুরো শীতের চৌদ্দগুষ্টি চলে এসেছে..!🥶

24/12/2022

Row আর column চিনতেই ভুল করি, মানুষ চিনতে পারা তো বিলাসিতা।

23/12/2022

Yes

20/12/2022

২০২৩ সালে মানসিক ভাবে সুস্থ থাকতে চাই,আশেপাশে কোন ডাবল ফেইস এর কোন মানুষ চাই না,সব প্রিয় মানুষদের সুস্থ,সুখী ভাবে দেখতে চাই,একটা ভালো বছর আসুক! আমিন! ❤️

19/12/2022

মাত্রই বিদায় দিলাম 😃😄

19/12/2022

2001: Ronaldinho 🇧🇷 signs for PSG ✍️
2002: Ronaldinho 🇧🇷 wins the World Cup🏆

2017: Mbappé 🇫🇷 signs for PSG ✍️
2018: Mbappé 🇫🇷 wins the World Cup 🏆

2021: Messi 🇦🇷 signs for PSG ✍️
2022: Messi 🇦🇷 wins the World Cup 🏆

Players in 2025 requesting to sign for PSG 😂

#কাজী সালাউদ্দিনকে PSG তে সাইন করান যায় না?

[collected]

18/12/2022

যেখানে বইয়ের পাতায় পুরুষদের ভবিষ্যৎ নির্ধারিত 🙄
সেখানে পুরুষের চাকরির আবেদন করা
বিলাসিতা।😅🙂

18/12/2022

সুখ মানে 'শান্তি', শান্তি হচ্ছে আত্মার 'তৃপ্তি'; মানুষ মাত্রই সুখী হতে চায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই সে যা কিছু করে তা কেবল মানসিক সন্তুষ্টি তথা সুখের জন্যই, প্রতিনিয়ত চেতন-অবচেতনে চির আরাধ্য, বহুল কাঙ্ক্ষিত 'সুখ'কেই খুঁজে ফেরে।

অঢেল সম্পদ, অর্থ-বিত্ত আহরণ, পদ-পদবী, ক্ষমতা অর্জনের মাধ্যমে সুখী হতে গিয়ে আমরণ সুখ বিবর্জিত থাকেন, এমন অসংখ্য উদাহরণ ইতিহাসের পাতায় পাতায়, হররোজ আমাদের দৃষ্টি গোচরে!

যদি দিনশেষে, বিবেকের আয়নায় নিজের মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ, আমাকে অনেক ভালো রেখেছেন। তাঁর অশেষ নেয়ামত-বরকত-অনুগ্রহে আমি তৃপ্ত, পরিতুষ্ট। আপনার কর্ম ও আচরণে অন্যেরা সন্তুষ্ট। কারো হক নষ্ট না করে, হালাল উপার্জনে পরিবার-পরিজন নিয়ে নির্ভার চিত্তে 'ভালো' আছেন, আপনি ঋণমুক্ত, সাধ্যানুযায়ী মানুষ ও সৃষ্টিকুলের উপকারে আসতে পারছেন। তাহলে, আলহামদুলিল্লাহ! আপনি একজন প্রকৃত সুখী মানুষ! ♥

শুভ সকাল।

14/12/2022

🤣

10/12/2022

অভিনন্দন মরোক্কো

10/12/2022

এতো সুন্দর একটা জীবন শেষ পর্যন্ত খেলা দেইখ্যা শেষ করবো?🙏
মোটেই না🤨 পড়াশোনা আছে,
সামনে পরীক্ষা 😏

10/12/2022

আমাদের সিলেবাসে মিরপুর স্টেডিয়াম
আর পরীক্ষায় আসছে চট্রগ্রাম স্টেডিয়াম
সিলেবাসের বাইরে কিছু পড়ি না আমরা 😏😏

10/12/2022

Only Mirpur is real
🤣

09/12/2022

আপনার ফেইসবুক ওয়ালে আপনি ট্রল করে পোষ্ট দিতেই পারেন,, কিন্তু ইনবক্সে গীত গাইতে এসে যারা অপমানিত হয়েছেন তাদের জন্য আমি একটুও দুঃখিত নই। ইনবক্সে খেলা নিয়ে এসএমএস দিলে হিসেব করে এসএমএস দিবেন। ব্রাজিল হারছে বলে আপনারা বিশ্বকাপ জিতে যাননি। আর ব্রাজিল হারছে বলে আর্জেন্টিনার হারের জন্য প্রার্থনা করছি এমন ভাবারও কারণ নাই। আর আমার মন একদমই খারাপ না,, অন্যান্য দল যখন ব্রাজিলের ৫ বারের রেকর্ড ভেঙ্গে দেখাবে তখন মন খারাপের বিষয়ে ভাববো।

09/12/2022

যে দলই জিতুক বিশ্বকাপ বাঙালির

09/12/2022

The match between Brazil and Croatia will start ____ 9:00 PM.🇧🇷🇭🇷

(a) at
(b) in
(c) on
(d) to

09/12/2022

Argentina কি পারবে সেমিফাইনালে উঠতে,
দেখতে হলে চোখ রাখুন আজ রাত ১ টায়
শুধুমাত্র স্টার জলসায়🥴🤣

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাড়িয়ে দাও তোমার হাত

Address

Tangail

Other Advertising/Marketing in Tangail (show all)
সৌদি বিকাশ ফ্লেক্সিলড অটো রিসেলার সেল সৌদি বিকাশ ফ্লেক্সিলড অটো রিসেলার সেল
Tangail, 2134

bkash Flexiload dollar reseller sel imo add koren &phone dan+8801723492787

Job news Job news
Tangail, 1920

Ripon Rd Ripon Rd
Dhaka
Tangail, 1996

Digital marketing is the best place in Bangladesh marketing system.

Google Top Ranking Google Top Ranking
Tangail, 1973

BD Bosting Agency BD Bosting Agency
Tangail

রিয়েল ডলার দিয়ে ফেসবুক পেইজ বোষ্ট করা হয় রেস্ট্রিকটেড পেইজ ঠিক করা হয়

Sayem Hossain Sayem Hossain
Gopalpur, Dhaka
Tangail, 1990

I am a digital marketing expert.My services are social media marketing,woordpress customizatiom etc.

Freelancer Millat Al Zisad Freelancer Millat Al Zisad
Sagardighi, Ghatail
Tangail, 1984

Helping businesses thrive through effective digital marketing strategies.

YouTube Marketing Point YouTube Marketing Point
Dhaka
Tangail, 1920

Masum Shikdar. Digital marketer of Youtube, Facebook & Instagram.

Habib Rhman Habib Rhman
Tangail

Assalamu alaikum বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে,

Md.Shifat Khan Md.Shifat Khan
Tangail

I am Shifat khan.

Ariyan Fashion Bd Ariyan Fashion Bd
Bhuapur Road
Tangail, 1960

Upload regularly new clothes collection

FB Ads Marketing BD FB Ads Marketing BD
Gopalpur
Tangail

Looking for the best Facebook Ads Marketing BD? We’re a team of digital marketing experts helping.