Shek Mohammed Shohel
personal vlogger
সৌদি আরবের বর্তমান সরকার,তরুণ উদীয়মান, Crown Prince Mohammed Bin Salman বাংলাদেশিদের জন্য দিয়েছে বিশাল সুখবর!
আপনার পাসপোর্ট রেডি তো?
তাহলে আর দেরি না করে সামর্থ্য থাকলে সৌদি এয়ারলাইনস থেকে টিকেট কেটে ৪দিনের সফরে সৌদি আরব চলে আসুন ওমরাহ করার জন্য!
♥️♥️♥️♥️
আমি কোনওদিন আমার মেয়েদের বলিনি আমার পেশা কী। আমি কখনও চাইনি তারা আমার জন্যে লজ্জিত হোক। যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞেস করত, আমি কী কাজ করি, আমি সাধারণত সংকোচের সঙ্গে বলতাম, আমি একজন লেবার। আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতাম যাতে তারা কোনওভাবে আকার-ইঙ্গিতেও বুঝতে না পারে আমার কাজ কী। আমি আমার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছি, তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি। আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক। আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে, আমি কখনও চাইনি আমার মেয়েদেরকে কেউ সেভাবে দেখুক। মানুষ সবসময় আমাকে অসম্মান করেছে। আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদের লেখাপড়ার জন্যে ব্যয় করেছি। আমি কখনও একটা নতুন জামা কিনিনি, বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি। আমি আমার জন্যে তাদের কাছে যে-অর্জন প্রত্যাশা করেছি, তা আর কিছু নয়, তা হল-- সম্মান। আমি ছিলাম একজন মেথর।
আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফি জোগাড় করতে পারিনি। সেদিন আমি কোনও কাজও করতে পারিনি, নোংরার স্তূপের পাশে বসে ছিলাম। খুব চেষ্টা করছিলাম চোখের জল লুকোনোর। সেদিন কাজ করার মতো কোনও ক্ষমতা আমার ছিল না। আমার সহকর্মীরা আমাকে দেখছিল, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এল না। আমি ব্যর্থ হয়ে গেলাম! ভাঙাবুক চেপে হতাশায় মুষড়ে পড়লাম। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, বাড়ি ফিরলে মেয়ে যখন আমাকে ভর্তি-ফি-র কথা জিজ্ঞেস করবে, আমি কী বলব! আমি জন্মগতভাবেই হতদরিদ্র। আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনও ভাল কিছু হতে পারে না।
কাজের শেষে সব মেথররা আমার কাছে এল, পাশে বসল আর জিজ্ঞেস করল, আমি তাদেরকে আমার ভাই বলে মনে করি কি না। আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল। আমি যখন সেই টাকা নিতে আস্বীকার করলাম, তারা পাল্টা আমাকে বলল, "আমরা সবাই দরকার হলে আজকের দিনের জন্যে উপোস থাকব, কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে।"
আমি কোনও উত্তর দিতে পারলাম না। সেদিন বাড়ি ফেরার আগে আমি স্নান করিনি, একজন মেথর হিসেবেই সগর্বে বাড়ি ফিরেছিলাম।
আমার বড় মেয়ে খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করবে। সে একটা পার্টটাইম কাজও করে। তাছাড়া ওরা তিনজনই টিউশন করে। আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না। কিন্তু প্রায়ই বড় মেয়েটা আমাকে পুরনো কাজের জায়গায় নিয়ে যায়। আমাকে-সহ আমার সকল সহকর্মীদের ও খাওয়ায়। ওরা হাসে আর জিজ্ঞেস করে, "কেন, মা, তুই মাঝে-মাঝেই এমন খাওয়াস?"
আমার মেয়ে উত্তর দেয়, "সেদিন তোমরা সবাই আমার জন্যে উপোস করেছিলে, তাই আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। প্রার্থনা করো, একদিন যেন আমি তোমাদের সকলকে রোজ খাওয়াতে পারি।"
আজ আমার আর মনে হয় না আমি একজন গরিব মানুষ। যার এমন অমূল্য সন্তান আছে, সে দরিদ্র হয় কীভাবে!
--- ইদ্রিস
ঋণ:
https://m.facebook.com/story.php?story_fbid=966469556823079&id=100003801304792
অনুবাদ : তন্ময় সরকার
আহা ফাইনালি ফিফা বর্ষসেরা প্লেয়ার অব দা ইয়ার ২০২২ দি গ্রেটেস্ট ফুটবলার অল টাইম বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি....🇦🇷😍👑
ফিফা বর্ষসেরা প্লেয়ার অব দ্যা ইয়ার ২০২২নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি...😍🇦🇷💪
হাফটাইম✅
স্বপ্নের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা🔥
মেসি (p)
ডি মারিয়া
vamos Argentina 🇦🇷
vamos Argentina 🇦🇷
Estoy listo. Vamos, Argentina!! 🇦🇷
I’m ready. Let’s go, Argentina!! 🇦🇷
Boss.তোমার জন্য আজকে শুভ কামনা রইল🔥🔥🔥🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Miss you Baba😍😍
আসছে আগামী ২৯ তারিক ঘাটাইল ইউনিয়ন নির্বাচনে ,যারা মনোন়ন পেয়েছেন,
প্রিয় টিম আর্জেন্টিনা অভিনন্দন ♥️♥️♥️♥️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
1900
ছোট কালিবাড়ি, রেজিস্ট্রিপাড়া (মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সংলগ্ন) টাঙ্গাইল সদর
Tangail, 1903
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্ঞানভিত্তিক অর্থনীতি, সুশাসন প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির ব্যবহার।
Elenga To Balla Road, Shiharail, Kalihati
Tangail, 1973
৮নং পাইকড়া ইউনিয়ন সরকারী পরিষদ কমপ্ল?
৩য় তলা, উপজেলা পরিষদ ভবন , ঘাটাইল, টাঙ্গাইল (2nd Floor, Upazila Parishad Bhaban , Ghatail, Tangail)
Tangail, 1980
Department of ICT, Upazila Office, Ghatail, Tangail
Godown Bridge, Dhaka-Tangail Road
Tangail, 1900
One of the field offices at District Level under the purview of Ministry of Food. Serving the poor an
Https://maps. App. Goo. Gl/z3qeTzzweA7cZzvs 8
Tangail, 1903
বাড়িয়ে দেও তোমার হাত, চলো সবাই পাল্টে যাই। দশে মিলে করিলে কাজ, উন্নত হবে নগর-গ্রাম।