Boftc it
Empowering you with real world tech skills through comprehensive training by experienced instructors. Start your educational adventure today!
Welcome to Boftc IT, your gateway to comprehensive computer training and essential soft skills! We specialize in equipping aspiring individuals with the knowledge and expertise needed to excel in the digital era. Whether you're interested in mastering graphic design, delving into the world of digital marketing, honing your data entry skills, or harnessing the power of YouTube marketing, we have yo
অফার! অফার!! অফার!!! ✨
আপনি কি টাঙ্গাইল শহরে মধ্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্য সুযোগ চাইছেন?
আপনার জন্য BOFTC IT নিয়ে এসেছে সম্পূর্ণ আপডেটেড কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। 😍
বর্তমান চাকুরির যোগ্যতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণ একটি বিশাল হাতিয়ার। যদি আপনি নিজকে বেসিক কম্পিউটার সম্পর্কে দক্ষ করতে পারেন তবে আপনার চাকুরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি বা নিজেই ব্যবসায় করার সক্ষমতা অর্জন করতে পারবেন।
BOFTC IT - কম্পিউটার কোর্সে কি কি শিখতে পারবেন?
BOFTC IT - টাঙ্গাইল জেলার অন্যতম একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। যেই কেন্দ্র আপনি কম্পিউটার প্রশিক্ষণ সিলেবাস হিসেবে পাচ্ছেন:
✅ Fundamentals of Computer
✅ Hardware and Software Concepts
✅ Microsoft Office Packages (MS Word, MS Excel, MS PowerPoint, MS Access)
✅ Internet E-mail Concepts.
কেন BOFTC IT - থেকে কোর্সটি করবেন?
BOFTC IT গত ১৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণ সমূহ পরিচালনা করে থাকে। BOFTC IT আপনাকে যে সুবিধা দিবে:
✔ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোর্স পরিচালনা,
✔ প্রত্যেকের জন্য আলাদা-আলাদা কম্পিউটার,
✔ দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা,
✔ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ (বিশ) শব্দ ।
✔ কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান ।
তাই দেরি না করে আজই যোগাযোগ করুন BOFTC IT - তে।
পরিশেষে, "নিজেকে প্রযুক্তি দ্বারা দক্ষ করুন, নিজের জীবন নিজেই গড়ুন" 😇
যোগাযোগ:
মোবাইল: 01590-040411📱
অফিস: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম গেট সংলগ্ন, হাকিম মণ্ডলের বাসার নিচের ফ্লোরের দক্ষিণ পাশে রুম, সন্তোষ, টাঙ্গাইল৷ 📍
আস-সালামু আলাইকুম।
BOFTC IT - তে আপনাকে স্বাগত।
BOFTC IT - টাঙ্গাইল জেলার অন্যতম সুনাম ধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিগত ১৪ বছর যাবৎ কম্পিউটার অফিস প্রোগ্রাম ও অন্যান্য ডিজিটাল স্কিল সফলতার সাথে প্রশিক্ষণ দিয়ে আসছে। ✅
BOFTC IT - র সফলতার হার ৯৯ শতাংশ, গত ১৪ বছরে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০০০ জনের বেশি দক্ষ ও সফল জনবলকে সৃষ্টিতে ভূমিকা রেখেছে। যার মধ্যে বেসিক ও এডভান্স কম্পিউটার কোর্স করে বর্তমান অনেক শিক্ষার্থী সরকারি ও বেসরকারি চাকুরীতে নিয়োজিত রয়েছে। তার পাশাপাশি একাংশ বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। 😇
কেন BOFTC IT থেকেই কোর্সটি আপনার করা প্রয়োজন?
BOFTC IT বিগত ১৪ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে কোর্স কারিকুলাম পরিবর্তন ও পরিবর্ধন করে। যে কাজ গুলো শিখলে আপনি লাভবান হবেন BOFTC IT আপনাকে ঐ কোর্সগুলোই অফার করে।
তার পাশাপাশি আমাদের রয়েছে:
✔ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোর্স পরিচালনা,
✔ প্রত্যেকের জন্য আলাদা-আলাদা কম্পিউটার,
✔ দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা,
✔ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ (বিশ) শব্দ ।
✔ কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান ।
BOFTC IT - তে কি কি কোর্স করার সুযোগ পাবেন?
BOFTC IT - বর্তমান সময়ের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকার জন্য বিভিন্ন ডিজিটাল স্কিল কোর্স অফার করছে। যে কোর্সগুলো আপনার ক্যারিয়ার গঠনে দৃঢ়তা প্রদান করবে। BOFTC IT - র কোর্স সমূহ:
✅ Basic Computer
✅ Graphic Design
✅ Web Design
✅ Digital Marketing
✅ Data Entry
✅ ICT (HSC)
✅ Higher Math (HSC)
BOFTC IT - কোর্সের সময়কাল কত?
BOFTC IT - ৬ মাস ও ১ বছর মেয়াদী কোর্সে পরিচালনা করে থাকে। 🗓
অফিসের ঠিকানা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম গেট সংলগ্ন, হাকিম মণ্ডলের বাসার নিচের ফ্লোরের দক্ষিণ পাশে রুম, সন্তোষ, টাঙ্গাইল৷📍
আরো বিস্তারিত জানতে চাইলে বা কোর্সে ভর্তি হতে চাইলে মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে অথবা কল করুন: 01590-040411 এই নম্বরে। 📞
আমরা তো প্রায় সকলেই কম্পিউটার ব্যবহার করি কিন্তু আমরা কি জানি কম্পিউটারের ইংরেজি বানানের পূর্ণরূপ কি?
কম্পিউটারের পূর্ণরূপ – Commonly Operated Machine Particularly Used Technical Educational Research. 👌
মূলত কম্পিউটারটার হিসাব গনণার জন্য উদ্ভাবন করা হলেও সময়ের সাথে সাথে অবিশ্বাসভাবে কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বর্তমান বিশ্ব কম্পিউটার নির্ভর তাই কম্পিউটার প্রোগ্রাম সমূহের বিকল্প কিছু নেই। 💯
এমন আরো তথ্য জানতে ফলো/লাইক করুন আমাদের পেইজ এবং BOFTC IT - তে কম্পিউটার কোর্স করতে চাইলে কল করুন: 01590-040411 এই নম্বরে।
জীবন জুড়ে আমরা অনেক পড়াশোনা করি কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করেই প্রয়োজন হয় অভিজ্ঞতার যা একজন সদ্য পাশ করা ছেলে বা মেয়ের থাকে না। কিন্তু আপনার যদি কিছু বিষয়ে বিশেষ দক্ষতা থাকে তবে আপনি আপনার চারপাশে থাকা আরও দশটা প্রতিযোগী থেকে এগিয়ে যাবেন।
আর বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ যেখানেই যান আপনাকে প্রযুক্তি ব্যবহার জানতেই হবে।
তাই BOFTC IT আপনাকে আজকে জানবে এমন ৮ টি স্কিল যা ২০২৩ সালে এসে অর্জন না করলেই নয়... 💯
চলেন তবে জেনে নেই সেই ৮ টি স্কিল:
✅ বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা,
✅ ডকুমেন্ট তৈরি (MS Word, Google Doc),
✅ গাণিতিক সমস্যাবলী/ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা (MS Excel, Google Sheet),
✅ Presentation এর দক্ষতা (MS PowerPoint, Google slides),
✅ Graphic Designing (Photoshop, Illustrator),
✅ Social Networking (Facebook, Instagram, twitter and more),
✅ অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা,
✅ অনলাইনে কাজ করা (Freelancing).
উপরোক্ত স্কিলগুলো শিখার মাধ্যমে আপনি আপনার নিজের দক্ষতাকে আরো বহুগুণে বৃদ্ধি করতে পারবেন।
আরো জানতে বা কম্পিউটার কোর্স করতে মেসেজ করুন পেইজে বা কল করুন: 01590-040411 - এ নম্বরে।
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্লাটফর্মে ভিজিট করতে হয়। প্রায়শই দেখা যায় কম্পিউটারে যে Bookmarks - একটা অপশন আছে তা অনেক কম্পিউটার ব্যবহারকারী জানেন না। 😐
এই Bookmark 🔖 অপশন দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও প্রয়োজনীয় ওয়েবসাইট গুলোকে খুব সহজে হাতের নাগালে রাখতে পারেন। 😁
BOFTC IT আজকে আপনাদের কম্পিউটারের চারটি বুকমার্ক শর্টকাট নিবেদন করলো। আশা করছি আপনাদের উপকারে আসবে।
বুকমার্ক ব্যবহারে, প্রযুক্তি ব্যবহার হয় আরো সহজ।
এমনই আরো তথ্য পেতে ফলো করুন আমাদের পেইজ।
কম্পিউটার তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু অনেক সময় আমরা অনেক বড় বড় কাজ যে কিছু ছোট্ট ছোট্ট শর্টকাট ব্যবহার করে করে ফেলতে পারি তা আমাদের জানা অজানা থেকে যায়। আবার কখনো কখনো ভুলে যাই। 😅
তাই BOFTC IT আপনার উদ্দেশ্য বেসিক কম্পিউটারের ১৫ টি গুরুত্বপূর্ণ শর্টকাট নিবেদন করলো। যার মাধ্যমে আপনার কাজের গতি হবে আরো বেগবান। 🏃
এমন আরো তথ্য পেতে ফলো করুন আমাদের পেইজ। 💝
বর্তমান সময়ে টেকনিক্যাল নলেজ বা যান্ত্রিক জ্ঞান বা প্রযুক্তিগত জ্ঞান না থাকলে আপনি যত বড়ই সনদ অর্জন করেন না কেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন না। এটাই পরম সত্যি....
তাই আজ থেকে নিজেকে যে কোন একটি বা দুইটি চাহিদারসম্পন্ন কাজে দক্ষ করুন। ❤️
আসসালামু আলাইকুম
আমরা দিচ্ছি আপনাদের কে সেরা অফার ! প্রথমে ৬ মাসে ভালোকরে আপনাদের কে কাজ গুলি শিখানো হবে !টোটাল কোর্স ফি ২৫ হাজার টাকা ! জারা আমাদের মার্কেট প্লেসে ১ মাস কাজ করবেন তাদের কে দিতে হবে ১৫ হাজার টাকা !
আর জারা আমাদের মার্কেট প্লেসে ২ মাস কাজ করবেন তাদের কে দিতে হবে ৫ হাজার টাকা ! এই সুযোগটি পাবেন ১ হাজার স্টুডেন্ট ! এই অফার টি থাকবে জুন মাস থেকে জুলাই মাস এর ৩০ তারিখ পযন্ত !
এই প্রতিষ্ঠনের ফাউন্ডার Shamim Ahammad নিজেই সকল ক্লাস নেন । কোন পার্ট টাইম টিচার দিয়ে ক্লাস নেয়া হয় না ।
তথ্য প্রযুক্তি প্রসারের সাথে সাথে কাজের ধরণেও আসছে ব্যাপক পরিবর্তন। পড়াশুনা শেষ করে তরুণরা তাই চাকরির পেছনে না ছুটে ঘরে বসেই আয় করছে লাখ লাখ টাকা।
এজন্যই আমাদের তরুণ সমাজ বেকার না থেকে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। শুধু আয় না, একটি স্মার্ট ক্যারিয়ারের মাধ্যমে নিজেকে দেশ ও বিশ্বের চ্যালেঞ্জে তুলে ধরার অন্যতম পেশা ফ্রিল্যান্সিং।
কোর্সটি সম্পন্ন করে আপনি ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারেন। এছাড়াও যেকোন আইটি কম্পানি কিংবা সফ্টওয়্যার ফার্মে উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে।
অনলাইন ক্লাসে ভর্তি এবং ক্লাস করার নিয়ম:
⤴Apply করার পরদিন আপনাকে ফোন করে কোর্সের ডিটেলস বলা হবে।ভর্তি ফি বিকাশ অথবা others online Payment এর মাধ্যমে পঠানোর পর আপনাকে অনলাইন ক্লাসের ID and Password দেওয়া হবে।এন্ড SMS এর মাধ্যমে Money Receipts এন্ড Admission Confirmation দেওয়া
হবে।
⤴জুম সফটওয়্যার এর মাধ্যমে লাইভ ক্লাস।
⤴ফোন/ল্যাপটপ/কম্পিউটারের মাধ্যমে সরাসরি ক্লাস করতে পারবেন আপনি।
⤴প্রতিটা ক্লাস শেষে ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে, যেন পরবর্তীতে আপনি ভিডিও দেখে প্রাকটিস করতে পারেন।
🎯 আমাদের সকল কোর্স
1.web design & development
****course details
latest version
HTML
CSS
java script
PHP
Word press theme development
2.search engine optimization(SEO)
course detail
keyword research
bookmarking
link building
google top ranking
Data Entry
Web Research
Virtual Assistant
Leads Generation
Classified Ads Posting
Facebook marketing
Facebook business page
3. YouTube Marketing
course detail
you tube channel create
video editing
☎হেল্পলাইন:01996432929 , 016893520747
Click here to claim your Sponsored Listing.
Welcome to Boftc School iT
Since 2019, we have been outsourcing and freelancing training. It is about 1-2 thousand freelancers we are made.Freelancer search in other marketplaces including Objection, Fiber, People Per Hour has got our students from Bangladesh in some maximum position.Founder AM Shamim Ahmed is a part time teacher but will never be a swimming team member for swimming. He has created all the video tutorials.Service classes are held from 10 pm to 11 pm. Knowledge is conscious from 10 to 7In the same way that survey items are created in such a way our total video tutorials and online classes are at their peak.Communication is taught to work in the digital market.This job will be for newcomers, not getting the stage, getting culture solitaire, easy work, small computers and global situation commissions.
Category
Contact the business
Telephone
Website
Address
Near First Gate Of Mawlana Bhashani Science And Technology University, Beside UCB Bank, Santosh
Tangail
1902
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Rabna Bypus-Shibpur Bazar
Tangail, 1900
Course Title: Ms Office Package Graphic Design,Hardware &Networking.
Haidar Ali Master Technical Ins: Lawhati, Delduar, Tangail. 01309661109
Tangail
Basic Training (3/6 Month) : * Computer Office Application * Database Programing * Electrical * A
Kohela, Mirzapur
Tangail, 1943
আপনার একটি সঠিক সিদ্ধান্ত, একটি কোর্স বদলে দিতে পারে আপনাকে, আপনার দেশটাকে।
All Over Tangail Zilla (Jahid Computer's, Pakulla Bazar, Mirzapur
Tangail, 1944
টাঙ্গাইল জেলার সকল কম্পিউটার সম্পর্কিত সকল ব্যবসায়ী মিলে মিশে কাজ করার জন্য পেইজটি খোলা হলো।
Registry Para
Tangail, 1900
"বাংলাদেশ কারিগরি বোর্ড অনুমোদিত, কম্?
Ashrom Road, Pakutia, Ghatail
Tangail, 1982
Bangladesh Technical Education Board approved computer training center
ওয়ালটন মোড়, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
Tangail, 1900
Computer Training, IT Service, Online Income, Freelancing, Outsourcing, Graphics Design, Web Design,
Santosh
Tangail, 1902
Since 2019, we have been outsourcing and freelancing training. It is about 1-2 thousand freelancers we made Freelancer and marketplaces including Objection, Fiber. People work wit...
Sit Mamudpur Bazar, Mirzapur
Tangail
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদ
Tangail
Tangail, 713156
Tutorry are providing Computer Courses. Our Courses- Microsoft Office, Digital Marketing, Data Entry.
Tangail Sodor.
Tangail, 1310
A Result Driven Digital Marketing Services Agency that provides Best Social Media Marketing, Facebook